পুরুষ ও স্ত্রীবাচক শব্দ mcq প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর অনুশীলন
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: পুরুষ ও স্ত্রীবাচক শব্দ mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: ( ২০৬)

১. মৎস্য ও মনুষ এর সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি ? [ স্বাস্থ্য মন্ত্রণালয় | অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক |২০১৯ ]

উত্তর: (ক) মৎসী, মনুষী

২. 'বিদ্বান' এর সঠিক স্ত্রীবাচক কোনটি ? [ স্বাস্থ্য মন্ত্রণালয় | অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক |২০১৯ ]

উত্তর: (ক) বিদুষী

৩.‘বীর’ শব্দের বিপরীত লিঙ্গ কোনটি? [ সিজিডিএফ (ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট) || জুনিয়র অডিটর:2022 ]

উত্তর: (গ) বীরাঙ্গনা

৪. পুরুষবাচক শব্দ কোনটি? [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা(মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী):২০১৫ ]

উত্তর: (খ) মায়াবী

৫. কোনটি স্ত্রীবাচক শব্দ? [মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা:২০১৬ ]

উত্তর: (ঘ) বৈষ্ণবী

৬. বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি ? [১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন :স্কুল/সমপর্যায়-২):.২০১৫ ]

উত্তর: (ঘ) নর-নারী

৭. কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ ? [১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন :স্কুল/সমপর্যায়-২):২০১৪ ]

উত্তর: (ক) বিদ্বান

৮. গরু কোন লিঙ্গ? [ বি.আর.টি.এ. সহকারী পরিচালক : ০৬ ]

উত্তর: (গ) উভয়লিঙ্গ

৯. কোনটি উভয় লিঙ্গের উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৮ ]

উত্তর: (ক) মানুষ

১০. ’সমিতি’ কোন লিঙ্গ? [ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক-০৮.০৯.২০০৬ ]

উত্তর: (ক) ক্লীব

১১. আজকালকার মেয়েরা যেমন মুখরা, তেমনি বিদ্বান' এই বাক্যে কোন ধরনের ভুল আছে? [ বাংলাদেশ কমার্স ব্যাংক অফিসার : ২০০০ ]

উত্তর: (ঘ) লিঙ্গগত

১২. নিচের কোনটির লিঙ্গান্তর অশুদ্ধ? [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার: ১৪ ]

উত্তর: (খ) বাসন্তী - বসন্ত

১৩. নিচের কোনটি স্ত্রীলিঙ্গ বাচক শব্দ নয়? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার: ১৪ ]

উত্তর: (গ) গরু

১৪. ঈ -প্রত্যয় যোগে লিঙ্গান্তর করা হয়েছে কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক (বরিশাল) : ০৩ ]

উত্তর: (গ) ছাত্রী

১৫.‘জরত’ এর স্ত্রীলিঙ্গ কী? [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার: ১৬ ]

উত্তর: (গ) জরতী

১৬. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? [ ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন -(স্কুল/সমপর্যায়-২):২০১৫ ]

উত্তর: (ক) ত্রয়ো ( এয়ো)

১৭. নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? [ বাংলাদেশ বেতার সহ-সম্পাদক ২০.০৪.২০১৯ ]

উত্তর: (ক) কবিরাজ

১৮. নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই? [ খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক:২০১২ ]

উত্তর: (ঘ) কোনটিই নয়

১৯.নিচের কোন শব্দের লিঙ্গান্তর হয় না? [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার: ১৪ ]

উত্তর: (খ) সতীন

২০. ধোপা শব্দটির স্ত্রীবাচক শব্দ? [ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড | হিসাব করণিক | ২০১৮ ]

উত্তর: (গ) ধোপানী

২১. ‘মালা’ শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি? [ অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার:২০১৭ ]

উত্তর: (ক) মালিকা

২২. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? [ পূবালী ব্যাংকের সহকারী অফিসার (ক্যাশ) : ১৯ ]

উত্তর: (গ) বিধবা

২৩. কোন পুরুষবাচক-নারীবাচক শব্দজোড় অশুদ্ধ? [ পূবালী ব্যাংকের সহকারী অফিসার (ক্যাশ) : ১৯ ]

উত্তর: (গ) ভাই-বোনাই

২৪.নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না? [ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর অডিটর : ১৯ ]

উত্তর: (ক) ঢাকী

২৫.নিত্য স্ত্রীবাচক শব্দ নয় কোনটি? [ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অডিটর : ১৯ ]

উত্তর: (খ) রজকী

২৬. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? [ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ব্যক্তিগত সহকারী : ১৯ ]

উত্তর: (ক) জামাতা

২৭.নিচের কোনটির পুরুষবাচক রুপ নেই? [ সমন্বিত ৮ ব্যাংকের সিনিয়র অফিসার : ১৯ ]

উত্তর: (খ) কুলটা

২৮.নিচের কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীলিঙ্গ? [ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী :১৯ ]

উত্তর: (ক) গীতিকা

২৯. নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ? [ সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক : ১৯ ]

উত্তর: (গ) সপত্নী

৩০. নিচের কোনটি পুরুষবাচক শব্দ? [ সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক : ১৯ ]

উত্তর: (গ) শঙ্খী

৩১. ‘কুহক’ শব্দের স্ত্রী বাচক শব্দ কোনটি? [ জনতা ব্যাংকের এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার : ২০১৯ ]

উত্তর: (ক) কুহকিনী

৩২. কোনটি আ প্রত্যয় যোগে সাধিত স্ত্রীবাচক শব্দ? [ জনতা ব্যাংকের এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার : ২০১৯ ]

উত্তর: (গ) প্রথমা

৩৩. যেসব পুরুষবাচক মব্দের শেষে ‘তা’ রয়েছে, স্ত্রী বাচকতা বুঝাতে সে সব শব্দে হয়- [ সমবায় অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির অফিসার : ৯৭ ]

উত্তর: (খ) ‘ত্রী’

৩৪. নিচের কোনটি নিত্য পুংলিঙ্গের উদাহরণ ? [ খাদ্য অধিদপ্তরে উচ্চমান সহকারী: ২০২১ ]

উত্তর: (ঘ) পতি

৩৫. তৎসম পুরুষবাচক বিশেষ্যের সঙ্গে কোন পদ যুক্ত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) পুরুষবাচক বিশেষণ

৩৬. লিঙ্গ কত প্রকার ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) ৪ প্রকার

৩৭. নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে কি বোঝায় ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -তিতাস-.২০১০ ]

উত্তর: (গ) যে শব্দের পুরুষবাচক শব্দ নেই

৩৮. বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না ? [ ১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (স্কুল/সমপর্যায়)):২০১৪ ]

উত্তর: (খ) বিশেষণ

৩৯. ‘বিধবা’ শব্দের বিপরীত লিঙ্গ কি— [ইসলামী ব্যাংক সহকারী অফিসার: ০৮ ]

উত্তর: (গ) বিপত্নীক

৪০. কোনটি জাতি অর্থে স্ত্রীলিঙ্গ ? [ রাজশাহী বিশ্ববিদ্যালয়।ইউনিট : E: ০৭-০৮ ]

উত্তর: (ঘ) দিদি

৪১. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে লিঙ্গান্তর করা হয় ? [ পানি উন্নয়ন বোর্ড ২৪. ০৫. ২০১৯ ]

উত্তর: (গ) শিল্পী

৪২. স্ত্রী ও পুরুষ কিছুই বুঝায় না যে শব্দে তাকে কোন লিঙ্গ বলে? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা -শিউলী-২০০৯ ]

উত্তর: (ঘ) উভয়লিঙ্গ

৪৩. যেসব শব্দের দ্বারা স্ত্রী, পুরুষ, প্রাণী বা জড় পদার্থ বুঝায়, তাদেরকে বলে - [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা- ২০১৩ ]

উত্তর: (খ) লিঙ্গ

৪৪. খাঁটি বাংলা স্ত্রীবাচক শব্দে বিশেষণটি কেমন হয় ? [ ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন-(স্কুল/সমপর্যায়)- ২০১৫ ]

উত্তর: (খ) পুরুষবাচক

৪৫. পুরুষ-বাচক শব্দের শেষে ঈ থাকলে স্ত্রী-বাচক শব্দে নী হয় এবং আগের ঈ, ই হয়। এর উদাহরণ? [ পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার:২০০৭ ]

উত্তর: (গ) মালিনী

৪৬. ‘মৎস্য’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? [ মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা-২০১৮ | হিসাবরক্ষক ]

উত্তর: (খ) মৎসী

৪৭. ‘মাতুলানী’ শব্দটি কোন স্ত্রীবাচক প্রত্যয় যোগে গঠিত হয়েছে? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০ ]

উত্তর: (ক) আনী

৪৮. শুক শব্দটির বিপরীত লিঙ্গ কোনটি ? [ ইবি : ০৫-০৬ ]

উত্তর: (খ) সারী

৪৯. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে- [ ২৩তম বিসিএস ]

উত্তর: (ক) কল্যাণীয়েষু

৫০. কোনটিতে পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ যোগে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়েছে? [ বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর : ১৯ ]

উত্তর: (গ) মহিলা পুলিশ

৫১. ‘কুলি’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? [ বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর : ১৯ ]

উত্তর: (ক) কামিন

৫২. ‘মায়াবী শব্দটি কোন লিঙ্গ? [ অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা- ২০০৪ ]

উত্তর: (ক) পুংলিঙ্গ

৫৩. পুরুষ ও স্ত্রী কোনটিই বোঝায় না কোন লিঙ্গ দ্বারা ? [ B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ]

উত্তর: (গ) ক্লীব লিঙ্গ

৫৪. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়? [ ১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল): ১৯ ]

উত্তর: (গ) কবি

৫৫. নিচের কোন শব্দগুলোর দুটি স্ত্রীবাচক শব্দ আছে ? [ বাংলাদশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা -2017 ]

উত্তর: (ক) ভাই, দেবর, বর

৫৬. নিচের কোনটি স্ত্রীলিঙ্গ হতে পুংলিঙ্গ ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা -.২০০৯ ]

উত্তর: (ক) নন্দাই

৫৭. দেবর এর স্ত্রীবাচক শব্দ কী? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মচারী নিয়োগ পরীক্ষা: ১৩ ]

উত্তর: (ক) ননদ

৫৮. ‘সন্তান’ কোন বাচক লিঙ্গ? [ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তর | বিল্ডিং ওভারশিয়ার |২০১৮ ]

উত্তর: (গ) উভয়বাচক

৫৯. যেসব নামপদ পুরুষ জাতির নাম বোঝায়, তাকে কোন লিঙ্গ বলে ? [ আল-আরাফাহ ব্যাংক :২০১৩ ]

উত্তর: (ক) পুংলিঙ্গ

৬০. ঋ-কারান্ত শব্দে স্ত্রীবাচক শব্দ কোনটি? [ এবি ব্যাংক :২০১০ ]

উত্তর: (ক) বিধাত্রী

৬১. সপত্নী শব্দটি কোন লিঙ্গ? [ বাংলাদেশ কমার্স ব্যাংক:২০১৪ ]

উত্তর: (খ) নিত্য পুংলিঙ্গ

৬২. ‘বঁধু’ হচ্ছে- [ বাংলাদেশ কমার্স ব্যাংক:২০১৪ ]

উত্তর: (ঘ) উভয় লিঙ্গ

৬৩. কোনটি স্ত্রীলিঙ্গ প্রকাশক শব্দ? [ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক:২০১৩ ]

উত্তর: (গ) বাঘিনী

৬৪. "শ্বশ্রূ" শব্দের পুরুষবাচক শব্দ— [ সিজিডিএফ এর অডিটর : ১৯ ]

উত্তর: (খ) শ্বশুর

৬৫. নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি? [ বাংলাদেশ কৃষি ব্যাংক:২০১৩ ]

উত্তর: (গ) কুলটা

৬৬. "সাথী" শব্দ কোন লিঙ্গ? [ ১৬তম প্রভাষক নিবন্ধন: ১৯ ]

উত্তর: (ঘ) উভয়লিঙ্গ

৬৭. কোনটি ক্লীবলিঙ্গের উদাহরণ ? [ আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট:২০১৩ ]

উত্তর: (ঘ) ঝরনা

৬৮. নিচের কোনগুলো ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক ? [ ব্যাংক আলফালাহ :২০১৩ ]

উত্তর: (খ) নাটিকা, মালিকা, গীতিকা

৬৯. কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? [ ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৫ ]

উত্তর: (ঘ) ডাইনি

৭০. ‘তেজস্বিনী’ কোন লিঙ্গের উদাহরণ? [ ব্যাসিক ব্যাংক :২০১৩ ]

উত্তর: (খ) স্ত্রীলিঙ্গ

৭১. 'সেবক' এর স্ত্রীলিঙ্গ কি ? [ ব্যাংক এশিয়া :২০১৩ ]

উত্তর: (গ) সেবিকা

৭২. নিত্য পুংলিঙ্গ শব্দ কোনটি? [ সিটি ব্যাংক :২০১৩ ]

উত্তর: (গ) কৃতদার

৭৩. ‘মালী’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? [ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা : ১৪ ]

উত্তর: (ঘ) মালিনী

৭৪. যে সকল পুরুষবাচক শব্দের শেষে 'তা' রয়েছে স্ত্রীবাচকতা বোঝাতে সে সকল শব্দে নিচের কোনটি হয় ? [ ডাচ-বাংলা ব্যাংক :২০১৩ ]

উত্তর: (গ) ত্রী

৭৫. নিচের কোনটি নিত্য স্ত্রীলিঙ্গ তৎসম শব্দ ? [ ইস্টার্ন ব্যাংক :২০১৩ ]

উত্তর: (ক) ডাইনী

৭৬. "গরীয়ান" শব্দটি কোন লিঙ্গ? [ এক্সিম ব্যাংক:২০১৩ ]

উত্তর: (ক) পুংলিঙ্গ

৭৭. কুলি শব্দের স্ত্রীবাচক কোনটি ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক :২০০৯ ]

উত্তর: (খ) কামিন

৭৮. লিঙ্গান্তর হয় না কোন শব্দটির? [ সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা : ১৩ ]

উত্তর: (গ) কেরানী

৭৯. কোনটি ক্লীবলিঙ্গের উদাহরণ? [ Rajshahi Krishi Unnayan Bank - Cashier :2010 ]

উত্তর: (ঘ) পর্বত

৮০. শিশু কোন লিঙ্গের উদাহরণ ? [ পূবালী ব্যাংক অফিসার (ক্যাশ) : ১৬ ]

উত্তর: (ঘ) উভয়লিঙ্গ

৮১. দুটি পুরুষবাচক শব্দ আছে— [ এনএসআই (NSI) - ডেসপাচ রাইডার ও অফিস সহায়ক 10-06-2021 ]

উত্তর: (ক) ননদ

৮২. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? [ ১৮তম বিসিএস ]

উত্তর: (ঘ) কবিরাজ

৮৩. ‘পক্ষী’ শব্দটি কোন লিঙ্গ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক :২০০৯ ]

উত্তর: (ক) উভয় লিঙ্গ

৮৪. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? [ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০১ ]

উত্তর: (ঘ) সৎমা

৮৫. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দের অন্তর্গত ? [ নির্বাচন কমিশন সচিবালয়ে থানা/উপজেলা নির্বাচন অফিসার:.২০০৮ ]

উত্তর: (খ) বিদ্বান -বিদ্বান -বিদূষী

৮৬. খাঁটি বাংলায় পুরুষবাচক শব্দ কোনটি? [ জনতা ও রূপালী ব্যাংক- অফিসার :২০১৯ ]

উত্তর: (গ) বামন

৮৭. বিধবা কোন লিঙ্গবাচক শব্দ? [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসার রক্ষক) :2021 ]

উত্তর: (খ) স্ত্রী লিঙ্গ

৮৮. পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগে লিঙ্গান্তর করা যায় কোনটি? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০১ ]

উত্তর: (গ) শিল্পী

৮৯. ‘হিমানী’ কোন লিঙ্গ? [ পরিবার কল্যাণ সহকারী:২০১১ ]

উত্তর: (ক) স্ত্রীলিঙ্গ

৯০. কোনটি স্ত্রীলিঙ্গ হতে পুংলিঙ্গ? [ পরিবার পরিকল্পনা পরিদর্শক:.২০১১ ]

উত্তর: (ক) নন্দাই

৯১. সাধারণত 'ইকা' কোন অর্থে ব্যবহৃত হয় ? [ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী-:২০09 ]

উত্তর: (খ) ক্ষুদ্রার্থে

৯২. নিচের কোন স্ত্রীবাচক শব্দের পরে আবার স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহৃত হয় ? [ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী-.২০১১ ]

উত্তর: (ক) অভাগিনী

৯৩. নিচের কোন শব্দটির কোনো লিঙ্গান্তর হয় না ? [ বাংলাদেশ জুটমিল কর্পোরেশনের অফিসার – 2010 ]

উত্তর: (ক) কৃতদার

৯৪. বাংলা পুরুষ ও স্ত্রীবাচক শব্দ মূলত কয় ভাগে বিভক্ত ? [ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান অ্যাসিসট্যান্ট অফিসার-2004 ]

উত্তর: (গ) দুই

৯৫. 'বিদূষী' -এর পুংলিঙ্গ কোনটি ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০ ]

উত্তর: (ঘ) বিদ্বান

৯৬. নিচের কোনটি 'অতী' প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১৯ ]

উত্তর: (গ) মহতী

৯৭. কোনটির স্ত্রীবাচক শব্দ বিশিষ্টার্থক ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০ ]

উত্তর: (ঘ) সম্রাট

৯৮. কোনটিতে শব্দের শেষে পুরুষবাচক শব্দযোগে পুরুষবাচক শব্দ হয়েছে? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১৯ ]

উত্তর: (ক) বোন পো

৯৯. কোনটি দ্বারা স্ত্রী ও পুরুষ উভয়ই বোঝায় ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১৯ ]

উত্তর: (ক) সন্তান

১০০. " আমি" শব্দটি কোন লিঙ্গ? [ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা : ১৫ ]

উত্তর: (ঘ) উভয়লিঙ্গ

১০১. কোনটির দুটি স্ত্রীবাচক শব্দ আছে? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১২ ]

উত্তর: (খ) বর

১০৩. নিচের কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১৩ ]

উত্তর: (ঘ) মামী

১০৪. ‘তন্বী’ শব্দটি কোন লিঙ্গ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১৪ ]

উত্তর: (ঘ) স্ত্রী লিঙ্গ

১০৫. 'পক্ষী' শব্দটি কোন লিঙ্গের অন্তর্ভুক্ত ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১৯ ]

উত্তর: (ঘ) উভয় লিঙ্গ

১০৬. লিঙ্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১৯ ]

উত্তর: (ক) শব্দতত্ত্ব

১০৭. নিচের কোন শব্দটির দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১৯ ]

উত্তর: (খ) শিক্ষক

১০৮. নিচের কোনটি ক্লীবলিঙ্গের উদাহরণ ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১৯ ]

উত্তর: (ঘ) ফুল

১০৯. কোন স্ত্রীবাচক শব্দটি অবজ্ঞা ভাব প্রকাশ করে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১৯ ]

উত্তর: (ঘ) মাস্টারনী

১১০. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০০৬ ]

উত্তর: (ক) রাষ্ট্রপতি

১১১. ভিন্ন শব্দে কোনটি স্ত্রীলিঙ্গের উদাহরণ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ৮৯ ]

উত্তর: (ঘ) বকনা

১১২. বৃহদার্থে স্ত্রীবাচক শব্দ কোনগুলো ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : 89 ]

উত্তর: (খ) অরণ্যানী, হিমানী

১১৩. কোন বিশেষণের স্ত্রীবাচকতা হয় না ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : 89 ]

উত্তর: (গ) বিধেয় বিশেষণ

১১৪. কোনটি পত্মী অর্থে স্ত্রীবাচক শব্দ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : 99 ]

উত্তর: (খ) দাদী

১১৫. লিঙ্গান্তর করতে নায়ক শব্দের শেষে কোন প্রত্যয় যুক্ত হয় ? [ বাংলাদেশ ব্যাংক অফিসার : ০১ ]

উত্তর: (গ) ইকা

১১৬. সেবক শব্দের শুদ্ধ স্ত্রীলিঙ্গ কোনটি? [ আল-আরাফাহ ব্যাংক :২০১0 ]

উত্তর: (ঘ) সেবিকা

১১৭. নিত্য পুংলিঙ্গ শব্দ কোনটি? [ এবি ব্যাংক :২০১0 ]

উত্তর: (ঘ) বিপত্মীক

১১৮. নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয়েছে 'ইনী' প্রত্যয়যোগে ? [ বাংলাদেশ কমার্স ব্যাংক:২০১0 ]

উত্তর: (ক) গোয়ালিনী

১১৯. নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে? [ ১৮তম বিসিএস ]

উত্তর: (গ) ননদ

১২০. 'গরীয়ান' স্ত্রীলিঙ্গে কি হবে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ৮৯ ]

উত্তর: (ক) গরিয়সী

১২১. স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করার সময় কোনটি ব্যবহার করতে হবে? [ নির্বাচন কমিশন সচিবালয়ে প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা : ০৬ ]

উত্তর: (গ) সুজনীয়াসু

১২২. ‘অরণ্যানী’ শব্দটিতে ‘আনী’ প্রত্যয় কি অর্থে যুক্ত হয়েছে? [ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক:২০১০ ]

উত্তর: (ক) বৃহৎ অর্থে

১২৩. কোনটি বৃহদার্থক স্ত্রীবাচক শব্দ? [ বাংলাদেশ কৃষি ব্যাংক:২০১১ ]

উত্তর: (খ) অরণ্যানী

১২৪. খানসামা-এর স্ত্রীবাচক শব্দ কোনটি? [ আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট:২০১০ ]

উত্তর: (ক) আয়া

১২৫. 'ধাত্রী' শব্দটি কোন লিঙ্গ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ৯৯ ]

উত্তর: (খ) স্ত্রীলিঙ্গ

১২৬. পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলা হয়? [ ব্যাংক আলফালাহ :২০১০ ]

উত্তর: (খ) লিঙ্গ

১২৭. স্ত্রীবাচক শব্দের পরে আবার স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহৃত হয়েছে এমন উদাহারণ কোনটি? [ ব্যাসিক ব্যাংক :২০১০ ]

উত্তর: (খ) ননদিনী

১২৮. ‘ঈয়ান’ -এর স্ত্রীবাচক প্রত্যয় কোনটি? [ ব্যাংক এশিয়া :২০১0 ]

উত্তর: (খ) ঈয়ানী

১২৯. ‘গণক’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? [ নির্বাচন কমিশনের স্টোর কিপার : ১৯ ]

উত্তর: (ক) গণকী

১৩০. কোনটি নিত্য পুংলিঙ্গ? [ সিটি ব্যাংক :২০১০ ]

উত্তর: (খ) ঢাকী

১৩১. কোনটি ক্লীবলিঙ্গের উদাহরণ ? [ ডাচ-বাংলা ব্যাংক :২০১০ ]

উত্তর: (গ) কলম

১৩২. 'ভার্যা' শব্দের পুংলিঙ্গ কোনটি ? [ ইস্টার্ন ব্যাংক :২০১০ ]

উত্তর: (খ) ভার্য

১৩৩. কোনটি ভিন্নার্থক স্ত্রীবাচক শব্দ? [ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ কার্যালয়ের গবেষণা কর্মকর্তা : ৯৮ ]

উত্তর: (গ) বনানী

১৩৪. সাধারণ স্ত্রীজাতীয় অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? [ এক্সিম ব্যাংক:২০১০ ]

উত্তর: (ঘ) পাগলী

১৩৫. সাধারণ অর্থে স্ত্রীবাচক- [ পরিবার কল্যাণ সহকারী- ২০১১ ]

উত্তর: (গ) শিক্ষিকা

১৩৬. কোনটি স্ত্রীবাচক বিদেশী শব্দ? [ পরিবার পরিকল্পনা পরিদর্শক:২০১১ ]

উত্তর: (ক) জননী

১৩৭. খাঁটি বাংলায় পুরুষবাচক শব্দ কোনটি ? [ পরিবার পরিকল্পনা পরিদর্শক:২০০৬ ]

উত্তর: (গ) বামন

১৩৮. ‘শ্বশ্রু’ -এর শব্দার্থ কি? [ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী-২০০১ ]

উত্তর: (খ) শাশুড়ী

১৩৯. শেষে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করা যায় কোনটিতে ? [ পরিসংখ্যান অ্যাসিসট্যান্ট অফিসার-২০০০ ]

উত্তর: (ঘ) বোন

১৪০. নিত্য স্ত্রীবাচক শব্দ কাকে বলে? - [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) যে শব্দের পুরুষবাচক শব্দনেই

১৪১. ‘ইকা’ কোন অর্থে ব্যবহৃত হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) ক্ষুদ্রার্থে

১৪২. 'গুরু' শব্দের স্ত্রীলিঙ্গ কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) গুর্বী

১৪৩. কোনটি বিদেশী স্ত্রীবাচক শব্দ ? - [ প্রাথমিক সহকারী শিক্ষক:৯৯ ]

উত্তর: (গ) মালেকা

১৪৪. বাংলা ভাষায় কোন পদ দ্বারা পুরুষ ও স্ত্রীবাচক শব্দ বুঝায় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ২০০৭ ]

উত্তর: (খ) ক্রিয়া

১৪৫. ‘অরণ্য’ এর লিঙ্গান্তর কি? [ হাইকোর্টের রেজিস্টার : ৯৪ ]

উত্তর: (ঘ) অরণ্যানী

১৪৬. কোন শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ২০০৮ ]

উত্তর: (খ) বোন

১৪৭. ‘বকনা’ শব্দের অর্থ- [ জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো উপসহকারী পরিচালক : ০১ ]

উত্তর: (গ) গাই-বাছুর

১৪৮. নিচের কোনটি বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ২০০৬ ]

উত্তর: (ঘ) সম্রাজ্ঞী

১৪৯. ‘গীতিকা’ শব্দ কোন প্রত্যয় যোগে গঠিত? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (গ) ইকা প্রত্যয় যোগে

১৫০. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দের উদাহরণ ? [ ব্যাসিক ব্যাংক :২০০১ ]

উত্তর: (ক) সধবা

১৫১. নিত্য স্ত্রীবাচক শব্দ কাকে বলে ? [ ব্যাংক এশিয়া :২০০০ ]

উত্তর: (ঘ) যে শব্দের কোনো পুংলিঙ্গ নেই

১৫২. কোনটি স্ত্রীবাচক বিদেশী শব্দ ? [ সিটি ব্যাংক :২০০০ ]

উত্তর: (ক) জেনানা

১৫৩. বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গে নিয়ম মানে না? [ ডাচ-বাংলা ব্যাংক :২০০০ ]

উত্তর: (ক) বিশেষণ

১৫৪. ‘শুক-সারী’ শব্দ কিভাবে গঠিত হয়েছে? [ ইস্টার্ন ব্যাংক :২০০১ ]

উত্তর: (ক) আলাদা আলাদা শব্দে

১৫৫. "দালান" শব্দটি কোন লিঙ্গ? [ এক্সিম ব্যাংক:২০১২ ]

উত্তর: (গ) ক্লীব লিঙ্গ

১৫৬. ‘বেগম’ শব্দের বিপরীত লিঙ্গ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক :০৩ ]

উত্তর: (ঘ) বাদশাহ

১৫৭. কোনটি ‘নী’ প্রত্যায়ান্ত স্ত্রীলিঙ্গ শব্দ? [ এবি ব্যাংক :২০০০ ]

উত্তর: (খ) কাঙালিনী

১৫৮. ‘ভূত’ শব্দের স্ত্রীলিংগ কোনটি? [ প্রতিরক্ষা ,মন্ত্রণালয়ের সহকারী অফিসার: ০৫ ]

উত্তর: (খ) পেত্নী

১৫৯. নিচের কোনগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ ? [ বাংলাদেশ কমার্স ব্যাংক:২০০৩ ]

উত্তর: (গ) সতীন, সৎমা

১৬০. কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ? [ ১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১৪ ]

উত্তর: (ক) সতীন

১৬১. শিশু ও মানুষ কোন লিঙ্গের উদাহরণ? [ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক:২০০২ ]

উত্তর: (ঘ) উভয়লিঙ্গ

১৬২. কোনটি 'নী' প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ ? [ বাংলাদেশ কৃষি ব্যাংক:২০১০ ]

উত্তর: (ক) জেলেনী

১৬৩. কোনটি নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ ? [ আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট:২০১২ ]

উত্তর: (ক) সপত্নী

১৬৪. কোনটি ঈ -প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ ? [ ব্যাংক আলফালাহ :৯৯ ]

উত্তর: (ক) ব্যঙ্গমী

১৬৫. ‘মানুষ’ কোন লিঙ্গ? [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী : ১৯ ]

উত্তর: (গ) উভয়লিঙ্গ

১৬৬. অবজ্ঞার ভাব প্রকাশ পায় কোন স্ত্রীবাচক শব্দটিতে? [ পরিবেশ অধিদপ্তরের প্রশাসনিক অফিসার:২০০৭ ]

উত্তর: (ক) ডাক্তারনী

১৬৭. 'পুস্তিকা' কি অর্থে ব্যবহৃত হয় ? [ ডাক অধিদপ্তর | বিল্ডিং ওভারশিয়ার | ২০১৮ ]

উত্তর: (ঘ) ক্ষুদ্রার্থে

১৬৮. ‘মালিকা’-শব্দটিতে ইকা প্রত্যয় কি অর্থে যুক্ত হয়েছে? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯ ]

উত্তর: (গ) ক্ষুদ্র অর্থে

১৬৯. নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? [ ১৬তম শিক্ষক নিবন্ধন : ১৯ ]

উত্তর: (গ) ক্ষুদ্রার্থে

১৭০. রাষ্ট্রপতি কোন লিঙ্গ? [ পানি উন্নয়ন বোর্ড অফিস সহকারী: ২০১৯ ]

উত্তর: (গ) উভয়লিঙ্গ

১৭১. "ঠাকুরপো" এর স্ত্রীবাচক শব্দ কী? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-২০০০ ]

উত্তর: (খ) ঠাকুর ঝি

১৭২. 'ঘোষজা' কোন অর্থে স্ত্রীবাচক ? [ পানি উন্নয়ন বোর্ড : ২০০৯ ]

উত্তর: (ক) পত্নী অর্থে

১৭৩. কোনটি স্ত্রীলিঙ্গ শব্দ ? [ খাদ্য অধিদপ্তরে উচ্চমান সহকারী: ২০২১ ]

উত্তর: (ক) মহাশয়া

১৭৪. নিচের কোনটি নিত্য পুংলিঙ্গ শব্দ ? [ খাদ্য অধিদপ্তরে অফিস সহকারী: ২০২১ ]

উত্তর: (ঘ) বিপত্নীক

১৭৫. জায়া শব্দের পুলিঙ্গ কী? [ খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (গ) পতি

১৭৬. কোন লিঙ্গান্তরিক শব্দটি স্ত্রীলিঙ্গ না বুঝিয়ে অন্য অর্থ বোঝাচ্ছে? [ খাদ্য অধিদপ্তরে উপ-খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (ক) ভবানী

১৭৭. ‘অতী’ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? [ পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী:২০০৭ ]

উত্তর: (গ) মহতী

১৭৮. ‘গোরু’ কোন লিঙ্গ? [ বাংলাদশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা – ২০১৩ ]

উত্তর: (খ) উভয়লিঙ্গ

১৭৯. কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ ? [ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক : ১৫ ]

উত্তর: (খ) দাদী

১৮০. 'গুণধর' এর স্ত্রীলিঙ্গ কোনটি ? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০০ ]

উত্তর: (ক) গুণধরী

১৮১. নিচের কোনটি জাতি বা শ্রেণী অর্থে স্ত্রীবাচক ? [ আল-আরাফাহ ব্যাংক :৯৯ ]

উত্তর: (ক) অজা

১৮২. হুজুর শব্দের স্ত্রীবাচক কোনটি ? [ আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট:২০১২ ]

উত্তর: (খ) হুজুরাইন

১৮৩. নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই ? [ ব্যাংক আলফালাহ :২০১২ ]

উত্তর: (ঘ) এয়ো

১৮৪. নিচের কোন পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে ? [ ব্যাসিক ব্যাংক :২০১২ ]

উত্তর: (খ) দেবর

১৮৫. কোনটি বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ হয়েছে? [ ব্যাংক এশিয়া :২০১২ ]

উত্তর: (গ) সম্রাজ্ঞী

১৮৬. নিত্য পুরুষবাচক শব্দ নয় কোনটি? [ জনতা ব্যাংকের অফিসার (ক্যাশ): ২০ ]

উত্তর: (গ) জমিদার

১৮৭. নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের কম্পিউটার অপারেটর : ২১ ]

উত্তর: (ক) জমিদারনী

১৮৮. 'চঞ্চল' শব্দের স্ত্রীলিঙ্গ- [ বেসামরিক বিমান চলাচলের এরোড্রাম ফায়ার লিডার: ২১ ]

উত্তর: (ক) চঞ্চলা

১৮৯. 'ক্লীব লিঙ্গ' শব্দ কোনটি? [ বেসামরিক বিমান চলাচলের প্রকিউরমেন্ট অফিসার: ২১ ]

উত্তর: (ক) গাড়ি

১৯০. 'কর্তা' শব্দের স্ত্রী লিঙ্গ কী? [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক: ২১ ]

উত্তর: (খ) কর্ত্রী

১৯১. কোনটি উভয় লিঙ্গ? [ সিজিএ এর জুনিয়র অডিটর: ২২ ]

উত্তর: (খ) সন্তান

১৯২. নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? [ ১৭তম শিক্ষক নিবন্ধন: ২২ ]

উত্তর: (গ) জেলেনি

১৯৩. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? [ ১৭তম শিক্ষক নিবন্ধন: ২২ ]

উত্তর: (ঘ) সৎমা

১৯৪. 'রজক' এর স্ত্রীবাচক শব্দ কোনটি? [ ১৭তম শিক্ষক নিবন্ধন: ২২ ]

উত্তর: (খ) রজকী । ব্যাখ্যা: 'রজক' এর স্ত্রীবাচক শব্দ রজকী। তবে বাংলায় 'রজকিনী' ও হয়।

১৯৫. পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলে? [ ১৭তম শিক্ষক নিবন্ধন: ২২ ]

উত্তর: (খ) লিঙ্গ

১৯৬. 'পুস্তক' শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি? [ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার: ২২ ]

উত্তর: (গ) পুস্তিকা

১৯৭. 'মহীয়ান' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? [ স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা: ২২ ]

উত্তর: (ক) মহীয়সী

১৯৮. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি? [ যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার: ২২ ]

উত্তর: (ঘ) কবিরাজ/ঢাকী/কৃতদার

১৯৯. কোন পুরুষবাচক শব্দের দুইটি স্ত্রীবাচক শব্দ আছে? [ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী: ২২ ]

উত্তর: (গ) দেবর

২০০. কোন শব্দের নারীবাচক শব্দ হয় না? [ বিআরডিবি'র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা: ২২ ]

উত্তর: (ঘ) সভাপতি

ব্যাখ্যা: 'সভাপতি' শব্দের স্ত্রীলিঙ্গ সভানেত্রী। আবার, 'সভাপতি' শব্দটি উভয়লিঙ্গ হিসেবে ধরা হয়। তবে আধুনিক বাংলা ব্যাকরণের নিয়মানুযায়ী, বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে নারীবাচক করা হয় না। যেমন: সাদিয়া রহমান সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি। শিক্ষক-শিক্ষিকা; গুরু-গুবী; বাঘ-বাঘিনী/বাঘী।

২০১. কোনটির দুটি স্ত্রীবাচক শব্দ আছে? [বিটিআরসি'র কন্ডাক্টর-ডি: ২২ ]

উত্তর: (গ) বর

২০২. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? [ নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর: ২৩ ]

উত্তর: (ঘ) কুলটা

২০৩. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি? [ নির্বাচন কমিশনের অফিস সহায়ক:২৩ ]

উত্তর: (খ) রাষ্ট্রপতি

২০৪. নীল কেন নদ, মেঘনা কেন নদী? [ প্রাণিসম্পদ অধিদপ্তরের ল্যাবরেটরি টেকনিশিয়ান: ২৩ ]

উত্তর: (ক) বাংলা ভাষা রীতি

২০৫. 'চেয়ার' কোন লিঙ্গ? [ প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩ ]

উত্তর: (গ) ক্লীব

২০৬. কোনটি পুরুষবাচক শব্দ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩ ]

উত্তর: (ঘ) বিদ্বান

    নবীনতর পূর্বতন