ক্রিয়ার কাল mcq প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: ক্রিয়ার কাল mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (৩৪)

১. ক্রিয়া সম্পাদনের সময়কে কী বলে ? [ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা : ১৬ ]

উত্তর: (খ) কাল

২. বর্তমান কাল কোনটি ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৩ ]

উত্তর: (ঘ) আমি পড়ি

৩. বাঙালিরা ভাত খায়।' কোন কালের উদাহরণ? [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ০৫ ]

উত্তর: (ঘ) সাধারণ বর্তমান

৪. 'বালকেরা স্কুলে যাচ্ছে।'বাক্যটি কোন ধরনের বর্তমান কাল নির্দেশ করে? [ রেলওয়ে সহকারী কমান্ডেট : ০০ ]

উত্তর: (খ) ঘটমান বর্তমান

৫. ‘ভোরে সূর্য উদয় হয়’ উদাহরণটি কোন বর্তমান কালের ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ৯৫ ]

উত্তর: (গ) নিত্যবৃত্ত

৬. ‘সন্ধ্যায় সূর্য অস্ত যায়’ এটি কোন বর্তমান কালের ? [ বাংলাদেশ ব্যাংক অফিসার : ১৫ ]

উত্তর: (গ) নিত্যবৃত্ত বর্তমান

৭. ‘ এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি ’ বাক্যটির কাল নির্ণয় কর । [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৮ ]

উত্তর: (ঘ) পুরাঘটিত বর্তমান

৮. কোন কাল নির্ণয় করুন: ‘সে স্কুলে গিয়েছে’ [ বাংলাদেশ টেলিভিশন এবং বিজ্ঞাপন আধিকারিক ( গ্রেড-২) :০৬ ]

উত্তর: (খ) পুরাঘটিত বর্তমান

৯. ‘ সে পুরস্কার পেয়েছে।’ কোন ধরনের বর্তমান কাল ? [ গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ( সিভিল ) : ০১ ]

উত্তর: (খ)

১০. ‘প্রদীপ নিভে গেল’ উদাহরণটি কোন অতীত কালের ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৬ ]

উত্তর: (ক) সাধারণ

১১. “আগে প্রতি বছর এখানে খেলা হত”- এ বাক্যে কোন ধরনের অতীতকালের প্রয়োগ লক্ষ করা যায়? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক : ১৮ ]

উত্তর: (ঘ) নিত্যবৃত্ত অতীত

১২. নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত ? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক : ১৩ ]

উত্তর: (গ) পড়াতাম

১৩. যে কাজ এখনও চলছে তাকে কি বলে? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) ঘটমান বর্তমান

১৪. ‘তুমি যদি যেতে ভাল হত’-বাক্যটিতে ‘যেতে’ শব্দটি ক্রিয়ার কোন কাল? [ দুর্নীতি দমন ব্যুরোর সহকারী উপ পরিদর্শক : ০৪ ]

উত্তর: (ঘ) নিত্যবৃত্ত অতীত

১৫. 'প্রতিদিন ফুল ফুটত' কোন কাল? [ বাংলাদেশ ওয়েল, গ্যাস ও মিনারেল কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) :১১ ]

উত্তর: (ঘ) নিত্যবৃত্ত অতীত

১৬. কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে? [ উপজেলা শিক্ষা অফিসার : ০৮ ]

উত্তর: (ক) চিরন্তন সত্য

১৭. যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৮ ]

উত্তর: (খ) পুরাঘটিত বর্তমান

১৮. কাল নির্ণয় কর: সূর্য পূর্ব দিকে ওঠে। [পূৰালী ব্যাংকের জুনিয়র অফিসার: ১৯ ]

উত্তর: (গ) সাধারণ বর্তমান

১৯. ‘গরু ঘাস খায়'- এখানে 'খায়' কোন কালের উদাহরণ? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) সাধারণ বর্তমান

২০. “বুকের রক্তে লিখেছি একটি নাম, বাংলাদেশ”- বাক্যের ক্রিয়াটি কোন কালের? [ বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল অপারেটর: ১৯ ]

উত্তর: (ঘ) পুরাঘটিত বর্তমান

২১. কোন বাক্যে ক্রিয়াপদ উহ্য রয়েছে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) ইনি আমার ভাই

২২. 'প্রদীপ নিভে গেল' বাক্যটি কোন কালের? [ বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউটের সহকারী পরিচালক : ২০ ]

উত্তর: (খ) সাধারণ অতীত

২৩. 'আমি যদি পাখি হতাম। কোন কালের উদাহরণ? [ রুপালী ব্যাংকের সিনিয়র অফিসার: ২০ ]

উত্তর: (গ) নিত্যবৃত্ত অতীত

২৪. নিচের কোন বাক্যটি সাধারণ ভবিষ্যৎ কাল ? [ বেসামরিক বিমান চলাচলের সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ২১ ]

উত্তর: (ক) আমি হব সকাল বেলার পাখি

২৫. 'ত্রিশ লক্ষ শহিদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে'- বাক্যটি কোন কালের? [ সমন্বিত ৫ ব্যাংকের অফিসার ( ক্যাশ ) : ২২ ]

উত্তর: (ক) সাধারণ বর্তমান

২৬. 'চিন্তা করো না, কালই আসছি'- বাক্যটি কোন কালের ? [ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী : ২১ ]

উত্তর: (খ) ঘটমান বর্তমান

২৭. 'আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম'- বাক্যটি কোন কাল? [ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী : ২১ ]

উত্তর: (ঘ) নিত্যবৃত্ত অতীত

২৮. ক্রিয়া সংগঠনের সময়কে কি বলে? [ যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার: ২২ ]

উত্তর: (গ) ক্রিয়ার কাল

২৯. 'বাবা আমাদের দেখাশোনা করছিলেন' কোন কালের উদাহরণ? [ স্থলবন্দর কর্তৃপক্ষের ক্যাশিয়ার: ২২ ]

উত্তর: (খ) ঘটমান অতীত

৩০. ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার? [ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী: ২২ ]

উত্তর: (ক) ৩

৩১. নিত্য অতীতকালের উদাহরণ কোনটি? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা : ২৩ ]

উত্তর: (ক) তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো

৩২. 'শিক্ষক শ্রেণিকক্ষে এলেন।'- এ বাক্যটি কোন কালের ক্রিয়া? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট : ২৩ ]

উত্তর: (ক) সাধারণ বর্তমান

৩৩. 'ছেলেরা এখনো ফুটবল খেলছে' উদাহরণটি কোন বর্তমান কালের? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩ ]

উত্তর: (খ) ঘটমান বর্তমান

৩৪. কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে? [ উপজেলা শিক্ষা অফিসার : ০৪ ]

উত্তর: (ক) চিরন্তন সত্য

    নবীনতর পূর্বতন