Some Rules of Modal Auxiliary verb and MCQ exercise

Sentence এর পূর্ণাঙ্গ প্রকাশে Finite Verb অপরিহার্য। কিন্তু সব Tense এ Finite Verb বাক্যের পূর্ণতা প্রদান করে না। এ পূর্ণতা প্রদানে Finite Verb এর আগে সাহায্যকারী হিসেবে Modal Auxiliary ব্যবহার করা হয়। Shall/Should, Will/Would, Can/Could, May/Might, Be + going to, Has to/Have to/Had to, Be+to (is to/am to/was to/are to/were to) ইত্যাদি Modal Auxiliaries সাধারণভাবে ব্যবহার হচ্ছে ।

(A) Can: Can + base form of verb বসলে নিম্নলিখিত অর্থ প্রকাশ করে-

  1. Ability (সামর্থ/সক্ষমতা):
    Examples:
    1. Nazma can sing.
    2. Sadika can sew.
    3. Mitu can ride a bicycle.
  2. Aim (উদ্দেশ্য):
    Examples: We eat so that we can live.
  3. Possibility (সম্ভাবনা):
    Examples: Some poems can be interesting.

(B) Could: Can এর Past form হলো Could. Could 't দুটি অর্থে ব্যবহৃত হয়। Could + base form of verb বসে।

  1. Past ability (অতীত ক্ষমতা/সক্ষমতা):
    Examples:
    1. I could swim in my young age
    2. Moumita could walk fast when she went to college.
    Note: Could দ্বারা অতীতের স্থায়ী ক্ষমতা বুঝায়। অতীতের অস্থায়ী ক্ষমতা managed to বা was/were to ব্যবহার করা হয়। এক্ষেত্রে Could ব্যবহার করতে হবে।
    Negative sentence এ Could ব্যবহার করতে হবে।
    Examples:
    1. Matin and Kamal managed to (were able to) swim across the Padma yesterday.
    2. They could not swim across the river last night.
  2. Polite reguest (বিনয়মিশ্রিত অনুরোধ):
    ভদ্রভাবে অনুরোধ করতে Could ব্যবহার হয়। এরূপক্ষেত্রে Can ব্যবহার করলে কিছুটা অভদ্রচিত হয়।
    Examples:
    1. Could you show me the way to the nearest hospital?
    2. Could you help me?
    Note: অতীতে কোন কাজ করার সুযোগ ছিল না ক্ষমতা ছিল কিন্তু সে সুযোগ ব্যবহার করা হয়নি বা ক্ষমতা কাজে লাগানো হয়নি- এমন ধারনা প্রকাশ করতে Could have + Verb-এর Past Participle ব্যবহার করা হয়।
    Examples:
    1. Muaz could have helped me at any time. (But he didn't.)
    2. Sumi could have passed the exam. (But she did not.)

(C) May/Might: May/might + base form of verb দুটি অর্থ প্রকাশ করে-

  1. Permission (অনুমতি) :
    Examples
    1. May I come in?
    2. May I borrow your pen?
    Note: May ও Can একই অর্থে সমার্থক।
  2. ভবিষ্যত সম্বন্ধে অনুমানঃ
    Examples:
    1. Aminul may come back to Dhaka tomorrow.
    2. It may rain today because the sky is cloudy.
    ব্যাখ্যা: উপরের উদারহরণ দুটোতে May এর পরিবর্তে Might ব্যবহার করা যায়। তবে Might শব্দটি May এর চেয়ে বেশী অনিশ্চয়তা প্রকাশ করে।
    Examples: It might rain today. (বৃষ্টি হওয়ার সম্ভবনা খুবই কম)
    Note: বর্তমান ঘটনা সম্বন্ধে অনুমান করতে May/Might+be+(verb+ing) form ব্যবহার করতে হবে। এক্ষেত্রে স্থান বা বর্তমান সময়ের উল্লেখ থাকে।
    Examples:
    1. Aminul may/might be playing in the field now.
    2. It may/might be raining in Bogra now.
    অতীত কালের কোন সম্ভাব্য কাজ সম্পর্কে অনুমান প্রকাশ করতে May/might নিম্নরূপে ব্যবহৃত হয়ঃ
    Examples:
    He may/ might have heard about this (সে হয়ত এ ব্যাপারে শুনেছে বা শুনে থাকবে)।

(D) Shall: Shall base form of verb নিম্নোক্ত অর্থ প্রকাশ করে-

  1. সাধারণত প্রস্তাব করতে/মতামত চাইতেঃ (Interogative sentence এ ব্যবহৃত হয়)
    Examples:
    1. Shall I arrange a picnic?
    2. Shall we go for a walk?
  2. Surity: The sinners shall suffer in the long run.
  3. Fear (ভয় দেখাতে):
    Examples:
    Do it, otherwise you shall be punished.
  4. Declaration (অফিশিয়াল ঘোষণায়):
    Examples:
    The college shall remain closed tomorrow

(E) Should: Should + base form of verb নিচের অর্থ প্রকাশ করে:

  1. উচিত বা কর্তব্যঃ
    এই অর্থে Should টি ভবিষ্যত সম্বন্ধে ধারনা দেয়।
    Examples:
    1. You should respect your teachers.
    2. Sathi should attend the meeting in time.
    Note: উপরের উদাহরনে Should এর পরিবর্তে Ought to ব্যবহার করা যায়। এখানে Ought to একই অর্থে প্রকাশ করে। তবে Ought to হলো Should এর চেয়ে stronger.
    Example:
    You ought to help the poor fellow.
  2. সতর্কতা প্রকাশ করতেঃ
    এরুপ ক্ষেত্রে Lest এর পর Should + base form of Verb বসে।
    Example:
    I explained him everything lest he should misunderstand me.
    Note: অতীতের duty or obligation প্রকাশ করতে Should have + Verb এর Past Participle ব্যবহার করা হয়।
    Examples:
    1. Sadika should have attended the classes properly.
    2. Nazma should have worked hard.

(F) Will: Will+base from of verb নিচের দুটি ক্ষেত্রে ব্যবহৃত হয় ।

  1. ভবিষ্যত ঘটনাঃ
    Examples:
    1. Aminul will go to London.
    2. Muaz will do the work.
  2. বিনয়ী অনুরোধ:
    Examples:
    1. Will Nasrin shut the window?
    2. Will Surovi help me?

(G) Would: Would + base form of verb ঠিক will এর মত একই অর্থে ব্যবহৃত হয়। তবে এটা আরো politeness প্রকাশ করে।

Examples:
1. Would you have a cup of tea?
2. Would you shut the door?
Note: If দ্বারা গঠিত Clause এ যদি Past Indefinite Tense থাকে তবে পরবর্তী অংশে Subject এর পর Would + Verb এর base-form বসে। If দ্বারা গঠিত Clause এ যদি Past Perfect Tense থাকে তবে পরবর্তী অংশে Subject এর পর Would have + Verb Past Participle বসবে।
Examples:
1. If I called him, he would respond me.
2. If Napoleon had not invaded Russia, he would have conquered the rest of Europe.

(H) Would rather: কোন কিছুর প্রতি বেশী পছন্দ' বুঝাতে Would rather ব্যবহার করা হয়। 'বরং এটার থেকে ওটা অধিকতর শ্রেয়'- এ ধরনের Would rather.... than ব্যবহৃত হয়। এ ধরনের বাক্য ভবিষ্যৎ বক্তব্য প্রকাশ করে।

Example: I would rather die than beg.

(I) Has to/Have to/Had to: Has to/Have to/Had to+ Verb এর base form বসে এবং তা নিম্নোক্ত অর্থ প্রকাশ করে-

  1. Strong সুপারিশ প্রকাশ করে। এটি external compulsion বুঝায়।
    Examples:
    1. I have to go to Rajshahi at once.
    2. Rishana has to learn English to get a good job.

(J) Be+to: am to/is to/are to / was to/were to + base form of Verb সাধারণত নিচের তিনটি অর্থে ব্যবহৃত হয়।

  1. An arrangement:
    Examples:
    1. I am to go to Syihet tomorrow.
    2. Shakila has to meet her father at the station this afternoon.
  2. An order: You are to be backed before mightfall.
  3. Destiny: She was to see him no more because she bade good bye to him.

(K) Must: Must + base form of verb নিম্নোক্তভাবে ব্যবহৃত হয়-

  1. আদেশঃ
    Examples:
    1. You must come to the examination hail on time.
    2. You must do it within 10 minutes.
  2. নিষেধঃ (না বোধক sentence এ)
    Example: You mustn't come late.
  3. নিজস্ব বাধ্যবাধকতা:
    Examples:
    1. I must go home early because my mother is ill.
    2. I must work hard in English.
  4. জোর সুপারিশ:
    Example:
    You must take regular exercise if you want to keep your body fit.
  5. জানা তথ্য থেকে সঙ্গত অনুমানঃ
    Example:
    As Kabita is absent from school today, she must be ill.
    Note: কিন্তু অতীত ঘটনা সম্বন্ধে সঙ্গত অনুমান করতে Must have verb এর Past Participle ব্যবহৃত হয়।
    Example: He looked tired. He must have worked hard.

(L) Had better: Had better + base form of Verb নিম্নোক্ত ক্ষেত্রে ব্যবহৃত হয়-

  1. "কোন কিছু করা ভাল" এমন ধারণা প্রকাশ করতে।
    Examples:
    1. You are very tired. You had better go to bed.
    2. You had better go to a doctor.

(M) Used to: Used to + base form of Verb নিম্নোক্ত অর্থ প্রকাশ করে-

  1. সবসময় অতীতের অভ্যাস বুঝায়ঃ
    1. He used to walk in the morning.
    2. Belal used to go to school by bus.

(N) Be+going to : Be going to + base form of Verb নিম্নোক্ত অর্থ প্রকাশ করে-

  1. ভবিষ্যতে কোন কাজ করা হচ্ছে বা intension অতীতে শুরু হচ্ছিল এমন অবস্থা বুঝাতেঃ
    Examples:
    He is going to build a mosque in his village next year.
  2. বর্তমানে কোন কাজ শুরু করা হচ্ছে কিংবা অতীতে শুরু হচ্ছিল এমন অবস্থা বুঝাতেঃ
    Examples:
    1. Kabır is going to set up a school in his locality.
    2. Mithila was going to establish a hospital for the poor.

(O) Need: Need + base form of Verb বসে।

  1. Need not এর অর্থ হল "প্রয়োজন নাই"। এটি সাধারণত Negative sentence এ ব্যবহৃত হয়।
    Examples:
    1. You need not drive at night.
    2. You need not go there.
    Note : অতীতে কোন একটি কাজ করার প্রয়োজন ছিল না এরকম ধারনা প্রকাশ করতে Need not have + Verb এর Past Participle ব্যবহার করা হয়।
    Examples:
    1. You need not have hurried.
    2. Nila need not have bought the dress.

(P) Dare: Dare base form of Verb নিম্নোক্ত অর্থ প্রকাশ করে-

  1. কোন কিছু করার সাহস বা ধৃষ্টতা বুঝাতে:
    Examples:
    1. Farhan dared not drive at night.
    2. Dare he speak?

(Q) Ought to: Ought to + base form of verb নিম্নোক্ত ক্ষেত্রে ব্যবহৃত হয়-

  1. Duty (কর্তব্য প্রকাশে): We ought to love our country.
  2. উচিত অর্থে: we ought to obey your parents.

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: ইংরেজি গ্রামার
অধ্যায়: The Modal Auxiliary verb mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (২৬)

১. The boy from the village said, "I — starve than beg."— [ ১৩তম বিসিএস ]

উত্তর: (গ) would rather

২. He ran fast lest he-----miss the train. [ ২৬তম বিসিএস ]

উত্তর: (খ) should

৩. If I had known you were coming--- [ ২৩তম বিসিএস ]

উত্তর: (গ) I would have gone to the station.

৪. No man can –– alone. [ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ২০১৮/ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল, কম্পিউটার, সিভিল ও ইলেক্ট্রনিক্স) টিটিসি ২০১৮ ]

উত্তর: (খ) live

৫. We always be open to new ideas [ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা (সাধারণ) ২০১৮ ]

উত্তর: (গ) Should

৬. Good friends - listen to each other. [ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা (সাধারণ) ২০১৮ ]

উত্তর: (ঘ) Must

৭. Select the appropriate modal Is it important that James-------read the letter before I send it? [ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিআরটিএ'র মোটরযান পরিদক ২০১৭ ]

উত্তর: (গ) Should

৮. We--- better start soon, or we’ll miss the opening ceremony. [ বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিকিউরিটি অফিসার : ২০১৯ ]

উত্তর: (খ) had

৯. Fill in the blank: "You might about------ Milton”. [ পররাষ্ট্র মন্ত্রণালয় সুপারিনটেনডেন্ট ২০১৯ ]

উত্তর: (ঘ) Have heard

১০. Travellers -- their reservations well in advanced if they want to fly during the Eid holidays. [ ১৮তম বিসিএস/সহকারী ড্রিলিং প্রকৌশলী (ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর) পদে নিয়োগ পরীক্ষা-৯৮ ]

উত্তর: (গ) had better get

১১. She still remembers the day when she first----to Rahman park. [ কর্ণফুলী গ্যাস: ২১ ]

উত্তর: (ক) went

১২. He---to see us if he had been able to. [ ১০তম বিসিএস ]

উত্তর: (খ) would have come

১৩. He----- arrested if he had tried to leave the country. [ 10TH BCS ]

উত্তর: (গ) would have been

১৪. If we had a boat, we---the river [ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, ঢাকা ও বরিশাল বিভাগ-১৮ ]

উত্তর: (ক) would cross

১৫. I wish the prices of the essentials commodities-----come down soon. [ আমদানি রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার পরীক্ষা-০৭ ]

উত্তর: (ক) would

১৬. Which of the following are semi modals? [ শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৫ ]

উত্তর: (খ) need, dare

১৭. You----help me if you don't have time. I can do the job myself. [ সহকারী পরিচালক (টিভি প্রশিক্ষণ) ও উপ প্রকৌশলী (টিভি) (গণমাধ্যম ইনষ্টিটিউট) পদে নিয়োগ পরীক্ষা-০৩ ]

উত্তর: (খ) don't have to

১৮. If I were a king, I not know what sorrows are. [ সহকারী কমান্ডেন্ট (বাংলাদেশ রেলওয়ে) পদে পরীক্ষা ‘০৭/প্রশাসনিক কর্মকর্ত(সংস্থাপন মন্ত্রণালয়) পদে পরীক্ষা- ০৭ ]

উত্তর: (গ) would

১৯. If Napoleon had not invaded Russia, he-----the rest of Europe. [ সহকারী কমান্ডেন্ট (বাংলাদেশ রেলওয়ে) পদে পরীক্ষা- ০৭ ]

উত্তর: (গ) would have conquered

২০. I am looking for someone who----play the piano. [ উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা পরীক্ষা-০৭ ]

উত্তর: (ঘ) can

২১. The best translation of ‘যেতে পারি, কিন্তু কেন যাবো?' [ Isiami Bank Bangladesh Lid. Assist. Officers (G-111) Recruitment Tesr-'10 ]

উত্তর: (গ) I can go, but why should I go?

২২. Walk fast----you should miss the train. [ Rural Bank Senior Officers Recruitment Test-2010 ]

উত্তর: (খ) lest

২৩. I have shut the door lest a thief-----enter into my room. [ সহকারী পরিচালক (সঞ্চয় পরিদপ্তর) পরীক্ষা-০৭ ]

উত্তর: (ঘ) should

২৪. The poor man said, "I--- starve than beg". [ Krishi Bank Written Recruitment Test [ Data Entry Control Operator): 2010 ]

উত্তর: (গ) would rather

২৫. If you are forbidden to do something, it means you need not to do it. The underlined- [ BRC Senior Officer Recruitment Test -'08 ]

উত্তর: (খ) it means you must not do it

২৬. You had better to hurry if you don't want to miss the bus. The wroungly underlined phrase is replaced by [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) নিয়োগ পরীক্ষা-২০০৯ ]

উত্তর: (ঘ) had better hurry

    নবীনতর পূর্বতন