Degree of Comparison | Discussion & MCQ Exercise

এক ব্যক্তির সাথে অন্য কোন ব্যক্তি বা এক বস্তুর সাথে অন্য কোন ব্যক্তি/বস্তুর দোষ, গুণ বা অবস্থার সামঞ্জস্যপূর্ণ পার্থক্য বা তুলনা প্রকাশ করতে Adjective-এর যে ভিন্ন ভিন্ন রূপ হয় তাকে Degree of Comparison বা Comparison of Adjective বলে।

Classification with Examples:

Degree of Comparison তিন প্রকার, যথা -
1. Positive Degree,
2. Comparative Degree,
3. Superlative Degree.

1. Positive Degree:

1. This boy is tall.

উপরের Sentence-টিতে 'tall' Adjective দিয়ে কোন তুলনা বুঝাচ্ছে না, সাধারণভাবে তা boy- টি লম্বা তা প্রকাশ করছে। এতে 'tall' Adjective এর Positive Degree হয়েছে।

Positive Degree: কোন প্রকার তুলনা না বুঝিয়ে Adjective যখন কোন ব্যক্তি বা বস্তুর দোষ-গুণ প্রকাশ করে তখন Adjective-এর যে Degree হয় তাকে Positive Degree বলে।

Structure:
(I) As.....As / So.....As
(II) Adjective → Normal থাকবে

Positive Degree করতে নিচের নিয়মগুলো মনে রাখতে হবে:

  1. Affirmative Sentence As.....As বসবে
  2. Negative Sentence So.....As বসবে
  3. As / So + Adjective (Positive) + As + Noun Pronoun ( Subject হিসাবে ছিল ) বসে।

2. Comparative Degree:

This boy is taller than that one.

উপরের Sentence-টিতে 'tall' Adjective এর আকার taller দিয়ে this boy ও that boy এ দুজন বালকের উচ্চতার তারতম্য প্রকাশ করছে। এতে 'tall' Adjective এর Comparative Degree হয়েছে।

Comparative Degree: দুই ব্যক্তি বা বস্তুর মধ্যকার দোষ-গুণের তুলনা করা হলে Adjective -এর যে রূপ হয় তাকে Comparative Degree বলে।

Structure:
(I) Adj + er/More + Adj
(II) Than

Comparative Degree করতে নিচের নিয়মগুলো মনে রাখতে হবে:

  1. একই বাক্যে দুটো Comparative Degree হবে না।
    Example:
    Inc: He is comparatively better today
    Cor: He is better today.
  2. একই ব্যক্তি/বস্তুর দুটি Quality কে তুলনা করার সময় Comparative Degree তে কখনোই er যুক্ত হয় না। এক্ষেত্রে Comparative Degree তে সবসময় More/Less বসে।
    Example:
    He is more good than bad
  3. কোন কিছুর সমানুপাতিক হ্রাস/বৃদ্ধির ক্ষেত্রে Comparative Degree তে The বসে।
    Examples:
    1. The higher the post, the greater the responsibility.
    2. The more he gets, the more he wants.
  4. দুই ব্যক্তি/বস্তুর মধ্যে তুলনা বুঝাতে Comparative Degree তে The বসে এবং Than এর পরিবর্তে Of বসে।
    Examples:
    1. This is the wiser plan of the two.
    2. Rasul is the smaller of the two boys.
  5. Comparative Degree তে কখনো একটা Possessive ব্যবহার হয় না। Possessive কমপক্ষে দুটো লাগবে বা Double Possessive বসবে।
    Example:
    1. My pen is more costly than yours, (এখানে Yours হলো Double Possessive)
  6. কিছু Latin শব্দ যেমন Senior, Prefer, Inferior, Superior, Prior ইত্যাদির পরে Than এর পরিবর্তে To বসে ।
    Example: I prefer death to dishonour.
  7. Prefer যুক্ত বাক্য More/Most ব্যবহার করা হয় না।
    Example:
    Inc: What do you prefer most?
    Cor: What do you prefer?
  8. Ly সমন্বিত Adverb এর আগে More বসিয়ে Comparative Degree করা যায় ।
    Example:
    1. She dances more beautifully than anyone else.
  9. Positive Degree-তে Very few থাকলে Comparative করার সময় than এর পরে most other/many other ব্যবহার করতে হয়।
    Example:
    1. Karim is cleverer than most other boys in our class.

3. Superlative Degree:

1. This boy is the tallest of all.
উপরের Sentence-টিতে 'tall' Adjective এর আকার tallest দিয়ে দু'য়ের বেশি বালকের উচ্চতার তারতম্য প্রকাশ করছে । এতে 'tall' Adjective এর Superlative Degree হয়েছে।

Superlative Degree: দুই এর অধিক ব্যক্তি/বস্তুর মধ্যেকার দোষ-গুণের তুলনা করা হলে Adjective এর যে Degree হয় তাকে Superlative Degree বলে।

Structure:
(i) Adj + est/Most + adj
(ii) The/One of the থাকবে

Superlative Degree করতে হলে নিচের নিয়মগুলো মনে রাখতে হবে:

  1. কিছু কিছু শব্দ নিজেই Superlative Meaning দেয়। তার সাথে Most, Very ইত্যাদি জাতীয় Adverb বসানোর দরকার নেই ।
    Examples:
    1. He is a perfect judge.
    2. It is a unique case.
  2. অনেকের মধ্যে 'এক' জনের ক্ষেত্রে Superlative Degree ব্যবহার করা হয়।
    Example:
    1. He is one of the cleverest boys in the class.
  3. Prefer থেকে Preferable হয়। বাক্যে Prefer -এর পর than এর পরিবর্তে To বসবে এবং Preferable-এর পরেও To বসবে।
  4. (A) Older/ Oldest/Elder/Eldest: Older/Oldest এবং Elder/Eldest এর অর্থের অভিন্নতা থাকা সত্বেও প্রয়োগে ভিন্নতা রয়েছে। রক্তের সম্পর্ক কিংবা পরিবার বহির্ভূত কারো ক্ষেত্রে Older/Oldest ব্যবহার করা হয়।
    Examples:
    1. Mr. Rahaman is older than any other fellow in the village,
    2. Mr. Rahaman is the oldest of all in the village.

    (B) আবার পরিবারভুক্ত কারো ক্ষেত্রে Elder/Eldest ব্যবহার করা হয় ।
    Examples:
    1. In our family, Me. Rahaman is elder than I.
    2. In our family, Mr. Rahaman is the eldest.

The Comparative and Superlative forms of the Adjective:

নিচের নিয়মগুলো দিয়ে Adjective এর Comparative Superlative রূপ সাধন করা হয়:

1. এক Syllable-বিশিষ্ট Adjective এবং দুই Syllable বিশিষ্ট কিছু কিছু Adjective-এর শেষে 'er' যোগ করে Comparative এবং 'est' যোগ করে Superlative করা হয় ।

Positive Comparative Superlative
Bright Brighter Brightest
Black Blacker Blackest

2. Adjective-এর শেষে একটি Consonant থাকলে এবং তার আগে Vowel থাকলে 'er' যোগ করে Comparative এবং ’est' যোগ করে Superlative করা হয় । উভয়ক্ষেত্রে শেষের Consonant-টি দু'বার ব্যবহৃত হয় অর্থাৎ Double হয়।

Positive Comparative Superlative
Red Redder Reddest

(a) Adjective-এর শেষে দু'টি Consonant থাকলে শেষ Consonant- টির দ্বিত্ব হয় না, কেবল এর পরে 'er' যোগ করে Comparative হয় এবং 'est' যোগ করে Superlative করা হয়।

Positive Comparative Superlative
Tall Taller Tallest
Thick Thicker Thickest

(b) Adjective-এর শেষে একটি Consonant থাকলে এবং Consonant-এর পূর্বে দু'টি Vowel থাকলে 'er' যোগ করে Comparative এবং 'est' যোগ করে Superlative করা হয় । এক্ষেত্রে Consonant-টি Double ('দ্বিত্ব’) হয় না।

Positive Comparative Superlative
Cool Cooler Coolest

(c) Adjective-এর শেষে একটি Consonant থাকলে এবং Consonant-এর পূর্বে একটি Vowel থাকলে 'er' যোগ করে Comparative এবং 'est' যোগ করে Superlative করা হয় । এক্ষেত্রে Consonant-টি দুবার ব্যবহৃত হয় অর্থাৎ Double হয়।

Positive Comparative Superlative
Big Bigger Biggest
Fat Fatter Fattest

3. Adjective-এর শেষে 'e' থাকলে তাদের শেষে শুধু 'r' যোগ করে Comparative এবং 'st' যোগ করে Superlative করা হয় ।

Positive Comparative Superlative
Large Larger Largest
Vile Viler Vilest

4. Adjective-এর শেষে 'Y' এবং তার পূর্বে Consonant থাকলে Y-এর স্থলে I বসিয়ে এবং এরপর 'er' যোগ করে Comparative এবং 'est' যোগ করে Superlative করা হয়।

Positive Comparative Superlative
Dry Drier Driest

Note: Adjective-এর শেষে 'y' এবং তার পূর্বে Vowel থাকলে Y এর কোন পরিবর্তন হবে না। শুধু 'er' যোগ করে Comparative এবং est' যোগ করে Superlative করা হয় ।

Positive Comparative Superlative
Gay Gayer Gayest
Grey Greyer Greyest

5. কতকগুলো Adjective - এর Comparative ও Superlative করার সময় কোন নিয়ম অনুসারে পরিবর্তন হয় না। এগুলো অনিয়মিতভাবে গঠিত হয়।

Positive Comparative Superlative
Large Later / Latter Latest / last
Hind Hinder Hindemost / Hindermost

6. Adjective যদি দুই বা দুইয়ের অধিক Syllable-বিশিষ্ট হয় তবে উৎকৃষ্টতা বুঝাতে তার আগে more যোগ করে Comparative এবং most যোগ করে Superlative করা হয় এবং অপকৃষ্টতা বুঝাতে তার আগে less যোগ করে Comparative এবং least যোগ করে Superlative করা হয়।

Positive Comparative Superlative
Beautiful more/less beautiful most/least beautiful
Active more/less active most/least active

Note: Adjective যদি দুই Syllable বিশিষ্ট হয় এবং এই শেষে le , y , ow থাকলে কিংবা শেষ Syllable-এ জোর পড়লে 'er' যোগ করে Comparative এবং 'est' যোগ করে Superlative করা হয়।

7. ইংরেজিতে ১২টি Adjecive ল্যাটিন ভাষা থেকে এসেছে যাদের শেষ দুটি অক্ষর 'er' না হয়ে 'or' হয়েছে। এদের Positive ও Superlative Degree নেই, কেবল Comparative Degree রয়েছে। এগুলো হলো: Exterior, interior, ulterior, major, minor, superior, inferior, senior, junior, prior, anterior posterior.
এদের মধ্যে প্রথম ৫টি (exterior, interior, ulterior, major, minor) Comparative অর্থ হারিয়ে Positive Degree হিসেবে অর্থাৎ Attributive Adjective-এর মত ব্যবহৃত হয়।
Examples:
1. The exterior surface of this box is smooth.
2. This is one of the major roads of this town.
অন্য সাতটি (superior, inferior, senior junior, prior, anterior & posterior) Comparative Degree এর Adjective রূপে ব্যবহৃত হয়। এদের পূর্বে than না বসিয়ে to বসাতে হয় । তবে এদের পূর্বে more বসে না।
Examples:
3. He is junior to me in service. (than নয়)
4. He is superior to me in the rank.
Comparative Degree ছাড়া else, other এবং এদের সম্মিলিত রূপের পর than ব্যবহৃত হয়ে থাকে। Else-এর পরে than ও but উভয়টিই ব্যবহৃত হতে পারে, কিন্তু other-এর পর কখনো but ব্যবহৃত হতে পারে না ।
Examples:
5. She is none cise than (or but) my sister.
6. There is no other alternative than resignation.
Note: No other alternative এর পরিবর্তে no alternative এর ব্যবহার বর্তমানে অধিক যুক্তিযুক্ত।

8. Superlative এর আগে the বসে। যাদের মধ্যে তুলনা করা হয় তাদের নামের আগে of এবং কোন স্থান নির্দিষ্ট করে বুঝালে তার নামের আগে in বসে।
Examples:
1. She is the best student in our class.
2. Of all the animals the elephant is the largest.
3. Aleya is the fairer of the two girls.
Note: দুইয়ের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট বা অপকৃষ্ট এরূপ তুলনা করা হলে Comparative Degree - এর Adjective-এর আগে the ও of বসে।

9. একই বাক্যে একই Adjcetive-এর জন্য Double Comparative এবং Double Superlative একই সঙ্গে ব্যবহৃত হয় না।
Examples:
1. His father is better today.
2. It is the tallest building.

10. দুইয়ের মধ্যে তুলনা বুঝাতে Comparative এবং দুইয়ের অধিকের মধ্যে তুলনা বুঝাতে Superlative Degree ব্যবহৃত হয়। Examples: 1. She is more beautiful than Sabina. 2. She is the most beautiful of all the girls.

11. কতগুলো Adverb আছে যেগুলো তুলনা অর্থ প্রকাশ করলে অর্থাৎ Comparative ও Superlative-এর রূপ প্রকাশ করলে তা Adjective-এ পরিণত হয় ।

Positive Comparative Superlative
In Inner Innermost/inmost
Beneath Nether Nethermost
Fur Further Furthest
Far Farther Farthest

12. কতকগুলো Adjective আছে যার Comparative হয় না।

Positive Superlative
Head Headmost
Top Topmost
Down Downmost
Northern Northernmost

13. কতগুলো Adjective আছে যারা Superlative ভাব প্রকাশ করে বলে এদের কোন Comparative হয় না

  • extreme
  • unique
  • complete
  • universal
  • exceellent
  • Circular
  • wrong
  • bound
  • false
  • golden
  • absolute
  • full
  • annual
  • earthen
  • square
  • perfect
  • supreme
  • chief
  • ideal
  • monthly
  • dead
  • entire
  • right
  • blind

Examples:
1. He reached the extreme point.
2. He gave a complete account of his journey.

14. 'Comparatively' এই Adverb এর পরে Positive Degree এর Adjective বসে।
Examples:
1. He is comparatively well today.
2. This boy is comparatively meritorious.

15. যখন একই ব্যক্তি বা বস্তুর দু'টি গুণের মধ্যে তুলনা করা হয়, তখন 'er' দ্বারা Comparative না করে প্রথম Adjective-টির আগে more বসিয়ে তা করতে হয়।
Examples:
1. This thing is more cheap than good.
2. This man is more bold than wise.

Comparison of Adverbs :

Adjective-এর মতো Adverb-এর ও Comparison হয়ে থাকে। এ ক্ষেত্রে মনে রাখতে হবে -

1. এক Syllable-বিশিষ্ট Adverb এর শেষে 'er' যোগ করে Comparative এবং 'est' যোগ করে Superlative করা হয়।

Positive Comparative Superlative
Fast Faster Fastest
Long Longer Longest
Loud Louder Loudest
Hard Harder Hardest
Soon Sooner Soonest

2. Adverb এর শেষে ly থাকলে উৎকৃষ্টতা বুঝাতে তার আগে more যোগ করে Comparative এবং most যোগ করে Superlative করা হয় এবং অপকৃষ্টতা বুঝাতে তার আগে less যোগ করে Comparative এবং least যোগ করে Superlative করা হয়।

Positive Comparative Superlative
carefully more carefully most carefully
swiftly more swiftly most swiftly
hastily less hastily least hastily
unmindfully less unmindfully least unmindfully
ব্যতিক্রম: early-earlier-earliest.

3. কতকগুলো Adverb-এর Comparative ও Superlative করার সময় কোন নিয়ম অনুসারে পরিবর্তন হয় না। এগুলো অনিয়মিতভাবে গঠিত হয়।

Positive Comparative Superlative
Evil/bad worse worst
Much more most
Little less least
Near nearer nearest
Far farther farthest
Fur further furthest
Late later latest
Good/Well better best
Further further more furthermost
Hind hinder hindermost
Old older/elder oldest/eldest
Fore foremore foremost
Northern northernmore northernmost

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: ইংরেজি গ্রামার
অধ্যায়: degree of comparison mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (৬৬)

১. The word 'difficult' in its superlative form ------? [ সমবায় অধিদপ্তর (মাঠ সহকারি) পরীক্ষা ২০১৮ ]

উত্তর: (ঘ) most difficult

২. He is ---- in the class. [ সমবায় অধিদপ্তর (মাঠ সহকারি) পরীক্ষা ২০১৮ ]

উত্তর: (ঘ) the tallest

৩. Choose the correct sentence. [ সমবায় অধিদপ্তর (মাঠ সহকারি) পরীক্ষা ২০১৮ ]

উত্তর: (ক) My pen is costly than yours

৪. Choose the correct sentence: [ সমবায় অধিদপ্তর (মাঠ সহকারি) পরীক্ষা ২০১৮ ]

উত্তর: (ঘ) He is the best boy in the class

৫. Which one is the Comparative form of worst ? [ সমবায় অধিদপ্তর (মাঠ সহকারি) পরীক্ষা ২০১৮ ]

উত্তর: (খ) Worse

৬. Which of the following sentence is correct ? [ সমবায় অধিদপ্তর (মাঠ সহকারি) পরীক্ষা ২০১৮ ]

উত্তর: (গ) He is one of the rudest men I 've ever met.

৭. Which is the corriect comparative form of Adjective ? [ সমবায় অধিদপ্তর (মাঠ সহকারি) পরীক্ষা ২০১৮ ]

উত্তর: (খ) Your book is finer than this

৮. Mango is one of the sweetest fruits of the world. [ সমবায় অধিদপ্তর (মাঠ সহকারি) পরীক্ষা ২০১৮ ]

উত্তর: (ঘ) Mango is sweeter than any other fruits in the world

৯. Prices for bicycles can run----TK. 2,000.00. [ ১৮তম বিসিএস ]

উত্তর: (ক) as high as

১০. The greater the demand........, the price. [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহায়ক) -২১/ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ল্যাবরেটরী সহকারী)-২১ ]

উত্তর: (গ) the higher

১১. The...... she tried, the..... she performed. [ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অফিসার)-২১ ]

উত্তর: (ক) harder, worse

১২. Select the correct comparative form of the sentence: A string of pearls was not so bright as her teeth! [ ৪১তম বিসিএস ]

উত্তর: (খ) Her teeth were brighter than a string of pearls

১৩. Dhaka is becoming one of the---- cities in Asia. [ ২৮তম বিসিএস / আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের অধীনে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (গ) busiest

ব্যাখ্যা: One of the এর পর superlative degree + plural form বসে। তার মানে, one of the busiest cities হবে; আবার superlative form না থাকলেও one of the-এর পর plural form বসে। যেমন: One of the books is missing. (বইগুলোর একটি অনুপস্থিত)।

১৪. She is beautiful but she is---- her mother. [ ২৪তম বিসিএস বাতিলকৃত ]

উত্তর: (ঘ) not so beautiful as

১৫. Which one is the correct sentence ? [ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১ ]

উত্তর: (গ) Dhaka is the biggest city in Bangladesh

১৬. Choose the correct sentence: [ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১ ]

উত্তর: (ক) He is the happiest child of all

১৭. Coose the correct sentence . [ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১ ]

উত্তর: (ঘ) The house of our village are better than those of yours

১৮. I prepare my lesson ----- than you. Fill up the blank by ----- [ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১ ]

উত্তর: (ঘ) more carefully

১৯. Choose the correct sentence ? [ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১ ]

উত্তর: (খ) This is the wiser plan of the two

২০. Less students were present in the class than we had expected .(Identify the worng word) [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১ ]

উত্তর: (ক) less

২১. Which one is superlative form of 'Little' ? [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১ ]

উত্তর: (ঘ) Least

২২. I thought that-----was the last one. [ ২৪তম বিসিএস বাতিলকৃত ]

উত্তর: (ঘ) the prettiest one of all

২৩. Which is the superlative degree of "dirty"? [ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১ ]

উত্তর: (ঘ) Dirtiest

২৪. Which one is not example of comparative degree ? [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১ ]

উত্তর: গ, ঘ

২৫. Choose the correct sentence ? [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১ ]

উত্তর: (ঘ) The more you read the more you learn

২৬. Which sentence is correct ? [ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা 2021 ]

উত্তর: (ঘ) He is as good as I

২৭. He is the ---- teacher in the school. [ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা 2021 ]

উত্তর: (ঘ) best

২৮. Which is the corriect sentence ? [ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা 2021 ]

উত্তর: (ঘ) He is a perfect judge.

২৯. What is the superlative degree of word out? [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১ ]

উত্তর: (খ) outmost

৩০. Which one is not an example of Comperative Degree ? [ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা 2021 ]

উত্তর: (খ) Less

৩১. What is the superlative degree of ‘Bad’ [ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা-২০২১ ]

উত্তর: (ক) Worst

৩২. Choose sentence is correct ? [ জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)-২১ ]

উত্তর: (ক) One's fingerprints are different from those of any other person

৩৩. Nature is the ----- physician. [ জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)-২১ ]

উত্তর: (গ) best

৩৪. The word 'worse' is the comparative form of the adjective : [ জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)-২১ ]

উত্তর: (খ) bad

৩৫. The more you practise speaking ------? [ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রোগ্রামার – ২০২০ ]

উত্তর: (খ) the better you will do it

৩৬. কোনটি 'Superlative degree'-এর অন্তর্ভুক্ত? [ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রোগ্রামার – ২০২০ ]

উত্তর: (ঘ) worst

৩৭. Which one is the correct sentence ? [ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রোগ্রামার – ২০২০ ]

উত্তর: (গ) He is much well than bad

৩৮. Complete the sentence with appropriate word .Helal's luck couldn't have been --- than Ahnaf. [ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রোগ্রামার – ২০২০ ]

উত্তর: (গ) worse

৩৯. Where is the…… post office? [ জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)-২১ ]

উত্তর: (খ) nearest

৪০. The comparative degree of the word 'bad' is- [ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রোগ্রামার – ২০২০ ]

উত্তর: (গ) worse

৪১. What is the comparative form of 'Alam is the best in the class ? [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (ইঞ্জিনিয়ারিং কলেজ এর ক্যাশ সরকার/অফিস সহায়ক.) -২১/ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে থানা পরিসংখ্যান পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (ক) Alam is better than any other boy in the class

ব্যাখ্যা: এ ধরনের Superlative Sentence কে Comparative degree তে রূপান্তরের নিয়ম হচ্ছে Subject + be verb + adjective এর Comparative form + than any other + বাকি অংশ । বাক্যের অর্থঃ আলম ক্লাসের সবচেয়ে ভালো বালক ।

৪২. Which one is an example of Superlative Drgree? [ তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যান ২০১৯/ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার ২০১৭ ]

উত্তর: (খ) Least

ব্যাখ্যা: Little- এর superlative degree হলো least।

৪৩. What is the superlative degree of the word 'shy'? [ বাংলাদেশ বেতারের সহ-সম্পাদক ২০১৯ ]

উত্তর: (ঘ) Shiest

ব্যাখ্যা: Shy (লাজুক) -এর superlative form হলো shiest.

৪৪. --- if not prettier than any other girl at the party. [ বাংলাদেশ বেতারের সহ-সম্পাদক ২০১৯ ]

উত্তর: (ঘ) She was as pretty as

৪৫. Which sentence identify superlative degree ? [ বাংলাদেশ বেতারের সহ-সম্পাদক ২০১৯ ]

উত্তর: (খ) The rose is the finest of all flowers

৪৬. My friend said that no car could go -----? [ বাংলাদেশ বেতারের সহ-সম্পাদক ২০১৯ ]

উত্তর: (গ) as fast like his car

৪৭. Choose the right sentence: [ বাংলাদেশ বেতারের সহ-সম্পাদক ২০১৯ ]

উত্তর: (খ) He is senior to me for five years

৪৮. Choose the sentence that is the closest restaement of the given sentence : This mask , which dates from the fifth century , is older than any other artifact in the exhibition. [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (প্রথম ধাপ) ২০১৯ ]

উত্তর: (ঘ) The other artifacts in the exhibition are riot as old as the fifth century mask

৪৯. Of the four books, the red one is the— [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (প্রথম ধাপ) ২০১৯ ]

উত্তর: (খ) cheapest

৫০. The superlative form of the word 'late' is— [ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বিভিন্ন পদ ২০১৯/ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO) ২০১৫ ]

উত্তর: (গ) latest

ব্যাখ্যা: Late শব্দটি comparative form হবে later এবং superlative form latest.

৫১. The roads of Rajshahi are wider – [ ১৫তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়) ২০১৯ ]

উত্তর: (ক) than those of Dhaka

৫২. Which of the following sentence is correct ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯ ]

উত্তর: (গ) He is a perfect gentleman

৫৩. Choose the corriect sentence: [ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯ ]

উত্তর: (খ) What do you prefer ?

৫৪. Corruption is one of the worst evils. (Positive) [ ১৬তম শিক্ষক নিবন্ধন স্কুল পর‍্যায়-২: ২০১৯ ]

উত্তর: (ঘ) Very few evils are as bad as corruption

৫৫. Which one is the correct sentence? [ ১৬তম শিক্ষক নিবন্ধন, কলেজ/সমপর্যায়: ২০১৯ ]

উত্তর: (ঘ) He is better today.

ব্যাখ্যা: Better নিজেই Good এর Comparative degree. তাই এর সাথে আলাদা করে Comparatively যোগ করার দরকার নেই ।

৫৬. Which one is an example of a positive degree? [ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনঃ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯ ]

উত্তর: (খ) much

৫৭. Adjective এর Degree of compasrison. [ সমবায় অধিদপ্তর (মাঠ সহকারি) পরীক্ষা ২০১৮ ]

উত্তর: (খ) ৩টি

ব্যাখ্যা: Adjective এর Degree তিন প্রকার । যথা: ১) Positive Degree 2) Comparative Degree; 3) Superlative Degree

৫৮. Which one of the following is an example of superlative degree ? [ পররাষ্ট্র মন্ত্রণালয় সুপারিনটেনডেন্ট ২০১৯ ]

উত্তর: (খ) worse

ব্যাখ্যা: Less এর Superlative degree হলো। Least. আর BadComparative degree Worse.

৫৯. Modern farms are much larger than--- of former times. [ বাংলাদেশ ডাক বিভাগ মেইল অপারেটর/ স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর/ নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১৯ ]

উত্তর: that those of

ব্যাখ্যা: (দুটি সাদৃশ্যপূর্ণ ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বুঝাতে Comparative বাক্যে Than that of ব্যবহার করতে হবে। কিন্তু প্রথম Subject টি Plural হলে তখন 'than that those of ব্যবহৃত হয়। বাক্যের অর্থঃ আগের সময়ের চেয়ে এখনকার কৃষি ফার্মগুলো অধিকতর বড়।

৬০. The performance of our players was rather worst than I had expected. [ আমদানী রপ্তানি অধিদপ্তর : উচ্চমান সহকারী ২০১৯ ]

উত্তর: (খ) worse than I had expected

ব্যাখ্যা: Bad এর Comparative রূপ হলো Worse. আর 'than' এরপর Subject কে আনতে হবে।

৬১. Easier said----- done. [ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: সিকিউরিটি অফিসার ২০১৯ ]

উত্তর: (গ) than

৬২. The superlative degree of the word "bad"is--- [ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: সিকিউরিটি অফিসার ২০১৯ ]

উত্তর: (খ) worst

৬৩. Which one is an example of a positive degree? [ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পদের নামঃ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ২০১৯ ]

উত্তর: (গ) little

৬৪. Identify the correct sentence – [ ১৫তম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (কলেজ/সমপর্যায়) ২০১৯ ]

উত্তর: (খ) He is better than and superior to me.

ব্যাখ্যা: Comparative বাক্যে দুটি comparative adjective থাকলে এবং দুটি ভিন্ন ভিন্ন preposition প্রয়োজন হলে তা প্রদান করতে হবে। Better এর পর than আর superior-এর পরে to বসে। সুতরাং সঠিক বাক্য: He is better than and superior to me.

৬৫. Iron is the most useful metal'. The positive form of the sentence is– [ তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]

উত্তর: (গ) No metal is as useful as iron

ব্যাখ্যা: The most যুক্ত Superlative degree'র বাক্যকে positive করতে No + superlative degree এর পরবর্তী অংশ (metal) + verb + as + superlative degree এর positive form (useful) + as + subject (iron) হয়।

৬৬. Children are wiser than their elders. He wiser is-- ? [ বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (গ) in comparative degree

    أحدث أقدم