বাক্য শুদ্ধিকরণ mcq প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: বাক্য শুদ্ধিকরণ mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (১১৩)

১.শুদ্ধ বাক্য কোনটি? [ ১০তম বিসিএস ]

উত্তর: (গ) দুর্বলতাবশত অনাথা বসে পড়ল

ব্যাখ্যা: এখানে বানান এবং লিঙ্গঘটিত অশুদ্ধি হয়েছে।সঠিক বানান- দুর্বলতাবশত এবং অনাথ এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে অনাথা।

২. কোন বাক্যটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) আমার বড় দুরবস্থা

ব্যাখ্যা: এখানে বানান ভুলঘটিত অশুদ্ধি হয়েছে। সঠিক বানান- দুরবস্থা।

৩. কোনটি শুদ্ধ? [ সোনালী,জনতা,অগ্রণী ও রুপালী ব্যাংকের অফিসার : ০৮ ]

উত্তর: (গ) পুরান চাল ভাতে বাড়ে

ব্যাখ্যা: এখানে বানান ভুলঘটিত অশুদ্ধি হয়েছে।একমাত্র গ অপশনের বানানই সঠিক।

৪. কোনটি শুদ্ধ বাক্য? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক : ১৩ ]

উত্তর: (ক) বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে

ব্যাখ্যা: বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে বাক্যটি শুদ্ধ।অন্য বাক্যগুলো শুদ্ধ করলে হবে তোমার সাথে গোপন কথা আছে। মেয়েটি দারুন বুদ্ধিমতী। আজকাল বিদূষী মহিলার অভাব নেই।

৫. তানজিলা একজন ভাগ্যবান মহিলা- এ বাক্যটি যে কারণে অশুদ্ধ--- [ সোনালী,জনতা,অগ্রণী ও রুপালী ব্যাংকের অফিসার : ০৮ ]

উত্তর: (খ) লিঙ্গজনিত

ব্যাখ্যা: এখানে ভাগ্যবান না হয়ে ভাগ্যবতী হবে।এজন্য এটি লিঙ্গঘটিত অশুদ্ধি।

৬. কোন বাক্যটি শুদ্ধ? [ বাংলাদেশ ব্যাংক অফিসার :১৫ ]

উত্তর: (খ) আমার কথাই প্রমাণিত হলো

ব্যাখ্যা: এখানে বিশেষ্যকে বিশেষণরুপে ব্যবহারজনিত অশুদ্ধি হয়েছে।

৭. নিচের কোন বাক্যটি সঠিক? [ কুমিল্লা বিশ্ববিদ্যালয়( ঘ ইউনিট) :১২ ]

উত্তর: (গ) আমি এ ঘটনা স্বচক্ষে দেখেছি

ব্যাখ্যা: এখানে শব্দের অপপ্রয়োগ জনিত ভুল হয়েছে।সঠিক শব্দ হবে স্বচক্ষে ।তাই ক এবং খ অপশনটি ভুল।তাছাড়া খ অপশনে চাক্ষুস এবং প্রত্যক্ষ একই অর্থের শব্দ দুইবার একই বাক্যে ব্যবহার করা হয়েছে।ঘ অপশনটি সাধু ও চলিত ভাষার মিশ্রণজনিত ভুল।কারণ এখানে এ না হয়ে এই হলে শুদ্ধ হত।তাই গ অপশনটি এখানে শুদ্ধ।

৮. কোনটি শুদ্ধ বাক্য? [ Rural Development Board - Asst. Officer:2006 ]

উত্তর: (ঘ) প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন

ব্যাখ্যা: ক এবং খ অপশনটি বাহুল্য দোষে অশুদ্ধ।গ অপশনটিতে উপস্থিত বানান ভুল রয়েছে। ঘ অপশনটিই এখানে শুদ্ধ।

৯. কোনটি শুদ্ধ বাক্য? [ অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ২০০৪ ]

উত্তর: (ঘ) নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল

ব্যাখ্যা: ক অপশনটিতে অর্থ-সামঞ্জস্যহীন পদের ব্যবহার হয়েছে।শুদ্ধ বাক্য হবে গণিত খুব জটিল।খ অপশনটির শুদ্ধ বাক্য হবে আকণ্ঠ ভোজন করলাম/ কন্ঠ পর্যন্ত ভোজন করলাম।কারণ কন্ঠ পর্যন্ত মানেই আকন্ঠ।এটা সমাসঘটিত ভুল।গ অপশনিটিতে সাধু ও চলিত ভাষার মিশ্রণ রয়েছে।ঘ অপশনটি সাধু ভাষায় ।তাই ঘ অপশনই এখানে সঠিক।

১০. কোনটি শুদ্ধ বাক্য? [ ১১ তম বিসিএস ]

উত্তর: (খ) একটি গোপনীয় কথা বলি

ব্যাখ্যা: এখানে শব্দের অপপ্রয়োগজনিত ভুল।এই বাক্যে সঠিক শব্দ হবে গোপনীয়।

১১.কোনটি শুদ্ধ বাক্য? [ জেলা নির্বাচন অফিসার: ২০০৪ ]

উত্তর: (ঘ) বাংলাদেশ সমৃদ্ধ দেশ

ব্যাখ্যা: বাংলাদেশ সমৃদ্ধ দেশ বাক্যটি শুদ্ধ। প্রথম বাক্যের শুদ্ধ হবে লোকটা নির্দোষ।দ্বিতীয় বাক্যের শুদ্ধ হবে মিনিকে দেখে মিলু অবাক হল।অর্থাৎ সাধু ও চলিত যে কোন একটি ব্যবহার করতে হবে।গ অপশনটি ও ভুল।

১২.কোনটি শুদ্ধ বাক্য? [ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ: ০৭ ]

উত্তর: (গ) তাকে স্নেহাশিস দিও

ব্যাখ্যা: বানানজনিত ভুল।সঠিক বানান হবে স্নেহাশিস।

১৩. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [ নির্বাচন কমিশন সচিবালয়ে প্রশাসনিক কর্মকর্তা : ০৬ ]

উত্তর: (ক) আপনি সপরিবারে আমন্ত্রিত

ব্যাখ্যা: “সহ” কিংবা “সহিত” শব্দের সাথে অন্য পদের বহুব্রীহি সমাস হলে “সহ” ও “সহিত” এর স্থলে ‘স’ হয় । তাই ক অপশনটি শুদ্ধ।

১৪.নিচের কোন বাক্যটি শুদ্ধ? [ সোনালী,জনতা,অগ্রণী ও রুপালী ব্যাংকের অফিসার : ০৮ ]

উত্তর: (ঘ) ধৈর্য ও সহিষ্ণুতা মহত্ত্বের লক্ষণ

ব্যাখ্যা: প্রথম বাক্যের শুদ্ধ রুপ হবে সূর্য উদিত হয়েছে। দ্বিতীয় বাক্যের শুদ্ধ রুপ হবে আমার টাকার আবশ্যকতা নেই। তৃতীয় বাক্যের শুদ্ধ রুপ হবে জ্ঞানী মানুষ অবশ্যই যশোলাভ করে।চতুর্থ বাক্যটি শুদ্ধ।

১৫. নিম্নের কোন বাক্যটি শুদ্ধ? [ সোনালী,জনতা,অগ্রণী ও রুপালী ব্যাংকের অফিসার : ০৮ ]

উত্তর: (গ) সে আরোগ্য লাভ করেছে

ব্যাখ্যা: প্রথম বাক্যের শুদ্ধ রুপ হবে অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার দ্বিতীয় বাক্যের শুদ্ধ রুপ হবে সাবধানে চলবে। চতুর্থ বাক্যের শুদ্ধ রুপ হবে আমি সন্তুষ্ট হলাম।তৃতীয় বাক্যটি শুদ্ধ।

১৬. কোন বাক্যটি শুদ্ধ? [ মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষকঃ ০৩ ]

উত্তর: (খ) জাপানে সাক্ষরতার হার শ-এর কাছাকাছি

ব্যাখ্যা: সঠিক বানান সাক্ষরতা।কিন্তু আমরা অনেক সময়ই স্বাক্ষরের সাথে সাক্ষরতাকে গুলিয়ে ফেলি।সাক্ষর' শব্দের অর্থ হলো অক্ষরজ্ঞান সম্পন্ন। অন্যদিকে 'স্বাক্ষর' অর্থ হলো সই বা দস্তখত। অর্থাৎ 'সাক্ষর' ও 'স্বাক্ষর' শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো যথাক্রমে Literate ও Signature।

১৭. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [ মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষকঃ ০৩ ]

উত্তর: (খ) অঙ্কটি ভুল করো না

ব্যাখ্যা: সঠিক বানান ভুল।

১৮. সঠিক বাক্য কোনটি? [ মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষকঃ ০৩ ]

উত্তর: (ঘ) কাঁদিয়া চক্ষু আরক্ত হইয়াছে

১৯. কোন বাক্যটি শুদ্ধ? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক:১৩ ]

উত্তর: (ক) দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা

ব্যাখ্যা: সঠিক বানান দারিদ্র্য ও দরিদ্র্যতা।

২০. কোনটি শুদ্ধ বাক্য? [ মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষকঃ ০৩ ]

উত্তর: (ঘ) বাংলা বানান আয়ত্ত করা কঠিন

ব্যাখ্যা: সঠিক বানান আয়ত্ত।

২১. কোনটি শুদ্ধ বাক্য? [ মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষকঃ ০৩ ]

উত্তর: (গ) আদালত তাকে হাজির হইবার নির্দেশ দিয়েছেন

ব্যাখ্যা: এই বাক্যে সঠিক শব্দ হবে নির্দেশ।

২২. শুদ্ধ কোনটি? [ ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১০ ]

উত্তর: (খ) আমি সন্তোষ হইলাম

ব্যাখ্যা: সঠিক বানান সন্তুষ্ট ।

২৩. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [ মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষকঃ ০৩ ]

উত্তর: (ক) ক্লিওপেট্টা পরমা সুন্দরী ছিলেন

ব্যাখ্যা: এখানে স্ত্রীবাচক অর্থে পরমা এবং সঠিক বানান সুন্দরী ।

২৪. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন- [ ৭ম বেসরকারী প্রভাষক নিবন্ধন: ১১ ]

উত্তর: (ঘ) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ

ব্যাখ্যা: সঠিক বানান বিদ্বান এবং সঠিক শব্দ শ্রেষ্ঠ ।

২৫. কোন বাক্যটি শুদ্ধ? [ মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষকঃ ০৩ ]

উত্তর: (ঘ) আজকের সন্ধ্যা বড় মনোমুগ্ধকর

ব্যাখ্যা: সঠিক বানান মনোমুগ্ধকর।

২৬. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন- [ মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষকঃ ০৩ ]

উত্তর: (গ) গরু-ছাগলের বিরাট হাট

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য-গরু ছাগলের বিরাট হাট। কারণ,বাক্য গঠনের রীতি অনুযায়ী প্রথমে কর্তা বা উদ্দেশ্য ( গরু ছাগলের) থাকে এবং শেষে বিধেয় (বিরাট হাট) থাকে।আবার এখানে সাধু ও চলিত রীতির মিশ্রণ নেই,তাই গুরুচণ্ডালী দোষ মুক্ত।

২৭. কোন বাক্যটি শুদ্ধ? [ 25 তম বিসিএস ]

উত্তর: (গ) তাহার জীবন সংশয়াপূর্ণ

ব্যাখ্যা: 'সংশয়' শব্দটি একটি বিশেষ্যপদ, যার বিশেষণ হলো 'সংশয়াপূর্ণ' । সংশয়াপূর্ণ শব্দটির অর্থ সন্দেহপূর্ণ বা দ্বিধাপূর্ণ। উপরিউক্ত বাক্যে 'তাহার জীবন সংশয়াপূর্ণ' দ্বারা গভীর অনিশ্চয়তা প্রকাশ করা হয়েছে।

২৮.কোন বাক্যটি শুদ্ধ? [ ৩৩তম বিসিএস ]

উত্তর: (খ) দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা

ব্যাখ্যা: প্রদত্ত অপশনগুলোর মধ্যে একমাত্র (খ)- তে প্রদত্ত বাক্যটিই নির্ভুল । পক্ষান্তরে, (ক) গোপন -এর স্থলে গোপনীয় , (গ) সলজ্জিত -এর স্থলে 'সলজ্জ' এবং (ঘ) বাহুল্যতা -এর স্থলে 'বাহুল্য' হবে।

২৯. শুদ্ধ বাক্য কোনটি? [ মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষকঃ ০৩ ]

উত্তর: (ক) তুমি, সে ও আমি কাল বইমেলায় যাব

ব্যাখ্যা: বাংলায় ২৩১ নিয়ম অনুসারে তুমি,সে ও আমি হবে সঠিক ।অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন এ ক্রম অনুসারে হয়।

৩০. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন। [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী : ১৩ ]

উত্তর: (গ) তিনি সাক্ষ্য দেবেন না

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য-" তিনি সাক্ষ্য দেবেন না"। কারণ, বাক্যটিতে সাধুরীতি ও চলিত রীতির মিশ্রণ নেই অর্থাৎ গুরুচণ্ডালী দোষমুক্ত। আবার কর্তার পর ক্রিয়া বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করছে। তাই প্রদত্ত বাক্যটি শুদ্ধ।

৩১. কোন বাক্যটি শুদ্ধ? [ মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষকঃ ০৩ ]

উত্তর: (ক) মাতৃবিয়োগে তিনি শোকানলে দগ্ধ

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য-" মাতৃবিয়োগে তিনি শোকানলে দগ্ধ "। কারণ, বাক্যটিতে সবগুলো বানান শুদ্ধ।

৩২. শুদ্ধ বাক্যটি দেখান- [মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষকঃ ০৩ ]

উত্তর: (খ) তুমি কি আজ যাবে?

ব্যাখ্যা: যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দ্বারা দেয়া যায়, সেসব প্রশ্নে 'কি' ব্যবহৃত হয়; আর যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দ্বারা দেয়া যায় না, সেসব ক্ষেত্রে 'কী' ব্যবহৃত হয়।তাই শুদ্ধ বাক্য “তুমি কি আজ যাবে? “ ।

৩৩.কোন বাক্যটি শুদ্ধ? [ SESIP গবেষণা কর্মকর্তা : ১৫ ]

উত্তর: (গ) সবিনয় নিবেদন

৩৪. কোনটি শুদ্ধ? [ SESIP গবেষণা কর্মকর্তা : ১৫ ]

উত্তর: (খ) তিনি আমার চেয়ে অধিক জ্ঞানী

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য তিনি আমার চেয়ে অধিক জ্ঞানী।কারণ দুজনের মধ্যে পার্থক্য বোঝাতে অধিক হবে।অন্য বাক্যগুলোতে বানান ভুল।

৩৫. কোনটি শুদ্ধ বাক্য? [ SESIP গবেষণা কর্মকর্তা : ১৫ ]

উত্তর: (গ) এ কাজে তার হাত পাকা

ব্যাখ্যা: সাধু ও চলিত ভাষার মিশ্রণজনিত সমস্যার কারণে একমাত্র শুদ্ধ বাক্য হবে এ কাজে তার হাত পাকা।

৩৬. কোন বাক্যটি সঠিক? [ SESIP গবেষণা কর্মকর্তা : ১৫ ]

উত্তর: (ক) অধ্যয়নই ছাত্রদের তপস্যা

৩৭. নিচের কোন বাক্যটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (ঘ) মিথ্যা সাক্ষ্য দেয়া অপরাধের কাজও বটে

ব্যাখ্যা: এখানে সঠিক বানান হবে সাক্ষ্য।তাই ঘ অপশন সঠিক।

৩৮. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুণ- [ ১২তম বিসিএস ]

উত্তর: (গ) বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন

ব্যাখ্যা: শুদ্ধ বানান - বিদ্বান,দারিদ্র্য,দরিদ্রতা ।তাই শুদ্ধ বাক্য “বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন ”।

৩৯. কোনটি শুদ্ধ বাক্য? [ সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তাঃ০৬ ]

উত্তর: (ঘ) এ কথা প্রমাণিত হয়েছে

ব্যাখ্যা: এখানে বিশেষ্যকে বিশেষণরুপে ব্যবহারজনিত অশুদ্ধি হয়েছে।তাই শুদ্ধ বাক্য এ কথা প্রমাণিত হয়েছে।

৪০. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (ক) 'গীতাঞ্জালী' পড়েছ কি?

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য 'গীতাঞ্জালী' পড়েছ কি? । দ্বিতীয় বাক্যের শুদ্ধ রুপ হবে এ কথা প্রমাণিত হয়েছে,তৃতীয় বাক্যের শুদ্ধ রুপ হবে অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন,চতুর্থ বাক্যের শুদ্ধ রুপ হবে আবশ্যক ব্যয়ে কাপর্ণ্য অনুচিত।

৪১. “টাকা উপার্জনের লক্ষ নিয়ে একদা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম, অর্থই যে সকল অনর্থের মূল তখনও তা জানতাম না।” - বাক্যটিতে কয়টি বানান ভুল আছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (ক) ২টি

৪২. কোনটি শুদ্ধ বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (ক) হাসান আমার ভ্রাতুষ্পুত্র

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য - হাসান আমার ভ্রাতুষ্পুত্র।বাকি বাক্যগুলোতে বানান ভুল রয়েছে।

৪৩.সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ? [ জনস্বাস্থ্য প্রকেীশল অধিদপ্তরের এস্টিমেট : ২০১৮ ]

উত্তর: (গ) সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না

ব্যাখ্যা: সাধু ভাষায় ক্রিয়া ও সর্বনাম পদগুলো সাধারণত দীর্ঘ হয়। যেমন—আসিবে, বলিয়া, করিতেছি, খাইতেছি, তাহারা ইত্যাদি।

৪৪. ভুল বাক্য কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (খ) দারিদ্র্যতার মধ্যেও মহত্ব আছে

ব্যাখ্যা: 'খ' অপশনে প্রদত্ত দারিদ্র্যতা এর সঠিক বানান দরিদ্র্যতা এবং 'মহত্ব' এর সঠিক বানান 'মহত্ত্ব হবে।তাই বাক্যটি ভুল।

৪৫. ‘জিম্মি’ শব্দের কোন প্রয়োগটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (গ) ওরা তাকে জিম্মি করে রেখে এখন তার ছেলের কাছে টাকা দাবি করেছে।

৪৬. কোন বাক্যটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (গ) নিশ্চিত সংবাদ পেয়েছ

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য হবে নিশ্চিত সংবাদ পেয়েছ।

৪৭.কোন বাক্যটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (গ) ইতঃপূবে সে তিনবার জেল খেটেছে

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য হবে ইতঃপূবে সে তিনবার জেল খেটেছে।

৪৮. কোন বাক্যটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (ক) তার এখন সংকটাপন্ন অবস্থা

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য হবে তার এখন সংকটাপন্ন অবস্থা।

৪৯.নিচের কোন বাক্যটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (ঘ) শোকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবী, বিজ্ঞানী, দার্শনিক উপস্থিত ছিলেন

ব্যাখ্যা: প্রথম বাক্যের শুদ্ধ রুপ হবে সূর্য উদিত হয়েছে, দ্বিতীয় বাক্যের শুদ্ধ রুপ হবে আমার টাকার আবশ্যকতা নেই,তৃতীয় বাক্যের শুদ্ধ রুপ হবে জ্ঞানী মানুষ অবশ্যই যশোলাভ করে।চতুর্থ বাক্যটি শুদ্ধ।

৫০. নিচের কোন বাক্যটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (ঘ) মনোযোগ সহাকরে বই পড়া উচিত

ব্যাখ্যা: সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বাক্য হবে “ঘ” অপশন ।

৫১.নিচের কোন বাক্যটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (গ) সর্ববিষয়ে বাহুল্য বর্জন করবে

ব্যাখ্যা: সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বাক্য হবে “গ” অপশন ।

৫২. কোন বাক্যটি শুদ্ধ? [ ৩৭ তম বিসিএস ]

উত্তর: (খ) তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য: তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। বাকি শুদ্ধ বাক্য গুলো হলো: ক. আপনি সপরিবারে আমন্ত্রিত, গ. তোমার পরশ্রীকাতরতায় আমি ক্ষুব্ধ, ঘ. সেদিন থেকে তিনি আর সেখানে যান না।

৫৩. কোন বাক্যটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (ঘ) তিনি নীরব রইলেন

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য: তিনি নীরব রইলেন।

৫৪. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [ ৮ম বেসরকারি প্রভাষক নিবন্ধন:২০১২ ]

উত্তর: (গ) যুক্তি খন্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি

ব্যাখ্যা: যুক্তি খন্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি- বাক্যটি সঠিক।অন্যদিকে সূর্য উদয় হয়েছে?,তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি,বিধি লঙ্গন হয়েছে এগুলো ব্যাকরণগত ভুল।

৫৫. শুদ্ধ কোনটি? [ ২৪ তম বিসিএস ]

উত্তর: (গ) সে এমন রূপবতী যেন অপ্সরা

ব্যাখ্যাঃ: শুদ্ধ বাক্য : সে এমন রূপবতী যেন অপ্সরা।

৫৬. নিচের কোন বাক্যটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (ঘ) দারিদ্র্য মানুষকে মহান করে

ব্যাখ্যা: শুদ্ধ বাক্যঃ দারিদ্র্য মানুষকে মহান করে।কারণ সঠিক বানান দারিদ্র্য ও দরিদ্র্যতা ।

৫৭. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (খ) মুমূর্ষু রোগীর সেবা কর

ব্যাখ্যা: ২য় বাক্যের বানান সঠিক।

৫৮. রহিমা পাগলী হয়ে গেছে- বাক্যে 'পাগলী' শব্দটির সঠিক রূপ কোনটি? [ সহকারী পরিচালকঃ ১২ ]

উত্তর: (গ) পাগল

ব্যাখ্যা: এটা লিঙ্গঘটিত ভুল।একই বাক্যে একাধিকবার লিঙ্গ উল্লেখ করার প্রয়োজন নাই।

৫৯. নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়? [ বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহকারী বিস্কোরক :২০০৩ ]

উত্তর: (ঘ) ‘আমি যেয়ে দেখি সব শেষ’?

ব্যাখ্যা: ভুল বাক্য- আমি যেয়ে দেখি সব শেষ? কারণ প্রদত্ত বাক্যটি একটি বিবৃতি মূলক বাক্য। কিন্তু বিবৃতিমূলক বাক্যে প্রশ্নবোধক চিহ্ন হয় না, তাই প্রদত্ত বাক্যটি ভুল।

৬০. কোনটি শুদ্ধ বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (খ) জ্ঞানী মানুষ অবশ্যই যশোলাভ করে

ব্যাখ্যা: যশলাভ এর শুদ্ধরুপ যশোলাভ।

৬১.পদাশুদ্ধি নির্দেশ করুন- [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (গ) প্রমুখবিশিষ্ট ব্যক্তিগণ

ব্যাখ্যা: শুদ্ধ রুপঃ প্রমুখবিশিষ্ট ব্যক্তিগণ

৬২. ' (পুরস্কার)- বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত (অপরিস্কার)! - বক্যটিতে বন্ধনীযুক্ত পদে ষ/স এর ব্যবহারে— [ ৩৫ তম বিসিএস ]

উত্তর: (খ) দুটোই অশুদ্ধ

ব্যাখ্যা: 'পুরষ্কার' ও 'অপরিষ্কার, শব্দ দুটোর শুদ্ধরুপ যথাক্রমে 'পুরস্কার ' ও অপরিষ্কার ' । সুতরাং প্রশ্নে প্রদত্ত দুটো শব্দই অশুদ্ধ।

৬৩. কোনটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (খ) ইদানীং অনেক মহিলাই ববকাট করেন

ব্যাখ্যা: শুদ্ধ শব্দ হবে ইদানীং ।

৬৪. কোন বাক্যটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (খ) এমন অসহ্য ব্যথা কখনো অনুভব করিনি

ব্যাখ্যা: শুদ্ধ শব্দ হবে অসহ্য ।

৬৫.কোনটি শুদ্ধ বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (গ) অরণ্য জনপদে একটি চমৎকার পুস্তক

ব্যাখ্যা: বাক্যটি সাধু ভাষায় ।

৬৬. শুদ্ধ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষকঃ ২০১৯ ]

উত্তর: (ঘ) তার সৌজন্যে আমি বইটি পেয়েছি

ব্যাখ্যা: বাক্যটি চলিত ভাষায় ।

৬৭. সঠিক বাক্যটি চিহ্নিত করুন। [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (ক) তুমি, রাসেল ও আমি নৌবিহারে যাব

ব্যাখ্যা: বাংলায় ২৩১ নিয়ম অনুসারে তুমি,সে ও আমি হবে সঠিক ।অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন এ ক্রম অনুসারে হয়।

৬৮. কোনটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (খ) তিনি একজন কীর্তিমান পুরুষ

ব্যাখ্যা: শুদ্ধ বানান কীর্তিমান ।

৬৯. কোন বাক্যটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (খ) চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুইটি বিস্ময়কর ঘটনা

ব্যাখ্যা: ব্যাকরণগত দিক থেকে “খ” সঠিক।

৭০.নিচের কোন বাক্যটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (খ) নিরপরাধ লোকেরা থাকে দৃঢ় প্রত্যয়

ব্যাখ্যা: শুদ্ধ শব্দ নিরপরাধ ।

৭১. শুদ্ধ রূপটি চিহ্নিত করুন- [প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (গ) সব ছাত্র

ব্যাখ্যা: “গ” অপশন ছাড়া বাকি অপশনসমূহ বাহুল্য দোষে অশুদ্ধ।

৭২. শুদ্ধ রূপটি দেখান- [ নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক ও ব্যাক্তিগত কর্মকর্তা : ০৬ ]

উত্তর: (ক) সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ব্যাখ্যা: বানান ভুল

৭৩. কোনটি শুদ্ধ বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (খ) যাবতীয় লোক সভায় উপস্থিত ছিল

ব্যাখ্যা: “খ” অপশন ছাড়া বাকি অপশনসমূহ বাহুল্য দোষে অশুদ্ধ।

৭৪. কোন বাক্যটি শুদ্ধ? [ ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১০ ]

উত্তর: (খ) আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত

ব্যাখ্যা: শব্দের অপপ্রয়োগজনিত সমস্যা ।

৭৫.কোন বাক্যটি শুদ্ধ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ৯৯ ]

উত্তর: (ঘ) নীরোগ লোক যথার্থ

ব্যাখ্যা: “ঘ” অপশন ছাড়া সব ব্যাকরণগত ভুল।

৭৬. কোন বাক্যটি শুদ্ধ? [ ৩৫তম বিসিএস ]

উত্তর: (ঘ) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়

ব্যাখ্যা: 'দৈন্যতা ' অশুদ্ধ শব্দটির শুদ্ধরুপ 'দৈন্য' । 'খ' অপশনে প্রদত্ত 'মহত্ব' এর সঠিক বানান 'মহত্ত্ব। তাই সঠিক উত্তর হবে (ঘ) ।

৭৭.নিচের কোন বাক্যটি শুদ্ধ? [ ১২ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন:১৫ ]

উত্তর: (গ) বিবিধ জিনিস কিনলাম

ব্যাখ্যা: “ক” এর শুদ্ধরুপ কেবল তুমি যাবে, “খ” এর শুদ্ধরুপ এ সংবাদে সন্তুষ্ট হলাম, “ঘ” এর শুদ্ধরুপ এতে আশ্চার্যান্বিত হলাম।শুদ্ধ বাক্য হলো বিবিধ জিনিস কিনলাম।

৭৮. কোন বাক্যটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

উত্তর: (খ) আমি সাক্ষ্য দিয়েছি

ব্যাখ্যা: আমি সাক্ষ্য দিয়েছি -সঠিক বাক্য। কারণ সাক্ষী হচ্ছে বিশেষ্য আর সাক্ষ্য হচ্ছে ক্রিয়া আমরা জানি কর্তৃপদ এর পরে সাধারণত ক্রিয়াপদ বসে। তাই উত্তর হবে অপশন (খ)

৭৯. কোন বাক্যটি শুদ্ধ? [ পিএসসির সহকারী পরিচালক: ১৬ ]

উত্তর: (খ) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন

ব্যাখ্যা: তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন -সঠিক বাক্য। কারণ সাক্ষী হচ্ছে বিশেষ্য আর সাক্ষ্য হচ্ছে ক্রিয়া আমরা জানি কর্তৃপদ এর পরে সাধারণত ক্রিয়াপদ বসে। তাই উত্তর হবে অপশন (খ)

৮০. আজকালকার মেয়েরা যেমন মুখরা,তেমনি বিদ্বান” এই বাক্যে কোন ধরনের ভুল আছে? [ বাংলাদেশ কমার্স ব্যাংক অফিসার: ০০ ]

উত্তর: (খ) লিঙ্গগত

ব্যাখ্যা: বাক্যটিতে লিঙ্গগত ভুল রয়েছে।কারণ বাক্যটিতে পুরুষ বাচক শব্দ বের করা হয়েছে।যেমন:পুরুষবাচক শব্দ(বিদ্বান) - স্ত্রীবাচক শব্দ( বিদুষী)

৮১.কোন বাক্যটি শুদ্ধ? [থানা সহকারী শিক্ষা অফিসার : ৯৫ ]

উত্তর: (ঘ) তার সংস্কৃতি নাই

ব্যাখ্যা: বানান ভুলজনিত অশুদ্ধি।সঠিক বানান সংস্কৃতি ।

৮২. বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে” বাক্যটির শুদ্ধ রুপ কোনট? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার: ১২ ]

উত্তর: (ঘ) খ ও গ উভয়ই

ব্যাখ্যা: সমূল অর্থ মূলসহ বোঝায়, তাই 'সমূলসহ' বললে সেটা অপপ্রয়োগ হয়। সমুলসহ বাহুল্য দোষপুষ্ট। তাই সঠিক হবে শুধু 'সমূল' অথবা 'মূলসহ'।

৮৩. কোন বাক্যটি শুদ্ধ তা নির্দেশ করুন। [ পরিবেশ বন মন্ত্রণালয়ের অধীন সহকারী পরিচালক : ০৭ ]

উত্তর: (গ) কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন

ব্যাখ্যা: সঠিক বাক্য হলো- কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন।বাল্মিকী রামায়ণের প্রথম অনুবাদক। এবং এর শ্রেষ্ঠ অনুবাদক হলো কৃত্তিবাস।

৮৪. শুদ্ধ কোনটি? [ আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক : ০৬ ]

উত্তর: (ঘ) অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার

ব্যাখ্যা: বাহুল্য দোষে অশুদ্ধ।শুদ্ধ রুপ অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার।

৮৫. কোন বাক্যটি শুদ্ধ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের হিসাবরক্ষক :১১ ]

উত্তর: (গ) ৫ জন ছাত্র স্কুলে যায়

ব্যাখ্যা: এখানে শুদ্ধ বাক্য হলো" ৫ জন ছাত্র স্কুলে যায়"

৮৬. শুদ্ধ বাক্য কোনটি? [সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ১০ ]

উত্তর: (খ) দীনতা প্রশংসনীয় নয়

ব্যাখ্যা: 'দীন' শব্দটি বিশেষণ। যার অর্থ দরিদ্র, গরিব, অভাবগ্রস্ত, নিঃসম্বল ,করুণ ,কাতর, হীন,নীচ, অনুদার, ভীরু, অভাব প্রভৃতি । 'দৈন্য' শব্দটি বিশেষ্য। যার অর্থ দীনতা, দারিদ্র্য,দুরবস্থা, অভাব, অপ্রাচুর্য, হীনতা, কৃপণতা, সংকীর্ণতা ,কাতরতা প্রভৃতি। 'দৈন্যতা প্রশংসনীয় নয়' বাক্যটি প্রত্যয়ঘটিত অশুদ্ধ দোষে দুষ্ট। কাজেই 'দীনতা প্রশংসনীয় নয়' বাক্যটি প্রত্যয়ঘটিত শুদ্ধ বাক্য।

৮৭. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [ ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন:১২ ]

উত্তর: (ক) সমুদয় পক্ষীই নীড় বাঁধে

ব্যাখ্যা: সমুদয় পক্ষীই নীড় বাঁধে' বাক্যটি শুদ্ধ।কেননা বাক্যটিতে বহুবচনের সঠিক ব্যবহার হয়েছে। আর অন্যান্য বাক্যগুলোর বহুবচন ও একবচন এর ব্যবহার সঠিক নয়।

৮৮. কোন বাক্যটি শুদ্ধ? [ ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন:১০ ]

উত্তর: (ঘ)

ব্যাখ্যা: প্রদত্ত প্রশ্নের বাক্যগুলোর কোনো বাক্যই শুদ্ধ নয়। বাক্যগুলোতে বচন ব্যবহারের ভুল রয়েছে।

৮৯. “সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে”' বাক্যটিতে কী ধরনের ভুল আছে? [ জনতা ব্যাংক এ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ অফিসার: ১৫ ]

উত্তর: (গ) বচন

ব্যাখ্যা: প্রদত্ত বাক্যটিতে দুবার বহুবচন প্রয়োগ করা হয়েছে। সুতরাং এর সঠিক বাক্য-সকল ছাত্র যথাসময়ে উপস্থিত হয়েছে/ ছাত্ররা যথাসময়ে উপস্থিত হয়েছে।

৯০. কোন বাক্যটি শুদ্ধ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১২ ]

উত্তর: (ক) তুমি কি ঢাকা যাবে?

ব্যাখ্যা: যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দ্বারা দেয়া যায়, সেসব প্রশ্নে 'কি' ব্যবহৃত হয়; আর যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দ্বারা দেয়া যায় না, সেসব ক্ষেত্রে 'কী' ব্যবহৃত হয়।তাই শুদ্ধ বাক্য “তুমি কি ঢাকা যাবে?” ।

৯১. কোন বাক্যটি শুদ্ধ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১২ ]

উত্তর: (খ) রহিমা পাগল হয়ে গেছে ।

ব্যাখ্যা: বিশেষণের লিঙ্গান্তর হয় না ।

৯২.কোন বাক্যটি শুদ্ধ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১২ ]

উত্তর: (ঘ) বুনো ওল, বাঘা তেঁতুল

ব্যাখ্যা: শুদ্ধ প্রবাদ: বুনো ওল, বাঘা তেঁতুল

৯৩. রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য' বাক্যটির শুদ্ধরূপ কোনটি ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৯ ]

উত্তর: (ক) রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য: রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য। প্রদত্ত বাক্যটি সঠিক কারণ এখানে, উৎকর্ষ একটি বিশেষ্য পদ। বিশেষণ পদ- উৎকর্ষতা। বিশেষণ পদ বসালে বাক্যটির গঠন ঠিক হত না। তাই বিশেষ্য পদ বসিয়ে বাক্যটিকে শুদ্ধ করা হয়।

৯৪. সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন' বাক্যটির শুদ্ধরূপ কোনটি ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৯ ]

উত্তর: (ঘ) খ ও গ উভয়েই

ব্যাখ্যা: সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন- বাক্যটির শুদ্ধ রূপ: খ. সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন।প্রদত্ত বাক্যটি সঠিক কারণ এখানে বহুবচনের (সকল) ব্যবহার একবার হয়েছে। গ. সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন।প্রদত্ত বাক্যটি সঠিক কারণ এখানেও বহুবচন ( গণ)একবার ব্যবহার করা হয়েছে। তাই সঠিক উত্তর অপশন (খ) এবং (গ)।

৯৫. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [জনতা ব্যাংক অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার(টেলার): ১৫ ]

উত্তর: (ক) দুষ্কৃতিকারীদের ছুটি দেওয়া উচিত নয়

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য: দুষ্কৃতিকারীদের ছুটি দেওয়া উচিত নয়।

৯৬. নিম্নের কোন বাক্যটি অশুদ্ধ? [বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার: ১১ ]

উত্তর: (গ) বাংলাদেশ একটি উন্নতশীল দেশ

ব্যাখ্যা: অশুদ্ধ বাক্য: বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। শুদ্ধ বাক্য: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। কারণ উন্নতশীল অশুদ্ধ, শুদ্ধ বিশেষ্য পদ উন্নয়নশীল।

৯৭. ভাষার অপপ্রয়োগ আছে যে বাক্যে- [ জনতা ব্যাংক অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার(টেলার): ১৫ ]

উত্তর: (ক) তিনি আমার বইটি প্রকাশিত করেছেন ।

ব্যাখ্যা: বাক্যটির শুদ্ধ রুপ: তিনি আমার বই প্রকাশ করেছেন ।

৯৮. কোন বাক্যটি শুদ্ধ প্রয়োগ হয়েছে ? [ পল্লী উন্নয়ন বোর্ডের অফিস সহকারী : ১৯ ]

উত্তর: (ক) অন্যায়ের ফল অনিবার্য

ব্যাখ্যা: অশুদ্ধ: অন্যায়ের ফল দুর্নিবার্য।শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য।

৯৯. অতএব,আপনার নিকট বিনীত এ প্রার্থনা এই আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন - এ ব্যাক্যে কোন ধরনের অসংগতি লক্ষ করা যায়? [ পল্লী উন্নয়ন বোর্ডের অফিস সহকারী : ১৯ ]

উত্তর: (গ) বচনের ভূল

ব্যাখ্যা: (গ) এ ব্যাক্যে বচনের ভুল লক্ষ করা যায়।

১০০. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [ পল্লী উন্নয়ন বোর্ডের অফিস সহকারী : ১৯ ]

উত্তর: (খ) তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য : তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে । অন্যান্য বাক্যগুলোর শুদ্ধরূপ যথাক্রমে অনুষ্ঠান চলাকালীন বৃষ্টি শুরু হয়। বাংলাদেশ সমৃদ্ধিশালী দেশ। আরিফ সবচেয়ে শ্রেষ্ঠ শিল্পী।

১০১. শুদ্ধ বাক্য কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (গ) দরিদ্রতা অভিশাপ

ব্যাখ্যা: শুদ্ধ রূপ: দৈন্য/ দীনতা, দরিদ্র/ দরিদ্রতা/ দারিদ্র্য, ভুল।

১০২. কোনটি ভুল বাক্য ? [ নিরাপদ খাদ্য অধিদপ্তর: ১৯ ]

উত্তর: (খ) দেশের দারিদ্র দূর করতে হবে

ব্যাখ্যা: দারিদ্র এর সঠিক বানান-দারিদ্র্য। দরিদ্র, দরিদ্রতা, দারিদ্র্য বানানগুলো সঠিক।

১০৩. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [ ১৬তম প্রভাষক নিবন্ধন: ১৯ ]

উত্তর: (ঘ) বিধি লঙ্ঘিত হয়েছে

ব্যাখ্যা: ক, খ ও গ অপশনের শুদ্ধ বাক্য যথাক্রমে-কারো পৌষ মাস কারো সর্বনাশ।সে প্রাণিবিদ্যা বিষয়ে দুর্বল। আগামী শনিবার কলেজ বন্ধ থাকবে।

১০৪. কোনটি সঠিক? [ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ১৯ ]

উত্তর: (খ) চলাকালে

১০৫. কোনটি শুদ্ধ বাক্য? [ এনআরবিসি ব্যাংকের প্রবেশনারী অফিসার : ২১ ]

উত্তর: (ঘ) নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল

ব্যাখ্যা: ক অপশনটিতে অর্থ-সামঞ্জস্যহীন পদের ব্যবহার হয়েছে।শুদ্ধ বাক্য হবে গণিত খুব জটিল।খ অপশনটির শুদ্ধ বাক্য হবে আকণ্ঠ ভোজন করলাম/ কন্ঠ পর্যন্ত ভোজন করলাম।কারণ কন্ঠ পর্যন্ত মানেই আকন্ঠ।এটা সমাসঘটিত ভুল।গ অপশনিটিতে সাধু ও চলিত ভাষার মিশ্রণ রয়েছে।ঘ অপশনটি সাধু ভাষায় ।তাই ঘ অপশনই এখানে সঠিক।

১০৬. কোন বাক্যটি সম্পূর্ণ শুদ্ধ? [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হিসাব সহকারী: ২১ ]

উত্তর: (ক) তুমি কী করবে সেটা কি তুমি জান না?

১০৭. কোন বাক্যটি শুদ্ধ? [ বাংলাদেশ কৃষি ব্যাংক সুপারভাইজার: ১২ ]

উত্তর: (ঘ) জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ

১০৮. নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়? [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হিসাব সহকারী: ২১ ]

উত্তর: (ক) সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদন করেছেন।

১০৯. শুদ্ধ বাক্য নয় কোনটি? [ ৪২তম বিসিএস ]

উত্তর: (গ) অকারণে ঋণ করিও না।

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য: অকারণে ঋণ করো না।

১১০. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ২২ ]

উত্তর: (ঘ) সূর্য পূর্বদিকে উদিত হয়।

১১১. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ২২ ]

উত্তর: (ক) তিনি সস্ত্রীক শহরে থাকেন।

১১২. কোনটি শুদ্ধ বাক্য নয়? [ স্থলবন্দর কর্তৃপক্ষের ক্যাশিয়ার: ২২ ]

উত্তর: (খ) সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য: সমৃদ্ধ বাংলাদেশ আমাদের একান্ত কাম্য।

১১৩. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট: ২২ ]

উত্তর: (গ) দীনতা প্রশংসনীয় নয়

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য: আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। বৃক্ষটি মূলসহ বা সমূল উৎপাটিত হয়েছে। পরোপকার মনুষ্যত্বের পরিচায়ক।

    أحدث أقدم