About Us

আসসালামুআলাইকুম,
ডব্লিউ থ্রি ক্লাসরুমে আপনাকে স্বাগতম। আপনি নিশ্চয়ই ডব্লিউ থ্রি ক্লাসরুম সম্পর্কে জানতে আগ্রহী ! ডব্লিউ থ্রি ক্লাসরুম অনলাইন স্কুল মূলত শিক্ষাভিত্তিক একটি ওপেন অনলাইন প্লাটফর্ম। এখানে আমরা শিক্ষা, প্রযুক্তি এবং ফ্রিল্যান্সিং সম্পর্কিত প্রিমিয়াম মানের বিভিন্ন ফ্রি কোর্স, পিডিএফ বই,ডিজিটাল বই,আর্টিকেল ইত্যাদি প্রকাশ করি। যাতে শিক্ষার জগত সবার জন্য বিনামূল্যে উন্মোচিত হয়। ডব্লিউ থ্রি ক্লাসরুমের মিশন একটাই শিক্ষাকে বাণিজ্য মুক্ত করা,সকলের জন্য শিক্ষাকে উন্মুক্ত করা । কারণ শিক্ষা কোন পণ্য নয়, অধিকার।

খাদ্য , বস্ত্র , বাসস্থানের মতো শিক্ষা ও মানুষের মৌলিক অধিকার । এই অধিকারকে সকলের জন্য উন্মুক্ত করতেই ডব্লিউ থ্রি ক্লাসরুমের এই প্রাণান্তকর চেষ্টা। আপনাদের ভালবাসা ও অনুপ্রেরণা পেলে ডব্লিউ থ্রি ক্লাসরুমের এই চেষ্টা নিশ্চয়ই থামবে না। তাই ডব্লিউ থ্রি ক্লাসরুমের সাথে থেকে আপনাদের শেখা কখনো থামাবেন না। আপনাদের শেখাই আমাদের অনুপ্রেরণা। এ নিয়েই ডব্লিউ থ্রি ক্লাসরুম পথ চলবে। ডব্লিউ থ্রি ক্লাসরুম আপনাদের পাশে থেকে ছোট্র দেশের অধিক জনসংখ্যা নামক বোঝাকে মানবসম্পদে রুপান্তরের অংশীদার হতে চায়। এজন্যই ডব্লিউ থ্রি ক্লাসরুম একাডেমিক ও চাকরি প্রস্তুতির বিভিন্ন ফ্রি কোর্সের পাশাপাশি নিয়ে আসছে বিভিন্ন ফ্রিল্যান্সিং কোর্স। যা থাকছে সবার জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে। এজন্য অবশ্যই অর্থের প্রয়োজন। কিন্তু ডব্লিউ থ্রি ক্লাসরুম কারো কাছ থেকে কোন অর্থ বা অনুদান নেয় না। শুধু আপনাদের অনুপ্রেরণা চায়। আপনারা পাশে থাকলে নিশ্চয়ই এ মিশনে ডব্লিউ থ্রি ক্লাসরুম কিছুটা হলেও সফল হবে।

সবশেষে, আমরা আশা করছি, অনলাইনে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা একটু হলেও শিক্ষার্থীদের শিক্ষার্জনে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি দেশের বৃহত্তম বেকার জনগোষ্ঠী ফ্রিল্যান্সিং স্কিল গ্রহণের মাধ্যমে নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সক্ষম হবে।

ধন্যবাদান্তে
এডমিন
ডব্লিউ থ্রি ক্লাসরুম অনলাইন স্কুল

ডব্লিউ থ্রি ক্লাসরুমের সাথে যোগাযোগ করতে Contact Us পেইজে এ ক্লিক করুন।

বি: দ্র: সাইটের কাজ চলমান বিধায় উপরিউক্ত সকল ফিচার সাইটে দেখতে পাচ্ছেন না । শীঘ্রই সকল ফিচার সাইটে এড হবে । তাই আমাদের সাথেই থাকুন । প্রয়োজনে Sitemap দেখুন ।