বাংলাদেশের নারী ও শিশু বিষয়ক তথ্যাবলী

বাংলাদেশের নারী বিষয়ক তথ্যাবলী

  • ব্রিটিশ বাংলায় নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে ≔ ১৯২৯ সালে
  • স্বাধীন বাংলাদেশে জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয় ≔ ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদে
  • বাংলাদেশ পুলিশ বাহিনীতে নারী সদস্য নিয়োগ দেওয়া হয় ≔ ৮ জুন, ১৯৭৪
  • আনসার বাহিনীতে নারী সদস্য নিয়োগ দেওয়া হয় ≔ ১৯৭৬ সালে
  • বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম মহিলা কমিশনপ্রাপ্ত অফিসার নিয়োগ করা হয় ≔ ২০০০ সালে
  • বাংলাদেশ নৌবাহিনীতে প্রথম নারী ক্যাডেট নিয়োগ দেওয়া হয় ≔ ১২ জানুয়ারি, ২০০০
  • ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে সরাসরি ভোটে নারীদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ≔ ১৯৯৭ সালে
  • বাংলাদেশের প্রথম নারী মেয়র ≔ সেলিনা হায়াত আইভি
  • সন্তানের পরিচয়ের ক্ষেত্রে বাবার নামের পাশাপাশি মায়ের নাম লেখার সিদ্ধান্ত গৃহীত হয় ≔ ২৪ আগস্ট, ২০০৪
  • সরকারী নন-গেজেটেড পদে মহিলাদের জন্য সংরক্ষিত কোটা ≔ ১৫%
  • সরকারী চাকুরীজীবী মহিলাদের প্রসূতিকালীন ছুটি ≔ ৬ মাস
  • বাংলাদেশের প্রথম মহিলা কারাগার নির্মিত হচ্ছে ≔ কাশিমপুর, গাজীপুর
  • সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে মহিলাদের জন্য সংরক্ষিত কোটা ≔ ৬০%
  • দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মহিলাদের জন্য সংরক্ষিত কোটা ≔ ৩০%
  • নিউইয়র্কে প্রথম বাংলাদেশি নারী কনসাল জেনারেল ≔ সাদিয়া ফয়জুন্নেসা
  • দেশের প্রথম মহিলা বিচারপতি ≔ নাজমুন আরা সুলতানা
  • বান্দরবানে প্রথম নারী হেডম্যান (মৌজা প্রধান) ≔ শৈ এনু মারমা

বাংলাদেশের শিশু বিষয়ক তথ্যাবলী

  • বাংলাদেশে কিশোর অপরাধের বয়সসীমা ≔ ৭-১৬ বছর
  • বাংলাদেশে কিশোর উন্নয়ন কেন্দ্রের সংখ্যা ≔ ২টি
  • বাংলাদেশে কিশোরী উন্নয়ন কেন্দ্রের সংখ্যা ≔ ১টি
  • জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র অবস্থিত ≔ টঙ্গী, গাজীপুর
  • জাতীয় কিশোরী উন্নয়ন কেন্দ্র অবস্থিত ≔ কোনাবাড়ী, গাজীপুর
  • দ্বিতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র অবস্থিত ≔ পুলেরহাট, যশোর
أحدث أقدم