বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: নির্মলেন্দু গুণ mcq প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (০৬)
১. কোনটি নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ ? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার: ১০ ]
- বাংলার মাটি বাংলার জল
- তবক দেওয়া পান
- চুনিয়া আমার আর্কেডিয়া
- রৌদ্রে প্রতিধ্বনি
২. 'চাষাভূষার কাব্য' কার রচনা ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৬ ]
- নির্মলেন্দু গুণ
- শামসুর রাহমান
- সৈয়দ শামসুল হক
- আহমদ ছফা
৩. 'হুলিয়া' কবিতা কার রচনা ? [৩৫তম বিসিএস ]
- আবুল হাসান
- আবুল হোসেন
- মহাদেব সাহা
- নির্মলেন্দু গুণ
৪. “সমবেত সকলের মত আমি গোলাপ ফুল খুব ভালবাসি, রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি । “ উদ্ধৃতটি কোন কবির কবিতাংশ ? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক : ৯৯]
- হুমায়ুন আজাদ
- নির্মলেন্দু গুণ
- রফিক আজাদ
- মহাদেব সাহা
৫. ’মুজিব- লেনিন -ইন্দিরা’ কাব্যগ্রন্থের লেখক কে ? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক : ১৮]
- শওকত আলী
- মহাদেব সাহা
- নির্মলেন্দু গুণ
- আসাদ চৌধুরী
৬. একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের ‘কখন’ আসবে কবি’? পঙক্তিটির রচয়িতা কে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ২২ ]
- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
- নির্মলেন্দু গুণ
- শামসুর রাহমান
- ফরহাদ মজহার
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0