পদাশ্রিত নির্দেশক mcq প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর অনুশীলন
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: পদাশ্রিত নির্দেশক mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (৩২)

১. টা, টি, খানা, খানি ইত্যাদি- [২৬তম বিসিএস / রূপালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৩ ]

উত্তর: (গ) পদাশ্রিত নির্দেশক

২. ‘একটু’ শব্দের ‘টু’ কী? [পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অ্যাসিসটেন্ট ম্যানেজারঃ ১৪ ]

উত্তর: (গ) পদাশ্রিত নির্দেশক

৩. “ন্যাকামিটা এখন রাখো” বাক্যে ‘ন্যাকামি’ শব্দের সঙ্গে ‘টা’যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করে? [বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর: ১৯]

উত্তর: (ক) নিরর্থকতা

৪. সেইটেই ছিল আমার প্রিয় কলম - এ বাক্যের পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে ? [খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (গ) সুনির্দিষ্ট

৫. টি, টা, খানা, খানি - কোন বচনে ব্যবহৃত হয় ? [বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার-:.২০১৬ ]

উত্তর: (ক) একবচন

৬. 'এক যে ছিল রাজা' এখানে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে ? [ বাংলাদেশ রেলওয়ে হাসপাতালসমূহে সহকারী সার্জন : ২০০৫ (পায়রা) ]

উত্তর: (ক) অনির্দিষ্টতা

৭. বচনবাচক শব্দের আগে বসে কোনটি ? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ওয়েরলেস অপারেটর) : 2021 ]

উত্তর: (গ) গোটা

৮. কি ভেদে পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতর হয় ? [খাদ্য অধিদপ্তরে উপ-খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (গ) বচনভেদে

৯. সত্য বই মিথ্যে বলবো না। এখানে বই- [ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী-: ২০১০ ]

উত্তর: (গ) অনুসর্গ

১০. বিশেষ অর্থে নিদিষ্টতা জ্ঞাপনে কোনগুলো ব্যবহৃত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) কেতা, এক, টি

১১.কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয় অর্থেই ব্যবহৃত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) টুকু

১২. যে সকল অব্যয়সূচক শব্দাংশ বা প্রত্যয় পদের আশ্রয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে তাকে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) পদাশ্রিত নির্দেশক

১৩. বিশেষ অর্থে নিদিষ্টতা বুঝায় কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১২ ]

উত্তর: (গ) পাটি

১৪. কোন বাক্যে পদাশ্রিত নির্দেশক, নির্দেশক ও অনির্দেশক উভয় অর্থেই প্রযোজ্য ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৩ ]

উত্তর: (ক) গোটা সাতেক আম আন

১৫. বাচ্চাটাকে দুধ দাও - এ বাক্যে 'টাক' কি অর্থে ব্যবহৃত হয়েছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৫ ]

উত্তর: (খ) নির্দিষ্টতা

১৬. ছুঁয়ো না ছুঁয়ো না ওটি লজ্জাবতী লতা- কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক? [বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(সহকারী পরিচালক) : 2021 ]

উত্তর: (খ) ওটি

১৭. বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক ব্যবহৃত পদাশ্রিত নির্দেশকের উদাহরণ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৬ ]

উত্তর: (খ) দশ তা কাগজ দাও

১৮. খানা বচনবাচক প্রত্যয় শব্দের কোথায় বসে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৮ ]

উত্তর: (খ) পরে

১৯. বাংলায় নির্দিষ্টতাজ্ঞাপক প্রত্যয় ইংরেজি কোন Article -এর স্থানীয় - [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) the

২০.নির্দেশক সর্বনাম এর সঙ্গে টা -টি যুক্ত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) সুনির্দিষ্ট

২১. সবটুকু ওষুধই খেয়ে ফেল - এ বাক্যে 'টুকু' কি অর্থে ব্যবহৃত হয়েছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) নির্দিষ্টতা

২২. এক শব্দের সঙ্গে টা টি যুক্ত হলে কি বুঝ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) অনির্দিষ্টতা

২৩. গোটা দেশটাই ছারখার হয়ে গেছে। - এ বাক্যের পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে ? [রাজশাহী বিশ্ববিদ্যালয়।ইউনিট : E: ০৭-০৮]

উত্তর: (খ) অনির্দিষ্টতা

২৪. যে প্রত্যয় নির্দিষ্টতা বুঝায়, তাকে কি বলে ? [ পানি উন্নয়ন বোর্ড : ২০১৯]

উত্তর: (খ) পদাশ্রিত নির্দেশক

২৫. আমি আভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধন খানি - এই বাক্যে খানি পদাশ্রিত নির্দেশকটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ? [পানি উন্নয়ন বোর্ড অফিস সহকারী: ২০১৯]

উত্তর: (ক) নির্দিষ্ট অর্থে

২৬. সারাটি সকাল তোমার আশায় বসে আছি - এ বাক্যের পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে ? [ পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী:২০০৭]

উত্তর: (ক) নিরর্থকভাবে

২৭. নির্দিষ্টতা বুঝাতে সংখ্যাবাচক শব্দের সাথে কোনটি যুক্ত হয়? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯]

উত্তর: (গ) টি

২৮. কবিতার ক্ষেত্রে খানি প্রযুক্ত হলে কি বুঝায় ? [উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ২০১৩]

উত্তর: (ঘ) নির্দিষ্টার্থে

২৯. কোন 'পদাশ্রিত নির্দেশক' শব্দের আগে বসে? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়ারলেস অপারেটর: ২১ ]

উত্তর: (গ) গোটা

৩০. 'ছোটটি কোথায়?'- বাক্যে ছোট শব্দের শেষে 'টি' এর ব্যাকরণিক পরিচয় কী? [ খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক: ২১ ]

উত্তর: (ক) পদাশ্রিত নির্দেশক

৩১. এক, এক যে, কোনো এক, গোটা- এগুলো শব্দের আগে বসে কী প্রকাশ করে? [ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২]

উত্তর: (ঘ) বিশেষ অর্থে নির্দিষ্টতা

৩২. কোনটি নির্দেশক নয়? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা: ২৩ ]

উত্তর: (খ) -তম

    নবীনতর পূর্বতন