কবি সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম mcq প্রশ্ন উত্তর অনুশীলন

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: কবি সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম mcq প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (১০৭)

১. রূপসী বাংলার কবি- [ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার : ১৬]

  • জসীমউদ্দীন
  • জীবনানন্দ দাশ
  • কালিদাস রায়
  • সত্যেন্দ্রনাথ দত্ত

২. পাকিস্তান সরকারের দমননীতির প্রতিবাদ করায় 'সিতারা-এ-খেদমত' ও 'সিতারা-ই-ইমতিয়াজ' উপাধি পান কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • আবদুল কাদির
  • আবুল কালাম শামসুদ্দীন
  • আবুল কালাম আজাদ
  • আবদুল ওদুদ

৩. ‘কিশোর কবি’ কার উপাধি ? [ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA) | সহকারী ব্যবস্থাপক : ১৮ ]

  • সতেন্দ্রনাথ দত্ত
  • রাম নারায়ণ
  • আল মাহমুদ
  • সুকান্ত ভট্টাচার্য

৪. অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম ? [ উপজেলা/থানা শিক্ষা অফিসার : ০৪ ]

  • বঙ্কিমচন্দ্র
  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • মধুসূদন দত্ত
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৫. রামমোহন রায় কত সালে রাজা উপাধি পান ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ১৮১৭ সালে
  • ১৮৩০ সালে
  • ১৮৩৩ সালে
  • ১৮৩৯ সালে

৬. বাংলা ভাষায় প্রথম সার্থক ঔপন্যাসিক কে ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা : ১২]

  • প্যারীচাঁদ মিত্র
  • কালীপ্রসন্ন সিংহ
  • ভূ-দেব মুখোপাধ্যায়
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৭. বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে কে অগ্রদূত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • বেগম শামসুন নাহার মাহমুদ
  • নবাব ফয়জুন্নেসা
  • বেগম সুফিয়া কামাল
  • বেগম রোকেয়া সাখাওয়াত

৮. বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি- [পরিকল্পনা মন্ত্রণালয়ের ডাটা প্রসেসিং অপারেটর : ০২ ]

  • কামিনী রায়
  • খালেদা এদিব চৌধুরী
  • বেগম সুফিয়া কামাল
  • নীলিমা ইব্রাহীম

৯. বাংলাদেশে ইসলামী রেনেসাঁর কবি কাকে বলা হয় ? [বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন - ঊর্ধ্বতন কর্মকর্তা : ১১ ]

  • তালিম হোসেন
  • ফররুখ আহমদ
  • আল মাহমুদ
  • কায়কোবাদ

১০. এঁরা পল্লীনিষ্ঠ কবি- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • জসীমউদ্দিন, রওশন ইয়াজদানী, জীবনানন্দ দাশ
  • জসীমউদ্দীন, বন্দে আলী মিয়া, আহসান হাবিব
  • জসীমউদ্দিন, কুমুদ রঞ্জন মল্লিক, বন্দে আলী মিয়া
  • জসীমউদ্দিন, কালিদাস রায়, আল মাহমুদ
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
নবীনতর পূর্বতন