মূল্যবোধ MCQ প্রশ্ন উত্তর অনুশীলন

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: নৈতিকতা-মূল্যবোধ-সুশাসন
অধ্যায়: মূল্যবোধ MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (৬৪)

১. 'মূল্যবোধ' কী ? [দুর্নীতি দমন কমিশন উপ- সহকারী পরিচালক: ২০ ]

  • রীতিনীতি
  • আচরণের মানদণ্ড
  • মানব আচরণ
  • মানবরীতি

২. মূল্যবোধ (Values) কী ? [৩৫তম বিসিএস ]

  • মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
  • শুধুমাত্র মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাদি নির্ধারণের দিক নির্দেশনা
  • সমাজ জীবনের মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় মনোভাব
  • মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ

৩. মূল্যবোধ হলো- [ ৪০তম বিসিএস]

  • মানুষের সঙ্গে মানষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
  • মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
  • সমাজজীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় উপাদান
  • মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলীর দিক নির্দেশনা

8. যে গুণের মাধ্যমে মানুষ 'ভুল' ও 'শুদ্ধ'- এর পার্থক্য নির্ধারণ করতে পারে, তা হচ্ছে- [ ৪৪তম বিসিএস ]

  • সততা
  • সদাচার
  • কর্তব্যবোধ
  • মূল্যবোধ

৫. কোনটিকে সমাজকর্ম মূল্যবোধের মৌলিক ভিত্তি বিবেচনা করা হয় ? [শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (অ-ইউনিট): ১৫-১৬ ]

  • ধর্ম নিরপেক্ষবাদ
  • বস্তুবাদ
  • মানবতাবাদ
  • আধ্যাত্বিকবাদ
  • ভাববাদ

৬. একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো- [৩৬তম বিসিএস/ খনিজ সম্পদ মন্ত্রণালয় সহকারী পরিচালক (প্রশাসন) : ১৯ ]

  • স্বাধীনতা
  • ক্ষমতা
  • কর্মদক্ষতা
  • জনকল্যাণ

৭. ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে- [৩৮তম বিসিএস ]

  • সুশাসনের শিক্ষা থেকে
  • আইনের শিক্ষা থেকে
  • মূল্যবোধের শিক্ষা থেকে
  • কর্তব্যবোধ

৮. গণতান্ত্রিক জীবনে কোনটি অধিক লক্ষ্যণীয় ? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক) : ১৯ ]

  • সহনশীলতা
  • সহমর্মিতা
  • সহযোগিতা
  • সহধর্মিতা

৯. গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান- [৪৪তম বিসিএস ]

  • নেতৃত্বের প্রতি আনুগত্য
  • স্বচ্ছ নির্বাচন কমিশন
  • শক্তিশালী রাজনৈতিক দল
  • পরমতসহিষ্ণুতা

১০. মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো- [৪১তম বিসিএস ]

  • বিভিন্নতা
  • পরিবর্তনশীলতা
  • আপেক্ষিকতা
  • উপরের সবগুলোই
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
নবীনতর পূর্বতন