পদ প্রকরণ mcq প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: পদ প্রকরণ mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (২৭০)

১. "এ যে আমাদের চেনা লোক"- বাক্যে 'চেনা' কোন পদ? [ ৩৬ তম বিসিএস ]

উত্তর: (ঘ) বিশেষণ

২. ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তাকে কি বলা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) সম্বন্ধ পদ

৩. ‘ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে।’ -এ বাক্যটিকে ‘ওগো’ শব্দটি কোন জাতীয় অব্যয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) সম্বোধনসূচক অব্যয়

৪. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোন পার্থক্য হয় না? [ স্ট্যান্ডার্ড ব্যাংক অ্যাসিসট্যান্ট অফিসার : ১২ ]

উত্তর: (ক) বচনভেদে

৫. ‘ কী আপদ লোকটা যে পিছু ছাড়ে না । ’ বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১১ ]

উত্তর: (ক) বিরক্তি

৬. কোনটি অংশবাচক বিশেষণ ? [ থানা সহকারী শিক্ষা অফিসার : ৯৯ ]

উত্তর: (খ) অর্ধেক সম্পত্তি

৭. রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা' - এখানে 'রাশি রাশি'- [ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৮ ]

উত্তর: (খ) নির্ধারক বিশেষণ

৮. কোন শব্দটি বিশেষ্য ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৩ ]

উত্তর: (ঘ) চাতুর্য

৯. বিশেষণের অতিশায়ণের উদাহরণ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) মেঘনা বাংলাদেশের বৃহত্তম নদী

১০. কোন বাক্যে ‘শেষ’ ক্রিয়ারূপে ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) কাজটি শীঘ্র শেষ কর

১১. কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষ্যরুপে ব্যবহৃত হয়েছে ? [ সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৯ ]

উত্তর: (ক) গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত

১২. কোনটি সমাসবদ্ধ বিশেষণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) বেকার যুবক

১৩. গীতাঞ্জলি, অগ্নিবীণা কোন বিশেষ্য ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) সংজ্ঞাবাচক

১৪. বাংলা ভাষায় অব্যয় কত প্রকার ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) ৩

১৫. কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ নেই? [ সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ০৭ ]

উত্তর: (গ) মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন

১৬. 'অন্তত আমার যাওয়া উচিত' বাক্যটি কোন ধরনের অব্যয়ের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) 'ত' প্রত্যয়ান্ত অব্যয়

১৭. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে ? [১৫ তম বিসিএস ]

উত্তর: (ঘ) সে যে চাল চেলেছে তাতে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছুই বলা যায় না

১৮. সর্বনামের পুরুষ কত প্রকার ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) ৩ প্রকার

১৯. বৃষ্টি পড়ে টাপুর টুপুর।- এখানে ‘টাপুর টুপুর’ কোন পদের দ্বিরুক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) অব্যয়

২০. কোন বাক্যে ‘ভালো’ বিশেষণরূপে ব্যবহৃত হয়েছে? [ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা : ০৭ ]

উত্তর: (খ) আপন ভালো সবাই চায়

২১. "যত গর্জে তত বর্ষে না ।" বাক্যটিতে যত-তত অব্যয়ের ব্যবহার কোন অর্থে? [জনতা ব্যাংক সিনিয়র অফিসার ( আইটি ) : ১৬ ]

উত্তর: (গ) বৈপরীত্য

২২. নিচের কোনটি অজ্ঞাতমূল ধাতু? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) হের

২৩. ‘অবজ্ঞাত’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৩ ]

উত্তর: (ঘ) অবজ্ঞা

২৭. ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়? [ ১৮তম বিসিএস ]

উত্তর: (খ) আই

২৮. ‘মন্দকে মন্দ বলতেই হবে।’-এ বাক্যের দুই ‘মন্দ’ নিম্নের কোনটি? [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সহকারী : ১০ ]

উত্তর: (গ) প্রথমটি বিশেষ্য দ্বিতীয়টি বিশেষণ

২৯. ‘এ মাটি সোনার বাড়া’- এ উদ্ধৃতিতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে? [ ২৭ তম বিসিএস ]

উত্তর: (ক) বিশেষণের অতিশায়ন

৩০. 'না' শব্দটি বাক্যের কোথায় বসে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) সমাপিকা ক্রিয়ার পরে

৩১. বাংলা ভাষায় একই পদ বিশেষ্য ও বিশেষণরূপে ব্যবহৃত হতে পারে তার উদাহরণ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) আপন ভালো সবাই চায়

৩২. সংযোগমূলক ধাতুজাত ক্রিয়া কি হতে পারে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) ক ও খ

৩৩. কোনটি অনুকার অব্যয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) কল কল

৩৪. যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বুঝায়, তাকে বলে - [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) জাতিবাচক বিশেষ্য

৩৫. ‘সুন্দর পুষ্প, সুনীল আকাশ’- ‘সুন্দর ও সুনীল’ কোন শ্রেণীর বিশেষণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) বিশেষ্যের বিশেষণ

৩৬. ‘আকাশ শুধু নীল আর নীল’ এই বাক্যে ‘আর’ হচ্ছে- [ প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার – ১৪ ]

উত্তর: (খ) অব্যয়

৩৭. ‘আ মরি বাংলা ভাষা’ এ চরণে ‘আ’ দ্বারা কী প্রকাশ পেয়েছে? [ প্র্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) আনন্দ

৩৮. ‘ হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখতো সে ’ বাক্যটিতে ‘দিয়ে’ হলো : [ জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার : ১৫ ]

উত্তর: (ক) অব্যয়

৩৯. ভোজন, শয়ন, দেখা, শোনা প্রভৃতি কোন প্রকার বিশেষ্যের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) ভাববাচক বিশেষ্য

৪০. ব্যতিক্রম ছাড়া সাধারণত সম্বন্ধ পদ বাক্যের কোথায় বসে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) বিশেষ্যের পূর্বে

৪১. নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) এখন যেতে পার

৪২. নিচের কোনগুলো বিদেশী অব্যয়ের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) আলবত, মারহাবা

৪৩. কোনটি বিদেশী অব্যয় শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) খুব

৪৪. ও, আর, আবার -এগুলো কোন অব্যয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) খাঁটি বাংলা

৪৫. স্বয়ং, নিজ, খোদ -প্রভৃতি কোন শ্রেনীর সর্বনাম ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) আত্নবাচক

৪৬. "তুমি না সেদিন বাড়ি গিয়েছিলে"? এখানে 'না' কোন অর্থে ব্যবহৃত? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) নিশ্চয়তা

৪৭. "তুমি না সেদিন আবৃত্তি করেছিলে"? এখানে 'না' কোন অর্থে ব্যবহৃত? [ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব : ১৩ ]

উত্তর: (ঘ) নিশ্চয়তা

৪৮. ‘অতিভক্তি চোরের লক্ষণ’ বাক্যটির অতি পদটি- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) বিশেষ্যের বিশেষণ

৪৯. কোনটি বস্তুবাচক বিশেষ্য পদের উদাহরণ নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) অগ্নিবীণা

৫০. ‘ শুধু শুধু তিনি রেগে উঠেন।’ বাক্যটিতে কোন ভাব প্রকাশ করা হয়েছে ? [ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার : ১১ ]

উত্তর: (গ) অভ্যাস

৫১. ‘ কে জানে দেশে সুদিন আবার আসবে কি না।’ এ বাক্যটি কী প্রকাশ করে ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৬ ]

উত্তর: (ঘ) অনিশ্চয়তা

৫২. ‘তুই কি কাজ করবি, না মার খাবি ? এই বাক্যে ‘কি’ অব্যয়ের ব্যবহার হয়েছে- [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে প্রশাসনিক কর্মকর্তা : ০১ ]

উত্তর: (গ) বিরক্তি প্রকাশে

৫৩. ‘চালাক’- এর বিশেষ্য পদ কি? [ বাংলাদেশ কৃষি ব্যাংক এর সুপারভাইজার : ১২ ]

উত্তর: (খ) চালাকী

৫৪. ‘লোকটি দরিদ্র কিন্তু সৎ’ এই বাক্যে ‘কিন্তু’ হলো- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) সংকোচক অব্যয়

৫৫. ‘পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন’ এখানে কিন্তু কোন ধরনের অব্যয় ? [ বাংলাদেশ কমার্স ব্যাংক অফিসার : ০০ ]

উত্তর: (গ) সংকোচক

৫৬. ‘এবং’ কোন পদ ? [ ডাক বিভাগের পোস্টাল অপারেটর ( পূর্বাঞ্চল ) : ১৬ ]

উত্তর: (ঘ) অব্যয়

৫৭. ‘সুন্দর মানুষকে নিজের দিকে টানে।’ এই বাক্যের ‘সুন্দর’ শব্দটি কোন পদ? [ ১৫তম প্রভাষক নিবন্ধন ( কলেজ ) : ১৯ ]

উত্তর: (ঘ) বিশেষ্য

৫৮. ‘তুমি কি আমায় চেন’? বাক্যটিতে ‘কি’-এর ব্যাকরণগত পরিচয়- [ সহকারী বিস্ফোরক পরিদর্শক : ০৩ ]

উত্তর: (গ) কারক নির্দেশক

৫৯. কোন বাক্যে নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ আছে ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ( ডালিয়া ) : ১২ ]

উত্তর: (গ) যথা ধর্ম তথা জয়

৬০. ‘তুমি এতক্ষণ কী করেছ?’- এই বাক্যে ‘কী’ কোন পদ? [ ২৪ তম বিসিএস ]

উত্তর: (গ) সর্বনাম

৬১. ‘এতক্ষণ গাছের ছায়ায় বসা মানুষটি কোথায় গেল? বাক্যের এতক্ষণ গাছের ছায়ায় বসা’ অংশটি- [জনতা ব্যাংক অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ অফিসার : ১৫ ]

উত্তর: (ঘ) ক্রিয়া স্থানীয়

৬২. অতি ভক্তি চোরের লক্ষণ’ বাক্যটির “অতি” পদটি- [ উপজেলা শিক্ষা অফিসার : ০৪ ]

উত্তর: (ক) নাম বিশেষণ

৬৩. ‘যেমন কর্ম তেমন ফল’ বাক্যটি কী ? [ প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার : ১৪ ]

উত্তর: (গ) সাপেক্ষ সর্বনাম

৬৪. ‘নিশীথ রাতে বাজে বাঁশি’ -বাক্যে ‘নিশীথ’ কোন পদ? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ০৯ ]

উত্তর: (খ) বিশেষ্যের বিশেষণ

৬৫. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার নেই? [ সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক : ০৭ ]

উত্তর: (খ) তুমি বল, আমি শুনি

৬৬. নির্দেশক সর্বনাম টি , টা যুক্ত হলে টা কি হয় [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) নির্দিষ্টতা

৬৭. ‘সে নাকি আসবে না’-এ বাক্যে ‘না’ অব্যয় কি অর্থে ব্যবহৃত হযেছে? [ পরিবেশ অধিদপ্তরের সহ-পরিচালক : ০৭ ]

উত্তর: (গ) সংশয়

৬৮. ধাতুর শেষে অন্ত প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয়? [ দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক : ০৪ ]

উত্তর: (গ) বিশেষণ

৬৯. ‘দরিদ্র’-এর বিশেষ্য পদ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) দারিদ্র্য

৭০. ‘প্রচুর’ এর বিশেষ্য রূপ- [ শ্রম মন্ত্রণালয়ের অধীনে সহকারী পরিচালক : ০৫ ]

উত্তর: (ক) প্রাচুর্য

৭১. ‘চাতুর্য’ শব্দের বিশেষণ কোনটি ? [ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা : ১৬ ]

উত্তর: (গ) চতুর

৭২. বিশেষ্য ও বিশেষণের সাথে ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়াপদ হয় তাকে বলে- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) মিশ্র ক্রিয়া

৭৩. ‘না’ কোন জাতীয় শব্দ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্টে : ১৯ ]

উত্তর: (ক) অব্যয়

৭৪. কোনটি গুণবাচক বিশেষ্য? [ আইসিবি ব্যাংক অফিসার : ১১ ]

উত্তর: (খ) তারুণ্য

৭৫. ‘কড়কড়’ কোন অব্যয়? [ থানা শিক্ষা অফিসার : ৯৬ ]

উত্তর: (ঘ) অনুকার

৭৬. ‘উৎকর্ষ’ হচ্ছে- [ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক : ০৬ ]

উত্তর: (ঘ) বিশেষ্য

৭৭. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? [১৩ তম বিসিএস ]

উত্তর: (খ) আমি ভাত খাচ্ছি

৭৮. কোনটি বিশেষণের বিশেষণ? [ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০১ ]

উত্তর: (গ) অতিশয় মন্দ কথা

৭৯. 'নিশীত রাতে বাজছে বাঁশি' বাক্যে 'নিশীত' শব্দটি কোন পদ-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) বিশেষণ

৮০. ‘যত্ন করলে রত্ন মিলে’- এ বাক্যে ‘করলে’ কোন ক্রিয়ার উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক ( দানিয়ুব ) : ১৩ ]

উত্তর: (ঘ) অসমাপিকা

৮১. দ্বারা, দিয়া, হইতে, থেকে-এগুলিকে বলে- [ সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক : ০৭ ]

উত্তর: (গ) অনুসর্গ অব্যয়

৮২. আমি, আমরা, সে, তারা - এগুলো কোন সর্বনাম পদ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) আত্নবাচক সর্বনাম

৮৩. ‘আমি’ ‘আমরা’ এগুলো কোন সর্বনাম পদ ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) ব্যাক্তিবাচক

৮৪. ‘ভালো নিজেকে জাহির করে না, অনেক সময়ই তাকে খুঁজে বের করতে হয়।’ এই বাক্যে ‘ভালো’ শব্দটি কোন পদ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) বিশেষ্য

৮৫. 'আর' কোন ধরণের অব্যয়ের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) খাঁটি বাংলা অব্যয়

৮৬. ছি, ছি, তুমি এত খারাপ। এ বাক্যে 'ছি ছি' কোন ধরনের অব্যয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) অনন্বয়ী অব্যয়

৮৭. ‘ মা খোকাকে চাঁদ দেখাচ্ছে?’ – এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) প্রযোজক

৮৮. ‘বাড়ি গিয়ে তাকে পাওয়া যায় নি’ -এ বাক্যে ‘গিয়ে’ কোন ক্রিয়া ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) অসমাপিকা

৮৯. নিচের কোনগুলো মধ্যম পুরুষের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) আমি, আমরা, আমাকে

৯০. বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে কি বলা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) সর্বনাম পদ

৯১. ‘সর্বজন’ -এর বিশেষণ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) সর্বজনীন

৯২. 'পুণ্যে মতি হোক' বাক্যে 'পুণ্যে' কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে ? [ বাংলাদেশ ব্যাংক অফিসার : ১৫ ]

উত্তর: (ক) বিশেষ্য রূপে

৯৩. ‘ছেলেছি গোল্লায় গেছে’-এই বাক্যে ক্রিয়া পদটি কোন ধরণের? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক : ৯৯ ]

উত্তর: (ঘ) মিশ্র ক্রিয়া

৯৭. ‘মরি মরি, কি সন্দুর প্রভাতে রূপ’- এখানে অনম্বয়ী অব্যয়ে কি প্রকাশ পেয়েছে? [ ১৬তম শিক্ষক নিবন্ধন : ১৯ ]

উত্তর: (ঘ) উচ্ছ্বাস

৯৮. ভাষায় সর্বনামের ব্যবহারের উদ্দেশ্য কী ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৫ ]

উত্তর: (খ) বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা

৯৯. পদ মোট কয় প্রকার- [ পেট্রোবাংলার হিসাব সহকারী : ১৯ ]

উত্তর: (গ) ৫ প্রকার

১০০. ‘বাবা বাড়ি নেই।’ এ বাক্যে ‘নেই’ কোন পদ? [ সহকারী থানা শিক্ষা অফিসার : ০৫ ]

উত্তর: (ঘ) ক্রিয়া

১০১. সমুচ্চয়ী অব্যয় কয় প্রকার? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) তিন প্রকার

১০২. নিচের কোনটি বিশেষ্য পদ? [ ৩৬ তম বিসিএস ]

উত্তর: (ঘ) গাম্ভীর্য

১০৩. জাতিবাচক বিশেষ্যর দৃষ্টান্ত- [ ১৪ তম বিসিএস ]

উত্তর: (ঘ) নদী

১০৪. পদ মোট কত প্রকার ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) ৫ প্রকার

১০৫. উৎপত্তির দিক থেকে ক্রিয়াপদ কোন দুভাগে বিভক্ত? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ০১ ]

উত্তর: (ঘ) মৌলিক ও কৃদন্ত

১০৬. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন - এখানে কিংবা অব্যয়টি কোন অব্যয় ? [ বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর : ১৯ ]

উত্তর: (খ) বিয়োজক অব্যয়

১০৭. তাকেও আসতে বলেছি এই বাক্যের ‘ও’ অব্যয় পদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? [ ভূ তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী ড্রিলিং প্রকৌশলী : ৯৮ ]

উত্তর: (খ) স্বীকৃতি জ্ঞাপনে

১০৮. জাতিবাচক বিশেষ্য কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) মানুষ

১০৯. দুটি বস্তুর মধ্যে অতিশায়নের জোর দিতে হলে মূল বিশেষণের আগে কোন বিশেষণীয় বিশেষণ যোগ করতে হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) অনেক, অধিক

১১০. একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া একসাথে একটি ক্রিয়াপদের ন্যায় ভাব প্রকাশ করলে তবে তাকে বলে- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) যৌগিক ক্রিয়া

১১১. বাক্যে সমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে ? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক : ১৩ ]

উত্তর: (ক) শেষে

১১২. ‘ন্যায়’ শব্দের বিশেষণ- [ অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার : ১০ ]

উত্তর: (গ) ন্যায্য

১১৩. কোন শব্দটি বিশেষ্য বিশেষণ উভয়রুপে ব্যবহৃত হতে পারে ? [ সাধারণ বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী : ১৯ ]

উত্তর: (খ) সুন্দর

১১৪. কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে ? [ পেট্রোবাংলার হিসাব সহকারী : ১৯ ]

উত্তর: (খ) ঘোড়া খুব দ্রুত চলে

১১৫. ‘দহন’ শব্দের বিশেষণ কোনটি? [ অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]

উত্তর: (ঘ) দহনীয়

১১৬. বাংলা ভাষায় একটি বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে । উদাহরণ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) আপন ভালো সবাই চায়

১১৭. ‘ হু হু করে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে ‘ বাক্যটিতে ‘হু হু’ কোন অর্থে প্রযুক্ত ? [ প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার : ১৪ ]

উত্তর: (খ) ধ্বন্যাত্নক

১১৮. বেশ এক ঘুম ঘুমিয়েছি ’ এ বাক্যের নিম্নরেখ শব্দটি কোন পদ ? [ সিজিডিএফ এর অডিটর : ১৯ ]

উত্তর: (ঘ) সমধাতুজ কর্ম

১১৯. ক্রিয়া বিশেষণের উদাহরণ আছে কোন বাক্যে? [ থানা নির্বাচন অফিসার : ০৪ ]

উত্তর: (খ) সে খুব তাড়াতাড়ি হাটিল

১২০. ‘মেঘলা’ কোন ধরনের শব্দ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) বিশেষণ

১২১. সে চলন্ত গাড়িতে ঝুকি নিয়ে উঠল - এখানে 'চলন্ত' কোন ধরনর বিশেষণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) বিশেষ্যের বিশেষণ

১২২. নিচের কোন বাক্যটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) যত গর্জে তত বর্ষে না

১২৩. ‘সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়’- উঠলে কোন ক্রিয়াপদ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) অসমাপিকা

১২৪. ‘ছেলেটি এমন আঁকাই একেছে।’ বাক্যে যে ধরনের কর্মপদ ব্যবহৃত হয়েছে- [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৮ ]

উত্তর: (খ) ধাতুর্থক কর্ম

১২৫. পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) রূপতত্ত্বে

১২৬. সংযোগজ্ঞাপক সর্বনাম কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৮ ]

উত্তর: (গ) যে

১২৭. তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন । বাক্যে ‘অথচ’ কি অর্থে ব্যবহৃত হয়েছে? [ সোনালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার : ১৮ ]

উত্তর: (ঘ) সংকোচক

১২৮. ‘ছেলে তো নয় যেন ননীর পুতুল’ এখানে ‘যেন’ – [ নিরাপদ খাদ্য অধিদপ্তর : ১৯ ]

উত্তর: (ক) অব্যয়

১২৯. ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক! ‘’ -বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে ? [ ৩৯ তম বিসিএস ]

উত্তর: (ঘ) অনন্বয়ী অব্যয়

১৩০. ‘সাইরেন বেজে উঠলো’ বাক্যটিতে ‘বেজে উঠলো কী ধরনের ক্রিয়াপদ ? [ পল্লী সঞ্চয় ব্যাংকের ক্যাশ সহকারী : ১৮ ]

উত্তর: (খ) যৌগিক

১৩১. ‘এ বয়সে তবু নতুন কিছু তো করো’ – এখানে ‘তবু’ হচ্ছে- [ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক : ১৯ ]

উত্তর: (ঘ) অব্যয়

১৩২. ‘এখন গোল্লায় যাও’-এটি কোন ক্রিয়ার উদাহরণ ? [সমন্বিত চার ব্যাংকের অফিসার : ১৯ ]

উত্তর: (ক) মিশ্র ক্রিয়া

১৩৩. বহুপদময় বিশেষণ সর্বদাই বাক্যের কোথায় বসে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) বিশেষ্যের পূর্বে

১৩৪. ‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ’! এই বাক্যের ‘কী’ এর অর্থ- [ ২২ তম বিসিএস ]

উত্তর: (গ) বিরক্তি

১৩৫. যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্যপদকে বিশেষিত করে তাকে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) বাক্যের বিশেষণ

১৩৬. হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী। এ বাক্যে কিংবা কোন ধারনের অব্যয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) বিয়োজক অব্যয়

১৩৭. কারক বিভক্তিযুক্ত পদ সাধারণত বাক্যের কোথায় বসে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) বিশেষণের পূর্বে

১৩৮. দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) যে ক্রিয়ার দুটি কর্ম থাকে

১৩৯. ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদ কয় প্রকার ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) ২ প্রকার

১৪০. ‘ইচ্ছা’ বিশেষ্যর বিশেষণটি নির্দেশ করুন- [ ১৫ তম বিসিএস ]

উত্তর: (খ) ঐচ্ছিক

১৪১. বাংলা ধীর শব্দটির বিশেষ্য কী ? [ পল্লী উন্নয়ন বোর্ড এর মাঠকর্মী : ১৪ ]

উত্তর: (খ) ধীরতা

১৪২. ধিক তারে, শত ধিক নিলজ্জ যে জন - কোন বিশেষণের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) অব্যয়ের বিশেষণ

১৪৩. বিশেষণ প্রধানত কয় ভাগে বিভক্ত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) ২ ভাগে

১৪৪. নিচের কোন পদে বিভক্তি যুক্ত হয় না ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) অব্যয় পদে

১৪৫. অনুসর্গ অব্যয়ের অন্য নাম কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) পদান্বয়ী অব্যয়

১৪৬. কোন বাক্যে সমুচ্চায়ী অব্যয় ব্যবহৃত হয়েছে ? [ ১৩ তম বিসিএস ]

উত্তর: (ঘ) লেখাপড়া কর, নতুবা ফেল করবে

১৪৭. কোন পদে বিভক্তি যুক্ত হয় না ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) অব্যয়

১৪৮. অপরিবর্তনীয় শব্দকে কোন পদ বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) অব্যয় পদ

১৪৯. নিচের কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) আস্তে যাও

১৫০. অসমাপিকা ক্রিয়া অর্থ প্রকাশের জন্য কোন ক্রিয়ার ওপর নির্ভশীল ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) সমাপিকা ক্রিয়া

১৫১. কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৯ ]

উত্তর: (ক) আমি চোখে দেখি না

১৫২. ভৌগোলিক স্থানের নাম কোন বিশেষ্যের অন্তর্গত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) সংজ্ঞাবাচক

১৫৩. ‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’ বাক্যে ‘মরিমরি’ কোন শ্রেণীর অব্যয়? [ ১৮ তম বিসিএস ]

উত্তর: (খ) অনন্বয়ী

১৫৪. সমুচ্চায়ী অব্যয় কত প্রকার ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) ৩

১৫৫. বিশেষ্য পদ কয় প্রকার ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) ছয় প্রকার

১৫৬. ‘লাজ’ কোন ধরনের শব্দ? [বাতিলকৃত ২৪তম বিসিএস ]

উত্তর: (ক) বিশেষ্য

১৫৭. ‘সকল, সমুদয়, তাবৎ’ -কোন শ্রেণীর সর্বনাম? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) সাকুল্যবাচক

১৫৬. ‘হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান’-এখানকার অব্যয়টি কোন ধরনের? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) সম্বোধনবাচক

১৫৭. নিচের কোন বাক্যে ‘ভালো’ বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে? [ সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক : ০৭ ]

উত্তর: (ঘ) নিজের ভালো কে না চায়

১৫৮. ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগ করে কি পদ গঠিত হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) ক্রিয়াপদ

১৫৯. ‘তাজমহল’ শব্দটি কোন জাতীয় বিশেষ্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) নামবাচক

১৬০. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন - এ বাক্যে কোনটি প্রযোজক কর্তা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) মা

১৬১. 'লবণ' শব্দের বিশেষ্য কোনটি? [ ৩৫ তম বিসিএস ]

উত্তর: প্রশ্নে ভুল আছে ।কারণ লবণ শব্দটি নিজেই বিশেষ্য ।

১৬২. ‘লবণ’ শব্দের বিশেষণ – [ সেসিপ এর সহকারী পরিদর্শক : ১৯ ]

উত্তর: (গ) লবণাক্ত

১৬৩. ‘কুহুকুহু, ঝমঝম’-এসব কোন শ্রেণীর অব্যয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) অনুকার অব্যয়

১৬৪. গৌণকর্ম সাধারণত মুখ্যকর্মের-ব্যবহৃত হয়। [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) পূর্বে

১৬৫. পদ প্রধানত দুই প্রকার । যথা - [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) নাম ও ক্রিয়া

১৬৬. তুমি না বলেছিলে আগামীকাল আসবে?- এখানে ‘না’-এর ব্যবহার কি অর্থে? [ ২৪ তম বিসিএস ]

উত্তর: (খ) হ্যাঁ-বাচক

১৬৭. নিচের কোনটি একটি সর্বনাম পদ ? [ পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক : ১৫ ]

উত্তর: (ক) সে

১৬৮. ক্রিয়াপদ- [ ২১ তম বিসিএস ]

উত্তর: (খ) কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে

১৬৯. তোমাকে দিয়ে এ কাজ হবে না বাক্যে 'দিয়ে' কোন প্রকার অব্যয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) অনুসর্গ অব্যয়

১৭০. পদ বলতে কি বুঝায় ? [ ২০ তম বিসিএস ]

উত্তর: (ঘ) বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু

১৭১. কোনগুলো গুণবাচক বিশেষ্য ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) মধুরতা, বীরত্ব

১৭২. গুণবাচক বিশেষ্য কোনটি ? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রদর্শক :১৩ ]

উত্তর: (খ) মধুরতা

১৭৩. কোনটি অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) ইলে > লে

১৭৪. ‘সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।’ এই বাক্য ‘সুন্দর’ শব্দটি কোন পদ? [ বাতিলকৃত ২৪ তম বিসিএস ]

উত্তর: (ক) বিশেষ্য

১৭৫. সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে কো্ন ক্রিয়ায় রূপান্তরিত করে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) সকর্মক ক্রিয়ায়

১৭৬. মরি! মরি! কি সুন্দুর প্রভাতের রূপ - এখানে অনন্বয়ী অব্যয়ের কি প্রকাশ পেয়েছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) উচ্ছ্বাস

১৭৭. কোনটি বস্তুবাচক বিশেষ্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) কলম

১৭৮. ‘তিনটি বছর’- এখানে ‘তিনটি’ কোন পদ? [ অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]

উত্তর: (ক) বিশেষণ

১৭৯. ক্রিয়া বিশেষণ কোন বাক্যটি ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( বরিশাল বিভাগ ) : ০৩]

উত্তর: (ক) তাড়াতাড়ি পড়

১৮০. ‘সুন্দর’ শব্দের বিশেষ্য রূপ কোনটি? [ তিতাস গ্যাস ট্রান্সমিশন : ১১ ]

উত্তর: (ঘ) সৌন্দর্য

১৮১. ‘সর্বজন’ এর বিশেষণ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) সর্বজনীন

১৮২. ‘দর্শন’ বিশেষ্য পদের বিশেষণ- [ পূবালী ব্যাংক অফিসার : ১৪ ]

উত্তর: (গ) দার্শনিক

১৮৩. যে পদের দ্বারা কোনো কার্য সম্পাদন করা বুঝায় তাঁকে কোন পদ বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) ক্রিয়া পদ

১৮৪. “আহা, তার মা মারা গেছে।” -‘আহা’ কি ধরনের অব্যয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) অনন্বয়ী অব্যয়

১৮৫. 'যারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত তারাই তো সত্যিকারের পুরুষ।' - বাক্যে 'তারাই' কোন পদ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) সর্বনাম পদ

১৮৬. নিচের কোনটিকে গৌণ কর্ম বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) ব্যক্তিবাচক কর্মকে

১৮৭. চাউল, চিনি, কাঠ এগুলো কি জাতীয় বিশেষ্য ? [ পূবালী ব্যাংক অফিসার : ২০০০ ]

উত্তর: (গ) বস্তুবাচক

১৮৮. চাউল, চিনি, পানি এগুলো কি বাচক বিশেষ্য ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) বস্তুবাচক

১৮৯. নিচের কোনটি বিশেষ্য-বিশেষণ জোড় শুদ্ধ? [ রূপালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]

উত্তর: (খ) ডাকাত-ডাকাতি

১৯০. কোন বাক্যে সমধাতুজ কর্ম আছে? [ জেলা দুর্নীতি দমন অফিসার : ৯৪ ]

উত্তর: (ঘ) সে খুব আরামের ঘুম ঘুমিয়েছে

১৯১. নিচের কোন পদটি বিশেষণ ? [ ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ১৩ ]

উত্তর: ক ও গ

১৯২. ‘সমুচ্চয়ী’ অব্যয়ের অপর নাম কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) সম্বন্ধবাচক অব্যয়

১৯৩. নিচের কোন শব্দটি বিশেষ্য? [ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক ( প্রশাসন) : ১৩ ]

উত্তর: (খ) অরণ্য

১৯৪. বাক্যের অপরিহার্য পদ কোনটি? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ১৩ ]

উত্তর: (খ) ক্রিয়াপদ

১৯৫. আপন ভালো সবাই চায় -এই বাক্যে ভালো কোন পদ ? [ বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক : ০৫ ]

উত্তর: (ক) বিশেষ্য

১৯৬. নিচের কোনটি সর্বনামের প্রকারভেদ নয় ? [ রুপালি ব্যাংকের অফিসার : ১৯ ]

উত্তর: (ঘ) পূরণবাচক

১৯৭. যৌগিক ক্রিয়ার একটি উদাহরণ হলো- [ রুপালি ব্যাংকের অফিসার : ১৯ ]

উত্তর: (খ) হেসে ওঠা

১৯৮. বিশেষণ পদ সনাক্ত করুন- [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]

উত্তর: (ঘ) পার্থিব

১৯৯. বিশেষণ পদ সনাক্ত করুন- [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]

উত্তর: (খ) অভ্যাস

২০০. অসমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যে কয় প্রকার কর্তা দেখা যায়? [ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের গবেষণা কর্মকর্তা : ৯৮ ]

উত্তর: (ক) এক প্রকার

২০১. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে- [ ১১তম বিসিএস]

উত্তর: (গ) পদ

২০২. ‘সন্ধ্যা’ শব্দের বিশেষণটি নির্দেশ করুন- [ সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজ সেবা অফিসার : ২০০৭ ]

উত্তর: (ঘ) সান্ধ্য

২০৩. মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। এখানে শিশুকে- [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ১২ ]

উত্তর: (ঘ) প্রযোজ্য কর্তা

২০৪. মা শিশুটিকে খাওয়াচ্ছেন। বাক্যটিতে ‘খাওয়াচ্ছেন’ কোন ধরনের ক্রিয়া পদের উদাহরণ ? [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পিএসসির সহকারী পরিচালক : ১৬ ]

উত্তর: (ক) ণিজন্ত

২০৫. ব্যতিহারিক সর্বনাম কোনটি? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১১ ]

উত্তর: (গ) নিজে নিজে

২০৬. অব্যয় পদ প্রধানত কয় প্রকার ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) ৪

২০৭. শয়ন (শোয়ার কাজ), গমন (যাওয়ার কাজ) কি বাচক বিশেষ্য? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ৯৫ ]

উত্তর: (খ) ভাববাচক

২০৮. বিশেষ্য পদ নয় কোনটি ? [ প্রতিযোগিতা কমিশনের ব্যাক্তিগত সহকারী : ১৯ ]

উত্তর: (গ) স্বয়ং

২০৯. মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন-এখানে কোন ধরনের ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) প্রযোজক

২১০. যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয় – [ ২৩তম বিসিএস ]

উত্তর: (খ) ক্রিয়াবিশেষণ

২১১. যে পদ সর্বনাম ও বিশেষ্য পদকে বিশেষায়িত করে তাকে কী বলে? [ প্রাথমিক শিক্ষা অধিপ্তরের হিসাব সহকারী : ১১ ]

উত্তর: (গ) নাম বিশেষণ

২১২. কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বরা গঠিত? [ উপ-সহকারী পরিচালক (শ্রম) : ০১ ]

উত্তর: (ঘ) মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে

২১৩. কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বরা গঠিত? [ পেট্রোবাংলার হিসাব সহকারী : ১৯ ]

উত্তর: (গ) মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে

২১৪. কোনটি বিশেষণবাচক শব্দ- [ ১৪ তম বিসিএস ]

উত্তর: (খ) জীবনী

২১৫. নিচের কোনটি ভাববাচক বিশেষ্য ? [ বেপজার সহকারী ব্যবস্থাপক : ২১ ]

উত্তর: (ঘ) দর্শন

২১৬. ‘দুঃখ’ কোন প্রকার বিশেষ্য পদ ? [ সমন্বিত ৮ ব্যাংকের অফিসার : ২২ ]

উত্তর: (খ) গুণবাচক

২১৭. কোনটি ভাববাচক বিশেষ্য নয় ? [ সমন্বিত ৮ ব্যাংকের অফিসার : ২২ ]

উত্তর: (গ) সৌন্দর্য

২১৮. নিম্নোক্ত শব্দগুচ্ছের মধ্যে কোনটি বিশেষ্য ? [ বিএডিসি’র উপ সহকারী প্রকৌশলী : ২২ ]

উত্তর: ক ও খ

২১৯. বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে কি বলে ? [ প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক : ২৩ ]

উত্তর: (গ) পদ

২২০. ‘তাজা মাছ’ কোন বিশেষণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ২২ ]

উত্তর: (ক) অবস্থাবাচক

২২১. বুদ্ধিমান’ এর বিশেষ্য পদ কী ? [ পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট : ২০ ]

উত্তর: ক ও ঘ

২২২. ’অলস’ এর এর বিশেষ্য পদ কোনটি ? [ বাংলাদেশ রেলওয়ে সহকারী লোকোমোটিভ মাস্টার : ২২ ]

উত্তর: ক ও খ

২২৩. ’অর্ধেক সম্পত্তি’- এখানে ‘অর্ধেক ’ কোন পদ ? [ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক : ২০ ]

উত্তর: (ক) বিশেষণ

২২৪. ’বুনো’ শব্দটির পদ কি ? [ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী : ২০ ]

উত্তর: (খ) বিশেষণ

২২৫. ’মেটে কলসি’ শব্দবন্ধে ‘মেটে’ কোন প্রকার বিশেষণ ? [ সমন্বিত ৬ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহকারী প্রোগামার: ২১ ]

উত্তর: (গ) উপাদানবাচক

২২৬. ‘সৌন্দর্য’ সকলকেই আকর্ষণ করে । ‘ - এ বাক্যে ’সৌন্দর্য’ কোন পদ? [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধান সহকারী : ২১ ]

উত্তর: (গ) বিশেষ্য

২২৭. ‘মন’ শব্দের বিশেষণ- [ উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসার: ২১ ]

উত্তর: (খ) মানসিক

২২৮. কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ? [ বেসামরিক বিমান চলাচলের এরোড্রাম ফায়ার লিডার: ২১ ]

উত্তর: (গ) গতকাল তিনি এসেছেন

২২৯. নিচের কোনটি গুণবাচক বিশেষণের উদাহরণ? [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ: ২১ ]

উত্তর: (ক) চৌকস লোক

২৩০. ' দ্বেষ' এর বিশেষণ রূপ কী? [ জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী : ২১ ]

উত্তর: (খ)

২৩১. সে এখন যাবে না। এই বাক্যে 'না' কোন পদ? [ এন এসআই এর ফিল্ড অফিসার: ২১ ]

উত্তর: (গ) ক্রিয়াবিশেষণ

২৩২. 'জন্ম' শব্দের বিশেষণ- [ বেসামরিক বিমানের নিরাপত্তা অপারেটর : ২১ ]

উত্তর: (খ) জাত

২৩৩. বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে? [ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী : ২১ ]

উত্তর: (ঘ) শেষে

২৩৪. নিচের কোনটি 'পৃথিবী' শব্দের বিশেষণ? [ রাজউকের ইমারত পরিদর্শক : ২২ ]

উত্তর: (খ) পার্থিব

২৩৫. সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে 'সভয়ে' পদটি কোন বিশেষণের উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ২২ ]

উত্তর: (খ) ক্রিয়া বিশেষণ

২৩৬. ‘এক’ এর বিশেষ্যরূপ কোনটি? [ সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার ( ক্যাশ ) : ২২ ]

উত্তর: (গ) একতা

২৩৭. বিশেষ্য থেকে বিশেষণ পদে পরিবর্তিত কোন শব্দজোড় শুদ্ধ নয় ? [ ]

উত্তর: খ ও গ

২৩৮. 'অভিধান' শব্দটির বিশেষণ পদ কোনটি? [ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কম্পিউটার মুদ্রাক্ষরিক : ২২ ]

উত্তর: (খ) আভিধানিক

২৩৯. 'শ্যামল' পদের বিশেষ্য কোনটি? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ২২ ]

উত্তর: (ঘ) শ্যামলী

২৪০. ছেলেটি দ্রুত দৌড়ায়। 'দ্রুত' কোন পদের উদাহরণ? [ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী: ২২ ]

উত্তর: (গ) ক্রিয়া বিশেষণ

২৪১. 'সুকুমার' শব্দের বিশেষ্য রূপ কোনটি? [ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার: ২২ ]

উত্তর: (ক) সৌকুমার্য

২৪২. 'প্রস্তুত' কোন পদ? [ রেলওয়ের পয়েন্টসম্যান : ২২ ]

উত্তর: (খ) বিশেষণ

২৪৩. 'নীল আকাশ' কি বাচক নাম বিশেষণ? [ বিআরটিসি’র কন্ডাক্টর-ডি : ২২ ]

উত্তর: (ক) রূপবাচক

২৪৪. এ এক অমোঘ সত্য। এখানে 'সত্য' কোন পদ? [ জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২৩ ]

উত্তর: (ক) বিশেষ্য

২৪৫. 'সৌন্দর্য' শব্দের বিশেষণ কোনটি? [ প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিস সহায়ক : ২৩ ]

উত্তর: (ক) সুন্দর

২৪৫. নিচের কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ? [ ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের হিসাব রক্ষক: ২৩ ]

উত্তর: (ক) ধীরে ধীরে বায়ু বয়

২৪৬. নিচের কোন শব্দ বিশেষ্যের উদাহরণ? [ পিএসসি'র জুনিয়র ইন্সট্রাক্টর : ২৩ ]

উত্তর: খ ও ঘ

২৪৭. শয়ন, হরণ, গ্রহণ- এগুলো কোন বিশেষ্য? [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যসহকারী: ২৩ ]

উত্তর: (ঘ) ভাববাচক

২৪৮. 'লাবণ্য' কোন পদ? [ বাংলাদেশ টেলিভিশনের উপ-সহকারী প্রকৌশলী: ২৩ ]

উত্তর: (ক) বিশেষ্য

২৪৯. 'বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি'- এ বাক্যে 'গিয়ে' কোন ক্রিয়া? [ বেসামরিক বিমান চলাচলের সিনিয়ার অফিসার: ২১ ]

উত্তর: (ঘ) অসমাপিকা

২৫০. কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? [ বন অধিদপ্তরের অফিস সহায়ক: ২৩ ]

উত্তর: (গ) মা শিশুটিকে হাসান

২৫১. 'ছি! ছি! তুমি এত খারাপ।' এখানে 'ছি! ছি!’ কী অর্থ প্রকাশ করেছে? [ উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসার: ২১ ]

উত্তর: (ক) ভাবের গভীরতা

২৫২. 'নানী নাতিকে চাঁদ দেখাচ্ছেন'- এ বাক্যে কোনটি প্রযোজ্য কর্তা? [ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক: ২০ ]

উত্তর: (গ) নাতি

২৫৩. তুমি এত নীচ' বাক্যটিতে প্রকাশ পেয়েছে- [ রুপালি ব্যাংকের সিনিয়র অফিসার : ২০ ]

উত্তর: (ক) ঘৃণা

২৫৪. রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই। রেখা চিহ্নিত কোন ধরনের অব্যয় নির্ণয় করুন? [ রেলপথ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর: ২১ ]

উত্তর: (ঘ)

২৫৫. নিচের কোন বাক্যটি অকর্ম ক্রিয়ার উদাহরণ? [ বেসামরিক বিমান চলাচলের সহকারী নিরাপত্তা কর্মকর্তা ২১ ]

উত্তর: (খ) সে ঘুমায়

২৫৬. 'তাকে আসতে বললাম, তবু এলো না'- কীসের উদাহরণ? [ এনএসআই এই ওয়াচার কনস্টেবল- ২১ ]

উত্তর: (ঘ) যোজক

২৫৭. ধাতুর সঙ্গে কী যুক্ত হয়ে ক্রিয়া হয়? [ বেসামরিক বিমান চলাচলের এরোড্রাম ফায়ার লিডার: ২১ ]

উত্তর: (গ) বিভক্তি

২৫৮. 'বর্ষার রূপ ভারি মনোমুগ্ধকর'- এখানে 'ভারি' শব্দটি কি অর্থে- [ বেসামরিক বিমান চলাচলের মেডিকেল অফিগার : ২১ ]

উত্তর: (ক) খুব

২৫৯. পারস্পারিক সর্বনাম কোনটি? [ বিসিআইসি'র সহকারী প্রশাসনিক অফিসার: ২১ ]

উত্তর: (খ) নিজেরা - নিজেরা

২৬০. 'কর' ধাতুর পুরাঘটিত অতীত কালের প্রযোজক ক্রিয়ার উদাহরণ কোনটি? [ বিসিআইসি'র সহকারী প্রশাসনিক অফিসার: ২১ ]

উত্তর: (গ) করিয়েছিলাম

২৬১. কোনটি ব্যতিহারিক সর্বনাম? [ জীবন বীমা কর্পেরেশনের অফিস সহকারী : ২১ ]

উত্তর: (গ) করিয়েছিলাম

২৬২. ক্রিয়ার প্রথম অংশকে কী বলে? [ বেসামরিক বিমান চলাচলের প্রকিউরমেন্ট অফিসার : ২১ ]

উত্তর: (গ) ধাতু

২৬৩. নিচের কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ- [ বেসামরিক বিমানের নিরাপত্তা অপারেটর : ২১ ]

উত্তর: (গ) সে বই পড়ছে

২৬৪. বিদেশি উৎস থেকে আগত অব্যয় শব্দ হলো- [ সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার : ২১ ]

উত্তর: (গ) খুব

২৬৫. কোন বাকো অসমান কর্তা আছে? [ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী : ২১ ]

উত্তর: (গ) সে এলে আমি যাব

২৬৬. কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়? [ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী : ২১ ]

উত্তর: (ক) যখন তখন

২৬৭. কল কল রবে নদী বইছে। এখানে 'কল কল' কোন অব্যয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ২২ ]

উত্তর: (ঘ) অনুকার

২৬৮. 'ঘণ্টা বেজে উঠল' কোন ধরনের ক্রিয়াপদ? [ পল্লী উন্নয়ন বোর্ডের হিসাব রক্ষক : ২২ ]

উত্তর: (খ) যৌগিক ক্রিয়া

২৬৯. 'তোমার নাম কী?'- এখানে 'কী' কোন প্রকারের পদ? [ ৪৫ তম বিসিএস ]

উত্তর: (গ) সর্বনাম

২৭০. কোনটি আত্মবাচক সর্বনাম? [ ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের হিসাব রক্ষক: ২৩ ]

উত্তর: (ক) খোদ

    নবীনতর পূর্বতন