প্রকৃতি ও প্রত্যয় mcq প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: প্রকৃতি ও প্রত্যয় mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (২১৪)

১. ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না, তাকে বলে- [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার: ১০ ]

উত্তর: (খ) ধাতু

২. ধাতু কয় প্রকার? [ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার: ২২/ পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১২ ]

উত্তর: (গ) তিন

৩. যে ধাতু বিশ্লেষণ করা যায় না, তাকে বলা হয়- [ গণযোগাযোগ অধিদপ্তরে সহকারী তথ্য অফিসার:০৫ ]

উত্তর: (খ) মৌলিক ধাতু

৪. কোনটি বাংলা ধাতু? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৫ ]

উত্তর: (ক) কাট্

৫. 'পাঠক' শব্দটি কোন শ্রেণির ধাতু হতে গঠিত? [ উপজেলা/থানা শিক্ষা অফিসার: ০৪ ]

উত্তর: (ক) সংস্কৃত

৬. কোনটি নাম ধাতুর উদাহরণ? [ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক: ০৯ ]

উত্তর: (গ) মুচড়ানো

৭. কোন ধাতুগুলো মূলত এক- [ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক:১৩ ]

উত্তর: (খ) প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতু

৮. বাংলা ভাষায় ব্যবহৃত '-আল' প্রত্যয় যে রূপ থেকে বিবর্তিত হয়েছে- [ সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার: ২১ ]

উত্তর: (ঘ) আলুচ্

৯. 'যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্ট বেটাই চোর'- এখানে 'হারায়' কোন ধাতু? [ সমন্বিত ৫ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২১ ]

উত্তর: (ক) প্রযোজক ধাতু

১০. 'হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে?' এ বাক্যে 'হের' কোন ধাতু? [ পরিবার পরিকল্পনা পরিদর্শক : ১৮ ]

উত্তর: (ঘ) অজ্ঞাতমূল

১১. কোনটি নাম ধাতু? [ ডিজিএফআই এর সহকারী পরিচালক: ১৯ ]

উত্তর: (গ) ঘুমা

১২. নিচের কোন শব্দটি প্রাতিপদিক? [ ১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল): ১৯ ]

উত্তর: (ক) লাঙল

১৩. গুণ ও বৃদ্ধি বলা হয়- [ ১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল): ১৯ ]

উত্তর: (ক) কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে

১৪. 'পাঠক' শব্দটি কোন শ্রেণির ধাতু দ্বারা গঠিত? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) সংস্কৃত

১৫. মৌলিক ধাতুর অপর নাম কি? [ বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর: ১৯ ]

উত্তর: (ঘ) সিদ্ধ ধাতু

১৬. শব্দের মূলকে কী বলে? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) প্রকৃতি

১৭. কোনটি নামধাতুর উদাহরণ? [ ৪৩তম বিসিএস ]

উত্তর: (গ) বেতা

১৮. ধাতুর অপর নাম কী? [ যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার: ২২ ]

উত্তর: (খ) ক্রিয়া প্রকৃতি

১৯. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে? [ ৪৫তম বিসিএস ]

উত্তর: (ক) উপপদ

২০. 'ষ্ণ' প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়? [ সমন্বিত ৭ ব্যাংকের অফিসার: ২৩/ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক: ২৩ ]

উত্তর: (গ) বৃদ্ধি

২১. ক্রিয়া প্রকৃতির অন্য নাম কী? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট: ২৩ ]

উত্তর: (ক) ধাতু

২২. কোনটি নাম ধাতু? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩ ]

উত্তর: (খ) হাতা

২৩. 'কুণ্ঠিত' শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি? [ সমন্বিত ৪ ব্যাংকের সহকারী প্রোগ্রামার: ২০ ]

উত্তর: (গ) কুন্ঠ + ত

২৪. 'ঢাকাই' শব্দটি কোনটি যোগে গঠিত? [ রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার (ফাইন্যান্সিয়াল এনালিস্ট): ২০ ]

উত্তর: (ক) প্রত্যয়

২৫. প্রচুর+য = প্রাচুর্য; কোন প্রত্যয়? [ ৪১তম বিসিএস ]

উত্তর: (খ) তদ্ধিত প্রত্যয়

২৬. 'প্রত্যয়' দিয়ে গঠিত হয়েছে কোন শব্দ? [ বিসিআইসি'র সহকারী প্রশাসনিক অফিসার: ২১ ]

উত্তর: (ক) উত্তম

২৭. কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়? [ জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী: ২১ ]

উত্তর: (গ) জামিদারি

২৮. প্রত্যয় সাধিত শব্দ কোনটি? [ জীবন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী: ২১ ]

উত্তর: (ঘ) জেলে

২৯. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়? [ বাখরাবাদ গ্যাস ফিল্ডের সহকারী ব্যবস্থাপক: ২১ ]

উত্তর: (ক) ছাপা+খানা

৩০. 'জ্ঞানবান' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [ ডাক অধিদপ্তরের হিসাব সহকারী: ২২ ]

উত্তর: (ঘ) কোনটিই নয়

৩১. সঠিক প্রকৃতি-প্রত্যয় নিষ্পন্ন হয়েছে কোনটিতে? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা: ২২ ]

উত্তর: (খ) ভাস+বর = ভাস্বর

৩২. 'গৌরব' শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ২২ ]

উত্তর: (ঘ) গুরু+ষ্ণ

৩৩. 'প্রাচুর্য' এর প্রকৃতি ও প্রত্যয়- [ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নকশাকার : ২২ ]

উত্তর: (গ) প্রচুর + জ

৩৪. প্রত্যয় দিয়ে গঠিত শব্দ- [ সমন্বিত ৯ ব্যাংকের অফিসার: ২২ ]

উত্তর: (ঘ) গ্রামীণ

৩৫. 'দাতা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? [ ১৭তম শিক্ষক নিবন্ধন: ২২ ]

উত্তর: (গ) √ দা+তা

৩৬. 'খোদা+আই' কোন প্রত্যয়? [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক:২২ ]

উত্তর: (ঘ) তদ্ধিত প্রত্যয়

ব্যাখ্যাঃ খোদ্‌+আই = খোদাই শব্দটি হলো কৃৎ প্রত্যয়।

৩৭. 'নন্দন' শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় হলো- [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২২ ]

উত্তর: (গ) √নন্দি+অন

৩৮. প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে কোন শব্দ? [ উত্তরা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার: ২২ ]

উত্তর: (ক) চরম

৩৯. 'রাঁধুনি' এর প্রকৃতি ও প্রত্যয় কী? [ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক: ২২ ]

উত্তর: (খ) রাঁধ+উনি

৪০. 'পাকড়াও' শব্দের সঠিক প্রত্যয় কোনটি? [ ডাক বিভাগের উচ্চমান সহকারী: ২২ ]

উত্তর: (গ) √পাকড়-আও

৪১. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়? [ ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের হিসাব রক্ষক: ২৩ ]

উত্তর: (ক) চোরা

৪২. নিচের কোন শব্দটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? [ পিএসসি'র জুনিয়র ইন্সট্রাক্টর: ২৩ ]

উত্তর: (ক) দাপট

৪৩. 'ইচ্ছুক' শব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে? [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যসহকারী: ২৩ ]

উত্তর: (গ) -উক

৪৪. কোন শব্দটিতে বিদেশী প্রত্যয় ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ২০১৯ ]

উত্তর: (ক) চালবাজ

৪৫. ‘প্রচলিত’ শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ২০১৯ ]

উত্তর: (খ) ইত প্রত্যয়

৪৬. ‘বর্ষীয়ান’ এর প্রত্যয় – [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক : ১৯ ]

উত্তর: (খ) বৃদ্ধ + ঈয়স

৪৭. পবন শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) √পো + অন

৪৮. 'চলন্ত' শব্দটির ক্রিয়ামূল কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) চল্

৪৯. ‘চাষী’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) চাষ+ঈ

৫০. ভাববাচ্য বিশেষ্য গঠনে কোন প্রত্যয় ব্যবহৃত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) আই প্রত্যয়

৫১. নিচের কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) সার্বভৌম

৫২. কোনটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) ভাবুক

৫৩. ‘ত্যাগ’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) ত্যজ্+ঘঞ

৫৪. কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) মালা

৫৫. ‘জেলে’ এর প্রকৃতি কি? [ সোনালী ব্যাংক সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ( সিভিল ) : ২০১৬ ]

উত্তর: (ক) জাল+ইয়া

৫৬. প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১১ ]

উত্তর: (খ) রূপতত্ত্ব

৫৭. ধাতু কিংবা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ হয় , তাকে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) ইৎ

৫৮. বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? [ ৪০ তম বিসিএস ]

উত্তর: (ঘ) খেলনা

৫৯. চলিষ্ণু -শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) চল + ইষ্ণু

৬০. ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয়যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে কি বলা হয় ? [ আবহাওয়া অধিদপ্তরের অধীনে সহকারী আবহাওয়াবিদ : ২০০০ ]

উত্তর: (খ) কৃদন্ত শব্দ

৬১. 'মুক্তি' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ? [১৩ম বেসরকারি শিক্ষক নিবন্ধন- ২০১৬ ]

উত্তর: (খ) √মুচ + ক্তি

৬২. ‘জল’ শব্দের সাথে বিভিন্ন প্রত্যয় যোগে বিশেষণ হয়। কোনটি ভুল বিশেষণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) জলতা

৬৩. 'দীপ্যমান' শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি ? [ ১৩ ম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ২০১৭ ]

উত্তর: (ঘ) √দীপ + শানচ

৬৪. নিচের কোন প্রত্যয়যুক্ত কৃদন্ত পদে সাধারণত দ্বিত্ব প্রয়োগ হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) অ

৬৫. কর্তব্য শব্দের ধাতু কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) কৃ

৬৬. ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলে- [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) কৃদন্ত শব্দ

৬৭. ‘আই’ প্রত্যয় যোগে কোনটি আদর অর্থে ব্যবহৃত হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) কানাই

৬৮. নিচের কোনটি কৃদন্ত শব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) ঘাট + তি = ঘাটতি

৬৯. কৃৎ প্রত্যয়সাধিত পদটিকে কি বলা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) কৃদন্ত পদ

৭০. ‘চাকরানী’ শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) আনী

৭১. ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়— [ ১২তম বিসিএস / ১০ম বিসিএস ]

উত্তর: (ক) প্রকৃতি

৭২. বাংলা কৃৎ প্রত্যয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) কাট+আরী

৭৩. 'কারক' শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) √কৃ + ণক

৭৪. প্রত্যয়ান্ত শব্দ থেকে প্রত্যয় বাদ দিলে যা পাওয়া যায় তাকে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) প্রকৃতি

৭৫. ‘কুলীন’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) কুল+নীন

৭৬. নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি? [ ৩৬ তম বিসিএস ]

উত্তর: (খ) শুভেচ্ছা

৭৭. 'শূন্য' কোন ধাতুর উদাহরণ? [ ইসলামী বিশ্ববিদ্যালয় ]

উত্তর: (গ) সাধিত ধাতু

৭৮. ‘জ্ঞানবান’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) জ্ঞান+বতুপ

৭৯. মানব শব্দটি কোন প্রত্যয় ? [ কু.বি. ]

উত্তর: (ক) সংস্কৃত তদ্ধিত প্রত্যয়

৮০. শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে কি বলে? [ উপজেলা/থানা শিক্ষা অফিসার : ২০০৪ ]

উত্তর: (ক) প্রত্যয়

৮১. 'চালান' - এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) চাল + আন

৮২. 'বর্ধিষ্ণু' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ? [ প্রবাসী কল্যাণ ব্যাংক এক্সিকিউটিভ অফিসার : ২০১৪ ]

উত্তর: (খ) বৃধ + ইষ্ণু

৮৩. বার্ষিক শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [ গণপূর্ত অধিদপ্তর | উপ-সহকারী প্রকৌশলী ও ড্রাফটম্যান/ সিভিল : ২০১৮ ]

উত্তর: (গ) বর্ষ + ষ্ণিক

৮৪. দর্শন - শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ? [ ইবি ]

উত্তর: (খ) দৃশ + অনট

৮৫. কোনটি বিদেশী প্রত্যযযুক্ত শব্দ নয়? [ রাবি ]

উত্তর: (খ) জমিদারী

৮৬. কোনটি ‘অনা’ প্রত্যয় গঠিত শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) খেলনা

৮৭. ‘ঢাকাই’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় হবে- [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) ঢাকা+আই

৮৮. ‘হৈমন্তিক’ -এর প্রকৃতি প্রত্যয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) হেমন্ত+ষ্ণিক

৮৯. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৪ ]

উত্তর: (ঘ) নতুন শব্দ গঠন

৯০. কোনটি সঠিক সংস্কৃত কৃৎ প্রত্যয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) কৃ+তব্য

৯১. প্রত্যয় কত প্রকার? [ ১১ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ২০১৪ ]

উত্তর: (ক) ২ প্রকার

৯২. ‘গমন’ শব্দের মূল ধাতু কোনটি? [ সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার : ২০১০ ]

উত্তর: (ঘ) গম্

৯২. কোনটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) বাচ্য

৯৩. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি? [ ৩৮ তম বিসিএস ]

উত্তর: (গ) মোড়ক

৯৪. কৃৎ প্রত্যয় কাকে বলে? [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের চিফ ইন্সট্রাক্টর : ০৩ ]

উত্তর: (গ) ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে

৯৫. কোন শব্দের ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) পাঠক

৯৬. শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে - [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) তদ্ধিত প্রত্যয়

৯৭. চোর+আই = চোরাই-‘আই’ প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) বিশেষণ গঠনে

৯৮. ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করলে কোন পদ হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) ক্রিয়া

৯৯. ‘দাতব্য’-এর প্রকৃতি প্রত্যয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) দা+তব্য

১০০. 'যশস্বী' এর সঠিক প্রত্যয় কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) যশঃ + বিন

১০১. ‘মেছো’ শব্দের প্রকৃতি প্রত্যয় কি? [ ২৭তম বিসিএস ]

উত্তর: (ঘ) মাছ + উয়া > ও

১০২. নিচের কোনটি সংস্কৃত প্রত্যয় যুক্ত শব্দের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) মুক্তি

১০৩. তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) বাংলাদেশী

১০৪. তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) নাম প্রকৃতি

১০৫. কানাই, নিমাই কোন অর্থে তদ্ধিত প্রত্যয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) আদরার্থে

১০৬. প্রত্যয় শব্দের কোথায় বসে ? [ যুব উন্নয়ন কর্মকতা : ২২ ]

উত্তর: (খ) পরে

১০৭. ‘নেতা’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [ তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভি-এর সহকারী প্রকৌশলী (সিভিল) – 2017 ]

উত্তর: (ঘ) নী+তা

১০৮. বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? [ ১৮ তম বিসিএস ]

উত্তর: (গ) প্রাতিপদিক

১০৯. শ্রবণ - শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ? [ ১১ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন :২০১৪ ]

উত্তর: (ঘ) √শ্রু + অন

১১০. নিচের কোনটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) ডুবন্ত

১১১. ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়— [ ১২তম (বিশেষ) বিসিএস (পুলিশ) ]

উত্তর: (খ) ধাতু

১১২. 'দ্রাঘিমা' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ? [ ইবি ]

উত্তর: (ক) দীর্ঘ+ইমন

১১৩. নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত? [ ৩৫ তম বিসিএস ]

উত্তর: (খ) খণ্ডিত

১১৪. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি ? [ তথ্য মন্ত্রনালয়ের সহকারী পরিচালক (গ্রেড-২)-.২০০৩ ]

উত্তর: (গ) নতুন শব্দ গঠন

১১৫. ধাতুর পরে কৃৎ প্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয়- [ সমাজসেবা অধিদপ্তরের উপসহকারী পরিচালক/সহকারী ব্যবস্থাপক-২০০৫ ]

উত্তর: (খ) কৃদন্ত শব্দ

১১৬. বিশেষণ গঠনে কোন প্রত্যয় ব্যবহার করা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) অন্ত প্রত্যয়

১১৭. যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে তাকে বলে – [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (পদ্মা) : ২০১২ ]

উত্তর: (ঘ) প্রত্যয়

১১৮. 'চৌকিদার' শব্দের দার কোন ভাষা থেকে এসেছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) ফারসি

১১৯. কোন শব্দের প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে ? [ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র : ২০১৯ ]

উত্তর: (খ) জেলে

১২০. ক্রিয়ামূলকে কি বলা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) ধাতু

১২১. উপসর্গ ও প্রকৃতির মাঝখানে কোন চিহ্ন ব্যবহৃত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) ড্যাশ (-)

১২২. 'মেধাবী' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [ পরিবার পরিকল্পনা পরিদর্শক/পরিবার কল্যাণ সহকারী-২০১১ ]

উত্তর: (খ) মেধা+বীন

১২৩. 'মহিমা' -এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ? [ সোনালী ব্যাংকের অফিসার : ১৯ ]

উত্তর: (গ) মহৎ + ইমন

১২৪. তদ্ধিত প্রত্যয় কয় প্রকার ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) ৩

১২৫. চোর শব্দে আ প্রত্যয় যুক্ত করলে কি অর্থ প্রকাশ করে ? [ সিটি ব্যাংক প্রবেশনারী অফিসার : ১১ ]

উত্তর: (গ) অবজ্ঞা

১২৬. যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? [ডাক অধিদপ্তরের এস্টিমেটর :২০১৮]

উত্তর: (ঘ) প্রত্যয়

১২৭. ‘মাধ্যমিক’ -এর প্রকৃতি প্রত্যয় কোনটি? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -২০০৬ ]

উত্তর: (গ) মধ্যম+ষ্ণিক

১২৮. 'নীলিমা' শব্দের সঠিক তদ্ধিত প্রত্যয় কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) নীল + ইমন

১২৯. ‘শীতল’-এর প্রকৃতি কোনটি হবে? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) শীত+ল

১৩০. শব্দ ও ধাতুর মূলকে কি বলে- [ ডাক বিভাগের পোস্টাল অপারেটর : ২৩ ]

উত্তর: (গ) প্রকৃতি

১৩১. 'শৈশব' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ? [ ১২ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ২০১৫]

উত্তর: (খ) শিশু + ষ্ণ

১৩২. ‘মশারি’ এর প্রকৃতি-প্রত্যয় হচ্ছে- [ র্বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ মাঠ কর্মকর্তা : ১৩ ]

উত্তর: (খ) মশা+আরি

১৩৩. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে – [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মেঘনা)- ২০১২ ]

উত্তর: (গ) কৃৎ প্রত্যয়

১৩৪. জয় শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) জি + অয়

১৩৫. √কাঁদ্ + অন- কোন প্রত্যয়ের অন্তর্ভূক্ত ? [১২ম বেসরকারি শিক্ষক নিবন্ধন :২০১৫ ]

উত্তর: (ক) কৃৎ প্রত্যয়

১৩৬. দর্শনীয় শব্দটির প্রকৃতি ও প্রত্যয় – [ ১৬ম বেসরকারি শিক্ষক নিবন্ধন :২০১৯ ]

উত্তর: (খ) √দৃশ + অনীয়

১৩৭. ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [ ১৮ তম বিসিএস ]

উত্তর: √দুল্ + অনা = দুলনা > দোলনা

১৩৮. নায়ক” শব্দের কৃৎ প্রত্যয় হচ্ছে – [ ১২ তম বিসিএস/ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক :২০১১ ]

উত্তর: (ঘ) ণী + ণক

১৩৯. গায়ক” শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [ ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৬ ]

উত্তর: (ঘ) √গৈ+অক

১৪০. পাঠক শব্দের যথার্থ প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [ ১২ম বেসরকারি শিক্ষক নিবন্ধন :২০১৫ ]

উত্তর: (খ) √পঠ্ + অক

১৪১. নয়ন ’ এর সঠিক প্রকৃতি প্রত্যয়? [ সোনালী ব্যাংক সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার : ২০১৬ ]

উত্তর: (ঘ) নী+ অনট

১৪২. বক্তব্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? [ ১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন :২০১৪ ]

উত্তর: (ঘ) √বচ্‌+তব্য

১৪৩. বাঁধ + অন = বাঁধন কোন শব্দ ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৯ ]

উত্তর: (ক) কৃদন্ত শব্দ

১৪৪. 'মুক্ত' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ? [১১ম বেসরকারি শিক্ষক নিবন্ধন- ২০১৪ ]

উত্তর: (ঘ) √মুচ + ক্ত

১৪৫. কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ? [ ১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন :২০১৪ ]

উত্তর: (খ) মিশ্‌ + উক

১৪৬. “শ্রদ্ধা” শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [ ৩৮ তম বিসিএস ]

উত্তর: (ক) শ্রৎ+ধা+অ+আ

১৪৭. “সৎ” এর প্রকৃতি কী ? [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]

উত্তর: (ঘ) অস্ + অৎ ( তৃ )

১৪৮. 'সৃষ্টি' এর প্রকৃতি প্রত্যয়- [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন): ২০১৬ ]

উত্তর: (খ) √সৃজ্ + তি

১৪৯. তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়? [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর : ২০১১ ]

উত্তর: (গ) নাম প্রকৃতি

১৫০. তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? [ জেলা শিক্ষা অফিসার : ২০০৩ ]

উত্তর: (ঘ) বাংলাদেশি

১৫১. ‘বর্গাদার’ কোন প্রত্যয়ের উদাহরণ? [ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী প্রকেীশলী : ৯৯ ]

উত্তর: (গ) বর্গা+দার

১৫২. “সাহচর্য” শব্দের শুদ্ধ গঠন কোনটি? [ সোনালী ব্যাংকের অফিসার : ১৯ ]

উত্তর: (গ) সহচর + য

১৫৩. নিম্নের কোনটিতে বৃত্তি অর্থে “ঈ” প্রত্যয় ব্যবহৃত হয়েছে ? [ ১১ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৪ ]

উত্তর: (খ) পোদ্দারি

১৫৪. নিচের কোন শব্দের ‘ইক’ প্রত্যয়যুক্ত গঠন ব্যাকরণসিদ্ধ না হলে ও বহুল আলোচিত ? [ আইসিবি ব্যাংক অফিসার : ১৪ ]

উত্তর: (গ) ঔপনিবেশিক

১৫৫. “খেলনা” শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (চট্রগ্রাম)- ২০০৩ ]

উত্তর: (খ) খেল্ + না

১৫৬. প্রেম শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক : ১৩ ]

উত্তর: (গ) প্রিয়+ইমন

১৫৭. কৈশোর - শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১৮ ]

উত্তর: (ক) কিশোর + ষ্ণ

১৫৮. “ছিন্ন” শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ? [ পরিবার পরিকল্পনা পরিদর্শক/পরিবার কল্যাণ সহকারী-২০১৮ ]

উত্তর: (খ) ছিদ +ক্ত

১৫৯. “জাগরিত” শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ? [ সোনালী ব্যাংকের অফিসার ( ক্যাশ ): ১৯ ]

উত্তর: (গ) √জাগৃ + ইত

১৬০. বুদ্ধি' শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় হলো – [ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় অডিটর : ২০১৯ ]

উত্তর: (গ) বুধ্ + তি

১৬১. প্রত্যয় সাধিত শব্দ কোনটি ? [দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় অফিস সহায়ক : ২০১৯ ]

উত্তর: (ঘ) গোলাপি

১৬২. কোন শব্দটি ‘ইক’ প্রত্যয়যুক্ত নয় ? [ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় অফিস সহায়ক : ২০১৯ ]

উত্তর: (খ) বণিক

১৬৩. নিচের কোনটি 'ইমন' প্রত্যয় যোগে গঠিত ? [ বাংলাদেশ বেতার সহ-সম্পাদক :.২০১৯ ]

উত্তর: (ঘ) নীলিমা

১৬৪. কোনটি ‘নিপাতনে সিদ্ধ’ প্রত্যয়যুক্ত শব্দ ? [ ১৫ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৯ ]

উত্তর: (খ) সৌর

১৬৫. 'কুসুমিত' শব্দের প্রকৃতি -প্রত্যয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ২০১৯ ]

উত্তর: (গ) কুসুম + ইত

১৬৬. 'আগ্নেয়' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ২০১৯ ]

উত্তর: (খ) অগ্নি + ষ্ণেয়

১৬৭. অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) লেজুড়ে

১৬৮. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয় ? [ বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (সহকারী পরিচালক) : 2020 ]

উত্তর: (ঘ) ছাপা + খানা

১৬৯. ডিঙি+আ=ডিঙা-এখানে ‘আ’ প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) বৃহদার্থে

১৭০. “সর্বাঙ্গীণ” শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়- [ ৪০ তম বিসিএস ]

উত্তর: (ঘ) সর্বাঙ্গ + ঈন

১৭১. ‘চোর’ শব্দে ‘আ’ প্রত্রয় যুক্ত হলে কি অর্থ প্রকাশ পায়? [ City Bank Ltd - Probationary Officer - : 2011 ]

উত্তর: (খ) অবজ্ঞা

১৭২. তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সঙ্গে যুক্ত হয় ? [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর-: ২০১১ ]

উত্তর: (গ) নাম প্রকৃতি

১৭৩. ধাতুর পরে সাধারণত কোন প্রত্যয় যুক্ত করে ক্রিয়াবাচক বিশেষ্য গঠন করা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) অন প্রত্যয়

১৭৪. 'মানব' কোন ধরনের প্রত্যয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) সংস্কৃত তদ্ধিত প্রত্যয়

১৭৫. কৃদন্ত পদ গঠনে যদি নতুন স্বরের আগমন হয়, তবে তাকে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) বৃদ্ধি

১৭৬. নিচের কোন শব্দের ধাতুর সাথে প্রত্যেয় যুক্ত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) টেকো

১৭৭. পাকড়াও' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) পাকড় + আও

১৭৮. ভৌগলিক শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) ভূগোল + ষ্ণিক

১৭৯. সূর্য শব্দটিতে নিচের কোন প্রত্যয় যুক্ত হয়েছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) ষ্ণ্য

১৮০. নিচের কোনটি 'মানব' এর সঠিক প্রত্যয় ? [ ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন :২০১৬ ]

উত্তর: (ক) মনু + ষ্ণ

১৮১. প্রকৃতি বলতে কি বোঝায়? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : .২০১৫ ]

উত্তর: (ঘ) শব্দ ও ধাতুর মূল

১৮২. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (দানিয়ুব)-.২০১৩ ]

উত্তর: (গ) প্রকৃতি

১৮৩. সিক্ত শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) √সিচ্‌ + ক্ত

১৮৪. কোনটিতে উপকরণ বোঝাতে প্রত্যয় যুক্ত হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) পাথুরে

১৮৫. 'চলন্ত' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) চল + অন্ত

১৮৬. চরণ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) √চর + অন

১৮৭. প্রাতিপাদিক এর অপর নাম কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) মূল শব্দ

১৮৮. কোন শব্দের প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? [ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র : ২০১৯ ]

উত্তর: (খ) মেছো

১৮৯. ‘মনু+ষ্ণ’-এর মূলভাব কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) মানব

১৯০. নিচের কোন শব্দের ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়েছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) পঠিত

১৯১. 'উক্তি’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ? [১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ২০১৪ / ১১ তম বিসিএস ]

উত্তর: (গ) বচ্ + ক্তি

১৯২. ধাতুর সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরী হয়, তখন ক্রিয়ামূল বা ধাতুকে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি

১৯২. কোনটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) ডুবন্ত

১৯৩. ধাতু বা প্রকৃতির অন্ত্যধ্বনি আগের ধ্বনির নাম কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) উপধা

১৯৪. ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) কৃৎ প্রত্যয়

১৯৫. 'লাজুক' -এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) লাজ + উক

১৯৬. 'পৈতৃক' এর সঠিক প্রত্যয় কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) পিতা + ইক

১৯৭. বাংলা ভাষায় যে সকল বিদেশী প্রত্যয় নতুন নতুন শব্দ গঠন সাহায্য কররেছে , তাদের অধিকাংশ কোন ভাষা থেকে গৃহীত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) ফারসি

১৯৮. ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায় ? [ অফিসার (ক্যাশ ) - Sonali | Rupali | BD Krishi | Rajshahi Krishi Unnayn : ২০১৯ ]

উত্তর: (খ) আই

১৯৯. যে শব্দ বা শব্দাংশের অংশকে আর কোনো বিশ্লেষণ বা ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না, তাকে বলে – [ জনতা ব্যাংক এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার : ২০১৯ ]

উত্তর: (গ) প্রকৃতি

২০০. ‘পিতা’ কিভাবে ‘পৈত্রিক’ -এ রূপান্তরিত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) পিতা+ইক

২০১. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? [ বাংলাদেশ ব্যাংক অফিসার : ২০১৫ ]

উত্তর: (খ) উৎকর্ষ

২০২. ‘ষ্ণ’ প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়? [ উপজেলা/থানা শিক্ষা অফিসার : ২০০৫ ]

উত্তর: (ক) বৃদ্ধি

২০৩. ‘মেঠো’ -এর প্রকৃতি প্রত্যয় কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) মাঠ+উয়া

২০৪. ‘শান্তি’-এর প্রকৃতি প্রত্যয় কি? [ বাংলাদেশ বেতার সহ-সম্পাদক : ২০১৯ ]

উত্তর: (ক) শম্+ক্তি

২০৫. লেঠেল শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) লাঠি + আল

২০৬. ‘উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ ? [ ২৪ তম বিসিএস ]

উত্তর: (খ) প্রত্যয়জনিত

২০৭. নিচের কোনটি উপসর্গযুক্ত কৃদন্ত পদের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) অধোয়া

২০৮. প্রকৃতির আগে কোন চিহ্ন ব্যবহৃত হয় ? [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ - এরোড্রম কর্মকর্তা : ২০২১ ]

উত্তর: (ঘ) √

২০৯. কোনটি সাধিত ধাতু? [ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী: ২১ ]

উত্তর: (ঘ) পড়া

২১০. 'যাচঞা' এর ধাতু অংশ হলো- [ প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার: ২১ ]

উত্তর: (ক) √ যাচ্

২১১. প্রাতিপদিকের সঙ্গে কোন শব্দের সম্পর্ক বিদ্যমান? [ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক: ২১ ]

উত্তর: (গ) নামবাচক শব্দ

২১২. নিচের কোনটি বাংলা 'ধাতু'র দৃষ্টান্ত? [ ৪৪তম বিসিএস ]

উত্তর: (ক) কহ্

২১৩. 'অরণ্যে রোদন' না বলে 'বনে ক্রন্দন' বললে বাক্যটি কি হারাবে? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২২ ]

উত্তর: (ক) যোগ্যতা

২১৪. বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলে- [ বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার: ২২ ]

উত্তর: (গ) নাম ধাতু

    নবীনতর পূর্বতন