ব্যাকরণের পুরুষ mcq প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর অনুশীলন
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: ব্যাকরণের পুরুষ mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (৭)

১. ব্যাকরণে পুরুষ কাকে বলে? [সাব-রেজিস্ট্রার: ০৩]

উত্তর: (ক) বিশেষ্য ও সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে

২. কোনটি উত্তম পুরুষের উদাহরণ? [ ১৩তম বিসিএস]

উত্তর: (ক) আমি

৩. প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাকে বলে- [ স্থানীয় সরকার মালয়ের অধীনে এলজিইডিতে সহকারী প্রকৌশলী: ০৫]

উত্তর: (ঘ) মধ্যম পুরুষ

৪. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? [১৩তম বিসিএস]

উত্তর: (ক) ওরা কি করে

৫. করেছে, করেছো, করেছেন- বাংলা ক্রিয়ার এ তিনটি রূপ কেন ব্যবহৃত হয়? [অগ্রণী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১০ / দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো সহকারী পরিচালক: ০১]

উত্তর: (খ) মর্যাদা ভেদের কারণে

৬. শুদ্ধ বাক্য কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

উত্তর: (ক) তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব

৭. বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার ? [ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক : ২০ ]

উত্তর: (খ) ৩

নবীনতর পূর্বতন