অনুসর্গ mcq প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: অনুসর্গ mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (২৪)

১. কোনটি বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়? [সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা : ১৩ ]

উত্তর: (খ) অনুসর্গ

২. 'অনুসর্গ' সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয়? [সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ২০০৭ ]

উত্তর: (ক) ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে

৩. সত্য বই মিথ্যে বলবো না। এখানে বই- [সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী: ১০/ সহকারী থানা শিক্ষা অফিসার ০৫]

উত্তর: (খ) অনুসর্গ

৪. কোনটি অনুসর্গ? [ ঢাকা বিশ্ববিদ্যালয় (ক-ইউনিট) ০৯-১০]

উত্তর: (গ) তরে

৫. অনুসর্গ শব্দের কোন খানে বসে? [ তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা: ০৬]

উত্তর: (গ) পরে

৬. কোনটি অনুসর্গ নয়? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিন সার্কেল এ্যাডজুটেন্ট: ১৫ ]

উত্তর: (খ) অন্য

৭. 'হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখতো সে।' বাক্যটিতে 'দিয়ে' হলো- [বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা: ১৫ ]

উত্তর: (গ) অনুসর্গ

৮. আসামির পক্ষে উকিল কে? এখানে ‘পক্ষে' কি অর্থে ব্যবহৃত হয়েছে? [ পেট্রোবাংলার হিসাব সহকারী: ১৯/ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিসার কাম কম্পিউটার অপারেটর: ১৯ ]

উত্তর: (ঘ) সহায় অর্থে

৯. ‘এ জন্মের তরে বিদায় নিলাম’ এ বাক্যে 'তরে’ অনুসর্গটি ই অর্থে ব্যবহৃত হয়েছে? [পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী: ১৯ ]

উত্তর: (খ) মত

১০. আছো তুমি জগৎ মাঝারে- এখানে ‘মাঝারে’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত? [ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী : ২০১৬ ]

উত্তর: (খ) ব্যাপ্তি

১১. ’সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু।’ বাক্যটিতে ’লাগিয়া’ একটি- [ ঢাবি- C ইউনিট ]

উত্তর: (গ) অনুসর্গ

১২. কোথায় অনুসর্গ ব্যবহৃত হয়েছে? [ ঢাবি- এ ইউনিট ]

উত্তর: (ক) বছরখানেক পরে রেণুকে বিয়ে করে অপু

১৩. অনুসর্গ ব্যবহারের ক্ষেত্রে সাধুরীতিতে অনুসর্গের পূর্ণরূপ ও চলিতরীতিতে সংক্ষিপ্তরূপ- [ ঢাবি খ ইউনিট ২০১৪-২০১৫ ]

উত্তর: (গ) হয়

১৪. অনুসর্গ কী করে? [ ঢাবি- C ইউনিট ]

উত্তর: (ক) বিভক্তির কাজ করে

১৫. অনুসর্গ সাধারণত কোথায় বসে? [ ডাক অধিদপ্তরের হিসাব সহকারী : ২২ ]

উত্তর: (গ) শব্দের পরে

১৬. বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা'- এখানে 'বিনে' কী অর্থে ব্যবহৃত হয়েছে? [ 'সওজের উপ-সহকারী প্রকৌশলী। ২২/ বিএডিসি'র উপ- সহকারী পরিচালক: ২০ ]

উত্তর: (গ) ব্যতিরেকে

১৭. অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা। এখানে 'দিকে' শব্দটি- [ সোনালী ব্যাংকের অ্যাসিসটেন্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর : ২০ ]

উত্তর: (ক) অনুসর্গ

১৮. বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি? [ এনএসআই এর ফিল্ড অফিসার : ২১ ]

উত্তর: (গ) অনুসর্গ

১৯. 'দুঃখ বিনা সুখ লাভ হয় কী মহীতে'- এই বাক্যের অব্যয়টির নাম কী? [ সমন্বিত ৮ ব্যাংকের অফিসার : ২২) ]

উত্তর: (ক) অনুসর্গ অব্যয়

২০. অনুসর্গকে কতভাগে ভাগ করা যায়? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা: ২৩ ]

উত্তর: (ক) দুই

২১. বাংলা ভাষায় 'অনুসর্গ' বসে- [ বেসামরিক বিমান চলাচলের মেডিকেল অফিসার: ২১ ]

উত্তর: (খ) শব্দের পরে

২২. 'বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা'- এখানে 'বিনে' কী অর্থে ব্যবহৃত হয়েছে? [ সওজের উপ-সহকারী প্রকৌশলী: ২২/ বিএডিসি'র উপ- সহকারী পরিচালক: ২০ ]

উত্তর: (গ) ব্যতিরেকে

২৩. অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা। এখানে 'দিকে' শব্দটি- [ . সোনালী ব্যাংকের অ্যাসিসটেন্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর: ২০ ]

উত্তর: (ক) অনুসর্গ

২৪. নিচের কোনটি শব্দের পরে বসে? [ সমন্বিত ৭ ব্যাংকের অফিসার: ২৩ ]

উত্তর: (ঘ) ক ও খ উভয়ই

    নবীনতর পূর্বতন