বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: লালন সাঁই mcq প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (০৭)
১. বাউল গানের বিশেষত্ব কি ? [জাতীয় সংসদ সচিবালায়ের সহকারী পরিচালক: ০৬ ]
- মরমীবাদ
- মারেফাত
- আধ্যাত্ন্য বিষয়ক
- প্রেম বিষয়ক
২. বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন কে ? [ আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট : ১০]
- লালন ফকির
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মাধব বিবি
- ফরিদা পারভীন
৩. ”খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়”--- মরমি গানটির রচয়িতা কে ? [বিআরটিএ'র মোটরযান পরিদর্শক : ১৭ ]
- হাছন রাজা
- পাগলা কানাই
- দ্বিজ কানাই
- লালন শাহ
৪. ‘খাঁচার ভিতর অচিন পাখি’-পঙক্তিটির উৎস কী ? [ ৫ম বিজেএস(সহকারী জজ) : ১০]
- হাসন রাজার গান
- রবীন্দ্র সঙ্গীত
- ভজন
- লালন গীতি
৫. “আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা”- চরণ দু’টির রচয়িতা কে ? [ উপজেলা/থানা শিক্ষা অফিসার:০৪]
- প্রমথ চৌধুরী
- নির্মলেন্দু গুণ
- হাছন রাজা
- লালন শাহ
৬. কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়' এই পংক্তিটি নিচের একজনের লেখা-- [১৭তম বিসিএস ]
- লালন শাহ
- সিরাজ সাঁই
- মদন বাউল
- পাগলা কানাই
৭. ‘আমার ঘরের চাবি পরের হাতে’- গানটির রচয়িতা কে ? [৩৮ তম বিসিএস ]
- লালন শাহ
- হাসন রাজা
- পাগলা কানাই
- রাধারমণ দত্ত
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0