শামসুদ্দিন আবুল কালাম mcq প্রশ্ন উত্তর অনুশীলন

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: শামসুদ্দিন আবুল কালাম mcq প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (০৬)

১. 'পথ জানা নেই' গল্পটি কার লেখা ? [আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট:১০ ]

  • আবুল মনসুর আহমদ
  • আবু জাফর শামসুদ্দীন
  • শওকত ওসমান
  • শামসুদ্দিন আবুল কালাম

২. নিচের কোনটি উপন্যাস নয় ? [ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন(PSC)-এর সহকারী পরিচালক: ০৬]

  • যাপিত জীবন
  • খোয়াবনামা
  • পথ জানা নেই
  • ওঙ্কার

৩. শামসুদ্দীন আবুল কালামের সাহিত্যের মুখ্য উপজীব্য হলো - [ বাংলাদেশ ব্যাংক অফিসার : ১৮]

  • মানবচৈতন্য ও দর্শন
  • নিম্নবর্গের মানুষ ও তাদের জীবন
  • দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট
  • নাগরিক জীবনের রূপ রূপান্তর

৪. ‘কাঞ্চনমালা’ গ্রন্থটি কার রচনা ? [থানা নির্বাচন অফিসার : ০৪ ]

  • সরদার জয়েন উদ্দিন
  • আবুল ফজল
  • শামসুদ্দিন আবুল কালাম
  • আলাউদ্দিন আল আজাদ

৫. ‘কাশবনের কন্যা’ গ্রন্থটির লেখক কে ? [বাতিলকৃত ২৪তম বিসিএস ]

  • আবুল কালাম শামসুদ্দীন
  • শামসুদ্দিন আবুল কালাম
  • আবুল ফজল
  • জসীম উদ্দীন

৬. ‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা ? [ ২৫তম বিসিএস]

  • নাটক
  • উপন্যাস
  • কাব্য
  • ছোটগল্প
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
নবীনতর পূর্বতন