Medical related terms | List & MCQ Exercise

Medical related terms

Medical related terms List
One Word Bengali Meaning Explanation
Oculist/ ophthalomogist চক্ষুরোগবিদ, চক্ষু চিকিৎসক A specialist in eye diseases. (eye specialist) one who attends the diseases o f the eye.
Dermatologist ত্বক বিশেষজ্ঞ A doctor who treats skin diseases (skin specialist)
Cardiologist হৃদরোগ বিশেষজ্ঞ A doctor who treats heart diseases (heart specialist)
Orthopedist অস্থিরোগ বিশেষজ্ঞ A doctor who treats the bone (bone specialist)
psychiatrist মনোরোগ বিশেষজ্ঞ A specialist in mental disorders or maladjustment.
Optician চোখের ডাক্তার One who testseyesight and sells spectacles.
Neurologist স্নায়ু বিশেষজ্ঞ A doctor who treats nerve diseases (nerve specialist)
Paediatric 'শিশুরোগের চিকিৎসা সংক্রান্ত' 'Paediatric' relates to the treatment of children.

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: ইংরেজি গ্রামার
অধ্যায়: Medical related terms mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: ( ৩১)

১. 'Geriatrics' is the branch of medicine concerned with the diseases and care of [ ৩৯তম বিসিএস ]

উত্তর: (ঘ) old people

২. ‘Paediatric' relates to the treatment of --- [ ২৬তম এবং ১৫তম বিসিএস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার-২০১৭/ বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) গেইটকিপার পদে নিয়োগ ২০১৭/স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক-২০১৩/সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-২০১১,, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক-০৬ ]

উত্তর: (খ) children

ব্যাখ্যা: Paediatric = শিশু চিকিৎসা, Adults = বয়স্ক/ সাবালক/ প্রাপ্ত বয়স্ক, Children = শিশু, Old People= বয়স্ক লোক, Women = মহিলা ।

৩. The doctor who treats heart patients is called a/an [ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উপ-সহকারী কৃষি কর্মকর্তা)-২১/ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা-২০২১/ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ঃ সহকারী শিক্ষক ২০১৯/ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ২০১৭/ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স ২০১৬ ]

উত্তর: (খ) cardiologist

ব্যাখ্যা: cardiologist বলা হয় তাকে, যে ব্যক্তি হৃদযন্ত্র এবং হৃদরোগ বিশেষজ্ঞ ।

৪. The treatment of skin diseases is known as— [ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রোগ্রামার - ২০২০ ]

উত্তর: (গ) Dermatology

৫. ‘Sedative' means - . [ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা (সাধারণ) ২০১৮ ]

উত্তর: (খ) a drug used to calm a person or animal to make them sleep.

৬. One who treats cancer patients is called a/an— . [ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের বিল্ডিং ওভারশিয়ার ২০১৮ ]

উত্তর: (গ) oncologist

৭. The doctor who treats kidney patients is called a/an : [ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের এস্টিমেটর ২০১৮ ]

উত্তর: (গ) nephrologists

৮. Oncology means a doctor who treats— [ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক ২০১৭ ]

উত্তর: (গ) cancer

ব্যাখ্যা: Oncology হলো cancer এবং tumors রোগের চিকিৎসাবিজ্ঞান।

৯. A doctor who studies and treats diseases of the never is— [ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স (বাতিলকৃত) ২০১৭ ]

উত্তর: (ঘ) a neurologist

১০. A specialist in eye diseases is called — [ কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ), অডিটর-২২/ স্বাস্থ্য মন্ত্রণালয়েল অধীনে সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]

উত্তর: (খ) an ophthalmologist

১১. A mental illness in which somebody has a strong desire, which they cannot control to steal things' is expressed by — [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ২০১৬ ]

উত্তর: (খ) kleptomania

১২. One who is a specialistin heart and its diseases. [ কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ), অডিটর-২২/ স্বাস্থ্য মন্ত্রণালয়েল অধীনে সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]

উত্তর: (গ) a cardiologist

১৩. A doctor who studies and treats the medical conditions and diseases of women is- [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স ২০১৬ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২০১৬ ]

উত্তর: (ক) a gynaecologist

১৪. নিম্নের কোন শব্দটি বয়সের সঙ্গে সম্পর্কিত নয়? [ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স-এর কার্যালয়ের অধীন অডিউটর-২০১৪ ]

উত্তর: (গ) Genealogy

ব্যাখ্যা: Adolescence কৈশোর; Puberty বয়ঃসন্ধি; Genealogy- বংশবৃত্তান্ত; Adult প্রাপ্ত বয়স্ক। সুতরাং শুধু -ই বয়সের সাথে related নয়।

১৫. Disease that spreads by means of germs canned in the atmosphere [ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অ্যাসিসটেন্ট ম্যানেজার - ২০১৪ ]

উত্তর: (ঘ) infectious

ব্যাখ্যা: জীবাণুর মাধ্যমে পরিবেশে যে রোগ-ব্যাধি ছড়ায় তাকে infectious বা সংক্রামক বলে। অন্যগুলির অর্থ হচ্ছে- hygienic-স্বাস্থ্যকর; limited- সীমিত এবং harmless- ক্ষতিহীন।

১৬. SOS stands for [ পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবারকল্যাণ পরিদর্শিকা (FWV) পশিক্ষণার্থী-২০১৩ ]

উত্তর: (গ) Save Our Soul

ব্যাখ্যা: Ship/plane-এর জরুরি সাহায্যের জন্য যে Signal বা Message পাঠানো হয়, তাই SOS (Save our soul)।

১৭. What is the single word for 'the inability to see things clearly when they are far away? [ নৌপরিবহন, বিজ্ঞান ও প্রযুক্তি, মহিলা ও শিশুবিষয়ক, তথ্য, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী -২০১৩ ]

উত্তর: (ক) myopia

১৮. A physician is a- [ তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার-২০১৩ ]

উত্তর: (গ) a medical practitioner

১৯. Anatomy শব্দের অর্থ - [ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিস সহকারী-২০১২ ]

উত্তর: (গ) শরীরবিদ্যা

ব্যাখ্যা: Anatomy হলো ‘শরীরবিদ্যা। ব্যবচ্ছেদের পর প্রাণিদেহের অভ্যন্তরীণ গঠন, বিভিন্ন তন্ত্রের অবস্থান এ শাখায় আলোচনা করা হয় ।

২০. Microbiology- এর পরিভাষা নিচের কোনটিঃ [ স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য সহকারী- ২০১০ ]

উত্তর: (খ) অণুজীব বিজ্ঞান

২১. The word 'senile' is related to- [ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার-২০১০ ]

উত্তর: (ক) old age

২২. ‘Achilles heel' means- [ সহকারী উপজেলা/ থানা শিক্ষা অফিসার-২০১০ ]

উত্তর: (ঘ) the fault which is small but can cause a person's fall

২৩. What is the general term for psychological treatment - [ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা -০৩ ]

উত্তর: (গ) Psychotherapy

২৪. The word 'paranoid' is connected with – [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে চীফ ইন্সট্রাক্টর (ননটেক) নিয়োগ পরিক্ষা: ০৩ ]

উত্তর: (খ) psychology

২৫. The study of religion is - [ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা - ২০১০ ]

উত্তর: (ঘ) Theology

২৬. The science of heredity is- [ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা - ২০১০ ]

উত্তর: (খ) Genetics

২৭. A cardiologist treats patients with — problems. [ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা খ ইউনিটঃ ০৭-০৮ ]

উত্তর: (ক) heart

২৮. One who is a specialist in heart and its diseases is— [ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আমদানি-রপ্তানী অধিদপ্তরের নির্বহী অফিসার: ০৭ ]

উত্তর: (গ) a cardiologist

২৯. A specialist in eye diseases is called – [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ পরীক্ষাঃ ০১ ]

উত্তর: (খ) an ophthalmologist

৩০. I regret to say that his disease is--- [ জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো উপ-পরিচালকঃ ০১ ]

উত্তর: (খ) incurable

৩১. A cure for all diseases [ Pubali Bank-06 ]

উত্তর: (গ) Panacea

    নবীনতর পূর্বতন