আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক তথ্যাবলী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত তথ্যাবলী

  • 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' ≔ ২১ ফেব্রুয়ারি
  • ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি বাংলা তারিখ ≔ ৮ ফাল্গুন
  • ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি দিনটি ছিল ≔ বৃহস্পতিবার
  • ২১ ফেব্রুয়ারীকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসাবে ঘোষণা করে ≔ UNESCO
  • UNESCO একুশে ফেব্রুয়ারীকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসাবে স্বীকৃতি দেয় ≔ ১৭ নভেম্বর, ১৯৯৯। ৩০তম সাধারণ অধিবেশনে (নির্বাহী পরিষদের ১৫৭তম অধিবেশন)
  • প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় ≔ ২০০০ সালে
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে পালন করেছে ≔ ১৮৮টি দেশ
  • জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসাবে স্বীকৃতি দেয় ≔ ৫ ডিসেম্বর, ২০০৮
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমবারের মত বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকিট প্রকাশ করে ≔ যুক্তরাষ্ট্র
  • ভাষাভাষী জনসংখ্যার বিবেচনায় বাংলা ভাষার অবস্থান বিশ্বে ≔ ৪র্থ [সূত্র: মাধ্যমিক বাংলা ব্যাকরণ] , ষষ্ঠ [সূত্র: wikipedia] , ৭ম [সূত্র: বাংলাপিডিয়া]
  • বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে ≔ সিয়েরালিয়ন
  • জাতীয় সংসদে বাংলাভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাস হয়েছে ≔ ১৯৮৭ সালে
  • বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে এমন দুটি ভাষা ≔ বম ও চাক
  • সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজি ভাষার ব্যবহার শুরু হয় ≔ ১৮৩৫ সালে
  • বাংলা ভাষাকে আফ্রিকার যে দেশ দ্বিতীয় ভাষা বা অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে ≔ সিয়েরা লিওন। বাংলাদেশী শান্তিরক্ষীর অনন্য অবদানের জন্য
  • ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণের জন্য ২০২১ সালের 'আন্তর্জাতিক মাতৃভাষা পদক' পেয়েছেন ≔ মুখরা বিকাশ ত্রিপুরা
নবীনতর পূর্বতন