কারক ও বিভক্তি mcq প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: কারক ও বিভক্তি mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (৩২২)

১. ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে ? [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২২ ]

উত্তর: (খ) কারক

২. 'আমি ঢাকা যাব'। এখানে 'ঢাকা' কোন কারক? [ প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক : ২৩ ]

উত্তর: (ঘ) অধিকরণ

৩. সাপের হাসি বেদেয় চেনে। রেখা চিহ্নিত শব্দটির কারক নির্ণয় করুন। [ রেলপথ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর : ২১ ]

উত্তর: (খ) কর্তৃকারক

৪. 'লোকে কিনা বলে'- বাক্যের 'লোক' শব্দের সাথে কোন বিভক্তি যুক্ত আছে? [বেসামরিক বিমান চলাচলের প্রকিউরমেন্ট অফিসার : ২১ ]

উত্তর: (ক) -এ

৫. গগণে গরজে মেঘ। 'মেঘ' কোন কারক? [বেসামরিক বিমান চলাচলের প্রকিউরমেন্ট অফিসার: ২১ ]

উত্তর: (খ) কর্তৃকারক

৬. 'অর্থ অনর্থ ঘটায়' এর কারক ও বিভক্তি কী? [ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী: ২১ ]

উত্তর: (ঘ) কর্তায় শূন্য

৭. 'গরুতে দুধ দেয়' বাক্যে 'গরুতে' কোন কারকে কোন বিভক্তি? [ ১৭তম শিক্ষক নিবন্ধন : ২২ ]

উত্তর: (খ) কর্তৃকারকে সপ্তমী

৮. নিচের কোনটি বিভক্তি নয়? [ সওজের কার্য সহকারী : ২২ ]

উত্তর: (ঘ) পর্যন্ত

৯. 'মুষলধারে বৃষ্টি পড়ছে'- বাক্যে 'বৃষ্টি' কোন কারকে কোন বিভক্তি? [ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা: ২২ ]

উত্তর: (গ) কর্তা কারকে শূন্য

১০. কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেয়া হয়েছে? [ বিআরডিবি'র সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা: ২৩ ]

উত্তর: (ক) পাগলে কি না বলে

১১. বুদ্ধি খাটিয়ে কাজ কর- কোন কারকে কোন বিভক্তি ? [ সিজিএ এর কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২ ]

উত্তর: (ক) করণে শূন্য

১২. 'অণুতে গঠিত হিমাচল' কোন কারকে কোন বিভক্তি? [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ : ২১ ]

উত্তর: (ক) করণে সপ্তমী

১৩. 'জ্ঞানে বিমল আনন্দ হয়।' কোন কারক? [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধান সহকারী : ২১ ]

উত্তর: (ক) করণ

১৪. 'ঘোড়া গাড়ি টানে' কোন কারক? [ বেসামরিক বিমান চলাচলের মেডিকেল অফিসার : ২১ ]

উত্তর: (খ) কর্মকারক

১৫. 'বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন।'- ইহা কোন কারক? [ এনএসআই এর ডেসপাচ রাইডার : ২১ ]

উত্তর: (ক) কর্মকারক

১৬. অর্থ অনর্থ ঘটায়। 'অনর্থ' কোন কারক? [ বেসামরিক বিমান চলাচলের প্রকিউরমেন্ট অফিসার: ২১ ]

উত্তর: (ঘ) কর্মকারক

১৭. নিজের চেষ্টায় বড় হও। 'চেষ্টায়' কোন কারক? [ বেসামরিক বিমান চলাচলের প্রকিউরমেন্ট অফিসার: ২১ ]

উত্তর: (গ) করণ কারক

১৮. 'ফুলদল দিয়া কাটিলা কি বিধি শাল্মলী তরুবরে?'- এখানে কর্মকারক কোনটি? [ এনএসআই এর ফিল্ড অফিসার : ২১ ]

উত্তর: (ঘ) তরুবরে

১৯. কারক ও বিভক্তি নির্ণয় করুন: 'কাননে কুসুমকলি সকলি ফুটিল'। [ এনএসআই এর সহকারী পরিচালক : ২১ ]

উত্তর: (খ) কর্মে শূন্য

২০. রূপার চেয়ে সোনার দাম বেশি'। স্ফীত হরফের শব্দটি যে কারকের দৃষ্টান্ত- [ প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার: ২১ ]

উত্তর: (ক) কর্ম

২১. 'কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা'- এখানে 'কাব্য' এর কারক বিভক্তি কোনটি? [ খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক : ২১ ]

উত্তর: (ক) কর্মে শূন্য

২২. 'শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে' বাক্যে 'বিদ্যালয়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারি শিক্ষক : ২২ ]

উত্তর: (খ) কর্মে শূন্য

২৩. 'হেলায় সুযোগ হারিও না' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ বাংলাদেশ ব্যাংকের অফিসার : ২২ ]

উত্তর: (খ) করণে ৭মী

২৪. কোনটি কর্মকারকে শূন্য বিভক্তি? [ যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার : ২২ ]

উত্তর: (ক) ডাক্তার ডাক

২৫. 'ফুলে ফুলে শহীদ মিনার ভরে গেছে' কোন কারকে কোন বিভক্তি? [ডাক বিভাগের পোস্টম্যান: ২২ ]

উত্তর: (খ) করণে ৭মী

২৬. করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি সঠিক? [বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার : ২২ ]

উত্তর: (ক) ছাত্ররা বল খেলে

২৭. 'টাকায় সবই হয়' এখানে 'টাকায়' কোন কারকে কোন বিভক্তি ? [ গ্রামীণ ব্যাংকের প্রবেশনারী অফিসার : ২৩ ]

উত্তর: (ঘ) করণে সপ্তমী

২৮. মাননীয় প্রধানমন্ত্রী বললেন, ‘ গৃহহীনে গৃহ দাও ‘ - এখানে’গৃহহীন’ কোন কারক ? [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হিসাব সহকারী : ২১ ]

উত্তর: (গ) সম্প্রদান

২৯. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন ? [ ৪৩ তম বিসিএস ]

উত্তর: (খ) সম্প্রদান কারক

৩০. দেশের জন্য সেবা কর’ - দেশের কোন কারকে কোন বিভক্তি ? [ প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিস সহায়ক: ২৩ ]

উত্তর: (ঘ) সম্প্রদানে ষষ্ঠী

৩১. 'সারারাত বৃষ্টি হয়েছে'- বাক্যটির কারক চিহ্নিত কর। [ এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার : ২১ ]

উত্তর: (খ) অধিকরণ কারক

৩২. 'শীতার্তকে বস্তু দাও'- এখানে শীতার্তকে কোন কারকে কোন বিভক্তি? [ এনএসআই এর ওয়্যারলেস অপারেটর : ২১ ]

উত্তর: (ক) সম্প্রদানে চতুর্থী

৩৩. 'লোকমুখে এই কথা শুনেছি।' কোন কারক? [ বিসিআইসি’র সহকারী প্রশাসনিক অফিসার : ২১ ]

উত্তর: (গ) অপাদান

৩৪. বাঘের ভয়ে সকলে ভীত। 'বাঘের' কোন কারক? [ বেসামরিক বিমান চলাচলের প্রকিউরমেন্ট অফিসার : ২১ ]

উত্তর: (খ) অপাদান কারক

৩৫. কোনটিকে সম্বন্ধপদের নিজস্ব বিভক্তি বলা যায়? [ এনএসআই এর ফিল্ড অফিসার- ২১ ]

উত্তর: (ক) র

৩৬. 'আমাদের পুকুরে অনেক মাছ আছে।' কোন কারক? [ সিএজি এর অডিটর: ২১ ]

উত্তর: (খ) অধিকরণ কারক

৩৭. ভাবাধিকরণে সবসময় কোন বিভক্তি যুক্ত হয়? [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক : ২১ ]

উত্তর: (গ) ৭মী

৩৮. 'এই নদীর মাছ বড়' বাক্যে 'নদীর' কোন কারকে কোন বিভক্তি ? [ বিসিআইসি’র সহকারী ব্যবস্থাপক : ২২ ]

উত্তর: (খ) অধিকরণে ৬ষ্ঠী

৩৯. 'ছাদ থেকে পানি পড়ে'- কোন কারকে কোন বিভক্তি? [ সিজিএর জুনিয়র অডিটর: ২২ ]

উত্তর: (ঘ) অপাদানে ৫মী

৪০. 'জমি থেকে ফসল পাই' বাক্যটি কোন অর্থে অপাদান কারক ব্যবহৃত হয়েছে? [ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২ ]

উত্তর: (ক) জাত

৪১. অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? [ সমন্বিত ৯ ব্যাংকের অফিসার : ২২ ]

উত্তর: (ক) সারারাত বৃষ্টি ছিল

৪২. " এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম"- বাক্যটিতে 'স্বাধীনতার' শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ ১৭তম শিক্ষক নিবন্ধন: ২২ ]

উত্তর: (খ) নিমিত্তার্থে ষষ্ঠী

৪৩. 'দুধ থেকে দই হয়' এখানে 'দুধ থেকে' কোন অর্থে অপাদান কারক? [ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার : ২১ ]

উত্তর: (গ) গৃহীত

৪৪. ফুলের গন্ধে ঘুম আসে না। চিহ্নিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ রেলওয়ের পয়েন্টসম্যান : ২২ ]

উত্তর: (ক) অপাদানে ৬ষ্ঠী

৪৫. 'গাছ থেকে ফল পড়ে' কোন কারক? [ ইসলামী ব্যাংকের ফিল্ড অফিসার: ২২ ]

উত্তর: (ক) অপাদান

৪৬. 'এ যুদ্ধে বাঁধা দিও না' কোন কারকে কোন বিভক্তি? [ সমন্বিত ৭ ব্যাংকের অফিসার : ২৩ ]

উত্তর: (গ) অধিকরণে ৭মী

৪৭. 'নদীতে মাছ আছে।' এখানে 'নদীতে' কোন কারক? [ ডাক বিভাগের পোস্টম্যান :২৩ ]

উত্তর: (ঘ) অধিকরণ

৪৮ . রাজিব বাংলা ব্যাকরণে ভালো' এটি কোন কারক? [ বন অধিদপ্তরের বন প্রহরী: ২৩ ]

উত্তর: (গ) অধিকরণ

৪৯. তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। 'তখনকার' শব্দটি কোন কারক? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরির্দশিকা: ২৩ ]

উত্তর: (ঘ) সম্বন্ধ কারক

৫০. ‘নদীতে মাছ ধরা সহজ নয়।’ -এখানে ‘নদীতে’ পদটি কোন কারক ও কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি

৫১. ‘আষাঢ়ে বৃষ্টি নামে’ -বাক্যে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক ( সুরমা) : ১০ ]

উত্তর: (ঘ) অধিকরণে ৭মী

৫২. বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় প্রকার ? [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২১ ]

উত্তর: (ক) ৩ প্রকার

৫৩. আমার যাওয়া হয়নি --- বাক্যের আমার কোন কারকে কোন বিভক্তি ? [ ১১তম শিক্ষক নিবন্ধন (২) : ১৪ ]

উত্তর: (খ) কর্তায় ষষ্ঠী

৫৪. ‘সব ঝিনুকে মুক্ত পাওয়া যায় না’-বাক্যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক : ১৮ ]

উত্তর: (গ) অপাদানে ৭মী

৫৫. কোনটি সম্প্রদান কারকের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) অন্ধজনে দেহ আলো

৫৬. ‘বনে ফুল ফোটে’ -‘বনে কোন কারক? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) অধিকরণ কারক

৫৭. ছেলেটিকে বিছানায় শোয়াও - 'ছেলেটিকে' কোন কর্ম ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) প্রযোজক ক্রিয়ার কর্ম

৫৮. ‘তিনি চোখে দেখেন না’ -‘চোখে কোন কারক? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ১২ ]

উত্তর: (গ) করণ কারক

৫৯. ‘জগতে কীর্তিমান হও সাধনায়।’ -এখানে ‘সাধনায়’ শব্দটি কোন কারক ও কোন বিভক্তি? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ( ডেলটা ) : ১৪ ]

উত্তর: (ঘ) করণকারকে সপ্তমী

৬০. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে? [ ৪০ তম বিসিএস ]

উত্তর: (খ) কারক

৬১. কোনটি সম্প্রদান কারকে ৭মী বিভক্তির উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) দীনে দয়া কর

৬২. ‘মাঠে ধান ফলেছে।’ বাক্যে ‘মাঠে’ কোন কারক? [ প্রাক- প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩ ]

উত্তর: (ক) স্থানাধিকরণ

৬৩. ‘শুক্রবার স্কুল বন্ধ’ -বাক্যে স্কুল শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক (সুরমা ) : ১০ ]

উত্তর: (খ) কর্মে শূন্য

৬৪. নিচের কোনটি ঐকদেশিক অধিকরণের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) আঁকাশে চাঁদ উঠেছে

৬৫. ক্রিয়া সম্পাদনের বিচিত্র্য অনুসারে কর্তা কয় প্রকার ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) ৪ প্রকার

৬৬. বাঁশি বাজে - 'বাঁশি' কোন কর্তা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) কর্ম -কর্তৃবাচ্যের কর্তা

৬৭. ‘আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস’- এই বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? [ ২৪ তম বিসিএস ]

উত্তর: (ঘ) অধিকরণে কারকে সপ্তমী

৬৮. ‘করিমকে রহিম গতকাল মেরেছে’-- বাক্যে কর্মকারক সূচক শব্দ কোনটি? [ সমাজসেবা অফিসার : ০৬ ]

উত্তর: (খ) করিমকে

৬৯. ‘দীন দেখিয়া দান করিও’ -‘দীন’ কোন কারকে শূন্য বিভক্তির উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) সম্প্রদান কারক

৭০. সারারাত বৃষ্টি হয়েছে। 'সারারাত' কোন কারকে কোন বিভক্তি ? [ এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার : ২১]

উত্তর: (ঘ) অধিকরণ, শূন্য বিভক্তি

৭১. আমার গানের মালা আমি করব কারে দান। নিম্ন রেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ( ড্যাফোডিল ) : ১২ ]

উত্তর: (খ) কর্মে ৭মী

৭২. “এমন ছেলে আর দেখিনি।”- বাক্যে ছেলে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাক- প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫ ]

উত্তর: (খ) কর্মে শূন্য

৭৩. ‘বর্ষাকালে সাপের ভয়’ -‘সাপের’ কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) অপাদানে ৬ষ্ঠী

৭৪. সম্প্রদান কারকে কোন বিভক্তি যুক্ত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) ৪র্থী

৭৫. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে? [ ২৪ তম বিসিএস ]

উত্তর: (ঘ) আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস

৭৬. ‘অন্ধজনে দেহ আলো, মৃতজনে প্রাণ।’ -অন্ধজনে, মৃতজনে পদে কোন কারকে বিভক্তি হয়েছে? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৩ ]

উত্তর: (ঘ) সম্প্রদান কারকে ৭মী বিভক্তি

৭৭. ‘অন্ধজনে দয়া কর’ –‘অন্ধজনে’ কোন কারকে, কোন বিভক্তি হয়েছে? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ০৬ ]

উত্তর: (ঘ) সম্প্রদান কারকে ৭মী বিভক্তি

৭৮. ‘নৌকায় নদী পার হলাম।’ -‘নৌকায় কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) করণ কারকে ৭মী

৭৯. কারক (কৃ+ণক) শব্দটির অর্থ কি? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩ ]

উত্তর: (গ) যা ক্রিয়া সম্পাদন করে

৮০. আমার যাওয়া হবে না - 'আমার' কোন কর্তা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) ভাববাচ্যের কর্তা

৮১. নিচের কোনটি নিমিত্তার্থে চতুর্থী - এর উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) বেলা যে পড়ে এল (জলকে) চল

৮২. পুকুরে মাছ আছে ---- পুকুরে কোন অধিকরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) ঐকদেশিক

৮৩. ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল।’ -‘গাঁয়ে’ কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) কর্তৃকারকে সপ্তমী

৮৪. ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) অধিকরণ কারক

৮৫. ধোপাকে কাপড় দাও। 'ধোপাকে' কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) কর্মকারকে চতুর্থী বিভক্তি

৮৬. একবচন ও বহুবচনভেদে বিভক্তিগুলোর কি ধরনের পার্থক্য দেখা যায় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) আকৃতিগত

৮৭. ‘আমাকে যেতে হবে’ বাক্যে আমাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাক- প্রাথমিক সহকারী শিক্ষক ( ঝিলাম ) : ১৩ ]

উত্তর: (ক) কর্তায় ২য়া

৮৮. ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু’ -‘সুখের লাগিয়া’ এর কারক ও বিভক্তি কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) নিমিত্তার্থে ৬ষ্ঠী

৮৯. ‘আমাদের একটি গল্প বলুন’ বাক্যে আমাদের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১০ ]

উত্তর: (ক) কর্মে ষষ্ঠী

৯০. ‘সৎপাত্রে কন্যা দাও।’ ‘সৎপাত্রে’ কোন কারক ও কোন বিভক্তি? [ এনএসআই এর ডেসপাচ রাইডার : ২১ ]

উত্তর: (ক) সম্প্রদান কারকে সপ্তমী

৯১. কোন কারক নির্ণয় করুন: ‘রনি তাস খেলে;। [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) করণ

৯২. (সুখের চেয়ে) স্বস্তি ভালো - [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) অপাদানে ৫মী

৯৩. ‘পাতায় পাতায় পড়ে নিশির শিশির’ -‘পাতায় পাতায়’ কোন কারকে কোন বিভক্তি? [ রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( গোলাপ ) : ১১ ]

উত্তর: (গ) অধিকরণে সপ্তমী

৯৪. ‘মেয়েরা লুডু খেলে’ - ‘লুডু’ কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) করণ কারকে শূন্য

৯৫. কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে বলে – [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ( ভলগা) : ১৩ ]

উত্তর: (ক) করণ কারক

৯৬. ‘পরের দিন উৎসব’ বাক্যে মাঝের শব্দটি কোন কারকের উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) কর্তৃকারক

৯৭. ‘নদীর মাছ সুস্বাদু’ -বাক্যে নদীর শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (সুরমা) : ১৩ ]

উত্তর: (ঘ) অধিকরণে ষষ্ঠী

৯৮. ‘আজকে নগদ কালকে ধার’ -বাক্যে আজকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ( যমুনা) : ১৩ ]

উত্তর: (খ) অধিকরণে ২য়া

৯৯. বসন্তে ফুল ফোটে - বাক্যে 'বসন্ত' কোন কারক ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) অধিকরণ কারক

১০০. ‘কান্নায় শোক কমে।’ - এ বাক্যে ‘কান্নায়’ কোন কারক? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৪ ]

উত্তর: (ক) অধিকরণ কারক

১০১. বাইরে থেকে দেখে মানুষ চেনা যায় না। 'বাইরে থেকে' কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) কর্মকারক, পঞ্চমী বিভক্তি

১০২. কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) রূপতত্ত্বে

১০৩. ‘গাড়ি স্টেশন ছাড়ল’- বাক্যে স্টেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) অপাদান কারকে শূন্য

১০৪. আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা - এখানে 'আমারে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) কর্মকারকে দ্বিতীয়া

১০৫. অধিকরণ কাকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস

১০৬. “বাদলের ধারা ঝরে ঝর ঝর” - বাদলের পদটির কারক ও বিভক্তি কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) অপাদানে ৬ষ্ঠী

১০৭. ‘শ্রদ্ধাবান লভে জ্ঞান অন্যে কভু নয়।’ -এ বাক্যে ‘শ্রদ্ধাবান’ কোন কারক ও কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) কর্তায় শূন্য

১০৮. ‘আমি বাংলাদেশে বাস করি।’ -‘আমি’ কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) কর্তৃকারকে শূন্য

১০৯. কি সাহসে ওখানে গেলে? -বাক্যে সাহসে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) অপাদানে ৭মী

১১০. (শিক্ষক) ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন - 'শিক্ষক' শব্দটি কোন কর্তা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) প্রযোজক কর্তা

১১১. মুষলধারে বৃষ্টি পড়ছে - 'বৃষ্টি' শব্দটি কোন কর্তা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) মুখ্য কর্তা

১১২. ‘পাইলটে ভাল লেখা হয়’ -এ বাক্যে ‘পাইলটে’ কোন কারক ও কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) করণ কারকে ৭মী বিভক্তি

১১৩. রাখাল গরুকে ঘাস খাওয়ায় - 'গরু' শব্দটি কোন কর্তা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) প্রযোজ্য কর্তা

১১৪. ‘বক্তার মুখে যে খৈ ফুটলো’ -এ বাক্যে ‘মুখে’ কোন কারক ও কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) অপাদান কারকে সপ্তমী বিভক্তি

১১৫. সম্বোধন শব্দের অর্থ কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) আহ্বান

১১৬. ‘শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।’ -‘গোঁফে’ কোন কারকে কোন বিভক্তি? [ থানা শিক্ষা অফিসার : ৯৬ ]

উত্তর: (খ) করণ কারকে ৭মী

১১৭. কোনটি কর্তায় ৭মী বিভক্তির উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়

১১৮. 'তিলে তৈল' আছে। কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) অধিকরণ কারক, সপ্তমী বিভক্তি

১১৯. “বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা” বাক্যে ‘বিপদে’ কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক বিদ্যালয প্রধান শিক্ষক : ০৭ ]

উত্তর: (গ) অপাদানে সপ্তমী

১২০. ‘রাখাল গরুকে ঘাস খাওয়ায়’ -‘রাখাল’ কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) কর্তৃকারকে শূন্য বিভক্তি

১২১. ‘দশের সেবা কর’ -‘দশের’ কোন কারক? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) সম্প্রদান কারক

১২২. ‘আয়ু যেন পদ্মা পাতায় নীড়।’ এই বাক্যে ‘পদ্মা পাতায়’- [ রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( টগর ) : ১১ ]

উত্তর: (ঘ) অধিকরণ কারক

১২৩. ‘আমরা কুষ্টিয়া যাব।’ -এ বাক্যে ‘কুষ্টিয়া’ কোন কারক? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) অধিকরণ কারক

১২৪. ‘গুরুজনে কর নতি’ -‘গুরুজনে’ কোন কারকে কোন বিভক্তি? [বাংলাদেশ ব্যাংক অফিসার ( ক্যাশ ) : ১১ ]

উত্তর: (খ) সম্প্রদানে সপ্তমী

১২৫. বিলম্বে কাজের ক্ষতি হয়। 'বিলম্বে' কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) করণকারক, সপ্তমী বিভক্তি

১২৬. বাক্যে কারকের অবস্থানের নিয়ম কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) ধরাবাঁধা নিয়ম নেই

১২৭. মেঘ থেকে বৃষ্টি হয়। 'মেঘ থেকে' কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) অপাদান কারক, পঞ্চমী বিভক্তি

১২৮. 'সূর্যোদয়ে অন্ধকার দূরীভুত হয় ' এটি কোন ধরনের অধিকরণ কারক ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) ভাবাধিকরণ

১২৯. অধিকরণ কারক কয় প্রকার ? [ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৪ ]

উত্তর: (ক) ৩ প্রকার

১৩০. ব্যাকরণবিদগণ সম্প্রদান কারককে কোন কারকের অধিভুক্ত বলে মনে করেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) কর্ম

১৩১. ‘গ্রামখানি ঐ অদূরে।’ -অর্থানুসারে এই বাক্যটি কোন ধরনের? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) নির্দেশক

১৩২. ‘জিজ্ঞাসিব জনে জনে’ বাক্যের ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক (দড়াটানা ) : ০৮ ]

উত্তর: (ক) কর্মকারকে ৭মী বিভক্তি

১৩৩. ‘পুকুরে মাছ আছে’ বাক্যে ‘পুকুরে’ কোন কারকে কোন বিভক্তি? [ ১৬ তম শিক্ষক নিবন্ধন : ১৯ ]

উত্তর: (ঘ) অধিকরণে সপ্তমী

১৩৪. নিচের কোনটি করণ কারকের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ)

১৩৫. ‘হাতের কাজ দেখাও’ বাক্যে হাতের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) করণে ষষ্ঠী

১৩৬. ইট পাথরে বাড়ি খুব শক্ত হয়।’ -এই বাক্যের ‘ইট পাথরে’ পদ কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) করণে ষষ্ঠী

১৩৭. ‘সকলকে মরতে হবে’- বাক্যে সকলকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাক- প্রাথমিক সহকারী শিক্ষক ( দাজলা ) : ১৩ ]

উত্তর: (খ) কর্মকারকে দ্বিতীয়া

১৩৮. যাতে কোনো কিছু চলিত, ভীত, উৎপন্ন, রক্ষিত ইত্যাদি হয়, তাকে বলে - [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) অপাদান কারক

১৩৯. ‘এ দেহে প্রাণ নাই’ -‘দেহে’ কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) অধিকরণে সপ্তমী

১৪০. ‘রহিম ধোপাকে কাপড় ধুতে দিল।’ বাক্যের ‘ধোপাকে’ কোন কারক? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী : ১৩ ]

উত্তর: (খ) কর্মকারক

১৪১. সম্বোধন পদের পর কোন চিহ্ন বসে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) কমা

১৪২. নিচের কোনটি সম্প্রদান কারকে শুন্য বিভক্তি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) দিব তোমা শ্রদ্ধাভক্তি

১৪৩. ‘গুরুজনে ভক্তি কর’ -‘গুরুজনে’ কোন কারক? [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক : ১৩ ]

উত্তর: (ঘ) সম্প্রদান কারক

১৪৪. ‘বাড়ি ঘুরে এস’ বাক্যে বাড়ি শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) অধিকরণে ১মা

১৪৫. নিচের কোন বাক্যটিতে কর্ম কারকে ১মা বিভক্তি আছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) বাঁশি বাজে

১৪৬. ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে কোন কারক বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) করণকারক

১৪৭. ‘পাপে বিরত হও।’ -‘পাপে’ কোন কারকে কোন বিভক্তি? [ ১৩ তম বেসরকারী শিক্ষক নিবন্ধন : ১৩ ]

উত্তর: (ঘ) অপাদান কারকে ৭মী

১৪৮. ‘ক্লাস থেকে ট্রেন দেখি’ -‘ক্লাস থেকে’ পদটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) অধিকরণ কারকে ৫মী

১৪৯. ‘ছাত্ররা বল খেলে’ -বাক্যে বল শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( ঢাকা ) : ০৮ ]

উত্তর: (ক) কর্মে শূন্য

১৫০. কলে ছাঁটা চাল ভালো নয়। বাক্যে 'কলে' কোন কারক ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) করণকারক

১৫১. ‘চোখ দিয়ে জল পড়ে।’ বাক্যে চোখ দিয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) অপাদানে ৩য়া

১৫২. দুটো কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করলে তাকে বলে- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) ব্যাতিহার কর্তা

১৫৩. আমি ঢাকায় বাস করি - এখানে 'আমি' কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) কর্তৃকারকে শূন্য

১৫৪. নিমিত্তার্থে ‘কে’ বিভক্তি যুক্ত হলে সেখানে কোন বিভক্তি হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) ৪র্থী বিভক্তি

১৫৫. নিচের কোন বাক্যটি অপাদান কারক নির্দেশ করে? [ ৩৯ তম বিসিএস ]

উত্তর: (ক) ট্রেন স্টেশন ছেড়েছে

১৫৬. ‘চোরে পুলিশে লড়াই হয়েছে’ -‘চোরে-পুলিশে’ কোন কর্তা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) ব্যতিহার কর্তা

১৫৭. ‘সাদা মেঘে বৃষ্টি হয় না’-এখানে ‘মেঘে’ কোন কারক? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩ ]

উত্তর: (খ) অপাদান

১৫৮. ‘সোনার খাঁচায় রাখব তোমায়।’ -‘সোনার খাঁচায়’ কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) অধিকরণে সপ্তমী

১৫৯. নদীতে কুমির আছে। 'নদীতে' কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) অধিকরণ কারক, সপ্তমী বিভক্তি

১৬০. ‘কলসটি কানায় কানায় পূর্ণ’ -কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) আধারাধিকরণে সপ্তমী

১৬১. ‘ধোপাকে কাপড় দাও।’ -‘ধোপাকে’ কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) কর্মে দ্বিতীয়া

১৬২. ‘দশে মিলে করি কাজ’ বাক্যে নির্দেশিত কারক- [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৯ ]

উত্তর: (ক) কর্তৃকারক

১৬৩. সে অঙ্কে পণ্ডিত - বাক্যে 'অঙ্কে' কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) অধিকরণে সপ্তমী

১৬৪. কর্ম কয় প্রকার ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) ২ প্রকার

১৬৫. সামীপ্য অর্থে কোন কারক হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) ঐকদেশিক আধারাধিকরণ

১৬৬. “সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা” এই বাক্যে ‘ঔষধ’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) কর্মকারকে শুণ্য

১৬৭. “সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা” এই বাক্যে ‘সর্বাঙ্গে ’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৮ ]

উত্তর: (গ) অধিকরণে সপ্তমী

১৬৮. কালাধিকরণের উদাহরণ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) সারারাত বৃষ্টি হয়েছে

১৬৯. বাঘে -মহিষে এক ঘাটে জল খায় - (বাঘ-মহিষে) কর্তকারকের প্রকারভেদ কোন কর্তার উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) ব্যতিহার কর্তা

১৭০. 'শহরটি ঐ অদুরে' - অর্থানুসারে এই বাক্যেটি কোন ধরনের ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) নির্দেশক

১৭১. ‘পলাতক দাসে দাও স্বাধীনতা’- এখানে ‘দাসে’ কোন কারকে কোন বিভক্তি? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (ভলগা ) : ১৩ ]

উত্তর: (খ) সম্প্রাদানে সপ্তমী

১৭২. ‘ট্রেন ঢাকা ছাড়ল’ -এখানে ‘ঢাকা' কোন কারক ও কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) অপাদান কারকে শূন্য বিভক্তি

১৭৩. (বাঁশি) বাজে কোন ধরনের কর্তা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) কর্ম -কর্তৃবাচ্যের

১৭৪. কর্ম কারকের উদাহরণ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) ডাক্তার ডাক

১৭৫. ‘তাহলে তুমি লাঠি খেলতে জান না’ -এখানে ‘লাঠি’ কোন কারক ও কোন বিভক্তি? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয সহকারী শিক্ষক : ০৬ ]

উত্তর: (ঘ) করণে শূন্য

১৭৬. কোনো কিছু স্বত্ব ত্যাগ করে দান করাকে বুঝায় - [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) সম্প্রদান কারক

১৭৭. যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে- [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী : ১১ ]

উত্তর: (ঘ) কর্মকারক

১৭৮. কোনটি নিমিত্তার্থে চতুর্থী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) বেলা যে পড়ে এল, জলকে চল

১৭৯. 'খুব এক ঘুম ঘুমিয়েছি' -এটি কোন কর্ম ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) সমধাতুজ কর্ম

১৮০. সর্বভূতে ধন দাও। 'সর্বভূতে' কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) সম্প্রদান কারক, সপ্তমী বিভক্তি

১৮১. নিমিত্তার্থে 'কে' বিভক্তি যুক্ত হলে সেখানে কোন বিভক্তি হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) ৪র্থী বিভক্তি

১৮২. ‘বুলবুলিতে ধান খেয়েছে’- এই বাক্যের ‘বুলবুলিতে’ কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে ? [সোনালী ব্যাংক অফিসার : ১৮ ]

উত্তর: (গ) কর্তৃকারকে সপ্তমী

১৮৩. ‘পৃথিবীতে কে কাহার?’- এই বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তিতে সম্পন্ন? [ আইসিবি ব্যাংক অফিসার : ১১ ]

উত্তর: (গ) অধিকরন কারকে সপ্তমী বিভক্তি

১৮৪. ‘কালির দাগ দাও’- বাক্যে কালির শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ( ডেলটা ) : ১৪ ]

উত্তর: (খ) করণে ৬ষ্ঠী

১৮৫. বিভক্তি প্রধানত কত প্রকার ? [ঢাবি ( খ ইউনিট ) : ০১-০২ ]

উত্তর: (ক) ২ প্রকার

১৮৬. ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) সূর্যোদয়ে পদ্ম ফটে

১৮৭. এ দেহে প্রাণ নাই। এ বাক্যে 'দেহে' কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) অধিকরণে সপ্তমী

১৮৮. ‘দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে।’ -এ বাক্যে ‘দেবতার’ শব্দটি কোন কারক ও কোন বিভক্তি? [ প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার : ১৪ ]

উত্তর: (ক) সম্বন্ধে ৬ষ্ঠী বিভক্তি

১৮৯. ‘এ সাবানে কাপড় কাচা চলবে না’- এখানে ‘সাবানে’ কোন কারকে কোন বিভক্তি? [ সোনালী ব্যাংক অফিসার ( ক্যাশ ) : ১৩]

উত্তর: (ঘ) করণে সপ্তমী

১৯০. ‘ছাগলে কি না খায়।’- ‘ছাগলে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) কর্তায় সপ্তমী

১৯১. নিম্নরেখ কোন শব্দটিতে করণকারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? [ ১২ তম বিসিএস ]

উত্তর: (ক) ঘোড়াকে চাবুক মার

১৯২. ‘জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়।’ -এখানে ‘জেলে’ কোন কারকে কোন বিভক্তি- [ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক : ০৬ ]

উত্তর: (খ) কর্তৃকারকের ১মা বিভক্তি

১৯৩. কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) অন্ধজনে বন্ধ ঘরে, দিবা-রাত্রি কষ্ট করে

১৯৪. কোনটি করণ কারকে ৭মী বিভক্তির উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) ফুলে ফুলে বাগান ভরেছে

১৯৫. যেসব অর্থহীন বর্ণ বিশেষ্য বা সর্বনাম পদের সাথে যুক্ত হয়ে কারক নির্দেশ করে তাকে কি বলা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) খাঁটি শব্দ বিভক্তি

১৯৬. ‘আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়’ বাক্যে ‘ছলনে’ কোন কারকে কোন বিভক্তি? [ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী : ৯৯ ]

উত্তর: (ক) করণে সপ্তমী

১৯৭. ‘ধর্মে তোমার মতি হোক।’ বাক্যে ‘ধর্মে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ০১ ]

উত্তর: (ঘ) অধিকরণে সপ্তমী

১৯৮. জিজ্ঞাসিব (জনে জনে) - কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) কর্মে ৭মী

১৯৯. ‘আলোয় আঁধার দূর হয়’- এই বাক্যের ‘আলোয় ’ পদটি কোন কারকের উদাহরণ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ( করতোয়া ) : ১৩ ]

উত্তর: (ঘ) অধিকরণে সপ্তমী

২০০. সম্বদ্ধপদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) র বা এর

২০১. করণ শব্দটির অর্থ কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) যন্ত্র, সহায়ক বা উপায়

২০২. বাক্যের প্রতিটি পদের সঙ্গে অন্বয় সাধনের জন্য যেসব বর্ণ যুক্ত হয়, তাদের কি বলে ? [ প্রাক -প্রাথমিক সহকারী শিক্ষক ( ঝিলাম ) : ১৩ ]

উত্তর: (গ) বিভক্তি

২০৩. বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (হোয়াংহো ) : ১৩ ]

উত্তর: (গ) নাম পদের

২০৪. কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? [ সহকারী থানা শিক্ষা অফিসার : ০৯ ]

উত্তর: (ক) কারক

২০৫. ‘তাকে দিয়ে কিছু হবে না’ বাক্যে ‘নিম্নরেখ’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ০৫ ]

উত্তর: (ক) কর্তৃকারকে তৃতীয়া

২০৬. কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ( নাগালিঙ্গম) : ১২ ]

উত্তর: (গ) আরেফ বই পড়ে

২০৭. কোনটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ( ক্রিসানথিমাম) : ১২ ]

উত্তর: (ঘ) আমারে তুমি রক্ষা করো

২০৮. পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে’ বাক্যে ‘পরীক্ষা’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক :০৭ ]

উত্তর: (খ) কর্তায় শূন্য

২১০. কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে ? [ উপ সহকারী পরিচালক ( শ্রম) : ০১ ]

উত্তর: (ক) অন্ধজনে বদ্ধ ঘরে, দিবারাত্রি কষ্ট করে

২১১. ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি ? [ ১১ তম শিক্ষক নিবন্ধন (২) : ১৪ ]

উত্তর: (গ) বাঘে-মহিষে এক ঘাটে জল খায়

২১২. ‘ গৃহহীন চিরদিন থাকে পরাধীন’ । বাক্যে ‘গৃহহীন’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? [ ডিজিএফআই এর সহকারী পরচিালক : ১৯ ]

উত্তর: (ক) কর্তৃকারকে শূন্য

২১৩. ‘টাকায় টাকা আনে’- এখানে ‘টাকায়’ কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) কর্তৃকারকে ৭মী

২১৪. কারক কয় প্রকার ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) ৬ প্রকার

২১৫. ক্রিয়ার বিষয়কে কি বলে ? [ বাংলাদেশ রেলওয়ে হাসাপাতাল সমূহের সহকারী সার্জন : ০৩]

উত্তর: (ক) কর্ম

২১৬. নিচের বাক্যে ‘ কপোল’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
‘কপোল ভাসিয়া গেল নয়নের জলে’ [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫ ]

উত্তর: (ক) কর্মে শূন্য

২১৭. ‘রেখো মা দাসেরে মনে ‘ । বাক্যে ‘দাসেরে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (যমুনা) : ১৩ ]

উত্তর: (খ) কর্মে ২য়া

২১৮. ‘খালেদ বই পড়ে’ বাক্যে ‘বই’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (কর্ণফুলী) : ১২ ]

উত্তর: (গ) কর্মে শূন্য

২১৯. ‘আমি বই পড়ি’ বাক্যে ‘বই’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (গোলাপ) : ০৯ ]

উত্তর: (গ) কর্মে শূন্য

২২০. ‘প্রিয়জনে যাহা দিতে চাই তাই দিই দেবতারে’ বাক্যে ‘প্রিয়জনে ‘ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (ঢাকা) : ০৭ ]

উত্তর: (খ) কর্মে সপ্তমী

২২১. ‘কারক পড়ায় তারক ঠাকুর’ বাক্যে ‘কারক ‘ শব্দটি কোন কারক ? [ রাবি (আইন ও বিচার) : ০৯-১০ ]

উত্তর: (ক) কর্ম

২২২. ‘শুধু বিঘে দুই ছিল মোর ভুই’ এখানে ‘ভুই’ কোন কারকে কোন বিভক্তি ? [ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা : ১২ ]

উত্তর: (গ) কর্মে শূন্য

২২৩. ‘আমার ভাত খাওয়া হইলো না ’ বাক্যে ‘ভাত’ কোন কারকে কোন বিভক্তি ? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১২ ]

উত্তর: (গ) কর্মে শূন্য

২২৪. ‘দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে’। এখানে ‘ছাত্রটিকে ’ কোন কারকে কোন বিভক্তি ? [ ১১তম বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১৪ ]

উত্তর: (ঘ) কর্মকারকে দ্বিতীয়া

২২৫. ‘গুণহীনে ত্যাগ কর’ বাক্যে ‘গুণহীনে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (যমুনা) : ১২ ]

উত্তর: (ক) কর্মে ৭মী

২২৬. কোনটি করণকারকে শূন্য বিভক্তির উদাহরণ ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (বাগানবিলাস) : ১২ ]

উত্তর: (খ) বুদ্ধি খাটিয়ে কাজ কর

২২৭. ‘কথা নয়, কাজে পরিচয়’। বাক্যে ‘ কাজে’ পদটির কারক কোনটি ? [ রাবি : ০৭-০৮ ]

উত্তর: (গ) করণ

২২৮. “ফুলে ফুলে ঘর ভরেছে” বাক্যে ‘ফুলে ফুলে ’’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? [ ১৩তম শিক্ষক নিবন্ধন (২) : ১৬]

উত্তর: (গ) করণে সপ্তমী

২২৯. ‘তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে’ এখানে ‘জলে’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি ? [ ইবি : ০৫-০৬ ]

উত্তর: (খ) করণে সপ্তমী

২৩০. ‘এত শঠতা , এত যে ব্যথা ,তবু যেন তা মধুতে মাখা।’ এ বাক্যে ‘মধুতে’ কোন কারক ? [ পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক : ১৪ ]

উত্তর: (গ) করণে সপ্তমী

২৩১. ‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু’। বাক্যটিতে ‘চিনিপাতা’ কোন কারক ? [ নিরাপদ খাদ্য অদিদপ্তর : ১৯ ]

উত্তর: (গ) করণ

২৩২. ‘টাকায় সবই হয়’- এখানে ‘টাকায়’ কোন কারকে কোন বিভক্তি ? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১৯ ]

উত্তর: (ঘ) করণে সপ্তমী

২৩৩. ‘চন্ডালে বসাও আনি রাজার আলয়ে’-এখানে ‘চন্ডালে’ কোন কারকে কোন বিভক্তি ? [ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক : ১৯ ]

উত্তর: (গ) কর্মে ৭মী

২৩৪. ‘পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে’ – বাক্যে ‘জল’ কোন কারকে কোন বিভক্তি ? [ ১৫তম শিক্ষক নিবন্ধন : ১৯ ]

উত্তর: (খ) কর্মকারকে শুন্য

২৩৫. ‘এ পেন্সিলে ভালো লেখা হয়’। এ বাক্যে ‘পেন্সিলে’ কোন কারকে কোন বিভক্তি ? [ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী : ১৯ ]

উত্তর: (ঘ) করণে ৭মী

২৩৬. “ছেলেরা মাঠে বল খেলে” –এখানে করণ কারক প্রকাশ করে কোনটি ? [ বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল অপারেটর : ১৯ ]

উত্তর: (গ) বল

২৩৭. ‘তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি’ বাক্যে ‘তোমার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? [প্রাথমিক সহকারী শিক্ষক(মেঘনা) :১২ ]

উত্তর: (ক) সম্প্রদানে ৬ষ্ঠী

২৩৮. ‘ভিখারিকে ভিক্ষা দাও” বাক্যে ‘ভিখারিকে’ কোন কারকে কোন বিভক্তি ? [ ১২তম শিক্ষক নিবন্ধন : ১৫ ]

উত্তর: (গ) সম্প্রদানে ৪র্থী

২৩৯. কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ ? [ ১৬ তম প্রভাষক নিবন্ধন : ১৯ ]

উত্তর: (ঘ) ভিক্ষুককে ভিক্ষা দাও

২৪০. ‘তার চোখ দিয়ে পানি পড়ে’ বাক্যে ‘চোখ দিয়ে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (বুড়িগঙ্গা) : ১৩ ]

উত্তর: (গ) অপাদানে ৩য়া

২৪১. ‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে ? ’ বাক্যে ‘ডরাই’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক (যমুনা) : ১২ ]

উত্তর: (খ) অপাদানে ৭মী

২৪২. ‘গাড়ী স্টেশন ছাড়ল’ বাক্যে ‘স্টেশন’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? [ ১২তম বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১৫ ]

উত্তর: (গ)

২৪৩. ‘সেখানে বাঘের ভয় নেই’ বাক্যে ‘বাঘের ‘ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (গোলাপ) : ০৯ ]

উত্তর: (গ)

২৪৪. ‘যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় ’ বাক্যে ‘বাঘের ‘ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক (পদ্ম) : ০৮ ]

উত্তর: (ক) অপাদানে ষষ্ঠী

২৪৫. ‘স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না” - এখানে ‘স্কুল’ কোন কারকে কোন বিভক্তি ? [ কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক :১৩ ]

উত্তর: (খ) অপাদানে শূন্য

২৪৬. ‘কালো মেঘ থেকে বৃষ্টি হয়’। এই বাক্যের “মেঘ থেকে’ কোন কারক ? [তুলা উন্নয়ন বোর্ডর কর্মকর্তা : ০৬ ]

উত্তর: (গ) অপাদান

২৪৭. নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন : “ ভূতকে আবার কিসের ভয়” [মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৮ ]

উত্তর: (গ) অপাদানে ২য়া বিভক্তি

২৪৮. কারক নির্ণয় করুন: ‘ লোভে পাপ পাপে মৃত্যু’ [ ১০ম প্রভাষক নিবন্ধন : ১৪ ]

উত্তর: (গ) অপাদান কারক

২৪৯. অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক :১২ ]

উত্তর: (গ) আগামীকাল বাড়ি যাব

২৫০. নেহাল অঙ্কে খুব কাঁচা- বাক্যে 'অঙ্কে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক (সুরমা) : ১২ ]

উত্তর: (ক) অধিকরণে ৭মী

২৫১. ‘বাবা বাড়ি নাই’- বাক্যটিতে 'বাড়ি' কোন কারকে কোন বিভক্তি? [ ডাক বিভাগের পোস্টাল অপারেটর (পূর্বাঞ্চল) : ১৬ ]

উত্তর: (গ) অধিকরণে শূন্য

২৫২. ‘হৃদয় আমার নাচেরে আজিকে” বাক্যে “আজিকে”শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (বরিশাল) :০৮ ]

উত্তর: (খ) অধিকরণে ২য়া

২৫৩. ভাবাধিকরণের উদাহরণ কোনটি সঠিক? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ৮৯ ]

উত্তর: (গ) সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়

২৫৪. “সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়’ এখানে “সূর্যোদয়ে” কোন কারকে কোন বিভক্তি ? [ ইবি : ১০-১১]

উত্তর: (ক) অধিকরণে সপ্তমী

২৫৫. “খনিতে সোনা পাওয়া যায়” বাক্যে ‘খনিতে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১২ ]

উত্তর: (গ) অধিকরণে ৭মী

২৫৬. ‘খিলিপান দিয়ে ঔষধ খাবে’ বাক্যে ‘খিলিপান দিয়ে “ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? [ চবি : ০৯-১০]

উত্তর: (ঘ) অধিকরণে তৃতীয়া

২৫৭. 'রাজার দুয়ারে হাতি বাঁধা' দুয়ারে শব্দটি কোন কারক? [ (NSI) সহকারী পরিচালক-১৫]

উত্তর: (ঘ) অধিকরণ

২৫৮. ”আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক” কোন কারকে কোন বিভক্তি? [কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক : ১০ ]

উত্তর: (গ) অধিকরণে ৬ষ্ঠী

২৫৯. রহিম বিজ্ঞানে ভালো - এ বাক্যে 'বিজ্ঞানে' কোন কারক? [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ২১ ]

উত্তর: (ক) অধিকরণ

২৬০. আকাশে চাঁদ উঠেছে এখানে 'আকাশে ' কোন প্রকারের অধিকরণ ? [১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১৫ ]

উত্তর: (খ) ঐকদেশিক অধিকরণ

২৬১. ”পড়ায় আমার মন বসে না” এখানে “পড়ায়” কোন কারকে কোন বিভক্তি? [১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১৬ ]

উত্তর: (খ) অধিকরণ কারকে ৭মী

২৬২. অধিকরণ কারকের উদাহরণ কোনটি? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ( হোয়াংহো ) : ১৩ ]

উত্তর: (ক) তিলে তৈল আছে

২৬৩. 'রোববার স্কুল বন্ধ' এ বাক্যে 'রোববার' কোন কারক? [রাবি : ১০-১১ ]

উত্তর: (ক) অধিকরণ

২৬৪. কারক ও বিভক্তি নির্ণয় করুন : ছাদ থেকে চাঁদ দেখা যায় । [ সোনালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার (আইটি) : ১৮ ]

উত্তর: (ঘ) অধিকরণে পঞ্চমী

২৬৫. ‘সেই মধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায় “ "পাঠশালা পলায়ন" কোন কারকের উদাহরণ? [ রুপালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৮ ]

উত্তর: (গ) অপাদান কারক

২৬৬. 'ভোরবেলা সজীবের ঘুম ভেঙ্গে গেল'- এখানে ভোরবেলা কোন কারকে কোন বিভক্তি ? [বিএডিসির হিসাব সহকারী : ১৯ ]

উত্তর: (গ) অধিকরণে ৭মী

২৬৭. আকাশে চাঁদ উঠেছে এখানে 'আকাশে ' কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) অধিকরণে সপ্তমী

২৬৮. ঝিনুক থেকে মুক্তা মেলে' এখানে 'ঝিনুক' কোন কারক? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) অপাদান কারক

২৬৯. 'আজকে তোমায় দেখতে এলাম জগত আলো নূরজাহান'-'আজকে' শব্দটির কারক ও বিভক্তি কোনটি? [ সাধারণ বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী : ১৯ ]

উত্তর: (ক) অধিকরনে ২য়া

২৭০. ‘তিনি বাড়ি নেই’ - কোন কারক? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডন্টে : ১৯ ]

উত্তর: (ক) অধিকরণে শূন্য

২৭১. ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি? [১৬তম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১৯ ]

উত্তর: (গ) আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়

২৭২. 'পরাগ' বইটি দিয়ে যাও' বাক্যে 'পরাগ' কোন পদ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) সম্বোধন পদ

২৭৩. 'রাতে তারা দেখা যায়' - এ বাক্যে 'রাতে' কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) অধিকরণে ৭মী

২৭৪. উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে, তবে তাকে কোন ধরনের অধিকরণ বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) অভিব্যাপক অধিকরণ

২৭৫. কোনটি অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) বাবা বাড়ি নেই

২৭৬. ‘ব্যায়ামে শরীর ভাল থাকে’ -বাক্যে ব্যায়ামে শব্দটি কোন কারকে কোন্ বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১২ ]

উত্তর: (খ) করণ কারকে সপ্তমী

২৭৭. টাকায় অসাধ্য সাধন হয়-- বাক্যে টাকায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক ( হেমন্ত ) : ১০ ]

উত্তর: (খ) করণ কারকে সপ্তমী

২৭৮. টাকায় টাকা হয়-- বাক্যে টাকায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩ ]

উত্তর: (ঘ) অপাদান কারকে সপ্তমী

২৭৯. আধার শব্দের অর্থ কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) স্থান

২৮০. নীল আকাশের নিচে আমি (রাস্তা) চলেছি একা। চিহ্নিত শব্দটির কারক ও বিভক্তি কোনটি ? [ সাধারণ বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার : ১৯ ]

উত্তর: (খ) করণে শূন্য

২৮১ . ‘রাজায় রাজায় লড়াই হয়।’ রাজায় রাজায় পদটি কোন কারকে কোন বিভক্তি হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) কর্তৃকারকে ৭মী বিভক্তি

২৮২. ‘রাজায় রাজায় লড়াই করছে’- এ বাক্যে ‘রাজায় রাজায়’ কী ? [ ১৬তম প্রভাষক নিবন্ধন : ১৯ ]

উত্তর: (গ) ব্যতিহার কর্তা

২৮৩. ‘আমার গানের মালা আমি করব কারে দান’ মালা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ০৮ ]

উত্তর: (গ) করণকারকে শূন্য

২৮৪. ‘কাননে কুসুমকলি সকলি ফুটিল’-এ বাক্যে ‘কাননে’ কোন কারক ও বিভক্তি? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক :১৬ ]

উত্তর: (গ) অধিকরণে সপ্তমী

২৮৫ . পড়াশোনায় মন দাও বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১১ ]

উত্তর: (ঘ) অধিকরণে সপ্তমী

২৮৬. ডাক্তার ডাক বাক্যে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার : ১৯ ]

উত্তর: (গ) কর্মকারকে শূন্য

২৮৭. ‘অহঙ্কার পতনের মূল’ -বাক্যে অহঙ্কার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক ( সুরমা ) : ১২ ]

উত্তর: (খ) করণে শূন্য

২৮৮. শহরের লোকেরা গায়ে এসেছে - এ বাক্যে 'লোকেরা' কোন কারকে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) কর্তৃকারক

২৮৯. ‘তিনি ব্যাকরণে পণ্ডিত।’ -এ বাক্যে ‘ব্যাকরণে’ কোন কারক ও কোন বিভক্তি? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (গামা) : ১৪ ]

উত্তর: (ক) অধিকরণ কারকে সপ্তমী

২৯০. ‘তিলে তৈল হয়’-এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি বিদ্যমান? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) অপাদান কারকে সপ্তমী

২৯১. ‘মেঘে বৃষ্টি হয়’ -এখানে কারক হল- [ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্যক্তিগত সহকারী : ১৩ ]

উত্তর: (খ) অপাদান

২৯২. অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) বাড়ি থেকে নদী দেখা যায়

২৯৩. ‘ফুলে মালা গাঁথা’ ‘ফুলে’ কোন কারক? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) করণ কারক

২৯৪. ক্রিয়া পদের সাথে সম্বন্ধযুক্ত পদকে কি বলে? [ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা : ১০ ]

উত্তর: (গ) কারক

২৯৫. শব্দ বিভক্তি কত প্রকার ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) ৭ প্রকার

২৯৬. ‘বাঘে-মহিষে এক ঘাটে জল খায়’ -‘বাঘে মহিষে’ কর্তৃকারকের প্রকারভেদে কোন কর্তার উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) ব্যতিহার কর্তা

২৯৭. ‘সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথা’ -এই বাক্যে ‘ঔষধ’ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ ? [ ২৫ তম বিসিএস ]

উত্তর: (ক) কর্মকারকে শূন্য

২৯৮. ‘ঘরেতে ভ্রমর এল গুণগুণিয়ে’- ঘরেতে কোন কারক? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) অধিকরণে ৭মী

২৯৯. ‘শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে’ -বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( বেলী ) : ০৯ ]

উত্তর: (গ) কর্মে সপ্তমী

৩০০. অনেক বৈয়াকরণ কোন কারক স্বীকার করেন না ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) সম্প্রদান

৩০১. ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’ বাক্যে পায়ের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৮ ]

উত্তর: (খ) করণকারকে ষষ্ঠী

৩০২. ছেলেরা ক্রিকেট খেলে-- বাক্যে ক্রিকেট শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১১ ]

উত্তর: (ক) কর্মে শূন্য

৩০৩. যে বিশেষ্য বা সর্বনাম ক্রিয়া সম্পন্ন করে তাকে কোন কারক বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) কর্তৃকারক

৩০৪. ‘বাড়ি থেকে নদী দেখা যায়’ -বাক্যে বাড়ি শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ পল্লী সঞ্চয় ব্যাংকের ক্যাশ সহকারী : ১৮ ]

উত্তর: (খ) অধিকরণে পঞ্চমী

৩০৫. ‘হালিমা ফুল তুলছে’ -এ বাক্যে ‘ফুল’ কোন কারক? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) কর্মকারক

৩০৬. নিচের কোনটি কর্তৃকারকে ৭মী বিভক্তির উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) গায়ে মানে না আপনি মোড়ল

৩০৭. ‘জল পড়ে পাতা নড়ে’ -এখানে জল ও পাতা কোন কারক-বিভক্তি? [ ১০ম বেসরকারী শিক্ষক নিবন্ধন (২) : ১৪ ]

উত্তর: (ক) কর্তায় প্রথমা

৩০৮. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে? [ ১৬ তম প্রভাষক নিবন্ধন: ১৯ ]

উত্তর: (গ) ‘র’ বা ‘এর’

৩০৯. ভাইয়ে ভাইয়ে বেশ মিল-বাক্যে ভাইয়ে ভাইয়ে কোন কারকে কোন বিভক্তি? [ প্রাক- প্রাথমিক সহকারী শিক্ষক (সুরমা) : ১৩ ]

উত্তর: (ঘ) কর্তায় ৭মী

৩১০. ‘টাকায় কি না হয়’‘-টাকায়’ কোন কারকে কোন বিভক্তি? [ বাংলাদেশ টেলিভিশনের অডিয়েন্স রিসার্চ অফিসার : ০৬ ]

উত্তর: (খ) করণে ৭মী

৩১১. বেলা যে পড়ে এল (জলকে) চল। কোন কারকে কোন বিভক্তি ? [ ডাক অধিদপ্তরের পোস্টাল অপারেটর : ১৬ ]

উত্তর: (গ) নিমিত্তার্থে ৪র্থী

৩১২. দ্বারা,দিয়া,কর্তৃক–বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? [ ৪০ তম বিসিএস ]

উত্তর: (ক) তৃতীয়া বিভক্তি

৩১৩. অল্প শোকে কাতর--- বাক্যে শোকে কোন কারকে কোন বিভক্তি? [ রেজিস্ট্রার্ড প্রাথমিক সহকারী শিক্ষক ( শিউলী ) : ১১ ]

উত্তর: (খ) করণ কারকে সপ্তমী

৩১৪. 'করণ' শব্দটির অর্থ কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) সহায়ক

৩১৫. নিচের কোনটি অভিব্যাপক অধিকরণের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) নদীতে মাছ আছে

৩১৬. ‘আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা’ -এ বাক্যে ‘আমারে’ শব্দটির কারক ও বিভক্তি কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) কর্মকারকে দ্বিতীয়া

৩১৭. কোনটি সম্প্রদানে সপ্তমীর উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) অন্ধজনে দেহ আলো

৩১৮. ‘আরেফ বই পড়ে’ বাক্যে বই শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) কর্মকারকে শূন্য

৩১৯. ‘বাবাকে বড্ড ভয় পাই।’ -‘বাবাকে’ কোন কারকে কোন বিভক্তি? [ বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল অপারেটর : ১৯ ]

উত্তর: (ক) অপাদানে দ্বিতীয়া

৩২০. একই ধাতু থেকে ক্রিয়া ও কর্ম গঠিত হলে তাকে কি কর্ম বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) সমধাতুজ

৩২১. 'প্রভাতে উদল রবি লোহিত বরণ’ -বাক্যে প্রভাতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) অধিকরণে ৭মী

৩২২. ‘আমি কাল বাড়ি যাব।’ ‘আমি’ কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) কর্তৃকারকে ১মা

    নবীনতর পূর্বতন