ণ-ত্ব ও ষ-ত্ব বিধান mcq প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: ণ-ত্ব ও ষ-ত্ব বিধান mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (১৪৬)

১. শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) গণনা, গণিকা, শোণিত

২. নিচের কোন শব্দগুচ্ছ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান অনুসারে সঠিক? [ সিজিডিএফ এর অডিটর: ১৯ ]

উত্তর: (ঘ) ভাষণ, গ্রন্থ, জিনিস

৩. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না- এর উদাহরণ কোনটি? [ ১৬তম শিক্ষক নিবন্ধন: ১৯ ]

উত্তর: (ক) অগ্রনায়ক

৪. নিচের কোন বানানে স্বভাবতই 'মূর্ধন্য' (ণ) হয়? [ এনএসআই এর সহকারী পরিচালক: ১৯ ]

উত্তর: (ঘ) বাণ

৫. নিচের কোন শব্দে ণ-ত্ব বিধান অনুসারে 'ণ' এর ব্যবহার হয়েছে? [ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক: ২১ ]

উত্তর: (ঘ) ব্যাকরণ

৬. 'দুর্নাম' ও 'দুর্নিবার' শব্দ দুটিতে মূর্ধন্য-ণ ব্যবহার হয়নি কেন? [ বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার: ২২ ]

উত্তর: (ক) সমাসবদ্ধ পদ বলে

৭. 'সুষমা' শব্দে যে নিয়মে 'ষ' বসে- [ রূপালী ব্যাংক লি. অফিসার (ক্যাশ):১৮ ]

উত্তর: (গ) 'উ' কারান্ত উপসর্গ পূর্বে আছে বলে

৮. নিপাতনে সিদ্ধ 'ষ' এর ব্যবহার হয়েছে কোনটিতে? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক: ২১/ ডিজিএফআই এর সহকারী পরিচালক: ১৯ ]

উত্তর: (ঘ) ভূষণ

৯. কোন বানানটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ? [ জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার: ১৯ ]

উত্তর: (গ) পোশাক

১০. নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য-ষ হয়? [ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক: ২০ ]

উত্তর: (খ) ভাষা

১১. স্বভাবতই 'ষ' হয়েছে নিচের কোন শব্দে? [ জনতা ব্যাংকের অফিসার (ক্যাশ): ২০ ]

উত্তর: (গ) আষাঢ়

১২. নিচের কোন শব্দে স্বভাবগত নিয়মে 'ষ' বসেছে? [ বেপজার সহকারী ব্যবস্থাপক: ২১ ]

উত্তর: (গ) ষড়ঋতু

১৩. নিচের কোনটি সঠিক বানান? [ বিসিক এর চিফ অডিটর: ২১ ]

উত্তর: (ক) নিষ্পন্ন

১৪. শুদ্ধ বানান কোনটি? [ বেসামরিক বিমান চলাচলের ইন্সপেক্টর: ২১ ]

উত্তর: (ঘ) আকৃষ্ট

১৫. কোন জাতীয় শব্দে 'ষ' এর ব্যবহার হয় না? [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২২ ]

উত্তর: (গ) বিদেশী

১৬. নিম্নের কোন বানানটি শুদ্ধ? [ বিআরডিবি'র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা: ২২ ]

উত্তর: (খ) কল্যাণীয়েষু

১৭. কোন জাতীয় শব্দে মূর্ধন্য-ষ এর ব্যবহার হয়? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ২৩ ]

উত্তর: (ঘ) তৎসম শব্দে

১৮. ' পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার'!- বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে- [ ৩৫তম বিসিএস ]

উত্তর: (গ) দুটোই অশুদ্ধ

১৯. কোন বানানটি ঠিক নয় ? [ পরিবার পরিকল্পনা পরিদর্শক/পরিবার কল্যাণ সহকারী-২০১১ ]

উত্তর: (গ) পুষ

২০. কোনটি সঠিক ? [ ডাক অধিদপ্তরের এস্টিমেটর :২০১৮ ]

উত্তর: (খ) কাণ্ড

২১. কোন বানানটি সঠিক নয় ? [ দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক: ২০০৩ ]

উত্তর: (গ) অনু

২২. কোনগুলো ষ -ত্ব বিধানের উদাহরণ ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক - ২০১২ ]

উত্তর: (গ) ঋষি, বিষম

২৩. ট ও ঠ-এর আগে কোন বিধান হয়? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)-২০১৬ ]

উত্তর: (ক, খ) ষ-ত্ব বিধান , ণ-ত্ব বিধান

২৪. নিচের কোন বানানটি শুদ্ধ? [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর-২০১১ ]

উত্তর: (খ) তিরস্কার

২৫. ঋ, র, ষ এর পরস্থিত কোন বর্ণের পরে ণ হয় ? [ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় অডিটর -২০১৯ ]

উত্তর: (খ) ম

২৬. কোন ক্ষেত্রে ণ-ত্ব বিধানের নিয়ম ঠিক থাকে না ? [ বাংলাদেশ বেতার সহ-সম্পাদক : ২০১৯ ]

উত্তর: (খ) সমাসবদ্ধ দুপদের পার্থক্য থাকলে

২৭. শুদ্ধ বানানটি হচ্ছে- [ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ ]

উত্তর: (ঘ) নিষুতি

২৮. নিচের কোন বানানটির ক্ষেত্রে মূর্ধন্য ষ হবে ? [ সমবায় অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির অফিসার : ৯৭ ]

উত্তর: (ক) পরিস্কার

২৯. কোন বানানটি শুদ্ধ ? [ খাদ্য অধিদপ্তরে উচ্চমান সহকারী: ২০২১ ]

উত্তর: (ক) ষোড়শ

৩০. ‘ট’-বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? [ খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (গ) ‘ণ’

৩১. কোন শব্দটির বানান সঠিক ? [ খাদ্য অধিদপ্তরে উপ-খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (খ) দূষণীয়

৩২. মূর্ধন্য ষ হয় না কোন প্রত্যয়ে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

উত্তর: (ক) সাৎ

৩৩. কোন বানানটি শুদ্ধ ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা - ২০১০ ]

উত্তর: (ঘ) ঋণ

৩৪. সংস্কৃত সাৎ প্রত্যয় যুক্ত পদে কোনটি হয় না ? [ রাজশাহী বিশ্ববিদ্যালয়।ইউনিট : E: ০৭-০৮ ]

উত্তর: (গ) মূর্ধন্য ষ হয় না

৩৫. ট ও ঠ এর আগে মূর্ধন্য ষ হয়। উদাহরণ কোনটি ? [ পানি উন্নয়ন বোর্ড ২৪. ০৫. ২০১৯ ]

উত্তর: (ঘ) কষ্ট, কাষ্ট

৩৬. সমাসবদ্ধ শব্দে দু' পদের অর্থের প্রাধান্য থাকলে ণ -ত্ব বিধান খাটে না এরূপ ক্ষেত্রে ন হয়। উদাহরণ কোনটি ? [ পানি উন্নয়ন বোর্ড অফিস সহকারী: ২০১৯ ]

উত্তর: (ঘ) ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি

৩৭. নিচের কোন বানানটি শুদ্ধ? [ পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী:২০০৭ ]

উত্তর: (গ) পুরষ্কার

৩৮. কোন তিনটি বর্ণের পর ‘ন’ হলে, তা মূর্ধন্য ‘ণ’ হয়? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা - ২০০৯ ]

উত্তর: (গ) ঋ, র, ষ

৩৯. তদ্ভব শব্দে সর্বদাই কি হয়? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-২০১৩ ]

উত্তর: (ক) ণ

৪০. কোন শব্দে ষ এর ব্যবহার পাওয়া যায় না ? [ ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন-(স্কুল/সমপর্যায়)-২০১৫ ]

উত্তর: (খ) দেশী, বিদেশী ও তদ্ভব শব্দে

৪১. কোন বানানটি শুদ্ধ নয় ? [ পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার:২০০৭ ]

উত্তর: (গ) পরিস্কার

৪২. ঋ, র, ষ এর পরে কি থাকলে পরবর্তী ন মূর্ধন্য ণ হয় ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা - ২০১০ ]

উত্তর: (খ) য, ব, হ

৪৩. কোন শব্দে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয় ? [ অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪ ]

উত্তর: (খ) সমাসসাধিত

৪৪. কোনটি শুদ্ধ বানান? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (ক) নির্নিমেষ

৪৫. কোন বানানটি শুদ্ধ ? [ B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ]

উত্তর: (গ) পোষণ

৪৬. কোন শব্দের ণ এর সঠিক ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে ? [ বাংলাদশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা - ১৭ ]

উত্তর: (ক) তৎসম

৪৭. ণ-ত্ব ও ষ-ত্ব বিধানের নিয়ম সঠিকভাবে প্রয়োগ না হলে কি সমস্যা দেখা যায়? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০০৯ ]

উত্তর: (খ) অর্থের পার্থক্য ঘটে

৪৮. নিচের কোনটি শুদ্ধ? [ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তর | বিল্ডিং ওভারশিয়ার | : ২০১৮ ]

উত্তর: (গ) ঋ-এর পর তৎসম শব্দে ‘ন’ ‘ণ’ হয়

৪৯. নিচের কোন শব্দে নত্ব বিধি অনুসারে 'ণ'- এর ব্যবহার হয়েছে ? [ ৩৬ তম বিসিএস ]

উত্তর: (খ) প্রবণ

৫০. কৃপণ, হরিণ, অর্পণ এগুলো কিসের উদাহরণ? [ এবি ব্যাংক :২০১৩ ]

উত্তর: (গ) ণ-ত্ব বিধানের

৫১. বাংলা ভাষায় বহু তৎসম শব্দ কি অবস্থায় পাওয়া যায় ? [ বাংলাদেশ কমার্স ব্যাংক:২০১৪ ]

উত্তর: (খ) অবিকৃত

৫২. নিচের কোনটিতে মূর্ধন্য ষ এর প্রয়োগ হয় না ? [ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক:২০১৩ ]

উত্তর: (গ) প্রত্যয়যুক্ত তৎসম শব্দে

৫৩. নিম্নের কোন বানানটির ক্ষেত্রে মূর্ধন্য ‘ণ’ হবে? [ বাংলাদেশ কৃষি ব্যাংক:২০১৩ ]

উত্তর: (খ) কৃপণ

৫৪. কোন জাতীয় শব্দে ‘ষ’-এর ব্যবহার হয় না? [ আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট:২০১৩ ]

উত্তর: (খ) বিদেশী

৫৫. কোন বানানটি সঠিক ? [ ব্যাংক আলফালাহ :২০১৩ ]

উত্তর: (ঘ) চাণক্য

৫৬. ণত্ব-বিধান কি? [ ব্যাসিক ব্যাংক :২০১৩ ]

উত্তর: (গ) তৎসম শব্দের রীতি

৫৭. ষ-ত্ব বিধান অনুযায়ী নিচের কোন বানানটি ভুল? [ ব্যাংক এশিয়া :২০১৩ ]

উত্তর: (ক) অভিসেক

৫৮. কোন ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য হয় না ? [ সিটি ব্যাংক :২০১৩ ]

উত্তর: (গ) বিদেশী শব্দে

৫৯. 'পাষাণ' শব্দটিতে ষ হয়েছে কোন রীতিতে ? [ ডাচ-বাংলা ব্যাংক :২০১৩ ]

উত্তর: (ক) স্বাভাবিক নিয়মে

৬০. কোন দুটি স্বরবর্ণের পরে মূর্ধন্য ‘ষ’-এর প্রয়োগ হয় না? [ ইস্টার্ন ব্যাংক :২০১৩ ]

উত্তর: (ক) অ, আ

৬১. কোন বানানটি শুদ্ধ ? [ এক্সিম ব্যাংক:২০১৩ ]

উত্তর: (খ) আষাঢ়

৬২. 'লবণ' ও 'অভিলাষ' শব্দ দুটি গঠিত হয়েছে কোন নিয়মানুসারে ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা - ২০০৯ ]

উত্তর: (ঘ) স্বাভাবিক নিয়মনুযায়ী

৬৩. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা - ২০০৯ ]

উত্তর: (ঘ) আষাঢ়

৬৪. কোন বানানটি সঠিক ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা - ২০০৯ ]

উত্তর: (ক) দুর্নীতি

৬৫. কোন জাতীয় শব্দে ষ এর ব্যবহার হয় না ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা - ২০০৯ ]

উত্তর: (ঘ) খ ও গ উভয়ই

৬৬. ‘ঋ’, ‘র’, ‘ষ’-এর পরে কি হয়? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা - ২০০৯ ]

উত্তর: (ক) ণ

৬৭. কোন বানানটি সঠিক ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা - ২০০৯ ]

উত্তর: (ক) পরিণাম

৬৮. ষ -ত্ব বিধানের স্বাভাবিকভাবে ষ হয়েছে কোন শব্দে ? [ থানা/উপজেলা নির্বাচন অফিসার-২০০৮ ]

উত্তর: (ক) মানুষ

৬৯. কোন শব্দে স্বভাবতই ষ হয় ? [ জনতা ও রূপালী ব্যাংক- অফিসার -২০১৯ ]

উত্তর: (খ) আষাঢ়

৭০. কোন দুটি স্বরবর্ণের পরে 'ষ' এর প্রয়োগ হয় না ? [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসার রক্ষক): ২১ ]

উত্তর: (ক) অ, আ

৭১. নিচের কোন বানানটি সঠিক? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০১ ]

উত্তর: (ক) ধূলিসাৎ

৭২. নিচের কোন বানানটি শুদ্ধ ? [ পরিবার কল্যাণ সহকারী-২০১১ ]

উত্তর: (ক) পোস্ট অফিস

৭৩. নিচের কোন বানানটি অশুদ্ধ ? [ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী-২০১১ ]

উত্তর: (খ) সমিচীন

৭৪. কোন বানানটি শুদ্ধ ? [ বাংলাদেশ জুটমিল কর্পোরেশনের অফিসার - ২০১৭ ]

উত্তর: (গ) মাস্টার

৭৫. 'লবণ' ও 'অভিলাষ' শব্দ দুটি গঠিত হয়েছে কোন নিয়মানুসারে ? [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান অ্যাসিসট্যান্ট অফিসার-২০১৪ ]

উত্তর: (ঘ) স্বাভাবিক নিয়মনুযায়ী

৭৬. কোন জাতীয় ভাষার শব্দের ‘ণ’ থাকলে তা অবিকৃতভাবে রাখতে হয়? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা - ২০১০ ]

উত্তর: (গ) তৎসম শব্দে

৭৭. কোন বানানটির ক্ষেত্রে দন্ত্য ‘স’ হবে? [ ১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ]

উত্তর: (ক) স্টেশন

৭৮. কোন গুচ্ছে সব শব্দ শুদ্ধ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০১২ ]

উত্তর: (ঘ) ঔষধ, বীণা, ত্রিনয়ন

৭৯. কোন শব্দে মূর্ধন্য ণ ও ষ অবিকৃত অবস্থায় পাওয়া যায়? [ বাংলাদেশ ব্যাংক অফিসার : ২০১৫ ]

উত্তর: (ক) তৎসম শব্দে

৮০. ‘কণ্টক’ কোন নিয়মে হয়? [ উপজেলা/থানা শিক্ষা অফিসার : ২০০৫ ]

উত্তর: (ক) ণ-ত্ব বিধান

৮১. কোথায় 'ণ' লেখার প্রয়োজন হয় না ? [ বাংলাদেশ বেতার সহ-সম্পাদক -২০১৯ ]

উত্তর: (ঘ) দেশী ও বিদেশী শব্দের ক্ষেত্রে

৮২. কোন বানানটি শুদ্ধ? [ গণপূর্ত অধিদপ্তর | উপ-সহকারী প্রকৌশলী ও ড্রাফটম্যান/ সিভিল | ২০১৮ ]

উত্তর: (গ) ব্যাকরণ

৮৩. ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? [ সমাজসেবা অফিসার-২০১০ ]

উত্তর: (গ) তৎসম

৮৪. কোন বর্গের ধ্বনির আগের ন, ণ হয় ? [ তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভি-এর সহকারী প্রকৌশলী (সিভিল) -১৭ ]

উত্তর: (গ) ট-বর্গীয়

৮৫. নিচের কোন বানানটি ঠিক? [ তথ্য মন্ত্রনালয়ের সহকারী পরিচালক (গ্রেড-২)-.২০০৩ ]

উত্তর: (ঘ) স্টেশন

৮৬. খাঁটি বাংলা শব্দে যুক্ত হয় - [ উপসহকারী পরিচালক/সহকারী ব্যবস্থাপক-২০০৫ ]

উত্তর: (খ) শ

৮৭. কোনটি শুদ্ধ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক - ২০১২ ]

উত্তর: (গ) ঋ-কারের পর তৎসম শব্দে ‘স’ ‘ষ’ হয়

৮৮. ঋ -কার ও র এর পরে কোনটি হয় ? [ পরিবার কল্যাণ সহকারী-২০১১ ]

উত্তর: (গ) ণ

৮৯. কোন বানানটি শুদ্ধ নয় ? [ ডাক অধিদপ্তরের এস্টিমেটর :২০১৮ ]

উত্তর: (গ) দুর্ণাম

৯০. কখন 'ণ' হয় না ? [ দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক: ২০০৩ ]

উত্তর: (গ) ত -বর্গের আগে

৯১. অভিষেক এবং সুষুপ্ত ষ -ত্ব বিধানের কোন নিয়মে পড়েছে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক - ২০১২ ]

উত্তর: (গ) ই- কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর ষ হয়েছে

৯২. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক-এর পর ষ- এর প্রয়োগ হলে তা কি হয়? [ সহকারী পরিচালক (প্রশাসন)-২০১৬ ]

উত্তর: (খ) অবিকৃত থাকে

৯৩. বিদেশী এবং খাঁটি বাংলা শব্দের বানানে সর্বদাই - [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর- ২০১১ ]

উত্তর: (খ) ন হয়

৯৪. তদ্ভব শব্দে সর্বদা নিচের কোনটি ব্যবহৃত হয় ? [ সহকারী কম্পিউটার প্রগ্রামার-১৩ ]

উত্তর: (খ) ন

৯৫. কোন শব্দে ণ ব্যবহার হয় ? [ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় অডিটর - ২০১৯ ]

উত্তর: (গ) তৎসম

৯৬. অভিষেক ও সুযুপ্ত শব্দদ্বয় ষ-ত্ব বিধানের কোন বিধান অনুযায়ী সাধিত হয়েছে? [ বাংলাদেশ বেতার সহ-সম্পাদক - ২০১৯ ]

উত্তর: (গ) ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর ষ হয়েছে

৯৭. কোন শব্দের ক্ষেত্রে ষ-ত্ব বিধান প্রযোজ্য ? [ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৯ ]

উত্তর: (খ) তৎসম

৯৮. অ,আ, ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক এর পর ষ এর প্রয়োগ হলে, তা কি হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৯ ]

উত্তর: (খ) অবিকৃত থাকে

৯৯. কোন বনানটি শুদ্ধ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৯ ]

উত্তর: (ক) কৃপণ

১০০. কোন বানানটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৯ ]

উত্তর: (খ) পুণ্য

১০১. কোন বানানটি সঠিক? [ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৯ ]

উত্তর: (ঘ) করেন

১০২. যে বিধানে তৎসম শব্দে ষ এর ব্যবহার নিয়ন্ত্রিত হয়, তাকে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৯ ]

উত্তর: (খ) ষ-ত্ব বিধান

১০৩. ণ -ত্ব ও ষ -ত্ব বিধানের নিয়ম সঠিক প্রয়োগ না হলে কি ঘটে ? [ সমবায় অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির অফিসার : ৯৭ ]

উত্তর: (খ) অর্থের পার্থক্য ঘটে

১০৪. শুদ্ধ বানানটি চিহ্নিত করুন। [ খাদ্য অধিদপ্তরে উচ্চমান সহকারী: ২০২১ ]

উত্তর: (ক) মূর্ধন্য

১০৫. কোন শব্দটির বেলায় স্বভাবতই ণ হয় ? [ খাদ্য অধিদপ্তরে উচ্চমান সহকারী: ২০২১ ]

উত্তর: (গ) লাবণ্য, কণিকা

১০৬. কোনটি শুদ্ধ বানান? [ খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক: ২০০১ ]

উত্তর: (ঘ) ত্রিহায়ণ

১০৭. কোন বানানটি শুদ্ধ? [ ১২ তম বিসিএস ]

উত্তর: (ক) পাষাণ

১০৮. কোন বানানটি শুদ্ধ নয় ? [ রাজশাহী বিশ্ববিদ্যালয়।ইউনিট : E: ০৭-০৮ ]

উত্তর: (ঘ) কল্যান

১০৯. কোনটি ণ-ত্ব বিধানের উদাহরণ নয়? [ পানি উন্নয়ন বোর্ড : ২০১৯ ]

উত্তর: (ঘ) প্রনষ্ট

১১০. খাঁটি বাংলা শব্দে ষ হয় না।এর উদাহরণ কোনটি ? [ পানি উন্নয়ন বোর্ড অফিস সহকারী: ২০১৯ ]

উত্তর: (গ) করিস, বাস

১১১. নিচের কোন বানানটি শুদ্ধ? [ পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী:২০০৭ ]

উত্তর: (ঘ) প্রণাশ

১১২. কোন বানানটি শুদ্ধ ? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-২০১৩ ]

উত্তর: (গ) ভবিষ্যৎ

১১৩. কোন শব্দের ণ এর সঠিক ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে ? [ পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার:২০০৭ ]

উত্তর: (ক) তৎসম

১১৪. খাঁটি বাংলা ভাষায় নিচের কোনটির ব্যবহার নেই ? [ অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪ ]

উত্তর: (খ) ণ, ষ

১১৫. তদ্ভব শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নয় ? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

উত্তর: (গ) ণ-ত্ব বিধান

১১৬. নিচের কোন শব্দে মূর্ধন্য- ‘ষ’ হবে? [ আল-আরাফাহ ব্যাংক :২০১৩ ]

উত্তর: (গ) পরিষ্কার

১১৭. কোন ধ্বনিগুলোর পরের ন, ণ হয় ? [ আল-আরাফাহ ব্যাংক :২০১৩ ]

উত্তর: (ঘ) ঋ, র, ষ

১১৮. 'ট' বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয় ? [ এবি ব্যাংক :২০১৩ ]

উত্তর: (গ) ণ

১১৯. প্র, পরা উপসর্গ নিয়ে যে বিধান হয় তার নাম কি? [ বাংলাদেশ কমার্স ব্যাংক:২০১৪ ]

উত্তর: (ঘ) ণ-ত্ব বিধান

১২০. ণ-ত্ব ও ষ-ত্ব বিধির প্রাচীন পরিভাষা কি? [ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক:২০১৩ ]

উত্তর: (গ) নতি

১২১. কোথায় ষ হয় না ? [ বাংলাদেশ কৃষি ব্যাংক:২০১৩ ]

উত্তর: (ঘ) খাঁটি বাংলা শব্দে

১২২. 'কৃষ্ণ' ও 'বিষ্ণু' এ দুটি শব্দে নিচের কোনটি ব্যবহৃত হয়েছে ? [ আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট:২০১৩ ]

উত্তর: (ক) ণ

১২৩. কোন দুটি বর্ণের পরের স মূর্ধন্য ষ হয় ? [ ব্যাংক আলফালাহ :২০১৩ ]

উত্তর: (গ) ঋ, র

১২৪. ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে কি হয় ? [ ব্যাসিক ব্যাংক :২০১৩ ]

উত্তর: (খ) ষ

১২৫. ত -বর্গীয় ধ্বনির সাথে কোনটি যুক্ত হয় ? [ ব্যাংক এশিয়া :২০১৩ ]

উত্তর: (ঘ) ন

১২৬. তৎসম শব্দে ঋ, র এর পরে কোনটি বসবে ? [ সিটি ব্যাংক :২০১৩ ]

উত্তর: (গ) ষ

১২৭. খাঁটি বাংলা শব্দে কি যুক্ত হয় না? [ ডাচ-বাংলা ব্যাংক :২০১৩ ]

উত্তর: (খ) ষ

১২৮. কখন 'ন' হয় না ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( চট্রগ্রাম ) : ০৭ ]

উত্তর: (খ) ট -বর্গের আগে

১২৯. দেশীয় শব্দে ট-বর্গীয় ধ্বনির সঙ্গে কোনটি যুক্ত হয় ? [ বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (সহকারী পরিচালক); ২০ ]

উত্তর: (গ) শ

১৩০. কোনটি বিধান বহির্ভূত ষ এর ব্যবহার ? [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর-২০১১ ]

উত্তর: (গ) পৌষ

১৩১. কো্ন বর্গীয় ধ্বনির আগে ‘ন’ হলে সব সময় তা ‘মূর্ধন্য’ ‘ণ’ হয়? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৫ ]

উত্তর: (খ) ‘ট’ বর্গীয় ধ্বনি

১৩২. স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ হয়- এমন উদাহরণ কোনটি? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ ]

উত্তর: (ঘ) ঔষধ

১৩৩. কোনগুলো ষ-ত্ব বিধানের উদাহরণ? [ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র : ২০১৯ ]

উত্তর: (ঘ) আষাঢ়, ঊষা

১৩৪. কোন বানানটি শুদ্ধ ? [ ১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন :২০১৪ ]

উত্তর: (গ) সুষম

১৩৫. আরবি, ফারসি, শব্দে ষ হয় না এর উদাহরণ কোনটি ? [ জনতা ব্যাংক এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার : ২০১৯ ]

উত্তর: (খ) পোশাক, জিনিস

১৩৬. খাঁটি বাংলা ও বিদেশী শব্দে নিচের কোনটি হয় না ? [ বাংলাদেশ ব্যাংক অফিসার : ২০১৫ ]

উত্তর: (ঘ) ষ

১৩৭. বিদেশী শব্দের সাথে সর্বদাই কোনটি হয় ? [ উপজেলা/থানা শিক্ষা অফিসার : ২০০৫ ]

উত্তর: (খ) ন

১৩৮. ‘শোণিত’ কোন বিধান? [ বাংলাদেশ বেতার সহ-সম্পাদক : ২০১৯ ]

উত্তর: (ঘ) কোনটিই না

১৩৯. কোন বানানটি শুদ্ধ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ ]

উত্তর: (খ) আচার্যানী

১৪০. 'লবণ' ও 'অভিলাষ' শব্দ দুটি গঠিত হয়েছে কোন নিয়মানুসারে ? [ গণপূর্ত অধিদপ্তর | উপ-সহকারী প্রকৌশলী ও ড্রাফটম্যান/ সিভিল : ২০১৮ ]

উত্তর: (ঘ) স্বাভাবিক নিয়মনুযায়ী

১৪১. কোন বানানটি শুদ্ধ নয় ? [ সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার-২০১০ ]

উত্তর: (ক) ব্রাহ্মন

১৪২. কোন দুটি উপসর্গের পর কতগুলো ধাতুতে ষ হয় ? [ তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভি-এর সহকারী প্রকৌশলী (সিভিল) : ১৭ ]

উত্তর: (খ) ই -কারান্ত ও উ-কারান্ত

১৪৩. ঋ, র, ষ এর পরে কি হয় ? [ ১২তম (বিশেষ) বিসিএস (পুলিশ) ]

উত্তর: (ক) ণ

১৪৪. নিচের কোন উক্তিটি সঠিক? [ তথ্য মন্ত্রনালয়ের সহকারী পরিচালক (গ্রেড-২)-২০০৩ ]

উত্তর: (ক) ‘সাৎ’ প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয় না

১৪৫. ‘লবণ’ ও ‘অভিলাষ’ শব্দ দুটি গঠিত হযেছে কোন নিয়ম অনুসারে? [ সমাজসেবা অধিদপ্তরের উপসহকারী পরিচালক/সহকারী ব্যবস্থাপক-২০০৫ ]

উত্তর: (খ) স্বাভাবিক নিয়ম

১৪৬. শ, ষ, স এ তিনটির মধ্যে খাঁটি বাংলা শব্দে কোনটির ব্যবহার নেই? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (পদ্মা)- ২০১২ ]

উত্তর: (ক) ষ

    নবীনতর পূর্বতন