সমার্থক শব্দ mcq প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: সমার্থক শব্দ mcq প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (৫২৯)

১. ‘সমীর’ শব্দের অর্থ কী ? [ সোনালী,জনতা,অগ্রণী ও রূপালী ব্যাংকের অফিসার : ০৮ ]

  • সমুদ্র
  • কুয়াশা
  • উত্তরীয়
  • বাতাস

২. 'কুল' এর প্রতিশব্দ - [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • যুথ
  • পুলিন
  • তট
  • পিক

৩. 'অংশ' শব্দের সমার্থক শব্দ কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • কুটুম
  • দীপ্তি
  • দৃষ্টি
  • উজ্জ্বল

৪. 'পাবক' কার প্রতিশব্দ-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • চন্দ্র
  • সমুদ্র
  • জল
  • আগুন

৫. কোন শব্দটি ‘রাত্রি’ শব্দের সমার্থক নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ত্রিযামা
  • নীরদ
  • যামিনী
  • শর্বরী

৬. ‘অনিল’ শব্দের অর্থ কী ? [ পেট্রোবাংলার হিসাব সহকারী : ১৯]

  • বাতাস
  • যা নীল নয়
  • কোকীল
  • কারো নাম

৭. ‘অনিল’ শব্দের সমার্থক শব্দ কোনটি ? [ তিতাস গ্যাস অফিসার : ১৮]

  • সমীর
  • নীল নয় এমন
  • হালকা নীল
  • বন্ধু

৮. 'কলাপী' শব্দের সমার্থক শব্দ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • কবুতর
  • কাক
  • কোকীল
  • ময়ূর

৯. ‘মরণত’ শব্দের অর্থ কী ? [ সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী : ১০]

  • বায়ু
  • মরণময় স্থান
  • মরীচিকা
  • মরণভূমি

১০. 'জলাশয়' শব্দের সমার্থক শব্দ হচ্ছে- [ ১২তম প্রভাষক নিবন্ধন: ১৫]

  • সরোবর
  • জলধর
  • অম্বু
  • সলিল
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
নবীনতর পূর্বতন