বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: ভূগোল-পরিবেশ-দুর্যোগ-ব্যবস্থাপনা
অধ্যায়: বায়ুমণ্ডল MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (২৮)
১. বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়— [ ৩৮তম বিসিএস ]
- স্ট্রাটোস্ফিয়ার
- ট্রপোস্ফিয়ার
- আয়োনোস্ফিয়ার
- ওজোনস্তর
২. বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে ? [৩৮তম বিসিএস ]
- ট্রপোমন্ডল (Troposrhere)
- স্ট্রাটোমন্ডল(Strarosphere)
- মেসোমন্ডল (Mesosphere)
- তাপমন্ডল (Troposphere)
৩. বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয় ? [৩৭তম বিসিএস ]
- সিলেট
- টেকনাফ
- কক্সবাজার
- সন্দ্বীপ
৪. বায়ুমন্ডলের দ্বিতীয় স্তরটির নাম কী ? [রাজশাহী বিশ্ববিদ্যালয়, অ-ইউনিট (গ্রুপ-১)-২০-২১ ]
- ট্রাপোমণ্ডল
- আয়নোমণ্ডল
- স্ট্রাটোমণ্ডল
- এক্সোস্ফিয়ার
৫. বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয়া যায় / বায়ুতে সর্বোচ্চ আয়তনিক কোনটি- [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) সহকারী পরিচালক ২০১৫/প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাঃ২০১২ করতোয়া/ডাক অধিদপ্তরের উপজেলা পোস্ট মাস্টার-২০১০/ গণপূর্ত অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী (সিভিল): ০৪/ গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল ম্যাকানিকাল): ০৪/ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ০১ ]
- অক্সিজেন
- হাইড্রোজেন
- নাইট্রোজেন
- কার্বন ডাই অক্সাইড
৬. বায়ুমন্ডলের শতকরা কতভাগ আর্গন বিদ্যমান ? [ ৩৬তম বি.সি.এস ]
- ৭৮.০
- ০.৮
- ০.৪১
- ০.৩
৭. ভূ-পৃষ্ঠের উপরিভাগে জীবমণ্ডলের ব্যাপ্তি কত ? [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) সহকারী পরিচালক ২০১৫]
- প্রায় ৫ কি.মি.
- প্রায় ৭ কি.মি.
- প্রায় ১০ কি.মি.
- প্রায় ১৫ কি.মি.
৮. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত ? [ন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স-এর কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর-২০১৪/১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়-২)-২০১৪/মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর -২০১৪ ]
- ১৮.৭৮%
- ২১.৫৯%
- ২২.৮৯%
- ২০.৯৯%
৯. নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি ? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩/প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাঃ২০১২ করতোয়া/মহিলা বিষয়ক অধিদপ্তরে উপজেলা মহিলা কর্মকর্তাঃ ০৫ ]
- মাটি
- উদ্ভিদ
- বায়ুমণ্ডল
- প্রাণীদেহ
১০. বায়ুমন্ডলে কার্বন ডাই-অইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না ? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক—২০১৩ ]
- ৩%
- ১০%
- ১২%
- ২৫%
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0