বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করতে আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। এসব পুরস্কার বিজ্ঞান, সাহিত্য, শান্তি, ক্রীড়া, চলচ্চিত্র, সংগীতসহ নানান ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। পুরস্কারপ্রাপ্তরা নিজেদের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করার পাশাপাশি বিশ্ববাসীর জন্য অনুপ্রেরণা হয়ে ওঠেন। নোবেল পুরস্কার, অস্কার, গ্র্যামি, পুলিৎজার, ব্যালন ডি’অর ইত্যাদি পুরস্কার আন্তর্জাতিকভাবে ব্যাপক স্বীকৃত এবং সম্মানজনক। এই নিবন্ধে আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার সম্পর্কে বিস্তারিতভাবে জানব।
নোবেল পুরস্কার
নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কারগুলোর মধ্যে একটি। এটি ১৯০১ সাল থেকে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি এবং অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য প্রদান করা হচ্ছে।
- প্রবর্তক : আলফ্রেড নোবেল (সুইডিশ বিজ্ঞানী ও আবিষ্কারক)
- প্রদানকারী সংস্থা : সুইডিশ একাডেমি এবং নরওয়েজিয়ান নোবেল কমিটি
- পুরস্কারের ধরন : পদক, সার্টিফিকেট ও নগদ অর্থ
- বিশেষত্ব : শান্তি পুরস্কার ব্যতীত অন্যান্য পুরস্কার সুইডেনে প্রদান করা হয়, আর শান্তি পুরস্কার নরওয়েতে দেওয়া হয়।
নোবেল পুরস্কার নিয়ে এই নিবন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।
রামোন ম্যাগসেসে পুরস্কার
এই পুরস্কারটি প্রবর্তন করা হয় ফিলিপাইনের প্রয়াত প্রেসিডেন্ট রামোন ম্যাগসেসেকে স্মরণ করে। এ পুরস্কার এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে খ্যাত। প্রতিবছর ৬টি শ্রেণিতে এশিয়ার
বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনকে এই পুরস্কার প্রদান করা হয়। যথা-
১) সাংবাদিকতা, সাহিত্য ও যোগাযোগে উদ্ভাবনী কলা
২) শান্তি ও আন্তর্জাতিক সমঝোতা
৩) সরকারি সেবা
৪) জনসেবা
৫) সামাজিক নেতৃত্ব এবং
৬) নতুন নেতৃত্ব।
ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত প্রথম বাংলাদেশী তাহরুন্নেছা আবদুল্লাহ (সামাজিক নেতৃত্ব, ১৯৭৮)। ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত অন্যান্য বাংলাদেশীর
মধ্যে ফজলে হাসান আবেদ (সামাজিক নেতৃত্ব, ১৯৮০), ড. মুহাম্মদ ইউনূস (সামাজিক নেতৃত্ব, ১৯৮৪),
ড. এঞ্জেলা গমেজ (সামাজিক উন্নয়ন, ১৯৯৯), সৈয়দা রিজওয়ানা হাসান (২০১২ খ্রি.), ফেরদৌসী কাদরী (২০২১ খ্রি.), করভি রাখসানন্দ (২০২৩ খ্রি.) এর নাম উল্লেখযোগ্য।
শাখারভ পুরস্কার
মানবাধিকার এবং মুক্ত চিন্তায় মৌলিক বিকাশে অবদানের জন্য ইউরোপীয় পার্লামেন্ট ১৯৮৮ সালে শাখারভ প্রাইজ ফর ফ্রীডম অব থট বা মুক্ত চিন্তায় 'শাখারভ পুরস্কার' প্রদান করে। রাশিয়ার বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী আন্দ্রে শাখারভের নামানুসারে এ পুরস্কারের নামকরণ করা হয়।
নাইটিঙ্গেল পুরস্কার
আন্তর্জাতিক রেডক্রস কমিটি নার্সিং সেবায় অসাধারণ অবদানের জন্য 'নাইটিঙ্গেল মেডেল' প্রদান করে। আধুনিক নার্সিং সেবার অগ্রদূত 'ফ্লোরেন্স নাইটিঙ্গেল' এর স্মরণে এই পদকটি প্রদান করা হয়। ক্রিমিয়ার যুদ্ধ (১৮৫৩-৫৬ খ্রি.) এ যুদ্ধাহতদের সেবায় ফ্লোরেন্স আত্মনিবেদন করে ইতিহাসে অমর হয়ে আছেন। হ্যারিকেন নিয়ে রাতের আঁধারে তিনি ছুটে যেতেন আহতদের দ্বারে দ্বারে। এজন্য তিনি বিশ্বব্যাপী পরিচিতি পান 'The lady with the lamp' নামে। নাইটিঙ্গেলের জন্ম হয় ১৮২০ সালের ১২ই মে ইতালির ফ্লোরেন্স শহরে।
- আরবের নাইটেঙ্গেল :উম্মে কুলসুম
- ভারতের নাইটেঙ্গেল : সরোজিনী নাইডু
বুকার পুরস্কার
বুকার পুরস্কার (পূর্ব নাম ম্যান বুকার পুরস্কার) একটি মর্যাদাপূর্ণ ব্রিটিশ সাহিত্য পুরস্কার। এটি ইংরেজি সাহিত্যের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার। প্রতিবছর বিগত ১ বছরে প্রকাশিত শ্রেষ্ঠ ইংরেজি পূর্ণদৈর্ঘ্য উপন্যাসের জন্য এ পুরস্কার প্রদান করা হয়। সর্বকনিষ্ঠ বুকার পুরস্কার বিজয়ী ঔপন্যাসিক হলেন এলিনর ক্যাটন।
সাল | লেখক ও দেশ | শিরোনাম |
---|---|---|
১৯৯৭ | অরুন্ধতী রায় (ভারত) | The God of Small Things (উপন্যাস) |
২০০৬ | কিরন দশাই (ভারত) | The Inheritance of Loss (উপন্যাস) |
২০০৮ | অরবিন্দ আদিগাও (ভারত) | The White Tiger (উপন্যাস) |
২০১৫ | মারলন জেমস (জ্যামাইকা) | A Brief History of Seven killings (গবেষণাধর্মী উপন্যাস) |
২০২১ | ড্যামন গালগুট (দক্ষিণ আফ্রিকা) | The Promise (উপন্যাস) |
একাডেমি পুরস্কার
একাডেমি পুরস্কার বা অস্কার (Oscar) বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার। ১৯২৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হলিউডের Academy of Motion Picture Arts and Sciences এই পুরস্কারটি প্রবর্তন করে। রূপালি জগতের বিশেষ অবদানের জন্য প্রতি বছর পরিচালক, অভিনেতা এবং লেখকদের ২৪ টি ক্যাটাগরিতে পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়।
- এখন পর্যন্ত মাত্র দু'জন অভিনেতা মরণোত্তর অস্কার জয় করেন। তাঁরা হলেন Peter Finch (১৯৭৬) ও Heath Ledger (২০০৮)।
- প্রথম অস্কারজয়ী বাংলাদেশি নাফিস বিন জাফর। বাংলাদেশি সফটওয়্যার প্রকৌশলী নাফিস বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে দুইবার অস্কার পুরস্কার জয় করেন। যথা- (১) 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস এন্ড' চলচ্চিত্রে ডিজিটাল তরল প্রভাব (Digital fluid effects) সংযোজনের জন্য ২০০৮ সালে পুরস্কার পান। (২) '২০১২' চলচ্চিত্রে ড্রপ ডেসস্ট্রাকশন টুলকিটটি প্রথম ব্যবহারের জন্য ২০১৫ সালে পুরস্কার পান।
- প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে দুইবার অস্কার জিতেছেন রুথ ই. কার্টার (যুক্তরাষ্ট্র)। পেশায় তিনি একজন কস্টিউম ডিজাইনার।
পুলিৎজার পুরস্কার
১৯১৭ সালে পুলিৎজার পুরস্কার চালু হয়। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় পুলিৎজার পুরস্কার প্রদান করে। যুক্তরাষ্ট্রের সাংবাদিক জোসেফ পুলিৎজারের নামানুসারে পুরস্কারের নামকরণ করা হয়। পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার 'নোবেল' হিসেবে খ্যাত। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেয়া হয়। যুক্তরাষ্ট্রের জনপ্রশাসন বিজ্ঞানী L.D. White মরণোত্তর পুলিৎজার পুরস্কার (১৯৫৯) লাভ করেন।
আগা খান পুরস্কার
বিশ্বের অন্যতম সম্মানজনক স্থাপত্য পুরস্কার হলো আগা খান পুরস্কার ফর আর্কিটেকচার (Aga Khan Award for Architecture - AKAA)। এটি মূলত ইসলামি সংস্কৃতি ও স্থাপত্যের উৎকর্ষতা এবং আধুনিক স্থাপত্যের সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ের জন্য প্রদান করা হয়। এই পুরস্কারটি স্থাপত্যবিদ, নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী, নির্মাতা এবং প্রকল্পের মালিকদের দেওয়া হয়, যারা সৃজনশীল ও মানবিক স্থাপত্যের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখেন।