বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: ঢাকা মুসলিম সাহিত্য সমাজ mcq প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (১০)
১. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে ? [বাতিলকৃত ২৪তম বিসিএস ]
- ১৯২৬
- ১৯১১
- ১৯৬৪
- ১৯০৫
২. 'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়- [৪৩তম বিসিএস ]
- ১৯ ফেব্রুয়ারি, ১৯২৬
- ১৯ জানুয়ারি, ১৯২৬
- ১৯ মার্চ, ১৯২৬
- ২৬ মার্চ, ১৯২৭
৩. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’-এর প্রধান লেখক ছিলেন- [ ১৫তম বিসিএস ]
- কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
- মোহাম্মদ বরকত উল্লাহ, আবুল কালাম শামসুদ্দিন প্রমুখ
- মোহাম্মদ মোহাম্মদ আকরাম খাঁ, মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ
- কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ
৪. মুক্তবুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য- [ উপ-খাদ্য পরিদর্শক : ১২]
- এয়াকুব আলী চৌধুরী
- শেখ ফজলুল করিম
- কাজী আবদুল ওদুদ
- কায়কোবাদ
৫. ঢাকার 'মুসলিম সাহিত্য সমাজ'- এর মুখপাত্র ছিল কোন পত্রিকা ? [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী(সিভিল):১৬]
- সওগাত
- মোহাম্মদী
- শিখা
- মুসলিম ভারত
৬. 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।' -- এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো ? [ ১৬তম বিসিএস]
- সওগাত
- মোহাম্মদী
- সমকাল
- শিখা
৭. নিচের কোন ব্যক্তি 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না ? [ ৪৪তম বিসিএস]
- কাজী আবদুল ওদুদ
- এস ওয়াজেদ আলি
- আবুল ফজল
- আবদুল কাদির
৮. 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।'- কোন আন্দোলনের স্লোগান ? [ ১৭তম শিক্ষক নিবন্ধন:২২]
- ভাষা আন্দোলন
- শিক্ষা আন্দোলন
- গণনাট্য আন্দোলন
- বুদ্ধির মুক্তি আন্দোলন
৯. কোন পত্রিকায় 'বুদ্ধি ও মুক্তি আন্দোলন' সম্পর্কিত লেখা প্রথম প্রকাশিত হয় ? [বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২২ ]
- শিখা
- সমকাল
- মোহাম্মদী
- সওগাত
১০. 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয় কত সালে ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার: ২২ ]
- ১৯০৭
- ১৯০৯
- ১৯১১
- ১৯২১
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0