সমাস mcq প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: সমাস mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (৫২০)

১. কোন সমাসে উভয়পদই বিশেষ্য? [ ৯ম প্রভাষক নিবন্ধন: ১৩ ]

উত্তর: (ক) দ্বন্দ্ব

২. পূর্বপদ ও পরপদ উভয়েরই অর্থপ্রাধান্যের ভিক্তিতে নিষ্পন্ন হয় কোন সমাস? [ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ক ইউনিট): ১৩-১৪ ]

উত্তর: (ক) দ্বন্দ্ব

৩. যে সমাসে পরপদের অর্থই প্রধানরূপে বোঝায়, তাকে কোন সমাস বলে? [ ঢাবি. (ক) -ইউনিট): ০১ ]

উত্তর: (ক) কর্মধারয়

৪. দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য থাকে? [ ৭ম প্রভাষক নিবন্ধন: ১১ ]

উত্তর: (খ) পরপদ

৫. পূর্বপদে বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে কী বলে? [ ঢাকা বিশ্ববিদ্যালয় (গ-ইউনিট): ১৪-১৫ ]

উত্তর: (খ) তৎপুরুষ সমাস

৬. অব্যয়ীভাব সমাসে 'অব্যয়' পদের অর্থ- [ ৯ম প্রভাষক নিবন্ধন: ১৩ ]

উত্তর: (খ) প্রধান থাকে

৭. একাধিক পদের এক পদীকরণের নাম- [ এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার: ২১ ]

উত্তর: (খ) সমাস

৮. সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়? [ এনএসআই এর ওয়াচার কনস্টেবল: ২১ ]

উত্তর: (ক) পূর্বপদ

৯. 'মুখচন্দ্র' কোন সমাস? [ দুদকের সহকারী পরিচালক: ২০ ]

উত্তর: (ক) উপমিত কর্মধারয়

১০. 'তুষারধবল' সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ? [ পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জুনিয়র ইন্সট্রাক্টর: ২০ ]

উত্তর: (ঘ) উপমান কর্মধারয়

১১. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? [ দুদকের উপ-সহকারী পরিচালক: ২০ ]

উত্তর: (গ) অহিনকুল

১২. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? [ ৪২তম বিসিএস ]

উত্তর: (ক) সিংহ চিহ্নিত আসন = সিংহাসন

১৩. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? [ ৪১তম বিসিএস ]

উত্তর: (ক) শশব্যস্ত

১৪. 'মুক্তিযুদ্ধ' কোন ধরনের কর্মধারয় সমাস? [ বিএডিসি'র উপ- সহকারী প্রকৌশলী: ২২/ কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ: ২১ ]

উত্তর: (ক) মধ্যপদলোপী

১৫. নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? [ বেপজার সহকারী ব্যবস্থাপক: ২১ ]

উত্তর: (ক) দেশে-বিদেশে

১৬. দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে হয়- [ এনএসআই এর কম্পিউটার অপারেটর: ২১ ]

উত্তর: (গ) বহুব্রীহি সমাস

১৭. 'মহানদী' শব্দের ব্যাসবাক্য কোনটি? [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধান সহকারী: ২১ ]

উত্তর: (গ) মহতী যে নদী

১৮. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? [ রেলপথ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর: ২১ ]

উত্তর: (গ) তুষারশুভ্র

১৯. 'চিকিৎসাশাস্ত্র' কোন সমাস? [ ৪৩তম বিসিএস ]

উত্তর: (ক) কর্মধারয়

২০. 'জিন-পরি' সমাসটি কোন শব্দযোগে সাধিত হয়? [ এনএসআই এর ওয়‍্যারলেস অপারেটর: ২১ ]

উত্তর: (ক) মিলনার্থক

২১. 'মহারাজ' কোন সমাসের উদাহরণ? [ এনএসআই এর ওয়‍্যারলেস অপারেটর: ২১ ]

উত্তর: (খ) কর্মধারয়

২২. 'চালাক-চতুর' কি ধরনের সমাস? [ এনএসআই এর ডেসপাচ রাইডার: ২১ ]

উত্তর: (খ) কর্মধারয়

২৩. 'চৌরাস্তা' কোন সমাসের উদাহরণ? [ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক: ২৩/ এনএসআই এর সহকারী পরিচালক: ২১ ]

উত্তর: (ক) দ্বিগু কর্মধারয়

২৪. কোনটি 'পরপদ' প্রধান সমাস? [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২১ ]

উত্তর: (ক) কর্মধারয়

২৫. প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? [ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী: ২১ ]

উত্তর: (ক) দ্বন্দ্ব সমাসে

২৬. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসবদ্ধ পদ? [ রাজউকের ইমারত পরিদর্শক: ২২ ]

উত্তর: (ক) দম্পতি

২৭. 'বিষাদসিন্ধু' কোন সমাস? [ পিএসসি'র জুনিয়র ইন্সট্রাক্টর: ২৩/ সিএজি'র সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক: ২২ ]

উত্তর: (খ) রূপক কর্মধারয়

২৮. কোনটি রূপক কর্মধারয় সমাস? [ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২ ]

উত্তর: (গ) মনমাঝি

২৯. নিচের কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়? [ সমন্বিত ৫ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২২ ]

উত্তর: (খ) লেনদেন

৩০. কোনটি উপমিত কর্মধারয় সমাস? [ বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার: ২২ ]

উত্তর: (ক) নরসিংহ

৩১. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? [ টিটিসি'র ইন্সট্রাক্টর: ২২ ]

উত্তর: (ক) মুখচন্দ্র

৩২. 'চরণকমল' কোন সমাসের উদাহরণ? [ ডাক বিভাগের পোস্টাল অপারেটর: ২৩ ]

উত্তর: (খ) উপমিত কর্মধারয়

৩৩. 'নবান্ন' এর সন্ধি বিচ্ছেদ করুন [ বন অধিদপ্তরের অফিস সহায়ক: ২৩ ]

উত্তর: (খ) নব+অন্ন

৩৪. সাহেব, বিবি ও গোলাম কি সমাস? [ প্রাণিসম্পদ অধিদপ্তরের ল্যাবরেটরি টেকনিশিয়ান: ২৩ ]

উত্তর: (ঘ) বহুপদী দ্বন্দ্ব

৩৫. রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট: ২৩ ]

উত্তর: (গ) ক্রোধানল

৩৬. সমাসবদ্ধ পদ কোনটি? [ ১৭তম শিক্ষক নিবন্ধন: ২২ ]

উত্তর: (খ) ছাড়পত্র

৩৭. 'ক্রোধানল' শব্দটি কোন সমাস? [ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার: ২২ ]

উত্তর: (গ) রূপক কর্মধারয়

৩৮. 'মুজিববর্ষ' কোন সমাস? [ ১৭তম শিক্ষক নিবন্ধন: ২২ ]

উত্তর: (গ) কর্মধারয় সমাস

৩৯. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? [ যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার: ২২ ]

উত্তর: (ক) নয়-ছয়

৪০. 'অর্ধমৃত' সমাসের সঠিক ব্যাসবাক্য কোনটি? [ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক: ২০ ]

উত্তর: (গ) অর্ধ রূপে মৃত

৪১. 'পুঁথিগত' কোন ধরনের সমাসবদ্ধ পদ- ? [ জনতা ব্যাংকের সিনিয়র অফিসার (টেক্সটাইল): ২০ ]

উত্তর: (খ) তৎপুরুষ

৪২. নিচের কোনটি 'নঞ' তৎপুরুষ সমাসের উদাহরণ? [ এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার: ২১ ]

উত্তর: (খ) আলুনি

৪৩. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস? [ বেসামরিক বিমান চলাচলের প্রকিউরমেন্ট অফিসার: ২১ ]

উত্তর: (ঘ) গরুরগাড়ি

৪৪. 'রাজমিস্ত্রী' শব্দের ব্যাসবাক্য- [ এনএসআই এর ফিল্ড অফিসার: ২১ ]

উত্তর: (গ) মিস্ত্রীর রাজা

৪৫. বিভক্তি লোপ পায় কোন সমাসে? [ এনএসআই এর ফিল্ড অফিসার: ২১ ]

উত্তর: (ঘ) তৎপুরুষ সমাসে

৪৬. 'বর্ণচোরা' কোন ধরনের সমাস? [ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী: ২১ ]

উত্তর: (ঘ) উপপদ তৎপুরুষ

৪৭. 'সংখ্যাতীত' শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি? [ বিসিআইসি'র সহকারী ব্যবস্থাপক: ২২ ]

উত্তর: (গ) সংখ্যাকে অতীত

৪৮. কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস? [ সিজিএ এর অডিটর: ২২ ]

উত্তর: রাজপুত্র ও মৃগশিশু

৪৯. 'ত্রিফলা' কোন সমাস? [ ইসলামী ব্যাংকের ফিল্ড অফিসার: ২২ ]

উত্তর: (খ) দ্বিগু

ব্যাখ্যা: উল্লেখ্য, নবম-দশম শ্রেণির নতুন ব্যাকরণ অনুসারে, 'ত্রিফলা' দ্বিগু কর্মধারয় সমাস।

৫০. 'তপোবন' কোন সমাস? [ ভূমি মন্ত্রণালয়ের হিসাব নিয়ন্ত্রক: ২৩ ]

উত্তর: (খ) চতুর্থী তৎপুরুষ

৫১. কোন শব্দটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত? [ স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনিশিয়ান: ২৩ ]

উত্তর: (ঘ) তেপান্তর

৫২. নিচের কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? [ সমন্বিত ৭ ব্যাংকের অফিসার: ২৩ ]

উত্তর: (খ) জীবনানন্দ

৫৩. 'শশাঙ্ক' শব্দের ব্যাসবাক্য কী হবে? [ জীবন বীমা কর্পোরেশনের অ্যাসিসটেন্ট ম্যানেজার: ২০ ]

উত্তর: (ঘ) শশ অঙ্ক যার

৫৪. নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাস সাধিত? [ রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার (ফাইন্যান্সিয়াল এনালিস্ট): ২০ ]

উত্তর: (ক) দ্বিচক্র

৫৫. 'সুগন্ধি' কি ধরনের সমাস? [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ক্যাশ সরকার: ২১ ]

উত্তর: (গ) বহুব্রীহি

৫৬. নিচের যেটি বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত নয়- [ সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার: ২১ ]

উত্তর: (ঘ) অনুতাপ

৫৭. 'কানে-কলম' কোন সমাসের উদাহরণ? [ এনএসআই এর সহকারী পরিচালক: ২১ ]

উত্তর: (ঘ) অলুক বহুব্রীহি

৫৮. 'অল্পপ্রাণ' যে সমাসের উদাহরণ? [ সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার: ২১ ]

উত্তর: (ঘ) বহুব্রীহি

৫৯. 'দ্বীপ' এর ব্যাসবাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ২২ ]

উত্তর: (গ) দুদিকে অপ যার

৬০. 'দিগম্বর' কোন সমাস? [ ডাক অধিদপ্তরের হিসাব সহকারী: ২২ ]

উত্তর: (ক) বহুব্রীহি

৬১. প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস নয় কোনটি? [ এনআরবিসি ব্যাংকের ট্রেইনি অফিসার: ২২ ]

উত্তর: (ঘ) নাচার

৬২. নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? [ সমন্বিত ৫ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২২ ]

উত্তর: (গ) কানাকানি

৬৩. মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ- [ সমন্বিত ৯ ব্যাংকের অফিসার: ২২ ]

উত্তর: (গ) হাতেখড়ি

৬৪. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস এর উদাহরণ? [ ১৭তম শিক্ষক নিবন্ধন: ২২ ]

উত্তর: (ঘ) কানাকানি

৬৫. বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত কোনটি? [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা: ২২ ]

উত্তর: (ক) দশগজি

৬৬. 'নদীমাতৃক' কোন সমাস? [ স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা: ২২ ]

উত্তর: (খ) বহুব্রীহি

৬৭. 'মহাত্মা' কোন সমাস? [ ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের হিসাব রক্ষক: ২৩ / বন অধিদপ্তরের অফিস সহায়ক: ২৩ ]

উত্তর: (গ) বহুব্রীহি

ব্যাখ্যা: মহান আত্মা যার = মহাত্মা (বহুব্রীহি সমাস)। মহৎ যে আত্মা = মহাত্মা (কর্মধারয় সমাস)।

৬৮. নিম্নের কোনটি বহুব্রীহি সমাস? [ বন অধিদপ্তরের বন প্রহরী: ২৩ ]

উত্তর: (ক) একগুঁয়ে

৬৯. 'হাতেখড়ি' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? [ বিআরডিবি'র সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা: ২৩ ]

উত্তর: (খ) হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে

৭০. 'একগুঁয়ে' কোন সমাস? [ বিআরডিবি'র সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা: ২৩ ]

উত্তর: (গ) সমানাধিকরণ বহুব্রীহি

৭১. 'উদ্বেল' শব্দটি কী অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে? [ জনতা ও রূপালি ব্যাংকের অফিসার: ১৯ ]

উত্তর: (ঘ) অতিক্রম অর্থে

৭২. নিচের কোনটি নিত্য সমাস- [ পিএসসি'র সিনিয়র ইন্সট্রাক্টর: ২১ ]

উত্তর: (খ) গৃহান্তর

৭৩. 'যথারীতি' কোন সমাসের দৃষ্টান্ত? [ ৪৪তম বিসিএস ]

উত্তর: (ক) অব্যয়ীভাব

৭৪. 'হাঘরে' কোন সমাস? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা: ২২ ]

উত্তর: (খ) অব্যয়ীভাব

৭৫. 'অনুগমন' শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ২২ ]

উত্তর: (ক) গমনের পশ্চাৎ

৭৬. নিচের কোনটি সমাসজাত শব্দ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ২২ ]

উত্তর: (ক) কালসাপ

৭৭. নিচের কোনটি অব্যয়ীভাব সমাস? [ সিজিএ এর অডিটর: ২২ ]

উত্তর: (গ) সামীপ্য

৭৮. নিচের কোন শব্দটি নিত্য সমাসের উদাহরণ? [ বাংলাদেশ ব্যাংকের অফিসার: ২২ ]

উত্তর: (ক) একটি মাত্র

৭৯. 'কালান্তর' শব্দটির ব্যাসবাক্য কোনটি? [ ১৭তম শিক্ষক নিবন্ধন: ২২ ]

উত্তর: (ক) অন্যকাল

৮০. কোনটি দ্বন্দ্ব সমাস? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক : ১৩ ]

উত্তর: (গ) হাটেবাজারে

৮১. রাজর্ষি-- [ প্রাথমিক সহকারী শিক্ষক:২০ ]

উত্তর: (ক) যিনি রাজা তিনি ঋষি

৮২. কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩ ]

উত্তর: (খ) আরক্তিম

৮৩. যেসব সমাসের প্রচুর উদাহরণ পাওয়া যায় না, তাকে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:২০ ]

উত্তর: (ক) অপ্রধান সমাস

৮৪. “চন্দ্রের ন্যায় সুন্দর যার মুখ = চন্দ্রমুখ।” এটি কোন সমাসের উদাহরণ? [ দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক : ০৪ ]

উত্তর: (ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি

৮৫. কোন শব্দটি তৎপুরুষ সমাস? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (আলফা ) : ১৪ ]

উত্তর: (গ) মধুমাখা

৮৬. ‘সিংহাসন’ শব্দটি কোন সমাস? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা: ০৯ ]

উত্তর: (খ) মধ্যপদলোপী কর্মধারয়

৮৭. নিচের কোনটি দ্বন্দ্ব সমাস? [ প্রাথমিক সহকারী শিক্ষক:২০ ]

উত্তর: (খ) অহিনকুল

৮৮. 'ছেলেধরা' কোন সমাসের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:২০ ]

উত্তর: (খ) উপপদ তৎপুরুষ

৮৯. কোনটি ‘নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের’ সমস্ত পদ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:২০ ]

উত্তর: (গ) দ্বীপ

৯০. 'পত্নীসহ' কোন সমাসের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:২০ ]

উত্তর: (ঘ) ষষ্ঠী তৎপুরুষ

৯১. মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত - [ প্রাথমিক সহকারী শিক্ষক:২০ ]

উত্তর: (গ) হাসিমাখা মুখ-হাসিমুখ

৯২. "জীবনবীমা" কোন সমাস? [ সাধারণ বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার : ১৯ ]

উত্তর: (ঘ) কোনটিই নয়

৯৩. ’চালাক-চতুর’ কি ধরনের সমাস ? [ এনএসআই এর ডেসপাচ রাইডার: ২১ ]

উত্তর: (খ) কর্মধারয়

৯৪. কেবলমাত্র অব্যয়ের অর্থ যোগে ব্যাসবাক্য গঠিত হয় কোন সমাসে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:২০ ]

উত্তর: (গ) অব্যয়ীভাব

৯৫. কোনটি অব্যয়ীভাব সমাসে উদাহরণ? [ তথ্য অফিসার : ০৫ ]

উত্তর: (খ) প্রতিদিন

৯৬. কোন সমাসে পূর্বপদ বিশেষ্য এবং পরপদ কৃদন্ত পদ হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:২০ ]

উত্তর: (গ) উপপদ তৎপুরুষ সমাস

৯৭. অপ্রধান সমাস কয়টি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:২০ ]

উত্তর: (খ) ৪টি

৯৮. যে সমাসে সমস্যমান পদগুলির পরিবর্তে অন্যপদ প্রধান হয় তাকে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:২০ ]

উত্তর: (ক) বহুব্রীহি

৯৯. ‘হা-ভাত’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:২০ ]

উত্তর: (খ) ভাতের অভাব

১০০. নিচের সমাসবদ্ধ পদগুলোর মাঝে কোনটি ‘ব্যতিহার বহুব্রীহি’র উদাহরণ? [ সাব রেজিস্টার : ০৩ ]

উত্তর: (খ) হাতাহাতি

১০১. দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদে সম্বন্দ্ধ বুঝাবার জন্য কয়টি অব্যয় ব্যবহৃত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:২০ ]

উত্তর: (ক) ৩ টি

১০২. ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? [ ২৬তম বিসিএস ]

উত্তর: ক ও খ

১০৩. ‘পঙ্কজ’ কোন সমাস [ প্রাথমিক সহকারী শিক্ষক:২০ ]

উত্তর: (গ) উপপদ তৎপুরুষ

১০৪. ‘ছাগদুগ্ধ’ এই সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:২০ ]

উত্তর: (ঘ) ছাগীর দুগ্ধ

১০৫. ‘অমিল’-এর ব্যসবাক্য কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:২০ ]

উত্তর: (খ) নেই-মিল

১০৬. কর্মে পরস্পর বুঝাতে দুটি কৃদন্ত বিশেষণ পদে কোন সমাস হয় ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০]

উত্তর: (গ) কর্মধারয়

১০৭. ‘দেশে বিদেশে’ কোন সমাস? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০]

উত্তর: (ক) অলুক দ্বন্দ্ব

১০৮. 'স্মৃতিসৌধ' কোন সমাস? [ রাবি : ০৬-০৭ ]

উত্তর: (ক) উপমান কর্মধারয়

১০৯. ‘অর্ধচন্দ্র’ কোন সমাস? [ আমদানি-রপ্তানি অধিদপ্তরের নির্বাহি অফিসার : ০৭ ]

উত্তর: (ক) বহুব্রীহি

১১০. সমস্তপদকে ভেঙ্গে যে বাক্যাংশ করা হয়, তার নাম কি ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০]

উত্তর: (ঘ) ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য

১১১. ‘উপশহর’ শব্দটি কোন সমাস? [ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক : ৯৪ ]

উত্তর: (গ) অব্যয়ীভাব

১১২. ”উপকন্ঠ” শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি? [ ১৪তম বেসরকারি প্রভাষক নিবন্ধন : .২০১৭ ]

উত্তর: (ক) কন্ঠের সমীপে

১১৩. দ্বিগু সমাসে কোন পদ প্রধান? [ ৭ম বেসরকারী প্রভাষক নিবন্ধন : ১১ ]

উত্তর: (ক) পরপদ

১১৪. কোনটি উপপদ তৎপুরুষ সমাস? [ পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক: ০৭ ]

উত্তর: (খ) খেচর

১১৫. 'প্রতিবাদ' এর সঠিক ব্যাসবাক্য কোনটি ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০]

উত্তর: (গ) প্রতি যে বাদ

১১৬. ‘নীল যে অম্বর = নীলাম্বর’ কোন সমাস? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৪ ]

উত্তর: (খ) তৎপুরুষ

১১৭. কোনটি ‘দ্রুতগামী’ শব্দের ব্যাসবাক্য? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০]

উত্তর: (ঘ) দ্রুত গমন করে যে

১১৮. সমাস ভাষাকে কি করে? [ ২৯তম বিসিএস ]

উত্তর: (ক) সংক্ষেপ করে

১১৯. ‘সুগন্ধি’ কোন সমাস? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০]

উত্তর: (গ) বহুব্রীহি

১২০. "বর্ণচোরা" কোন ধরনের সমসা? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০]

উত্তর: (গ) উপপদ তৎপুরুষ

১২১. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? [ ৩৬তম বিসিএস ]

উত্তর: (ঘ) তপোবন

১২২. কোনটি খাঁটি বাংলা দ্বন্দ্ব সমাসের উদাহরণ ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০]

উত্তর: (খ) চাল - ডাল

১২৩. কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০]

উত্তর: (ঘ) জলে-স্থলে

১২৪. ‘ফুলকুমারী’ শব্দটি কোন সমাস? [রাজশাহী বিশ্ববিদ্যালয়।ইউনিট : E: ০৭-০৮]

উত্তর: (গ) রূপক

১২৫. ‘চিরসুখী’ কোন সমাস? [রাজশাহী বিশ্ববিদ্যালয়।ইউনিট : E: ০৭-০৮]

উত্তর: (গ) দ্বিতীয়া তৎপুরুষ

১২৬. ‘খেয়াঘাট’ সমস্তপদটির ব্যাসবাক্য কি? [ পানি উন্নয়ন বোর্ড : ২০১৯]

উত্তর: (ক) খেয়ার ঘাট

১২৭. ’কদাচার’ শব্দটি কোন সমাস? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ০৯ ]

উত্তর: (ক) কর্মধারয়

১২৮. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? [ ২০তম বিসিএস ]

উত্তর: (খ) ভাই-বোন

১২৯. দেশান্তর কোন সমাস? [ পানি উন্নয়ন বোর্ড : ২০১৯]

উত্তর: (ঘ) নিত্য সমাস

১৩০. ‘জমাখরচ’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? [ সহকারী আবহাওয়াবিদ : ০০ ]

উত্তর: (ক) জমা ও খরচ

১৩১. ‘অসুর’ সমস্ত পদটির ব্যাসবাক্য কি? [পানি উন্নয়ন বোর্ড অফিস সহকারী: ২০১৯]

উত্তর: (ঘ) সুরবিরোধী

১৩২. ‘বইপড়া’ কোন সমাস? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (সুরমা ) : ১৩ ]

উত্তর: (ক) তৎপুরুষ

১৩৩. "ফুলবাগান" কোন সমাস? [পানি উন্নয়ন বোর্ড অফিস সহকারী: ২০১৯]

উত্তর: (গ) ষষ্ঠী তৎপুরুষ

১৩৪. "ঘরেবাইরে" এর সমাস নির্নয় কর । [পানি উন্নয়ন বোর্ড অফিস সহকারী: ২০১৯]

উত্তর: (ক) দ্বন্দ্ব

১৩৫. পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে বলে- [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ( রাইন) : ১৩ ]

উত্তর: (গ) প্রাদী সমাস

১৩৬. "করকমল" কোন সমাস? [ পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী:২০০৭]

উত্তর: (খ) উপমিত কর্মধারয়

১৩৭. 'পদ্মানাভ' কোন সমাসের উদাহরণ ? [ পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী:২০০৭]

উত্তর: (গ) ব্যধিকরণ বহুব্রীহি

১৩৮. 'স্কুল পালানো' কোন সমাসের উদাহরণ ? [ পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী:২০০৭]

উত্তর: (ঘ) পঞ্চমী তৎপুরুষ

১৩৯. মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১০ ]

উত্তর: (গ) হাসিমুখ

১৪০. ‘নীলকণ্ঠ’ কোন সমাস? [ পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী:২০০৭]

উত্তর: (ক) সমানাধিকরণ বহুব্রীহি

১৪১. আমি,তুমি ও সে - [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) আমরা

১৪২. পূর্বপদে ‘প্র’ উপসর্গ যোগে যে সমাস হয় তার নাম কি? [ পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী:২০০৭]

উত্তর: (ক) প্রাদি

১৪৩. ‘দ্বন্দ্ব’ বলতে কি বোঝায়? [ পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী:২০০৭]

উত্তর: (ক) জোড়া

১৪৪. উপাচার্য শব্দটি কোন সমাস সাধিত? [ রাবি : ০৭-০৮ ]

উত্তর: (ক) অব্যয়ীভাব

১৪৫. ‘অনুতাপ’ পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? [ গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকেীশলী : ০৫ ]

উত্তর: (গ) অণুতে যে তাপ

১৪৬. নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়? [ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক : ০৭ ]

উত্তর: (খ) মোমবাতি

১৪৭. সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ? [ ৩১তম বিসিএস ]

উত্তর: (ঘ) অব্যয়ীভাব

১৪৮. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? [ পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী:২০০৭]

উত্তর: (গ) মুখোমুখি

১৪৯. ‘হরবোলা’ কোন সমাস? [ জনতা ব্যাংক লি. অফিসার : ১৭ ]

উত্তর: (গ) উপপদ তৎপুরুষ

১৫০. 'আরক্তিম' কোন সমাসের উদাহরণ ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯]

উত্তর: (ক) অব্যয়ীভাব

১৫১. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ১২ ]

উত্তর: (খ) দম্পতি

১৫২. 'মধুমাখা' এর সঠিক ব্যাসবাক্য কোনটি ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯]

উত্তর: (ক) মধু দ্বারা মাখা

১৫৩. ‘সংখ্যালঘু’ শব্দটি কোন সমাস? [ সহকারী থানা শিক্ষা অফিসার: ১০ ]

উত্তর: (গ) কর্মধারয়

১৫৪. কোনটি তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (তিস্তা) : ১০ ]

উত্তর: (খ) তেলেভাজা

১৫৫. নব রত্নের সমাহার-- [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯]

উত্তর: (খ) নবরত্ন

১৫৬. কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯]

উত্তর: (ঘ) দুদিকে অপ যার - দীপ

১৫৭. নিচের কোনটি নিত্য সমাস? [ ১১তম বেসরকারী শিক্ষক নিবন্ধন : ১৪ ]

উত্তর: (গ) দেশান্তর

১৫৮. ব্যাপ্তি অর্থে কোন তৎপুরুষ সমাস হয় ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯]

উত্তর: (গ) ২য়া

১৫৯. নিচের কোনটি অলুক তৎপুরুষ ? [উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ২০১৩]

উত্তর: (ঘ) গায়েহলুদ

১৬০. সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? [উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ২০১৩]

উত্তর: (খ) রূপতত্ত্বে

১৬১. ‘তালতমাল’ কোন সমাস? [উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ২০১৩]

উত্তর: (ক) দ্বন্দ্ব

১৬২. কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস ? [উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ২০১৩]

উত্তর: (খ) কাগজ-পত্র

১৬৩. পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়? [উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ২০১৩]

উত্তর: (ক) সমানাধিকরণ

১৬৪. দিনদিন = প্রতিদিন - কোন অর্থে অব্যয়ীভাব ? [উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ২০১৩]

উত্তর: (খ) বিপ্‌সা

১৬৫. অনুতাপ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি ? [উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ২০১৩]

উত্তর: (ঘ) তাপের পশ্চাৎ

১৬৬. কোন শব্দটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন? [ টেলিভিশন প্রকেীশলী : ০৪ ]

উত্তর: (ক) বীণাপাণি

১৬৭. সমাসবদ্ধ পদের পূর্ববর্তী পদকে কি বলে ? [উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ২০১৩]

উত্তর: (ক) পূর্বপদ

১৬৮. ‘অলৌকিক’ কোন সমাস? [উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ২০১৩]

উত্তর: (গ) নঞ তৎপুরুষ

১৬৯. ‘কানাকানি’ শব্দটি কোন সমাস? [উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ২০১৩]

উত্তর: (ক) বহুব্রীহি

১৭০. ‘বিষবৃক্ষ’ কোন সমাস? [উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ২০১৩]

উত্তর: (ক) কর্মধারয় সমাস

১৭১. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস? [ ৮ম প্রভাষক নিবন্ধন : ১২ ]

উত্তর: (খ) মৌমাছি

১৭২. নঞ বহুব্রীহি সমাসে সাধিত পদটি কোন পদ হয় ? [ পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার:২০০৭]

উত্তর: (গ) বিশেষণ পদ

১৭৩. তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রধান হয় ? [ পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার:২০০৭]

উত্তর: (ক) পরপদের

১৭৪. ‘তুষারশুভ্র’ -এর ব্যাসবাক্য কি? [ পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার:২০০৭]

উত্তর: (ক) তুষারের ন্যায় শুভ্র

১৭৫. ‘গা-ঢাকা’ কোন তৎপুরুষ সমাস? [ পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার:২০০৭]

উত্তর: (ঘ) দ্বিতীয়া

১৭৬. "খবরবার্তা" কোন সমাস? [ পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার:২০০৭]

উত্তর: (গ) দ্বন্দ্ব

১৭৭. সমাস নিষ্পন্ন পদটির নাম কি? [ সমন্বিত ৮ ব্যাংক সিনিয়র অফিসার :১৮ ]

উত্তর: (ঘ) সমস্ত পদ

১৭৮. 'তেপান্তর' কোন সমাসের উদাহরণ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক(শীতলক্ষ্যা): ১৩ ]

উত্তর: (ক) দ্বিগু

১৭৯. যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের বিলুপ্তি ঘটে তাকে কি বলা হয়? [ পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার:২০০৭]

উত্তর: (ঘ) মধ্যপদলোপী কর্মধারয়

১৮০. "মিশকালো" এর সমাস নিচের কোনটি? [ পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার:২০০৭]

উত্তর: (ক) উপমান কর্মধারয়

১৮১. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (পদ্মা ) : ১২ ]

উত্তর: (গ) পরপদ

১৮২. কোনটি নিত্য সমাসের উদাহরণ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১২ ]

উত্তর: (ঘ) দর্শনমাত্র

১৮৩. ঈষৎ রক্তিম = আরক্তিম -এখানে ‘আ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪]

উত্তর: (খ) ঈষৎ

১৮৪. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? [অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪]

উত্তর: (ক) বিমনা

১৮৫. যে সমাসে সমস্যমান পদের পরিবর্তে অন্যপদ প্রধান হয় তাকে কি বলে? [অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪]

উত্তর: (গ) বহুব্রীহি

১৮৬. একঘরে কোন সমাস? [অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪]

উত্তর: (ক) বহুব্রীহি

১৮৭. 'লাঠালাঠি' শব্দটির সমাস-- [অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪]

উত্তর: (খ) বহুব্রীহি

১৮৮. সাধারণত কোন সমাসে কোনো ব্যাসবাক্য হয় না ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তর : ১৪ ]

উত্তর: (খ) নিত্য সমাস

১৮৯. ‘ ফিকানীল” এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী : ১৯ ]

উত্তর: (গ) নীলের অভাব

১৯০. ‘আমূল’ শব্দের ব্যাসবাক্য কোনটি ? [ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর অডিটর : ১৯ ]

উত্তর: (ঘ) মূল পর্যন্ত

১৯১. তৎপুরুষ সমাস কয় প্রকার ? [অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪]

উত্তর: (ঘ) ৯ প্রকার

১৯২. যে সমাসে পূর্ব পদের বিভক্ত লোপ হয় না তাকে বলে- [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ( পদ্মা ) : ১৩ ]

উত্তর: (ঘ) অলুক সমাস

১৯৩. কোনটি বহুব্রীহি সমাস? [ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (গোলাপ) : ১১ ]

উত্তর: (খ) দশানন

১৯৪. "টাকা-পয়সা" কোন ধরনের সমাস? [অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪]

উত্তর: (খ) দ্বন্দ্ব

১৯৫. পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম- [ গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক : ০৩ ]

উত্তর: (গ) সমাস

১৯৬. যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলে- [ ২৩তম বিসিএস ]

উত্তর: (ঘ) নিত্য সমাস <

১৯৭. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের সমস্ত পদ ? [অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪]

উত্তর: (গ) দ্বীপ

১৯৮. সপ্তমী তৎপুরুষের উদাহরণ কোনটি ? [অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪]

উত্তর: (খ) তালকানা

১৯৯. ‘প্রাণপাখি’ কোন সমাস? [অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪]

উত্তর: (ক) রূপক কর্মধারয়

২০০. চাঁদমুখ কোন সমাস? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক : ১৩ ]

উত্তর: উপমিত ও রূপক

২০১. ‘কাজল-কাল’ -এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) কাজলের ন্যায় কালো

২০২. ‘অনুপ্রেরণা’ কোন মাসের উদাহরণ? [অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪]

উত্তর: (ঘ) অব্যয়ীভাব সমাস

২০৩. জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত? [ ৩০তম বিসিএস ]

উত্তর: (ক) মধ্যপদলোপী কর্মধারয়

২০৪. 'বিশ্বকবি' সমাস কি হবে? [ কর্মসংস্থান ব্যাংক ডাটা এন্ট্রি অপারেটর: ১১ ]

উত্তর: (ঘ) বিশ্বের কবি

২০৫. অহিনকুল কোন সমাস? [ পিটিআই এর ইন্সট্রাক্টর: ১৯ ]

উত্তর: (ঘ) দ্বন্দ্ব

২০৬. 'পকেট মার' কোন সমাসের উদাহরণ ? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (খ) উপপদ তৎপুরুষ

২০৭. 'হাতেখড়ি' কোন সমাসের উদাহরণ ? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি

২০৮. ‘চাঁদমুখ’ এর ব্যাসবাক্য হলো- [ ২৫তম বিসিএস ]

উত্তর: (খ) চাঁদের মত মুখ

২০৯. কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ ? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (খ) দ্বীপ

২১০. ‘স্কুল পালানো’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (খ) স্কুল থেকে পালানো

২১১. কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ ? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (খ) তুষারের ন্যায় শুভ্র - তুষারশুভ্র

২১২. সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয়- [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (খ) উপমিত কর্মধারয়

২১৩. 'প্রপিতামহ' কি অর্থে অব্যয়ীভাব সমাস ? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (গ) দূরবর্তী

২১৪. দশানন সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (ঘ) দশ আনন আছে যার

২১৫. ‘বিপত্মীক’ শব্দটির সমাস হ’ল- [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (গ) বহুব্রীহি

২১৬. 'ঘরজামাই' কোন সমাস ? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (ঘ) মধ্যপদলোপী কর্মধারয়

২১৭. উভয় পদের অর্থ প্রধান হয় কোন সমাসে ? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (ক) দ্বন্দ্ব

২১৮. হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস ? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (গ) সমার্থে

২১৯. আরক্তিম কোন অর্থে ব্যবহৃত হয় ? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (গ) ঈষৎ

২২০. আশীতে বিষ যার = আশীবিষ -কোন বহুব্রীহি সমাস? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (ক) ব্যধিকরণ

২২১. ‘মুখ চন্দ্রের ন্যায়’ -কোন সমাস? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (ঘ) উপমিত কর্মধারয়

২২২. নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস? [ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক : ৯৪ ]

উত্তর: (ঘ) যাকে ও তাকে = যাকে তাকে

২২৩. প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়- [ ২৭তম বিসিএস ]

উত্তর: (গ) উপমেয়

২২৪. 'কাঁচামিঠা' এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপ আঞ্চলিক ব্যবস্থাপক : ১৩ ]

উত্তর: (খ) যা কাচাঁ তাই মিঠা

২২৫. ‘পুষ্পসৌরভ’ কোন সমাসের উদাহরণ? [ ৩৮তম বিসিএস ]

উত্তর: (ঘ) তৎপুরুষ

২২৬. "কাপুরুষ" এর সমাস নিচের কোনটি? [ B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ১৯-২০ ]

উত্তর: (খ) কর্মধারয়

২২৭. সমাসের সাথে কোনটির কিছুটা মিল আছে ? [ B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ১৯-২০ ]

উত্তর: (গ) সন্ধি

২২৮. যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে? [ B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ১৯-২০ ]

উত্তর: (ঘ) দ্বিগু সমাস

২২৯. ‘হাতাহাতি’ কোন সমাসের উদাহরণ? [ B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ১৯-২০ ]

উত্তর: (গ) বহুব্রীহি

২৩০. ‘লাঠালাঠি’ এটি কোন সমাস? [ ২৬তম বিসিএস ]

উত্তর: (খ) ব্যতিহার বহুব্রীহি সমাস

২৩১. ছদ্মবেশী সমাস কোনটি? [ B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ১৯-২০ ]

উত্তর: (খ) বাসর

২৩২. নিচের কোনটি কর্মধারয় সমাসের অধীনে নয় ? [ B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ১৯-২০ ]

উত্তর: (খ) অলুক

২৩৩. নিচের কোনটি উপপদ সমাস? [ B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ১৯-২০ ]

উত্তর: (গ) ছেলে ধরে যে

২৩৪. যে সমাসে পদগুলি নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, তাহাকে কোন সমাস বলে? [ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক : ৯৯ ]

উত্তর: (ক) নিত্য সমাস

২৩৫. সমাস শব্দের অর্থ কি ? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক ( দানিয়ুব) : ১৩ ]

উত্তর: (খ) সংক্ষেপণ

২৩৬. ‘মহর্ষি’ কোন সমান? [ B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ১৯-২০ ]

উত্তর: (খ) কর্মধারয়

২৩৭. 'জলে-স্থলে' কী সমাস? [ ৩৭তম বিসিএস ]

উত্তর: (গ) অলুক দ্বন্দ্ব

২৩৮. ‘যিনি জজ তিনি সাহেব’ কোন সমাস? [ B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ১৯-২০ ]

উত্তর: (ঘ) কর্মধারয় সমাস

২৩৯. যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের বিলুপ্তি ঘটে তাকে কি বলা হয়? [ B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ১৯-২০ ]

উত্তর: (ঘ) মধ্যপদলোপী কর্মধারয়

২৪০. ‘শতাব্দী’ কোন সমাস? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী: ১৩ ]

উত্তর: (ক) দ্বিগু সমাস

২৪১. "গজমূর্খ" কোন সমাস? [ B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ১৯-২০ ]

উত্তর: (ক) উপমান কর্মধারয়

২৪২. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১২ ]

উত্তর: (ক) অলুক

২৪৩. দ্বিগু সমাস কোন অর্থে ব্যবহৃত হয় ? [ B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ১৯-২০ ]

উত্তর: (ক) সমাহার

২৪৪. ‘চা-বাগান’ শব্দটির ব্যাসবাক্য কি? [ B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ১৯-২০ ]

উত্তর: (গ) চায়ের বাগান

২৪৫. ‘কলুর বলদ’ কোন সমাস? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (মিসিসিপি): ১৩ ]

উত্তর: (খ) অলুক তৎপুরুষ

২৪৬. নিত্য সমাসের উদাহরণ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) দেশান্তর

২৪৭. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ? [ বাংলাদশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা -২০১৭ ]

উত্তর: (ক) মরণ পর্যন্ত - আমরণ

২৪৮. চেীরাস্তা কোন সমাসের উদাহরণ ? [ বিমান বাংলাদশ এয়ারলাইন্সের ট্রাফিক: ২৩ ]

উত্তর: (ক) দ্বিগু কর্মধারয়

২৪৯. কোনটি নিত্য সমাসের সমস্ত পদ ? [ সমন্বিত ৫ ব্যাংকের অফিসার : ১৯ ]

উত্তর: (গ) গ্রামান্তর

২৫০. ন আদর - অনাদর। এটি কোন সমাসের উদাহরণ? [ বাংলাদশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা -২০১৭ ]

উত্তর: (ঘ) নঞ তৎপুরুষ

২৫১. "ছাত্রবৃন্দ" কোন সমাস? [ বাংলাদশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা -২০১৭ ]

উত্তর: (গ) ষষ্ঠী তৎপুরুষ

২৫২. আয়ের উপর কর = আয়কর, কোন সমাস? [ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তর | বিল্ডিং ওভারশিয়ার : ২০১৮ ]

উত্তর: (খ) মধ্যপদলোপী কর্মধারয়

২৫৩. কোনটি বিরোধার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ ? [ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তর | বিল্ডিং ওভারশিয়ার : ২০১৮ ]

উত্তর: (ক) দা-কুমড়া

২৫৪. কোনটি ‘অলুক দ্বন্দ্ব’ সমাসের উদাহরণ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ০৯ ]

উত্তর: (ক) ঘরে-বাইরে

২৫৫. 'আশীবিষ' অর্থ কি ? [ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তর | বিল্ডিং ওভারশিয়ার : ২০১৮ ]

উত্তর: (ক) ভুজঙ্গ

২৫৬. 'অনুতাপ' (তাপের পশ্চাৎ) কোন সমাস? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (শিউলী ) : ০১ ]

উত্তর: (ক) অব্যয়ীভাব

২৫৭. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? [আল-আরাফাহ ব্যাংক :২০১৩]

উত্তর: (খ) সুগন্ধি

২৫৮. নিমিত্তার্থে কোন তৎপুরুষ সমাস হয় ? [আল-আরাফাহ ব্যাংক :২০১৩]

উত্তর: (খ) ৪র্থী

২৫৯. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (তিস্তা ) : ১০ ]

উত্তর: (ঘ) ঊনপাঁজুরে

২৬০. 'জজ সাহেব' কোন সমাসের উদাহরণ? [ ৩৫তম বিসিএস ]

উত্তর: (খ) কর্মধারয়

২৬১. ‘শতাব্দী’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [এবি ব্যাংক :২০১৩]

উত্তর: (গ) শত অব্দের সমাহার

২৬২. কোন সমাসে ব্যাস বাক্যের প্রয়োজন হয় না ? [এবি ব্যাংক :২০১৩]

উত্তর: (ঘ) নিত্য সমাস

২৬৩. ‘জলচর’ কোন সমাস? [বাংলাদেশ কমার্স ব্যাংক:২০১৪ ]

উত্তর: (ক) উপপদ তৎপুরুষ

২৬৪. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস? [বাংলাদেশ কমার্স ব্যাংক:২০১৪ ]

উত্তর: (খ) মুখে ভাত

২৬৫. দুই এবং নব্বই = বিরানব্বই কোন ধরনের সমাসের উদাহরণ ? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী পরিচালক : ১৬ ]

উত্তর: (ঘ) নিত্য সমাস

২৬৬. ‘সোনামুখী’ কোন সমাস? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (মিসিসিপি ) : ১৩ ]

উত্তর: (ঘ) মধ্যপদলোপী

২৬৭. 'লঙ্কা বাটা' এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [ ৮ম প্রভাষক নিবন্ধন : ১২ ]

উত্তর: (খ) যা লঙ্কা তাই বাটা

২৬৮. 'পুরুষসিংহ' কোন সমাস ? [বাংলাদেশ কমার্স ব্যাংক:২০১৪ ]

উত্তর: (গ) কর্মধারয় সমাস

২৬৯. কোনটি নিত্য সমাসের সমস্তপদ ? [ সোনালী ও জনতা ব্যাংক অফিসার ( আইটি ) : ১৯ ]

উত্তর: (গ) গ্রামান্তর

২৭০. অর্থসঙ্গতি বিশিষ্ট একাধিক পদের একপদে পরিণত হওয়ার নাম কি ? [বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক:২০১৩ ]

উত্তর: (ক) সমাস

২৭১. ‘সহোদর’ কোন সমাস? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (দাজলা ) : ১৩ ]

উত্তর: (গ) বহুব্রীহি

২৭২. ‘গোবর গণেশ’ কোন সমাস? [ তথ্য মন্ত্রণালয়ের অধীন সহকারী পরিচালক ( গ্রেড-২ ) : ০৩ ]

উত্তর: (খ) মধ্যপদলোপী কর্মধারয়

২৭৩. কোনটি দ্বিগু সমাস? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (জবা): ১১ ]

উত্তর: (খ) চৌরাস্তা

২৭৪. 'নবপৃথিবী' এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [ ৭ম প্রভাষক নিবন্ধন: ১১ ]

উত্তর: (ঘ) নব যে পৃথিবী

২৭৫. কোনটি প্রাদি সমাস? [ বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন সহকারী ব্যবস্থাপক : ১৩ ]

উত্তর: (ক) অবিমুখ

২৭৬. কোন সমাসে কোন ব্যাসবাক্য হয় না? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তর : ১৪ ]

উত্তর: (গ) নিত্য সমাসে

২৭৭. 'নদীমাতৃক' শব্দের সমাস হল- [ ৬ষ্ঠ বিজেএস পরীক্ষা : ১১ ]

উত্তর: (ক) নদীতে মাতা আছে যার

২৭৮. ‘পঞ্চনদ’ কোন সমাসের উদহারণ? [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার: ১০ ]

উত্তর: (গ) দ্বিগু

২৭৯. অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থ প্রধান হয় ? [বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক:২০১৩ ]

উত্তর: (ক) পূর্বপদ

২৮০. নিচের কোনটি কর্মধারয় সমাস? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ( ক্যামেলিয়া ) : ১২ ]

উত্তর: ক ও ঘ

২৮১. ‘জায়া ও পতি’ সমাস করলে কি হয়? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫ ]

উত্তর: (গ) দম্পতি

২৮২. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? [ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক : ৯৪ ]

উত্তর: (খ) মহাত্মা

২৮৩. কোনটি দ্বন্দ্ব সমাস? [ পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার:২০০৭]

উত্তর: (গ) হাট-বাজার

২৮৪. 'রাজহাঁস' এর সঠিক ব্যাসবাক্য কোনটি ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০]

উত্তর: (খ) হাঁসের রাজা

২৮৫. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১০ ]

উত্তর: (ঘ) অহি নকুল

২৮৬. ‘হাভাতে’ কোন সমাস? [ ডাক বিভাগের পোস্টাল অপারেটর: ২৩]

উত্তর: (খ) অব্যয়ীভাব

২৮৭. অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি কোন পদ হয় ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০]

উত্তর: (খ) বিশেষণ

২৮৮. ‘গরমিল’ -এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [ ৭ম শিক্ষক নিবন্ধন : ১১ ]

উত্তর: (ক) মিলের অভাব

২৮৯. সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে? [ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরের সহকারী পরিদর্শক : ০৫ ]

উত্তর: (খ) শেষ পদে

২৯০. ‘বেতমিজ’ কোন তৎপুরুষ সমাস? [ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক: ০৬ ]

উত্তর: (ঘ) নঞ

২৯১. অলুক তৎপুরুষ সমাস ‘তেলেভাজা’র ব্যাসবাক্য কি? [বাংলাদেশ কৃষি ব্যাংক:২০১৩ ]

উত্তর: (ক) তেলেভাজা

২৯২. দ্বিগু সমাসে কোন পদের অর্থের প্রধান হয় ? [বাংলাদেশ কৃষি ব্যাংক:২০১৩ ]

উত্তর: (ক) পরপদ

২৯৩. কোন বহুব্রীহি সমাস কোনো নিয়মের অধীন নয় ? [আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট:২০১৩ ]

উত্তর: (ঘ) নিপাতনে সিদ্ধ বহুব্রীহি

২৯৪. অরুণের মত রাঙা = অরুণরাঙা- কোন কর্মধারয় সমাস? [আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট:২০১৩ ]

উত্তর: (ঘ) উপমান

২৯৫. পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (বসন্ত): ১০ ]

উত্তর: (খ) তৎপুরুষ

২৯৬. 'শশব্যস্ত' কোন সমাস(শশকের ন্যায় ব্যস্ত)? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) কর্মধারয়

২৯৭. কোন পদটি রূপক কর্মধারয় সমাস নয়? [ নির্বাচন কমিশন সচিবালয়ের উপজেলা অফিসার : ০৮ ]

উত্তর: (ঘ) যুবজানি

২৯৮. ‘ছেলে-মেয়ে’ কোন প্রকার দ্বন্দ্ব সমাস? [ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক: ০৬ ]

উত্তর: (ক) সাধারণ দ্বন্দ্ব

২৯৯. ‘ছাপোষা’ কোন শ্রেণীর বহুব্রীহি সমাস? [আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট:২০১৩ ]

উত্তর: (খ) ব্যধিকরণ

৩০০. নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ? [ ৭ম শিক্ষক নিবন্ধন: ১১ ]

উত্তর: (ক) সাতসমুদ্র

৩০১. কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? [আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট:২০১৩ ]

উত্তর: (ক) কলেছাঁটা

৩০২. দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি ? [ব্যাংক আলফালাহ :২০১৩]

উত্তর: (গ) বহুব্রীহি

৩০৩. মধ্যপদলোপী কর্মধারয়ের দৃষ্টান্ত – [ ১৩তম বিসিএস ]

উত্তর: (গ) হাসিমাখা মুখ = হাসিমুখ

৩০৪. ‘বেহায়া’ কেন সমাস? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০১ ]

উত্তর: (ঘ) অব্যয়ীভাব সমাস

৩০৫. পরপদের অপর নাম কি ? [ব্যাংক আলফালাহ :২০১৩]

উত্তর: (ঘ) উত্তরপদ

৩০৬.‘ আমরা’ এ শব্দটিকে ভেঙ্গে লিখলে হবে- [ রাবি : ০৯-১০ ]

উত্তর: (গ) তুমি , আমি ও সে

৩০৭. সমাস সাধিত পদ কোনটি? [ ৮ম বেসরকারী শিক্ষক নিবন্ধন : ১২ ]

উত্তর: (গ) দম্পতি

৩০৮. পথে ও প্রান্তরে = পথে প্রান্তরে - এটি কোন সমাস ? [ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স এর কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর: ২০১৪ ]

উত্তর: (খ) দ্বন্দ্ব

৩০৯. নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস ? [ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক : ৯৪ ]

উত্তর: (খ) সাপে ও নেউলে = সাপে নেউলে

৩১০. অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি ? [ ১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-(স্কুল/সমপর্যায়)-২০১৪ ]

উত্তর: (ক) দুধে-ভাতে

৩১১. অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? [ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা/সহকারী অ্যাডজুটেন্ট- ২০১৫ ]

উত্তর: (ক) মায়ে ঝিয়ে

৩১২. বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -যমুনা- ২০১২ ]

উত্তর: (গ) কর্মধারয়

৩১৩. 'খাসমহল' ( খাস যে মহল ) কোন সমাস ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (শীতলক্ষা ) : ১৩ ]

উত্তর: (ক) কর্মধারয়

৩১৪. 'হারামণি' কোন সমাস (হারিয়েছে যে মণি)? [ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক (শাপলা) :২০১১ ]

উত্তর: (খ) কর্মধারয়

৩১৫. নরাধম শব্দটি কোন সমাস ? [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর-২০১৪ ]

উত্তর: (গ) দ্বন্দ্ব

৩১৬. শ্বেতবস্ত্র’ শব্দটি কোন সমাস? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা -বেলী- .২০০৯ ]

উত্তর: (খ) কর্মধারয় সমাস

৩১৭. সিংহাসন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার-২০১০ ]

উত্তর: (ক) সমাস

৩১৮. মৌমাছি' কোন সমাস (মৌ সংগ্রহকারী মাছি)? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -কর্ণফুলী- ২০১২ ]

উত্তর: (গ) কর্মধারয়

৩১৯. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (নাগালিঙ্গম ) : ২০১২ ]

উত্তর: (ঘ) একাদশ (একের অধিক দশ)

৩২০. সংবাদপত্র কোন সমাস? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-২০১৫ ]

উত্তর: (ক) মধ্যপদলোপী কর্মধারয়

৩২১. বক ধার্মিক কোন সমাসের উদাহরণ? [ ঢাবি -০৬-০৭ ]

উত্তর: (খ) উপমান কর্মধারয়

৩২২. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি ? [ ৯ম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ২০১৩ ]

উত্তর: (গ) তুষারশুভ্র

৩২৩. 'তুষারশুভ্র' কোন সমাসের উদাহরণ ? [ কর্মসংস্থান ব্যাংক এসিসট্যান্ট অফিসার ( ক্যাশ ) : ১২ ]

উত্তর: (ক) উপমান কর্মধারয়

৩২৪. কোনটি রুপক কর্মধারয় সমাস ? [ ১৬তম বেসরকারি শিক্ষক নিবন্ধন :২০১৯ ]

উত্তর: (খ) কালস্রোত

৩২৫. কোনটি রুপক কর্মধারয় সমাস ? [ পিএসসির সহকারী পরিচালক : ০৬ ]

উত্তর: (খ) ভবনদী

৩২৬. 'চাঁদের ন্যায় মুখ'= চাঁদমুখ। কোন প্রকারের কর্মধারয় ? [ ১২তমম বেসরকারি শিক্ষক নিবন্ধন :২০১৫ ]

উত্তর: (ক) উপমিত কর্মধারয়

৩২৭. ‘ফুলকুমারী’ সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য- [ বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর : ১৯ ]

উত্তর: (ঘ) কুমারী ফুলের ন্যায়

৩২৮. ‘পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ' এটি যে সমাসের উদাহরণ তার নাম হচ্ছে— [ ঢাকা বিশ্ববিদ্যালয় (গ-ইউনিট): ৯৩-৯৪ ]

উত্তর: (খ) উপমিত কর্মধারয়

৩২৯. ‘সিংহপুরুষ’ কোন সমাস? [ ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা: ১৬ ]

উত্তর: (গ) উপমিত কর্মধারয়

৩৩০. কচুকাটা’র সঠিক ব্যাসবাক্য— [ ঢাকা বিশ্ববিদ্যালয়: ০২-০৩ ]

উত্তর: (ক) কচুর মতো কাটা

৩৩১. উপসর্গের সাহায্যে কর্মধারয় সমাস গঠনের উদাহরণ- [ সোনালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৮ ]

উত্তর: (ক) সকাল

৩৩২. সহচর শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ- [বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ১৮ ]

উত্তর: (ক) ধূতি-চাদর

৩৩৩. মহানবী’ কোন সমাস? [ পেট্রোবাংলার হিসাব সহকারী: ১৯ / সোনালী ব্যাংক লি. অফিসার: ১৮ ]

উত্তর: (ঘ) কর্মধারয়

৩৩৪. ‘অধর পল্লব’ কোন সমাসের উদাহরণ? [ সোনালী ব্যাংকের অফিসার : ১৯ ]

উত্তর: (ক) কর্মধারয়

৩৩৫. কাজলকালো’ কোন সমাস? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক: ১৯ ]

উত্তর: (ক) উপমান কর্মধারয়

৩৩৬. কাঁচকলা’ কোন সমাসভুক্ত? [ পল্লী সঞ্চয় ব্যাংকের ক্যাশ সহকারী: ১৮ ]

উত্তর: (ক) কর্মধারয়

৩৩৭. বিষাদ সিন্ধু' কোন সমাস? [ পুবালী ব্যাংকের সহকারী অফিসার: ১৯ ]

উত্তর: (খ) রূপক কর্মধারয়

৩৩৮. বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয় কোনটি? [ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ব্যক্তিগত সহকারী: ১৯ ]

উত্তর: গ,ঘ

৩৩৯. রেলগাড়ি’-কোন সমাসের উদাহরণ? [ বিএডিসি'র হিসাব সহকারী: ১৯ ]

উত্তর: (খ) মধ্যপদলোপী কর্মধারয়

৩৪০. ‘অরুণরাঙা’ কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ? [ ১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল): ১৯ ]

উত্তর: (ঘ) উপমান কর্মধারয়

৩৪১. উপাচার্য শব্দটি কোন শ্রেণীর সমাস? [ব্যাসিক ব্যাংক :২০১৩]

উত্তর: (ক) প্রাদি তৎপুরুষ

৩৪২. প্রাণভয়’ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি? [ সিজিডিএফ এর অডিটর: ১৯ ]

উত্তর: (ঘ) কোনটিই নয় । সঠিক ব্যাসবাক্য- প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়।

৩৪৩. জীবনবীমা’ কোন সমাস? [ সাধারণ বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার: ১৯ ]

উত্তর: (খ) কর্মধারয়

৩৪৪. কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে? [ ১৬তম প্রভাষক নিবন্ধন : ১৯ ]

উত্তর: (ঘ) কর্মধারয়

৩৪৫. মনমাঝি’ কোন সমাসের উদাহরণ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) রুপক কর্মধারয়

৩৪৬. নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত ? [এনএসআই এর সহকারী পরিচালক: ১৯ ]

উত্তর: (ক) আমরা

৩৪৭. পোকা-মাকড়’ কোন সমাসযোগে গঠিত শব্দ? [ এনএসআই ও ওয়াচার কনস্টেবল: ১৯ ]

উত্তর: (ক) দ্বন্দ্ব

৩৪৮. আনন্দাশ্রু’ যে সমাসের উদাহরণ- [ রূপালি ব্যাংকের সিনিয়র অফিসার: ১৯ ]

উত্তর: (ঘ) কর্মধারয়

৩৪৯. পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১২ ]

উত্তর: (ঘ) তৎপুরুষ সমাস

৩৫০. ‘তেলেভাজা' কোন সমাস? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: ০৯ ]

উত্তর: (ঘ) তৎপুরুষ

৩৫১. ‘মেঘশূন্য’ (মেঘ দ্বারা শূন্য) কোন সমাস? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (বুড়িগঙ্গা): ১৩ ]

উত্তর: (ক) তৎপুরুষ

৩৫২. ‘ইত্যাদি’ কোন সমাস (ইতি হতে আদি)? [ পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী: ১৫ / প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (সুরমা): ১২ ]

উত্তর: (ক) তৎপুরুষ

৩৫৩. কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (বাগানবিলাস): ১২ ]

উত্তর: (ঘ) বাগদত্তা (বাক দ্বারা দত্তা)

৩৫৪. ‘অনাদর' কোন সমাস? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ০৬ ]

উত্তর: (খ) নঞ তৎপুরুষ

৩৫৫. ছায়াশীতল’ কোন সমাস (ছায়াতে শীতল)? [ অর্থমন্ত্রণালয়ের ডাটা এন্ট্রি অপারেটর: ১২/ রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১১ ]

উত্তর: (ক) তৎপুরুষ

৩৫৬. খেচর' কোন সমাস? [ গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার: ১৩ ]

উত্তর: (খ) উপপদ তৎপুরুষ

৩৫৭. 'নয় কাঁড়া – আকাঁড়া কোন সমাস? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ৯৩ ]

উত্তর: (ঘ) নঞ তৎপুরুষ

৩৫৮. ‘অনুচিত’ শব্দটি কোন সমাস? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯/ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: ০৯ ]

উত্তর: (ঘ) তৎপুরুষ সমাস

৩৫৯. কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? [ এবি ব্যাংক লি. অ্যাসিস্ট্যান্ট অফিসার: ১৪ / দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক: ১৩ ]

উত্তর: (ক) কলে ছাঁটা

৩৬০. মধ্যাহ্ন' কোন সমাস? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (দাজলা): ১৩ ]

উত্তর: (খ) তৎপুরুষ

.৩৬১. 'চিরসুখী' শব্দটির ব্যাসবাক্য কী? [ বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স অফিসার: ১১/ বাংলাদেশ কমার্স ব্যাংক লি. অফিসার (গ্রেড-৩): ০০ ]

উত্তর: (খ) চিরকাল ব্যাপিয়া সুখী

৩৬২. বাগদত্তা' কোন সমাস? [ পল্লী উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী : ১৪ ]

উত্তর: (খ) তৎপুরুষ

৩৬৩. ‘বিশ্ববিদ্যালয়' এর ব্যাসবাক্য কী? [ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ০৪-০৫ ]

উত্তর: (খ) বিশ্ববিদ্যার আলয়

৩৬৪. 'রাজপুত্র' কোন সমাসের উদাহরণ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসন কর্মকর্তা: ১৯/ সমন্বিত ৮ ব্যাংক সিনিয়র অফিসার : ১৮ ]

উত্তর: (ক) তৎপুরুষ

৩৬৫. 'রাজরানী' এর ব্যাসবাক্য হলো- [ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ০৭-০৮ ]

উত্তর: (ক) রাজার রানী

৩৬৬. ভোটাধিকার' কোন সমাস? [ রাজশাহী বিশ্ববিদ্যালয়: ০৬-০৭ ]

উত্তর: (খ) তৎপুরুষ

৩৬৭. কোনটি প্রাদি সমাসের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) প্রগতি

৩৬৮. কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ? [ ৬ষ্ঠ প্রভাষক নিবন্ধন: ১০ ]

উত্তর: (ঘ) ছেলেধরা

৩৬৯. পকেটমার’ কোন সমাসের উদাহরণ? [ ৬ষ্ঠ প্রভাষক নিবন্ধন: ১০ ]

উত্তর: (খ) উপপদ তৎপুরুষ

৩৭০. 'মৃগশিশু' শব্দটির ব্যাসবাক্য কোনটি- [ পল্লী বিদ্যুতায়ন বোর্ডোর সহকারী সচিব/সহ, পরিচালক: ১৩ ]

উত্তর: (খ) মৃগীর শিশু

৩৭১. ‘প্রিয়ংবদা' শব্দটি কোন সমাস? [ সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা। ১২ ]

উত্তর: (খ) উপপদ তৎপুরুষ

৩৭২. সমাস নির্ণয় করুন: ‘ধানের ক্ষেত – [ ১১তম প্রভাষক নিবন্ধন: ১৪ ]

উত্তর: (খ) ষষ্ঠী তৎপুরুষ

৩৭৩. ‘পৌরসভা’ কোন তৎপুরুষ সমাস? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক: ১২ ]

উত্তর: (ক) ষষ্ঠী

৩৭৪. চুলে-কাঁটা’ যৌগিক পদটি কোন সমাসে নিষ্পন্ন? [ প্রবাসী কল্যাণ ব্যাংক লি. অফিসারঃ ১৪ ]

উত্তর: (ঘ) অলুক তৎপুরুষ

৩৭৫. সমাস নির্ণয় করুন: বেআইনি- [ ১০ম বেসরকারী প্রভাষক নিবন্ধন: ১৪ ]

উত্তর: (খ) নঞ তৎপুরুষ

৩৭৬. ‘এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গভরা'। এ বাক্যে ‘রঙ্গভরা' কোন সমাস? [ ঢাবি(খ): ৯৮-৯৯ ]

উত্তর: (গ) তৎপুরুষ

৩৭৭. বিস্ময়াপন্ন' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? [ ৩৭তম বিসিএস ]

উত্তর: (গ) বিস্ময়কে আপন্ন

৩৭৮. ঘোড়াড্ডিম’ কোন জাতীয় শব্দ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ০৬ ]

উত্তর: (ক) সমাসবদ্ধ

৩৭৯. ঘোড়ার ডিম' কোন সমাসের উদাহরণ? [ ঢাকা বিশ্ববিদ্যালয় (ক ইউনিট): ০৭-০৮ / রাবি: ০৫-০৬ ]

উত্তর: (ক) অলুক তৎপুরুষ

৩৮০. সমাহার অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে কি সমাস বলে? [ ২৫তম বিসিএস ]

উত্তর: (ক) দ্বিগু

৩৮১. সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়? [ প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার। ১৯ /৮ম বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১২/ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অফিসার: ১১ ]

উত্তর: (খ) দ্বিগু

৩৮২. ত্রিভুজ’ কোন সমাস? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী: ১৩ / থানা নির্বাচন অফিসার: ০৮ ]

উত্তর: (ঘ) দ্বিগু

৩৮৩. সপ্তর্ষি’ শব্দটি কোন সমাস? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: ০৯ ]

উত্তর: (ক) দ্বিগু সমাস

৩৮৪. কোনটি দ্বিগু সমাস? [ ১৩তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা: ১৬ ]

উত্তর: (ক) সপ্তাহ

৩৮৫. বেতনভোগী’ কোন সমাস? [ সোনালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার (আইটি): ১৮ ]

উত্তর: (ক) উপপদ তৎপুরুষ

৩৮৬. মধুপ’ যে সমাসের উদাহরণ- [ সমন্বিত ব্যাংক অফিসার: ১৮ ]

উত্তর: (গ) উপপদ তৎপুরুষ

৩৮৭. কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? [ চাবি, ভর্তি। ১৮-১৯ ]

উত্তর: (ঘ) দশগজি

৩৮৮. এতিমখানা' কোন সমাস? [ স্বাস্থ্য মন্ত্রালয়ের অফিস সহকারী : ১৯ ]

উত্তর: (খ) তৎপুরুষ

৩৮৯. কোনটি তৎপুরুষ সমাস? [ সমন্বিত ও ব্যাংকের অফিসার (ক্যাশ) : ১৯ ]

উত্তর: (ক) মধুমাখা

৩৯০. 'চৌরাস্তা'- কোন সমাস? [ প্রতিযোগিতা কমিশনের ব্যক্তিগত সহকারী : ১৯ ]

উত্তর: (ঘ) দ্বিগু

৩৯১. 'হংসডিম্ব' এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [ বাংলাদেশ বেতারের সহ-সম্পাদক ১৯ ]

উত্তর: (খ) হংসীর ডিম

৩৯২. দ্বন্দ্ব সমাস এর সঠিক বিপরীত সমাস কোনটি? [ প্রাণিসম্পদ অধিদপ্তরের ল্যাবরেটরি টেকনিশিয়ান-২০২৩ ]

উত্তর: (ঘ) বহুব্রীহি সমাস

৩৯৩. চায়ের বাগান' কোন সমাস? [ ক্রীড়া পরিদপ্তরের অফিস সহকারী: ১৯ ]

উত্তর: (গ) ষষ্ঠী তৎপুরুষ সমাস

৩৯৪. 'রথদেখা কোন সমাস? [ সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক : ১৯ ]

উত্তর: (গ) তৎপুরুষ

৩৯৫. 'দুঃখকে প্রাপ্ত এটি কোন সমাস? [পিকেএসএফ এর সহকারী ব্যবস্থাপক : ১৯ ]

উত্তর: (গ) তৎপুরুষ

৩৯৬. 'নাতিশীতোষ্ণ'- কোন সমাসের উদাহরণ? [ এনএসআই এর সহকারী পরিচালক : ১৯ ]

উত্তর: (খ) নঞ তৎপুরুষ

৩৯৭. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? [ এনএসআই এর সহকারী পরিচালক : ১৯ ]

উত্তর: (ক) সোনার তরী

৩৯৮. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না? [ জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার: ১৯ ]

উত্তর: (ঘ) অলুক

৩৯৯. 'দেবদত্ত' কোন সমাস? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ১৯ ]

উত্তর: (ক) চতুর্থী তৎপুরুষ

৪০০. ”বহুব্রীহি” শব্দের অর্থ কি? [ পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট-২০০৫ ]

উত্তর: (ক) বহু ধান

৪০১. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : -নাগালিঙ্গম- ২০১২ ]

উত্তর: (ক) সুবর্ণ (সু বর্ণ যার)

৪০২. ”সুবর্ণ” কোন সমাস? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক :- ঝিলাম- ২০১৩ ]

উত্তর: (গ) বহুব্রীহি

৪০৩. 'দিগম্বর' (দিক অম্বর যার) কোন সমাস? [ব্যাসিক ব্যাংক :২০১৩]

উত্তর: (গ) বহুব্রীহি

৪০৪. সবিনয় শব্দটি কোন সমাস ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ০৭ ]

উত্তর: (খ) বহুব্রীহি

৪০৫. 'সবান্ধব' কোন সমাস ? [ ৭ম বিজেএস(সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা- ২০১২ ]

উত্তর: (গ) বহুব্রীহি

৪০৬. বিপত্নীক শব্দটির সমাস হলো- [ দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক : ০৪ ]

উত্তর: (গ) বহুব্রীহি

৪০৭. সতীর্থ‘ সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য - [ জনতা ব্যাংক লি. এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার : ১৫ ]

উত্তর: (ঘ) সমান তীর্থ যার

৪০৮. খোশমেজাজ যে ধরনের সমাসের উদাহরণ - [ব্যাংক এশিয়া :২০১৩]

উত্তর: (খ) সমানাধিকরণ বহুব্রীহি

৪০৯. 'কেবল দর্শন' ব্যাসবাক্যটি কোন সমাসের অন্তর্ভুক্ত? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক :-২০০৮ ]

উত্তর: (খ) নিত্যসমাস

৪১০. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( তিতাস ) : ১০ ]

উত্তর: (খ) সুগন্ধি

৪১১. 'বীণাপাণি' কোন সমাস? [ ১২তম বেসরকারি প্রভাষক নিবন্ধন : .২০১৫ ]

উত্তর: (ঘ) বহুব্রীহি সমাস

৪১২. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ( বাগানবিলাস ) : ১২ ]

উত্তর: (খ) হাতাহাতি ( হাতে হাতে যে দ্বন্দ্ব )

৪১৩. 'কানাকানি' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী(সিভিল)-২০১৫ ]

উত্তর: (ক) ব্যতিহার

৪১৪. ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( রাজশাহী ) : ০৭ ]

উত্তর: (ক) কোলে কোলে যে মিলন = কোলাকুলি

৪১৫. ‘অপয়া’ শব্দটি কোন সমাস ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ০৯ ]

উত্তর: (খ) বহুব্রীহি সমাস

৪১৬. ‘'অসুখ' কোন সমাস ( নাই সুখ যার)? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -কর্ণফুলী- ২০১২ ]

উত্তর: (ঘ) বহুব্রীহি

৪১৭. 'মীনের মত অক্ষি যার'--- কোন সমাস? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক :-২০০৬ ]

উত্তর: (ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি

৪১৮. 'মেঘের মত নাদ যার- মেঘনাদ' কোন সমাস? [ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এসিসট্যান্ট অফিসার : ১২ ]

উত্তর: (খ) মধ্যপদলোপী বহুব্রীহি

৪১৯. যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরদের কোন পরিবর্তন হয় না, তাকে কোন বহুব্রীহি সমাস বলে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ৮৯ ]

উত্তর: (খ) অলুক বহুব্রীহি

৪২০. 'গলায় গামছা যার ' -এটি কোন ধরনের বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -২০০৯ ]

উত্তর: (খ) অলুক বহুব্রীহি

৪২১. কোনটি অলুক দ্বন্দ্বের উদাহরণ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০]

উত্তর: (খ) পথে-ঘাটে

৪২২. কোন শব্দটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন? [ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ [ ৪র্থ পর্যায় ]

: ২০১৯ ]

উত্তর: (ক) চুলাচুলি

৪২৩. কোন শব্দটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন? [ উপ সহকারী কৃষি কর্মকর্তা : ১৪ ]

উত্তর: (ক) দশানন

৪২৪. সমাস নির্ণয় করঃ "দশ আনন যাহার - দশানন" [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৩ ]

উত্তর: (গ) বহুব্রীহি

৪২৫. ‘চৌচালা’ কোন সমাসের উদাহরণ ? [ ১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন -(স্কুল/সমপর্যায়-২)-.২০১৪ ]

উত্তর: (ঘ) বহুব্রীহি

৪২৬. পন্ডিতমূর্খ এর ব্যাসবাক্য কোনটি? [ খ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়: ৯৬-৯৭ ]

উত্তর: (গ) পন্ডিত অথচ মূর্খ

৪২৭. "জীবন্মৃত " - এর ব্যাসবাক্য কোনটি ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৩ ]

উত্তর: (খ) জীবিত থেকে ও যে মৃত

৪২৮. নিঃসহায়” শব্দটি কোন সমাস? [ প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার : ১৪ ]

উত্তর: (গ) বহুব্রীহি

৪২৯. রক্তারক্তি' এ সমাসবদ্ধ পদ বা সমস্তপদের ব্যাসবাক্য – [ ক ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়: ০১-০২ ]

উত্তর: (গ) পরস্পরের রক্তপাত

৪৩০. 'নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১৮ ]

উত্তর: (ঘ) বেতার

৪৩১. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? [ ৩৯তম বিসিএস ]

উত্তর: (ঘ) কানাকানি

৪৩২. বহুব্রীহি সমাস কয় প্রকার ? [ প্রতিযোগিতা কমিশনের ব্যক্তিগত সহকারী : ১৯ ]

উত্তর: (গ) আট প্রকার

৪৩৩. ব্রীহি” শব্দের অর্থ – [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক : ১৯ ]

উত্তর: (খ) ধান

৪৩৪. ‘কৃতবিদ্য’ শব্দের ব্যাসবাক্য কোনটি ? [ ১৬ তম প্রভাষক নিবন্ধন : ১৯ ]

উত্তর: (গ) কৃত বিদ্যা যার

৪৩৫. ‘আমরণ’ কোন সমাস ( মরণ পর্যন্ত ) ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( করতোয়া ) : ১২ ]

উত্তর: (গ) অব্যয়ীভাব

৪৩৬. নিরামিষ’ কোন সমাস ? [ প্রাক- প্রাথমিক সহকারী শিক্ষক (দাজলা ) : ১৩ ]

উত্তর: (ঘ) অব্যয়ীভাব

৪৩৭. ‘আরক্তিম’ সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য- [ রুপালী ব্যাংক জুনিয়র অফিসার : ১৩ ]

উত্তর: (খ) ঈষৎ রক্তিম

৪৩৮. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদারহণ ? [ যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার: ২২ ]

উত্তর: (খ) নয়-ছয়

৪৩৯. অব্যয়ীভাব’ সমাসের উদাহরণ কোনটি ? [ কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক : ১৩ ]

উত্তর: (গ) উপকূল

৪৪০. সমুদ্র হতে হিমাচল পর্যন্ত বাক্যাংশের অর্থ হিসাবে কোনটি সঠিক? [ বিনিয়োগ কর্পোরেশন সিনিয়র অফিসার : ১১ ]

উত্তর: (গ) আসমুদ্রহিমাচল

৪৪১. ' উপভাষা ' কোন সমাসের উদাহরণ? [ ১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন : -(স্কুল/সমপর্যায়-২)-২০১৪ ]

উত্তর: (গ) অব্যয়ীভাব সমাস

৪৪২. ‘আশীবিষ’ কোন সমাস ? [ ৮ম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১২ ]

উত্তর: (গ) বহুব্রীহি

৪৪৩. নিচের কোনটি দ্বিগু সমাস? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১০ ]

উত্তর: (ঘ) সেতার

ব্যাখ্যা : সেতার = সে (তিন) তারের সমাহার। এটি মূলত বহুব্রীহি সমাস । কিন্তু এখানে অন্য অপশনগুলো দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত নয় । তাই এটিই উত্তর হবে ।

৪৪৪. ‘হজ্জযাত্রা’ কোন সমাসের উদাহরণ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (কপোতাক্ষ): ১০ ]

উত্তর: (খ) ৪র্থী তৎপুরুষ

৪৪৫. কূলের সমীপে = উপকুল -এটা কোন সমাস? [ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স এর কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর-২০১৪ ]

উত্তর: (খ) অব্যয়ীভাব সমাস

৪৪৬. সমাস কত প্রকার? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( কপোতাক্ষ ) : ১০ ]

উত্তর: (গ) ৬ প্রকার

৪৪৭. ‘গায়ে হলুদ’ কোন সমাস? [ প্রবাসী কল্যাণ ব্যাংক অফিসার : ১৪ ]

উত্তর: (গ) অলুক বহুব্রীহি

৪৪৮. সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষণের যে সমাস হয়, তাকে কি সমাস বলে ? [ ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) ]

উত্তর: (খ) দ্বিগু

৪৪৯. ব্যাসবাক্যটির সমাস নির্ণয় করুন। কাজলের মত কালো- [ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন)-২০১৩ ]

উত্তর: (গ) উপমান কর্মধারয়

৪৫০. নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাস ? [ ৬ষ্ঠ প্রভাষক নিবন্ধন: ১০ ]

উত্তর: (ঘ) পকেটমার

৪৫১. দ্বিগু সমাসে পূর্বপদ কি হয় ? [ ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ]

উত্তর: (খ) সংখ্যাবাচক বিশেষ্য

৪৫২. "যুগান্তর" কোন ধরনের সমাস? [ ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ]

উত্তর: (ঘ) খ ও গ উভয়ই

৪৫৩. যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য তাকে কোন সমাস বলে? [ রেলওয়ে হাসপাতালের সহকারী সার্জন : ০৫ ]

উত্তর: (ঘ) ব্যাধিকরণ বহুব্রীহি

৪৫৪. 'নির্দয়' কোন সমাসের উদাহরণ ? [ সমবায় অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির অফিসার : ৯৭ ]

উত্তর: (ক) নঞ বহুব্রীহি সমাস

৪৫৫. প্রথমে উপসর্গ ও পরে কৃদন্ত পদযোগে এবং অব্যয় এর সঙ্গে নামপদযোগে সৃষ্ট হয়- [ সমবায় অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির অফিসার : ৯৭ ]

উত্তর: (গ) প্রাদী সমাস

৪৫৬. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? [ প্রাক-প্রাথখমিক সহকারী শিক্ষক ( যমুনা ) : ১৩ ]

উত্তর: (ক) পরপদ

৪৫৭. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১০ ]

উত্তর: (ঘ) ইহকাল

৪৫৮. দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি কোন পদ ? [ সমবায় অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির অফিসার : ৯৭ ]

উত্তর: (গ) বিশেষ্য

৪৫৯. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( সুরমা ) : ১০ ]

উত্তর: (খ) চালকুমড়া

৪৬০. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? [খাদ্য অধিদপ্তরে উচ্চমান সহকারী: ২০২১ ]

উত্তর: (খ) আপাদমস্তক

৪৬১. ‘কোলাকুলি’ কোন সমাসের উদাহরণ? [খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (খ) ব্যতিহার বহুব্রীহি

৪৬২. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে? [ ৮ম বেসরকারী প্রভাষক নিবন্ধন : ১২ ]

উত্তর: (ক) সমস্যমান পদ

৪৬৩. পদচ্যুত কোন সমাস? [খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (গ) তৎপুরুষ

৪৬৪. পূর্বপদে ষষ্ঠী বিভক্তি লোপের ফলে যে সমাস হয়, তার নাম কি ? [খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (গ) ষষ্ঠী তৎপুরুষ

৪৬৫. কোনটি বহুব্রীহি সমাসের উদারহণ [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০]

উত্তর: (ঘ) হাতাহাতি

৪৬৬. 'আলোছায়া' পদটি কোন সমাসের অন্তর্গত? [ ৩২তম বিসিএস ]

উত্তর: (ক) দ্বন্দ্ব সমাস

৪৬৭. ‘আমরা’ কোন সমাসের উদাহরণ? [খাদ্য অধিদপ্তরে উপ-খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (ক) দ্বন্দ্ব

৪৬৮. রূপক কর্মধারয় -এর সমস্তপদ কোনটি? [খাদ্য অধিদপ্তরে উপ-খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (গ) বিষাদসিন্ধু

৪৬৯. 'পলান্ন' এর সঠিক ব্যাসবাক্য কোনটি ? [খাদ্য অধিদপ্তরে উপ-খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (ক) পল মিশ্রিত অন্ন

৪৭০. রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি ? [ রুপালি ব্যাংকের সিনিয়র অফিসার : ১৯ ]

উত্তর: (ক) মনমাঝি

৪৭১. 'উপজেলা' সমস্ত পদটির 'উপ' পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? [খাদ্য অধিদপ্তরে উপ-খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (ক) ক্ষুদ্র

৪৭২. বেমানান(মানানোর অভাব) কোন সমাস? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (হেমন্ত ) : ১০ ]

উত্তর: (ক) অব্যয়ীভাব

৪৭৩. চা - বিস্কুট কোন অর্থে দ্বন্দ্ব ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) মিলনার্থে

৪৭৪. নিচের কোনটি 'শোকানল' এর সঠিক ব্যাসবাক্য ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) শোক রূপ অনল

৪৭৫. 'অবোধ' কোন সমাস (নাই বোধ যার)? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (হাসনাহেনা ) : ১১ ]

উত্তর: (ঘ) বহুব্রীহি

৪৭৬. প্রাণভয় (প্রাণ যাওয়ার ভয়) কোন সমাস? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (হেমন্ত ) : ১০ ]

উত্তর: (খ) কর্মধারয়

৪৭৭. উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে কি বলা হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) উপমিত কর্মধারয়

৪৭৮. ‘উপকথা’ শব্দটি কোন সমাস? [ [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (ঝিলাম ) : ১৩ ]

উত্তর: (ক) অব্যয়ীভাব

৪৭৯. কোনটি রুপক কর্মধারয় সমাসের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) ক্রোধানল

৪৮০. পূর্বপদে উপসর্গ বসে কোন সমাসে ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ( রাইন) : ১৩ ]

উত্তর: (ঘ) প্রাদি

৪৮১. 'রাজপথ' এর সঠিক ব্যাসবাক্য কোনটি ? [ ১০ম শিক্ষক নিবন্ধনঃ ১৪ ]

উত্তর: (খ) পথের রাজা

৪৮২. যে বহুব্রীহি সমাসের সমস্ত পদে আ, এ, ও প্রভৃতি প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) প্রত্যয়ান্ত বহুব্রীহি

৪৮৩. ‘রাজপুত’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) জাতিবিশেষ

৪৮৪. ‘অধর্ম’ শব্দের সমস্যমান পদ কোনটি? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (রাইন): ১৩ ]

উত্তর: (ঘ) নেই ধর্ম যার

৪৮৫. ব্যাসবাক্যের অপর নাম কী? [ ১২তম বেসরকারী শিক্ষক নিবন্ধন : ১৫ ]

উত্তর: (ক) বিগ্রহ বাক্য

৪৮৬. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত ? [ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা : ১৫ ]

উত্তর: (গ) সংস্কৃত

৪৮৭. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১২ ]

উত্তর: (ঘ) ঋষিকবি

৪৮৮. 'অনুধাবন' সমস্তপদটির 'অনু' পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৩ ]

উত্তর: (খ) পশ্চাৎ

৪৮৯. 'মহাকীর্তি' এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক : ১৩ ]

উত্তর: (ক) মহতী যে কীর্তি

৪৯০. ‘হাতেখড়ি’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৩ ]

উত্তর: (খ) হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে

৪৯১. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৩ ]

উত্তর: (ক) পল্লান্ন

৪৯২. পূর্বপদের বিভক্তি লোপ হয়ে যে সমাস হয় তাকে বলে - [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৩ ]

উত্তর: (ক) তৎপুরুষ

৪৯৩. নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৩ ]

উত্তর: (গ) জনৈক

৪৯৪. কোনটি নিত্য সমাসের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৩ ]

উত্তর: (ক) আমরা

৪৯৫. গোঁফ খেজুরে কোন সমাস? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৫ ]

উত্তর: (ক) মধ্যপদলোপী বহুব্রীহি

৪৯৬. "পোস্ট-অফিস" এর সমাস নিচের কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৫ ]

উত্তর: (খ) চতুর্থী তৎপুরুষ

৪৯৭. নিচের কোনটি কর্মধারয় সমাস নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৬ ]

উত্তর: (খ) আকণ্ঠ

৪৯৮. ক্রিয়ার পারস্পরিকতা অর্থে কোন বহুব্রীহি হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৬ ]

উত্তর: (ঘ) ব্যতিহার

৪৯৯. 'অনেক' শব্দটি— [ ১৫তম প্রভাষক নিবন্ধন (কলেজ): ১৯ ]

উত্তর: (ক) নঞ্‌ তৎপুরুষ

৫০০. যে তৎপুরুষ সমাসে পূর্বপদে দ্বিতীয়া বিভক্তির লোপ পায় না, তাকে বলে - [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৬ ]

উত্তর: (গ) অলুক তৎপুরুষ

৫০১. নিচের কোনটি 'বাগদত্তা' শব্দের সঠিক ব্যাসবাক্য ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৮ ]

উত্তর: (ক) বাক্‌ দ্বারা দত্তা

৫০২. উপগ্রহ, উপনদী কোন অর্থে অব্যয়ীভাব ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৮ ]

উত্তর: (খ) ক্ষুদ্রার্থে

৫০৩. উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৮ ]

উত্তর: (ঘ) উপপদ তৎপুরুষ

৫০৪. ‘পলান্ন’ কোন সমাস? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৮ ]

উত্তর: (খ) মধ্যপদলোপী কর্মধারয়

৫০৫. ধামাধরা এর সমাস নির্নয় করঃ [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৮ ]

উত্তর: (গ) উপপদ তৎপুরুষ

৫০৬. যে সমাসে সমস্যমান পদগুলোর অর্থ না বুঝিয়ে তৃতীয়পদকে বুঝায়, তাকে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) বহুব্রীহি সমাস

৫০৭. নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? [ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার : ০৭ ]

উত্তর: (ঘ) অনুতাপ

৫০৮. ‘ক্ষুধিত পাষাণ’ কোন সমাস? [ প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার : ১৯ ]

উত্তর: (খ) কর্মধারয়

৫০৯. ‘উপকূল’ কোন সমাস? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৬ ]

উত্তর: (গ) অব্যয়ীভাব সমাস

৫১০. নিচের কোনটি ব্যাতিহার বহুব্রীহির উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) কানাকানি

৫১১. ‘নীল যে আকাশ = নীলাকাশ’ কোন সমাস? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫ ]

উত্তর: (গ) কর্মধারয়

৫১২. "ভবনদী" কোন সমাস? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) রূপক কর্মধারয়

৫১৩. 'হৃদয়মন্দির' (হৃদয় রূপ মন্দির) কোন সমাস? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) কর্মধারয়

৫১৪. 'হারমণি' কোন সমাস(হারিয়েছে যে মণি)? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) কর্মধারয়

৫১৫. সমাসবদ্ধ পদের পরবর্তী পদকে কি বলে ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ( গামা) : ১৪ ]

উত্তর: (খ) পরপদ

৫১৬. পূর্ব পদে উপসর্গ বসে যে সমাস হয়, তাকে বলে- [ প্রাথমিক সহকারী শিক্ষক:২০ ]

উত্তর: (গ) প্রাদি সমাস

৫১৭. ‘দম্পতি’ কোন সমাসের উদাহরণ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫ ]

উত্তর: (ক) দ্বন্দ্ব

৫১৮. পূর্বপদে বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে তাকে কোন বহুব্রীহি বলে ? [ ৬ষ্ঠ বিজেএস পরীক্ষা : ১১ ]

উত্তর: (ক) ব্যধিকরণ

৫১৯. ‘নিরুৎসাহ’- শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি? [ সিজিডিএফ এর জুনিয়র অডিটর : ১৯ ]

উত্তর: (খ) উৎসাহের অভাব

৫২০. প্রাণ রূপ পাখি = প্রাণপাখি- এটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:২০ ]

উত্তর: (ক) রূপক

    أحدث أقدم