বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামরিক শক্তি বজায় রাখা, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য বেশ কিছু আঞ্চলিক সামরিক জোট গঠিত হয়েছে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য জোট হল:
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO)
NATO এর পূর্ণরুপ | North Atlantic Treaty Organization |
প্রতিষ্ঠাকাল | NATO চুক্তি স্বাক্ষরত হয় ৪ এপ্রিল, ১৯৪৯। |
সদস্য দেশ |
● বর্তমান সদস্য সংখ্যা ৩০। যথা- যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ডেনমার্ক, আইসল্যান্ড, ইতালি, নরওয়ে, পর্তুগাল, গ্রিস, তুরস্ক, জার্মানি, স্পেন, পোল্যান্ড, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়া ও উত্তর মেসিডোনিয়া। ● সর্বশেষ সদস্য দেশ - উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)। ● ন্যাটোভূক্ত মুসলিম দেশ ২টি। যথা- আলবেনিয়া ও তুরস্ক। |
সদর দপ্তর | ব্রাসেলস, বেলজিয়াম |
লক্ষ | একটি সামরিক জোট। সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক আগ্রাসন প্রতিরোধ করা। |
Note | ন্যাটো বাহিনী ২০০৩ সালের আগস্টে আফগানিস্তানে International Security Assistance Force (ISAF) মিশনে অংশগ্রহণ করে। এটি ইউরোপের বাহিরে ন্যাটো বাহিনীর প্রথম মিশন। |
আনজুস (ANZUS)
পূর্ণরূপ | Australia, New Zealand, United States Security Treaty |
প্রতিষ্ঠাকাল | ১ সেপ্টেম্বর, ১৯৫১ |
সদস্য দেশ | বর্তমান সদস্য সংখ্যা ৩। যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। |
সদর দপ্তর | ক্যানবেরা (অস্ট্রেলিয়ার রাজধানী) |
লক্ষ | একটি সামরিক জোট। সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক আগ্রাসন প্রতিরোধ করা। |