Kinds of Sentence | Discussion & MCQ Exercise

যে শব্দ সমষ্টি (a group of words) একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে Sentence বলে। অর্থাৎ যে সুবিন্যস্ত শবসমষ্টির দ্বারা বক্তার মনের সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকেই Sentence বলে ।
Example:
(i) He is a good man.
(ii) I did it.
(iii) Does he have much money?
Sentence কে প্রধানত দুটি দৃষ্টিকোণ হতে ভাগ করা হয় যথা- (ক) অর্থানুসারে ( According to meaning ) (খ) গঠন অনুসারে ( According to Structure )

Types of sentences according to Meaning

অর্থানুসারে ( According to meaning ) sentence পাঁচ প্রকার যথা-

  1. Assertive sentence
  2. Interrogative sentence
  3. Imperative sentence
  4. Optative sentence
  5. Exclamatory sentence

1. Assertive Sentence (সাধারণ বর্ণনাত্মক): এই ধরনের Sentence কর্তার সাধারণ বক্তব্য বা বিবৃতি তুলে ধরে অথবা কর্তা এক্ষেত্রে সাধারণভাবে তার মনের ভাব প্রকাশ করে থাকে।
☞ Structure: Subject + Verb + Object + Extension.
Example:
1. I know him.
2. The Tajmahal is a symbol of love.

2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য): এই ধরনের বাক্য গুলো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে।
☞ Structure: Auxiliary verb + Subject + Main Verb + Extension?
Example:
1. Do you know the girl?
2. What does the man want?

3. Imperative Sentence (আদেশমূলক, অনুরোধমূলক, উপদেশমূলক বাক্য): এ ধরনের বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, পরামর্শ, নির্দেশ দেয়া হয়।
☞ Structure: Main Verb + Object + Extension
অথবা Let + Object + Verb + Extension
Example:
1. Sit down.
2. Shut the door.
3. Let him do the work.

1. Which sentence is in imperative mood? [ অর্থ মন্ত্রণালয়ের জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক-২০০৯ ]

উত্তর: B. Stop writing

4. Optative Sentence (ইচ্ছাবোধক বাক্য): ইচ্ছা, প্রার্থনা কিংবা আকাঙ্ক্ষা প্রকাশে Optative Sentence ব্যবহার হয়।
☞ Structure: May/Wish +Subject + Verb + Extension
Example:
1. May Allah bless you.
2. Wish you a great success.

1. May Allah help you: What kind of sentence is this? [ উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরীক্ষা- ২০০৪ ]

উত্তর: B. Optative

5. Exclamatory Sentence (আবেগসূচক বাক্য): হর্ষ, বিষাদ, আনন্দ বা অত্যাধিক আবেগের বহিঃপ্রকাশে এই ধরনের Sentence ব্যবহৃত হয়।
☞ Structure: What /How + Adjective + Noun + Subject + Verb + Is + !
Example:
1. What a nice girl she is!
2.How beautiful the picture is!

1. "What a piece of work is a man!" is a/an- [ শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা-২০০৯ ]

উত্তর: D. Exclamatory sentence

❖ এই পাঁচ রকম Sentence এর প্রত্যেকটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়।
1. Affirmative Sentence: হ্যাঁ বোধক ইতিবাচক বাক্যকেই ইংরেজিতে Affirmative Sentence বলে। এইসব বাক্যে কোন Negative word ব্যবহৃত হয় না।
Example: He went there.
2. Negative Sentence: নেতিবাচক বা না বোধক বাক্যকেই ইংরেজিতে Negative Sentence বলে।
Example: He did not go there.

Types of sentences according to Structure

গঠন অনুসারে Sentence কে তিন ভাগে ভাগ করা যায়। যথা:

  1. Simple sentence
  2. Complex sentence
  3. Compound sentence

1. Simple Sentence (সরল বাক্য): যে Sentence একটি মাত্র Subject এবং একটি মাত্র Finite Verb দ্বারা গঠিত তাকে Simple Sentence বলে।
Example:
1. The boys are playing football in the field.
2. He bought some books.
3. The fan moves slowly.
4. Keya has done well in the examination.

2. Complex Sentence (জটিল বাক্য): যে Sentence- এ একটি Principal/Independent Clause ছাড়াও এক বা একাধিক Subordinate Clause থাকে যা Clause marker এর মাধ্যমে Principal Clause এর সাথে যুক্ত হয় তাকে Complex Sentence বলে।

Complex Sentence (চেনার উপায়): When, who, where, which, how, if, as if, unless, so that, so....... that, why, where, what, as, because, since, though, although, till, until, before, after প্রভৃতি Clause Marker দ্বারা Complex Sentence চেনা যায় ।
Example:
1. When he came here, I decided to go.
2. Although he is rich, he is honest.
3. I bought a pen which was read .
4. I met a man who was honest.

Question: If you read, you will learn. The sentence is a--- [ শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা-২০০৯ ]

উত্তর: B. Complex sentence

3. Compound Sentence (যৌগিক বাক্য): একাধিক Co-ordinate Clause দ্বারা যুক্ত Sentence-কে Compound Sentence বলে। এই ধরনের Sentence- এ প্রতি Clause-ই Independent হয়ে থাকে। থাকে।

Compound Sentence (চেনার উপায়): and, but, or, as well as, either... or, nor, yet, so therefore, neither... nor প্রভৃতি Co-ordinating Conjunction দ্বারা Compound Sentence হয়ে থাকে।
Example:
1. He came here and I decided to go.
2. He went to the station and bought a ticket.

1) Which one of these sentences is a compound sentence? [ শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা-২০০৯ ]

উত্তর: C. I am weak but I can walk.

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: ইংরেজি গ্রামার
অধ্যায়: Kinds of sentence mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (৫৭)

১. Which of the following sentences are correct? [ ২৭ এবং ১৬তম বিসিএস/ দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শকঃ ০৩ ]

উত্তর: (ক) Why have you done this?

২. Identify the imperative sentence. [ ২৭তম বিসিএস/ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারীর ইনস্ট্রাক্টর (পিইডিপি-৩)-২০১২ ]

উত্তর: (গ) Stand up

৩. I have -- interest in the matter. [ 24th BCS ]

উত্তর: (ঘ) no

৪. 'May Allah help you'. What kind of sentence is this? [ ১১তম বিসিএস,বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (মেডিকেল অফিসার / এরোড্রোম সহকারী)--২১/ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১/ বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ে অডিটর পদে নিয়োগ পরীক্ষা-২১/ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ ২০১৬ ]

উত্তর: (ক) Optative

৫. Kind of sentence – [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষা (জুনিয়র পরিসংখ্যান সহকারী)-২১ ]

উত্তর: (খ) 5

৬. Which one is an example of Optative sentence? [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষা (পরিসংখ্যান সহকারী)-২১ ]

উত্তর: (ক) May you live long

৭. Choose the correct affirmative- [ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (সহকারী উপ-খাদ্য পরিদর্শক) -২১ ]

উত্তর: (ক) Everyone must submit to one's fate.

৮. Which one is imperative sentence? [ দুর্নীতি দমন কমিশনঃ ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর ২০১৯ ]

উত্তর: (খ) Go home

৯. Select the correct sentence: [ পররাষ্ট্র মন্ত্রণালয় সুপারিনটেনডেন্ট ২০১৯ ]

উত্তর: (ঘ) Did he come home yesterday?

ব্যাখ্যা: Past indefinite tense এর Assertive বাক্যকে Interrogative করতে হলে তার Subject এর আগে (Ordinary verb হলে) did বসাতে হয়।

১০. I wish you success in life. What type of sentence is it? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরঃ হিসাবরক্ষক ২০১৯ ]

উত্তর: (গ) Optative

ব্যাখ্যা: যে বাক্য দ্বারা মনের ইচ্ছা বা কামনা, প্রার্থনা এসব বুঝায় তাকে Optative sentence বলে। যেমনঃ May you live long (তুমি দীর্ঘজীবি হও)

১১. What time — ? [ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: সিকিউরিটি অফিসার ২০১৯ ]

উত্তর: (গ) does the train leave

ব্যাখ্যা: প্রশ্নবোধক বাক্যে What time এর পরে সাহায্যকারী Verb হিসেবে 'does' বসবে।

১২. I don't think that's going to be---- [ বাংলাদেশ বেতার সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর/হিসাব সহকারী/অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ২০১৯ ]

উত্তর: (ক) hard

ব্যাখ্যা: Going to be hard অর্থ কঠিন হবে। কিন্তু Hazard অর্থ ঝুঁকি বা বিপদ। Hardship অর্থ কষ্টকর পরিস্থিতি। Hardly অর্থ নামেমাত্র।

১৩. "The child shows the man, as morning shows the day' here the sentence contains [ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন: বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯ ]

উত্তর: (গ) Simile

ব্যাখ্যা: কোনো ব্যক্তিকে বা কোনো বিষয়কে যখন অন্য একটি বিষয়ের সাথে তুলনার বা উপমার মাধ্যমে বুঝানো হয় তাকে Simile বলে। যেমনঃ Her words are as sweet as honey. এখানে কথাকে মধুর সাথে তুলনা করা হচ্ছে।

১৪. Find out the correct sentence. [ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর ২০১৯ ]

উত্তর: (খ) Do you know where he lives?

১৫. Which one of the following is an imperative sentence? [ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৯ ]

উত্তর: (ক) Do not lie

১৬. Trace the correct sentence. [ তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যান ২০১৯/ শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি-এর সহকারী রসায়নবিদ ২০১৮' ]

উত্তর: (খ) Have you ever been to London?

১৭. ‘What is your name?" This is an – sentence. [ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রনিড, পাওয়ার, কম্পিউটার) ২০১৮ ]

উত্তর: (ক) interrogative

১৮. Choose the right sentence. [ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের এস্টিমেটর ২০১৮ ]

উত্তর: (খ) I don't know who he is?

ব্যাখ্যা: সঠিক বাক্য হলো I don't know who he is? কেননা embedded question-এর ক্ষেত্রে relative pronoun + sub + verb। আর gone for a picnic হলে তৃতীয় বাক্যটি সঠিক হতো।

১৯. Affirmative sentence 'He has much money’- [ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের জেলা সমস্বরকারী ২০১৭ ]

উত্তর: (ঘ) He has not a little money

২০. "How will you cross the road?" This is an – sentence. [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১৭ ]

উত্তর: (গ) Interrogative

ব্যাখ্যা: Intergative Sentece এর structure: WH / Auxiliary + Auxiliary verb + subject+ মূল verb + obj.।

২১. Every rose has thorns কোন ধরনের বাক্য? [ সমবায় অধিদপ্তর (মাঠ সহকারি) পরীক্ষা ২০১৮ ]

উত্তর: (ক) Assertive

২২. Only the graduate should apply কোন ধরনের বাক্য? [ সমবায় অধিদপ্তর (মাঠ সহকারি) পরীক্ষা ২০১৮ ]

উত্তর: (ক) Imperative

ব্যাখ্যা: যে sentence দ্বারা আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায় তাকে Imperative Sentence বলে।

২৩. Which one is an interrogative sentence? [ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল, কম্পিউটার, সিভিল ও ইলেক্ট্রনিক্স) টিটিসি ২০১৮ ]

উত্তর: (খ) Does he read a book?

২৪. Which one is imperative sentence? [ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী ২০১৭ ]

উত্তর: (খ) close the door

ব্যাখ্যা: Imperative sentence verb দিয়ে শুরু হয়। এ ক্ষেত্রে Let it be done এবং close the door দুটি বাক্যই imperative কিন্তু প্রথম বাক্যটি passive voice এ দেয়া। সুতরাং সঠিক উত্তর হিসেবে দ্বিতীয় বাক্যটি অধিক গ্রহণযোগ্য ।

২৫. Which one is an imperative sentence? [ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিআরটিএ'র মোটরযান পরিদক ২০১৭ ]

উত্তর: (ঘ) Open the door.

ব্যাখ্যা: যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশিত হয় তাকে imperative sentence বলে। আর Imperative sentence, এর শুরুতে verb থাকে।

২৬. The sentence, 'what a delicious meal! is a/an- [ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তর পরিসংখ্যান কর্মকর্তা ২০১৭ ]

উত্তর: (ঘ) Exclamatory sentence

ব্যাখ্যা: কী সুস্বাদু খাবার! (What a delicious meal) বাক্যটি দ্বারা বিস্ময় ভাব প্রকাশ করে। যে বাক্য বিস্ময় ভাব প্রকাশ করে তা exclamatory sentence হয়।

২৭. Rarely --- seen from water. [ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তর পরিসংখ্যান কর্মকর্তা ২০১৭ ]

উত্তর: (ঘ) are spotted frogs

২৮. You had better leave the place. This sentence suggests —- [ তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]

উত্তর: (ঘ) an advice

ব্যাখ্যা: You had better leave the place = তুমি বরং এ জায়গা থেকে চলে যাও। এ বাক্যটি উপদেশমূলক।

২৯. An optative sentence----- [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উচ্চমান সহকারি কাম হিসাবরক্ষক নিয়োগ-২০১৭ ]

উত্তর: (খ) Express prayer or desire

ব্যাখ্যা: An portative sentence express prayer or desire. An interrogative sentence Ask questions. An Exclamatory sentence express joys, sorrows etc.

৩০. Cricket is a very exciting game (transform this sentence into exclamatory one) [ NSI-এর সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (গ) What an exciting game cricket is!

৩১. 'May Allah help you what kind of sentence is this? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-২০১৭ ]

উত্তর: (ক) Optative

৩২. 'No one can do it ' - The interrogative is: [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের স্টোরম্যান ২০১৮/ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উচ্চমান সহকারি কাম হিসাবরক্ষক নিয়োগ-২০১৭ ]

উত্তর: (গ) Can anyone do it ?

ব্যাখ্যা: Interrogative sentence এ no one পরিবর্তিত হয়ে not বসানো প্রয়োজন হয় না।

৩৩. ‘Never tell a lie’-এটা কোন ধরনের sentence? [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উচ্চমান সহকারি কাম হিসাবরক্ষক নিয়োগ-২০১৭ ]

উত্তর: (ঘ) Imperative

৩৪. What kind of sentence is the following one: How far is the train station? [ বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (ঘ) Interrogative

ব্যাখ্যা: যে সকল Sentence দ্বার প্রশ্ন বুঝায় তাকে Interrogative sentence বলে।

৩৫. A sentence is a— [ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২০১৬ ]

উত্তর: (গ) group of words that make a complete sense.

৩৬. "It is high time you tried for a job" The sentence expresses — [ সাধারণ পুলের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬ ]

উত্তর: (খ) advice

৩৭. Which one is the imperative sentence? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক ২০১৬ ]

উত্তর: (খ) Never tell a lie.

৩৮. Which one is the imperative sentence? [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী ২০১৬ ]

উত্তর: (ঘ) Sit down

৩৯. Which one is the subject in the sentence? To defrost this fridge takes ages. [ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্টর ২০১৬ ]

উত্তর: (ঘ) to defrost this fridge

৪০. Syntax is concerned with - [ ১০ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-২০১৪ ]

উত্তর: (ঘ) Sentence

৪১. Which of the following sentences expresses a request? [ শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৫ ]

উত্তর: (ক) Would you mind opening the window

ব্যাখ্যা: Would you mind দ্বারা earnest request বোঝানো হয় ।

৪২. May you be happy in life. -- what kind of sentence? [ গণপূর্ত অধিদপ্তরের কম্পিউটার অপারেটর ২০১৬ ]

উত্তর: (খ) Optative

৪৩. Which one is imperative sentence? [ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১৫ ]

উত্তর: (গ) Close the door

৪৪. ’Please bring me a cup of tea’.- What kind of sentence is this? [ প্রাক-প্রাথমিক বিদ্যালয় সহকারী ও প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ ]

উত্তর: (ক) imperative

৪৫. ‘May God help you.’- what kind of sentence is this? [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ডাটা এন্ট্রি অপারেটর)-২১/ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ঃ সহকারী শিক্ষক : ২০১৯ / স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকোশলী (সিভিল) : ২০১৬ ]

উত্তর: (ঘ) Optative

৪৬. ‘Do you know him?” জবাব কোনটি দিয়ে দিতে হবে? [ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স-এর কার্যালয়ের অধীন অডিউটর-২০১৪ ]

উত্তর: (খ) Yes, I do

৪৭. Long live our President-এটি কি ধরনের sentence? [ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স-এর কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর-২০১৪ ]

উত্তর: (খ) Optative

৪৮. Be just and fear not-এটি কোন ধরনের sentence? [ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স-এর কার্যালয়ের অধীন অডিউটর-২০১৪ ]

উত্তর: (খ) Imperative

৪৯. How fine the flower is! It is an-- [ পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা-২০১৪ ]

উত্তর: (খ) Exclamatory sentence

৫০. What one is an imperative sentense? [ তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার-২০১৩ ]

উত্তর: (ঘ) Open the door.

৫১. What type of sentece is it?I wish you success in life. [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক—২০১৩ ]

উত্তর: (ক) Assertive

৫২. "May he not suffer" is an - - [ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার-২০১২ ]

উত্তর: (খ) Optative Sentence

৫৩. The interrogative form of the sentence "He is a great scholar” is – [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা-২০১২ ]

উত্তর: (খ) Is he not a great scholar?

৫৪. ‘Do not laugh at the poor'.কোন প্রকার sentence? [ পরিবার পরিকল্পনা সহকারী/ পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারী-২০১১, পরিবার পরিকল্পনা অধিদপ্তর হিসাব রক্ষক/গুদাম রক্ষক/কোষাধ্যক্ষ-২০১১ ]

উত্তর: (খ) Imperative

৫৫. Which one is an optative sentence? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১১ ]

উত্তর: (গ) May God speed up your recovery

৫৬. Which sentence is in imperative mood? [ গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) – ২০১১ ]

উত্তর: (খ) I must go, come with me

৫৭. Choose the correct sentence. [ প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-২০১০ ]

উত্তর: (খ) You are going to school, aren't you?

    নবীনতর পূর্বতন