উপসর্গ mcq প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: উপসর্গ mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (২২৯)

১. অবলম্বনের 'অব' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত? [ বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার: ২২/ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী: ২০ ]

উত্তর: (খ) সম্যকভাবে

২. কোনটি 'অজ' উপসর্গের যথাযথ প্রয়োগ? [ সমন্বিত ৪ ব্যাংকের সহকারী প্রোগ্রামার: ২০ ]

উত্তর: (খ) অজপাড়াগাঁ

৩. 'আমন্ত্রিত অতিথি সমভিব্যাহারে মন্ত্রি মহোদয় মঞ্চে আরোহণ করলেন।' এ বাক্যে উপসর্গ আছে- [ জনতা ব্যাংকের সিনিয়র অফিসার (টেক্সটাইল): ২০ ]

উত্তর: (গ) সাতটি

৪. 'অভাব' অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? [ ৪১তম বিসিএস ]

উত্তর: (গ) আলুনি

৫. 'আমমোক্তার' শব্দে ব্যবহৃত 'আম' কোন বিদেশি উপসর্গ? [ বেপজার সহকারী ব্যবস্থাপক: ২১ ]

উত্তর: (গ) আরবি

৬. 'অনতিবৃহৎ বনে মৃগ অনুসন্ধান ও সংহার করা সাতিশয় দুঃসাধ্য কার্য।'- বাক্যটিতে মোট উপসর্গ রয়েছে- [ প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২১ ]

উত্তর: (গ) সাতটি

৭. বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক: ২১ ]

উত্তর: (ঘ) অনির্ণেয়

৮. 'উপসর্গ' কী? [ বেসামরিক বিমান চলাচলের সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ২১ ]

উত্তর: (গ) ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ

৯. 'অতিশয়' দ্যোতনা সৃষ্টি করে নিচের কোন উপসর্গ? [ উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসার: ২১ ]

উত্তর: (গ) পরাবাস্তব- পরা

১০. 'অনুধাবন' সমস্তপদটির 'অনু' পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২১ ]

উত্তর: (খ) পশ্চাৎ

১১. দেশি উপসর্গ কোনটি? [ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী: ২১ ]

উত্তর: (গ) অকাজ

১২. বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? [ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক: ২১ ]

উত্তর: (গ) উপভোগ

১৩. 'নিলাজ' শব্দে 'নি' উপসর্গটি- [ রাজউকের ইমারত পরিদর্শক: ২২ ]

উত্তর: (ক) বাংলা

১৪. 'বদনাম' শব্দের 'বদ' কোন ভাষার উপসর্গ? [ সিএজি'র সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক: ২২ ]

উত্তর: (খ) ফারসি

১৫. উপসর্গ একটি শব্দে নিচের কোন ধরনের পরিবর্তন আনতে পারে? [ বিসিআইসি'র সহকারী ব্যবস্থাপক: ২২ ]

উত্তর: (ঘ) ক, খ ও গ সবগুলোই

১৬. নিচের কোনটি ফার্সি উপসর্গ সহযোগে গঠিত শব্দ? [ বিসিআইসি'র সহকারী ব্যবস্থাপক: ২২ ]

উত্তর: (ক) বদনাম

১৭. 'ফুল, হাফ' কোন ধরনের উপসর্গ? [ ডাক বিভাগের পোস্টম্যান: ২২ ]

উত্তর: (গ) ইংরেজি

১৮. সংস্কৃত উপসর্গ 'অব' সাধারণত কোন অর্থে ব্যবহার হয়? [ বিসিআইসি'র সহকারী ব্যবস্থাপক: ২২ ]

উত্তর: (গ) অল্প

১৯. 'উৎক্ষিপ্ত' শব্দে 'উৎ' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২ ]

উত্তর: (ক) ঊর্ধ্বে

২০. কোন উপসর্গটি 'বাংলা' ও 'তৎসম' উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়? [ বাংলাদেশ ব্যাংকের অফিসার: ২২ ]

উত্তর: (ঘ) সু

২১. কোনটি বাংলা উপসর্গ? [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা: ২২ ]

উত্তর: (ঘ) ভর

২২. 'বরখেলাপ' শব্দে 'বর' কোন ধরনের উপসর্গ? [ নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর: ২৩/ বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার: ২২ ]

উত্তর: (ঘ) ফারসি

২৩. 'নিমরাজি' শব্দের 'নিম' উপসর্গটি কোন ভাষার? [ পিএসসি'র জুনিয়র ইন্সট্রাক্টর: ২৩ ]

উত্তর: (ঘ) ফারসি

২৪. উপসর্গযোগে গঠিত শব্দ হলো- [ পিএসসি'র জুনিয়র ইন্সট্রাক্টর: ২৩ ]

উত্তর: (খ) আকাল

২৫. 'সরস' শব্দের 'স' উপসর্গ কি অর্থ প্রকাশ করে? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ২৩ ]

উত্তর: (খ) সঙ্গে

২৬. উপসর্গ কোনটি? [ সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার: ২৩ ]

উত্তর: (ক) অতি

২৭. কোন দু’টি বিদেশী উপসর্গ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১০ ]

উত্তর: (ক) নিম, গর

২৮. 'ইতিকথা' এর 'ইতি' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১২ ]

উত্তর: (খ) বিশিষ্ট

২৯. হররোজ, হরকিসিম, হরহামেশা - এর হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১২ ]

উত্তর: (গ) প্রত্যেক অর্থে

৩০. ‘আবছায়া’, ‘আবডাল’-এ শব্দগুলোতে নিচের কোন উপসর্গটির প্রয়োগ ঘটেছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৪ ]

উত্তর: (খ) আব উপসর্গ

৩১. ‘আনচান’, ‘আনমনা’ শব্দগুলোতে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৩ ]

উত্তর: (ক) আন উপসর্গ

৩২. খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটি? [ সোনালী,জনতা,অগ্রণী ও জনতা অফিসার : ০৮ ]

উত্তর: (গ) অভি

৩৩. উপসর্গকে কোন জাতীয় শব্দাংশ বলা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৩ ]

উত্তর: (ঘ) অব্যয়

৩৪. কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ ? [ পূবালী ব্যাংকের সহকারী অফিসার : ১৯ ]

উত্তর: (ক) ইতিহাস

৩৫. ‘নাবালক’ শব্দের ‘না’ উপসর্গ কোন ভাষা থেকে এসেছে? [ থানা শিক্ষা অফিসার : ০৪ ]

উত্তর: (ক) ফারসি

৩৬. অপমান ও অপবাদ শব্দ দুটি 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১০ ]

উত্তর: (খ) বিপরীত

৩৭. আদান, আগমন শব্দে 'আ' কোন উপসর্গ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১২ ]

উত্তর: (খ) তৎসম

৩৮. কোনটি উপসর্গ নয়? [ সহকারী থানা শিক্ষা অফিসার : ১৫ ]

উত্তর: (ঘ) আমি

৩৯. কার অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৬ ]

উত্তর: (গ) উপসর্গের

৪০. হর কোন উপসর্গ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) খ ও গ

৪১. 'অনু' উপসর্গযুক্ত 'অনুগামী' শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) পশ্চাৎ

৪২. বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত? [ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯ ]

উত্তর: (খ) ২০

৪৩. ‘অথৈ’ শব্দে উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) সীমাহীন

৪৪. ‘লা’ কোন উপসর্গের উদাহরণ [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) আরবি

৪৫. নিচের কোনটি বিদেশী উপসর্গ? [ থানা নির্বাচন অফিসার : ০৪ ]

উত্তর: (ঘ) বে-সামাল

৪৬. ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? [ ১৬তম বিসিএস ]

উত্তর: (গ) নঞর্তক

৪৭. 'অপ' উপসর্গটি 'অপকর্ম' শব্দে কোন অর্থে ব্যবহৃত হয়েছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) নিকৃষ্ট

৪৮. সত্যবই মিথ্যে বলবো না। এখানে ‘বই’- [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) অনুসর্গ

৪৯. কোন শব্দটি বিদেশী উপসর্গযোগে গঠিত হয়েছে? [ অর্থ মন্ত্রণালয়ের অধীনে প্রশাসনিক কর্মকর্তা : ০৪ ]

উত্তর: (ঘ) হরেক

৫০. ‘অন্তঃপুর’-এর ‘অন্তঃ’ কোন উপসর্গ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১২ ]

উত্তর: (ক) সংস্কৃত উপসর্গ

৫১. ‘অবশেষে’ শব্দটির ‘অব’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ০১ ]

উত্তর: (খ) অল্পতা

৫২. অবজ্ঞা ও অবমাননা শব্দ দুটি 'অব' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১০ ]

উত্তর: (গ) প্রতিকূল

৫৩. নিচের কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১০ ]

উত্তর: (গ) গরমিল

৫৪. নিখুঁত, নিখোঁজ প্রভৃতি শব্দের 'নি' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১০ ]

উত্তর: (গ) নাই

৫৫. কোন উপসর্গযোগে ‘নিরেট’ শব্দটি গঠিত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১০ ]

উত্তর: (খ) নি

৫৬. কোন উপসর্গ ‘খ্যাতি’ অর্থে ব্যবহৃত? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১১ ]

উত্তর: (ঘ) প্র

৫৭. খাসমহল, লাপাত্তা, বাজে কথা প্রভৃতি শব্দগুলো কোন উপসর্গ যোগে গঠিত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১২ ]

উত্তর: (ঘ) আরবি উপসর্গ

৫৭. ‘আম’ কোন ভাষার উপসর্গ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১২ ]

উত্তর: (ক) আরবি

৫৮. ‘আধোয়া’ শব্দের ‘আ’-এর অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) অভাব

৫৯. 'দুর্ভাগা' শব্দটি দুর উপসর্গ যোগে গঠিত কোন অর্থে ব্যবহৃত হয়েছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) মন্দ

৬০. নিম্নের কোন শব্দটিতে বাংলা উপসর্গের প্রয়োগ ঘটেছে? [ সমবায় অধিদপ্তরের ২য় শ্রেণির গেজেটেড অফিসার : ৯৭ ]

উত্তর: (খ) হাভাতে

৬১. কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় শব্দে পাওয়া যায় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) আ, সু, বি, নি

৬২. পরি, প্রতি, প্র প্রভৃতি কোন প্রকার উপসর্গের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) তৎসম উপসর্গ

৬৩. 'শরতের পর আসে বসন্ত' -এখানে 'পর' অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) দীর্ঘবিরতি

৬৪. ‘প্রতিবাদ’-এর ‘প্রতি’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) বিরোধ

৬৫. তৎসম উপসর্গ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) প্র

৬৬. উপসর্গ যুক্ত হয় কৃদন্ত বা নাম শব্দের - [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) পূর্বে

৬৭. কোন চারটি তৎসম উপসর্গ এবং বাংলা উপসর্গ উভয় ক্ষেত্রেই রয়েছে? [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]

উত্তর: (গ) আ, নি, বি, সু

৬৮. বর, বদ ও বাজে কোন শ্রেণীর উপসর্গ ব্যবহৃত হয়েছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) বিদেশী

৬৯. ‘আড়’ কোন্ উপসর্গ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) খাঁটি বাংলা

৭০. ‘অনু’ উপসর্গযুক্ত ‘অনুগামী’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) পশ্চাৎ

৭১. ‘পাতি, বি, ভর, রাম’-এগুলো কোন ধরনের উপসর্গ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) খাঁটি বাংলা উপসর্গ

৭২. ‘প্রতি’ কোন ভাষার উপসর্গ? [ [রাজশাহী বিশ্ববিদ্যালয়।ইউনিট : E: ০৭-০৮] ]

উত্তর: (গ) সংস্কৃত

৭৩. অকেজো, অচেনা, প্রভৃতি শব্দের 'অ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ? [ [রাজশাহী বিশ্ববিদ্যালয়।ইউনিট : E: ০৭-০৮] ]

উত্তর: (খ) নিন্দিত

৭৪. নিম্নের কোনটি শব্দের আগে বসে? [ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উপজেলা প্রকল্প কর্মকর্তা : ১৩ ]

উত্তর: (খ) উপসর্গ

৭৫. ‘ইতিকথা’-এর ‘ইতি’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত? [ পানি উন্নয়ন বোর্ড : ২০১৯ ]

উত্তর: (খ) বিশিষ্ট

৭৬. কোনটি উপসর্গের বিভাগ বর্হিভূত ? [ পানি উন্নয়ন বোর্ড অফিস সহকারী: ২০১৯] ]

উত্তর: (খ) সাধিত

৭৭. আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে বাক্যে অবেলা শব্দের কোন উপসর্গ ? [ পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী:২০০৭ ]

উত্তর: (ক) খাঁটি বাংলা

৭৮. কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে? [ ১২তম বিসিএস ]

উত্তর: (ঘ) নিমরাজী

৭৯. উপসর্গ যোগে গঠিত শব্দের অর্থের সংক্ষেপণ কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯ ]

উত্তর: (খ) অকাজ

৮০. নিচের কোনটিতে খাঁটি বাংলা উপসর্গ আছে? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ২০১৩ ]

উত্তর: (খ) আন, আব, ইতি

৮১. 'বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা' এখানে 'বিনে' কি অর্থ প্রকাশ করছে ? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ২০১৩ ]

উত্তর: (গ) ব্যতিরেকে

৮২. অধিকার শব্দে অধি উপসর্গটি হচ্ছে - [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ২০১৩ ]

উত্তর: (খ) তৎসম উপসর্গ

৮৩. কোনগুলো বিদেশী উপসর্গ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯ ]

উত্তর: (ঘ) গর, মিল

৮৪. শব্দের পূর্বে বসে কোনটি ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯ ]

উত্তর: (গ) উপসর্গ

৮৫. ‘পরাজয়ের’--এ শব্দটিতে কোনটি উপসর্গ ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট : ১৯ ]

উত্তর: (খ) পরা

৮৬. উপসর্গের কাজ কী? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫ ]

উত্তর: (গ) নতুন শব্দ গঠন

৮৭. বিদেশী উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯ ]

উত্তর: (গ) খাসকামরা

৮৮. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি ? [ ২৪তম বিসিএস]

উত্তর: (ঘ) উপসর্গ থাকে সামনে এবং প্রত্যয় থাকে পেছনে

৮৯. কোনটি ইংরেজি উপসর্গ ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯ ]

উত্তর: (ক) সাব

৯০. ‘দুর্নাম’ শব্দটি কোন উপসর্গযুক্ত? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯ ]

উত্তর: (ক) তৎসম

৯১. উপসর্গ মূলত - [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯ ]

উত্তর: (ক) অব্যয়সূচক শব্দাংশ

৯২. নিন্দিত অর্থ প্রকাশক কোন্ উপসর্গ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯ ]

উত্তর: (ঘ) কদ

৯৩. নিমরাজি, ফিরোজ শব্দ দুটির নিম ও ফি উপসর্গ দুটি বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে ? [ ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন-(স্কুল/সমপর্যায়)-২০১৫ ]

উত্তর: (ক) ফারসি

৯৪. 'কি হেতু এসেছে কহ বিস্তারিয়া' এখানে 'হেতু' অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে ? [ ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন-(স্কুল/সমপর্যায়)-২০১৫ ]

উত্তর: (গ) নিমিত্ত

৯৫. সুনজর, সুখবর, সুদিন এ শব্দগুলোতে 'সু' কোন উপসর্গ ? [ পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার:২০০৭ ]

উত্তর: (খ) খাঁটি বাংলা

৯৬. উপসর্গ সবসময় শব্দের কোথায় বসে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০ ]

উত্তর: (খ) শব্দের আগে

৯৭. 'বিনির্মাণ' শব্দ 'বি' উপসর্গটি কী অর্থে প্রযুক্ত হয়েছে? [ অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪ ]

উত্তর: (ঘ) ইতিবাচক

৯৮. উপসর্গজাত শব্দ কোনটি? [ পিএসসি কর্তৃক নির্ধারিত ১২ টি পদ : ০১ ]

উত্তর: (ক) অপিচ

৯৯. "নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে" --কোনটির? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ১২ ]

উত্তর: (গ) উপসর্গের

১০০. কোন্ শব্দটি হিন্দি উপসর্গযোগে গঠিত? [ অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪ ]

উত্তর: (গ) হররোজ

১০১. কোন শব্দটিতে উপসর্গ ব্যবহৃত হয়নি ? [ অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪ ]

উত্তর: (খ) লবণ

১০২. খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ- [ অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪ ]

উত্তর: (খ) অবেলা

১০৩. প্র, পরা, অপ- [ ২৬ তম বিসিএস ]

উত্তর: (খ) সংস্কৃত উপসর্গ

১০৪. নিচের কোনটি বিদেশী উপসর্গের উদাহরণ ? [ অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪ ]

উত্তর: (ক) কারসাজি

১০৫. উপসর্গ প্রধানত কয় প্রকার ? [ অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪ ]

উত্তর: (ক) তিন প্রকার

১০৬. খাঁটি বাংলা উপসর্গ কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ৯২ ]

উত্তর: (খ) রাম

১০৭. নিচের কোন শব্দটি তৎসম উপসর্গের উদাহরণ ? [ অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪ ]

উত্তর: (ঘ) পরাজয়

১০৮. ‘প্রভাব’ শব্দের উপসর্গটি কোন শ্রেণীর? [ অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪ ]

উত্তর: (গ) সংস্কৃত

১০৯. ‘লাপাত্তা; শব্দের ‘লা’ উপসর্গটা বাংলা ভাষায় এসেছে- [ ১৭ তম বিসিএস ]

উত্তর: (ক) আরবী ভাষা থেকে

১১০. ‘সেতার’-এর ‘সে’ কোন অর্থ দ্যোতনা করে? [ অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪ ]

উত্তর: (খ) তিন

১১১. উপসর্গ প্রধানত কয় প্রকার ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) তিন প্রকার

১১২. সংস্কৃত উপসর্গ কয়টি? [ বাংলাদশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা -২০১৭ ]

উত্তর: (ক) ২০টি

১১৩. ‘অপ’ উপসর্গটি ‘অপকর্ম’ শব্দে কোন্ অর্থে ব্যবহৃত হয়েছে? [ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তর | বিল্ডিং ওভারশিয়ার : ২০১৮ ]

উত্তর: (ক) নিকৃষ্ট

১১৪. বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে? [ ২৭তম বিসিএস ] [ আল-আরাফাহ ব্যাংক :২০১৩ ]

উত্তর: (গ) একুশ

১১৫. 'আছ তুমি প্রভু জগৎ মাঝারে' এখানে 'মাঝারে' শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ? [ এবি ব্যাংক :২০১৩ ]

উত্তর: (গ) ব্যাপ্তি

১১৬. উপসর্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ? [ বাংলাদেশ কমার্স ব্যাংক:২০১৪ ]

উত্তর: (গ) রূপতত্ত্ব

১১৭. ‘হররোজ’-এর ‘হর’ উপসর্গটি কি অর্থজ্ঞাপক? [ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক:২০১৩ ]

উত্তর: (ক) প্রত্যেক

১১৮. ভিক্ষার চাল কাঁড়া আর আঁকড়া - এই বাক্যে আঁকড়া শব্দের 'আ' কোন উপসর্গ ? [ বাংলাদেশ কৃষি ব্যাংক:২০১৩ ]

উত্তর: (ঘ) খাঁটি বাংলা

১১৯. ‘বাজে কথা’-এর ‘বাজে’ উপসর্গটি কি অর্থ দেয়? [ আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট:২০১৩ ]

উত্তর: (ক) তুচ্ছার্থ

১২০. কু-অভ্যাস, কু-কথা, প্রভৃতি শব্দের 'কু' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ? [ ব্যাংক আলফালাহ :২০১৩ ]

উত্তর: (ক) কুৎসিত

১২১. নিচের কোনটি উপসর্গ নয় ? [ ব্যাসিক ব্যাংক :২০১৩ ]

উত্তর: (খ) আনি

১২২. ‘সজাগ’ শব্দের স-উপসর্গ কোন ভাষার? [ সমাজসেবা অফিসার : ০৭ ]

উত্তর: (গ) বাংলা

১২৩. যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে, তাদের বলে- [ তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা : ৯৭ ]

উত্তর: (ক) উপসর্গ

১২৪. পরীক্ষা শব্দে 'পরি' উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে ? [ ব্যাংক এশিয়া :২০১৩ ]

উত্তর: (ক) সম্যকরূপে

১২৫. বিজ্ঞান শব্দে ‘বি’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]

উত্তর: (গ) বিশেষ

১২৬. ‘বর’ কোন শ্রেণীর উপসর্গ? [ সিটি ব্যাংক :২০১৩] ]

উত্তর: (ঘ) বিদেশী

১২৭. পাতিহাস, পাতিশিয়াল প্রভৃতি শব্দের 'পাতি' উপসর্গটি কোন অর্থ প্রকাশ করেছে ? [ এক্সিম ব্যাংক অফিসার ( ক্যাশ) : ১১ ]

উত্তর: (খ) ক্ষুদ্র

১২৮. অপ কি ধরনের উপসর্গ? [ ৩০ তম বিসিএস ]

উত্তর: (ক) সংস্কৃত

১২৯. 'কদাকার' শব্দটি কোন উপসর্গযোগে গঠিত? [ ৩৭ তম বিসিএস ]

উত্তর: (ক) দেশি উপসর্গ

১৩০. অজমূর্খ শব্দের 'অজ' কোন জাতের উপসর্গ ? [ সিটি ব্যাংক :২০১৩] ]

উত্তর: (ঘ) বাংলা

১৩১. ‘বদমেজাজী’ শব্দের ‘বদ’ কোন ধরনের উপসর্গ? [ বি. আর. টি. এ. সহকারী পরিচালক : ০৫ ]

উত্তর: (খ) ফারসি

১৩২. উপসর্গ যোগে গঠিত শব্দের অর্থের সংক্ষেপণ কোনটি ? [ ডাচ-বাংলা ব্যাংক :২০১৩ ]

উত্তর: (খ) অকাজ

১৩৩. আম, খাস, লা, খর - কোন ভাষার উপসর্গ ? [ ইস্টার্ন ব্যাংক :২০১৩ ]

উত্তর: (খ) আরবি

১৩৪. ‘অমর’-এর ‘অ’ কোন অর্থ প্রকাশক? [ এক্সিম ব্যাংক:২০১৩ ]

উত্তর: (ক) অবিশ্রান্ত

১৩৫. কোনটি ইংরেজি উপসর্গ ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : .২০০৯ ]

উত্তর: (ক) ফুল

১৩৬. খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ- [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : .২০০৯ ]

উত্তর: (খ) অবেলা

১৩৭. ‘উপকূল’, ‘উপকণ্ঠ’ উপশহর’ শব্দগুলোতে কোন উপসর্গ যুক্ত হয়েছে? [ এনএসআই (NSI) - ডেসপাচ রাইডার ও অফিস সহায়ক : ২০২১ ]

উত্তর: (ক) উপ

১৩৮. ‘বিচরণ’ শব্দের ‘বি’ কি অর্থজ্ঞাপক? [ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক অফিসার : ১৬ ]

উত্তর: (ঘ) গতি

১৩৯. কোনটি সংস্কৃত উপসর্গ ? [ নির্বাচন কমিশন সচিবালয়ে থানা/উপজেলা নির্বাচন অফিসার : ২০০৮ ]

উত্তর: (ঘ) পরা

১৪০. ‘পাতিহাঁস’-এর ‘পাতি উপসর্গ কি অর্থ প্রদান করে? [ জনতা ও রূপালী ব্যাংক- অফিসার : ২০১৯ ]

উত্তর: (গ) ছোট

১৪১. কোনটি খাঁটি বাংলা উপসর্গ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) অজানা

১৪২. কোন গুচ্ছটি তৎসম উপসর্গ নয়? [ বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক : ০৫ ]

উত্তর: (গ) আব, স, না, কার

১৪৩. ‘পরি’ উপসর্গ যোগে গঠিত ‘পরিসীমা’ শব্দের অর্থ নিচের কোনটি সঠিক নয়? [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসার রক্ষক) : ২০২১ ]

উত্তর: (ঘ) শেষ

১৪৪. উপসর্গ দ্বারা নিষ্পন্ন শব্দকে কি বলে? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : -২০০১ ]

উত্তর: (ক) উপসর্গ নিষ্পন্ন শব্দ

১৪৫. গর, দর, হর, প্রভৃতি কোন ধরনের উপসর্গ ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : -২০০১ ]

উত্তর: (ঘ) বিদেশী উপসর্গ

১৪৬. 'লা' কোন উপসর্গের উদাহরণ ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : -২০০১ ]

উত্তর: (গ) আরবি

১৪৭. ‘সুনজর’ শব্দটির ‘সু’ কোন প্রকার উপসর্গ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিবার পরিকল্পনা পরিদর্শক/পরিবার কল্যাণ সহকারী : ২০১১ ]

উত্তর: (ঘ) বাংলা উপসর্গ

১৪৮. বাংলা উপসর্গ মোট কয়ভাগে বিভক্ত ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিবার পরিকল্পনা পরিদর্শক/পরিবার কল্যাণ সহকারী : ২০১১ ]

উত্তর: (গ) তিন ভাগে

১৪৯. কোন শব্দ গঠনে উপসর্গ ব্যবহৃত হয়েছে? [ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী : ২০১১ ]

উত্তর: (ঘ) অনাবৃষ্টি

১৫০. নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গের উদাহরণ ? [ তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা : ০৬ ]

উত্তর: (গ) কুকথা

১৫১. ইংরেজি 'Prefix' শব্দকে বাংলায় কী বলে ? [ ৯ম বিজেএস : ১৪ ]

উত্তর: (ঘ) উপসর্গ

১৫২. উপসর্গ কোন জাতীয় শব্দাংশ ? [ জগন্নাথ বিশ্ববিদ্যালয় : ০৭-০৮ ]

উত্তর: (ঘ) অব্যয়

১৫৩. কোনটি খাঁটি বাংলা উপসর্গ ? [ পিটিআই এর শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) অজ

১৫৪. খাঁটি বাংলা উপসর্গ যোগে কোন শব্দটি গঠিত – [ বাংলাদেশ টেলিভিশনের অডিয়েন্স রিসার্চ অফিসার : ০৬ ]

উত্তর: (খ) অজপাড়াগাঁ

১৫৫. ‘অজপাড়াগাঁ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৬ ]

উত্তর: (গ) প্রত্যন্ত

১৫৬. কোনটি বাংলা উপসর্গ ? [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৪ ]

উত্তর: (ঘ) অনা

১৫৭. কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে ? [ ৩২ তম বিসিএস ]

উত্তর: (ঘ) অনাবৃষ্টি

১৫৮. বাংলা উপসর্গ কোনটি ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ৯৩ ]

উত্তর: (খ) পাতি

১৫৯. ‘পাতিহাস’ শব্দটিতে ‘পাতি’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ? [ খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক : ১১ ]

উত্তর: (খ) ছোট

১৬০. ‘হা’ উপসর্গটিতে কোন অর্থে ব্যবহৃত হয় ? [ ঢাবি : ০৮-০৯ ]

উত্তর: (ঘ) অভাব অর্থে

১৬১. কোন চারটি উপসর্গ এবং বাংলা উপসর্গ উভয় ক্ষেত্রেই রয়েছে ? [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]

উত্তর: (গ) নি,বি,সু,আ

১৬২. ‘অপদেবতা’ শব্দে ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ? [ কর্মসংস্থান ব্যাংক ডাটা এন্ট্রি অপারেটর : ১১ ]

উত্তর: (ক) মন্দ অর্থে

১৬৩. ‘উপ’ যোগে গঠিত নিচের কোন শব্দে ‘উপ’ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে ? [ জনতা ব্যাংক এসিসট্যান্ট এক্সিকিউটিভ অফিসার : ১৫ ]

উত্তর: (ক) উপসাগর

১৬৪. নিচের কোন শব্দটিতে ‘উপ’ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে ? [ পরিসংখ্যান ব্যুরোর ডাটা অপারেটর : ১৬ ]

উত্তর: (ঘ) উপনেতা

১৬৫. নিচের কোন উপন্যাসটি সামীপ্য অর্থে ব্যবহৃত হয়েছে ? [ বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন সহকারী ব্যবস্থাপক : ১৩ ]

উত্তর: (ক) উপকূল

১৬৬. নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে ? [ ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা :১৩ ]

উত্তর: (খ) উপগ্রহ

১৬৭. ‘উপগ্রহ’ শব্দটির ‘উপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ০২ ]

উত্তর: (ক) ক্ষুদ্র

১৬৮. নিচের কোনটি তৎসম উপসর্গ নয় ? [ কন্ট্রোলার জেনারেল ফাইন্যান্স এর কার্যালয়ের অধীন অডিটর : ১৪ ]

উত্তর: (ক) দ্বারা

১৬৯. উপসর্গ নিষ্পন্ন শব্দ কোনটি ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৮ ]

উত্তর: (খ) অভিমুখ

১৭০. কোনটি উপসর্গ নিষ্পন্ন শব্দ ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৯ ]

উত্তর: (ঘ) নিবাস

১৭১. বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো ? [ ৯ম বিজেএস : ১৪ ]

উত্তর: (ঘ) অনির্ণেয়

১৭২. ‘নিমরাজি’ শব্দের ‘নিম’ উপসর্গ কী অর্থ নির্দেশ করে ? [ কর্মসংস্থান ব্যাংক অফিসার ( ক্যাশ ) : ১৫ ]

উত্তর: (গ) কম

১৭৩. কোন শব্দে ফারসি উপসর্গ আছে ? [ প্রবাসী কল্যাণ ব্যাংক অফিসার : ১৪ ]

উত্তর: (গ) বেতার

১৭৪. বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি? [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৫ ]

উত্তর: (ক) বেকার

১৭৫. লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটা বাংলা ভাষায় এসেছে- [ ১৭তম বিসিএস]

উত্তর: (ক) আরবি ভাষা থেকে

১৭৬. ‘লাজওয়াব' শব্দটির 'লা' কোন ধরনের উপসর্গ? [ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী : ২০১১ ]

উত্তর: (ক) আরবি উপসর্গ

১৭৭. আরবি ভাষার কোন উপসর্গটি বাংলায় ব্যবহৃত হয়? [ প্রবাসী কল্যাণ ব্যাংক লি.সিনিয়র অফিসার : ১৪]

উত্তর: (খ) লা

১৭৮. কোনটি আরবি উপসর্গ? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক: ০৬ ]

উত্তর: (গ) লাখেরাজ

১৭৯. ‘অভি’ উপসর্গ নিচের যে অর্থে ব্যবহৃত হতে পারে- [ বাংলাদেশ ব্যাংক অফিসার: ১৮]

উত্তর: (ক) সম্যক

১৮০. বিদেশি উপসর্গজাত শব্দের দৃষ্টান্ত- [ বাংলাদেশ ব্যাংক অফিসার: ১৮ ]

উত্তর: (গ) দরদালান

১৮১. কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? [ ৩৯তম বিসিএস ]

উত্তর: খ ও গ

১৮২. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? [ ৩৯তম বিসিএস]

উত্তর: (ক) উপভোগ

১৮৩. ‘উপাচার্য’ শব্দটি কোন উপসর্গ? [পুবালী ব্যাংকের সহকারী অফিসার : ১৯ ]

উত্তর: (ঘ) সংস্কৃত বা তৎসম

১৮৪. ‘প্রতিধ্বনি'- শব্দে ‘প্রতি' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? [ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের অডিটর: ১৯]

উত্তর: (ঘ) সদৃশ

১৮৫. ‘নিচের কোন শব্দটিতে ‘প্রতি’উপসর্গ ভিন্নার্থে প্রযুক্ত? [ দুর্যোগ ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অডিটরঃ ১৯ ]

উত্তর: (ঘ) প্রতিদান

১৮৬. কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ নয়? [ দুর্যোগ ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক: ১৯ ]

উত্তর: (খ) গরগর

১৮৭. উপসর্গযুক্ত শব্দ কোনটি? [সমন্বিত ৫ ব্যাংকের অফিসার (ক্যাশ) : ১৯ ]

উত্তর: (ঘ) কদবেল

১৮৮. সুকঠিন’ শব্দে ‘সু’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ব্যক্তিগত সহকারী: ১৯ ]

উত্তর: (ঘ) আতিশায্য

১৮৯. ‘অধিকার’- শব্দে ‘অধি' উপসর্গটি কি অর্থ নির্দেশ করে? [বিএডিসি'র হিসাব সহকারী: ১৯]

উত্তর: (ঘ) আধিপত্য

১৯০. 'নিদাঘ' শব্দের ‘নি’ উপসর্গটি কোন অর্থ দ্যোতনা বুঝিয়েছে? [ বাংলাদেশ বেতারের সহ-সম্পাদক: ১৯]

উত্তর: (ক) আতিশয্য

১৯১. ‘অঘারাম বাস করে অজপাড়া গায়ে’ ‘অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ? [প্রাথমিক সহকারী সহকারী শিক্ষক: ১৯]

উত্তর: (গ) খাঁটি বাংলা

১৯২. সুনাম' শব্দের ‘সু’ কোন উপসর্গ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

উত্তর: (খ) বাংলা

১৯৩. কোনটি খাঁটি বাংলা উপসর্গ? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

উত্তর: (গ) ইতি

১৯৪. ‘সরব' শব্দের ‘স’ উপসর্গ কি অর্থ প্রকাশ করে? [ সিজিডিএফ এর অডিটর: ১৯]

উত্তর: (খ) সঙ্গে

১৯৫. ‘নিখুঁত’ শব্দের ‘নি' উপসর্গটি কোন প্রকারের? [ বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল অপারেটর: ১৯ ]

উত্তর: (ঘ) খাঁটি বাংলা

১৯৬. “অবেলায় আমি দিলেম পাড়ি, অথৈ সাগরে”- এখানে কয়টি উপসর্গ রয়েছে? [ বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল অপারেটর: ১৯]

উত্তর: (খ) দুইটি

১৯৭. বিপরীতার্থে ‘পরা' উপসর্গ যুক্ত শব্দ কোনটি? [ ১৬তম শিক্ষক নিবন্ধন: ১৯ ]

উত্তর: (ঘ) পরাভব

১৯৮. কোনটি সংস্কৃত উপসর্গ? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯ ]

উত্তর: (ক) পরা

১৯৯. নিচের কোন শব্দে বাংলা উপসর্গ আছে? [ এনএসআই এর ওয়াচার কনস্টেবল: ১৯]

উত্তর: (গ) আগাছা

২০০. ‘পরাভব’ শব্দে ‘পরা’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার: ১৯]

উত্তর: (গ) বিপরীত

২০১. বিদেশী উপসর্গের ব্যবহার রয়েছে নিচের কোন শব্দে? [রূপালি ব্যাংকের অফিসার: ১৯ ]

উত্তর: (ঘ) নাবালক

২০২. ‘আড়চোখে’- শব্দের ‘আড়' উপসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? [ সিজিডিএফ এর জুনিয়র অডিটর: ১৯]

উত্তর: (ঘ) বক্র

২০৩. নিচের কোন শব্দটিতে ইংরেজি উপসর্গ ব্যবহৃত হয়েছে? [সিজিডিএফ এর জুনিয়র অডিটর: ১৯]

উত্তর: (ঘ) ফুলবাবু

২০৪. বে, নিম, ফি, বদ, বর, -ইত্যাদী কোন ভাষার উপসর্গ ? [ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ]

উত্তর: (গ) ফারসি

২০৫. ফারসি ভাষার উপসর্গ কোনটি? [ প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) সহকারী পরিচালক - ২০১৯ ]

উত্তর: (ক) কম

২০৬. উনা ভাতে দুলা বল, বাক্যের উনা উপসর্গের অর্থ দ্যোতকতা কি ? [ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ]

উত্তর: (খ) কম

২০৭. কোনটি খাঁটি বাংলা উপসর্গ ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তর ।। সহকারী পরিকল্পনা কর্মকর্তা -২০১২ ]

উত্তর: (ক) ভর

২০৮. আরবি শব্দ ‘মালুম’ -এর পূর্বে ‘বে’ যুক্ত হয়ে নতুন শব্দ হল ‘বেমালুম’ -এখানে ‘বে’ কোন প্রকার উপসর্গ? [ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ]

উত্তর: (খ) ফারসি

২০৯. খাঁটি বাংলা উপসর্গ কয়টি? [ ২৭ তম বিসিএস ]

উত্তর: (গ) ২১ টি

২১০. অনাচার ও অনাদর শব্দ দুটি কোন উপসর্গযোগে গঠিত ? [ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ]

উত্তর: (খ) খাঁটি বাংলা উপসর্গ

২১১. কোনটি ফারসি উপসর্গ ? [ সমবায় অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির অফিসার : ৯৭ ]

উত্তর: (ক) কার

২১২. কোনটি আরবি উপসর্গ ? [ খাদ্য অধিদপ্তরে উচ্চমান সহকারী: ২০২১ ]

উত্তর: (খ) বাজে

২১৩. নিচের কোনটিতে উপসর্গ ব্যবহৃত হয়নি? [ খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (খ) লবণ

২১৪. নিচের কোনটি বিভক্তি সূচক অনুসর্গের উদাহরণ ? [ খাদ্য অধিদপ্তরে উপ-খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (ক) দ্বারা

২১৫. উপসর্গ কোনটি? [ ২৬তম বিসিএস ] [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) অতি

২১৬. ‘আকাঠ’-এর ‘আ’ কোন অর্থ প্রকাশক? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) মন্দ

২১৭. ‘নিবৃত্তী শব্দটির ‘নি’ কোন প্রকার উপসর্গ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) তৎসম

২১৮. নিখুঁত শব্দটির 'নি' উপসর্গটি কোন প্রকার ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) অর্ধতৎসম

২১৯. ‘খাস’ উপসর্গ কি অর্থজ্ঞাপক? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) নিজের

২২০. নিচের কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় উপসর্গ পাওয়া যায় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) সু বি নি

২২১. ‘দর’ কোন শ্রেণীর উপসর্গ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) বিদেশী

২২২. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? [ ১৫তম বিসিএস ]

উত্তর: (ক) বিপরীত

২২৩. নিচের কোনটি তৎসম উপর্সগ? [ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার : ০৫ ]

উত্তর: (ক) প্র

২২৪. কোনটি উপসর্গ নয়? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক : ১১ ]

উত্তর: (ঘ) অপু

২২৫. এতদিন কোথায় নিখোঁজ ছিলেন ? এ বাক্যে নিখোঁজ উপসর্গটি কোন জাতীয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১২ ]

উত্তর: (খ) খাঁটি বাংলা

২২৬. ‘অঘারাম’-এর ‘অঘা’ কি অর্থ প্রকাশ করে? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৩ ]

উত্তর: (খ) অপদার্থ

২২৭. সুনিপুণ শব্দে 'সু' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৫ ]

উত্তর: (গ) অতিশয়

২২৮. কারখানা, কারসাজি, কারচুপি প্রভৃতি শব্দের 'কার' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৬ ]

উত্তর: (ঘ) কাজ

২২৯. ‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক? [ ১৬তম বিসিএস ]

উত্তর: (গ) দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম

    নবীনতর পূর্বতন