এক কথায় প্রকাশ mcq প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: এক কথায় প্রকাশ mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (৩৩০)

১. ‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন- [ ১১তম বিসিএস ]

উত্তর: (ক) ক্ষমার্হ

২. যা কোথাও উঁচু কোথাও নিচু-- [ উপ-খাদ্য পরিদর্শক : ১২ ]

উত্তর: (ঘ) বন্ধুর

৩. কষ্টে অতিক্রম করা যায় না যা-- [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৬ ]

উত্তর: (ঘ) দুরতিক্রম্য

৪. যা কষ্টে নিবারণ করা যায়- [ উপ-খাদ্য পরিদর্শক : ০৯ ]

উত্তর: (খ) দুর্নিবার

৫. 'যা প্রমাণ করা যায় না'- [ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা(মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী): ১৫ ]

উত্তর: (খ) অপ্রমেয়

৬. এক কথায় প্রকাশ করুন -' পাওয়ার ইচ্ছা '[পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী: ১৬ ]

উত্তর: (খ) ঈপ্সা

৭. 'দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন'--এককথায় [ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক ( জবা) : ১১ ]

উত্তর: (ঘ) গোধূলি

৮. যে প্রবীণ নয়-- তাকে এক কথায় কি বলে? [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা): ১৫ ]

উত্তর: (গ) নবীন

৯. 'তিন মোহনার মিলন যেখানে' -এক কথায় কী হবে? [ ইসলামী ব্যাংক সহকারী অফিসার : ১৩ ]

উত্তর: (ঘ) তেমোহনা

১০. অনূঢ়া কোনটির বাক্য সংকোচন ? [ ১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৪ ]

উত্তর: (ঘ) যে মেয়ের বিয়ে হয়নি

১১. 'যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে' এক কথায় কী হবে? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (বাগানবিলাস) :১২ ]

উত্তর: (খ) হাতুড়ে

১২. আকাশ ও পৃথিবীর অন্তরালকে এক কথায় বলেঃ [ বাংলাদেশ ব্যাংক অফিসার (ক্যাশ ) : ১৬ ]

উত্তর: (ক) ক্রন্দসী

১৩. 'জ্ঞানপাপী' বলে - [ বাংলাদেশ ব্যাংক অফিসার (ক্যাশ ) : ১৬ ]

উত্তর: (গ) সজ্ঞানে অন্যায় করে যে

১৪. ' কি করতে হবে ভেবে পায় না'- এই অবস্থাকে কী বলে? [ পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি অপারেটর: ১৬ ]

উত্তর: (খ) কিংকর্তব্যবমূঢ়

১৫. 'পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের ' বাক্যটিকে সংকোচন করলে হবে [ পূবালী ব্যাংক অফিসার (ক্যাশ ) : ১৪ ]

উত্তর: (খ) মরণোত্তর জাতক

১৬. ফল পাকলে যে গাছ মারা যায়- [ পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট: ০৫ ]

উত্তর: (ঘ) ওষধি

১৭. 'পরকে প্রতিপালন করে যে' -এক কথায় হবে-- [ দুর্নীতি দমন কমিশন (উপ-সহকারী পরিচালক) : ২০ ]

উত্তর: (খ) পরভৃৎ

১৮. যে রমণী/ নারীর স্বামী বিদেশে থাকে তাকে বলা হয়- [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর:১১ ]

উত্তর: (ক) প্রোষিতভর্তৃকা

১৯. যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কী বলে? [ পূবালী ব্যাংক অফিসার ক্যাশ : ১৬ ]

উত্তর: (ঘ) প্রোষিতপত্নীক

২০. সূর্যও যে নারীর মুখ দেখতে পারে না, তাকে এক কথায় কি বলে? [ মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক : ০৩ ]

উত্তর: (খ) অসূর্যস্পশ্যা

২১. যে নারীর স্বামী ও পুত্র নেই-- [ বাংলাদশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা : ১৭ ]

উত্তর: (গ) অবীরা

২২. ডায়মন্ড জুবিলি কত বছরে অনুষ্ঠিত হয় ? [ খাদ্য অধিদপ্তরের পরিদর্শক : ০০ ]

উত্তর: (খ) ৬০ বছর

২৩. এক থেকে শুরু করে ক্রমাগত-- [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১৩ ]

উত্তর: (গ) একাদিক্রমে

২৪. ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এককথায় বলে - [ জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার : ১৫ ]

উত্তর: (ক) হীরক জয়ন্তী

২৫. সুবর্ণ জয়ন্তী কত বছর পূর্তিতে পালিত হয় ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ৯৪ ]

উত্তর: (খ) ৫০ বছর

২৬. ‘যাহা বপন করা হইয়াছে’- এটি নিম্নের কোন শব্দটিতে সংক্ষেপিত হয়েছে? [ ইসলামী ব্যাংক সহকারী অফিসার : ১৩ ]

উত্তর: (খ) উপ্ত

২৭. ‘যার কিছু নেই’ এক কথায় প্রকাশ করলে হবে- [ নির্বাচন কমিশনের স্টোর কিপার : ১৯ ]

উত্তর: (ক) হৃতসর্বস্ব

২৮. যে লেখক অন্যের ভাব, ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায় তাকে বলা হয় - [ ঢাবি : ০৬-০৭ ]

উত্তর: (ঘ) কুম্ভীলক

২৯. রচয়িতার মূল গ্রন্থ থেকে যারা প্রাচীন পান্ডুলিপি লিবিদ্ধ করতেন তাদের বলা হত-- [ শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক : ০৩ ]

উত্তর: (খ) লিপিকার

৩০. কর্ম সম্পাদনে পরিশ্রমী/অতিশয় দক্ষ- কোনটি বাক্যের সংক্ষিপ্ত রূপ-- [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক :১৫ ]

উত্তর: (গ) কর্মঠ

৩১. 'শোনা যায় এমন'- এক কথায় প্রকাশ করুন-- [ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক: ১২ ]

উত্তর: (ঘ) শ্রুতিগ্রাহ্য

৩২. 'যে শুনেই মনে রাখতে পারে'- এক কথায় প্রকাশ করুন? [ এনএসআই এর ওয়াচার কনস্টেবল : ১৯ ]

উত্তর: (গ) শ্রুতিধর

৩৩. সিংহের ডাক- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) হুংকার

৩৪. যা অধ্যয়ন করা হবে--- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) পঠিতব্য

৩৫. মৃত্তিকা দিয়ে তৈরি— [ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-প্রকল্প কর্মকর্তা : ১৩ ]

উত্তর: (ক) মৃন্ময়

৩৬. জয় করিবার ইচ্ছা--- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) জিগীষা

৩৭. ‘ফিটফাট গোছের তরুণ যুবক’-এ বাক্যটির বাক্য সংকোচন কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) ফটিকচাঁদ

৩৮. যা জলে ও স্থলে চরে-- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) উভচর

৩৯. ”রাত্রির শেষ ভাগ” এক কথায়-- [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (গামা) :১৪ ]

উত্তর: (ক) পররাত্র

৪০. ”কোন ভাবেই যা নিবারণ করা যায় না” এক কথায় কী হবে ? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১৩ ]

উত্তর: (খ) অনিবার্য

৪১. ” যা অধ্যয়ন করা হয়েছে” এক কথায় কী হবে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১২ ]

উত্তর: (গ) অধীত

৪২. 'যিনি অধিক কথা বলেন না।' এক কথায় কী হবে? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (হোয়াংহো) :১৩ ]

উত্তর: (গ) মিতভাষী

৪৩. নষ্ট হওয়া স্বভাব নয় যার- এক কথায় কী হবে? [ ১১তম বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১৪ ]

উত্তর: (ক) অবিনশ্বর

৪৪. 'বিশ্বজনের হিতকর'- এক কথায় কী হবে? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (বাগানবিলাস) :১২ ]

উত্তর: (ঘ) বিশ্বজনীন

৪৫. সর্বজনের হিতকর/ সকলের জন্য প্রযোজ্য ----এককথায় কী হবে? [ ১২তম বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১৫ ]

উত্তর: (ক) সর্বজনীন

৪৬. 'যা নিবারণ করা যায় না' --- এক কথায় কী হবে? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ক্রিসানথিমাম) :১২ ]

উত্তর: (ক) অনিবারিত

৪৭. ‘দীপ্তি পাচ্ছে এমন’-এক কথায় কী হবে ? [ ১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৪ ]

উত্তর: (গ) দীপ্যমান

৪৮. 'শত্রুকে দমন করে যে' এককথায় প্রকাশ কী হবে? [ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক: ১২ ]

উত্তর: (গ) অরিন্দম

৪৯. 'যার আকার কুৎসিত' এককথায় প্রকাশ করুন। [ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক: ১২ ]

উত্তর: (ক) কদাকার

৫০. 'যা হবে' বাক্যটি সংকোচন করলে হবে- [ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক: ০৬ ]

উত্তর: (ক) ভাবি

৫১. ' কথায় বর্ণনা করা যায় না যা' ---এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কি? [ ৮ম বিজেএস(সহকারী জজ) :১৩ ]

উত্তর: (খ) অনির্বচনীয়

৫২. ’বেলাকে অতিক্রান্ত’ পদের অর্থ কি? [ আইসিবি ব্যাংক অফিসার : ১১ ]

উত্তর: (গ) উদ্বেল

৫৩. বৃষ্টির জল এক কথায় প্রকাশ- [ বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশন অফিসার : ১১ ]

উত্তর: (ঘ) শীকর

৫৫. “নারী (বারি) দান করে যে।”-এর এক কথায় প্রকাশ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) নীরদ

৫৬. আমার তুল্য- এর বাক্য সংকোচন- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) মাদৃশ

৫৭. কথায় যাহা বর্ণনা করা যায় না--- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) অনির্বচনীয়

৫৮. যে স্ত্রীলোক/ নারী প্রিয় কথা বলে, তাকে বলা হয় / প্রিয় কথা বলে যে নারী- [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৩ ]

উত্তর: (ক) প্রিয়ংবদা

৫৯. যা বলা হয়েছে- এর বাক্য সংকোচন-- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) উক্ত

৬০. “নিজের দ্বারা অর্জিত” এ কথায় কি হবে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) স্বোপার্জিত

৬১. উপকারীর প্রতি উপকার করেন যিনি- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) প্রত্যুপকারী

৬২. ‘বংশ পরিচয় বা স্বভাব চরিত জানা নাই’- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) অজ্ঞাতকুলশীল

৬৩. যে গাছ হতে ঔষধ তৈরি করা হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) ঔষধি

৬৪. জয় করা কঠিন-এক কথায় কি হবে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) দুর্জয়

৬৫. ‘প্রাপক’ অর্থ- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) যার উদ্দেশ্যে পত্রটি রচিত

৬৬. যাহা উচ্চারণ করিতে কষ্ট হয়-- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) অনুচ্চার্য

৬৭. ‘কনুই থেকে কব্জি পর্যন্ত’র সংক্ষেপ হল- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) রত্নি

৬৮. ‘হনন করার ইচ্ছাকে’ এক কথায় কি বলে? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ক্রিসানথিমাম ) : ১২ ]

উত্তর: (ক) জিঘাংসা

৬৯. ‘অক্ষির সমীপে’ এর সংক্ষেপণ হল- [ ২৪তম বিসিএস ]

উত্তর: (ক) সমক্ষ

৭০. বাক্য সংকোচন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) বাক্যতত্ত্বে

৭১. ফল পাকলে যে গাছ মারা যায়- [ পেট্রোবাংলার হিসাব সহকারী : ১৯ ]

উত্তর: (ঘ) ওষধি

৭২. ‘যা দেখা যায় না’ এক কথায় হবে- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) অদৃশ্য

৭৩. বাঘের ডাক- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) গর্জন

৭৪. 'অব্যক্ত মধুর ধ্বনি' -কে এক কথায় বলে- [ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার : ১১ ]

উত্তর: (গ) কলতান

৭৫. এক কথায় প্রকাশ করুন ‘যা বলা হয়নি’? [ ১২তম বিসিএস ]

উত্তর: (গ) অনুক্ত

৭৬. মুক্তি পেতে ইচ্ছুক— [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীনে জুনিয়র অডিটর : ১৪ ]

উত্তর: (ঘ) মুমুক্ষু

৭৭. যে স্ত্রীর বশীভূত- এর বাক্য সংকোচন- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) স্ত্রৈণ

৭৮. যে নারীর স্বামী ও পুত্র নেই-- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) আবীরা

৭৯. গোপন করিবার ইচ্ছা— [ বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন সিনিয়র অফিসার : ১১ ]

উত্তর: (ক) জুগুপ্সা

৮০. যার স্ত্রী মারা গিয়েছে— [ পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী : ১০ ]

উত্তর: (খ) বিপত্নীক

৮১. “যা পূর্বে শ্রুত (শোনা) হয়নি।”- এর এক শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) অশ্রুতপূর্ব

৮২. যা পূর্বে শোনা যায়নি--- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) অশ্রুতপূর্ব

৮৩. দিন ও রাত্রির সন্ধিক্ষণ- [ অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]

উত্তর: (ক) গোধূলি

৮৪. যিনি বক্তৃতা দানে পটু – [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) বাগ্মী

৮৫. হাতির ডাক— [ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা : ১৬ ]

উত্তর: (ঘ) বৃংহিত

৮৬. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি— [ বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর : ১৯ ]

উত্তর: (ক) ইতিহাস বেত্তা

৮৭. ‘মিলের অভাব’ শব্দ দুটির এক কথায় প্রকাশ [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) গরমিল

৮৮. যার বাসস্থান নেই-- এক কথায় প্রকাশ কী ? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক : ১৪ ]

উত্তর: (ক) অনিকেত

৮৯. ‘যা আঘাত পায়নি’ -বাক্যের এক শব্দে প্রকাশ রূপ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) অনাহত

৯০. যে নারীর সন্তান বাঁচে না, এক কথায় কি বলে? [ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের থানা প্রকেীশলী ( সিভিল ) : ৯৯ ]

উত্তর: (গ) মৃতবৎসা

৯১. দিবসের শেষ ভাগ-এর সংক্ষেপণ কি হবে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) অপরাহ্ন

৯২. ‘জয়ের জন্য যে উৎসব’- এক কথায় কি হবে? [ জেলা দুর্নীতি দমন অফিসার : ৯৪ ]

উত্তর: (খ) জয়ন্তী

৯৩. অক্ষির সম্মুখে বর্তমান-এর সংক্ষেপণ হল- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) প্রত্যক্ষ

৯৪. অগ্রে জন্মগ্রহণ করেছে যে-- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) অগ্রজ

৯৫. ‘গবাদি পশুর পাল’র সংক্ষেপ হল- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) বাথান

৯৬. যা মাটি ভেদ করে উঠে-এক কথায় কি হবে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) উদ্ভিদ

৯৭. ‘যে ভবিষ্যত না ভেবেই কাজ করে’- একে এক পদে পরিণত করলে কোনটি হবে? [ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]

উত্তর: (গ) অবিমৃষ্যকারী

৯৮. ক্রমশই বর্ধিত হচ্ছে যা-- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) ক্রমবর্ধমান

৯৯. যে ব্যক্তি বিদেশে থাকে- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) প্রবাসী

১০০. কোথাও উন্নত কোথাও অবনত— [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১০ ]

উত্তর: (খ) বন্ধুর

১০১. ‘সতীর্থ’ এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) একই গুরুর শিষ্য

১০২. ‘আয়নায় প্রতিফলিত রূপ’ এক কথায় হবে- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) প্রতিবিম্ব

১০৩. উপকারীর অপকার করে যে- [ ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৬ ]

উত্তর: (গ) কৃতঘ্ন

১০৪. এক কথায় প্রকাশ করুন। ‘আকাশে গমন করে যা’- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) বিহগ

১০৫. যাহা অধ্যয়ন করা হয়েছে- এক কথায় প্রকাশ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) অধীত

১০৬. ‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? [ ২১তম বিসিএস ]

উত্তর: (গ) অক্লান্ত কর্মী

১০৭. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়- [ ৪০ তম বিসিএস ]

উত্তর: (ঘ) কুম্ভিলকবৃত্তি

১০৮. ঈষৎ আমিষ্য গন্ধবিশিষ্ট- এর বাক্য সংকোচন- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) আঁষটে

১০৯. যা অনায়াসে লাভ করা যায় তা হ’ল- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) সহজলভ্য

১১০. ইন্দ্রিয়কে জয় করিয়াছে যে-এর সংক্ষেপণ কি হবে? [ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ক্যাশিয়ার : ১০ ]

উত্তর: (ক) জিতেন্দ্রিয়

১১১. শুভক্ষণে জন্ম যার- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) ক্ষণজন্মা

১১২. ‘যা সহজে অতিক্রম করা যায় না’- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? [ ২০তম বিসিএস ]

উত্তর: (গ) দুরতিক্রম্য

১১৩. যে ব্যক্তি কেবল নিজের বিষয়েই চিন্তা করে তাকে বলা হয়- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) আত্মকেন্দ্রিক

১১৪. দিনের পর দিন-- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) অনুদিন

১১৫. ‘জানবার ইচ্ছা’-এ বাক্যটির বাক্য সংকোচন কি? [ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা : ১৫ ]

উত্তর: (খ) জিজ্ঞাসা

১১৬. সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) আবেদনপত্র

১১৭. যে বিষয়ে কোন বিতর্ক/বিবাদ/ বিরোধ নেই- [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৪ ]

উত্তর: (ঘ) অবিসংবাদী

১১৮. যে বিষয়ে কোন বিতর্ক নেই- [ পরিসংখ্যান জুনিয়র অফিসার : ১৪ ]

উত্তর: (ঘ) কোনোটিই নয়

১১৯. যিনি শোনামাত্র স্মরণ করতে পারেন।-তাকো এক কথায় কি বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) শ্রুতিধর

১২০. যার চক্ষুলজ্জা নেই— [ জাতীয় ভোক্তা অধিকারের ব্যক্তিগত সহকারী : ১৩ ]

উত্তর: (ক) চশমখোর

১২১. কর দান করে যে- এক কথায় [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) করদ

১২২. আপনাকে পন্ডিত মনে করে যে-- এক কথায় হবে- [ রেজিস্ট্রার্ড প্রাথমিক সহকারী শিক্ষক (শিউলী ) : ১১ ]

উত্তর: (ঘ) পন্ডিতম্মন্য

১২৩. পায়ে হেঁটে গমন করে না যে-- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) পন্নগ

১২৪. আটমাস মাতৃগর্ভে থেকে যে সন্তান ভূমিষ্ঠ হয়- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) আটাশে

১২৫. ‘যা ভবিষ্যতে ঘটবে’ অভিব্যক্তিটি এক কথায়- [ কর্মসংস্থান ব্যাংক অ্যাসিস্ট্যান্ট অফিসার : ০১ ]

উত্তর: (গ) ভবিতব্য

১২৬. যার আগমনের কোন তিথি নেই-তাকে কি বলা হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১০ ]

উত্তর: (ঘ) অতিথি

১২৭. “প্রষিতভর্তৃকা”- শব্দটির অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে

১২৮. ইতিহাস রচনা করেন যিনি- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) ঐতিহাসিক

১২৯. সেতারের ঝঙ্কার- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) কিঙ্কিনি

১৩০. চোখের নিমেষ না ফেলিয়া-- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) অনিমেষ

১৩১. সূর্যও যে নারীর মুখ দেখতে পারে না, তাকে এক কথায় কি বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) অসূর্যস্পশ্যা

১৩২. এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট-- এক কথায় [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) একাগ্রচিত্ত

১৩৩. লাভ করার ইচ্ছাকে এক কথায় কি বলে ? [ ইসলামী ব্যাংক ফিল্ড অফিসার : ১৩ ]

উত্তর: (গ) লিপ্সা

১৩৪. যা কষ্টে লাভ করা যায়— [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩ ]

উত্তর: (খ) দুর্লভ

১৩৫. জল পানের জন্য দেয় অর্থ- এর বাক্য সংকোচন-- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) জলপানি

১৩৬. যা চেটে খেতে হয়’ তা হ’ল- [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী : ১৩ ]

উত্তর: (গ) লেহ্য

১৩৭. ইহার তুল্য- এর এক কথায় প্রকাশ- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) ঈদৃশ

১৩৮. যার তুলনা নাই- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) অতুলনীয়

১৩৯. বাহুতে ভর করে চলে যে— [ সহকারী থানা শিক্ষা অফিসার : ১৫ ]

উত্তর: (গ) ভুজঙ্গ

১৪০. যার প্রকৃত বর্ণ ধরা যায় না- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) বর্ণচোরা

১৪১. “যে পুরুষ দ্বিতীয় বিবাহ করেছে”-তাকে এক শব্দে কি বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) দোজবর

১৪২. ‘নষ্ট হওয়ার স্বভাব যার’ এক কথায় কী হবে? [ ২৫তম বিসিএস ]

উত্তর: (খ) নশ্বর

১৪৩. ময়ূরের ডাককে এক কথায় কি বলে ? [ সেসিপ গবেষণা কর্মকর্তা : ১৫ ]

উত্তর: (খ) কেকা

১৪৪. যার দুই হাত সমান চলে, তাকে কি বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৮ ]

উত্তর: (গ) সব্যসাচী

১৪৫. ‘হিমালয় হতে সমুদ্র পর্যন্ত’ -এর বাক্য সংকোচন হবে- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) আসমুদ্রহিমাচল

১৪৬. ”নাদ” শব্দের অর্থ কি? [ একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী : ১৭ ]

উত্তর: (গ) সিংহের ডাক

১৪৭. সমুদ্র হতে হিমাচল পর্যন্ত বাক্যাংশের অংশ হিসাবে কোনটি প্রযোজ্য হয়? [ আইসিবি ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]

উত্তর: (গ) আসমুদ্রহিমাচল

১৪৮. “নুপুরের ধ্বনি”-এক কথায় কি বলে? [ অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার : ১৫ ]

উত্তর: (গ) নিক্কন

১৪৯. পঙ্কে জন্মে যা— [ বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানী সহকারী ব্যবস্থাপক : ১১ ]

উত্তর: (ক) পঙ্কজ

১৫০. মর্মকে পীড়া দেয় যাহা— [ কর্মসংস্থান ব্যাংক অফিসার (ক্যাশ ) : ১৫ ]

উত্তর: (ক) মর্মন্তুদ

১৫১. “সকলের দ্বারা অনুষ্ঠিত।”-এক কথায় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) সর্বজনীন

১৫২. যা কষ্টে নিবারণ করা যায় [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) দুর্নিবার

১৫৩. জয় সুচনা করে এরূপ তিথি- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) শুভ তিথি

১৫৪. ‘শত্রুকে হনন করে যে’- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) শত্রুঘ্ন

১৫৫. উপকারীর অপকার করা-- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) কৃতঘ্নতা

১৫৬. ভোজন করার ইচ্ছা- [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (নাগালিঙ্গম) : ১২ ]

উত্তর: (গ) বুভুক্ষা

১৫৭. যা দীপ্তি পাচ্ছে—এক কথায় কি হবে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৮ ]

উত্তর: (গ) দেদীপ্যমান

১৫৮. অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কি বলে? [ জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার : ১২ ]

উত্তর: (গ) অকালবোধন

১৫৯. ‘যা কষ্টে জয় করা যায়’ বাক্যেটি এক কথায় কি হবে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১২ ]

উত্তর: (ক) দুর্জয়

১৬০. ‘একই সময়ে বর্তমান’ এই বাক্যের এক কথায় প্রকাশ হল- [ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা : ১৫ ]

উত্তর: (ক) সমসাময়িক

১৬১. ইতিহাস জানেন যিনি- এর সংক্ষেপণ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) ইতিহাসবেত্তা

১৬২. বাক্য সংকোচন করুন-চক্ষুর সম্মুখে সংঘটিত [ শ্রম পরিদপ্তরের পরিবার কল্যাণ কর্মকর্তা : ০৯ ]

উত্তর: (খ) চাক্ষুষ

১৬৩. যে নারীর হাসি সুন্দর- [ এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার : ১৯ ]

উত্তর: (গ) সুস্মিতা

১৬৪. খেয়া পার করে যে তাকে বলা হয়- [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩ ]

উত্তর: (ক) পাটনী

১৬৫. কৃতঘ্ন অর্থ কী? [ কারা তত্ত্বাবধায়ক : ১০ ]

উত্তর: (ক) যে উপকারীর অপকার করে

১৬৬. কামনা দূর হয়েছে যার- এক কথায় প্রকাশ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) বীতকাম

১৬৭. “যে বাস্তু থেকে উৎখাত হয়েছে”-এর এক কথায় প্রকাশ কোনটি? [ পূবালী ব্যাংক অফিসার (ক্যাশ ) : ১৪ ]

উত্তর: (ক) উদ্বাস্তু

১৬৮. ‘পাখির ডাক’, এক কথায় প্রকাশ কর। [ সমন্বিত ৮ ব্যাংকের অফিসার : ২২ ]

উত্তর: (গ) কুজন

১৬৯. দ্বারে থাকে যে— [ বিসিআরসির সহকারী ব্যবস্থাপক : ১১ ]

উত্তর: (খ) দৌবারিক

১৭০. শক্তিকে অতিক্রম না করিয়া--- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) যথাশক্তি

১৭১. বমন করিবার ইচ্ছা--- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) বিবমিষা

১৭২. যার পরলোকে বিশ্বাস আছে- তাকে সংক্ষেপে কি বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) আস্তিক

১৭৩. আপনাকে কৃতার্থ মনে করেন যিনি-- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) কৃতার্থন্মন্য

১৭৪. ‘পা ধুইবার জল’ সংকোচন করলে কি হয়? [ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক : ৯৪ ]

উত্তর: (ঘ) পাদ্য

১৭৫. যে মেয়ের এখনও বিয়ে হয়নি--- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) অনূঢ়া

১৭৬. “অনুকরণ করার ইচ্ছা”- এক কথায় একে কি বলা হয়? [ ক্রীড়া পরিদপ্তরে অফিস সহকারী : ১৯ ]

উত্তর: (ক) অনুচিকীর্ষা

১৭৭. যে রমণীর / নারীর স্বামী বিদেশে থাকে তাকে বলা হয়- [ সহকারী আবহাওয়াবিদ : ০০ ]

উত্তর: (ক) প্রোষিতভর্তৃকা

১৭৮. যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলে- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৮ ]

উত্তর: (গ) ক্ষণপ্রভা

১৭৯. ‘জিজীবিষা’ শব্দটি দিয়ে বোঝায়- [ ৪০তম বিসিএস ]

উত্তর: (গ) বেঁচে থাকার ইচ্ছা

১৮০. ‘যিনি ভালো ব্যাকরণ জানেন’- এক কথায় কি হয়? [ সহকারী জজ : ০৭ ]

উত্তর: (গ) বৈয়াকরণ

১৮১. ‘নদী সিকস্তি’ কারা? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) নদীর ভাঙনে সর্বস্বান্ত জনগণ

১৮২. যে উপকারীর উপকার করে, তাকে এক কথায় বলে-- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) কোনটি নয়

১৮৩. উপস্থিত বুদ্ধি আছে যার- [ খাদ্য পরিদর্শক : ০০ ]

উত্তর: (ঘ) প্রত্যুৎপন্নমতি

১৮৪. ‘যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে’- এক কথায় প্রকাশ করলে হবে- [ সাব রেজিস্ট্রার : ১৬ ]

উত্তর: (ক) কৃপণ

১৮৫. যে পুরুষের এ যাবৎ দাড়ি গোঁফ গজায়নি তাকে কি বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ৯৫ ]

উত্তর: (গ) অজাতশ্মশ্রু

১৮৬. যা অবশ্যই ঘটবে— [উপ-খাদ্য পরিদর্শক : ১২ ]

উত্তর: (গ) অবশ্যম্ভাবী

১৮৭. যে ব্যক্তি একঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়- [ সোনালী ব্যাংক অফিসার (ক্যাশ ) : ১৮ ]

উত্তর: (ঘ) ( মাধুকরী)

১৮৮. যা বার বার দুলছে-- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) দোদুল্যমান

১৮৯. ‘অপকার করার ইচ্ছা’- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) অপচিকীর্ষা

১৯০. যা চুষে খাওয়া হয়- [ সেসিপ গবেষণা কর্মকর্তা : ১৫ ]

উত্তর: (খ) চুষ্য

১৯১. যিনি আপনাকে পণ্ডিত মনে করেন- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) পণ্ডিতন্মন্য

১৯২. যাদের বসতবাড়ি আছে কিন্তু কৃষি জমি নেই, তাদের কি বলে? [ পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক : ০৩ ]

উত্তর: (গ) ভূমিহীন চাষী

১৯৩. সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা -এক কথায় প্রকাশ : [ ১৬তম শিক্ষক নিবন্ধন : ১৯ ]

উত্তর: (গ) প্রত্যুদগমন

১৯৪. ‘যে অনবরত কাঁদছে’ সংকোচিত রূপ হল- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) রোরুদ্যমান

১৯৫. গম্ভীর ধ্বনি- এর বাক্য সংক্ষেপ কি? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫ ]

উত্তর: (ঘ) মন্দ্র

১৯৬. ‘দুই পর্বতের মধ্যবর্তী সমতল ভূমি’- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) উপত্যকা

১৯৭. যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে- [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক : ১৩ ]

উত্তর: (খ) জাতিস্মর

১৯৮. যে গাছ কোন কাজে লাগে না- এক কথায় কি হবে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) আগাছা

১৯৯. একই সময়ে- এর বাক্য সংকোচন কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) যুগপৎ

২০০. একই সময়ে- এর সমার্থক – [ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার : ১১ ]

উত্তর: (খ) যুগপৎ

২০১. কোনটি অশ্বের ডাক? [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ০৯ ]

উত্তর: (খ) হ্রেষা

২০২. “যে জীবিত থেকেও মৃত”-বাক্য সংকোচন কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) জীবন্মৃত

২০৩. যা চিরস্থায়ী নয়- [ ১৬তম বিসিএস ]

উত্তর: (ঘ) নশ্বর

২০৪. ‘কূজন’ শব্দের অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) পাখির ডাক

২০৫. যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, তাকে এক কথায় কি বলে? [ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর : ১৯ ]

উত্তর: (ঘ) বনস্পতি

২০৬. দেখিবার ইচ্ছা--- [ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার : ১৬ ]

উত্তর: (ক) দিদৃক্ষা

২০৭. বাঘের চামড়াকে এক কথায় কি বলে? [ সিটি ব্যাংক প্রবেশনারী অফিসার : ১১ ]

উত্তর: (গ) কৃত্তি

২০৮. ‘যার কোন উপায় নেই’- এক কথায় কি হয়? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (সুরমা ) : ১৩ ]

উত্তর: (ঘ) অনন্যোপায়

২০৯. যিনি স্মৃতিশাস্ত্র জানেন- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) স্মার্ত

২১০. পানের অযোগ্য- এক কথায় [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) অপেয়

২১১. একবার ফল দিয়ে যে গাছ মারা যায়- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) ওষধি

২১২. বীণার ঝঙ্কার- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) নিক্কন

২১২. প্রতিকার করিবার ইচ্ছা-- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) প্রতিচিকীর্ষা

২১৩. যে নারী পূর্বে অপরের ‘বাগদত্তা’ ছিল- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) অন্যপূর্বা

২১৪. ‘যা বলা উচিত নয়’- কোন শব্দে বিধৃত? [ বাংলাদেশ টেলিভিশন এবং বিজ্ঞাপন আধিকারিক : ০৬ ]

উত্তর: (খ) অকথ্য

২১৫. যে ভূমিতে ফসল জন্মায় না- [ ১৫তম বিসিএস ]

উত্তর: (গ) ঊষর

২১৬. ‘যে সকল অত্যাচারই সয়ে যায়’- এক কথায় কী হবে? [ পূবালী ব্যাংকের জুনিয়র অফিসার : ১৩ ]

উত্তর: (ক) সর্বংসহা

২১৭. যা দমন করা যায় না-- এক কথায় কী হবে? [ রেজিস্ট্রার্ড প্রাথমিক সহকারী শিক্ষক (হাসনাহেনা) : ১১ ]

উত্তর: (গ) অদম্য

২১৮. এক কথায় প্রকাশ কর - 'অনেকের মধ্যে একজন' - [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার (ক্যাশ) : ১২ ]

উত্তর: (ঘ) অন্যতম

২১৯. ‘অন্য ভাষায় রূপান্তরিত’ এর এক কথায় প্রকাশ- [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার (ক্যাশ) : ১২ ]

উত্তর: (ঘ) অনূদিত

২২০. 'যে বিষয়ে মতভেদ নেই এমন ' __ এর এক কথায় প্রকাশ _ [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৪ ]

উত্তর: (খ) অবিসংবাদিত

২২১. 'পথ চলার খরচ'-- কথাটির সংক্ষিপ্ত রূপ--- [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার (ক্যাশ) : ১৪ ]

উত্তর: (খ) পাথেয়

২২২. 'হনন করার ইচ্ছা' এক কথায় কি বলে? [ পরিকল্পনা মন্ত্রণালয়ের ডাটা প্রসেসিং অপারেটর: ০২ ]

উত্তর: (খ) জিগীষা

২২৩. যে বহু বিষয় জানে তাকে এক কথায় কি বলে? [ সোনালী ব্যাংক অফিসার (ক্যাশ ) : ১৮ ]

উত্তর: (ঘ) কোনটিই নয় । ব্যাখ্যা : যে বহু বিষয় জানে = বহুদর্শী; যে সব জানে = সর্বজ্ঞ ।

২২৪. 'ছন্দে নিপুণ যিনি' এককথায় কি হবে? [ সমন্বিত ৮ ব্যাংক অফিসার : ১৮ ]

উত্তর: (খ) ছান্দসিক

২২৫. 'এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে জীবন যাপন করে যে' কথাটিকে এককথায় প্রকাশ কর । [ ঢাবি : ১৮-১৯ ]

উত্তর: (ক) যাযাবর

২২৬. এক কথায় প্রকাশ করুন : পাঁচ সেরের সমাহার [ নির্বাচন কমিশন সচিবালয়ের উচ্চমান সহকারী : ১৮ ]

উত্তর: (খ) পশুরী

২২৭. যার জিহ্বা লকলক করে- এক কথায় কী বলে? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১৯ ]

উত্তর: (গ) লেলিহান

২২৮. 'যা জল দেয়'-এর এক কথায় প্রকাশ কি? [ সিজিডিএফ এর কার্যালয় অডিটর :১৯ ]

উত্তর: (খ) জলদ

২২৯. 'যে পুরুষ বিয়ে করেছে' -এর এক কথায় প্রকাশ কি? [ সিজিডিএফ এর কার্যালয় অডিটর :১৯ ]

উত্তর: (গ) কৃতদার

২৩০. শুভক্ষণে জন্ম যার- [ ১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৭ ]

উত্তর: (খ) ক্ষণজন্মা

২৩১. ’যার কোনো উপায় নেই’ -এককথায় কি হবে? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা(FWV) প্রশিক্ষণার্থী :১৩ ]

উত্তর: (ক) নিরুপায়

২৩২. ’যার অন্য উপায় নেই’ -এককথায় কি হবে? [ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক : ১৯ ]

উত্তর: (গ) অনন্যোপায়

২৩৩. 'বহু দেখেছে যে , এক কথায় কী হবে? [ সমন্বিত ৫ ব্যাংকের অফিসার (ক্যাশ) : ১৯ ]

উত্তর: (ঘ) ভূয়োদর্শী

২৩৪. 'দুইয়ের মধ্যে একটি' - এর এক কথায় প্রকাশ কি হবে ? [ বিএডিসি সহকারী অ্যাকাউন্ট অফিসার :১৯ ]

উত্তর: (ক) অন্যতর

২৩৫. ”বীরসন্তান প্রসব করে যে নারী”-এর এক কথায় প্রকাশ- [ ১৪তম বেসরকারি প্রভাষক নিবন্ধন :১৭ ]

উত্তর: (গ) বীরপ্রসূ

২৩৬. 'প্রোষিতভর্তৃকা'- শব্দটির অর্থ কী? [ ৪০ তম বিসিএস ]

উত্তর: (খ) যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে

২৩৭. জন্মহীন মৃত্যুহীন - [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) অজ

২৩৮. কষ্টে লাভ হয় যা- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) দুর্লভ

২৩৯. 'অন্যবার' এর এক কথায় প্রকাশ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) বারান্তর

২৪০. হরিণের চামড়া- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) অজিন

২৪১. 'যা উচ্চারণ করা যায় না' এর এক কথায় প্রকাশ কী হবে? [ পানি উন্নয়ন বোর্ড :১৯ ]

উত্তর: (ঘ) অনুচ্চার্য

২৪২. 'যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে এর বাক্য সংকোচন কোনটি ? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক :১৮ ]

উত্তর: (খ) অযত্নসম্ভূত

২৪৩. যা স্থায়ী নয়- [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক : ১৭ ]

উত্তর: (ক) অস্থায়ী

২৪৪. দুবার জন্মে যা - [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) দ্বিজ

২৪৫. প্রত্যুৎপন্নমতি অর্থ- [ বিসিক এর এক্সটেনশন অফিসার : ১৯ ]

উত্তর: (খ) উপস্থিত বুদ্ধি আছে যার

২৪৬. 'রাত্রিকালীন যুদ্ধকে' এক কথায় কী বলা হয়? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক :১৯ ]

উত্তর: (ঘ) সৌপ্তিক

২৪৭. 'দিতে হবে' - কে এক কথায় কী বলে? [ ক্রীড়া অধিদপ্তরের অফিস সহকারী : ১৯ ]

উত্তর: (খ) দেয়

২৪৮. 'বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে' এর এক কথায় প্রকাশ কি? [ সিজিডিএফ এর কার্যালয় অডিটর :১৯ ]

উত্তর: (ক) পরিবেদন

২৪৯. 'যে আপনার রং লুকায়' তাকে এক কথায় কী বলে? [ মাধ্যমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) বর্ণচোরা

২৫০. এক কথায় প্রকাশ করুন : 'অনেক অভিজ্ঞতা আছে যার'। [ প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার :১৯ ]

উত্তর: (খ) অভিজ্ঞ

২৫১. 'রোদসী' শব্দটি দিয়ে বোঝায়- [ রুপালী ব্যাংক অফিসার : ১৯ ]

উত্তর: (গ) পৃথিবী ও স্বর্গ

২৫২. মনে যাহার জন্ম-- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) মনসিজ

২৫৩. সয়ং যে হইয়াছে-- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) স্বয়ম্ভূ

২৫৪. উপকারীর উপকার স্বীকার করে যে তাকে এক কথায় কি বলে? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ৯৩ ]

উত্তর: (খ) কৃতজ্ঞ

২৫৫. সঠিক বাক্য সংকোচন 'বাচাল' এর পুরো বাক্য কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) যে বেশি কথা বলে

২৫৬. ‘স্থায়ী ঠিকানা নেই যার’ এক কথায় প্রকাশ কোনটি শুদ্ধ? [ মাধ্যমিক সহকারী শিক্ষক : ০০ ]

উত্তর: (ঘ) উদ্বাস্তু

২৫৭. অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে- [ প্রাথমিক সহকারী শিক্ষক (চট্রগ্রাম ) : ০২ ]

উত্তর: (ঘ) অবিমৃষ্যকারী

২৫৮. যে উদ্ভিদ একবার মাত্র ফল দিয়ে মরে যায়- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) ওষধি

২৫৯. ‘যা পূর্বে ছিল এখন নেই’ এক কথায় কি হবে? [ ১৩তম বিসিএস ]

উত্তর: (ঘ) ভূতপূর্ব

২৬০. হাতির বাসস্থান— [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের জুনিয়র অডিটর: ১১ ]

উত্তর: (ক) গজ গৃহ

২৬১. ইহলোকে যা সামান্য নয়— [ বাংলাদেশ ব্যাংক অফিসার : ১৫ ]

উত্তর: (ঘ) অলোকসামান্য

২৬২. যা বলা হবে- এর বাক্য সংকোচন কোনটি? [ শ্রম অধিদপ্তরের রেজিস্ট্রার : ০০ ]

উত্তর: (খ) বক্তব্য

২৬৩. ‘যা নিন্দার যোগ্য নয়’- [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (বিটা) : ১৪ ]

উত্তর: (ঘ) অনিন্দ্য

২৬৪. ‘কুলের সমীপে’-এর সংক্ষেপ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) উপকূল

২৬৫. যা লাফিয়ে চলে- [ পরিসংখ্যান অ্যাসিস্ট্যান্ট অফিসার : ১৪ ]

উত্তর: (গ) প্লবগ

২৬৬. ঘৃণার যোগ্য- এর বাক্য সংকোচন-- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) ঘৃণার্হ

২৬৭. আপনার রঙ যে লুকায়- এর বাক্য সংকোচন- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) বর্ণচোরা

২৬৮. এ পর্যন্ত যাহার শত্রু জন্মে নাই-- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) অজাতশত্রু

২৬৯. ঈষৎ পাংশুবর্ণ-এর বাক্য সংকোচন- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) কয়রা

২৭০. ‘শহীদ’ শব্দের অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) আল্লাহ প্রদত্ত দ্বীন তথা ইসলাম কায়েম এবং রক্ষার জন্য যিদি যুদ্ধে নিহত হন

২৭০. মৃতের মত অবস্থা যার তাকে এক কথায় কি বল হয়? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫ ]

উত্তর: (খ) মুমূর্ষু

২৭১. বাক্য সংকোচন কী? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী : ১৩ ]

উত্তর: (খ) একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা

২৭২. চৈত্র মাসের ফসল- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) চৈতালি

২৭৩. কর্মসম্পাদনে পরিশ্রমী। বাক্যের সংক্ষিপ্ত রূপ- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) কর্মঠ

২৭৪. যা ভাষায় প্রকাশ করা যায় না--- [ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অডিটর : ১৯ ]

উত্তর: (গ) অব্যক্ত

২৭৫. সাপের খোলসকে এক কথায় বলা হয়- [ ১৬তম প্রভাষক নিবন্ধন : ১৯ ]

উত্তর: (খ) নির্মোক

২৭৬. যে ভরণপোষণ করে- এর বাক্য সংকোচন- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) ভর্তা

২৭৭. 'অকালে যে বোধন' -এর সঠিক বাক্য সংকোচন কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) অকাল বোধন

২৭৮. ‘যাহারা এক মাতার গর্ভে জন্মিয়াছে’ কথাটি সংকোচন করা হলে কি হবে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) সহোদর

২৭৯. অনুসন্ধান করিবার ইচ্ছা-- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) অনুসন্ধিৎসা

২৮০. যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ-এর বাক্য সংকোচন কোনটি? [ ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৫ ]

উত্তর: (ক) শ্বাপদসঙ্কুল

২৮১. ‘ধূলার মত রঙ যার’র সংক্ষেপ হল- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) পাংশুল

২৮২. যিনি বিদ্যা লাভ করিয়াছেন- এর সংক্ষিপ্ত রূপ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) কৃতবিদ্য

২৮৩. আত্ম সম্বন্ধে অতি চেতনার ভাব-- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) অহমিকা

২৮৪. যার বসন আলগা- [ বাংলাদশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী : ২০ ]

উত্তর: (গ) অসংবৃত

২৮৫. কি করিতে হইবে তাহা যে বুঝিতে পারেনা- এর সংক্ষিপ্ত রূপ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) কিংকর্তব্যবিমূঢ়

২৮৬. ’অবিমৃষ্যকারী’ কাকে বলে ? [ স্থলবন্দর কর্তৃপক্ষের ক্যাশিয়ার : ২২ ]

উত্তর: (খ) যে আগে পিছে না ভেবে কাজ করে

২৮৭. এক কথায় প্রকাশ করুন- 'যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না' [ আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ের অফিস সহায়ক : ২০ ]

উত্তর: (খ) দুস্তর

২৮৮. 'যিনি নৌকা চালান' এক কথায় প্রকাশ কী? [ পরিবেশ অবিদস্থরের ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট : ২০ ]

উত্তর: (ঘ) মাঝি

২৮৯. পরের অস্ত্রে যে বেঁচে থাকে'- এর এক কথায় প্রকাশ কোনটি? [ পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জুনিয়র ইন্সট্রাক্টর : ২০ ]

উত্তর: (ক) পরান্নজীবী

২৯০. 'তিতিক্ষা' শব্দ দ্বারা বুঝায়- [ দুদকের উপ-সহকারী পরিচালক: ২০ ]

উত্তর: (গ) ক্ষমা করার ইচ্ছা

২৯১. 'যিনি বিদ্যা লাভ করিয়াছেন' এক কথায় কী বলে? [ সোনালী ও জনতা ব্যাংকের অফিসার (আইটি) : ২০ ]

উত্তর: (খ) কৃতবিদ্য

২৯২. 'ঈষৎ আমিষ গন্ধ যার' এর এক কথায় প্রকাশ কী হবে? [ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক : ২০ ]

উত্তর: (গ) আঁষটে

২৯৩. 'অরিকে দমন করে যে'- এর এক কথায় প্রকাশ কী হবে? [ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক : ২০ ]

উত্তর: (ঘ) অরিন্দম

২৯৪. 'যা পূর্বে কখনো হয়নি'- এর সঠিক বাক্য সংকোচন হল- [ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক : ২০ ]

উত্তর: (খ) অভূতপূর্ব

২৯৫. 'সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন' এটিকে এক শব্দে প্রকাশ করা যায় কোন শব্দে? [ জনতা ব্যাংকের অফিসার : ২০ ]

উত্তর: (গ) অসমীক্ষিত

২৯৬. 'যিনি ন্যায়শাস্ত্র জানেন' এর এককথায় প্রকাশিত রূপ হলো- [ ৪২তম বিসিএস ]

উত্তর: (খ) নৈয়ায়িক

২৯৭. 'যা বারবার দুলছে'- এর সঠিক বাক্য সংকোচন কী? [ ]

উত্তর: (ঘ) ঝুলন্ত

২৯৮. 'অবীরা' বলতে কোন নারীকে বোঝায়? [ প্রিমিয়ার ব্যাংকের জুনিয়র অফিসার : ২২ ]

উত্তর: (গ) যার স্বামী, পুত্র নেই

২৯৯. 'আদরের সাথে' এর এক কথায় প্রকাশ নিচের কোনটি? [ এনএসআই এর ওয়ারল্যাস অপারেটর : ২১ ]

উত্তর: (খ) সাদরে

৩০০. বাক্য সংকোচন করুন: বুকে ভর দিয়ে চলে যে [ এনএসআই এর ফিল্ড অফিসার : ২১ ]

উত্তর: (ঘ) উরগ

৩০১. এক কথায় প্রকাশ করুন: অক্ষির অভিমুখে- [ এনএসআই এর সহকারী পরিচালক : ২১ ]

উত্তর: (ক) প্রত্যক্ষ

৩০২. 'মৃতবৎসা' শব্দটির অর্থ কী? [ সিএজি’র অডিটর : ২১ ]

উত্তর: (ক) যে নারীর সন্তান জন্মে মারা যায়

৩০৩. 'শোক দূর হয়েছে যার' - এর বাক্য সংকোচন- [ বেসামরিক বিমান চলাচলের সিনিয়র অফিসার : ২১ ]

উত্তর: (ঘ) বীতশোক

৩০৪. 'মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ' এর বাক্য সংকোচন কী? [ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী : ২১ ]

উত্তর: (গ) মেঘমেদুর

৩০৫. যা দমন করা কষ্টকর- [ পল্লী উন্নয়ন একাডেমির সহকারী পরিচালক: ২১ ]

উত্তর: (ক) দুর্দমনীয়

৩০৬. 'যা পূর্বে দেখা যায়নি' এমন- [ উত্তরা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার : ২২ ]

উত্তর: (ঘ) অদৃষ্টপূর্ব

৩০৭. কোনটি 'জিগীষা'র সম্প্রসারিত প্রকাশ? [ ৪৪তম বিসিএস ]

উত্তর: (খ) জয় করিবার ইচ্ছা

৩০৮. 'অপরের ধন' এর এককথায় প্রকাশ কী? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্ত : ২২ ]

উত্তর: (খ) পরস্ব

৩০৯. 'যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না'- বাক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ২২ ]

উত্তর: (ক) অজ্ঞাতকুলশীল

৩১০. 'রাতের মধ্যভাগ' এক কথায় প্রকাশ কি হবে? [ সমন্বিত ৫ ব্যাংকের অফিসার (ক্যাশ) : ২২ ]

উত্তর: (গ) মহানিশা

৩১১. এক কথায় প্রকাশ কর- 'কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে’ [ সিএজি’র অডিটর : ২২ ]

উত্তর: (গ) অকৃতজ্ঞ

৩১২. 'ক্ষমার অযোগ্য' এর বাক্য সংকোচন- [ স্বাস্থ্য অধিস্তরের সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা : ২২ ]

উত্তর: (ক) ক্ষমার্য

৩১৩. 'কর্মে অতিশয় তৎপর' এক কথায় কী হবে? [ ১৭তম শিক্ষক নিবন্ধন : ২২ ]

উত্তর: (খ) কর্মবীর

৩১৪. 'সব্যসাচী' অর্থ- [ ইসলামী ব্যাংকের ফিল্ড অফিসার : ২২ ]

উত্তর: (গ) যার দুই হাত সমানে চলে

৩১৫. 'পাইবার ইচ্ছা' এক কথায়- [ ইসলামী ব্যাংকের ফিল্ড অফিসার : ২২ ]

উত্তর: (খ) ইপ্সা

৩১৬. 'পুণ্যকর্ম সম্পাদনের জন্য শুভদিন' এর বাক্য সংকোচন হচ্ছে- [ জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ২৩ ]

উত্তর: (ঘ) পুণ্যাহ

৩১৭. 'পান করার যোগ্য'- এক কথায় কী হবে? [ ভূমি মন্ত্রণালয়ের হিসাব নিয়ন্ত্রক: ২৩ ]

উত্তর: (ঘ) পেয়

৩১৮. 'যা কখনো নষ্ট হয় না।' এক কথায় প্রকাশ কর- [ ডাক বিভাগের পোস্টম্যান: ২৩ ]

উত্তর: (গ) অবিনশ্বর

৩১৯. 'পাটের ব্যবসায়ী' এক কথায় প্রকাশ কি হবে? [ সমন্বিত ৭ ব্যাংকের অফিসার : ২৩ ]

উত্তর: (খ) পাটেশ্বরী

৩২০. 'দিবসের শেষ ভাগ'- এটির সংক্ষেপণ কী হবে? [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্ভেয়ার: ২৩ ]

উত্তর: (ঘ) অপরাহ্ন

৩২১. 'ভোজন করার ইচ্ছা' এক কথায় কি হবে? [ মাউশি'র হিসাব সহকারী: ২৩ ]

উত্তর: (গ) বুভুক্ষা

৩২২. এক কথায় প্রকাশ করুন: 'যা আগে জানা যায়নি' [ বন অধিদপ্তরের বন প্রহরী: ২৩ ]

উত্তর: (গ) অজানা

৩২৩. 'বীণার ঝঙ্কার' এর এক কথায় প্রকাশ কোনটি? [ নির্বাচন কমিশনের অফিস সহায়ক: ২৩ ]

উত্তর: (গ) নিক্বণ

৩২৪. নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত- [ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩ ]

উত্তর: (গ) অনাহুত

৩২৫. অনুসন্ধান করার ইচ্ছাকে কী বলে? [ বিআরডিবি'র সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা: ২৩ ]

উত্তর: (খ) অনুসন্ধিৎসা

৩২৬. 'কূলের সমীপে' এর সংক্ষেপ কি? [ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এডমিন অ্যাসিস্ট্যান্ট: ২৩ ]

উত্তর: (গ) উপকূল

৩২৭. 'উপকার করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী? [ বাংলাদেশ টেলিভিশনের উপ-সহকারী প্রকৌশলী: ২৩ ]

উত্তর: (ঘ) উপচিকীর্ষা

৩২৮. অলংকারের ঝংকার’ এর বাক্য সংকোচন কী ? [ এনএসআই এর ওয়াচার কনস্টেবল : ২১ ]

উত্তর: (খ) শিঞ্জন

৩২৯. ‘ মেঘের ধ্বনি ‘ এর বাক্য সংকোচন [ সিএজি’র অডিটর : ২১ ]

উত্তর: (ক) জীমূতেন্দ্র

৩৩০. ‘ বীণার ঝঙ্কার” এর এক কথায় প্রকাশ কী ? [ খাদ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী : ২২ ]

উত্তর: (খ) নিক্কন

    নবীনতর পূর্বতন