তড়িৎ ক্ষমতা বা বৈদ্যুতিক ক্ষমতা কোন পরিবাহক বা তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে এক সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহের ফলে যে কাজ সম্পন্ন হয় বা
যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে (আলো, তাপ, যান্ত্রিক শক্তি ইত্যাদি) রূপান্তরিত হয়, তাকে তাড়িৎক্ষমতা বা বৈদ্যুতিক ক্ষমতা বলে । বৈদ্যুতিক ক্ষমতাকে P দ্বারা প্রকাশ করা হয় ।
P = VI =
বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট (W)। তবে বৈদ্যুতিক ক্ষমতাকে কিলোওয়াট (KW) এবং
মেগাওয়াট (MW) এককেও প্রকাশ করা হয়ে থাকে ।
বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক/ ব্যবহারিক একক: কিলোওয়াট-ঘণ্টা ।
এক ওয়াট: প্রতি সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলে ।
বৈদ্যুতিক ক্ষমতা: ১ ওয়াট = ১ ভোল্ট × ১ অ্যাম্পিয়ার।
বিদ্যুৎ বিল পরিশোধ করার সময় আমরা শক্তির জন্য বিল পরিশোধ করি ।
বিদ্যুৎ বিল হিসাব করা হয়: কিলোওয়াট আওয়ারে।
এক বৈদ্যুতিক ইউনিট বা এক বোর্ড অব ট্রেড ইউনিট (B.O.T) = এক কিলোওয়াট ঘণ্টা
1 কিলোওয়াট ঘণ্টা = 3600 × জুল = 3600 কিলোজুল ।