বাংলাদেশের যত মহিলা প্রথম

বাংলাদেশের যত প্রথম মহিলা

  • প্রথম মহিলা প্রধানমন্ত্রী ≔ বেগম খালেদা জিয়া
  • প্রথম মহিলা মন্ত্রীসভার সদস্য ≔ নূরজাহান খুরশিদ
  • প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী ≔ ডা. দীপু মনি
  • প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী ≔ অ্যাডভোকেট সাহারা খাতুন
  • প্রথম মহিলা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ≔ ড. নাজমা চৌধুরী
  • প্রথম মহিলা স্পিকার ≔ ড. শিরীন শারমীন চৌধুরী
  • প্রথম মহিলা শিক্ষামন্ত্রী ≔ ডাক্তার দীপু মনি
  • প্রথম মহিলা বিরোধী দলীয় নেতা ≔ শেখ হাসিনা
  • প্রথম মহিলা সংসদ উপনেতা ≔ সৈয়দা সাজেদা চৌধুরী
  • প্রথম মহিলা হুইপ ≔ সাগুফতা ইয়াসমিন এমিলি
  • প্রথম মহিলা সংসদ সদস্য (নির্বাচিত) ≔ সৈয়দা রাজিয়া ফয়েজ
  • প্রথম মহিলা সচিব ≔ জাকিয়া আকতার
  • প্রথম মহিলা কূটনীতিক ≔ তাহমিনা খান ডলি
  • প্রথম মহিলা রাষ্ট্রদূত ≔ মাহমুদা হক চৌধুরী
  • সুপ্রীম কোর্টের আপিল বিভাগের প্রথম মহিলা বিচারপতি ≔ নাজমুন আরা সুলতানা
  • প্রথম মহিলা আইনজীবী ≔ মেহেরুন্নেছা খাতুন
  • প্রথম মহিলা ব্যারিস্টার ≔ রাবেয়া ভূইয়া
  • প্রথম মহিলা ব্রিগেডিয়ার ≔ সুরাইয়া রহমান
  • 'সোর্ড অব অনার' প্রাপ্ত প্রথম মহিলা সেনা কর্মকর্তা ≔ মারজিয়া ইসলাম
  • প্রথম মহিলা পাইলট ≔ কানিজ ফাতেমা রোকসানা
  • প্রথম মহিলা প্যারেড কমাণ্ডার ≔ এলিজা শারমিন
  • প্রথম মহিলা মেজর জেনারেল ≔ ডাঃ সুশানে গীতি
  • প্রথম মহিলা অল. উইমেন ফ্লাইট পরিচালনাকারী ≔ ক্যাপ্টেন সাহানা
  • প্রথম মহিলা অ্যাডিশনাল ডি.আই.জি ≔ ফাতেমা বেগম
  • প্রথম মহিলা পুলিশের এস.পি ≔ বেগম রওশন আরা
  • প্রথম মহিলা পুলিশের ওসি ≔ হোসনে আরা বেগম
  • প্রথম মহিলা সি.আই.পি ≔ নাসরিন আউয়াল মিন্টু
  • প্রথম মহিলা জাতীয় অধ্যাপক ≔ ড. সুফিয়া আহমেদ
  • সিটি কর্পোরেশনের প্রথম মহিলা মেয়র ≔ ডা. সেলিনা হায়াৎ আইভী
  • প্রথম মহিলা নির্বাচন কমিশনার ≔ কবিতা খানম
  • প্রথম মহিলা সলিসিটর ≔ জেসমিন আরা বেগম
  • প্রথম মহিলা প্যারাট্রুপার ≔ ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস
  • প্রথম মহিলা উপজেলা চেয়ারম্যান ≔ সুরাইয়া মান্নান
  • প্রথম মহিলা ভাস্কর ≔ নভেরা আহমদ
  • প্রথম মহিলা ভূ-তত্ত্ববিদ ≔ আফিয়া আক্তার
  • সংবাদপত্রের প্রথম মহিলা সম্পাদক ≔ নূরজাহান বেগম (বেগম পত্রিকা)
  • প্রথম মহিলা রেলচালক ≔ সালমা খান
  • সিএ ডিগ্রি লাভকারী প্রথম মহিলা ≔ সুরাইয়া জান্নাত
  • প্রথম মহিলা নোটারী পাবলিক ≔ কামরুন নাহার লাইলী
  • প্রথম মহিলা কাস্টমস কমিশনার ≔ হাসিনা খাতুন
  • বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ডেপুটি গভর্নর ≔ বেগম নাজনীন সুলতানা
  • বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা পরিচালক ≔ অধ্যাপক হান্নানা বেগম
  • বাংলাদেশ টেলিভিশনের প্রথম মহিলা মহাপরিচালক ≔ ফেরদৌস আরা বেগম
  • বাংলা একাডেমির প্রথম মহিলা মহাপরিচালক ≔ নীলিমা ইব্রাহীম
  • পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ভিসি ≔ ড. ফারহানা ইসলাম
  • বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান ≔ ড. এ. জেড, এম তাহমিদা বেগম
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা প্রো-ভিসি ≔ ড. এ. জেড, এম তাহমিদা বেগম
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডীন ≔ বেগম আজিজুন্নেছা
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ≔ লীলা নাগ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী ≔ ফজিলাতুন্নেছা
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম মহিলা শহীদ ≔ মেহেরুন্নেছা
  • প্রথম মহিলা বীরপ্রতীক ≔ ক্যাপ্টেন সেতারা বেগম
  • ক্রিকেট দলের প্রথম মহিলা অধিনায়ক ≔ তাজকিয়া আক্তার
  • বাংলাদেশ টেলিভিশনের প্রথম মহিলা শিল্পী ≔ ফেরদৌসি রহমান
  • প্রথম মহিলা অভিনেত্রী ≔ পূর্ণিমা সেন গুপ্তা
  • প্রথম মহিলা মুসলিম অভিনেত্রী ≔ বনানী চৌধুরী
  • জাতিসংঘে নিযুক্ত প্রথম মহিলা স্থায়ী প্রতিনিধি ≔ ইসমত জাহান
  • জাতিসংঘে নিযুক্ত প্রথম মহিলা আন্ডার সেক্রেটারী জেনারেল ≔ আমিরাহ হক
  • উপমহাদেশের প্রথম মুসলিম নারী চিকিৎসক ≔ ডা. জোহরা বেগম কাজী
  • প্রথম টেস্টটিউব শিশু চিকিৎসক ≔ ডা. পারভীন ফাতেমা
  • ব্রিটেনে প্রথম বাঙালী নারী কাউন্সিলর ≔ পলা মনজিল উদ্দিন
  • ব্রিটেনে 'হাউস অব কমন্স' এর প্রথম বাংলাদেশী এম.পি ≔ রুশনারা আলী
  • 'বাংলাভাষার প্রথম মহিলা কবি ≔ চন্দ্রাবতী
  • মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম নারী সভাপতি ≔ মেহের আফরোজ চুমকি
  • প্রথম মহিলা রোটারি গভর্নর ≔ সাফিনা রহমান
  • এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী নারী ≔ নিশাত মজুমদার
أحدث أقدم