বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: ফররুখ আহমদ mcq প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (১৩)
১. ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী ? [ ২৯তম বিসিএস]
- সাত সাগরের মাঝি
- পাখির বাসা
- নৌফেল ও হাতেম
- হাতেম তাই
২. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য ? [১৩তম বিসিএস ]
- নূরনামা- আবুদল হাকিম
- সাত সাগরের মাঝি- ফররুখ আহমেদ
- দিলরুবা- আবুল কাদির
- জিঞ্জীর-কাজী নজরুল ইসলাম
৩. ‘কারবালার প্রান্তরে’ গ্রন্থের রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- কাজী নজরুল ইসলাম
- ফররুখ আহমদ
- মীর মশাররফ হোসেন
- আহসান হাবীব
৪. ‘সাতসাগরের মাঝি’ কার লেখা প্রথম/প্রধান কাব্যগ্রন্থ ? [ চার ব্যাংকের অফিসার : ০৮]
- সৈয়দ আলী আহসান
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- কোনটিই নয়
৫. ‘সাত সাগরের মাঝি’ কাব্য গ্রন্থটির কবি কে ? [ ২৮তম বিসিএস ]
- ফররুখ আহমেদ
- আহসান হাবিব
- শামসুর রহমান
- হাসান হাফিজুর রহমান
৬. ‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম- [ ১৭তম বিসিএস]
- তালিম হোসেন
- ফররুখ আহমদ
- গোলাম মোস্তফা
- আবুল হোসেন
৭. বাংলাদেশে ইসলামী রেনসাঁর কবি কাকে বলা হয় ? [ বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন সিনিয়র অফিসার : ১১ ]
- তালিম হোসেন
- ফররুখ আহমদ
- আল মাহমুদ
- কায়কোবাদ
৮. পাঞ্জেরী কবিতাটি কে লিখেছেন ? [ সোনালী ব্যাংক অফিসার : ১৪ ]
- কায়কোবাদ
- কাজী নজরুল ইসলাম
- ইবরাহিম খাঁ
- ফররুখ আহমেদ
৯. সাহিত্যে বিশেষ অবদানের জন্য ফররুখ আহমদ স্বাধীনতা দিবস পুরস্কার কবে পান ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ৯২]
- ১৯৮০ সালে
- ১৯৮১ সালে
- ১৯৭৬ সালে
- ১৯৮৩ সালে
১০. ফররুখ আহমদের কাব্যগ্রন্থ কোনটি ? [ ১২তম বিজেএস (সহকারী জজ):১৮ ]
- মুহূর্তের কবিতা
- অদৃশ্যবাদীদের রান্নাবান্না
- সন্দ্বীপের চর
- মা যে জননী কান্দে
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0