প্রেমেন্দ্র মিত্র

প্রেমেন্দ্র মিত্র (১৯০৪-১৯৮৮)

তিরিশোত্তর আধুনিক সাহিত্য আন্দোলনের স্থপতিদের অন্যতম প্রখ্যাত কবি, সাহিত্যিক ও সাংবাদিক প্রেমেন্দ্র মিত্র ছিলেন ‘ কল্লোল' গোষ্ঠীর লেখক। পরা-বাস্তবভিত্তিক গণমানুষের প্রতি সংবেদনশীল যে সাহিত্যধারা কল্লোলগোষ্ঠী সৃষ্টি করতে চেয়েছিলেন তার প্রতিফলন ঘটেছে প্রেমেন্দ্র মিত্রের কাব্যে ও গল্প-উপন্যাসে। তিনি জীবনের দুঃখ ও হতাশাকে রূপায়ণে কুশলতার পরিচয় প্রদান করেছেন। তাঁর রচিত সাহিত্যকর্মের মূল প্রতিপাদ্য বিষয় সাধারণ মানুষের প্রতি অনুরাগ।

প্রেমেন্দ্র মিত্রের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদান সাহিত্যিক তথ্য
জন্ম প্রেমেন্দ্র মিত্র সেপ্টেম্বর, ১৯০৪ সালে কাশীতে জন্মগ্রহণ করেন।
ছদ্মনাম সাহিত্য সাধনার প্রথম পর্বে ‘কৃত্তিবাস ভদ্র’ ছদ্মনামে লিখতেন। তার সৃষ্ট একটি জনপ্রিয় চরিত্র ‘ঘনাদা' ।
সম্পাদকীয় তিনি ‘কল্লোল’ (১৯২৩) পত্রিকায় লেখালেখি করতেন এবং ‘বাংলার কথা’, ‘ বঙ্গবাণী’, ‘ সংবাদ' পত্রিকায় সম্পাদকীয় , বিভাগে দায়িত্ব পালন করেন । শৈলজানন্দ মুখোপাধ্যায় ও মুরলীধর বসু সহযোগে তিনি ‘কালি কলম' (১৯২৬) পত্রিকা প্রকাশ করেন ।
সাহিত্যকর্ম প্রেমেন্দ্র মিত্রের সাহিত্যকর্মসমূহ:

কাব্যগ্রন্থঃ

প্রথমা (১৯৩২): এটি তাঁর প্রকাশিত প্রথম কবিতার বই ।
‘সম্রাট’ (১৯৪০),
‘ফেরারী ফৌজ' (১৯৪৮),
‘সাগর থেকে ফেরা’ (১৯৫৬),
‘হরিণ চিতা চিল' (১৯৫৯),
‘কখনো মেঘ' ।

উপন্যাস:

পাক' (১৯২৬),
‘কুয়াশা' (১৯৩০),
‘মিছিল’ (১৯৩৩),
‘উপনয়ন' (১৯৩৪),
‘আগামীকাল’ (১৯৩৪),
‘প্রতিশোধ' (১৯৪১),
‘প্রতিধ্বনি ফেরে’,
‘মনুদ্বাদশ’।

গল্পগ্রন্থ:

‘পঞ্চশর’ (১৯২৯),
‘বেনামী বন্দর' (১৯৩০),
‘পুতুল ও প্রতিমা’ (১৯৩২),
‘মৃত্তিকা' (১৯৩২),
‘অফুরন্ত’ (১৯৩৫),
‘ধূলিধূসর’ (১৯৪৩),
‘মহানগর' (১৯৪৩),
‘জলপায়রা’ (১৯৫৭),
‘নানা রঙে বোনা’ (১৯৬০)।
মৃত্যু ৩ মে, ১৯৮৮ সালে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতায় মারা যান ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নসমূহ পড়তে ও পরীক্ষা দিতে এখানে ক্লিক করুন

أحدث أقدم