দেশ | প্রকাশের স্থান | সংবাদপত্র |
---|---|---|
যুক্তরাষ্ট্র | নিউইয়র্ক | ● The Wall Street Journal (ওয়াল স্ট্রিট জার্নাল) ● The New York Times (নিউইয়র্ক টাইমস) ● International New York Times (ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস) ● Newyork Post (নিউইয়র্ক পোস্ট) ● The daily Herald Tribune |
লসএঞ্জেলস | ● The Los Angeles Times | |
ওয়াশিংটন | ● The Washington Post (ওয়াশিংটন পোস্ট) | |
যুক্তরাজ্য | লন্ডন |
● The Sun (দ্য সান): যুক্তরাজ্যের সর্বাধিক প্রচারিত দৈনিক ● The Independent (দি ইনডিপেনডেন্ট) ● The Times (দি টাইমস) ● The Guardian (দ্য গার্ডিয়ান) ● Financial Times (ফাইনান্সিয়াল টাইমস) ● Daily Mirror (ডেইলি মিরর) ● Daily Star |
কানাডা | টরেন্টো | ● National Post (ন্যাশনাল পোস্ট) |
জার্মানি | বার্লিন | ● Bild (বিল্ড): ইউরোপের সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্র। |
চীন | বেইজিং |
● Reference News (রেফারেন্স নিউজ) ● People's Daily (পিপলস ডেইলি) |
জাপান | টোকিও |
● Yomiuri Shimbun (ইওমিউরি শিখুন): বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্র। ● Asahi Shimbun (আশাহি শিমুন): বিশ্বের দ্বিতীয় সর্বাধিক প্রচারিত সংবাদপত্র। |
ফ্রান্স | প্যারিস | ● Le Monde (লে মন্ডে) |
রাশিয়া | মস্কো |
● Pravda (প্রাভদা) ● Izvestia (ইজভেস্তিয়া) |
মিশর | কায়রো |
● Al-Ahram (আল আহরাম) ● Elakhbar (আকবর) |
ভারত | দিল্লি | ● The Times of India (দি টাইমস অব ইন্ডিয়া): বিশ্বের সর্বাধিক প্রচারিত ইংরেজি সংবাদপত্র। ● Dainik Jagran (দৈনিক জাগরণ) |
কলকাতা |
● The Statesman (দ্য স্টেটসম্যান) ● Anandabazar Patrika (আনন্দবাজার পত্রিকা) |
|
পাকিস্তান | করাচি | ● Dawn (ডন) |
দক্ষিণ কোরিয়া | সিউল | ● The Chosun Ilbo (দ্য চোসান লিবো) |
অস্ট্রেলিয়া | New South Wales | ● The Australian Australian financial review |
ইতালি | Rome | ● The Republic |
মালয়েশিয়া | কুয়ালালামপুর | ● The new Straits time |
ইরান | তেহরান | ● The tehran time |
ইন্দোনেশিয়া | জাকার্তা | ● The Jakarta post |
শ্রীলঙ্কা | কলম্বো | ● The lanka deep |
সিঙ্গাপুর | সিঙ্গাপুর | ● The strait times |
বিখ্যাত সাংবাদিক
জামাল খাসোগি : সৌদি সাংবাদিক জামাল খাসোগি দেশটির সরকার ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন। এজন্য তাকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে যেতে হয়। ২ অক্টোবর, ২০১৮ তুরস্কস্থ সৌদি কনস্যুলেট অফিসে তাকে হত্যা করা হয়। ২০ অক্টোবর ২০১৮ সৌদি সরকার বৈশ্বিক চাপের মুখে এ হত্যার কথা স্বীকার করে।
মোহাম্মদ পনির হোসেন : প্রথম বাংলাদেশি হিসেবে সাংবাদিক মোহাম্মদ পনির হোসেন সাংবাদিকতায় বিশ্বেও সবচেয়ে মর্যাদাকর পুরস্কার 'পুলিৎজার' লাভ করেন। ২০১৮ সালে আন্তর্জাতিক প্রতিবেদন ও ফটোগ্রাফিতে পুরস্কার পায় যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স। পুরস্কার বিজয়ী রয়টার্সেও সাংবাদিক টিমের অন্যতম সদস্য হলেন মোহাম্মদ পনির হোসেন।
'ডেভিড ফ্রস্ট' : বিবিসির সাংবাদিক ডেভিড ফ্রস্ট (১৯৩৯-২০১৩) ছিলেন বিখ্যাত ইংরেজ সাংবাদিক, লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। ১৯৭২ সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর তিনিই প্রথম তার সাক্ষাৎকার গ্রহণ করেন। এছাড়াও ১৯৭৭ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সাক্ষাৎকার গ্রহণের জন্য বিখ্যাত হয়ে আছেন। তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছেন।