Conditional Sentence | Discussion & MCQ Exercise

মূলত If/Unless যুক্ত Sentence- কে Conditional Sentence বলা হয়। তবে Had/were দিয়ে বাক্য শুরু হয়ে যখন If এর অর্থ দেয় তখন সেগুলো দ্বারাও Conditional Sentence হয়। Conditional Sentence এর দুটি Part থাকে। একটি হচ্ছে Condition Part বা if clause বা sub-ordinate clause যাতে শর্ত দেয়া থাকে এবং অন্যটি হচ্ছে Result part বা main clause যাতে if clause-এর শর্ত পূরণ বা ফলাফল উল্লেখ থাকে। Conditional Sentence গুলো Complex Sentence হয়ে থাকে।

Kinds of Conditional Sentence

Conditional Sentence মূলত চার প্রকার যথাঃ

  1. Zero Conditional
  2. First Conditional
  3. Second Conditional
  4. Third Conditional

Zero Conditional

01. Zero Conditional: If clause টি Present Indefinite এবং main clause টিও যদি Present Indefinite হয় তখন সেটি Zero Conditional.
☞ If+ Present Indefinite+ Present Indefinite
Example:
1. If he gets, he eats.
2. If we heat ice, it melts.

First Conditional

02. First Conditional: If যুক্ত clause টি যদি Simple Present tense হয়, তবে পবরর্তী clause টি Future tense হয়।
☞ If Clause (Simple Present), Main Clause (Will/shall/can/may + verb এর base form)
Example:
01. যদি ধূমপান বন্ধ করা হয়, তবে জীবন স্বাস্থ্যময় হবে। ☞ If smoking is banned, life will become healthy.
02. যদি তুমি শরীরচর্চা কর, তবে তুমি আরো ভালো অনুভব করবে। ☞ If you exercise, you will feel better.
03. যদি বিশৃংখলা থাকে, তবে উন্নয়ন হবে না। ☞ If there is chaos (ক্যায়স), there will not be development.
04. যদি আমি তোমার অবস্থা জানি, আমি তোমাকে সাহায্য করবো। ☞ If I know your situation. I will help you.
05. যদি বৃষ্টি হয়, তবে আমি বের হবো না। ☞ I will not go out, if it rains.
06. যদি দাম কমে, তবে চাহিদা বাড়বে। ☞ If the price is low, demand will increase.
07. যদি তুমি দেরী করো, তবে ট্রেন হারাবে। ☞ If you make delay, you will miss the train.
08. যদি তাড়াতাড়ি না করো, তবে প্লেন ধরতে পারবে না। ☞ If you don't hurry, you will miss the plane.

Second Conditional

03. Second Conditional: If যুক্ত Clause-এ যদি verb-টি past form (be verb = were)-এ হয়, তবে পরবর্তী clause would/could/might এর পর verb এর base form হয়।
☞ If Clause (Simple Past), Main Clause (would/should/could/might + verb এর base form)
Example:
01. যদি বিশৃংখলা থাকতো, তবে উন্নয়ন হতো না = If there were chaos, there would not be development.
02. যদি আমি তোমার অবস্থা জানতাম, তবে আমি তোমাকে সাহায্য করতাম। If I knew about your situation, I would help you.
03. যদি ঔষধের দাম সস্তা হতো, গরীব লোকেরা কিনতে সক্ষম হত। If price of medicine were cheap, poor people Could afford it.
04. যদি আমি তোমার ঠিকানা পেতাম, তবে আমি তোমাকে আমন্ত্রণ করতাম। = If I found your address, I would send you an invitation.
05. যদি আমার অনেক টাকা থাকতো, তবে আমি এখানে থাকতাম না। If I had a lot of money, I wouldn't stay here.
06. যদি আমরা একটি বড় শহরে বাস করতাম, তবে আমাদের প্রতিদিন দূষিত বাতাস গ্রহণ করতে হতো না। - If we didn't live in a big city, we would not have to breathe polluted air every day.
07 যদি সে কঠোর পরিশ্রম করতো, তবে সে তার লক্ষ্যে পৌঁছতো। = If he tried harder, he would reach his goals.
08. যদি জুতোগুলো মানান সই হতো, তবে আমি ঐ গুলো কিনতাম। = If the shoes fitted, I would buy these.

Third Conditional

04. Third Conditional: If clause-এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause-এ would/could/might + have + verb এর past participle form হবে ।
☞ If Clause (Past Perfect) (had + V3), Main Clause (would/should/could/might + have+ V3)
Example:
01. যদি আমি তার ঠিকানা পেতাম, তবে আমি তাকে আমন্ত্রণ পাঠাতাম । = If I had found her address. I would have sent her an invitation.
02. যদি সে আরো কঠোর পরিশ্রম করতো, তবে সে তার লক্ষ্যে পৌঁছতো। = If he had tried harder, he would have reached his goals.
03. যদি সে আরো কঠোর পড়াশুনা করত, তবে সে ভাল করত। = If he had Studied harder, he would have done well.
04. যদি গত রাতে তুমি party তে আসতে, তবে তুমি আমার চাচাত বোন-এর সাথে সাক্ষাত করতে। = If you had come to the party last night, you would have met my cousin.
05. যদি তুমি কারখানাটির কাছে বাস করতে, তবে তুমি বিস্ফোরণটির শব্দ শুনতে। = If you had lived near the factory, you would have heard the sound of the explosion.
06. যদি আমরা রেডিওটি শুনতাম, তবে খবরটি আমরা শুনতে পেতাম। = If we had listened to the radio, we would have heard the news.
07. যদি আমাদের দলটি আরো ভাল ভাবে প্রস্তুতি নিতো, তবে আমরা ম্যাচটি জিততাম। = If our team had prepared more intensively, we would have won the match.
08. যদি আমি বিপদটি টের পেতাম, তবে তোমাকে আমি সেখানে যাওয়ার অনুমতি দিতাম না। = If I had Sensed the danger, I would not have let you go there.
09. যদি আমরা একটি বড় শহরে বাস না করতাম, তবে আমরা প্রতিদিন দূষিত বাতাস গ্রহণ করতাম না । = If we had not lived in a big city, we would not have breathed polluted air every day.
10. যদি চালকটি ফোন কল না ধরতো, তবে দূর্ঘটনা ঘটতো না। = If the driver had not received the call, the accident would not have occurred.
11. যদি আমি তোমার অবস্থায় থাকতাম, তবে সত্য কথাটি বলতাম। = If I had been in your situation, I would have told the truth.

Some Other Important Structures

✔ Rule-01: Were/Had + subject + others + অপর clause টি হবে-Subject + would/could/might + verb এর base form + others.
Example:
1) Were they studious, they could obtain the degree.
2) Had I much money, I would buy a car.
Improbable or Imaginary Condition (অসম্ভব বা কাল্পনিক শর্ত)

✔ Rule-02: Had+sub + v.p.p + others অপর clause টি হবে- Subject + would/could/might + have + v.p.p + others.
Example:
1) Had she found the right buyer, she might have sold the house.
2) Had they given money to the people, they would have made them happy.

✔ Rule-03: In Case: in case কোন শর্ত বুঝায় না; যেখানে কাজটি কোন কিছুর উপর নির্ভর করে না, সেখানে In Case বসে আর নির্ভর করলে If বসে।

01. While going to office, take your umbrella ---- it rains.

Answer: ক. in case

✔ Rule-04: Unless: unless-এর অর্থ-"যদি না"। এটি Negative অর্থ প্রদান করে এজন্য Unless-দ্বারা যে clause শুরু হয় সেই clause-এ negative & future tense ব্যবহৃত হয় না।

01. You have a driver's license and two major credit cards, that company will not accept your application.

Answer: খ. Unless

✔ Rule-05: Wish: Sentence-এ wish থাকলে পরবর্তী clause-টি past tense হবে এবং be verb থাকলে were হবে। কিন্তু পরবর্তী clause-এ যদি past marker (yesterday ago, last + time) থাকে পরের clause-টি past perfect tense-এ হবে।

01. I wish I --- a wonderful man.

Answer: খ. were

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: ইংরেজি গ্রামার
অধ্যায়: Conditional sentence mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (৮১)

১. If something does not make sense, it is not------ [ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-২০১৯ ]

উত্তর: (খ) logical

২. He will be arriving quite late, so by the time he comes, the play.........? [ বাংলাদেশ পেট্রোলিয়াম সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (গ) will have begun

ব্যাখ্যা: কোনো বাক্যে ভবিষ্যৎ সময় জ্ঞাপক শব্দ by the time দ্বারা যখন দুটি clause যুক্ত থাকে তখন by the time এর পরে present indefinite এবং অপর অংশে future indefinite/ future perfect tense হয়।

৩. Which of the following sentences is correct? [ তথ্য মন্ত্রণালয় সহঃ পরিচালকঃ ০১ ]

উত্তর: (ঘ) If you don't hurry, you will miss the plane

৪. The streets would be wet, if it – [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) হিসাব সহকারী)-২১ ]

উত্তর: (খ) rained

৫. If I .. rich. I would travel around the world. [ এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক-কাম-ক্যাশিয়ার)-২১/ কারিগরি শিক্ষা অধিদপ্তর (ইঞ্জিনিয়ারিং কলেজ এর ক্যাশ সরকার/অফিস সহায়

উত্তর: (গ) were

৬. If you lent me some money – [ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (DMLC) এর নিয়োগ পরীক্ষা – ২০২১ ]

উত্তর: (ঘ) I would be greatful to you

৭. If I – rich, I would travel around the world – [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে নিয়োগ পরীক্ষা- 2020 ]

উত্তর: (গ) Were

৮. If I ------ you, I would never do it. [ বিসিএসআইআর নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (খ) were

৯. Complete the sentence: If I were you, I----- take the money. [ ৪২তম বিসিএস/বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অপারেটর)-২১ ]

উত্তর: (গ) Would

ব্যাখ্যা: Second Conditional এর নিয়মানুযায়ী if যুক্ত অংশটি Past indefinite হলে পরের অংশে Sub + would/could/ might + verb এর base form বসে।

১০. Complete the following sentence: 'Had I known you were waiting outside, I--- [ ৩৯তম বিসিএস ]

উত্তর: (ঘ) would have invited you to come in

১১. What would have happened if --? [ ২৭তম বিসিএস ]

উত্তর: (গ) The bridge had broken

১২. Fill in the blank with the correct phrase: He-arrested if he had tried to leave the country. [ ২৬তম বিসিএস ]

উত্তর: (গ) would have been

১৩. Shaheen would never have taken the job if --- what great demand it would make on his time. [ ২৫তম বিসিএস ]

উত্তর: (গ) he had known

১৪. Water boils ---- you heat it to 100 degree Centigrade. [ ২৪তম বিসিএস ]

উত্তর: (গ) if

১৫. Complete the following sentence: If I had known you were coming….. [ ২৩তম বিসিএস ]

উত্তর: (খ) I would have gone to the station

১৬. This could have worked if I----been cautious. [ ৩৬তম বিসিএস ]

উত্তর: (ক) had

ব্যাখ্যা: 3rd conditional এর নিয়মানুসারে Principal clause এ could have/would have/might have থাকলে if clause টি Past Perfect হবে। সুতরাং শূন্যস্থানে Past Perfect এর auxiliary verb 'had' হবে।

১৭. Travellers---- their reservations well in advance if they want to fly during the Eid holidays. [ ১৮তম বিসিএস ]

উত্তর: (গ) had better get

১৮. If a ruby is heated it --- temporarily loose its colour. [ ১৮তম বিসিএস ]

উত্তর: (খ) will

১৯. I------ Caught the bus if I had hurried. [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১ ]

উত্তর: (খ) Could have

২০. I would have made sure Rana was here----- were coming. [ এনএসআই (সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা এবং সহকারী প্রেগ্রামার)-২১ ]

উত্তর: (গ) If I had known you

২১. The right word to fit in the gap of the following sentence: 'Give her a telephone number to ring-----she gets lost. [ ১৭তম বিসিএস ]

উত্তর: (খ) In case

২২. Had I known in advance, I…… enough money. [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরোড্রাম কর্মকর্তা (এটিএম)/উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)/অন্যান্য)-২১ ]

উত্তর: (গ) would have taken

২৩. If I were you, I (handle) the situation more carefully. Which of the following verb forms best completes the above sentence? [ ১৩তম বিসিএস ]

উত্তর: (ক) Would handle

২৪. Had I been a bird, I------ in the sky. [ বিসিএস প্রশাসন একাডেমির নিয়োগ পরীক্ষা (অফিস সহায়ক) -২১ ]

উত্তর: (গ) would have flown

২৫. Choose the correct alternative to complete the sentence. "He...... to see us if he had been able to. " [ ১০তম বিসিএস ]

উত্তর: (খ) would have come

২৬. Had I known her, I ..... her. [ কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন পদ (কর্মচারী) -২১ ]

উত্তর: (ঘ) would have met

২৭. If I had another pen, I ---- you. [ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (উচ্চমান সহকারী/ উচ্চমান সহকারী (বেঞ্চ সহকারী)/ড্রাফটসম্যান)-২১)/ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকোশলী (সিভিল) ২০১৬ ]

উত্তর: (খ) could help

২৮. Choose the correct form of the verbs in the sentence. If we.... near Cox's Bazar, we would go there more often. [ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর অধীনে সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (ঘ) lived

২৯. If I were you, I---- for the just cause, Choose the correct verbs: [ খাদ্য অধিদপ্তর (উপ-খাদ্য পরিদর্শক) -২১ ]

উত্তর: (ক) Would fight

৩০. This could have worked if I ... been more far sighted [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা (অফিস সহায়ক) নিয়োগ পরীক্ষা-২০২১ ]

উত্তর: (ক) had

৩১. If he----a human being, he would not have done this. [ ১৬তম শিক্ষক নিবন্ধন -স্কুল পর্যায় (সেটঃ ০৩ ]

উত্তর: (গ) had been

৩২. Had I known her, I --- her. [ আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের অধীনে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা-২০২০/ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৯ ]

উত্তর: (খ) would have met

ব্যাখ্যা: Past unreal conditional বাক্যকে 'if' ছাড়াও প্রকাশ করা যায়। সেক্ষেত্রে Auxiliary 'had' কে Subject এর পূর্বে লিখতে হয়: Had + subject + verb in past participle + subject + could have/ would have/ verb in past participle + other. : Had we known that you were there, we could have written a letter. বাক্যের অর্থঃ তাকে চিনলে তার সাথে সাক্ষাৎ করতাম।

৩৩. Had I riches. I-----(help) you. [ ১৬তম শিক্ষক নিবন্ধন, কলেজ/সমপর্যায়: ২০১৯ ]

উত্তর: (খ) would have helped

৩৪. Complete the sentence: Had I been in your situation----the offer. [ পররাষ্ট্র মন্ত্রণালয় সুপারিনটেনডেন্ট ২০১৯ ]

উত্তর: (গ) I would have accepted

৩৫. Had I known in advance. I--------enough money. [ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (খ) would have taken

৩৬. Had I seen him there- [ পররাষ্ট্র মন্ত্রণালয়ঃ প্রশাসনিক কর্মকর্তা ১৯ ]

উত্তর: (খ) I would have talked to him.

৩৭. But for your help I------- [ ১৬তম শিক্ষক নিবন্ধন, কলেজ/সমপর্যায়: ২০১৯ ]

উত্তর: (ক) would have failed

৩৮. Complete the sentence with suitable alternative "The son asked his mother if he--” [ আমদানী রপ্তানি অধিদপ্তর : উচ্চমান সহকারী ২০১৯ ]

উত্তর: (গ) might go out

৩৯. Select the sentence with appropriate form: [ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর অধীনে সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (ক) If Salina had the money, she would buy a fast car

৪০. Had I been a child again,---- [ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]

উত্তর: (গ) I would have enjoyed freedom.

৪১. Had I been reach I (help) her. Choose the correct form of verb- [ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ২০১০-১১ ]

উত্তর: (গ) would have helped

৪২. Had I been a millionaire I (establish) a hospital. [ প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-২০১০ ]

উত্তর: (খ) would have established

৪৩. Complete the following sentence: If you had invited me – [ তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যান ২০১৯ ]

উত্তর: (গ) I would have gone.

৪৪. This could have worked if I - - been more far-sighted. [ শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি এর সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ২০১৮ ]

উত্তর: (ক) had

ব্যাখ্যা: শর্ত বোঝাতে subject + would/could/might have verb এর past participle + if + had + verb এর past participle.

৪৫. I would have never watched that movie • how scary it was. [ শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি এর সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ২০১৮ ]

উত্তর: (ক) if I had known

ব্যাখ্যা: 3rd conditional-এর if clause-এর structure হলো if + sub + had + verb-এর p.p । সুতরাং শূন্যস্থানে if I had known বসবে।

৪৬. They went into or business shortly after their children — home and got married. [ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA)-এর সহকারী ব্যবস্থাপক ২০১৮ ]

উত্তর: (গ) had

৪৭. I would have lent you my notes if you-----me. [ Bangladesh Pertoleum Exploration & Production Company Limited (BAPEX)-2017 ]

উত্তর: (ঘ) had asked

ব্যাখ্যা: Conditional Sentence-এর এক অংশে would have থাকলে if-যুক্ত অংশে past perfect হয়, তাই had asked হবে। বাক্যের অর্থ: তুমি যদি আমাকে বলতে তাহলে আমি তোমাকে আমার নোটগুলো ধার দিতাম।

৪৮. If I-----you, I would never do it. [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-২০১৭ ]

উত্তর: (খ) were

৪৯. Fill in the blanks: If he hadn't been so tired, he --- asleep so quickly, [ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্টর ২০১৬ ]

উত্তর: (ঘ) wouldn't have fallen

৫০. Which one is appropriate for the gap in the following sentence? "If I were you, I – the situation more carefully'. [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী ২০১৬ ]

উত্তর: (ক) would handle

৫১. The man (reach) the station before the train left. [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়ারলেস অপারেটর ২০১৮ ]

উত্তর: (খ) had reached

৫২. "If the driver had been more careful, the accident----occurred”. [ সাধারণ পুলের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬ ]

উত্তর: (ক) might not have

৫৩. If I had a typewriter I---- [ ১২তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা (কলেজ/সমপর্যায়) ২০১৫ ]

উত্তর: (গ) I would type myself

৫৪. If your sister-----, she would come. [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৫ ]

উত্তর: (ঘ) were invited

৫৫. If you make delay, you------ the train. [ খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০১২, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক-০৬ ]

উত্তর: (ঘ) will miss

৫৬. If I had much money, I― [ পোষ্টমাস্টার জেনারেল (পূর্বাঞ্চল, চট্টগ্রাম)-এর কার্যালয়ের অধীন পোষ্টাল অপারেটর ২০১৬ ]

উত্তর: (খ) would help the distressed people

৫৭. -------, he would have succeeded. [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬ ]

উত্তর: (ঘ) Had he studied regularly

৫৮. You ---- tomorrow if you have any work. [ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ২০১৬ ]

উত্তর: (খ) need not come

৫৯. If I were a bird, ----. [ ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল/সমপর্যায় ২) ২০১৫ ]

উত্তর: (ক) I would fly in the sky

৬০. You'll fail in the exam, if you – from school. [ ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়) ২০১৫ ]

উত্তর: (ঘ) Play truant

৬১. If you wanted, I (help) you. [ ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়) ২০১৫ ]

উত্তর: (খ) would help

৬২. If we had a boat, we ---- the river. [ সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার ২০১৮ ]

উত্তর: (খ) would cross

৬৩. They arrived here after you (left). [ সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার ২০১৮ ]

উত্তর: (গ) had left

৬৪. He------to see us if he had been able to. [ সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার - ২০১৩ ]

উত্তর: (খ) would have come

৬৫. I (help) you if I could. [ ১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়)-২০১৪ ]

উত্তর: (ক) would help

৬৬. This could have worked if I-been more far---sighted. [ বন অধিদপ্তরের বন প্রহরী/জুনিয়ার ওয়াইল্ডর লাইভ স্কাউট ২০১৫ ]

উত্তর: (ক) had

৬৭. If I have written the address down, I-----the document. [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট ২০১৫ ]

উত্তর: (ক) could send

৬৮. If we practised speaking English, we--- speak better. [ ১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়)-২০১৪ ]

উত্তর: (ক) could

৬৯. If I ---- the answer, I would tell you. [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৩ ]

উত্তর: (খ) knew

৭০. Which one of the following sentences is correct? [ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী-২০১১ ]

উত্তর: (গ) If we had a boat, we would corss the river

৭১. I will carry an umbrella in case – [ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-সহকারী-২০১২ ]

উত্তর: (গ) It rains

৭২. If I lived near my office,----- in time for work. [ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আমদানি-রপ্তানী অধিদপ্তরের নির্বহী অফিসার : ০৭ ]

উত্তর: (ক) I would be

৭৩. If I were a king, I --- not know what sorrows are. [ সংস্থাপন মন্ত্রণলায়ের প্রশাসনিক কর্মকর্তা- ০৭ ]

উত্তর: (গ) would

৭৪. If Napoleon had not invaded Russia, he----the rest of Europe. [ যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের সহকারী কমান্ডেন্ট - ০৭ ]

উত্তর: (গ) would have conquered

৭৫. If cigarettes were banned, life – [ বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয়ে সহকারী পরিচালকঃ ০৬ ]

উত্তর: (ঘ) would become healthy

৭৬. If teaching-----more, fewer teachers would leave the profession. [ বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয়ে সহকারী পরিচালকঃ ০৬ ]

উত্তর: (গ) paid

৭৭. Had I been in your position,----- the offer. [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৩ ]

উত্তর: (ঘ) I would have accepted

৭৮. If he came to take me, I----with him. Choose the correct verb to complete the sentence. [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার ও সহকারী কম্পিউটার প্রোগ্রামার ২০১৩ ]

উত্তর: (ঘ) would go

৭৯. If I lived near my office,.....in time for work. [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক-২০১৩ ]

উত্তর: (ক) I would be

৮০. Had I been rich, I--- [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ ]

উত্তর: (ক) would have helped the poor

৮১. Had I the wings of a bird ------. [ ১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল/সমপর্যায় ২) --২০১৪ ]

উত্তর: (ঘ) I would have flown in the sky

    নবীনতর পূর্বতন