সন্ধি বিচ্ছেদ MCQ প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর অনুশীলন
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: সন্ধি বিচ্ছেদ MCQ প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (৩৮৭)

১. সন্ধির প্রধান উদ্দেশ্য কি ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ২০১৪ ]

উত্তর: (গ) শব্দের স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা আনয়ন

২. সন্ধিতে কোনটির মিলন ঘটে ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ২০১৪ ]

উত্তর: (ঘ) ধ্বনির

৩. কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই ? [ সাব রেজিস্টার : ২০০১ ]

উত্তর: (খ) ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে

৪. বাংলা সন্ধি কয় প্রকার ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০১ ]

উত্তর: (খ) দুই প্রকার

৫. খাঁটি বাংলায় কোন সন্ধি নেই ? [ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর সহ. পরিচালক : ০১ ]

উত্তর: (গ) বিসর্গ সন্ধি

৬. সন্ধি হলো - [ সমবায় অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির অফিসার : ৯৭ ]

উত্তর: (গ) দুই বর্ণের মিলন

৭. পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলকে বলে? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০১ ]

উত্তর: (ক) সন্ধি

৮. সন্ধি ভাষাকে - [ ঢা:বি: ০৫-০৬ ]

উত্তর: (ঘ) শ্রুতিমধুর করে

৯. দুই বর্ণের পরস্পর মিলনকে কি বলে? [ সোনালী ব্যাংক অফিসার (ক্যাশ) : ১৮ ]

উত্তর: (ক) সন্ধি

১০. সন্ধি ব্যকরণের কোন অংশে আলোচিত হয় ? [ ১৮তম বিসিএস ]

উত্তর: (ক) ধ্বনিতত্ত্বে

১১. সন্ধির উদ্দেশ্য কোনটি? [ প্রাক- প্রাথমিক সহকারী শিক্ষক: ১৪ ]

উত্তর: (খ) ধ্বনিগত মাধুর্য সৃষ্টি

১২. পাশাপাশি দু'টি ধ্বনি বা বর্ণের মিলনকে কী বলে? [ সোনালী ব্যাংক অফিসার (ক্যাশ) : ১৮ ]

উত্তর: (ঘ) সন্ধি

১৩. সন্ধির প্রধান সুবিধা কী? [ ১৮তম বিসিএস ]

উত্তর: (ক) উচ্চারণের সুবিধা

১৪. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ( মিসিসিপি ) : ১৩ ]

উত্তর: (ঘ) অব্যয়

১৫. সন্ধির ক্ষেত্রে ধ্বনির মিলন কয় রকমের হতে পারে? [ বিসিএসআইআর নিয়োগ পরীক্ষা : ২০১৭ ]

উত্তর: (খ) চার

১৬. সন্ধির মাধ্যমে কিসের লাঘব হয় ? [ সমবায় অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির অফিসার : ৯৭ ]

উত্তর: (ক) আয়াসের

১৭. 'গায়ক' এর সন্ধি বিচ্ছেদ কোনটি— [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) গৈ + অক

১৮.‘যদ্যাপি’ এর সন্ধি বিচ্ছেদ- [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১০ ]

উত্তর: (খ) যদি+অপি

১৯. স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনের নাম - [ চ:বি: ০৭-০৮ ]

উত্তর: (গ) স্বরসন্ধি

২০. ‘তন্বী' শব্দের কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? [ বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল অপারেটর : ১৯ ]

উত্তর: (ঘ) তনু+ঈ

২১. ‘পিত্রালয়’ শব্দের সন্ধি বিচ্ছদ হচ্ছে- [ পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক :১৫ ]

উত্তর: (খ) পিতৃ+আলয়

২২. তৎসম সন্ধি কত প্রকার ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মচারী নিয়োগ পরীক্ষা : ১৩ ]

উত্তর: (খ) ৩

২৩. ‘পরীক্ষা’ সন্ধি বিচ্ছেদ কি হবে? [ ৮ম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১২ ]

উত্তর: (ঘ) পরি+ঈক্ষা

২৪. ‘নাবিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ- [ প্রাক- প্রাথমিক সহকারী শিক্ষক (দজলা ) : ১৩ ]

উত্তর: (গ) নৌ + ইক

২৫.‘পনির’ শব্দটির সন্ধি বিচ্ছেদ- [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ১৩ ]

উত্তর: (ক) পনি+এর

২৬. কোনটি ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধিবিচ্ছেদ? [ তিতাস গ্যাস লি. অফিসার : ১৮ ]

উত্তর: (গ) ক্ষুধা+ঋত

২৭. ‘ইত্যাদি’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা: ১৪ ]

উত্তর: (ঘ) ইতি+আদি

২৮. সন্ধি শব্দের অর্থ কি ? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মচারী নিয়োগ পরীক্ষা : ১৩ ]

উত্তর: (গ) মিলন

২৯. কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়? [ রা:বি: ০৫-০৬ ]

উত্তর: (খ) যথাঃ + ইষ্ট = যথেষ্ট

৩০. 'সতীশ' এর সন্ধি বিচ্ছেদ – [ ১২তম বেসরকারী শিক্ষক নিবন্ধন(২) : ১৫ ]

উত্তর: (ঘ) সতী + ঈশ

৩১.‘যাচ্ছেতাই’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? [ জাতীয় রাজস্ব বোর্ডের ইন্সপেক্টর : ১০ ]

উত্তর: (খ) যা+ইচ্ছে+তাই

৩২. ‘ব্যর্থ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো- [ রুপালী ব্যাংক লি. অফিসার : ১০ ]

উত্তর: (গ) বি+অর্থ

৩৩. ‘জনৈক’ শব্দটির সন্ধিবিচ্ছেদ- [ ২৯তম বিসিএস ]

উত্তর: (খ) জন + এক

৩৪. ‘জমানো’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে- [ প্রাথমিক সহকারী শিক্ষক ( সুরমা ) : ১০ ]

উত্তর: (ঘ) জমা+আনো

৩৫. 'নিষ্কর' এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক: ২১ ]

উত্তর: (গ) নিঃ + কর

৩৬.‘গবেষণা’-এর সন্ধি বিচ্ছেদ কি হবে? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩ এবং ১৫ ]

উত্তর: (ক) গো+এষণা

৩৭. বাংলা ভাষার ব্যবহৃত সন্ধি কত প্রকার (বাংলায় মূলত সংস্কৃত সন্ধি প্রচলিত) ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মচারী নিয়োগ পরীক্ষা : ১৩ ]

উত্তর: (খ) ৩ প্রকার

৩৮. ‘পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ- [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৩ ]

উত্তর: (খ) পরি+আলোচনা

৩৯. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট: ২৩ ]

উত্তর: (গ) বন+পতি = বনস্পতি

৪০.‘মহৌষধ’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার : ১৯ ]

উত্তর: (খ) মহা+ঔষধ

৪১. 'শুভেচ্ছা' এর সন্ধি বিচ্ছেদ – [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ( বাগানবিলাস) : ১২ ]

উত্তর: (ক) শুভ + ইচ্ছা

৪২. 'দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি? [ ৩৫ তম বিসিএস ]

উত্তর: (খ) দ্বীপ+অয়ন

৪৩. ‘নবোঢ়া’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ সমন্বিত ৮ ব্যাংকের সিনিয়র অফিসার : ১৯ ]

উত্তর: (ঘ) নব+ঊঢ়া

৪৪. ‘স্বাগত’ এর সন্ধি বিচ্ছেদ কী? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (হোয়াংহো ) : ১৩ ]

উত্তর: (ক) সু+আগত

৪৫. 'অত্যন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( হেমন্ত) : ১০ ]

উত্তর: (ক) অতি+অন্ত

৪৬. ‘বিদ্যালয়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ মাধ্যমিক উচ্চ শিক্ষা অদিদপ্তরের কর্মচারী নিয়োগ পরীক্ষা : ১৩ ]

উত্তর: (খ) বিদ্যা+আলয়

৪৭. ‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ- [ ১০তম বিসিএস ]

উত্তর: (ঘ) রত্ন+আকর

৪৮. নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ? [ প্রাক- প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫ ]

উত্তর: (ঘ) লবণ

৪৯. 'ভাবুক' এর সন্ধি বিচ্ছেদ – [ প্রাক – প্রাথমিক সহকারী শিক্ষক ( ঝিলাম) : ১৩ ]

উত্তর: (গ) ভৌ + উক

৫০. 'লবণ' এর সন্ধি বিচ্ছেদ – [ প্রাথমিক সহকারী শিক্ষক (কপোতাক্ষ ) : ১০ ]

উত্তর: (খ) লো + অন

৫১. ‘স্বাধীন’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হল- [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ১৬ ]

উত্তর: (গ) স্ব+অধীন

৫২. ‘রবীন্দ্র’ এর সন্ধি বিচ্ছেদ কী? [ ৩৬ তম বিসিএস ]

উত্তর: (গ) রবি + ইন্দ্র

৫৩. ‘পাগলামী শব্দের সন্দিবিচ্ছেদ করলে পাওয়া যায়- [ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর সহ. পরিচালক : ০১ ]

উত্তর: (গ) পাগল+আমি

৫৪. ‘বহ্ন্যুৎসব শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাই- [ প্রাক- প্রাথমিক সহকারী শিক্ষক ( ভল্গা ) : ১৩ ]

উত্তর: (ঘ) বহ্নি + উৎসব

৫৫. কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা হয়? [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা :১৫ ]

উত্তর: (গ) ধ্বনিতে ধ্বনিতে মিলকে

৫৬. ‘বক+কচ্ছপ=বকচ্ছপ‘ - এই রীতিতে গঠিত শব্দকে বলা হয় – [ জনতা ব্যাংক লি. এক্সিকিউটিভ অফিসার ( টেলার ) : ১৫ ]

উত্তর: (ক) সন্ধিবদ্ধ শব্দ

৫৭. কোনটি স্বরসন্ধির উদাহরণ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ২০১৫ এবং ১৩ ]

উত্তর: (গ) বিদ্যালয়

৫৮. সুধীন্দ্র” এর সন্ধি বিচ্ছেদ হল- [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক :১৮ ]

উত্তর: (খ) সুধী+ইন্দ্র

৫৯. উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? [সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী: ২০১৬ ]

উত্তর: (গ) উপর্যুক্ত

৬০. উপর্যুপরি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? [ ইসলামী বিশ্ববিদ্যালয় : ০৫-০৬ ]

উত্তর: (ঘ) উপরি + উপরি

৬১. ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী -নিচের কোন নিয়মে এ সন্ধি হয়েছে? [ বাংলাদেশ সহকারী কর্ম কমিশন এর সহকারী পরিচালক: ০৬ ]

উত্তর: (গ) আ + ঈ = এ

৬২. “কিন্নর” শব্দের সন্ধি বিচ্ছেদ হলো - [ গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী-২০১৬ ]

উত্তর: (ক) কিম+নর

৬৩. “তৃষ্ণার্ত ” এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৯ ]

উত্তর: (খ) তৃষ্ণা +ঋত

৬৪. ”অত্যধিক”- এর সন্ধি বিচ্ছেদ করুন- [ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক-২০১২ ]

উত্তর: (গ) অতি+অধিক

৬৫. অতি+ অধিক = [ Rupali Bank Ltd - Senior Officer - 2013 ]

উত্তর: (গ) অত্যধিক

৬৬. প্রত্যূষ শব্দের সঠিক সন্ধি_বিচ্ছেদ কোনটি? [বাংলাদেশ রেলওয়ে হাসপাতালসমূহে সহকারী সার্জন: ২০০৫ (পায়রা)]

উত্তর: (গ) প্রতি + ঊষ

৬৭. "অর্ধেক" এর সন্ধি বিচ্ছেদ করুন? [BASIC Bank Ltd - Assistant Manager: 2012 ]

উত্তর: (খ) অর্ধ+এক

৬৮. জাতি + অভিমান = [ Probashi kallyan bank - senior officer:2018 ]

উত্তর: (খ) জাত্যভিমান

৬৯. মরুদ্যান শব্দের সন্ধি বিচ্ছেদ - [ গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ):২০০৩ ]

উত্তর: (খ) মরু + উদ্যান

৭০. 'দৃষ্টান্ত' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? [ অগ্রণী ব্যাংক অফিসার: ১০ ]

উত্তর: (ক) দৃষ্টি + অন্ত

৭১. কোনটি সন্ধির নিপাতনে সিদ্ধ হয়েছে? [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ১৫ ]

উত্তর: (গ) গবাক্ষ

৭২. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ- [ অগ্রণী ব্যাংক অফিসার: ১৭ ]

উত্তর: (খ) তস্কর

৭৩. 'শুদ্ধোদন' শব্দের সন্ধিবিচ্ছেদ- [ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অ্যাসিসট্যান্ট ম্যানেজার :১৪ ]

উত্তর: (গ) শুদ্ধ + ওদন

৭৪. 'মহর্ষি' শব্দের সঠিক সন্ধি কোনটি? [ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের এর সহকারী ব্যবস্থাপক : ১৯ ]

উত্তর: (খ) মহা + ঋষি

৭৫. গীতাঞ্জলি' এর সন্ধিবিচ্ছেদ কোনটি? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেডেন্ট : ১৯ ]

উত্তর: (খ) গীত + অঞ্জলি

৭৬.‘পশ্বধম’-এর সন্ধি বিচ্ছেদ- [ জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার: ১৯ ]

উত্তর: (খ) পশু+অধম

৭৭. 'অন্বেষণ' এর সন্ধি বিচ্ছেদ – [ এনএসআই এর ওয়াচার কনস্টেবল : ১৯ ]

উত্তর: (খ) অনু + এষণ

৭৮. ‘প্রৌঢ়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী : ১৯ ]

উত্তর: (গ) প্র+ঊঢ়

৭৯. “মাথায়” শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ? [ পিএসসির নিয়োগ পরীক্ষা : ২০১৭ ]

উত্তর: (ঘ) মাথা+এ

৮০. মতৈক্য’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? [ ১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন:২০১৪ ]

উত্তর: (ঘ) মত+ঐক্য

৮১. ‘মোড়ক’ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে- [প্রাথমিক সহকারী শিক্ষক ( তিস্তা) : ১০ ]

উত্তর: (গ) মুড়+অক

৮২. 'তন্ময়' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট : ২৩ ]

উত্তর: (ক) তৎ+ময়

৮৩. কোনটি নির্ভুল? [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার: ০৯ ]

উত্তর: (ঘ) দুঃ + ঘটনা = দূর্ঘটনা

৮৪. 'চার্বাক' এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক: ২৩ ]

উত্তর: (ক) চারু+বাক্

৮৫. 'কথামৃত' শব্দটি কোন সুত্রানুযায়ী হয়েছে ? [ জাবি ০৬-০৭ ]

উত্তর: (ক) আ-কারের পর অ-কার যুক্ত হয়ে

৮৬. 'মুক্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো- [ পিএসসি'র জুনিয়র ইন্সট্রাক্টর:২৩ ]

উত্তর: (খ) মুচ্+ত

৮৭. 'মৃত্যুঞ্জয়' শব্দটির সন্ধিবিচ্ছেদ কী? [ সমন্বিত ৮ ব্যাংকের অফিসার:২২ ]

উত্তর: (খ) মৃত্যুম+জয়

৮৮. স্বাধীনতা 'এর সন্ধি বিচ্ছেদ – [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার-২৯.০৪.২০১৬ ]

উত্তর: (ঘ) স্ব +অধীনতা

৮৯. ‘জলৌকা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? [ বাংলাদেশ ট্যারিফ কমিশনের গবেষণা কর্মকর্তা : ১৮ ]

উত্তর: (গ) জল+ওকা

৯০. শারদোৎসব শব্দের সন্ধি বিচ্ছেদ কি? [ ঢাবি ০৬-০৭ ]

উত্তর: (খ) শারদ + উৎসব

৯১. 'সন্ধি' এর সন্ধি বিচ্ছেদ- [ স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনিশিয়ান: ২৩/ বেসামরিক বিমানের নিরাপত্তা অপারেটর: ২১ ]

উত্তর: (খ) সম্+দ্ধি

৯২.‘দংশন’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক(শাপলা): ০৯ ]

উত্তর: (ক) দম্ + শন

৯৩. ‘মনীষা’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী : ১৯ ]

উত্তর: (ক) মনস্+ঈষা

৯৪.'সীমান্ত' এর সন্ধি বিচ্ছেদ – [ জঃবি ০৬-০৭ ]

উত্তর: (খ) সীম + অন্ত

৯৫. বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কি হবে ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ২০০১ ]

উত্তর: (ঘ) বৃষ্ + তি

৯৬.‘কৃষ্টি’ শব্দটি কোন্ সন্ধির উদাহরণ? [ সাব-রেজিস্টার : ০১ ]

উত্তর: (খ) স্বরসন্ধির

৯৭. কোনটি শুদ্ধ সন্ধি বিচ্ছেদ? [ পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক : ০৭ ]

উত্তর: (খ) ধনুঃ+বিদ্যা

৯৮. কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ ? [ শ্রম অধিদপ্তরের অফিস সহায়ক : ৯৯ ]

উত্তর: (খ) ভাবুক

৯৯. “আবির্ভাব” শব্দটি গঠিত হয়েছে- [ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব/পরিচালক ( প্রশাসন ) : ২০১৩ ]

উত্তর: (ক) সন্ধি দ্বারা

১০০. একচ্ছত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কি? [ খাদ্য অধিদপ্তরে উচ্চমান সহকারী: ৯৯ ]

উত্তর: (খ) এক + ছত্র

১০১. ‘গ্রন্থাগার’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ ৮ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ]

উত্তর: (খ) গ্রন্থ+আগার

১০২. ‘মনঃকষ্ট’ এর সন্ধি বিচ্ছেদ- [ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার : ০৫ ]

উত্তর: (ঘ) মনঃ+কষ্ট

১০৩. সন্ধিতে হসন্ত ত এর পর স উভয় মিলে কি হয় ? [ খাদ্য অধিদপ্তরে উচ্চমান সহকারী: ৯৯ ]

উত্তর: (ক) চ্ছ

১০৪. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? [ ২৭ তম বিসিএস ]

উত্তর: (গ) পর + পর = পরস্পর

১০৪. 'নিষ্ঠা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ বাংলাদেশ কৃষি ব্যাংকঃ ২০১৮ ]

উত্তর: (গ) নিঃ+ঠা

১০৫. বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ কোনটি ? [ ইউনিয়ন সচিব (হবিগঞ্জ) : ০১ ]

উত্তর: (ক) পরিষ্কার

১০৬. বাংলা ভাষায় সন্নিহিত দুটি স্বরের একটি লোপের উদাহরণ কোনটি ? [ ইউনিয়ন সমাজকর্মী : ৯৭ ]

উত্তর: (ঘ) শতেক

১০৭. 'পরোপকার' এর সন্ধি বিচ্ছেদ – [ সাব রেজিস্টার : ০১ ]

উত্তর: (খ) পর + উপকার

১০৮. ‘ধার’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ হচ্ছে- [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -তিতাস- ০৮.০১.২০১০ ]

উত্তর: (গ) ধার+অ

১০৯. 'বিদ্যালয়' সন্ধিতে কোন সূত্রের প্রয়োগ আছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) আ + আ

১১০. প্রত্যুষ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি? [ রাজশাহী বিশ্ববিদ্যালয়।ইউনিট (E) : ০৭-০৮ ]

উত্তর: (গ) প্রতি+উষ

১১১. 'পতঞ্জলি' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? [ গ্রামীণ ব্যাংকের প্রবেশনারী অফিসার: ২৩ ]

উত্তর: (ক) পতৎ+অঞ্জলি

১১২. ‘উচ্ছ্বাস’ শব্দটি কোন্ সন্ধির অন্তর্গত? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা -শিউলী- ১১.০৯.২০০৯ ]

উত্তর: (ঘ) ব্যঞ্জন সন্ধির

১১৩. 'ষড়ঋতু' শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো – [১৭তম বিসিএস ]

উত্তর: (ক) ষট্‌ + ঋতু

১১৪. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি? [অগ্রণী ব্যাংক:২০১৭ ]

উত্তর: (গ) শুদ্ধোধন

১১৫. ‘নমস্কার’ কোন সন্ধির উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) স-জাত বিসর্গ সন্ধির

১১৬. 'সংযোজন' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো- [ তথ্য মন্ত্রণালয়ের সহকারী তথ্য অফিসার: ২২ ]

উত্তর: (গ) সম+যোজন

১১৭. সন্ধির নিয়মে কোনটি ঠিক? [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ০৫ ]

উত্তর: (ঘ) শিরঃ + ছেদ = শিরশ্ছেদ

১১৮. 'বাচস্পতি' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? [ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার: ২২ ]

উত্তর: (ঘ) বাচঃ+পতি

১১৯.‘কাঁদুনি’ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে- [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক:১৪ ]

উত্তর: (ঘ) কাঁদ+উনি

১২০. ষষ্ঠাংশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? [ Agrani bank Ltd - Senior Officer - 09.06.2017 ]

উত্তর: (ক) ষষ্ঠ + অংশ

১২১. ‘গ্রন্থাগার’ শব্দটি - [ খাদ্য অধিদপ্তরে উচ্চমান সহকারী: ২০২১ ]

উত্তর: (খ) স্বরসন্ধি

১২২. কোনটি স্বরসন্ধির উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) কারাগার

১২৩.‘গঙ্গোর্মি’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) গঙ্গা+ঊর্মি

১২৪. কোনটি সঠিক ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) আ + ই =এ

১২৫. 'পরিচ্ছেদ' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের কম্পিউটার অপারেটর: ২১ ]

উত্তর: (গ) পরি+ছেদ

১২৬. 'শীতার্ত' এর সন্ধি বিচ্ছেদ – [কর্মসংস্থান ব্যাংক : ২০১২ ]

উত্তর: (গ) শীত + ঋত

১২৭. ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? [ ১৮তম বিসিএস ]

উত্তর: (ক) দুল্+না

১২৮. 'সিংহাসন' এর সন্ধি বিচ্ছেদ - [ পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার:২০০৭ ]

উত্তর: (ক) সিংহ + আসন

১২৯. 'বারংবার' এর সন্ধি বিচ্ছেদ – [ পরিবেশ অধিদপ্তরের পরিচালক ( প্রশাসন ):২০০৭ ]

উত্তর: (গ) বারম্‌ + বার

১৩০. 'গোষ্পদ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি ? [ পরিবার পরিকল্পনা সহকারী : ১৮ ]

উত্তর: (খ) গো + পদ

১৩১.“ যদ্যপি” এর সন্ধি-বিচ্ছেদ কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -করতোয়া- ০৮.০১.২০১০ ]

উত্তর: (খ) যদি+অপি

১৩২.‘নিরবধি’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক :৯৯ ]

উত্তর: (ক) নির+অবধি

১৩৩. 'পরিচ্ছন্ন' এর সন্ধি বিচ্ছেদ – [প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) পরি + ছন্ন

১৩৪.‘কৃৎ+অন্ত’-এর সন্ধি কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) কৃদন্ত

১৩৫.‘সৎ+চরিত্র’-এর সন্ধি কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) সচ্চরিত্র

১৩৬. বর্গীয় ওষ্ঠ্য নাসিক্য ধ্বনির পর অন্তঃস্থ ধ্বনি কিংবা উষ্ম ধ্বনি থাকলে ওষ্ঠ্য নাসিক্য ধ্বনির স্থলে (ং) হয়। যেমন- [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) স্বয়ংবরা

১৩৭. ‘সংশয়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-: ২০১০ ]

উত্তর: (ঘ) সম+শয়

১৩৮. 'সচ্ছিন্তা' এর সন্ধি বিচ্ছেদ - [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) সৎ + চিন্তা

১৩৯.‘ততোধিক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ করলে পাওয়া যায়- [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক : ১৩ ]

উত্তর: (গ) ততঃ+অধিক

১৪০. 'অধোগতি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক (বসন্ত) : ১০ ]

উত্তর: (খ) অধঃ+গতি

১৪১. 'উদ্যোগ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? [ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা :১৯ ]

উত্তর: (খ) উৎ+যোগ

১৪২. ‘কুলটা’-কোন্ সন্ধির উদাহরণ? [ পানি উন্নয়ন বোর্ড : ২০১৯ ]

উত্তর: (ক) নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি

১৪৩. অ -কার কিংবা আ -কারের পর ই- কার কিংবা ঈ -কার থাকলে উভয় মিলে কি ? [ রাজশাহী বিশ্ববিদ্যালয়।ইউনিট : E: ০৭-০৮ ]

উত্তর: (ঘ) এ -কার

১৪৪. ‘যজ্ঞ’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) যজ্+ন

১৪৫. 'দিব+লোক' কোন সন্ধির উদাহরণ? [ ইসলামী বিশ্ববিদ্যালয় ]

উত্তর: (ক) স্বরসন্ধি

১৪৬. সন্ধিতে 'ম' এর পরে, র, ব, শ, য, হ, থাকলে 'ম' স্থানে কি বর্ণ হয় ? [ সমবায় অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির অফিসার : ৯৭ ]

উত্তর: (গ) ৎ

১৪৭. 'নিজন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি ? [ সমবায় অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির অফিসার : ৯৭ ]

উত্তর: (গ) নিচ + অন্ত

১৪৮. ‘দর্শনীয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? [ অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২৪.১২.২০০৪ ]

উত্তর: (ক) দৃশ+অনীয়

১৪৯. 'কারাগার' এর সন্ধি বিচ্ছেদ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) কারা + আগার

১৫০. অন্বেষন’ শব্দটি কোন্ সন্ধি? [ B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ]

উত্তর: (ক) স্বরসন্ধি

১৫১. 'মুখচ্ছবি' সন্ধি কোন নিয়মে পড়ে? [ বিআরডিবি'র সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা: ২৩ ]

উত্তর: (ক) স্বরধনি+ব্যঞ্জনধ্বনি

১৫২.‘চিরুনি’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে- [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক : ১৩ ]

উত্তর: (খ) চির+উনি

১৫৩. ‘ষষ্ঠ’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ ১৩তম বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১৬ ]

উত্তর: (গ) ষষ্+থ

১৫৪. বিসর্গ সন্ধি কয় ভাবে সাধিত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) দুই ভাবে

১৫৫. ‘উল্লাস’ এর সন্ধি বিচ্ছেদ- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১০ ]

উত্তর: (ক) উৎ+লাস

১৫৬. ‘তাৎক্ষণিক’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনিট? [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ০৯ ]

উত্তর: (ঘ) তৎক্ষণ + ইক

১৫৭. পাপাচার শব্দের সন্ধি বিচ্ছেদ কি? [ সাব-রেজিস্টার :৯৭ ]

উত্তর: (খ) পাপ + আচার

১৫৮.‘সপ্তর্ষি’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা -গোলাপ:২০০৯ ]

উত্তর: (খ) সপ্ত+ঋষি

১৫৯. 'দুর্লভ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? [ মাউশি'র হিসাব সহকারী:২৩ ]

উত্তর: (ক) দুঃ+লভ

১৬০. কোন শব্দে বিসর্গের ব্যবহার নেই ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১০ ]

উত্তর: (গ) খাঁটি বাংলা শব্দে

১৬১. 'দুর্যোগ' এর সন্ধি বিচ্ছেদ- [ বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১৭ ]

উত্তর: (গ) দুঃ+যোগ

১৬২. 'দুশ্চরিত্র' এর সন্ধি বিচ্ছেদ--- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১০ ]

উত্তর: (খ) দুঃ+চরিত্র

১৬৩. ‘গবাক্ষ’ শব্দটির কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) গো+অক্ষ

১৬৪. 'সন্ধান' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুন- [ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী : ১১ ]

উত্তর: (ক) সম+ধান

১৬৫. 'পরস্পর' এর সন্ধি বিচ্ছেদ হবে – [ অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার : ১০ ]

উত্তর: (গ) পর + পর

১৬৬. ‘ভয়’-এর সন্ধি বিচ্ছেদ কি? [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ০৫ ]

উত্তর: (ক) ভী+অ

১৬৭. ‘আশীর্বাদ’ একটি সন্ধিবদ্ধ শব্দ। এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৮ ]

উত্তর: (খ) আশীঃ+বাদ

১৬৮. নিচের কোন শব্দটি সন্ধির নিয়মানুষারে হয় না? [ পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার:২০০৭ ]

উত্তর: (ক) পরস্পর

১৬৯. ই-কারের পর ঈ -কার মিলে যে ঈ-কার হয়, তার উদাহরণ কোনটি ? [ পরিবেশ অধিদপ্তরের পরিচালক:২০০৭ ]

উত্তর: (গ) পরীক্ষা

১৭০. রূপালি এর সন্ধি বিচ্ছেদ - [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) রূপা +আলি

১৭১. নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) লাভ + অলাভ

১৭২. ‘শচীন্দ্র’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ বাংলাদশ কৃষি উন্নয়ন কর্পোরেশন:.2017 ]

উত্তর: (ক) শচী+ইন্দ্র

১৭৩. 'যথেচ্ছা' এর সন্ধি বিচ্ছেদ – [ আল-আরাফাহ ব্যাংক :২০১৩ ]

উত্তর: (খ) যথা + ইচ্ছা

১৭৪. নিচের কোনটি ব্যঞ্জন সন্ধি? [ সিটি ব্যাংক :২০১৩ ]

উত্তর: (গ) কৃদন্ত

১৭৫. 'বৈঠক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হচ্ছে- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১০ ]

উত্তর: (গ) বৈঠ+ক

১৭৬. ঘড়িয়াল শব্দের সন্ধি বিচ্ছেদ কি? [ ডাচ-বাংলা ব্যাংক :২০১৩ ]

উত্তর: (খ) ঘড়ি + ইয়াল

১৭৭. চন্দ্রানন শব্দের সন্ধি বিচ্ছেদ কি? [ ডাচ-বাংলা ব্যাংক :২০১৪ ]

উত্তর: (গ) চন্দ্র + আনন

১৭৮. 'উদ্দ্যোগ' এর সন্ধি বিচ্ছেদ – [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা -বেলী- ১১.০৯.২০০৯ ]

উত্তর: (খ) উৎ + যোগ

১৭৯. কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ ? [ বাংলাদেশ কমার্স ব্যাংক:২০১৪ ]

উত্তর: (ঘ) মিথ্যা + উক

১৮০. উচ্ছল শব্দের সন্ধি বিচ্ছেদ কি? [ আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট:২০১৮ ]

উত্তর: (ক) উৎ + ছল

১৮১. হস্তান্তর শব্দের সন্ধি বিচ্ছেদ কি? [ ব্যাংক আলফালাহ :২০১৩ ]

উত্তর: (খ) হস্ত + অন্তর

১৮২. রমেন্দ্র শব্দের সন্ধি বিচ্ছেদ কি? [ ডাচ-বাংলা ব্যাংক :২০১৩ ]

উত্তর: (খ) রমা + ইন্দ্র

১৮৩. বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ- [ ৩০তম বিসিএস ]

উত্তর: (ঘ) বাক্ + আড়ম্বর

১৮৪. সন্ধিতে কিসের মিলন হয় ? [ এক্সিম ব্যাংক:২০১৩ ]

উত্তর: (খ) বর্ণের

১৮৫. ‘রাজ্ঞী’ শব্দটি কান্ সন্ধি? [ C ইউনিট ইসলামী বিশ্ববিদ্যালয় ]

উত্তর: (ক) ব্যঞ্জন সন্ধি

১৮৬. 'সম্রাট' এর সন্ধি বিচ্ছেদ - [এক্সিম ব্যাংক:২০১৩ ]

উত্তর: (গ) সম্‌ +রাট

১৮৭.‘বর্জন’-এর সন্ধি বিচ্ছেদ কি? [ বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের অফিসার: ১৭ ]

উত্তর: (গ) বৃজ+অন

১৮৮. ‘সঙ্গীত’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ Rajshahi Krishi Unnayan Bank - Cashier - 22.01.2010 ]

উত্তর: (খ) সম্+গীত

১৮৯. 'প্রত্যেক' এর সন্ধি বিচ্ছেদ – [এনএসআই (NSI) - ডেসপাচ রাইডার ও অফিস সহায়ক 10-06-2021 ]

উত্তর: (খ) প্রতি + এক

১৯০.‘উন্নত’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হবে- [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা -পদ্ম- ১১.০৯.২০০৯ ]

উত্তর: (খ) উৎ + নত

১৯১. ঋগবেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? [ ইস্টার্ন ব্যাংক :২০১৩ ]

উত্তর: (গ) ঋক্‌ + বেদ

১৯২.‘মনোযোগ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? [সাব-রেজিস্টার :০৩ ]

উত্তর: (গ) মনঃ+যোগ

১৯৩. 'প্রায়শ্চিত্ত' এর সন্ধি বিচ্ছেদ - [ব্যাসিক ব্যাংক :২০১৪ ]

উত্তর: (ক) প্রায় + চিত্ত

১৯৪. ‘অলঙ্কার’ শব্দের সঠিক সন্ধিজাত বিশ্লেণষণ কোনটি? [ নির্বাচন কমিশন সচিবালয়ে থানা/উপজেলা নির্বাচন অফিসার০৮.০৮.২০০৮ ]

উত্তর: (ক) অলম + কার

১৯৫.‘জগজ্জীবন’ শব্দটি সন্ধির কোন্ নিয়ম অনুসারে হয়েছে? [ জনতা ও রূপালী ব্যাংক- অফিসার ১৩.১২.২০১৯ ]

উত্তর: (খ) ত+জ = জ্জ

১৯৬.‘সূর্যোদয়’ একটি সন্ধিবদ্ধ শব্দ্ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসার রক্ষক) 05-03-2021 ]

উত্তর: (খ) সূর্য+উদয়

১৯৭. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি ? [ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক:২০১৩ ]

উত্তর: (গ) পতঞ্জলি

১৯৮. ‘মহা+ঐশ্চর্য’-এর সন্ধিবদ্ধ কোনটি? [ ইস্টার্ন ব্যাংক :২০১৪ ]

উত্তর: (গ) মহশ্বৈর্য

১৯৯. সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (গ) সম+বিধান

২০০.‘ষোড়শ’ শব্দটির কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (ঝিলাম) : ১৩ ]

উত্তর: (ক) ষ্‌ট+ দশ

২০১. সংসদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? [ এক্সিম ব্যাংক:২০১৩ ]

উত্তর: (গ) সম্‌ + সদ

২০২. 'যথার্থ' এর সন্ধি বিচ্ছেদ - [আল-আরাফাহ ব্যাংক :২০১৪ ]

উত্তর: (খ) যথা + অর্থ

২০৩. অল্প স্বরবিশিষ্ট পদ পূর্বপদে বসে কোন সমাসে ? [ এবি ব্যাংক :২০১৪ ]

উত্তর: (খ) দ্বন্দ্ব

২০৪. ঈশ্বরেচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? [ বাংলাদেশ কমার্স ব্যাংক:২০১৮ ]

উত্তর: (গ) ঈশ্বর + ইচ্ছা

২০৫. একই সূত্রের বাইরের সন্ধি কোনটি ? [ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক:২০১১ ]

উত্তর: (ঘ) অতীত

২০৬. ‘বৃহস্পতি’ একটি সন্ধিবদ্ধ শব্দ। এর সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়- [আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট:২০১০ ]

উত্তর: (খ) বৃহৎ+পতি

২০৭. অ-বর্ণের পরে এ থাকলে উভয় মিলে কি হয় ? [ ব্যাংক আলফালাহ :২০১৩ ]

উত্তর: (খ) এ -কার

২০৮. ‘অন্যান্য’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ ব্যাসিক ব্যাংক :২০১৪ ]

উত্তর: (গ) অন্য+অন্য

২০৯. কোনটি ‘নিরাময়’ শব্দের সন্ধিবিচ্ছেদ? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (গামা) : ১৪ ]

উত্তর: (গ) নির+আময়

২১০. ‘বনৌষধি’ একটি সন্ধিবদ্ধ শব্দ। এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? [ ব্যাংক এশিয়া :২০১৪ ]

উত্তর: (ক) বন+ওষধি

২১১. ‘দুচ্চার’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? [ ব্যাংক এশিয়া :২০১৪ ]

উত্তর: (খ) দুৎ+চার

২১৩. একাদশ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি ? [ সিটি ব্যাংক :৯৯ ]

উত্তর: (ঘ) এক + দশ

২১৪. 'বাগদত্তা' এর সন্ধি বিচ্ছেদ - [ডাচ-বাংলা ব্যাংক :২০১০ ]

উত্তর: (গ) বাক + দত্তা

২১৫. ‘মনোযোগ’ শব্দটি কোন সন্ধিতে গঠিত? [ বাংলাদেশ রেলওয়ে সহকারী কমান্ডেন্ট : ০৭ ]

উত্তর: (গ) বিসর্গ সন্ধি

২১৬. ‘ণিজন্ত’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ ইস্টার্ন ব্যাংক :২০১৮ ]

উত্তর: (গ) নিচ্+অন্ত

২১৭. 'নীরস' এর সন্ধি বিচ্ছেদ – [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (দজলা) : ১৩ ]

উত্তর: (গ) নিঃ + রস

২১৮. বন্যার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) বন্যা + ঋত

২১৯. তত্ত্ব শব্দের সন্ধি বিচ্ছেদ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) তদ্‌ + ত্ব

২২০. অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি ? [ এক্সিম ব্যাংক:২০১৩ ]

উত্তর: (গ) রাজ + নী =রাজ্ঞী

২২১. 'কুজ্‌ঝটিকা' এর সন্ধি বিচ্ছেদ - [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) কুৎ + ঝটিকা

২২২. সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) সহচর + য

২২৩. ‘হিমালয়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) হিম+আলয়

২২৪. অলংকার এর সন্ধি বিচ্ছেদ – [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) অলম্‌ + কার

২২৫. সন্ধি বিচ্ছেদ করুন: পুরস্কার [ এনএসআই এর সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা: ২০১৭ ]

উত্তর: (গ) পুরঃ +কার

২২৬. ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? [ ১৫তম বিসিএস ]

উত্তর: (খ) দিব্+লোক

২২৭. ‘ব্যঞ্জন’ শব্দটি সন্ধির কোন শ্রেণীভুক্ত? [ A ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ]

উত্তর: (ক) স্বরসন্ধি

২২৮. ‘দুর্দশা’ একট সন্ধিবদ্ধ শব্দ। এর সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়- [ A ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ]

উত্তর: (ক) দুঃ+দশা

২২৯. 'শয়ন'- এর সন্ধি বিচ্ছেদ - [ এক্সিম ব্যাংক:২০১8 ]

উত্তর: (গ) শে +অন

২৩০. ক্ষণেক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? [ ইস্টার্ন ব্যাংক :২০১8 ]

উত্তর: (গ) ক্ষণ + এক

২৩১. সন্ধিতে চ ও জ এর নাসিক্য ধ্বনি কী হয়? [ ১৭তম শিক্ষক নিবন্ধন: ২২ ]

উত্তর: (ঘ) তালব্য

২৩২. ত -এর পরে ল থাকলে ত-স্থানে কোনটি হয় ? [ সিটি ব্যাংক :97 ]

উত্তর: (ঘ) ল্ল

২৩৩. ‘দুযোর্গ’-এর সন্ধি বিচ্ছেদ কি? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০১ ]

উত্তর: (গ) দুঃ+যোগ

২৩৪. 'স্বেচ্ছা' এর সন্ধিবিচ্ছেদ কী? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা: ২২ ]

উত্তর: (ক) স্ব+ইচ্ছা

২৩৫. 'বিচ্ছিন্ন' এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক (শাপলা) : ১১ ]

উত্তর: (খ) বি+ছিন্ন

২৩৬. কোনটি ‘এদ্দুর’ এর সন্ধিবিচ্ছেদ? [ প্রাথমিক সহকারী শিক্ষক ( চট্রগ্রাম) : ০৬ ]

উত্তর: (খ) এত+দূর

২৩৭.‘রাজর্ষি’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসার রক্ষক) : 20০৯ ]

উত্তর: (গ) রাজা+ঋষি

২৩৮. 'পদ্ধতি' এর সন্ধি বিচ্ছেদ – [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ( বিটা) : ১৪ ]

উত্তর: (গ) পদ + হতি

২৩৯. সন্ধিতে 'ম' এর পর বর্গীয় বর্ণ আসলে 'ম' এর স্থলে কোন বর্ণ হয় ? [ আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট:২০১৮ ]

উত্তর: (গ) ঙ

২৪০.‘মনোভিলাষ’ কোন সন্ধির উদাহরণ? [ ব্যাংক আলফালাহ :২০০৯ ]

উত্তর: (ঘ) বিসর্গ ও ব্যঞ্জন সন্ধির

২৪১. নদ্যম্বু শব্দের সন্ধি বিচ্ছেদ কি? [ ব্যাসিক ব্যাংক :৯৮ ]

উত্তর: (ক) নদী + অম্বু

২৪২. প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়ে থাকে [ [ এক্সিম ব্যাংক:২০০৯ ]

উত্তর: (ক) সমীভবনের

২৪৩. আজ্ঞাধীন শব্দের সন্ধি বিচ্ছেদ কি? [ রূপালী ব্যাংক- অফিসার :২০১০ ]

উত্তর: (খ) আজ্ঞ + আধীন

২৪৪. ‘বাগদান’-এর সন্ধি বিচ্ছেদ কি? [ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী : ১১ ]

উত্তর: (ঘ) বাক্+দান

২৪৫. র এবং স-এর সংক্ষিপ্ত রূপ কোনটি? [ আল-আরাফাহ ব্যাংক :২০১৩ ]

উত্তর: (খ) ‘ঃ’

২৪৬. 'সঞ্চয়' এর সন্ধি বিচ্ছেদ কোনটি ? [ ডিজিএফআই এর সহকারী পরিচালক : ১৯ ]

উত্তর: (ক) সম + চয়

২৪৭. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধিবিচ্ছেদ? [ বেপজার সহকারী ব্যবস্থাপক: ২১ ]

উত্তর: (ঘ) তৎ+কর = তস্কর

২৪৮. 'ছেলেমি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুন- [ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী-০৬.০৫.২০১১ ]

উত্তর: (গ) ছেলে+আমি

২৪৯. ‘চলচ্চিত্র’-এর সন্ধি বিচ্ছেদ- [ ১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৪ ]

উত্তর: (গ) চলৎ+চিত্র

২৫০. 'তপোবন' এর সন্ধি বিচ্ছেদ---- [পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ পরীক্ষা: ১৪ ]

উত্তর: (খ) তপঃ+বন

২৫১. ‘পবিত্র’ শব্দটির কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? [ বাংলাদেশ জুটমিল কর্পোরেশনের অফিসার - 27.06.2017 ]

উত্তর: (খ) পো+ইত্র

২৫২. অধমর্ণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:.২০০৪ ]

উত্তর: (খ) অধম + ঋণ

২৫৩. ‘নায়ক’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ পল্লী উন্নয়ন একাডেমির সহকারী পরিচালক: ২১ ]

উত্তর: (ক) নৈ + অক

২৫৪. ‘প্রাতরাশ’ এর সন্ধি- [ ২৩তম বিসিএস ]

উত্তর: (খ) প্রাতঃ+আশ

২৫৫. উমেশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? [ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী-২০০৪ ]

উত্তর: (গ) উমা + ঈশ

২৫৬. নিপাতনে সিদ্ধ সন্ধির অন্তর্গত কোনটি? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা:.২০০৪ ]

উত্তর: (ক) বৃহস্পতি

২৫৭. 'বনৌষধি' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ? [ পানি উন্নয়ন বোর্ড : ২০১৩ ]

উত্তর: (ক) বন + ওষধি

২৫৮. 'কুড়িক' এর সন্ধিবিচ্ছেদ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) কুড়ি + এক

২৫৯. কোনটির নিয়মানুসারে সন্ধি হয় না ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) কুলটা

২৬০. নিচের কোন শব্দটি সন্ধিযোগে গঠিত? [ সমন্বিত ৬ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহকারী প্রোগ্রামার: ২১ ]

উত্তর: (গ) সঞ্চয়

২৬১. 'বিদ্বজ্জন' এর সন্ধি-বিচ্ছেদ কোনটি? [ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী: ২১ ]

উত্তর: (খ) বিদ্বৎ+জন

২৬২. ‘ভজ+ত’ - এর সন্ধিবদ্ধ হল- [ জেলা সমাজসেবা অফিসার:৯৯ ]

উত্তর: (গ) ভক্ত

২৬৩. ‘নিশ্চয়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক :৯৩ ]

উত্তর: (ঘ) নিঃ+চয়

২৬৪. ভাগ্য এর সন্ধি বিচ্ছেদ কি ? [ Rajshahi Krishi Unnayan Bank - Cashier – 2০১৫ ]

উত্তর: (ক) ভজ + য

২৬৫. 'সংলাপ' এর সন্ধি বিচ্ছেদ – [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) সম্‌ + লাপ

২৬৬. আন্না শব্দের সন্ধি বিচ্ছেদ কি? [ সিটি ব্যাংক :২০০৫ ]

উত্তর: (খ) আর + না

২৬৭. ‘সংস্কৃত’-এর সন্ধি বিচ্ছেদ কি? [ রাবি ]

উত্তর: (গ) সম+কৃত

২৬৮. ভবোদয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি? [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান অ্যাসিসট্যান্ট অফিসার-২০০৯ ]

উত্তর: (খ) ভব + উদয়

২৬৯. ‘গন্তব্য’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) গম্+তব্য

২৭০. সন্ধি সাধিত শব্দ ‘পরস্পর’ কোন ধরনে সন্ধির দৃষ্টান্ত? [ ৩১ তম বিসিএস ]

উত্তর: (গ) নিপাতনে সিদ্ধ

২৭১. 'মহেন্দ্র'----- [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) মহা+ইন্দ্র

২৭২. ‘রান্না’-এর সন্ধি বিচ্ছেদ কি? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫ ]

উত্তর: (ঘ) রাধ+না

২৭৩. 'অনুচ্ছেদ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি? [ বেসামরিক বিমান চলাচলের প্রকিউরমেন্ট অফিসার : ২১ ]

উত্তর: (ক) অনু+ছেদ

২৭৪. 'নির্জন' এর সন্ধি বিচ্ছেদ - [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) নিঃ + জন

২৭৫. ‘আশ্চর্য’ কোন সন্ধির উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) ব্যঞ্জন সন্ধির

২৭৬. 'প্রচ্ছদ' শব্দের প্রকৃত সন্ধি বিচ্ছেদ হলো- [ পিএসসি'র জুনিয়র ইন্সট্রাক্টর: ২৩ ]

উত্তর: (ক) প্র+ছদ

২৭৭. নিপাতনে সিদ্ধ ষ এর ব্যবহার আছে কোনটিতে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) ভূষণ

২৭৮. ‘উৎ+ডীন’-এর সন্ধিবদ্ধ শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) উড্ডীন

২৭৯. 'দ্রবণ' শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়- [ সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার: ২৩ ]

উত্তর: (খ) দ্রো+অন

২৮০. 'ঘ্রাণ' শব্দটির সন্ধি বিচ্ছেদ? [ সিজিএ এর জুনিয়র অডিটর: ২২ ]

উত্তর: (খ) ঘ্রা+অন

২৮১. ‘বজ্জাত’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী: ১১ ]

উত্তর: (গ) বদ+জাত

২৮২.'পবন' এর সন্ধি বিচ্ছেদ – [ জাবি ]

উত্তর: (গ) পো + অন

২৮৩. খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট: ২৩ ]

উত্তর: (গ) বিসর্গসন্ধি

২৮৪. নিচের কোনটি নিয়মানুসারে সন্ধি হয় না? [ বাংলাদেশ কমার্স ব্যাংক:২০০৪ ]

উত্তর: (ক) একাদশ

২৮৫. ত/দ -কারের পর জ/ঝ থাকলে ত/দ স্থানে কোনটি হয় ? [ এবি ব্যাংক :২০০৪ ]

উত্তর: (খ) জ্জ/জ্ঝ

২৮৬. 'রাজ্ঞী' এর সন্ধি বিচ্ছেদ – [ ১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-(স্কুল/সমপর্যায়-২)-২৫.০৮.২০১৭ ]

উত্তর: (ঘ) রাজ্ + নী

২৮৭. কোনটি সন্ধি গঠিত নির্ভুল শব্দ? [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার: ২০১২ ]

উত্তর: (ঘ) দুঃ+নীতি=দূর্নীতি

২৮৮. নিচের কোনটি ভাষার ধ্বনিগত মাধুর্য স্থাপন ও সম্পাদন করে? [ সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার: ২৩ ]

উত্তর: (গ) সন্ধি

২৮৯. ‘প্রত্যুপকার’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ ইস্টার্ন ব্যাংক :২০০৪ ]

উত্তর: (ক) প্রতি+উপকার

২৯০. ‘শিরঃ+ছেদ’ -এর সন্ধি- [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ০৫ ]

উত্তর: (খ) শিরশ্ছেদ

২৯১. ‘মতৈক্য’ শব্দটি কোন্ সন্ধির অন্তর্গত? [ ডাচ-বাংলা ব্যাংক :২০০০ ]

উত্তর: (গ) স্বরসন্ধির

২৯২. ‘পুনরায়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসার রক্ষক): ২০০৪ ]

উত্তর: (ঘ) পুনঃ+আয়

২৯৩. সম+ন্যাস-এর সন্ধি কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) সন্ন্যাস

২৯৪. ‘পরিচ্ছেদ’ শব্দটি কোন্ শ্রেণীর সন্ধির নিয়মে গঠিত? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) ব্যঞ্জন সন্ধি

২৯৫. ত্‌ এর পরে ল থাকলে সন্ধিতে ত্‌ এবং ল মিলে কোনটি হয় ? [ সি ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ]

উত্তর: (ঘ) ল্ল

২৯৬. ও -কারের পর স্বরধ্বনি থাকলে ও -কার স্থানে কি হয় ? [ আল-আরাফাহ ব্যাংক :২০০৪ ]

উত্তর: (গ) অব

২৯৭. ‘বৃষ্টি’ এর সন্ধি বিচ্ছেদ কি হবে? [প্রবাসী কল্যাণ ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার: ১৯ ]

উত্তর: (ঘ) বৃষ্+তি

২৯৮. ‘অহরহ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক ( দজলা ) : ১৩ ]

উত্তর: (গ) অহঃ+অহ

২৯৯. 'সংস্কার' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? [ স্বাস্থ্য অধিদপ্তরের টেকনোলজিস্ট: ২৩ ]

উত্তর: (ক) সম+কার

৩০০. ‘সংসার’ এর সন্ধি বিচ্ছেদ- [ প্রাথমিক সহকারী শিক্ষক ( করতোয়া) : ১০ ]

উত্তর: (ঘ) সম+সার

৩০১. 'সংবাদ ' এর সন্ধি বিচ্ছেদ – [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ১৩ ]

উত্তর: (ঘ) সম্ + বাদ

৩০২. 'নমস্কার' এর সন্ধি বিচ্ছেদ - [এবি ব্যাংক :২০০৫ ]

উত্তর: (ক) নমঃ + কার

৩০৩. ‘নীরব’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩ ]

উত্তর: (ঘ) নিঃ+রব

৩০৪. সন্ধির বিধান নেই এমন শব্দের উদাহরণ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১০ ]

উত্তর: (গ) অহরহ

৩০৫. বাংলা বানানে অধিকাংশ ক্ষেত্রে কোনটি না লেখার প্রবৃত্তি দেখা যায় ? [ ব্যাসিক ব্যাংক :২০০৫ ]

উত্তর: (গ) বিসর্গ (ঃ)

৩০৬. নিচের কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? [ ব্যাংক এশিয়া :২০০৫ ]

উত্তর: (গ) অগ্নি+উৎপাত

৩০৭. ‘পদ্ধতি’ শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়- [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -সুরমা- ২৪.০২.২০১২ ]

উত্তর: (ঘ) পদ্+হতি

৩০৮. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১৩ ]

উত্তর: (ক) আশ্চর্য

৩০৯. কোন নিয়ম ব্যতীত সাধিত সন্ধিকে কি বলে ? [ আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট:২০০০ ]

উত্তর: (গ) নিপাতনে সিদ্ধ

৩১০. যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে বলে [ প্রাথমিক সহকারী শিক্ষক : ০০ ]

উত্তর: (গ) নিপাতনে সিদ্ধ সন্ধি

৩১১. ”বিচ্ছেদ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (হোয়াংহো): ২০১৩ ]

উত্তর: (খ) বি + ছেদ

৩১২. সন্ধি-বিচ্ছেদ কোনটি সঠিক জগদীশ— [জাবি:০৬-০৭ ]

উত্তর: (ক) জগৎ + ঈশ

৩১৩. দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ কি? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী: ১৩ ]

উত্তর: (খ) দিক্ + অন্ত

৩১৪. ষড়ানন এর সন্ধি বিচ্ছেদ- [ এনএসআই এর ওয়াচার কনস্টেবল : ১৯ ]

উত্তর: (খ) ষট্ +আনন

৩১৫. সন্ধি বিচ্ছেদ করুন: “তদবধি [ বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন সহকারী ব্যবস্থাপক- ২০১৩ ]

উত্তর: (ঘ) তৎ+অবধি

৩১৬. ‘উচ্ছ্বাস’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হচ্ছে- [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা –(শিউলী)- ২০০৯ ]

উত্তর: (গ) উৎ+শ্বাস

৩১৭. সন্ধি-বিচ্ছেদ কোনটি ঠিক ?তদ্ধিত -- [গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক-২০০৬ ]

উত্তর: (ঘ) তদ্+হিত

৩১৮. উন্নয়ন’ এর সন্ধি বিচ্ছেদ- [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা –(গোলাপ)- ২০০৯ ]

উত্তর: (ক) উৎ+নয়ন

৩১৯. কোনটি সন্ধিজাত শব্দ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-.২০১৫ ]

উত্তর: (ক) উন্মনা

৩২০. ”মৃন্ময়” শব্দের সন্ধি বিচ্ছেদ -- [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা:১৫ ]

উত্তর: (গ) মৃৎ + ময়

৩২১. ’সংগীত’ এর সন্ধি বিচ্ছেদ- [অগ্রণী ব্যাংক লি. অফিসার (ক্যাশ): ১৩ ]

উত্তর: (ঘ) সম্‌+গীত

৩২২. সংশপ্তক এর সন্ধি বিচ্ছেদ কী? [ রাবি: ০৩-০৪ ]

উত্তর: (ক) সম্+শপ্তক

৩২৩. কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? [ অগ্রণী ব্যাংক লি. সিনিয়র অফিসার : ১০ ]

উত্তর: (ক) সম্+চয়=সঞ্চয়

৩২৪. “ক্ষুৎপিপাসা”' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? [প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার : ১৪ ]

উত্তর: (ঘ) ক্ষুধ্‌ + পিপাসা

৩২৫. ”সদাশয়” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- (দাজলা): ২০১৩ ]

উত্তর: (গ) সৎ + আশয়

৩২৬. ‘দর্শক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ- [ ৯ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা:২০১৩ ]

উত্তর: (গ) দৃশ্‌ + অক

৩২৭. “ক্ষুন্নিবৃত্তি” শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? [ সোনালী ব্যাংক অফিসার: ১৪ ]

উত্তর: (ঘ) ক্ষুৎ+নিবৃত্তি

৩২৮. নাজ্জামাই' শব্দের যথার্থ সান্ধি বিচ্ছেদ কোনটি? [ জনপ্রশাসন মন্ত্রনালয়ের অধীন পিএসসির সহকারী পরিচালক: ২০১৬ ]

উত্তর: (খ) নাত+ জামাই

৩২৯. সদ্যোজাত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? [৩৮তম বিসিএস ]

উত্তর: (গ) সদ্যঃ + জাত

৩৩০. ”চতুরঙ্গ” এর সন্ধি বিচ্ছেদ করুন- [ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক:২০১২ ]

উত্তর: (খ) চতুঃ+অঙ্গ

৩৩১. দুর্নীতি এর সন্ধি বিচ্ছেদ কী? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রদর্শক:১৩ ]

উত্তর: (গ) দুঃ+নীতি

৩৩২. 'নিষ্ঠুর' শব্দটির সন্ধি বিচ্ছেদ- [ বেসামরিক বিমান চলাচলের সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ২১ ]

উত্তর: (খ) নিঃ+ঠুর

৩৩৩. নির্ভুল সন্ধি বিচ্ছেদ- [পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]

উত্তর: (গ) শিরঃ +ছেদ

৩৩৪. 'ইতস্তত' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা –(নাগালিঙ্গম): ২০১২ ]

উত্তর: (খ) ইতঃ + তত

৩৩৫. ”মনস্তাপ”-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- (বিটা): ২০১৪ ]

উত্তর: (ক) মনঃ + তাপ

৩৩৬. ধনুষ্টংকার'-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? [ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার:২০১২ ]

উত্তর: (খ) ধন:+টঙ্কার

৩৩৭. ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি ? [ ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-(স্কুল/সমপর্যায়): ২০১৬ ]

উত্তর: (ঘ) চতুঃ+পদ

৩৩৮. সন্ধি-বিচ্ছেদ করুনঃ 'তিরস্কার'-- [ডাচ বাংলা ব্যাংক ( এমটিও) : ১২ ]

উত্তর: (গ) তিরঃ + কার

৩৩৯. কোন সন্ধি বিচ্ছেদটি ভুল ? [ জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার: ১৫ ]

উত্তর: (ঘ) দু+লোক

৩৪০. কোনটি শুদ্ধ? [ প্রবাসী কল্যাণ ব্যাংক অফিসার (ক্যাশ) : ১৪ ]

উত্তর: (খ) পরিঃ + কার = পরিষ্কার

৩৪১. আশ্চর্য' এর সন্ধি বিচ্ছেদ --- [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা –(মেঘনা):২০১২ ]

উত্তর: (ঘ) আ + চর্য

৩৪২. 'বৃহস্পতি' - এর সন্ধিবিচ্ছেদ কোনটি? [ জেলা সমাজসেবা অফিসার :৯৯ ]

উত্তর: (গ) বৃহঃ + পতি

৩৪৩. 'উল্লেখ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি? [ বেসামরিক বিমান চলাচলের প্রকিউরমেন্ট অফিসার: ২১ ]

উত্তর: (ক) উৎ+লেখ

৩৪৪. অভীষ্ট = ? [ প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩ ]

উত্তর: (গ) অভি+ইষ্ট

৩৪৫. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? [পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ২০১৩ ]

উত্তর: (গ) পর্+পর=পরস্পর

৩৪৬. নিপাতনে সিদ্ধ কোনটি ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক :৯০ ]

উত্তর: (গ) গো + পদ =গোষ্পদ

৩৪৭. ‘বনস্পতি’ শব্দের সন্ধি- বিচ্ছেদ কোনটি ? [ ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-(স্কুল/সমপর্যায়):২০১৫ ]

উত্তর: (খ) বন্+পতি

৩৪৮. সন্ধি বিচ্ছেদ করুন - কথাচ্ছলে [ প্রাথমিক সহকারী শিক্ষক :২০১৮ ]

উত্তর: (খ) কথা + ছলে

৩৪৯. সার্বভৌম' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক :২০১৮ ]

উত্তর: (খ) সর্বভূমি+ ষ্ঞ

৩৫০. বিসর্গ সন্ধির একটি উদাহরণ হলো- [ সমন্বিত ব্যাংক অফিসার ( সাধারণ ) :১৮ ]

উত্তর: (গ) জ্যোতিরিন্দ্র

৩৫১. কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? [ সোনালী ব্যাংক অফিসার ( ক্যাশ ) : ১৮ ]

উত্তর: (গ) বৃহৎ+ঢক্কা = বৃহড্ ঢক্কা

৩৫২. কোনটি অশুদ্ধ সন্ধি বিচ্ছেদ ? [ সোনালী ব্যাংক অফিসার-১৯ / স্বমন্বিত ৮ ব্যাংক সিনিয়র অফিসার: ১৮ ]

উত্তর: (গ) মনঃ+কামনা=মনঃকামনা

৩৫৩. ‘দূরবস্থা' শব্দটি সন্ধি-বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? [ ৩৯তম বিসিএস ]

উত্তর: (ঘ) দূর+বস্থা

৩৫৪. 'উজ্জ্বল' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি? [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী : ১৯ ]

উত্তর: (খ) উৎ + জ্বল

৩৫৫. দৈনিক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? [ ৫ম বিজেএস(সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা- ২০১০ ]

উত্তর: (ঘ) দিন + এক

৩৫৬. 'মনোরম' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? [ সিজিডিএফ এর কার্যালয় অডিটর : ২০১৯ ]

উত্তর: (ঘ) মনঃ +রম

৩৫৭. 'দুরূহ' শব্দের সন্ধি-বিচ্ছেদ হলো- [দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক: ১৯ ]

উত্তর: (ক) দুঃ+উহ্

ব্যাখ্যা: দুরূহ শব্দটির সন্ধি-বিচ্ছেদ হয় না। প্রকৃতপক্ষে এটি তদ্ধিত প্রত্যয়। দুঃ+√উহ্ = দুরূহ।

৩৫৮. ‘উদ্ধার’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি? [ সমন্বিত ৫ ব্যাংকের অফিসারঃ ১৯ ]

উত্তর: (ঘ) উৎ + হার

৩৫৯. সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি? [বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ব্যক্তিগত সহকারী: ১৯ ]

উত্তর: (খ) অনু+এষণ=অন্বেষণ

৩৬০. 'সতীন্দ্র' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? [ ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের হিসাব রক্ষক: ২৩ ]

উত্তর: (গ) সতী+ইন্দ্র

৩৬১. ‘ভাস্বর’ এর সন্ধি-বিচ্ছেদ কী? [ ১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল):১৯ ]

উত্তর: (গ) ভাস্+বর

৩৬২. ‘নীরোগ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি? [ ১৫জন প্রভাষক নিবন্ধন: ১৯ ]

উত্তর: (খ) নিঃ+রোগ

৩৬৩. নিপাতনে সিদ্ধ কোনটি? [ বাংলাদেশ বেতারের সহ-সম্পাদক: ১৯ ]

উত্তর: (গ) একাদশ

৩৬৪. 'সংযম' শব্দের সন্ধি বিচ্ছেদ কী? [ ক্রীড়া পরিদপ্তরের অফিস সহকারী: ১৯ ]

উত্তর: (গ) সমৃ + যম

৩৬৫. নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়? [ সিজিডিএফ এ অডিটর : ১৯ ]

উত্তর: (গ) তদ+রূপ = তদ্রূপ

৩৬৬. 'নিরন্ন' শব্দের সন্ধি-বিচ্ছেদ কি? [ বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল অপারেটর: ১৯ ]

উত্তর: (গ) নিঃ+অন্ন

৩৬৭. কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? [ ১৮তম প্রভাষক নিবন্ধন। ১৯ ]

উত্তর: (খ) সংবাদ

৩৬৮. 'দুর্গতি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? [ সরকারি মাধ্যামিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) দুঃ+গতি

৩৬৯. ‘উত্থাপন'- শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? [ এনএসআই এর সহকারী পরিচালক: ১৯ ]

উত্তর: (খ) উৎ + স্থাপন

৩৭০. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? [ জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার: ১৯ ]

উত্তর: (ঘ) আশ্চর্য

৩৭১. সন্ধি কত প্রকার? [ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পদ: ২৩ ]

উত্তর: (খ) ৩

৩৭২. বিসর্গ সন্ধির ব্যতিক্রম উদাহরণ কোনটি? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩ ]

উত্তর: (গ) অহঃ+নিশা

৩৭৩. 'ইত্যাকার' শব্দটির সন্ধি বিচ্ছেদ- [ দুদকের সহকারী পরিচালক: ২০ ]

উত্তর: (ক) ইতি+আকার

৩৭৪. নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত? [ এনএসআই এর ওয়াচার কনস্টেবল: ২১/ এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার: ২১ ]

উত্তর: (ক) বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত

৩৭৫. 'বারীশ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি? [ এনএসআই এর ফিল্ড অফিসার: ২১ ]

উত্তর: (খ) বারি+ঈশ

৩৭৬. 'নিপাতনে সিদ্ধ সন্ধি' সম্পর্কে কোনটি সঠিক? [ সিএজি এর অডিটর: ২১ ]

উত্তর: (ক) যে সন্ধি ব্যাকরণর কোনো নিয়ম মানে না

৩৭৭. 'স্বৈর' শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়- [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২২ ]

উত্তর: (ঘ) স্ব+ঈর

৩৭৮. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি? [ ৪৪তম বিসিএস ]

উত্তর: (ক) গো+অক্ষ = গবাক্ষ

৩৭৯. 'মন্বন্তর' এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ রাজউকের ইমারত পরিদর্শক: ২২ ]

উত্তর: (খ) মনু+অন্তর

৩৮০. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? [ সিজিএ এর অডিটর: ২২/ রাজউকের ইমারত পরিদর্শক: ২২ ]

উত্তর: (খ) কুলটা

৩৮১. সন্ধির প্রধান কাজ কী? [ সিএজি'র সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক: ২২ ]

উত্তর: (ক) ধ্বনি পরিবর্তন

৩৮২. নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়? [ সিএজি'র সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক: ২২ ]

উত্তর: (খ) বিদ্যালয়

৩৮৩. 'মস্যাধার' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? [ বিসিআইসি'র সহকারী ব্যবস্থাপক: ২২ ]

উত্তর: (ঘ) মসী+আধার

৩৮৪. 'প্রত্যাবর্তন' শব্দের সন্ধি-বিচ্ছেদ- [ বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার: ২২/১৭তম শিক্ষক নিবন্ধন: ২২ ]

উত্তর: (খ) প্রতি+আবর্তন

৩৮৫. 'পর্যন্ত' এর সন্ধিবিচ্ছেদ কোনটি? [ খাদ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী: ২২ ]

উত্তর: (ঘ) পরি+অন্ত

৩৮৬. 'গো+অক্ষ = গবাক্ষ' এটি কোন ধরনের সন্ধি বিচ্ছেদ? [ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার: ২২ ]

উত্তর: (ক) নিপাতনে সিদ্ধ

৩৮৭. 'আশাতীত' এর সন্ধি-বিচ্ছেদ কোনটি? [ ডাক বিভাগের পোস্টম্যান: ২৩ ]

উত্তর: (খ) আশা+অতীত

    أحدث أقدم