বায়ুর তাপ , চাপ , আর্দ্রতা MCQ প্রশ্ন উত্তর অনুশীলন

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: ভূগোল-পরিবেশ-দুর্যোগ-ব্যবস্থাপনা
অধ্যায়: বায়ুর তাপ , চাপ , আর্দ্রতা MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (২৭)

১. বায়ুর শক্তি/ তাপের প্রধান উৎস কি ? [ সমবায় অধিদপ্তরের ২য় শ্রেণীর গেজেটেড অফিসারঃ ৯৭/ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ১৫ ]

  • সৌরজগৎ
  • নীহারিকা
  • সূর্য
  • ধূমকেতু

২. সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে ? [ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালকঃ ০৬/ যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির মোটরযান পরিদর্শকঃ ০৫/ মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক : ০৩ ]

  • পরিবহন (Conduction)
  • পরিচলন (Convection)
  • বিকিরণ (Radiation)
  • তিন প্রক্রিয়াতেই

৩. বায়ুমন্ডলের নিম্নস্তরের উচ্চতা অনুযায়ী তাপহ্রাসের হার - [সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ২০১১ ]

  • ১ডিগ্রি C/ ১০০ মিটার
  • ১ডিগ্রি C/ ১৬৫ মিটার
  • ১ডিগ্রি C/ ১৫০ মিটার
  • ১ডিগ্রি C/ ১২৫ মিটার

৪. সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেঃ মিঃ এ- [ ২৬তম বিসিএস / ১১তম বিসিএস /রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক২০১১- হাসনাহেনা/ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৬/ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও ভিডিপি অধিদপ্তরে সার্কেল এ্যাডজুটেন্টঃ ০৫ ]

  • ৫ কিঃ মিঃ
  • ১০ কিঃ মিঃ
  • ২৭ কিঃ গ্রাম
  • ১০ নিউটন

৫. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত ? [ ১৮তম বিসিএস/সহকারী পল- ৭ উন্নয়ন কর্মকর্তা ২০১২/-রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০১১- হাসনাহেনা/গোলাপ/ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে সহকারী গবেষণা কর্মকর্তাঃ ৯৮]

  • ৭৬ সেঃ মিঃ
  • ৭.৬ সেঃ মিঃ
  • ৭৭ সেঃ মিঃ
  • ৭২ সেঃ মিঃ

৬. পানির স্তম্ভের হিসাবে বায়ুমন্ডলীয় চাপের পরিমাণ-- [ শিক্ষা অধিদপ্তরের অধীন কারিগরী শিক্ষা জুনিয়র ইনস্ট্রাক্টরঃ ০৫]

  • ৫ মিটার
  • ২.৫ মিটার
  • ৯.৮১ মিটার
  • ১০.৩০ মিটার

৭. বায়ুমন্ডলের চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফ্ট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠান যায়-- [ ১৭তম বিসিএস]

  • ১ মিটার
  • ১০ মিটার
  • ১৫ মিটার
  • ৩০ মিটার

৮. বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কি পরিবর্তন হয় ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (রাজশাহী বিভাগ): ০৬ ]

  • বায়ুচাপ বেড়ে যায়
  • বায়ুচাপ কমে যায়
  • বায়ুচাপ হর থাকে
  • বায়ুচাপ কখনো বাড়ে কখনো কমে

৯. বায়ুর চাপ সাধারণত সবচেয়ে বেশি হয় কখন ? [নির্বাচন কমিশন সচিবালয়ে সহকারী পরিচালকঃ ১৫ ]

  • গরম ও আর্দ্র থাকলে
  • ঠান্ডা ও শুষ্ক থাকলে
  • ঠান্ডা ও আর্দ্র থাকলে
  • গরম ও শুষ্ক থাকলে

১০. কোন স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কি হয় ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (খুলনা বিভাগ): ০৬ ]

  • বায়ুপ্রবাহ কমে যায়
  • বায়ু প্রবাহ বেড়ে যায়
  • বায়ুপ্রবাহ থেমে যায়
  • বায়ু প্রবাহ অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
أحدث أقدم