দ্বিরুক্ত শব্দ mcq প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর অনুশীলন
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: দ্বিরুক্ত শব্দ mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (১৪১)

১. একই শব্দ বারবার ব্যবহৃত হলে তাকে বলে- [পুরালী ব্যাংক সিনিয়র অফিসার:০০ ]

উত্তর: (ঘ) দ্বিরুক্ত শব্দ

২. বিশেষ্য পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (খুলনা বিভাগ): ০৭/ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৬ ]

উত্তর: (গ) বাড়ি-বাড়ি যাব

৩.'ডাল-ভাত' কেমন অর্থের শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ০৩]

উত্তর: (ঘ) ভিন্নার্থক

৪. 'ডেকে ডেকে হয়রান হয়েছি এখানে ‘ডেকে ডেকে দ্বিরুক্তিটি কোন অর্থে? [খাদ্য অধিদপ্তর পরিদর্শক: ০০]

উত্তর: (ঘ) পৌনঃপুনিকতা

৫. 'রাশি' শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়? [বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ০১]

উত্তর: (খ) আধিক্য

৬. ধ্বনি বাচক দ্বিরুক্ত শব্দ- [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯/ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন): ১৩]

উত্তর: (গ) কড়কড়

৭. ‘পথে পথে' কোন ধরনের শব্দ? [পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা: ০৬]

উত্তর: (ক) দ্বিরুক্তি শব্দ

৮.'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' কোন ধরনের শব্দ? [সরকারী মাধ্যমিক বিদালয় সহকারী শিক্ষক ০৬ ]

উত্তর: (খ) ধ্বন্যাত্নক দ্বিরুক্তি

৯. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান' এখানে 'টাপুর টুপুর' কোন ধরনের শব্দ? [ ২০তম বিসিএস / বাংলাদেশ অয়েল, গ্যাস মিনারেল কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন): ১১]

উত্তর: (গ) ধ্বন্যাত্মক শব্দ

১০.নিচের কোনটি যুগ্মরীতির দ্বিরুক্ত শব্দ? [পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার : ১৪]

উত্তর: (ক) বই-টই

১১.'বই-টই' নিয়ে পড়তে বসো।' এখানে ‘বই-টই' কী? [৯ম বিজেএস (জজ) প্রাথমিক পরীক্ষা: ১৪]

উত্তর: (খ) অনুকার দ্বিরুক্তি

১২. সমার্থক শব্দ যোগে দ্বিরুক্তি হয়েছে কোনটি? [কর্মসংস্থান ব্যাংক অফিসার (ক্যাশ): ১৫]

উত্তর: (গ) ধন-দৌলত

১৩. কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৫]

উত্তর: (খ) ঝম ঝম

১৪. 'কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব'- 'কবি কবি' কি অর্ধে ব্যবহৃত হয়েছে? [পরিবার পরিকল্পনা সহকারী/পরিদর্শক: ১৮ ]

উত্তর: (ঘ) উপহাস অর্থে

১৫. শিশুটি মা মা বলে কাঁদছে এখানে 'মা মা’ দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর অডিটর: ১৯ ]

উত্তর: (খ) আগ্রহ

১৬.ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দের উদাহরণ কোনটি? [বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ব্যক্তিগত সহকারী: ১৯ ]

উত্তর: (ক) ধরাধরি

১৭.‘ঝির ঝির করে বাতাস বইছে।' এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? [ ডিজিএফআই এর সহকারী পরিচালকঃ ১৯ ]

উত্তর: (খ) ধ্বনিব্যঞ্জনা

১৮.‘ছোট ছোট জমি বিক্রি করে দাও' এ বাক্যে দ্বিরুক্ত শব্দ কী অর্থ প্রকাশ করে? (পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী: ১৯)

উত্তর: (খ) সামান্যতা

১৯. ধ্বনাত্মক দ্বিরুক্তির উদাহরণ কোনটি? [জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার: ১৯ ]

উত্তর: (খ) ঘেউ ঘেউ

২০. ধ্বনির ব্যঞ্জনা বোঝাতে দ্বিরুক্তির উদাহরণ কোনটি ? [ রাবি ]

উত্তর: (ক) বৃষ্টি পড়ে টাপুর টুপুর

২১. কৃষক হলেও তার আছে (রাশি রাশি) ধন - বাক্যে 'রাশি রাশি' কি অর্থে ব্যবহৃত হয়েছে ? [বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (সহকারী ব্যবস্থাপক) : 2020 ]

উত্তর: (গ) আধিক্য

২২.‘মাথা-মুণ্ডু’ কোন ধরনের শব্দ? [ বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সহকারী সুপারিনটেনডেন্ট অব সার্ভে- ২০০৫ ]

উত্তর: (ক) ধ্বন্যাত্মক শব্দ

২৩. বাংলা ভাষায় নিচের কোন শব্দের দ্বিরুক্তি হয় ? [বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র : ২০১৯ ]

উত্তর: (ক) যে কোনো শব্দের

২৪. 'চিকচিক' করে বালি কোথা নাহি কাদা - বাক্যের ধ্বন্যাত্নক দ্বিরুক্তিটি কোন পদ নির্দেশক করছে ? [বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(সহকারী পরিচালক) : 2021 ]

উত্তর: (ঘ) ক্রিয়া - বিশেষণ

২৫.নিচের কোনটি ভিন্নার্থক শব্দযোগে কোনটি ? [ অগ্রণী ব্যাংক: ২০১৭ ]

উত্তর: (ক) তালা চাবি

২৬. বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে কি বলা হয় ? [ সমবায় অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির অফিসার : ৯৭ ]

উত্তর: (খ) পদাত্নক দ্বিরুক্তি

২৭. একই বিভক্তি প্রয়োগে দ্বিরুক্তি কোনটি? [খাদ্য অধিদপ্তরে উচ্চমান সহকারী: ২০২১ ]

উত্তর: (ক) ঘরে-ঘরে

২৮. নিচের কোন বাক্যে অব্যয়ের দ্বিরুক্ত হয়েছে ? [ সিজিএ নিয়োগ পরীক্ষা-2022 ]

উত্তর: (ক) ছি ছি তুমি কি করেছ ?

২৯. বিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০০ ]

উত্তর: (ক) লাল লাল ফুল

৩০. ধ্বনিজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ- [ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী পরিচালক (প্রশাসন ) : ২০১৩ ]

উত্তর: (গ) কড়কড়

৩১. সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে ? [ সোনালী,রুপালী ব্যাংক অফিসার : ২০১৮ ]

উত্তর: (গ) ধন - দৌলত

৩২. ছেলেটি মা মা বলে কাঁদছে। এখানে মা মা দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ? [ কৃষি ব্যাংক অফিসার (ক্যাশ) : ২০১৫ ]

উত্তর: (ঘ) আগ্রহ

৩৩. বিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ০০]

উত্তর: (ক) লাল লাল ফুল

৩৪. ‘ছি!ছি! তুমি এত খারাপ?’ এখানে “ছি! ছি!” কি অর্থ প্রকাশ করেছে? [ প্রবেশনারি অফিসার -.2021 ]

উত্তর: (খ) ভাবের গভীরতা

৩৫.কোনটি দ্বিরুক্ত শব্দ? [ গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ( সিভিল ) : ২০১১ ]

উত্তর: (গ) শন শন

৩৬. সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি কোনটি? [ গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ( সিভিল ) : ২০০১ ]

উত্তর: (খ) টাকা-পয়সা

৩৭. নিচের কোনটি শূন্যতাজ্ঞাপক শব্দ ? [Two Combined Bank Recruitment Test Post: Officer - :2018 ]

উত্তর: (ক) ঠন ঠন

৩৮. ডালভাত কোন অর্থের শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে ? [Mercantile Bank Ltd - Probationary Officer - :2015]

উত্তর: (ঘ) ভিন্নার্থক

৩৯. কোনটি দ্বিরুক্তিটি ধ্বন্যাত্নক শব্দ ? [Krishi Bank - Officer – 2015 ]

উত্তর: (ক) শন শন

৪০. সমার্থক যুগ্ম শব্দটি চিহ্নিত করুন। [সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক : ০৭ ]

উত্তর: (ক) হাসি-খুশি

৪১. এক শব্দ দুবার ব্যবহৃত হয়ে অর্থের সম্প্রসারণ ও বিশেষ গুরুত্ব প্রকাশ করলে তাকে কি বলে ? [খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (গ) দ্বিরুক্ত শব্দ

৪২. নিচের কোন বাক্যে বিশেষ্য পদের দ্বিরুক্ত হয়েছে ? [খাদ্য অধিদপ্তরে উপ-খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (খ) তাকে চোর চোর মনে হয় ?

৪৩. ক্রিয়া বিশেষণ বুঝাতে দ্বিরুক্ত শব্দের ব্যবহার কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) ধীরে ধীরে যাও

৪৪. একই শব্দ অবিকৃত রেখে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) ভাল-ভাল ফল

৪৫. নিচের কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তির উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) ঢং ঢং

৪৬. ‘ভয়ে তার গা ছম ছম করছে।’ এখানে ‘ছম ছম’ এখানে ‘ছম ছম’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) ভাবের গভীরতা

৪৭. নিচের কোন বাক্যের দ্বিরুক্তি পৌনঃপুনিকতা বোঝাচ্ছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) ডেকে ডেকে হয়রান হয়েছে

৪৮. মানুষের ধ্বনি অনুকার, জীব-জন্তুর ধ্বনি অনুকার, বস্তুর ধ্বনি অনুকার এবং অনুভুতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার কোন দ্বিরুক্তি অন্তর্গত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) ধ্বন্যাত্নক দ্বিরুক্তি

৪৯. লোকটা হাড়ে হাড়ে শয়তান -বাক্যের দ্বিরুক্তি কোন অর্থ প্রকাশক ? [ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড || নিরাপত্তা প্রহরী : ২৩ ]

উত্তর: (খ) আধিক্য

৫০. সে (হাড়ে হাড়ে) বদমায়েশ - এখানে হাড়ে হাড়ে দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০]

উত্তর: (খ) আধিক্য

৫১. দ্বিরুক্ত শব্দকে কয় ভাগে ভাগ করা যায় ? [রাজশাহী বিশ্ববিদ্যালয়।ইউনিট : E: ০৭-০৮]

উত্তর: (খ) তিন ভাগে

৫২. নিচের কোন শব্দগুলো ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ? [ জনতা ব্যাংক এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার : ২০১৯ ]

উত্তর: (খ) ঠং-ঠং, ঝন্-ঝন্, ছল্-ছল্, কল-কল

৫৩. নিচের কোনটি যুগ্ম দ্বিরুক্তি শব্দের উদাহরণ? [ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অ্যাসিসট্যান্ট ম্যানেজার-২০১৪ ]

উত্তর: (গ) হাতাহাতি

৫৪. যুগ্মরীতিতে দ্বিরুক্তি গঠন কয়টি নিয়ম রয়েছে ? [ পানি উন্নয়ন বোর্ড : ২০১৯]

উত্তর: (খ) ৬টি

৫৫.‘লোকটি হাড়ে হাড়ে বদমায়েশ।’ এখানে ‘হাড়ে হাড়ে’ দ্বিরুক্ত শব্দটি কি অর্থ প্রকাশ করছে? [পানি উন্নয়ন বোর্ড অফিস সহকারী: ২০১৯]

উত্তর: (ক) আধিক্য

৫৬. দ্বিরুক্ত শব্দ জোড়ার দ্বিতীয় শব্দটির কিরূপ পরিবর্তন হয় ? [ পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী:২০০৭]

উত্তর: (গ) আংশিক

৫৭. 'ছেলেটি দাদা দাদা বলে অস্থির হয়ে গেল। ' 'দাদা দাদা' কি অর্থ প্রকাশ করেছে ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯]

উত্তর: (ঘ) পুনরাবৃত্তি

৫৮. নিচের কোন দ্বিরুক্তিটি ধ্বন্যাত্মক ? [ পোস্টমাস্টার জেনারেলের উচ্চমান সহকারী : ২০২৩ ]

উত্তর: (ক) মিউ মিউ

৫৯. পড় পড় - কোন ধ্বনির অনুকার ? [উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ২০১৩]

উত্তর: (ক) শব্দ দ্বিরুক্তি

৬০. তীব্রতা বুঝাতে কোন বাক্যটিতে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ হয়েছে ? [উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ২০১৩]

উত্তর: (ঘ) সে গরম গরম জিলাপী খাচ্ছে

৬১. ‘থেকে থেকে শিশুটি কাঁদছে।’ এখানে ‘থেকে থেকে’ কো্ন অর্থ প্রকাশ করেছে? [১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন-(স্কুল/সমপর্যায়)-২০১৫]

উত্তর: (ক) কালের বিস্তার

৬২. একই শব্দের ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে কি বলে ? [ Agrani bank Ltd - Senior Officer - 2017 ]

উত্তর: (খ) যুগ্ম দ্বিরুক্তি

৬৩.‘শিশুটি মা মা বলে কাঁদছে।’ -এখানে ‘মা মা’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [ Agrani bank Ltd - Senior Officer - 2017 ]

উত্তর: (খ) আগ্রহ

৬৪. কোন প্রত্যয় যোগে বিশেষ্য দ্বিরুক্তি গঠিত হয় ? [ পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার:২০০৭]

উত্তর: (ক) আনী

৬৫. বিশেষণ পদ যোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি ? [ পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার:২০০৭]

উত্তর: (গ) লাল লাল গোলাপ

৬৬. দ্বিরুক্ত শব্দের অন্য নাম কি ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০]

উত্তর: (খ) শব্দ দ্বৈত

৬৭. ছেলেটিকে চোখে চোখে রাখ - বাক্যের দ্বিরুক্তি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ? [অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪]

উত্তর: (গ) সতর্কতা

৬৮. নিচের কোন বাক্যটির দ্বিরুক্ত শব্দ পারস্পরিকতা অর্থ বুঝাচ্ছে? [অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪]

উত্তর: (ক) ঝাঁকে-ঝাঁকে পাখি উড়ে গেল

৬৯. বিভক্তিযুক্ত শব্দ দুবার উক্ত হলে তাকে কি বলা হয় ? [অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪]

উত্তর: (গ) পদের দ্বিরুক্তি

৭০. দ্বিরুক্ত কথাটির আভিধানিক অর্থ কি ? [অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪]

উত্তর: (খ) দুবার উক্ত হয়েছে এরূপ শব্দ বা পদ

৭১. নিচের কোন বাক্যেটির দ্বিরুক্ত শব্দ পারস্পরিকতা অর্থ বোঝাচ্ছে ? [ B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ১৯-২০ ]

উত্তর: (খ) ঝাঁকে ঝাঁকে পাখি আকাশে উড়ছে

৭২. পদের দ্বিরুক্তিতে বিশেষণের ব্যবহার কোনটি ? [ B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ১৯-২০ ]

উত্তর: (ঘ) ভালয় ভালয়

৭৩. রাশি শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থে প্রকাশ পায় ? [ বাংলাদশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা -২০১৭ ]

উত্তর: (খ) আধিক্য

৭৪.সমার্থক বা একার্থক সহচর শব্দযোগে কোন দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে? [ বাংলাদশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা -২০১৭ ]

উত্তর: (ক) চাল-চলন

৭৫. ভয়ে গা ছম ছম করছে এ বাক্যের - দ্বিরুক্তি শব্দ কি বুঝাচ্ছে ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯ ]

উত্তর: (গ) অনুভূতি বা ভাব

৭৬.দ্বিরুক্তি কয় রকমের গঠিত হয়? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯ ]

উত্তর: (ক) তিন রকমের

৭৭. ‘কুহু কুহু’ কোন দ্বিরুক্তির উদাহরণ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯ ]

উত্তর: (গ) ধ্বন্যাত্মক দ্বিরুক্তি

৭৮. জ্বর এর সাথে কোন শব্দের দ্বিরুক্তিতে সামান্য অর্থ প্রকাশ পায় ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯ ]

উত্তর: (গ) জ্বর

৭৯. তুমি 'রোজ রোজ' এখানে আস কেন ? বাক্যে রোজ রোজ কোন ধরণের দ্বিরুক্ত ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯ ]

উত্তর: (খ) শব্দের দ্বিরুক্ত

৮০. লাল লাল ফুল - বাক্যে কি অর্থে দ্বিরুক্ত হয়েছে ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯ ]

উত্তর: (ঘ)

৮১. বাংলা ভাষার কোন শব্দের দ্বিরুক্তি হতে পারে? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯ ]

উত্তর: (গ) যে কোন শব্দের

৮২. ‘হাতে হাতে ফল পাওয়া’ বাক্যাংশে ‘হাতে হাতে’ হল- [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯ ]

উত্তর: (ক) দ্বিরুক্ত শব্দদ্বৈত

৮৩.‘সারা বাড়িটা খাঁ খাঁ করছে- এখানে ‘খাঁ খাঁ হল- [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯ ]

উত্তর: (গ) দ্বিরুক্ত শব্দ

৮৪. শূন্যতাজ্ঞাপক শব্দ কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯ ]

উত্তর: (গ) ঠন-ঠন

৮৫. বিভক্তিহীন শব্দ দুবার উক্ত হলে তাকে কী বলা হয় ? [ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তর | বিল্ডিং ওভারশিয়ার : ২০১৮ ]

উত্তর: (খ) শব্দের দ্বিরুক্তি

৮৬. ‘সমার্থক’ শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে- [আল-আরাফাহ ব্যাংক :২০১৩]

উত্তর: (গ) ধন-দৌলত

৮৭. ধ্বন্যাত্মক ‘একক’ বা দ্বিরুক্ত উদাহরণ কোনটি? [এবি ব্যাংক :২০১৩]

উত্তর: (ক) মর্মর

৮৮. নিচের কোনটি যুগ্ম দ্বিরুক্তি শব্দের উদাহরণ? [বাংলাদেশ কমার্স ব্যাংক:২০১৪ ]

উত্তর: (গ) হাতাহাতি

৮৯. যে সকল শব্দ শব্দের আপন আকৃতিতেই দ্বিরুক্ত হয় তাকে কোন প্রকার দ্বিরুক্তি বলে ? [বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক:২০১৩ ]

উত্তর: (গ) শব্দাত্নক দ্বিরুক্তি

৯০. শব্দদ্বৈত কি? [বাংলাদেশ কৃষি ব্যাংক:২০১৩ ]

উত্তর: (ঘ) দুটি শব্দ সহযোগে অর্থ দুর্বোধ্য করা

৯১. কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ? [আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট:২০১৩ ]

উত্তর: (ক) ঝম-ঝম

৯২. যুগ্মরীতিতে কিভাবে দ্বিরুক্তি শব্দ গঠন করা যায়?

উত্তর: (খ) একই শব্দের ঈষৎ পরিবর্তন করে দুবার ব্যবহার করে

৯৩. নিচের কোনটি একই বিভক্তি প্রয়োগ দ্বিরুক্তি ? [ব্যাংক আলফালাহ :২০১৩]

উত্তর: (ক) ঘরে ঘরে

৯৪. কোন দ্বিরুক্তিটি ধ্বন্যাত্নক শব্দ ? [ বাংলাদেশ জুটমিল কর্পোরেশনের অফিসার -২০১৭ ]

উত্তর: (ক) শন শন

৯৫. বহুবচন বা আধ্যিক বোঝাতে কোন বাক্যে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ হয়েছে? [ব্যাসিক ব্যাংক :২০১৩]

উত্তর: (খ) ‘সে সে লোক গেল কোথায়’

৯৬. পদাত্নক দ্বিরুক্তি কয়ভাবে গঠিত হয় ? [ব্যাসিক ব্যাংক :২০১৩]

উত্তর: (গ) ২ ভাবে

৯৭. নিচের কোন শব্দগুচ্ছ বিশেষ্য দ্বিরুক্তির উদাহরণ? [ব্যাংক এশিয়া :২০১৩]

উত্তর: (ক) বাড়ি-বাড়ি, গাড়ি-বাড়ি, বস্তা-বস্তা

৯৮. ‘ঝির ঝির’ করে বাতাস বইছে? এখানে ‘ঝির ঝির’ কি অর্থে ব্যবহৃত হয়েছে? [ব্যাংক এশিয়া :২০১৩]

উত্তর: (খ) ধ্বনির ব্যঞ্জনা অর্থে

৯৯. 'কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব, - কবি কবি কি অর্থে ব্যবহৃত হয়েছে ? [সিটি ব্যাংক :২০১৩]

উত্তর: (ঘ) উপহাস অর্থে

১০০. অনুকার অব্যয়যোগে গঠিত দ্বিরুক্তি কোনটি? [সিটি ব্যাংক :২০১৩]

উত্তর: (গ) ঢং ঢং করে ঘণ্টা বেজে ওঠলো

১০১.‘চিকমিক করে বালি কোথা নাই কাদা’। দ্বিরুক্ত শব্দটি কোন্ পদরূপে ব্যবহৃত হয়েছে? [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান অ্যাসিসট্যান্ট অফিসার : ২০১৪ ]

উত্তর: (ক) ক্রিয়া বিশেষণ

১০২.‘ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে’? এখানে ‘ঘুমিয়ে ঘুমিয়ে’ কি অর্থে ব্যবহৃত হয়েছে? [ডাচ-বাংলা ব্যাংক :২০১৩]

উত্তর: (ক) ক্রিয়া-বিশেষণ

১০৩.ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে ? এ বাক্যে (ঘুমিয়ে ঘুমিয়ে) কোন প্রকার মাপের শব্দের দ্বিরুক্ত ? [ইস্টার্ন ব্যাংক :২০১৩]

উত্তর: (ঘ) ক্রিয়াবাচক

১০৪. ছেলেটিকে চোখে চোখে রেখো। এই পদাত্মক বাক্য দ্বিরুক্তি ‘চোখে চোখে’ কি অর্থ প্রকাশ করছে? [ইস্টার্ন ব্যাংক :২০১৩]

উত্তর: (ঘ) সতর্কতা

১০৫.‘রিরি করা’ দ্বারা কি প্রকাশ পায়? [এক্সিম ব্যাংক:২০১৩ ]

উত্তর: (ক) তীব্র ক্রোধ

১০৬.‘কাটিতে কাটিতে ধান এল বরষা’-এই বাক্যে ‘কাটিতে কাটিতে’ দ্বিরুক্তি কি অর্থ প্রকাশক? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : .২০০৯ ]

উত্তর: (খ) পৌনঃপুনিকতা

১০৭. শব্দ দ্বৈত অর্থ কি ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : .২০০৯ ]

উত্তর: (গ) দুটি শব্দ সহযোগে অর্থ দুর্বোধ্য করা

১০৮. শব্দের আদি স্বরের পরিবর্তন করে যুগ্মরীতিতে দ্বিরুক্ত শব্দ কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : .২০০৯ ]

উত্তর: (ক) চুপচাপ

১০৯. কোন শব্দে যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্ত পদের ব্যবহার হয়েছে? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : .২০০৯ ]

উত্তর: (খ) আকাশে-বাতাসে

১১০. দেখেছ তার কবি কবি ভাব? [ এনএসআই (NSI) - ডেসপাচ রাইডার ও অফিস সহায়ক : ২০২১ ]

উত্তর: (ক) সামান্য অর্থে

১১১.‘ছেলেটির যায় যায় অবস্থা’- ‘যায় যায়’ এখানে কোন্ অর্থে ব্যবহৃত হয়েছে? [ এনএসআই (NSI) - ডেসপাচ রাইডার ও অফিস সহায়ক : ২০২১ ]

উত্তর: (গ) মৃতপ্রায় অবস্থা

১১২.নিচের কোন দ্বিরুক্ত শব্দে একই শব্দের অবিকৃত প্রয়োগ পরিলক্ষিত হয়? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০ ]

উত্তর: (গ) পটপট

১১৩. নিচের কোনটিতে শব্দের দ্বিরুক্তি হয়েছে ? [ নির্বাচন কমিশন সচিবালয়ে থানা/উপজেলা নির্বাচন অফিসার : ২০০৮ ]

উত্তর: (গ) ফোঁটা -ফোঁটা

১১৪. কোনটিতে শব্দের দ্বিরুক্তি ঘটেছে? [ নির্বাচন কমিশন সচিবালয়ে থানা/উপজেলা নির্বাচন অফিসার : ২০০৮ ]

উত্তর: (ক) ফোঁটা-ফোঁটা পানি

১১৫. বিশেষণ বোঝাতে কোন বাক্যে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ হয়েছে? [ জনতা ও রূপালী ব্যাংক- অফিসার : ২০১৯ ]

উত্তর: (খ) পিলসুজে বাতি জ্বলে ‘মিটির মিটির’

১১৬. টা টা কিসের অনুভুতিজাত ধ্বনি ? [ জনতা ও রূপালী ব্যাংক- অফিসার : ২০১৯ ]

উত্তর: (গ) রোদের তীব্রতা

১১৭. কোন দ্বিরুক্ত শব্দটি ক্রিয়াবিশেষণ হতে পারে ? [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসার রক্ষক) : ২০২১ ]

উত্তর: (গ) ঘরবাড়ি

১১৮. কোন দ্বিরুক্তিটি ধ্বন্যাত্মক শব্দ? [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসার রক্ষক) : ২০২১ ]

উত্তর: (ক) শন-শন

১১৯. (রাশি রাশি) ধন। বাক্যে ব্যবহৃত দ্বিরুক্তিটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : -২০০১ ]

উত্তর: (খ) আধিক্য অর্থে

১২০.‘মেয়েটার যেন কালো-কালো চেহারা।’ এখানে ‘কালো-কালো’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে। [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিবার পরিকল্পনা পরিদর্শক/পরিবার কল্যাণ সহকারী : ২০১১ ]

উত্তর: (ক) সামান্যতা

১২১. নিচের কোনটি অব্যয়ের দ্বিরুক্তি? [ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী : ২০১১ ]

উত্তর: (খ) বৃষ্টি পড়ে টাপুর টুপুর

১২২. বিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? [ নির্বাচন কমিশনের অফিস সহায়ক: ২৩/ সিজিএ এর অফিস সহায়ক: ২২ ]

উত্তর: (ক) লাল লাল ফুল

১২৩. দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠিত হয়েছে? [ জনতা ও রূপালি ব্যাংকের অফিসার: ১৯ ]

উত্তর: (গ) ছটফট

১২৪. 'কোনটি যুগ্মরীতির দ্বিরুক্ত? [ জনতা ও রূপালি ব্যাংকের অফিসার: ১৯ ]

উত্তর: (খ) টুপটাপ

১২৫. 'হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপণ'- এ বাক্যে কোন দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে? [ বেজা'র সহকারী পরিচালক: ২০ ]

উত্তর: (ঘ) পদাত্মক

১২৬. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর'- বাক্যে কী বুঝানো হয়েছে? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়ারলেস অপারেটর: ২১ ]

উত্তর: (ঘ) ধ্বনিব্যঞ্জনা

১২৭. আমার জ্বর জ্বর লাগছে- 'জ্বর জ্বর' শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে- [ ৪২তম বিসিএস ]

উত্তর: (ক) দ্বিরুক্ত শব্দ

১২৮. অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি? [ এনএসআই এর ওয়াচার কনস্টেবল: ২১ ]

উত্তর: (ক) চুপচাপ

১২৯. বিকারজাত শব্দযোগে দ্বিরুক্তির উদাহরণ হলো- [ সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার: ২১ ]

উত্তর: (গ) বকাঝকা

১৩০. ক্রিয়ার দ্বিরুক্তি যোগে গঠিত বিশেষণের দৃষ্টান্ত হলো- [ প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার: ২১/ সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার: ২১ ]

উত্তর: (গ) যায় যায়

১৩১. ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ- [ এনএসআই এর ফিল্ড অফিসার: ২১ ]

উত্তর: (খ) পট পট

১৩২. ধ্বন্যাত্মক শব্দদ্বিত্ব কোনটি? [ বাখরাবাদ গ্যাস ফিল্ডের সহকারী ব্যবস্থাপক: ২১ ]

উত্তর: (গ) পটাপট

১৩৩. কোনটি পদাত্মক দ্বিরুক্তির উদাহরণ? [ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী: ২১ ]

উত্তর: (ক) দিন দিন

১৩৪. শব্দের দ্বিরুক্ত কত প্রকার? [ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী: ২১ ]

উত্তর: (খ) ৩ প্রকার

১৩৫. 'পাতায় পাতায় পড়ে নিশির শিশির'- এখানে 'পাতায় পাতায়' কি বোঝাতে ব্যবহৃত হয়েছে? [ রাজউকের ইমারত পরিদর্শক: ২২ ]

উত্তর: (খ) ধারাবাহিকতা

১৩৬. কোনটি অব্যয়সূচক শব্দের দ্বিরুক্তি? [ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২ ]

উত্তর: (ক) আর হায় হায় করে লাভ কী?

১৩৭. 'মেঘে মেঘে' শব্দদ্বৈত কী অর্থে ব্যবহৃত হয়? [ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নকশাকার: ২২ ]

উত্তর: (ক) ব্যাপ্তি

১৩৮. ধ্বনিবাচক দ্বিরুক্তি শব্দ কোনটি? [ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক: ২২ ]

উত্তর: খ ও গ

১৩৯. নিচের কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি? [ ডাক বিভাগের উচ্চমান সহকারী: ২২ ]

উত্তর: (ক) টন-টন

১৪০. গাছটা মড় মড় করে ভেঙে পড়ল। এখানে 'মড়মড়' কোন অনুকৃতির ধ্বন্যাত্মক শব্দ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট: ২৩ ]

উত্তর: (খ) বস্তুর ধ্বনি

১৪১. নিচের কোনটি ভাব প্রকাশক অনুকার অব্যয়? [ সমন্বিত ৭ ব্যাংকের অফিসার: ২৩ ]

উত্তর: (গ) হায় হায়

    أحدث أقدم