বিখ্যাত ব্যক্তিদের উপাধি
উপাধি |
প্রকৃত নাম |
পাকিস্তান |
কায়েদ-এ-আজম |
মোহাম্মদ আলী জিন্নাহ |
কায়েদ-এ-মিল্লাত |
লিয়াকত আলী খান |
ডটার অব দ্যা ইস্ট |
বেনজীর ভুট্টো |
ভারত |
মহাত্মা, বাপু |
করম চাঁদ গান্ধী |
নেতাজী |
সুভাষ চন্দ্র বসু |
গ্র্যান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া |
দাদা ভাই নওরোজী |
মিসাইলম্যান |
এ পি জে আব্দুল কালাম |
শের-ই-কাশ্মীর |
শেখ মুহাম্মদ আব্দুল্লাহ |
দেশ বন্ধু |
চিত্তরঞ্জন দাশ |
শের-ই পাঞ্জাব, পাঞ্জাব-কেশরী |
লালা রাজপত রায় |
শান্তির মানুষ |
লাল বাহাদুর শাস্ত্রী |
বাংলার বাঘ |
আশুতোষ মুখোপাধ্যায় |
পন্ডিতজী, চাচা |
জওহরলাল নেহেরু |
সীমান্ত গান্ধী |
আব্দুল গাফফার খান |
নাইটিংগেল অব ইন্ডিয়া |
সরোজিনী নাইডু |
মহান শাসক |
গিয়াস উদ্দিন বলবন |
দীন বন্ধু |
এফ. এনড্রজ |
গ্রিস |
ব্লাইন্ড বার্ড |
হোমার |
ইতিহাসের জনক |
হিরোডাটাস |
যুক্তরাজ্য |
আইনের শাসক |
আলফ্রেড দি গ্রেট |
ইংরেজি কাব্যের জনক |
জিওফ্রে চসার |
আধুনিক বিজ্ঞানের জনক |
রজার বেকন |
উত্তরের যাদুকর |
স্যার ওয়াল্টার স্কট |
কিং মেকার |
আর্ল অব ওয়ারিক |
কুমারী রানী |
রানী এলিজাবেথ (প্রথম) |
আয়রন ডিউক |
ডিউক অব ওয়েলিংটন |
লৌহ মানবী |
মার্গারেট থ্যাচার |
ডেজার্ট ফক্স |
ফিল্ড মার্শাল রোমেল |
বার্ড অব হ্যাভেন |
উইলিয়াম শেক্সপিয়র |
ইন্টারন্যাশনাল সুপারস্টার |
গ্রান্ড ওল্ড ম্যান অব বৃটেন |
উইলিয়াম ই গ্লাভস্টোন |
জি. বি. এস |
জর্জ বার্নাড শ |
জার্মানি |
ম্যান অব দা ব্লাড এন্ড আয়রন |
অটোভন বিসমার্ক |
আধুনিক জার্মানির জনক |
ফ্রুয়েরার |
এডলফ হিটলার |
ফ্রান্স |
লিটল কর্পোরাল, ম্যান অব ডিসটিনি |
নেপোলিয়ন বোনাপার্ট |
টাইগার |
জর্জ ক্লেসেড |
ইন্দোনেশিয়া |
বাংকার্নো |
ডঃ আহমেদ সুকর্ন |
যুক্তরাষ্ট্র |
আইক |
আইজেন হাওয়ার |
মিডিয়া মোগল |
রূপার্ট মারডর্ক |
মিশর |
সার্পেন্ট অব দি নাইল |
রানী ক্লিওপেট্রো |
আরবের নাইটিংগেল |
উম্মে কুলসুম |
ইতালি |
লেডি উইথ দি ল্যাম্প |
ফ্লোরেন্স নাইটিংগেল |
তুরস্ক |
আতাতুর্ক/ গ্রে উলফ |
কামাল পাশা |
আধুনিক তুরস্কের জনক |
আর্জেন্টিনা |
চে আর্নেসেটা |
চে গুয়েভারা |
ভিয়েতনাম |
আংকেল হো |
হো চি মীন |