বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: দৈনন্দিন বিজ্ঞান
অধ্যায়: মহাকাশ অভিযান MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (৩২)
১. মহাকাশে প্রথম আনন্দ ভ্রমণকারী কে ? [দূর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো সহকারী পরিচালকঃ ০১ ]
- নেইল আর্মস্ট্রং
- ডেনিস টিটো
- মাইকেল কলিন্স
- ইউরি গ্যাগারিন
২. রাশিয়ার মহাকাশ উৎক্ষেপক কেন্দ্র ‘বাইকনুর কসমিড্রম' কোথায় অবস্থিত ? [সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর ২০১৯ ]
- কাজাখস্তান
- উজবেকিস্তান
- তাজাকিস্তান
- কিরগিজিস্তান
৩. কোন দেশ প্রথম রকেট আবিষ্কার করে ? [পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মেডিকেল অফিসারঃ ৮৪ ]
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
- জাপান
৪. প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাঃ২০১২ ]
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
- জাপান
৫. মহাশূন্য প্রথম নভোচারী একজন – [জাতীয় সংসদ সচিবালয়ের অধীন সহকারী সচিবঃ ৯৬ ]
- আমেরিকান
- ব্রিটিশ
- ফরাসি
- রাশিয়ান
৬. ‘Sputnik' is the name of : [ IFIC ব্যাংক প্রবেশনারী অফিসারঃ ৯৬]
- A comet
- An American space object
- The first space satellite
- None of the above
৭. মহাশূন্যে উৎক্ষিপ্ত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, খ ইউনিটঃ ০৭-০৮/ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, খ ইউনিটঃ ০৫-০৬/ স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য সহকারীঃ ০৪ ]
- অ্যাপোলো
- চ্যালেঞ্জার
- স্পুটনিক
- এক্সপ্লোরার
৮. স্পুটনিক-১ কখন ভূ-উপগ্রহ কক্ষপথে সাফল্যজনকভাবে নিক্ষেপ করা হয় ? [সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন থানা ও জেলা সমাজসেবা অফিসারঃ ৯৯ ]
- ১৯৫৭ সালে
- ১৯৬০ সালে
- ১৯৬৬ সালে
- ১৯৬৯ সালে
৯. কোন সনে প্রথম নভোযান আকাশে পাঠানো হয় ? [রাষ্ট্রায়ত্ত ব্যাংক অফিসারঃ ৯৯ ]
- ১৯৫৭
- ১৯৫৯
- ১৯৬১
- ১৯৬৩
১০. মহাশূন্য প্রথম কোন দেশ কুকুর লাইকা পাঠায় ? [পরিকল্পনা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী পরিচালকঃ ০৬ ]
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- জাপান
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0