The Tense | Discussion & MCQ Exercise

কোন Verb এর কাজ কখন সংঘটিত হয়, হয়েছিল বা হবে তা নির্দেশ করার জন্য ঐ Verb এর যে রূপগুলো ব্যবহৃত হয় তাকে Tense বা ক্রিয়ার কাল বলে।

Tense
Present Past Future
Present indefinite Past indefinite Future indefinite
Present continuous Past continuous Future continuous
Present perfect Past perfect Future perfect
Present perfect continuous Past perfect continuous Future perfect continuous

Present indefinite tense

  • Rule: অভ্যাসগতভাবে, সাধারণ সত্য বা চিরন্তন সত্য হিসাবে আমাদের চারপাশে যে সকল কাজ অহরহ ঘটে, সেসব কাজকে Present indefinite tense দ্বারা প্রকাশ করা হয়।
  • Rule: সুনির্দিষ্ট কোন সময় উল্লেখ করা না হলে বাক্যে যদি always, often, sometimes, everyday, daily, regularly, normally, occasionally, generally ইত্যাদি থাকে তবে বাক্যের Verb টি Present indefinite tense হয়।
  • বাক্য গঠনের নিয়ম: Subject + মূল verb এর present form + extension

Present continuous tense

  • বর্তমানে কোন কাজ চলছে বা ঘটছে বুঝালে তখন Present Continous tense হয়।
  • Rule: বাক্যে now, at this moment, at this time, at present, still ইত্যাদি থাকলে বাক্যটি Present continuous হয়।
  • দুটি বর্তমান ঘটনা while/when দ্বারা যুক্ত হলে while/when যুক্ত অংশটি Present Continuous Tense হয়।
  • বাক্য গঠনের নিয়ম: Subject + am/is/are + মূল verb এর সাথে 'ing' + extension

Present perfect tense

  • কোন কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান এরূপ অর্থ প্রকাশ করলে তখন Present Perfect tense হয়। আবার অতীতের কোনো কাজ এখনো চলছে এমন বুঝাতেও এই tense ব্যবহৃত হয়।
  • Rule: বাক্যে already, just, just now, yet, never, ever, lately, recently ইত্যাদি থাকলে Present perfect tense হয়।
  • Present perfect tense-এ 'a period of time' বুঝতে for এবং 'a point of time' বুঝতে since ব্যবহৃত হয়।
  • বাক্য গঠনের নিয়ম: Subject + subject অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া have/has + মূল verb এর Past participle from + extension

Present perfect continuous tense

  • যখন কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলতেছে এরকম ভাব বুঝায় তখন present Perfect Continuous Tense হয়।
  • Rule: বাক্যে যাবৎ, ধরে, হতে, থেকে অর্থে for বা since থাকলে Present perfect continuous tense হয়। তবে উল্লেখ্য, যেসব Verb এর continuous সেসব Verb এ Tense আসলে তাদেরকে Present perfect করতে হবে। অতীতের নির্দিষ্ট সময় থেকে আরম্ভ হয়ে এখনো চলছে বোঝাতে present perfect বা present perfect continous tense হয়। আর এক্ষেত্রে since হয়। কাজের সময় ব্যাপক ও অনির্দিষ্টভাবে উল্লেখ থাকলে for বসে ।
    Example:
    Raju has been sleeping since 7 a.m.
    Ripon has been writing for two hours.
  • বাক্য গঠনের নিয়ম: Subject + have been/has been + মূল verb + ing + for/since + extension

Past indefinite tense

  • অতীতে কোনো নির্দিষ্ট সময়ে কোন কাজ সংঘটিত হয়েছিল এরূপ বোঝাতে Past Indefinite tense হয়।
  • Rule: Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday ইত্যাদি শব্দগুচ্ছ Past indefinite tense নির্দেশ করে।
    Example:
    I went there long ago.
    He talked to me over phone last night.
  • বাক্য গঠনের নিয়ম: Subject + মূল verb এর past form + extension

Past Continuous tense

  • অতীতে কোনো কাজ চলছিল, শেষ হয়নি এরূপ বোঝাতে Past Continous tense ব্যবহৃত হয়।
  • বাক্য গঠনের নিয়ম: Subject + was/were + মূল verb এর সাথে ing + extension

Past perfect tense

  • অতীতের দুটি কাজের মধ্যে যেটি আগে সম্পন্ন হয় সেটি Past Perfect Tense এবং পরের কাজটি Past Indefinite tense এ হয়।
  • Rule: অতীতের দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে Before এর পূর্বে এবং After এর পরে Past perfect tense হয়, অন্যটি হয় Past indefinite।
    Example:
    The patient had died before the doctor came.
    He passed the examination after he had worked hard.
  • বাক্য গঠনের নিয়ম: Subject + Had + মূল verb এর Past Participle form + extension

Past perfect continuous tense

  • অতীতের কোনো কাজ কিছু সময় ব্যাপী চলমান ছিল এমন বুঝালে Past Perfect continous Tense হয়।
  • Rule: অতীতের দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে একটির আগে অন্যটি চলছিল এরূপ বোঝাতে চলমান কাজটি Past Perfect continuous tense হয়, অন্যটি হয় Past Indefinite.
  • বাক্য গঠনের নিয়ম: Subject + Had been + মূল verb এর সাথে 'ing' + extension

Future indefinite tense

  • ভবিষ্যতে স্বাভাবিকভাবে কোন কিছু ঘটবে বা হবে এমন বুঝালে Future Indefinite Tense হয়ে থাকে।
    Examples:
    You shall go to school tomorrow.
    They will call her.
  • বাক্য গঠনের নিয়ম: Subject + Shall/will + মূল verb এর present form + extension.

Future continuous tense

  • ভবিষ্যতে কোন কাজ কিছু সময় ধরে চলতে থাকবে এমন বুঝালে future continous Tense হয়।
  • Rule: ভবিষ্যতে কোন কাজ আরম্ভ হবে কিন্তু তার আগ পর্যন্ত অন্য একটি কাজ চলতে থাকবে এরূপ বুঝালে যে কাজটি চলতে থাকবে তার verb-এর future continuous tense হয়।
  • বাক্য গঠনের নিয়ম: Subject + shall be / will be + মূল verb-এর সাথে 'ing' + extension.

Future perfect tense

  • ভবিষ্যতে কোনো নির্দিষ্ট কাজ কোন সময় হয়ে থাকবে বোঝালে অথবা একটি কাজের পূর্বে অন্য একটি কাজ হবে বোঝালে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হবে সেটা Future Perfect Tense হয়।
  • Rule: ভবিষ্যতের দুটি কাজের মধ্য একটি আগে শেষ হয়ে থাকবে এরূপ বোঝালে সম্পন্ন হয়ে যাওয়া কাজটি Future perfect tense হয় এবং অন্যটি হয় present indefinite.
  • Note: অনেক সময় ভবিষ্যতে কোন একটি নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হতে হবে এমন ইঙ্গিত থাকে।
  • বাক্য গঠনের নিয়ম: Subject + shall have/will have + মূল verb এর Past Participle form + extension.

Future perfect continuous tense

  • ভবিষ্যৎ কালের কোন কাজ কোন নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকবে বোঝালে অথবা ভবিষ্যতের দুটি কাজের মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে এরকম বুঝালে Future Perfect Continous Tense হয় আর যে কাজটি পরে হতে থাকবে তা Present Indefinite Tense এ হয়।
  • বাক্য গঠনের নিয়ম: Subject + will/shall + have been + মূল verb এর Past Participle form + extension

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: ইংরেজি গ্রামার
অধ্যায়: Tense mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (২১৩)

১. There are ...... types of present tense. [ এনএসআই (ডেসপাস রাইটার ও অফিস সহায়ক) -২১ ]

উত্তর: (খ) Four

২. The tense of a verb is mainly related to - [ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৪ ]

উত্তর: (ঘ) time

ব্যাখ্যা: Verb বা ক্রিয়ার কার্য সম্পাদনের সময় বা কালকে Tense বলে। অর্থাৎ Tense is related to time of a verb. সুতরাং সঠিক উত্তর ঘ. ।

৩. Teacher said, 'The earth-----round the sun.' [ ৩৬তম বিসিএস / পরিবেশ অধিদপ্তরের অধীনে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা-২০২০/ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এবং উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক ২০১৮ ]

উত্তর: (ক) moves

৪. Present Indefinite Tense কোনটি? [ মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর/ সাঁটমুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর)-২১ ]

উত্তর: (গ) I will play cricket

৫. Jane: Are you going to the.dance on Friday?' Mary: No, I'm not, I……school dances; they're loud, hot, and crowded! [ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী পরিচালক/ পরিদর্শক নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (খ) don't enjoy

ব্যাখ্যা: habitual fact বা অভ্যাসগত কর্ম বোঝাতে Present Indefinite tense হয়। সুতরাং, প্রদত্ত বাক্যের শূন্যস্থানে don't enjoy বসবে।

৬. I — tennis every Sunday morning. [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের স্টোরম্যান ২০১৮ ]

উত্তর: (খ) play

৭. When water –, it turns into ice. [ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তর পরিসংখ্যান কর্মকর্তা ২০১৭ ]

উত্তর: (খ) freezes

৮. It's time you -- your mistakes. [ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ২০১৬ ]

উত্তর: (ক) realised

৯. Choose the right verb: Rabindranath's stories often --- surprise ending. [ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ০০-০১ ]

উত্তর: (খ) have

১০. Fast-food restaurants have become popular in our country because many working people ----- [ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা, ঙ ইউনিটঃ ০৭-০৮ ]

উত্তর: (খ) eat quickly and cheaply

১১. We (to write) in the examination hall. [ শ্রম অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণীভূক্ত শ্রম কর্মকর্তা এবং জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তাঃ ০৪ ]

উত্তর: (খ) write

১২. Which of the following sentence is an example of active and present indefinite tense? [ Dental admission test-2009-10 ]

উত্তর: (ঘ) Floods destroy crops

১৩. Select the right form of verb: We often --- a victim of circumstances. [ সহকারী পরিচালক (গণযোগাযোগ প্রশিক্ষণ)ঃ ০৩ ]

উত্তর: (ঘ) fall

১৪. He often------newspapers but he has never- -- a novel. [ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা, ক ইউনিটঃ ০৭-০৮ ]

উত্তর: (ক) reads, read

১৫. On sundays I usually go fishing or------ something else interesting. [ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা, গ ইউনিটঃ ০৭-০৮ ]

উত্তর: (ঘ) do

১৬. The prices of rice are ...... [ ২৮তম বিসিএস ]

উত্তর: (গ) rising

১৭. Our examination ---- on 13 March 2020. [ পরিবেশ অধিদপ্তরের অধীনে ল্যাবরেটরি এটেনডেন্ট পদে নিয়োগ পরীক্ষা- ২০২০ ]

উত্তর: (খ) is beginning

ব্যাখ্যা: নিকট ভবিষ্যতে কোনো কিছু অনুষ্ঠিত হতে যাচ্ছে বুঝাতে Present Continuous Tense বসে। বাক্যের অর্থঃ ২০২০ সালের ১৩ মার্চ হতে আমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

১৮. Many children------at different sections now. [ দুর্নীতি দমন কমিশনঃ ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর ২০১৯ ]

উত্তর: (গ) Are Working

১৯. Babies ---when they are hungry. [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের স্টোরম্যান ২০১৮ ]

উত্তর: (ক) cry

২০. The price of rice is--- [ বাংলাদেশ রেলওয়ের উপসহকারী (সিভিল) ২০১৬ ]

উত্তর: (ঘ) rising

২১. The example of present progressive is--- [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিভিলিয়ান স্টাফ অফিসার এবং সহকারী পরিচালক ২০১৬ ]

উত্তর: (ঘ) They are gossiping

২২. Computer -- all over the world at the moment. [ পোষ্টমাস্টার জেনারেল (পূর্বাঞ্চল, চট্টগ্রাম)-এর কার্যালয়ের অধীন পোষ্টাল অপারেটর ২০১৬ ]

উত্তর: (ঘ) is being used

২৩. Don't make noise while your father — [ মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর ২০১৫ ]

উত্তর: (ঘ) is sleeping

২৪. Which one is 'present continuous tense'? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা-২০১২ ]

উত্তর: (খ) I am reading

২৫. I am closing the door কোন Tense? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তর হিসাব রক্ষক/গুদাম রক্ষক/কোষাধ্যক্ষ-২০১১ ]

উত্তর: (ক) Present continuous

২৬. It is 10am now. The sun ---- in the eastern sky. [ নির্বাচন কমিশন সচিবালয়ে জেলা নির্বাচন অফিসার ও সহকারী সচিবঃ ০৪ ]

উত্তর: (খ) is shining

২৭. The baby----- because it is hungry now. [ অর্থ মন্ত্রণালয়ের অধীনে প্রশাসনিক কর্মকর্তাঃ ০৪ ]

উত্তর: (ক) is crying

২৮. Just now he — his dinner but he says he'll see you when he's finish. [ ২৪তম বিসিএস ]

উত্তর: (খ) has had

২৯. Which one is present perfect tense? [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এবং উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক ২০১৮ ]

উত্তর: (গ) I have read

৩০. She has been ill---- Monday last. [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নার্সিং সেবা অধিদপ্তরের মিডওয়াইফ ২০১৭ ]

উত্তর: (গ) since

৩১. I have eaten nothing --- yesterday. [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১৭ ]

উত্তর: (খ) since

৩২. Some days --- since my father died. [ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরের মিডওয়াইফ ২০১৭ ]

উত্তর: (গ) have passed

ব্যাখ্যা: Since-এর পরের অংশ বা clause টি past indefinite tense এ হলে পূর্বের অংশটি present perfect tense-এ হয়। সঠিক হবে have passed.

৩৩. I have done my duty. কোন tense? [ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ২০১৭ ]

উত্তর: (খ) Present perfect

ব্যাখ্যা: প্রদত্ত বাক্যটি Present present tense-হওয়ায় এর structure: sub + have/has+verb-এর pp + odj+ext.

৩৪. The river has-----its banks. [ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ২০১৭ ]

উত্তর: (খ) overflowed

৩৫. He has been ill ---- friday last. [ সমাজসেবা অধিদপ্তর লিখিত পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (ঘ) since

ব্যাখ্যা: He has been ill…… এটি Present Perfect tense. তাই শেষে from বা since এর যেকোন একটি হতে পারে। এবার শেষে দেখুন Friday last আছে। যার অর্থ গত শুক্রবার হতে। তাই Since হবে। মনে রাখা ভাল: হতে/থেকে থাকলে since, যাবৎ/ধরিয়া থাকলে-from হয়।

৩৬. Three-fourths of the work---- finished. [ বাংলাদেশ রেলওয়ের উপসহকারী (সিভিল) ২০১৬ ]

উত্তর: (গ) has been

৩৭. Fill in the blank : He has been ill - Monday last. [ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক 2018 ]

উত্তর: (ক) Since

৩৮. Why --- done this? [ পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি অপারেটর ২০১৬ ]

উত্তর: (গ) have you

৩৯. Which one is present perfect tense? [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পিএসসি'র সহকারী পরিচালক ২০১৬ ]

উত্তর: (খ) I have read

৪০. The poet and novelist----come. [ গণপূর্ত অধিদপ্তরের কম্পিউটার অপারেটর ২০১৬ ]

উত্তর: (খ) has

৪১. Choose the correct word to fill in the gap: He----out just now. [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৫ ]

উত্তর: (গ) has gone

৪২. Fill in the blank: I have – my lunch. [ শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৫ ]

উত্তর: (ঘ) had

৪৩. Have you ever --- England ? [ মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর ২০১৫ ]

উত্তর: (ক) been to

৪৪. Which one is present perfect tense? [ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১৫ ]

উত্তর: (ঘ) I have walked

৪৫. Choose the correct sentence : [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী ২০১৩ ]

উত্তর: (ক) He has been absent since Friday

৪৬. He has been absent ---- বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে- [ প্রাথমিক বিদ্যালয় সরকারী শিক্ষক-০৬ ]

উত্তর: (গ) Since Friday

৪৭. Which one is present perfect tense? [ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১২ ]

উত্তর: (খ) I have read

৪৮. I have done my duty, কোন Tense? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তর হিসাব রক্ষক/গুদাম রক্ষক/কোষাধ্যক্ষ-২০১১ ]

উত্তর: (খ) Present perfect

৪৯. কোনটি present prefect tense-এর উদাহরণ? [ প্রাথমিক বিদ্যালয় সরকারী শিক্ষক-০৮ ]

উত্তর: (ক) I have had the news

৫০. কোন Tense? I have received your letter. [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকঃ ৯৪ ]

উত্তর: (গ) Present Perfect

৫১. Which of the following is correct? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে প্রশাসনিক কর্মকর্তা : ০১ ]

উত্তর: (ঘ) Have you finished the work yet?

৫২. "She has been reading the book since morning'. This is an example of----- [ পররাষ্ট্র মন্ত্রণালয় সুপারিনটেনডেন্ট ২০১৯ ]

উত্তর: (ঘ) Present perfect continuous tense.

৫৩. ‘It has been raining hard all day. This is an example of – [ রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (ব্রিজ) ২০১৮ ]

উত্তর: (খ) present perfect continuous tense

৫৪. Which one is correct? [ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তর পরিসংখ্যান কর্মকর্তা ২০১৭ ]

উত্তর: (ঘ) He has been waiting for three hours

৫৫. 'He has been studying in the same class for two years?---- Identify the tense: [ রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী ২০১৭ ]

উত্তর: (গ) Present perfect continuous tense

৫৬. I (to suffer from fever for three days [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উচ্চমান সহকারি কাম হিসাবরক্ষক নিয়োগ-২০১৭ ]

উত্তর: (ঘ) have been suffering

৫৭. He has been studying------morning. [ বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (খ) since

৫৮. It has been raining - 7O'clock . [ বাংলাদেশ রেলওয়ের উপসহকারী (সিভিল) ২০১৬ ]

উত্তর: (খ) since

৫৯. Fill in the gap: He – for five hours and is still sleeping. [ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১৫ ]

উত্তর: (গ) has been sleeping

৬০. Choose the correct sentence : [ ১২তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা (কলেজ/সমপর্যায়) ২০১৫/ প্রাক-প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫/ ১০ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-২০১৪/ ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা ২০১৩ ]

উত্তর: (গ) He has been living here for five months

৬১. The sentence. I have been doing' is - [ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা জ ইউনিটঃ ০৭-০৮ ]

উত্তর: (ঘ) Present Prefect Continuous

৬২. Since 1996, Rahim - - - in Dhaka. [ নৌপরিবহন, বিজ্ঞান ও প্রযুক্তি, মহিলা ও শিশুবিষয়ক, তথ্য, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী – ২০১৩ ]

উত্তর: (ঘ) has been living

৬৩. Last Monday it has been raining in torrents. [ ডাক অধিদপ্তরের উপজেলা পোস্ট মাস্টার – ২০১০ ]

উত্তর: (ঘ) since

৬৪. They (to dig) the pond for a month. [ তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন এবং বিজ্ঞাপন আধিকারিক, গ্রেড-২: ০৬ ]

উত্তর: (খ) They have been digging the pond for a month

৬৫. Choose the correct sentence. [ খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাঃ ০৪ ]

উত্তর: (খ) What have you been doing for the last three hours?

৬৬. Choose the correct sentence [ পরিকল্পনা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালকঃ ০৬ ]

উত্তর: (ক) He has been working in the factory for six months

৬৭. Choose the correct sentence- [ পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালকঃ ০৩ ]

উত্তর: (খ) It has been raining for three days

৬৮. Jashim looks sick- [ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা, খ ইউনিটঃ ০০-০১ ]

উত্তর: (খ) He has been suffering from fever for the last 3 days

৬৯. We (not have) a holiday since the beginning of the year; Which of the following verb forms best completes the above sentence? [ ১৩ তম বিসিএস / জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা গ ইউনিটঃ ০৭-০৮ ]

উত্তর: (খ) Have not had

৭০. Choose the correct sentence. [ প্রাথমিক ও গণশিক্ষা বিভাগে সহকারী পরিচালকঃ ০১ ]

উত্তর: (খ) He has been absent since friday

৭১. Choose the correct sentence [ খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাঃ ০৪ ]

উত্তর: (খ) I have been here since monday

৭২. I --- here since 1980 [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা ও কারাতত্ত্ববধায়ক এবং নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাঃ ০৬ ]

উত্তর: (গ) have been living

৭৩. Identify the correct sentence? [ ৩৬তম বিসিএস/ পরিবেশ অধিদপ্তরের অধীনে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (ঘ) Yesterday, he went home

ব্যাখ্যা: Yesterday' শব্দটি থাকায় Sentence টি Past Indefinite Tense হবে।'অর্থাৎ Yesterday, he went home ' সঠিক। বাক্যের অর্থঃ সে গতকাল বাড়ি গিয়েছিল।

৭৪. Which sentence is in past indefinite tense? [ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বিভিন্ন পদ ২০১৯ ]

উত্তর: (খ) Salam had a house.

৭৫. The Headmaster and the President of the school --- present in the last meeting. [ ১৬তম শিক্ষক নিবন্ধন- ২০১৯ ]

উত্তর: (খ) were

৭৬. I --- to hospital last Sunday. [ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-২০১৯ ]

উত্তর: (ক) had to go

৭৭. What---last night? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের স্টোরম্যান ২০১৮ ]

উত্তর: (খ) did you do

৭৮. He -- home yesterday [ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরের মিডওয়াইফ ২০১৭ ]

উত্তর: (খ) came

৭৯. The car---by the side of the road. [ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ২০১৭ ]

উত্তর: (খ) was parked

৮০. Neither the moon nor the stars ---- visible last night, the verb to fill in the gap should be— [ তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]

উত্তর: (খ) were

ব্যাখ্যা: Neither + noun + nor এরপর plural noun হলে verb এর plural form হয়। প্রশ্নোত্তর বাক্যে অতীত নির্দেশক (last night) শব্দ থাকায় বাক্যটি past indefinite tense হবে।

৮১. Raju……yesterday. [ বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর উচ্চমান সহকারী-২০১৭ ]

উত্তর: (খ) came

ব্যাখ্যা: বাক্যটি past indefinite tense হবে yestarday থাকায়। Come-এর past form came.

৮২. Which one is correct? [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ পরীক্ষা (NSI)-17/নন-ক্যাডার বাছাই পরীক্ষা-১৭ ]

উত্তর: (ক) The old man was died yesterday

ব্যাখ্যা: বাক্যে Yesterday, ago, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি থাকলে বাক্যটি দ্বারা Past Tense বোঝায়।

৮৩. Choose the correct sentence. [ বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) গেইটকিপার পদে নিয়োগ-২০১৭/ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিভিলিয়ান স্টাফ অফিসার এবং সহকারী পরিচালক ২০১৬ ]

উত্তর: (ঘ) He came home yesterday

৮৪. Choose the correct sentence [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৩ ]

উত্তর: (খ) I left my college yesterday

৮৫. Which one is the correct sentence? [ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (কারিগরি)-২০১২/ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকঃ ২০১১ ]

উত্তর: (গ) I bought a bar of soap yesterday

৮৬. Select the correct sentence. [ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার-২০১০ ]

উত্তর: (খ) The child has born yesterday

৮৭. He----go to his home yesterday. [ সমাজসেবা অধিদফতরের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (খ) did not

ব্যাখ্যা: অতীত নির্দেশক শব্দ Yesterday, ago, long ago, last night, last week প্রভৃতি থাকলে past indefinite tense হয়।

৮৮. I------his letter a week ago. [ বিসিএসআইআর নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (খ) received

৮৯. He ---go to his office yesterday — [ মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর ২০১৫ ]

উত্তর: (খ) did not

৯০. ‘Fed' is the past form of the verb— [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO) ২০১৫ ]

উত্তর: (খ) feed

৯১. He was at work. এটি কোন tense? [ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স-এর কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর-২০১৪ ]

উত্তর: (ক) Present Indefinite

৯২. Only after I-----home, did I remember my doctor's appointment. [ ২৮তম বিসিএস ]

উত্তর: (গ) went

৯৩. Which one is past indifinite tense? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রদর্শক ২০১৩ ]

উত্তর: (খ) He drank coffee

৯৪. The old man— last Monday. [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী ২০১৩ ]

উত্তর: (গ) died

৯৫. Fill in the gap of the following sentence with the correct form of verb: She ---home yesterday. [ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার-২০১২ ]

উত্তর: (ঘ) came

৯৬. It----- last night. [ খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০১২ ]

উত্তর: (গ) rained

৯৭. Fill in the gap of the following sentence with the correct form of verb: She--- the dreams of her parents. [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১১ ]

উত্তর: (খ) fulfilled

৯৮. Raju---here yesterday. [ খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক/ উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষা-২০১১ ]

উত্তর: (খ) came

৯৯. Ramiz---here yesterday and--- again tomorrow. [ কৃষি অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা – ২০১১ ]

উত্তর: (খ) came, will come

১০০. Choose the correct sentence: [ থানা সহ: শিক্ষা অফিসারঃ ০৫ ]

উত্তর: (ঘ) Rahim came home yesterday

১০১. Choose the correct sentence. [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তাঃ ০৪ ]

উত্তর: (ঘ) He came home yesterday

১০২. কোনটি সঠিক বাক্য? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ৯৫ ]

উত্তর: (খ) I received your letter yesterday

১০৩. Which one is correct? [ পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালকঃ ৯৪ ]

উত্তর: (ঘ) He came to me day before yesterday

১০৪. Choose the correct tense. [ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তাঃ ০৬ ]

উত্তর: (খ) I finished the book yesterday

১০৫. He--- in at eleven o'clock last night. [ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা, ইউনিটঃ ০৭-০৮ ]

উত্তর: (ক) came

১০৬. I was reading a novel কোন tense? [ পরিবার পরিকল্পনা সহকারী/পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারী- ২০১১ ]

উত্তর: (ক) Past continuous

১০৭. Fill in the blank with appropriate use of tense: I couldn't mend the computer myself, so I ......... shop. [ ৩৭তম বিসিএস ]

উত্তর: (ক) had it mended

১০৮. This could have worked if I --- been more far-sighted. [ ৩৫তম বিসিএস ]

উত্তর: (ক) had

১০৯. He had written the book before he ..... [ ২৮তম বিসিএস ]

উত্তর: (ক) retired

১১০. She told me his name after he ----- [ ২৫তম বিসিএস ]

উত্তর: (খ) had left

১১১. Choose the correct sentence: [ ২৬তম বিসিএস ]

উত্তর: (খ) I had looked for a good doctor before I met you.

১১২. I reached the station after the train (to leave). [ তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যান ২০১৯ ]

উত্তর: (ঘ) I reached the station after the train had left.

১১৩. Choose the correct sentence: [ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বিভিন্ন পদ ২০১৯ ]

উত্তর: (ঘ) His brother had left before I reached there.

১১৪. Write the correct one: [ স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর ২০১৮ ]

উত্তর: (খ) The bus had left before we reached the station.

১১৫. It was long since – [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬ ]

উত্তর: (ক) We had been meeting

১১৬. Which one is a correct sentence? [ বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (ক) They had arrived before we left.

১১৭. The teacher — the class after the students had arrived. [ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]

উত্তর: (গ) Entered

১১৮. The stain had started before – [ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরের মিডওয়াইফ ২০১৭ ]

উত্তর: (খ) We reached the station

১১৯. I would have lent you my laptop if you-----me. [ বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-২০১৭ ]

উত্তর: (খ) would have asked

ব্যাখ্যা: Conditional sentence-এ would have/could have/might have ইত্যাদি থাকলে, if যুক্ত অংশটি Past perfect হয়।

১২০. Which of the following statement is correct? [ গণপূর্ত অধিদপ্তরের কম্পিউটার অপারেটর ২০১৬ ]

উত্তর: (ঘ) The patient died after the doctor had come.

১২১. He had written this book before------- [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকোশলী (সিভিল) ২০১৬ ]

উত্তর: (ক) he retired

১২২. The patient (die) before the doctor came. [ ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল/সমপর্যায় ২) ২০১৫ ]

উত্তর: (খ) had died

১২৩. Arif – before I came. [ মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর ২০১৫ ]

উত্তর: (গ) had left

১২৪. He had written the book before he----- [ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১৫ ]

উত্তর: (ক) retired

১২৫. The patient had died before the doctor came. কোন Tense-এর উদাহরণ? [ ইসলামী ব্যাংক সহকারী অফিসারঃ ০৬ ]

উত্তর: (গ) Past perfect

১২৬. Choose the right tense. My friend - before I came [ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তাঃ ০৬/ গণমাধ্যম ইনষ্টিটিউটের সহকারী পরিচালক (গণযোগাযোগ প্রশিক্ষণ): ০৩ ]

উত্তর: (গ) had left

১২৭. I ---- before Mr. Rahman went to my office. [ বাংলাদেশ রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)ঃ ০৬ ]

উত্তর: (খ) had arrived

১২৮. Choose the correct tense: [ ২৬তম বিসিএস ]

উত্তর: (খ) I had looked for a good doctor before I met you

১২৯. Choose the correct tense--- [ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো সহকারী পরিচালকঃ ০১ ]

উত্তর: (গ) The train had left before we reached the station

১৩০. Choose the correct sentence: [ থানা সহ: শিক্ষা অফিসারঃ ০৫ ]

উত্তর: (ঘ) I reached the station after the train had left

১৩১. Many patients began to show symptoms --- the drug. [ মাধ্যমিক সহকারী প্রধান শিক্ষক/শিক্ষিকা ও জেলা সহকারী শিক্ষা অফিসারঃ ০৩ ]

উত্তর: (ক) after they stopped taking

১৩২. He ---abroad for ten years before he settled down in Bangladesh. [ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকঃ ০৬ ]

উত্তর: (খ) had worked

১৩৩. The doctor------after the patient had died.বাক্যটির জন্য নিম্নে প্রদত্ত সঠিক verb নির্বাচন করুন: [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (বরিশাল বিভাগ) : ০৩ ]

উত্তর: (ঘ) came

১৩৪. I reached the station after the train (to leave). [ পরিকল্পনা মন্ত্রণালয় ডাটা প্রসেসিং অপারেটরঃ ০২ ]

উত্তর: (ঘ) I reached the station after the train had left

১৩৫. Hakim--for a new room-mate before he is finally succeeded. [ শ্রম মন্ত্রণালয়ের অধীনে সহকারী পরিচালকঃ ০৫ ]

উত্তর: (ক) has been looking

১৩৬. Rahim---for a new room mate before he finally succeeded. [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে চীফ ইনস্ট্রাক্টর (ননটেক) : ০৩ ]

উত্তর: (খ) had been looking

১৩৭. I shall------the sum before the teacher comes. [ বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষা: ২০১৭ ]

উত্তর: (ক) have done

১৩৭. She will have finished the job before--- [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা (অফিস সহায়ক) নিয়োগ পরীক্ষা-২০২১ ]

উত্তর: (ঘ) he comes

১৩৮. We will tell him about it after he - [ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা, মানবিকঃ ০৭-০৮ ]

উত্তর: (ঘ) arrives

১৩৯. The train ---- before we reach the station. [ দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক : ০৪ ]

উত্তর: (গ) will have left

১৪০. We shal return before the sun – [ পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি অপারেটর ২০১৬/কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা ২০১৬ ]

উত্তর: (ক) sets

১৪১. We shall.....the work before he comes. [ দুর্নীতি দমন ব্যুরোর সহকারী উপ-পরিদর্শকঃ ০৪/দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শকঃ ০৩ ]

উত্তর: (ক) finish

১৪২. কোন বাক্যটি শুদ্ধ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (ঢাকা বিভাগ) : ০৬ ]

উত্তর: (ঘ) We shall have reached the station before the train leaves the station

১৪৩. Next August, Lata and Tanim for 10 years. [ গণমাধ্যম ইনষ্টিটিউট সহকারী পরিচালক (টিভি প্রশিক্ষণ) ও উপ-সহকারী প্রকৌশলী (টিভি)ঃ ০৩ ]

উত্তর: (গ) will have been married

১৪৪. By the middle of the twenty first century, the computer a necessity in every home. [ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সহকারী পরিচালকঃ ০৬ ]

উত্তর: (ঘ) will have become

১৪৫. By 2010, I for this firm 15 years. [ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা খ ইউনিটঃ ০১-০২ ]

উত্তর: (ঘ) will have worked

১৪৬. "I shall be eating"-is an example of tense? [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ পরীক্ষা (NSI)-2017 ]

উত্তর: (খ) Future continuous

ব্যাখ্যা: ভবিষ্যৎকালে কোন কাজ শুরু হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে এরূপ বুঝালে তাকে Future Continous Tense বলে। Structure: Subject+Shall be/will be + verb + ing + extension.

১৪৭. She has been sick since last week'. af Tense উদাহরণ? [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহায়ক) -২১ ]

উত্তর: (গ) Present Perfect Tense

১৪৮. He said that he______________ attend the class. Use correct form of tense in the blank. [ দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ (সহকারী ব্যবস্থাপক) -২১ ]

উত্তর: (খ) would

১৪৯. What type of tense is used in the following sentence: "I have forgotten to pay my exam fees" [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (অফিস সহায়ক) -২১ ]

উত্তর: (ক) Present perfect

১৫০. Choose the correct form of tense: I shall visit the Ekushay book fair tomorrow: [ এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার-২১ ]

উত্তর: (গ) simple future

১৫১. Choose the correct form of tense: The man has a gruff voice – [ এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার -২১ ]

উত্তর: (ক) simple present

১৫২. Choose the correct form of tense: I will have finished this work by the end of this month. [ এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার-২১ ]

উত্তর: (ক) future perfect

১৫৩. 'It has been raining heavily' Which tense? [ রেলপথ মন্ত্রণালয় (কম্পিউটার অপারেটর)-২১ ]

উত্তর: (গ) present perfect continuous

১৫৪. The police officers-----the suspicious killing of a diplomat before a renowned businessman-----a couple of days ago [ প্রবাসী কল্যাণ ব্যাংক (সিনিয়র অফিসার)-২১ ]

উত্তর: (ঘ) were investigated/killed

ব্যাখ্যা: এক্ষেত্রে বাক্য গঠনের সঠিক নিয়ম হলোঃ Past perfect continous + before +past indefinite. আবার , Past indefinite tense + after + past perfect + continuous. তাই সঠিক উত্তর হবে অপশন ক. বাক্যের অর্থঃ একজন প্রসিদ্ধ ব্যবসায়ী দুই সপ্তাহ আগে মারা যাবার পূর্বে পুলিশ একজন কূটনীতিকের সন্দেহভাজন হত্যাকারী নিয়ে তদন্ত করছিলেন।

১৫৫. We didn't know that he-----from the University in 2010 and then abroad. [ প্রবাসী কল্যাণ ব্যাংক (ক্যাশ অফিসার)-২১ ]

উত্তর: (ঘ) had graduated \ worked

ব্যাখ্যা: বাক্যে দুটি অতীত কাল থাকলে একটি Past tense এবং অপরটি Past perfect tense হয়। আর বাক্যে Past perfect এর অংশে দুটো Verb থাকলেও দুটোতেই (had + verb এর Past participle) বসাতে হয় । বাক্যের অর্থঃ আমরা জানতাম না যে তিনি ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী নেওয়া সম্পন্ন করে বাইরের দেশে কাজ করছেন।

১৫৬. Which of the following is an example of correct tense? [ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (DPDC) সুইচ বোর্ড এটেন্ডেন্ট-২১ ]

উত্তর: (খ) Before I worked on the project, I had drawn its preliminary drafts.

১৫৭. How many eggs have our hens------this month? Which of the following words best completes the above sentence? [ ১৪তম বিসিএস ]

উত্তর: (খ) laid

১৫৮. When the police arrived, the criminal have already eascaped ভুল অংশটি শুদ্ধ করুন: [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকঃ ০৮ ]

উত্তর: (গ) the criminal had already

১৫৯. By the time I had reached the bottom of the mountain, I ----extremely tired. [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকঃ ০৮, সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসারঃ ০৮ ]

উত্তর: (ঙ) felt

১৬০. He....a great shock to everyone because he had notaid a word for 10 years. [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকঃ ০৮ ]

উত্তর: (ক) was

১৬১. The test is going well, we----any problems. [ ঢাকা বিশ্ববিদ্যারয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা খ ইউনিটঃ ০৭-০৮ ]

উত্তর: (খ) haven't had

১৬২. Rahim did not get admission because he— [ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা গ ইউনিটঃ ০৭-০৮ ]

উত্তর: (ঘ) had not have studied enough

১৬৩. Choose the correct tense in the sentence 'I- --him only one letter up to now'. [ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সহকারী পরিচালকঃ ০৬ ]

উত্তর: (খ) have sent

১৬৪. Use the appropriate verb form: I --- task by the time he began to write the report [ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা গ ইউনিটঃ ০৭-০৮ ]

উত্তর: (ক) had completed

১৬৫. Choose the correct sentence. [ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ক ইউনিটঃ ০৭-০৮ ]

উত্তর: (গ) Put your coat on before you go out

১৬৬. The doctor insisted that his patient- [ বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা খ ইউনিটঃ ০৭-০৮ ]

উত্তর: (ঘ) to take some vacations for three months

১৬৭. The teacher suggested that her studens ---experiences with ESP. [ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ও ইউনিটঃ ০৭-০৮ ]

উত্তর: (ক) write a composition on their

১৬৮. I seemed that ---- [ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসারঃ ০৬ ]

উত্তর: (ক) the day will never end

১৬৯. Which of the following sentences in not correct? [ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তাঃ ০৬ ]

উত্তর: (গ) She don't attend class regularly

১৭০. Choose the correct sentence: [ বাংলাদেশ টেলিভিশন এর প্রযোজকঃ ০৬ ]

উত্তর: (খ) Did they write books?

১৭১. Complete the sentence: An intensive search was conducted by the detective to locate those criminals who---- [ বাংলাদেশ টেলিভিশন এবং বিজ্ঞাপন আধিকারিক, গ্রেড-২০০৬ ]

উত্তর: (খ) had escaped

১৭২. If you intend to apply for an advertised position,-a professional resume. [ স্ট্যান্ডার্ড ব্যাংকের অফিসারঃ ০৬ ]

উত্তর: (ঘ) It is required that you attach

১৭৩. The conjunction of the past perfect follows. [ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন টেলিফোন বোর্ডের সহকারী পরিচালক/ হিসাব রক্ষণ কর্মকর্তাঃ ০৪ ]

উত্তর: (ঘ) He had spoken the truth

১৭৪. Slow and steady -- the race. [ সহকারী পরিচালক/হিসাবরক্ষণ কর্মকর্তা নিয়োগ ২০০৪ ]

উত্তর: (গ) wins

১৭৫. Selim is absent because he....a cold [ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাঃ ০৪ ]

উত্তর: (ঘ) has

১৭৬. Which of the following sentences is not correct? [ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তাঃ ০৩ ]

উত্তর: (ক) Where did he went?

১৭৭. কোন শব্দগুলো Past form এ আছে? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (বরিশাল বিভাগঃ ০৩ ]

উত্তর: (ক) Spoke, cost, Left

১৭৮. I was lived that night, I------ wood all morning [ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা, খ ইউনিটঃ ০১-০২ ]

উত্তর: (খ) had been cutting

১৭৯. Hello, Bashir, I didn't expect to see you today sharmin said you --- ill. [ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা খ ইউনিটঃ ০১-০২ ]

উত্তর: (খ) were

১৮০. When I saw her leaving in a hurry, I....her where she was going. [ দুর্নীতি দমন ব্যুরোর সহকারী উপ-পরিদর্শকঃ ০৪ ]

উত্তর: (ঘ) asked

১৮১. Which of the following is a correct sentence? [ দুর্নীতি দমন ব্যুরোর সহকারী উপ-পরিদর্শকঃ ০৪ ]

উত্তর: (খ) She denied that she had written the letter

১৮২. It seemed that--- [ মাধ্যমিক সহকারী প্রধান শিক্ষক/শিক্ষিকা ও জেলা সহকারী শিক্ষা অফিসারঃ ০৩ ]

উত্তর: (খ) the day would never end

১৮৩. Choose the correct sentence. [ খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ২০০৪ ]

উত্তর: (খ) Does he have a house?

১৮৪. Hasan has (to choose) the right path. [ পরিকল্পনা মন্ত্রণালয় ডাটা প্রসেসিং অপারেটর: ০২ ]

উত্তর: (গ) Hasan has chosen the right path

১৮৫. Which one of the following is a wrong sentence? [ উপজেলা / থানা শিক্ষা অফিসার-০৪ ]

উত্তর: (খ) How long do you know her?

১৮৬. Stay where you are until help – [ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ঘ ইউনিট ২০০৭-২০০৮ ]

উত্তর: (ক) arrives

১৮৭. Choose the correct tense: [ উপজেলা / থানা শিক্ষা অফিসার : ০৮ ]

উত্তর: (খ) How long do you know her?

১৮৮. Choose the correct tense: [ ২৩তম বিসিএস ]

উত্তর: (গ) Javed was so exhausted that he was lying down for a sleep

১৮৯. Choose the correct sentence. [ ১০তম বিসিএস ]

উত্তর: (খ) I asked Javed if he had passed

১৯০. The past form of 'seek' is- [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (উচ্চমান সহকারী / উচ্চমান সহকারী (বেঞ্চ সহকারী)/ড্রাফটসম্যান)-২১) ]

উত্তর: (ঘ) sought

১৯১. The past participle form of the word "BITE' is— [ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর অধীনে সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (ঘ) Bitten

ব্যাখ্যা: Bite = কামড় দেয়া; দংশন করা। Beat = বারবার আঘাত করা। Bit = ক্ষুদ্র অংশ।

১৯২. The past tense of the verb swing is--- [ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর ২০১৯ ]

উত্তর: (গ) Swung

ব্যাখ্যা: Swing ( দোলা বা দোলানো)-এর past form এবং past participle form swung.

১৯৩. The past participle form of the verb 'Fell' is [ তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যান ২০১৯ ]

উত্তর: (খ) fallen

ব্যাখ্যা: Fell (কেটে ফেলা) শব্দটির past participle হলো felled .

১৯৪. Past form of Wear is- [ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বিভিন্ন পদ ২০১৯ ]

উত্তর: (খ) Wore

ব্যাখ্যা: Wear (পরিধান করা; অঙ্গে ধারণ করা)-এর past form wore আর past participle form হলো worn.

১৯৫. What is the past participle of the word 'do'? [ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ২০১৯ ]

উত্তর: (খ) done

ব্যাখ্যা: Do (করা)-এর past form did আর past participle form হলো done। সুতরাং do-এর past participle done.

১৯৬. Which the past participle form of the word [ বিসিএস প্রশাসন একাডেমির নিয়োগ পরীক্ষা (অফিস সহায়ক) -২১ ]

উত্তর: (ক) drunk

১৯৭. Past participle of 'Wear' is [ দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ (সহকারী ব্যবস্থাপক) -২১ ]

উত্তর: (ঘ) worn

১৯৮. The past from of the word ‘tear’ is? [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১ ]

উত্তর: (গ) Tore

১৯৯. -------eggs were served to the players. [ বাংলাদেশ কোস্ট গার্ড ও কৃষি প্রশিক্ষণ একাডেমির নার্স এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর ফোরম্যান ২০১৯ ]

উত্তর: (ঘ) Boiled

ব্যাখ্যা: Noun-এর পূর্বে adjective প্রয়োজন। সুতরাং boil এর Past participle form boiled শূন্যস্থানে বসবে। কেননা verb-এর past participle form একই সাথে verb এবং adjective-এর কাজ সম্পন্ন করে।

২০০. What is the past participle form of the verb 'Choose? [ পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক ২০১৫ ]

উত্তর: (ঘ) Chase

২০১. 'Plan' এর Past tense কোনটি? [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী ২০১৩ ]

উত্তর: (ঘ) planned

২০২. What is the past participle form of ‘die'? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী সহকারী ২০১৯ ]

উত্তর: (খ) died

২০৩. The past participle of 'Spit is [ পেট্রোবাংলা হিসাব সহকারী ২০১৯ ]

উত্তর: (গ) Spit

ব্যাখ্যা: Spit = থুথু ফেলা ।

২০৪. The past participle form of the verb 'spread' is- [ পররাষ্ট্র মন্ত্রণালয় সুপারিনটেনডেন্ট ২০১৯ ]

উত্তর: (গ) spread

ব্যাখ্যা: Spread = মেলে দেয়া; মেলে ধরা; মেলে দিয়ে ঢেকে দেয়া।

২০৫. The past participle form of the verb 'Flow' is – [ সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা-২০১২ ]

উত্তর: (গ) flowed

২০৬. What is the past participle form of the verb 'come'? [ খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০১২ ]

উত্তর: (খ) come

২০৭. Choose the correct past participal form of word 'Drink? [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১৭ ]

উত্তর: (খ) Drunk

২০৮. Act এর Past form কী? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তর হিসাব রক্ষক/গুদাম রক্ষক/কোষাধ্যক্ষ-২০১১ ]

উত্তর: (খ) Acted

ব্যাখ্যা: Act-এর Past and past participle হলো acted. Enact হচ্ছে Verb এবং Action হচ্ছে noun. সুতরাং সঠিক উত্তর ক. ।

২০৯. Past tense of 'Choose' is- [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১৭ ]

উত্তর: (গ) chose

ব্যাখ্যা: Choose (পছন্দ করা) এর past form 'chose' আর past participle form chosen' |

২১০. Eat এর Past form কী? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তর হিসাব রক্ষক/গুদাম রক্ষক/কোষাধ্যক্ষ-২০১১ ]

উত্তর: (ক) Ate

ব্যাখ্যা: Eat অর্থা-খাওয়া। এর past form হচ্ছে ate এবং past participle form eaten.

২১১. Which one is the past tense of 'steal'? [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১৭ ]

উত্তর: (খ) stole

ব্যাখ্যা: Steal (চুরি করা) এর past form stole এবং past participle form stolen । সুতরাং সঠিক হবে খ. ।

২১২. Which one is the correct past tense form of ‘ring’? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (কোড: যমুনা)-২০১২ ]

উত্তর: (খ) Rang

২১৩. Choose the past participle form of the verb ‘telecast’. [ সাধারণ পুলের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা ১৬ ]

উত্তর: (খ) telecast

    নবীনতর পূর্বতন