বানান শুদ্ধিকরণ mcq প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: বানান শুদ্ধিকরণ mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (৩৫২)

১. কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয়- [ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা :১২ ]

উত্তর: (খ) ১৯৩৬ সালে

২. কোনটি শুদ্ধ শব্দ? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রদর্শক: ১৩ ]

উত্তর: (ক) সাক্ষ্যদান

৩. কোনটি শুদ্ধ বানান? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (বুড়িগঙ্গা): ১৩ ]

উত্তর: (ক) প্রণয়িনী

৪. ভুল বানান কোনটি? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (বিটা): ১৪ ]

উত্তর: (গ) জামিতি

৫. নিচের কোন বানানটি শুদ্ধ? [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান অ্যাসিস্ট্যান্ট অফিসার: ১৪ ]

উত্তর: (গ) শশাঙ্ক

৬. 'টাকা উপার্জনের লক্ষ নিয়ে একদা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম, অর্থই যে সকল অনর্থের মুল তখনও তা জানতাম না' বাক্যটিতে কয়টি বানান ভুল আছে? [ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা: ০৬ ]

উত্তর: (খ) ২টি । সঠিক বানান: লক্ষ্য ও মূল।

৭. কোন বানানটি সঠিক? [ রূপালী ব্যাংক লি. অফিসার: ১০ ]

উত্তর: (ঘ) ধাঁধা

৮. নিচের অশুদ্ধ বানানটি শনাক্ত করুন- [ আইসিবি ব্যাংক লি. অফিসার/সিনিয়র অফিসার: ১৪ ]

উত্তর: (গ) অদ্ভূত

৯. কোনটি সঠিক বানান? [ অগ্রণী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১০ ]

উত্তর: (ক) পুঙ্খানুপুঙ্খ

১০. নিচের কোন শব্দটি শুদ্ধ? [ ঢাবি, ভর্তি: ১৮-১৯ ]

উত্তর: (গ) অন্তস্তল

১১. নিচের কোন গুচ্ছে সব শব্দ শুদ্ধ? [ ডেসকোর সুপারভাইজার: ১৯ ]

উত্তর: ক ও খ

১২. কোন শব্দগুচ্ছ শুদ্ধ? [ ৪০তম বিসিএস ]

উত্তর: (ঘ) আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি

১৩. শুদ্ধ বানান কোনটি? [ বিসিক এর এক্সটেনশন অফিসার: ১৯ ]

উত্তর: (খ) ধ্যানধারণা

১৪. শুদ্ধ বানান কোনটি? [ বিসিক এর এক্সটেনশন অফিসার: ১৯ ]

উত্তর: (ক) বিকিরণ

১৫. নিচের কোন বানানটি শুদ্ধ? [ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী: ১৯ ]

উত্তর: (ক) সূক্ষ্ম

১৬. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) রীতিনীতি

১৭. শুদ্ধ বানান কোনটি? [ বিসিক এর এক্সটেনশন অফিসার: ১৯ ]

উত্তর: (গ) পীড়াপীড়ি

১৮. শুদ্ধ বানান কোনটি? [ বিসিক এর এক্সটেনশন অফিসার: ১৯ ]

উত্তর: (ক) অনুকূল

১৯. নিচের কোনটির বানান সঠিক? [ ক্রীড়া পরিদপ্তরের অফিস সহকারী:১৯ ]

উত্তর: (গ) পুনরুজ্জীবন

২০. নিচের কোনটি সঠিক বানান? [ ক্রীড়া পরিদপ্তরের অফিস সহকারী: ১৯ ]

উত্তর: (ক) বাষ্পীয়

২১. নিচের কোন বানানটি শুদ্ধ? [ সিজিডিএফ এর অডিটর: ১৯ ]

উত্তর: ক ও খ । শুদ্ধ বানান: বিভূতিভূষণ, ইতোমধ্যে।

২২. নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ? [ সাধারণ বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার: ১৯ ]

উত্তর: (গ) দুর্গা, পণ্য

২৩. শুদ্ধ বানানগুচ্ছ কোনটি? [ সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক: ১৯ ]

উত্তর: (খ) সমীচীন, সংশ্রব, সত্তা । শুদ্ধ বানান: মহত্ত্ব, মহীয়সী, মরূদ্যান, ভস্ম, উচ্ছ্বাস, অপরাহ্ণ।

২৪. কোন বানানটি শুদ্ধ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৯ ]

উত্তর: (খ) সংজ্ঞা

২৫. নিচের কোন শব্দটি শুদ্ধ? [ সিজিডিএফ এর জুনিয়র অডিটর: ১৯ ]

উত্তর: (ঘ) কোনটিই নয় । শুদ্ধ বানান: ঊর্ধ্ব, অত্যন্ত, উচিত।

২৬. কোন বানানটি সঠিক? [ জনতা ও রূপালি ব্যাংকের অফিসার: ১৯ ]

উত্তর: গ ও ঘ । ওষ্ঠ ও ওষ্ঠ্য: দুটি বানানই সঠিক।

২৭. নিচের যে গুচ্ছে অপ্রমিত বানান রয়েছে- [ বাংলাদেশ ব্যাংকের অফিসার: ১৯ ]

উত্তর: (ক) স্বত্ত্ব, কনকাঞ্জলী । প্রমিত বানান: স্বত্ব, কনকাঞ্জলি।

২৮. কোন বানানটি অশুদ্ধ? [ দুর্নীতি দমন কমিশনের ডাটা এন্ট্রি / কন্ট্রোল অপারেটর: ১৯ ]

উত্তর: (ক) শুদ্ধ বানান: দণ্ড।

২৯. কোনটি শুদ্ধ? [ আইইআর (ঢাবি) এর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর: ২০ ]

উত্তর: (গ) নিরপরাধ

৩০. কোন বানানটি শুদ্ধ? [ পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট: ২০ ]

উত্তর: ক ও ঘ

৩১. একটি মাত্র শব্দ শুদ্ধভাবে লেখা কোনটি? [ পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জুনিয়র ইন্সট্রাক্টর: ২০ ]

উত্তর: (ক) কারণ । শুদ্ধ বানান: সৌজন্য, আকাঙ্ক্ষা, কল্যাণীয়েসু। কল্যাণীয়াসু,

৩২. শুদ্ধ শব্দ কোনটি? [ দুদকের উপ-সহকারী পরিচালক: ২০ ]

উত্তর: (খ) লক্ষণীয় । শুদ্ধ শব্দ: ঐকমত্য, খ্রিষ্টাব্দ, অচিন্তনীয়।

৩৩. নিচের কোনটি শুদ্ধ বানান নয়? [ বাংলাদেশ ব্যাংকের ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর: ২০ ]

উত্তর: (খ) কৌতুহল । শুদ্ধ বানান: কৌতূহল।

৩৪. চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ ঘটেছে কোনটিতে? [ সমন্বিত ৪ ব্যাংকের সহকারী প্রোগ্রামার: ২০ ]

উত্তর: (ঘ) সাতাঁর

৩৫. নিচের কোন শব্দটি শুদ্ধ? [ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক: ২০ ]

উত্তর: ক ও ঘ । শুদ্ধ শব্দ: বিদ্রুপ, গড্ডলিকা, দরিদ্রতা, দারিদ্র্য, সম্ভবপর।

৩৬. কোনটি ভুল বানানযুক্ত? [ জীবন বীমা কর্পোরেশনের অ্যাসিসটেন্ট ম্যানেজার: ২০ ]

উত্তর: (ক) ত্রিনয়ণ । শুদ্ধ বানান: ত্রিনয়ন ।

৩৭. শুদ্ধ বানান নয় কোনটি? [ জনতা ব্যাংকের অফিসার (ক্যাশ): ২০ ]

উত্তর: (গ) কৌতুহল । শুদ্ধ বানান: কৌতূহল।

৩৮. কোনটি সঠিক বানান? [ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী: ২০ ]

উত্তর: (খ) মন্ত্রিসভা

৩৯. শুদ্ধ বানান কোনটি? [ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার: ২০ ]

উত্তর: (ক) গড্ডলিকা

৪০. কোনটি শুদ্ধ বানান? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়ারলেস অপারেটর: ২১ ]

উত্তর: (গ) ব্যুৎপত্তি

৪১. কোনটি শুদ্ধ বানান? [ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রবেশনারী অফিসার: ২১ ]

উত্তর: (ক) নথিপত্র

৪২. সঠিক বানান নয় কোনটি? [ ৪২তম বিসিএস ]

উত্তর: (ঘ) প্রানী । শুদ্ধ বানান: প্রাণী।

৪৩. কোনটি শুদ্ধ নয়? [ ৪২তম বিসিএস ]

উত্তর: (ক) শুদ্ধ বানান: যন্ত্রণা।

৪৪. কোন বানানটি শুদ্ধ? [ ৪১তম বিসিএস ]

উত্তর: (খ) মনঃকষ্ট

৪৫. কোন বানানটি শুদ্ধ? [ ৪১তম বিসিএস ]

উত্তর: (ঘ) স্বত্ব । শুদ্ধ বানান: পুরস্কার, আবিষ্কার, স্বত্ব, সময়োপযোগী।

৪৬. দু'টো বানান শুদ্ধ কোন ক্ষেত্রে? [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হিসাব সহকারী: ২১ ]

উত্তর: (খ) মুহুর্ত, প্রতিযোগিতা

৪৭. সঠিক বানান চিহ্নিত করুন। [ এনএসআই এর কম্পিউটার অপারেটর: ২১ ]

উত্তর: (ক) মন্ত্রী

৪৮. সঠিক বানান চিহ্নিত করুন। [ এনএসআই এর কম্পিউটার অপারেটর: ২১ ]

উত্তর: (গ) প্রভোস্ট

৪৯. ভুল বানান কোনটি? [ ৪৩তম বিসিএস ]

উত্তর: (ক) ভূবন । শুদ্ধ বানান: ভুবন।

৫০. কোনটি শুদ্ধ? [ বন অধিদপ্তরের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট: ২২ ]

উত্তর: (ক) কিংকর্তব্যবিমূঢ় । শুদ্ধ বানান: মুমূর্ষু, মুহূর্ত, সমীচীন।

৫১. কোনটি অশুদ্ধ বানান? [ এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার: ২১ ]

উত্তর: (গ) স্বত্ত্ব

৫২. নিচের কোনটি অশুদ্ধ বানান? [ এনএসআই এর ওয়াচার কনস্টেবল: ২১ ]

উত্তর: (গ) দারিদ্র । শুদ্ধ বানান: দারিদ্র্য, দরিদ্র, দরিদ্রতা।

৫৩. নিচের কোনটি শুদ্ধ বানান? [ জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী:২১ ]

উত্তর: (খ) টানাপোড়েন

৫৪. শুদ্ধ বানানগুচ্ছ- [ এনএসআই এর ফিল্ড অফিসার: ২১ ]

উত্তর: (খ) বিকৃত, বিক্রীত । শুদ্ধ বানান: পরিষ্কার, পুরস্কার, স্বীকার, শিকার, ধরন।

৫৫. ভুল বানান কোনটি? [ এনএসআই এর ফিল্ড অফিসার: ২১ ]

উত্তর: (ক) সায়ত্ত্বশাসন । শুদ্ধ বানান: স্বায়ত্তশাসন।

৫৬. নিচের যে বানানটি অশুদ্ধ- [ সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার: ২১ ]

উত্তর: (খ) ভূমিধ্বস । শুদ্ধ বানান: ভূমিধস।

৫৭. নিচের কোন বানানটি সঠিক? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩/ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২১ ]

উত্তর: (গ) জিগীষা

৫৮. নিচের কোন বানানটি শুদ্ধ? [ প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩/ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী: ২১ ]

উত্তর: (ঘ) চূর্ণবিচূর্ণ

৫৯. নিচের কোন বানানটি শুদ্ধ? [ রাজউকের ইমারত পরিদর্শক: ২২ ]

উত্তর: (ঘ) অশরীরী

৬০. কোনটি শুদ্ধ বানান? [ প্রবাসী কল্যাণ ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার:১৯ ]

উত্তর: (গ) ত্রিহায়ন

৬১. কোনটি শুদ্ধ বানান? [ সিএজি'র সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক: ২২ ]

উত্তর: (ক) সর্বাঙ্গীণ

৬২. শুদ্ধ বানান কোনটি? [ স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা: ২২ ]

উত্তর: (খ) ভাষণ

৬৩. অশুদ্ধ বানান-জোড় কোনটি? [ পূবালী ব্যাংকের অফিসার (ক্যাশ): ১৪ ]

উত্তর: (গ) লবন, স্থানু

৬৪. কোন বানানটি শুদ্ধ? [ ১৭তম শিক্ষক নিবন্ধন: ২২ ]

উত্তর: (ঘ) উপর্যুক্ত । শুদ্ধ বানান: শ্রদ্ধাঞ্জলি, দারিদ্র্য, দরিদ্রতা, স্বায়ত্তশাসন।

৬৫. কোনটি শুদ্ধ বানান? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা: ২২ ]

উত্তর: (ঘ) সান্ত্বনা । শুদ্ধ বানান: সমীচীন, ইতোমধ্যে, সান্ত্বনা।

৬৬. শুদ্ধ বানান কোনটি? [ ডাক জীবনবীমার কম্পিউটার অপারেটর: ২২ ]

উত্তর: (ঘ) গীতাঞ্জলি । শুদ্ধ বানান: শারীরিক, মনীষা, নিশীথ।

৬৭. নিচের কোন বানানটি সঠিক? [ সিজিএ এর জুনিয়র অডিটর: ২২ ]

উত্তর: (ক) পরিষ্কার

৬৮. নিচের কোন বানানটি অশুদ্ধ? [ সিজিডিএফ এর জুনিয়র অডিটর: ২২ ]

উত্তর: (খ) শূণ্য । শুদ্ধ বানান: শূন্য।

৬৯. কোন বানানটি শুদ্ধ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ২২ ]

উত্তর: গ ও ঘ । শুদ্ধ বানান: শ্রদ্ধাঞ্জলি, চাকচিক্য।

৭০. শুদ্ধ বানান কোনটি? [ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২ ]

উত্তর: (ঘ) সমীকরণ

৭১. নিম্নের কোন শব্দগুচ্ছের বানান শুদ্ধ? [ সহকারী জজ: ২২ ]

উত্তর: (গ) বাণী, বীণা

৭২. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? [ ৪৫তম বিসিএস ]

উত্তর: (ক) শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন

৭৩. নিচের কোন বানানটি শুদ্ধ? [ বাংলাদেশ ব্যাংকের অফিসার: ২২ ]

উত্তর: (গ) তরুচ্ছায়া । শুদ্ধ বানান: স্বাধিকার, বিবদমান, ভুবন।

৭৪. সঠিক বানান কোনটি? [ খাদ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী: ২২ ]

উত্তর: (ঘ) সবগুলোই

৭৫. কোনটি শুদ্ধ বানান? [ বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার: ২২ ]

উত্তর: (খ) নিরহংকার

৭৬. কোনটি শুদ্ধ বানান? [ বাংলাদেশ ব্যাংকের অফিসার: ২২ ]

উত্তর: (ঘ) বামুন

৭৭. শুদ্ধ বানান কোনটি? [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২২ ]

উত্তর: (ক) ভাগীরথী

৭৮. 'সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।' বাক্যটিতে কয়টি ভুল আছে? [ ৪৫তম বিসিএস ]

উত্তর: (গ) তিনটি । শুদ্ধ বাক্য: সুনামির তাণ্ডবে অনেকেই সর্বস্বান্ত হয়েছে।

৭৯. শুদ্ধ বানান কোনটি? [ জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২৩ ]

উত্তর: (ঘ) কাহিনি । ব্যাখ্যা: বাংলা একাডেমি'র 'ব্যবহারিক বাংলা অভিধান' অনুযায়ী, 'কাহিনি' বানানটি ঠিক। তবে 'কাহিনী' ভুল নয়।

৮০. কোন বানানটি শুদ্ধ? [ স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনিশিয়ান: ২৩ ]

উত্তর: (ক) প্রতিযোগিতা

৮১. কোন বানানটি সঠিক? [ ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের হিসাব রক্ষক: ২৩ / বিএডিসি'র উপ-সহকারী প্রকৌশলী: ২২ ]

উত্তর: (খ) মন্ত্রিপরিষদ

৮২. নিচের কোন বানানটি সঠিক? [ ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের হিসাব রক্ষক: ২৩ ]

উত্তর: (খ) স্টেশন ।

৮৩. কোন বানানটি শুদ্ধ? [ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক: ২৩ ]

উত্তর: (ঘ) সম্পূর্ণ

৮৪. নিচের কোন বানানটি শুদ্ধ নয়? [ পিএসসি'র জুনিয়র ইন্সট্রাক্টর: ২৩ ]

উত্তর: (গ) চট্টোপাধ্যায় ( ট + র-ফলা ) । শুদ্ধ বানান: চট্রোপাধ্যায় ( ট + ট )

৮৫. প্রমিত বাংলা বানান নিয়ম চালু করেন- [ প্রাণিসম্পদ অধিদপ্তরের ল্যাবরেটরি টেকনিশিয়ান: ২৩ ]

উত্তর: (খ) বাংলা একাডেমি

৮৬. নিচের কোন বানানটি শুদ্ধ? [ সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার: ২৩ ]

উত্তর: (গ) মুহুর্মুহু ।

৮৭. কোন বানানটি শুদ্ধ? [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যসহকারী:২৩ ]

উত্তর: (খ) মহীয়সী

৮৮. নিচের কোন বানানটি অশুদ্ধ? [ কারা অধিদপ্তরের কারারক্ষী: ২৩ ]

উত্তর: (গ) লবন । শুদ্ধ বানান: লবণ।

৮৯. কোনটি শুদ্ধ বানান? [ বাংলাদেশ টেলিভিশনের উপ-সহকারী প্রকৌশলী: ২৩ ]

উত্তর: (খ) আশীষ ।

৯০. কোন বানানটি ভুল? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট: ২৩ ]

উত্তর: (ঘ) আকাঙ্খা । শুদ্ধ বানান: আকাঙ্ক্ষা।

৯১. কোনটি শুদ্ধ? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক :১৫ ]

উত্তর: (ক) মধুসূদন

৯২. কোন বানানটি শুদ্ধ? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক :১৫ ]

উত্তর: (গ) রূপায়ণ

৯৩. কোন বানানাটি শুদ্ধ? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক :১৫ ]

উত্তর: (গ) মরুদ্যান

৯৪. সম্বোধনে কোন বানানটি শুদ্ধ? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক :১৫ ]

উত্তর: (ক) সুধী

৯৫. কোনটি শুদ্ধ বানান? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক :১৫ ]

উত্তর: (খ) কৃষিজীবী

৯৬. শুদ্ধ বানান কোনটি? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক :১৫ ]

উত্তর: (ক) দুরন্ত

৯৭. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? [ ৩৮ তম বিসিএস ]

উত্তর: (খ) ত্রিভুজ

৯৮. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন বানান দুটি বানানই শুদ্ধ? [ ১৩তম বিসিএস ]

উত্তর: (ক) হাতি/হাতী

৯৯. কোন বানানটি শুদ্ধ? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক :১৫ ]

উত্তর: (খ) আশিস

১০০. কোনটি শুদ্ধ বানান? [ সাব রেজিস্ট্রার : ১৬ ]

উত্তর: (খ) শারীরিক

১০১. কোন শব্দটি ভুল? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক :১৫ ]

উত্তর: (গ) পরিপক্ক

১০২. নিচের কোন বানানটি সঠিক? [ ব্যাংক আলফালাহ :২০১৩ ]

উত্তর: (গ) উচ্ছ্বাস

১০৩. শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন- [ ২৩তম বিসিএস ]

উত্তর: (খ) স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক

১০৪. কোন বানানটি শুদ্ধ? [ ৩৩তম বিসিএস ]

উত্তর: (খ) পিপীলিকা

১০৫. কোনটি শুদ্ধ বানান? [ ব্যাংক আলফালাহ :২০১৩ ]

উত্তর: (খ) শাশ্বত

১০৬. কোনটি শুদ্ধ বানান? [ ব্যাংক আলফালাহ :২০১৩ ]

উত্তর: (গ) ঐশ্বরিক

১০৭. কোন বানানটি শুদ্ধ? [ ব্যাসিক ব্যাংক :২০১৩ ]

উত্তর: (গ) ক্ষীণজীবী

১০৮. শুদ্ধ বানান কোনটি? [ ব্যাংক এশিয়া :২০১৩ ]

উত্তর: (ক) যথোচিত

১০৯. শুদ্ধ বানানটি কোনটি? [ সিটি ব্যাংক :২০১৩ ]

উত্তর: (খ) কিংবদন্তী

১১০. কোন বানানটি শুদ্ধ? [ প্রাক- প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (ডেল্টা) : ১৮ ]

উত্তর: (গ) ব্যতীত

১১১. কোন বাননটি শুদ্ধ? [ ২০তম বিসিএস ]

উত্তর: (গ) শুশ্রূষা

১১২. কোনটি শুদ্ধ বানান? [ ডাচ-বাংলা ব্যাংক :২০১৩ ]

উত্তর: (খ) তদ্ধিত

১১৩. নিচের কোন বানানটি শুদ্ধ? [ ইস্টার্ন ব্যাংক :২০১৩ ]

উত্তর: (খ) শ্রদ্ধাঞ্জলি

১১৪. শুদ্ধ বানান কোনটি? [ অডিটর : ১৫ ]

উত্তর: (গ) দুরবস্থা

১১৫. কোন বানানটি শুদ্ধ? [ এক্সিম ব্যাংক:২০১৩ ]

উত্তর: (গ) বীণাপাণি

১১৬. কোন বানানটি শুদ্ধ তা নির্দেশ করুন। [ পরিসংখ্যান অ্যাসিসট্যান্ট অফিসার-২০১৪ ]

উত্তর: (ক) মাদ্রাসা

১১৭. কোনটি শুদ্ধ বানান? [ বাংলাদেশ জুটমিল কর্পোরেশনের অফিসার - ১৭ ]

উত্তর: (গ) লজ্জাকর

১১৮. বিশুদ্ধ বানান কোনটি? [ সোনালী ব্যাংকের অফিসার : ১৯ ]

উত্তর: (ক) নৈর্ঋত

১১৯. কোনটি শুদ্ধ বানান? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ সহকারী পরিচালক :১৬ ]

উত্তর: (গ) গীতাঞ্জলি

১২০. কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়? [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২১ ]

উত্তর: ক ও খ । শুদ্ধ বানান: শ্মশান, প্রোজ্জ্বল।

১২১. কোনটি নির্ভুল? [ বাংলাদেশ জুটমিল কর্পোরেশনের অফিসার - ১৭ ]

উত্তর: (গ) দুর্দশাগ্রস্থ

১২২. কোন বানানটি শুদ্ধ? [ বাংলাদেশ জুটমিল কর্পোরেশনের অফিসার - ১৭ ]

উত্তর: (খ) প্রমোদোদ্যান

১২৩. কোন বানানটি শুদ্ধ? [ ১৪তম বিসিএস ]

উত্তর: (খ) বিভীষিকা

১২৪. অনাথিনী শব্দটির শুদ্ধরূপ কোনটি? [ বাংলাদেশ জুটমিল কর্পোরেশনের অফিসার - ১৭ ]

উত্তর: (গ) অনাথা

১২৫. সঠিক বানান কোনটি? [ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী-২০১১ ]

উত্তর: (ক) ভীতু

১২৬. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (গোলাপ): ০৯ ]

উত্তর: (গ) ঊর্মি

১২৭. সঠিক বানান কোনটি? [ প্রধানমন্ত্রীর কায়ালয়ের অফিসার : ০৪ ]

উত্তর: (গ) শাশুড়ি

১২৮. কোনটি শুদ্ধ বানান? [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসার রক্ষক) : ২১ ]

উত্তর: (খ) ঝঞ্ঝাট

১২৯. কোন বানানটি শুদ্ধ? [ জনতা ও রূপালী ব্যাংক- অফিসার : ২০১৯ ]

উত্তর: (গ) শুশ্রূষা

১৩০. কোন বানানটি শুদ্ধ? [ এক্সিম ব্যাংক:২০১৩ ]

উত্তর: (খ) নির্মীলিত

১৩১. শুদ্ধ বানান কোনটি? [ ইস্টার্ন ব্যাংক :২০১৩ ]

উত্তর: (খ) সমীচীন

১৩২. কোন বানানটি শুদ্ধ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ : ১৩ ]

উত্তর: (ঘ) রৌদ্রকরোজ্জ্বল

১৩৩. কোনটি শুদ্ধ বানান? [ ডাচ-বাংলা ব্যাংক :২০১৩ ]

উত্তর: (ক) তিরস্কার

১৩৪. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( তিস্তা ) : ১০ ]

উত্তর: (ক) প্রতিদ্বন্দ্বী

১৩৫. নিচের কোন শব্দটি অশুদ্ধ ? [ সাব রেজিস্ট্রার: ১৬ ]

উত্তর: (গ) সুকেশীনী

১৩৬. নিচের কোন বানানটি অশুদ্ধ? [ ডাচ-বাংলা ব্যাংক :২০১৩ ]

উত্তর: (গ) সলীল সমাধী

১৩৭. সঠিক বানান কোনটি? [ সিটি ব্যাংক :২০১৩ ]

উত্তর: (গ) সুশ্রী

১৩৮. কোনটি শুদ্ধ বানান? [ ব্যাংক এশিয়া :২০১৩ ]

উত্তর: (গ) বণ্টন

১৩৯. ব্যাকরণগত বিবেচনায় শুদ্ধ শব্দটি নির্ণয় করুন- [ মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক :০৩ ]

উত্তর: (খ) আয়ত্ত

১৪০. কোন বানানটি শুদ্ধ? [ স্ট্যান্ডার্ড ব্যাংক লি. অ্যাসিসট্যান্ট অফিসার : ১২ ]

উত্তর: (ক) প্রতিযোগিতা

১৪১. সঠিক বানান কোনটি? [ ব্যাসিক ব্যাংক :২০১৩ ]

উত্তর: (ক) বিশ্রুতি

১৪২. কোনটি শুদ্ধ বানান? [ ব্যাংক আলফালাহ :২০১৩ ]

উত্তর: (ক) উপলব্ধি

১৪৩. নিচের কোন বানানটি শুদ্ধ? [ আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট:২০১৩ ]

উত্তর: (ঘ) আনুষঙ্গিক

১৪৪. সঠিক বানান কোনটি? [ বাংলাদেশ কৃষি ব্যাংক:২০১৩ ]

উত্তর: (ক) আবির্ভাব

১৪৫. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (ঘ) অতিথি

১৪৬. কোন বানানটি শুদ্ধ? [ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক:২০১৩ ]

উত্তর: (গ) মহীরুহ

১৪৭. শুদ্ধ বানান কোনটি? [ বাংলাদেশ কমার্স ব্যাংক:২০১৪ ]

উত্তর: (ক) উদ্‌গিরণ

১৪৮. কোনটি শুদ্ধ বানান? [ ২৫তম বিসিএস ]

উত্তর: (গ) দ্বন্দ্ব

১৪৯. শুদ্ধ বানান কোনটি? [ এবি ব্যাংক :২০১৩ ]

উত্তর: (ক) পিপীলিকা

১৫০. কোনটি শুদ্ধ বানান? [ আল-আরাফাহ ব্যাংক :২০১৩ ]

উত্তর: (খ) ষাণ্মাসিক

১৫১. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( তিতাস ) :১০ ]

উত্তর: (গ) তিতিক্ষা

১৫২. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (ক) সন্ন্যাসী

১৫৩. কোন শব্দটি শুদ্ধ? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রদর্শক :১৩ ]

উত্তর: (ঘ) সাক্ষ্যদান

১৫৪. কোন শব্দের বানান অশুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (ক) বৈশিষ্ট

১৫৫. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (ক) চর্ব্যচূষ্য

১৫৬. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (ঘ) দূরীভূত

১৫৭. কোন বানানটি শুদ্ধ? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (খ) শিরঃপীড়া

১৫৮. শুদ্ধ বানানটি নির্দেশ কর। [ ১৫তম বিসিএস ]

উত্তর: (ক) মুহুর্মুহু

১৫৯. কোন বানানটি শুদ্ধ? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (খ) গৃহিণী

১৬০. কোন বানানটি শুদ্ধ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক :১৩ ]

উত্তর: (ক) উন্মীলিত

১৬১. 'দুর্নীতির মামলায় মমিনকে "বন্দী" করা হইয়াছে। বাক্যে বন্দী শব্দটি কি কারণে অশুদ্ধ? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (ঘ) শব্দ প্রয়োগজনিত

১৬২. কোনটি শুদ্ধ বানান? [ অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪ ]

উত্তর: (খ) খোদিত

১৬৩. কোনটি শুদ্ধ? [ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্যক্তিগত সহকারী : ১৩ ]

উত্তর: (খ) সারথি

১৬৪. কোন বানানটি শুদ্ধ? [ ৩৮তম বিসিএস ]

উত্তর: (খ) স্বায়ত্তশাসন

১৬৫. নিচের কোন বানানটি শুদ্ধ? [ ১০তম বিসিএস ]

উত্তর: (ঘ) মুহূর্ত

১৬৬. নিচের কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত? [ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক :১৯ ]

উত্তর: (খ) শিরশ্ছেদ

১৬৭. কোন বানানগুচ্ছ শুদ্ধ? [ পিকেএসএফ এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ১৪ ]

উত্তর: (ঘ) ঘনিষ্ঠ, তিরস্কার

১৬৮. কোনটি শুদ্ধ বানান? [ পানি উন্নয়ন বোর্ড অফিস সহকারী: ২০১৯ ]

উত্তর: (ক) উদ্ভূত

১৬৯. কোন বানানগুচ্ছ শুদ্ধ? [ পিকেএসএফ এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ১৪ ]

উত্তর: (ঘ) ঘনিষ্ঠ, তিরস্কার

১৭০. শুদ্ধ বানানটি কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১০ ]

উত্তর: (খ) উত্যক্ত

১৭১. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১২ ]

উত্তর: (খ) নিশীথ

১৭২. কোনটি শুদ্ধ বানান? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক :১১ ]

উত্তর: (ক) বাল্মীকি

১৭৩. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১০ ]

উত্তর: (ক) দূষণ

১৭৪. কোন বানানটি শুদ্ধ? [ ৩৫ তম বিসিএস ]

উত্তর: (খ) মনীষী

১৭৫. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১০ ]

উত্তর: (খ) উন্মেষ

১৭৬. নিম্নের কোন বানানটি সঠিক? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১০ ]

উত্তর: (গ) বিশেষণ

১৭৭. নিচের কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১০ ]

উত্তর: (গ) কল্যাণীয়েষু

১৭৮. নিচের কোন বানানটি সঠিক? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (ঝিলাম) :১৩ ]

উত্তর: (গ) ছান্দসিক

১৭৯. শুদ্ধ বানান কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৩ ]

উত্তর: (ঘ) স্নেহাশিস্

১৮০. নিচের কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৩ ]

উত্তর: (ক) কনিষ্ঠ

১৮১. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (ক) গৃহস্থ

১৮২. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৫ ]

উত্তর: (ঘ) অধীন

১৮৩. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) অত্যন্ত

১৮৪. কোন বানানটি শুদ্ধ? [ ২১তম বিসিএস ]

উত্তর: (খ) মুমূর্ষু

১৮৫. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর- বাক্যে 'বিদ্যান' ও 'শ্রেষ্ঠতর' পদদুটির শুদ্ধরূপ কি? [ সমবায় অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির অফিসার : ৯৭ ]

উত্তর: (গ) বিদ্বান, শ্রেষ্ঠ

১৮৬. ভুল বানান কোনটি? [ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন) :১৩ ]

উত্তর: (ঘ) প্রতিতি

১৮৭. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) ধরন

১৮৮. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) ফনিভূষণ

১৮৯. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) উন্মীলন

১৯০. শুদ্ধ বানান বিশিষ্ট শব্দ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৮ ]

উত্তর: (খ) ভবিষ্যৎ

১৯১. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৩ ]

উত্তর: (গ) নিপীড়িত

১৯২. শুদ্ধ বানানে লিখিত শব্দগুচ্ছ দেখান : [ পরিবেশ ও বন্ মন্ত্রণালয়ের অধীনে রিসার্চ অফিসার :০৬ ]

উত্তর: (গ) সমীচীন, হরীতকী, বাল্মীকি

১৯৩. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ : ১৮ ]

উত্তর: (খ) বুদ্ধিজীবী

১৯৪. শুদ্ধ বানানটি কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৩ ]

উত্তর: (ঘ) প্রকোষ্ঠ

১৯৫. শুদ্ধ বানানটি নির্দেশ কর- [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৩ ]

উত্তর: (ক) বিশ্বস্ত

১৯৬. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৩ ]

উত্তর: (গ) সদ্যোজাত

১৯৭. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৫ ]

উত্তর: (খ) ন্যূনাধিক

১৯৮. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (খুলনা): ০৬ ]

উত্তর: (ক) কুজ্ঝটিকা

১৯৯. কোন শব্দটি সঠিক? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) অভ্যন্তরীণ

২০০. নির্ভুল বানান- [ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক : ১২ ]

উত্তর: (খ) স্বায়ত্ত

২০১. কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১০ ]

উত্তর: (ক) পূবালী

২০২. শুদ্ধ বানানটি নির্দেশ করুন: [ প্রাথমিক সহকারী শিক্ষক:১০ ]

উত্তর: (খ) ফার্নিচার

২০৩. ‘উৎকর্ষতা’ কি কারণে অশুদ্ধ’ [ ২৪তম বিসিএস ]

উত্তর: (খ) প্রত্যয়জনিত

২০৪. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১০ ]

উত্তর: (খ) ঔজ্জ্বল্য

২০৫. কোন বানানটি শুদ্ধ? [ প্রাক- প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ : ১৩ ]

উত্তর: (খ) সংশপ্তক

২০৬. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) ষান্মাষিক

২০৭. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৬ ]

উত্তর: (ক) ঊর্ধ্ব

২০৮. কোন বানানটি শুদ্ধ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৩ ]

উত্তর: (ক) প্রতিযোগিতা

২০৯. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৫ ]

উত্তর: (গ) রোগাগ্রস্থ

২১০. কোনটি ঠিক? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১১ ]

উত্তর: (গ) শিউলি (উপন্যাস)

২১১. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক কিদ্যালয় সহকারী শিক্ষক ( করতোয়া) : ১০ ]

উত্তর: (খ) অদ্যাপি

২১২. কোনটি শুদ্ধ বানান নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১০ ]

উত্তর: (গ) ধরণ

২১৩. নিম্নের কোন বানানটি শুদ্ধ? [ অগ্রণী ব্যাংক অফিসার:১৩ ]

উত্তর: (ঙ) কোনটিই নয়

২১৪. কোনটি সঠিক বানান? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১০ ]

উত্তর: (ক) লক্ষণীয়

২১৫. কোনটি শুদ্ধ শব্দ? [ জুনিয়র পরিসংখ্যান সহকারী :১৬ ]

উত্তর: (ঘ) শ্বশুর

২১৬. নিম্নের কোন বানানটি সঠিক? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১০ ]

উত্তর: (ঘ) রোগগ্রস্ত

২১৭. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১০ ]

উত্তর: (ঘ) তার সংস্কৃতি নেই

২১৮. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (চট্রগ্রাম) : ০৮ ]

উত্তর: (খ) অধঃগতি

২১৯. কোন বানানটি সঠিক? [ সোনালী ব্যাংকের অফিসার : ১৯ ]

উত্তর: (খ) সরস্বতী

২২০. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ : ১৯ ]

উত্তর: (খ) মরীচিকা

২২১. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) ভাগীরথী

২২২. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ঘ) সংকীর্ণমনা

২২৩. কোন বানানটি সঠিক? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) বিভীষিকা

২২৪. নিচের কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ , ঘ ) আভ্যন্তরীণ , অভ্যন্তরীণ

২২৫. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) শ্রাবণ

২২৬. বাংলা বানানের নিয়ম অনুসারে নিম্নের কোনটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) গভর্নর

২২৭. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) উচ্ছ্বসিত

২২৮. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) অন্তঃকরণ

২২৯. কোনটি শুদ্ধ বানান? [ ৩২তম বিসিএস ]

উত্তর: (ক) আকাঙ্ক্ষা

২৩০. কোন বানানটি শুদ্ধ? [ বাংলাদেশ টেলিভিশনের অডিয়েন্স রিসার্চ অফিসার : ০৬ ]

উত্তর: (খ) অধীন

২৩১. কোনটি সঠিক? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) মেঘপুঞ্জ

২৩২. নিচের কোন বানানটি সঠিক? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) দুর্বিষহ

২৩৩. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) বিপরীত

২৩৪. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) নিরীক্ষণ

২৩৫. নিচের কোন বানানটি শুদ্ধ? [ ৩৩তম এবং ৩১তম বিসিএস ]

উত্তর: (ঘ) নিশীথিনী

২৩৬. কোনটি সঠিক? [ রূপালী ব্যাংক সিনিয়ল অফিসার :১০ ]

উত্তর: (খ) ভদ্রচিত

ব্যাখ্যা: বাংলা একাডেমি অনুযায়ী সঠিক বানান হবে- ভদ্রোচিত ।

২৩৭. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) সরীসৃপ

২৩৮. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) মূর্তি

২৩৯. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (ক) স্বতঃস্ফূর্ত

২৪০. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) জ্ঞানভূষিত

২৪১. নিচের কোন বানানটি শুদ্ধ? [ ৬ষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১০ ]

উত্তর: (ক) ক্ষুৎপীড়িত

২৪২. কোন বানানটি শুদ্ধ? [ ২১তম বিসিএস ]

উত্তর: (ঘ) শুচিস্মিতা

২৪৩. সে একজন বিদুষা নারী- বাক্যে 'বিদুষা' শব্দের সঠিক রূপ কোনটি? [অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪]

উত্তর: (গ) বিদুষী

২৪৪. কোন বানানটি শুদ্ধ? [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী : ১৯ ]

উত্তর: (খ) নিরীহ

২৪৫. কোনটি শুদ্ধ? [ বিআরডিবি মাঠ সংগঠক: ১৩ ]

উত্তর: (গ) উপর্যুক্ত

২৪৬. কোনটি শুদ্ধ বানান? [ ১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৪ ]

উত্তর: (গ) আলস্য

২৪৭. সঠিক শব্দটি বের করুন- [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (খ) চলাকালে

২৪৮. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) আবিষ্কার

২৪৯. কোন বানানটি শুদ্ধ? [ খাদ্য অধিদপ্তরে উপ-খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (ক) ঝঙ্কার

২৫০. কোন বানানটি শুদ্ধ ? [ খাদ্য অধিদপ্তরে উপ-খাদ্য পরিদর্শক: ২০০১১ ]

উত্তর: (খ) সদ্যোজাত

২৫১. কোনটি শুদ্ধ বানান? [ খাদ্য অধিদপ্তরে উপ-খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (খ) নিরহংকার

২৫২. কোন বানানটি শুদ্ধ? [ ১৮তম বিসিএস ]

উত্তর: (ক) সমীচীন

২৫৩. কোন বানানটি শুদ্ধ ? [ ২১ তম বিসিএস ]

উত্তর: (খ) মুমূর্ষু

২৫৪. কোনটি শুদ্ধ বানান? [ ১২তম বেসরকারি প্রভাষক নিবন্ধন:১৫ ]

উত্তর: (খ) কৌতূহল

২৫৫. কোনটি শুদ্ধ বানান? [ খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (খ) স্বায়ত্তশাসন

২৫৬. কোনটি শুদ্ধ বানান? [ খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (খ) চক্ষুষ্মান

২৫৭. কোন বানানটি শুদ্ধ? [ খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক: ২০০১১ ]

উত্তর: (খ) শশিভূষণ

২৫৮. কোনটি শুদ্ধ? [ খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (গ) ভূমিসাৎ

২৫৯. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (ক) আসক্তি

২৬০. সঠিক বানান কোনটি? [ ৩৬তম বিসিএস ]

উত্তর: (ঙ) কুসংস্কার

২৬১. কোনটি শুদ্ধ? [ উপজেলা শিক্ষা অফিসার: ৯৯ ]

উত্তর: (খ) শাশ্বত

২৬২. নিচের কোন বানানটি শুদ্ধ? [ সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা :০৬ ]

উত্তর: (খ) ব্যাকুল

২৬৩. কোন বানানটি শুদ্ধ? [ খাদ্য অধিদপ্তরে উচ্চমান সহকারী: ২০২১ ]

উত্তর: (খ) জগবন্ধু

২৬৪. সঠিক বানান কোনটি? [ খাদ্য অধিদপ্তরে উচ্চমান সহকারী: ২০১১ ]

উত্তর: (গ) বিবাদী

২৬৫. আমি--- প্রার্থনা করি ।শূন্যস্থানে বসবে- [ সমবায় অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির অফিসার : ৯৩ ]

উত্তর: (খ) কায়মনোবাক্যে

২৬৬. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক সহকারী শিক্ষক:০৬ ]

উত্তর: (গ) অধ্যবসায়

২৬৭. কোনটি শুদ্ধ বানান? [ ৩৫ তম বিসিএস ]

উত্তর: (গ) ইন্দ্রিয়

২৬৮. কোনটি শুদ্ধ বানান? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (দাজলা): ১৩ ]

উত্তর: (গ) একান্নবর্তী

২৬৯. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ( নাগালিঙ্গম) : ১২ ]

উত্তর: (ক , খ ) ঐন্দ্রজালিক , ইন্দ্রজালিক

২৭০. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( দড়াটানা) : ০৮ ]

উত্তর: (গ) তেজস্ক্রিয়তা

২৭১. সঠিক বানান কোনটি? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ( গামা ) : ১৪ ]

উত্তর: (খ) দধীচি

২৭২. কোনটি শুদ্ধ বানান? [ ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন:১৬ ]

উত্তর: (গ) ন্যূনতম

২৭৩. নিচের কোন বানানটি শুদ্ধ? [ সহকারী কৃষি কর্মকর্তা: ১৬ ]

উত্তর: (গ) গোধূলী

২৭৪. কোনটি বানানটি শুদ্ধ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ( বাগানবিলাস) :১২ ]

উত্তর: (গ) সমভিব্যাহারে

২৭৫. অশুদ্ধ বানান কোনটি? [ জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার : ১৫ ]

উত্তর: (গ) ভূল

২৭৬. নিচের কোন বানানটি শুদ্ধ? [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ০৯ ]

উত্তর: (খ) শ্রদ্ধাঞ্জলি

২৭৭. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? [ ১৬তম বিসিএস ]

উত্তর: (খ) উৎকর্ষ

২৭৮. কোনটি শুদ্ধ বানান? [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার(ক্যাশ) :১৩ ]

উত্তর: (গ) উচ্ছৃঙ্খল

২৭৯. কোনটি শুদ্ধ বানান? [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার(ক্যাশ) :১৩ ]

উত্তর: (ঘ) জাজ্বল্যমান

২৮০. শুদ্ধ শব্দগুচ্ছ সনাক্ত করুন- [ আইসিবি ব্যাংক সিনিয়র অফিসার :১৪ ]

উত্তর: (ঘ) জন্মবার্ষিক,পরিষ্কার,পুরস্কার

২৮১. শুদ্ধ বানান কোনটি? [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার(ক্যাশ) :১৩ ]

উত্তর: (গ) পুরস্কার

২৮২. কোনটি সঠিক শব্দ ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক: ১১ ]

উত্তর: (খ) আপাদমস্তক

২৮৩. কোন বানানটি শুদ্ধ? [ খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক : ০৯ ]

উত্তর: (ক) শীতাতপ

২৮৪. কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত? [ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী প্রধান পরিদর্শক : ০৯ ]

উত্তর: (ঘ) সান্ত্বনা

২৮৫. বিশুদ্ধ বানান কোনটি? [ থানা নির্বাচন অফিসার: ০৮ ]

উত্তর: (ক) অভিশাপ

২৮৬. দেশের….. দূর করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। [ গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক ( গণযোগাযোগ) : ০৩ ]

উত্তর: (খ) দারিদ্র্য

২৮৭. নিচের কোন শব্দটি শুদ্ধ? [ বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশন অফিসার: ১১ ]

উত্তর: (গ) ইতোমধ্যে

২৮৮. নিচের কোন শব্দটি শুদ্ধ? [ ১২তম বেসরকারী প্রভাষক নিবন্ধন:১৫ ]

উত্তর: (খ) কৌতূহল

২৮৯. কোন বানানগুচ্ছ শুদ্ধ? [ প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার :১৪ ]

উত্তর: (গ) কৌতূহল,কৃচ্ছ্রসাধন,ক্বচিৎ

২৯০. নিচের কোন বানানটি শুদ্ধ? [ জনতা ব্যাংক এ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ অফিসার: ১২ ]

উত্তর: (গ) আদ্যন্ত

২৯১. নিচের কোন শব্দটি শুদ্ধ? [ সমন্বিত ৮ ব্যাংক সিনিয়র অফিসার :১৮ ]

উত্তর: (গ) বিকেন্দ্রীকরণ

২৯২. কোন বানানটি শুদ্ধ? [ খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক :১২ ]

উত্তর: (ক) কনীনিকা

২৯৩. নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৬ ]

উত্তর: (গ) সমীচীন,বাল্মীকি

২৯৪. শুদ্ধ বানানগুচ্ছ নির্ণয় করুন- [ ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন :১১ ]

উত্তর: (গ) আকাঙ্ক্ষা,গ্রামীণ,দারিদ্র্য

২৯৫. শুদ্ধ বানান কোনটি? [পূবালী ব্যাংক জুনিয়র অফিসার (ক্যাশ) :১৩ ]

উত্তর: (ক) দীনতা

২৯৬. কোন বানানটি ভূল? [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ১০ ]

উত্তর: (গ) অধ্যায়ন

২৯৭. কোন বানানটি শুদ্ধ নয়? [ ৩৩তম বিসিএস ]

উত্তর: (ঘ) সঠিক বানান হবে- ঊর্ধ্ব

২৯৮. শুদ্ধ বানান কোনটি? [ ১০ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা: ১৪ ]

উত্তর: (খ) অপরাহ্ণ

২৯৯. শুদ্ধ শব্দ কোনটি? [ ১০ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা: ১৪ ]

উত্তর: (খ) বৈয়াকরণ

৩০০. কোন ত্রয়ীর বানান শুদ্ধ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক; ১৪ ]

উত্তর: (ক) বিমর্ষ,মুমূর্ষু,সংঘর্ষ

৩০১. কোন বানানটি শুদ্ধ? [ অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার:১৩ ]

উত্তর: (খ) মনোমুগ্ধকর

৩০২. কোন বানানটি শুদ্ধ? [ পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক: ১৪ ]

উত্তর: (খ) সৌন্দর্য

৩০৩. কোনটি শুদ্ধ বানান? [ ১২ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন(২): ১৫ ]

উত্তর: (ক) অগ্নিবীণা

৩০৪. নিচের কোনটি সঠিক নয়? [ জনতা ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]

উত্তর: (গ) হিরন্ময়

৩০৫. কোনটি শুদ্ধ বানান? [ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]

উত্তর: (ক) অত্যধিক

৩০৬. কোনটি শুদ্ধ বানান? [ আইসিবি ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]

উত্তর: (ঘ) জ্বালাময়ী

৩০৭. কোনটি শুদ্ধ বানান? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১১ ]

উত্তর: (ক) প্রজ্জ্বলিত

৩০৮. প্রমিত বানানরুপ- কোনটি শুদ্ধ বানান? [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৮ ]

উত্তর: (ক) গলাধঃকরণ

৩০৯. শুদ্ধ বানান কোনটি ? [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৮ ]

উত্তর: (ঘ) অনুশাসন

৩১০. কোনটি শুদ্ধ বানান? [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৮ ]

উত্তর: (ক) প্রত্যুদগমন

৩১১. কোনটি শুদ্ধ বানান? [ তিতাস গ্যাস লি. অফিসার (সাধারণ): ১৮ ]

উত্তর: (গ) ঘূর্ণায়মান

৩১২. নিচের কোন বানানটি শুদ্ধ? [ তিতাস গ্যাস লি. অফিসার (সাধারণ): ১৮ ]

উত্তর: (খ) সত্তা

৩১৩. কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ? [ সমন্বিত ৮ ব্যাংক সিনিয়র অফিসার:১৮ ]

উত্তর: (খ) উপলক্ষ্য

৩১৪. কোন বানানটি শুদ্ধ? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক :১৮ ]

উত্তর: (ক) মুমুক্ষু

৩১৫. নিচের কোন বানানটি শুদ্ধ? [ পূবালী ব্যাংকের সহকারী অফিসার : ১৯ ]

উত্তর: (ঘ) জাগরুক

৩১৬. নিচের কোন বানানটি সঠিক? [ পিটিআই এর ইন্সট্রাক্টর:১৯ ]

উত্তর: (গ) সাক্ষরতা

৩১৭. নিচের কোন বানানটি শুদ্ধ? [ সোনালী ব্যা্ংক অফিসার :১৯ ]

উত্তর: (খ) পরষ্পর

৩১৮. নিচের কোন বানানটি শুদ্ধ? [ পূবালী ব্যাংকের জুনিয়র অফিসার : ১৯ ]

উত্তর: (গ) কার্য্য

৩১৯. নিচের কোন বানানটি শুদ্ধ? [ সোনালী ব্যাংক অফিসার (মুক্তিযোদ্ধা) :১৯ ]

উত্তর: (গ) অনসূয়া

৩২০. নিচের কোন বানানটি শুদ্ধ? [ পূবালী ব্যাংকের জুনিয়র অফিসার : ১৯ ]

উত্তর: (গ) প্রবীণ

৩২১. নিচের কোন বানানটি শুদ্ধ? [ দুর্যোগ ও ত্রাণ মন্থ্রণালয়ের অডিটর : ১৯ ]

উত্তর: (গ) সতিত্ব

৩২২. কোন শব্দটির বানান ঠিক? [ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অডিটর : ১৯ ]

উত্তর: (ঘ) মধ্যাহ্ন

৩২৩. নিচের কোন বানানটি ভুল? [ দুর্যোগ ও ত্রাণ মন্থ্রণালয়ের অফিস সহায়ক : ১৯ ]

উত্তর: (গ) বুদ্ধিজীবি

৩২৪. নিচের কোন বানানটি অশুদ্ধ? [ সমন্বিত ৫ ব্যাংকের অফিসার : ১৯ ]

উত্তর: (ক) নিষ্পন্দ

৩২৫. নিচের কোন বানানটি শুদ্ধ? [ বিএডিসির হিসাব সহকারী :১৯ ]

উত্তর: (খ) মনস্তাপ

৩২৬. শুদ্ধ বানান কোনটি? [ ১৫ তম শিক্ষক নিবন্ধন:১৯ ]

উত্তর: (খ) রুগ্ণ

৩২৭. কোন বানানটি শুদ্ধ? [ ১৫তম প্রভাষক নিবন্ধন:১৯ ]

উত্তর: (ক) সচ্ছল

৩২৮. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) ঝঞ্ঝাট

৩২৯. কোনটি সঠিক বানান? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) ঔজ্জ্ঝল্য

৩৩০. শুদ্ধ বানান কোনটি? [ বিসিক এর এক্সটেনশন অফিসার : ১৯ ]

উত্তর: (গ) ভ্রাতুষ্পুত্র

৩৩১. কোন বানানটি সঠিক ? [ পিটিআই এর শিক্ষক :১৯ ]

উত্তর: (গ) বিভূতিভূষণ

৩৩২. কোন বানানটি শুদ্ধ? [ পেট্রোবাংলার হিসাব সহকারী : ১৯ ]

উত্তর: (ঘ) তৎকালীন

৩৩৩. কোনটি শুদ্ধ? [ পেট্রোবাংলার হিসাব সহকারী : ১৯ ]

উত্তর: (খ) গবেষণা

৩৩৪. কোন বানানটি শুদ্ধ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) ইতঃপূর্বে

৩৩৫. বাংলাদেশে প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা :১৯ ]

উত্তর: (খ) বাংলা একাডেমি

৩৩৬. শুদ্ধ বানান কোনটি? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (ক) সহপাঠিনী

৩৩৭. নিম্নোক্ত শব্দসমূহের মধ্যে শুদ্ধ শব্দটি চিহ্নিত করুন? [ ডাক অধিদপ্তর | বিল্ডিং ওভারশিয়ার | ২০১৮ ]

উত্তর: (ঘ) প্রত্যুষ

৩৩৮. কোন শব্দটি সঠিক ? [ আল-আরাফাহ ব্যাংক :২০১৩ ]

উত্তর: (খ) স্থায়িত্ব

৩৩৯. কোনটি শুদ্ধ বানান? [ এবি ব্যাংক :২০১৩ ]

উত্তর: (খ) স্ফুরণ

৩৪০. কোনটি শুদ্ধ? [ ১১তম বিসিএস ]

উত্তর: (ঘ) সৌজন্য

৩৪১. কোনটি শুদ্ধ বানান? [ ৪০ তম বিসিএস ]

উত্তর: (ক) প্রজ্বল

৩৪২. কোনটি শুদ্ধ বানান? [ প্রাথমিক সহকারী শিক্ষক (কপোতাক্ষ) : ১০ ]

উত্তর: (ক) ভবিষ্যৎবাণী

৩৪৩. কোন বানানটি শুদ্ধ? [ এবি ব্যাংক :২০১৩ ]

উত্তর: (ক) আষাঢ়

৩৪৪. নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? [ ৩৭ তম বিসিএস ]

উত্তর: (ক) নিক্বন, সূচগ্র, অনুর্ধ্ব

৩৪৫. কোন বানানটি শুদ্ধ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ( মেঘনা ) : ১৩ ]

উত্তর: (খ) অমাবস্যা

৩৪৬. ব্যাকরণগত দিক থেকে কোন শব্দটি সঠিক? [ বাংলাদেশ কমার্স ব্যাংক:২০১৪ ]

উত্তর: (ক) সঞ্চিতা

৩৪৭. নির্ভুল বানান কোনটি? [ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক:২০১৩ ]

উত্তর: (ক) শ্রদ্ধাস্পদেষু

৩৪৮. কোন শব্দটি সঠিক ? [ বাংলাদেশ কৃষি ব্যাংক:২০১৩ ]

উত্তর: (ক) প্রমোদোদ্যান

৩৪৯. শুদ্ধ শব্দ কোনটি? [ আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট:২০১৩ ]

উত্তর: (খ) সস্ত্রীক

৩৫০. কোনটি শুদ্ধ বানান? [ বিসিআইসির সহকারী ব্যবস্থাপক ( প্রশাসন) : ১৮ ]

উত্তর: (খ) আদ্যক্ষর

৩৫১. কোনটি শুদ্ধ বানান? [ সাব রেজিস্ট্রার :১৬ ]

উত্তর: (খ) সান্ত্বনা

৩৫২. নিচের কোনটি অশুদ্ধ? [ ৩৭তম বিসিএস ]

উত্তর: (গ) দোষী-নির্দোষী

    নবীনতর পূর্বতন