ক্রিয়ার ভাব mcq প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: ক্রিয়ার ভাব mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (৪৪)

১. ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন পুরুষ ব্যবহৃত হয় না ? [ সমবায় অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির অফিসার : ৯৭ ]

উত্তর: (খ) উত্তম

২. 'ফির' বিদেশী ধাতুটি কি অর্থে ব্যবহৃত হয় ? [ খাদ্য অধিদপ্তরে উচ্চমান সহকারী: ২০২১ ]

উত্তর: (গ) পুনরাগমন

৩. “আমার এ দরখাস্তটা পড়ুন” বর্তমারেন ‘এ’ অনুজ্ঞা দ্বারা কি বুঝায়? [ খাদ্য পরিদর্শক : ২০০০ ]

উত্তর: (খ) প্রার্থনা

৪. অনুজ্ঞা কোন কোন কালে ব্যবহৃত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) বর্তমান ও ভবিষ্যৎ কালে

৫. প্রাচীন বাংলার রীতিতে মধ্যম পুরুষের অনুজ্ঞায় ক্রিয়ার সঙ্গে কি যোগ করার নিয়ম ছিল ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) হ

৬. অনুজ্ঞা পদ কোন পদের রূপ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) ক্রিয়া

৭. আমার কাজটা অবশ্যই করিও - এই বাক্যের অনুজ্ঞা কোন অর্থ প্রকাশক ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:২০ ]

উত্তর: (গ) অনুরোধ

৮. গঠনরীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু কয় প্রকার ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:২০ ]

উত্তর: (গ) ৩ প্রকার

৯. উত্তম পুরুষে অনুজ্ঞা পদ হতে পারে না, কারণ ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০ ]

উত্তর: (গ) কেউ নিজেকে আদেশ করতে পারে না

১০. কোনটি অনুজ্ঞা? [ ২৬তম বিসিএস ]

উত্তর: (ক) তুমি যাও

১১. কোন বাক্যটিতে অনুজ্ঞা আছে? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৫ ]

উত্তর: (ক) আবার তোরা মানুষ হ

১২. “ভালো করে পড়লে সফল হবে।' বাক্যটিতে ক্রিয়ার কোন ভাবের প্রয়োগ ঘটেছে? [ সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৯]

উত্তর: (গ) সাপেক্ষ ভাব

১৩. ‘মানুষ হও'। এই বাক্যটিতে রয়েছে- [ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক: ১৯ ]

উত্তর: (ঘ) উপদেশ

১৪. 'ডেকে দেয় পাষণ্ড! বাক্যটিতে ক্রিয়ার ভাবটি....? [ ডিজিএফআই এর সহকারী পরিচালক: ১৯ ]

উত্তর: (খ) অনুজ্ঞাসূচক

১৫. আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি? [ ১৫তম শিক্ষক নিবন্ধন-১৯ ]

উত্তর: (ক) আমটা খাও

১৬. “চারটা বাজলে স্কুল ছুটি হবে”- বাক্যে 'বাজলে' কি অর্ধে ব্যবহৃত হয়েছে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ: ১৯ ]

উত্তর: (খ) সম্ভাব্যতা

১৭. “ওখানে যাস না”- কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? [ পিকেএসএফ এর সহকারী ব্যবস্থাপক: ১৯/ ক্রীড়া পরিদপ্তরের অফিস সহকারী: ১৯ ]

উত্তর: (ঘ) আদেশ

২০. কোন পুরুষে অনুজ্ঞা হয় না ? [ রাজশাহী বিশ্ববিদ্যালয়।ইউনিট : E: ০৭-০৮ ]

উত্তর: (খ) উত্তম পুরুষ

২১. কোন ক্রিয়াটি ভবিষ্যৎকালের অনুজ্ঞায় সম্ভাবনা বুঝাচ্ছে ? [ রাজশাহী বিশ্ববিদ্যালয়।ইউনিট : E: ০৭-০৮ ]

উত্তর: (গ) চেষ্টা কর, বুঝতে পারবে

২২. কড়া রোদে ঘোরাফেরা করিসনে -এই বাক্যে অনুজ্ঞা কি অর্থ প্রকাশ করে ? [ পানি উন্নয়ন বোর্ড : ২০১৯]

উত্তর: (খ) অনুরোধ

২৩. নির্দেশক ভাবের সাধারণ বর্তমান কালের সম্ভ্রমাত্নক মধ্যম পুরুষের বিভক্তি কি ? [ পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী:২০০৭ ]

উত্তর: (খ) এন

২৪. আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি বর্তমান ও ভবিষ্যৎ কালে মধ্যম পুরুষে ক্রিয়া পদের যে রূপ হয়, তাকে কি বলে ? [ পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার:২০০৭ ]

উত্তর: (ক) অনুজ্ঞা

২৫. নাম পুরুষের অনুজ্ঞা পদ হতে পারে না, কারন - [ অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪ ]

উত্তর: (খ) অপ্রত্যক্ষ বলে

২৬. কোন পুরুষের তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক সর্বনামের অনুজ্ঞায় কোনো বিভক্তি যুক্ত হয় না ? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (গ) মধ্যম পুরুষে

২৭. সদা সত্য কথা বলবো - এটি কোন অনুজ্ঞার উদাহরণ ? [ B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ১৯-২০ ]

উত্তর: (গ) ভবিষ্যৎ কালের অনুজ্ঞা

২৮. রোগ হলে ওষুধ খাবে - এই বাক্যে অনুজ্ঞা কি অর্থ প্রকাশ করে ? [ বাংলাদশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা -২০১৭ ]

উত্তর: (গ) বিধান

২৯. আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হত না - বাক্যটি কোন ভাবের ক্রিয়া ? [ গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার : ০৫ ]

উত্তর: (খ) সাপেক্ষ ভাব

৩০. আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, আশীর্বাদ ইত্যাদি সূচিত হলে ক্রিয়ার কোন ভাব প্রকাশ পায় ? [ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তর | বিল্ডিং ওভারশিয়ার : ২০১৮ ]

উত্তর: (খ) অনুজ্ঞা ভাব

৩১. সাধারণ ঘটনা নির্দেশ করলে বা কিছু জিজ্ঞেস করলে ক্রিয়ার কোন ভাব হয় ? [ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তর | বিল্ডিং ওভারশিয়ার : ২০১৮ ]

উত্তর: (ক) নির্দেশক

৩২. একটি ক্রিয়ার সংগঠন অন্য একটি ক্রিয়ার ওপর নির্ভর করলে নির্ভরশীল ক্রিয়াকে কোন ভাবের ক্রিয়া বলে ? [ আল-আরাফাহ ব্যাংক :২০১৩]

উত্তর: (গ) সাপেক্ষ ভাব

৩৩. একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তাকে কি বলে ? [ এবি ব্যাংক :২০১৩ ]

উত্তর: (খ) যৌগিক ক্রিয়া

৩৪. বিশেষ্য, বিশেষণ ও ধ্বন্যাত্নক অব্যয়ের ফলে কর, হ, দে, পট, খা, গা, ছাড়, ধর, মার প্রভৃতি ধাতু যোগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে কি প্রকাশ করে ? [বাংলাদেশ কমার্স ব্যাংক:২০১৪ ]

উত্তর: (খ) মিশ্রক্রিয়া

৩৫. ক্রিয়ার ভাব কয় প্রকার ? [বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক:২০১৩ ]

উত্তর: (ক) ৪ প্রকার

৩৬. ক্রিয়ার যে অবস্থার দ্বারা তা ঘটার ধরন বা রীতি প্রকাশ পায়, তাকে কি বলে ? [বাংলাদেশ কৃষি ব্যাংক:২০১৩ ]

উত্তর: (ক) ক্রিয়ার ভাব

৩৭. যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না তাকে কোন ক্রিয়া বলে ? [ব্যাংক আলফালাহ :২০১৩]

উত্তর: (খ) অসমাপিকা

৩৮. কর্ম কয় প্রকার ? [ব্যাসিক ব্যাংক :২০১৩]

উত্তর: (ক) ২ প্রকার

৩৯. কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়? [ ১৮ তম বিসিএস ]

উত্তর: (গ) কাল একবার এসো

৪০. প্রযোজক ক্রিয়ার অপর নাম কি ? [ব্যাংক এশিয়া :২০১৩]

উত্তর: (ঘ) নিজন্ত

৪১. কোন বাক্যটি অনুজ্ঞা ভাব প্রকাশ করে ? [সিটি ব্যাংক :২০১৩]

উত্তর: (খ) মন দিয়ে লেখাপড়া কর

৪২. আদেশ, উপদেশ, নিষেধ এগুলো ক্রিয়ার কোন ভাব? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট: ২৩ ]

উত্তর: (খ) অনুজ্ঞা ভাব

৪৩. কোন বাক্যে ক্রিয়াপদ উহ্য রয়েছে ? [ডাচ-বাংলা ব্যাংক :২০১৩]

উত্তর: (ক) ইনি আমার ভাই

৪৪. উপদেশাত্মক অনুজ্ঞাভাবের উদাহরণ কোনটি? [ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী: ২১ ]

উত্তর: (খ) মানুষ হও

    أحدث أقدم