বিভিন্ন দেশের সংবাদ সংস্থা
দেশের নাম | সংবাদ সংস্থা |
---|---|
ফ্রান্স | এজেন্সি ফ্রান্স প্রেস (Agence France-Presse)-AFP: পৃথিবীর প্রাচীনতম সংবাদ সংস্থা। ১৮৩৫ খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়। ফ্রান্সের প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত। প্রতিষ্ঠাতাঃ চার্লস লুইস হ্যাবস। |
যুক্তরাষ্ট্র |
এসোসিয়েটেড প্রেস (Associated Press)- AP: ১৮৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। নিউইয়র্কে এর সদর দপ্তর অবস্থিত। ক্যাবল নিউজ নেটওয়ার্ক (Cable News Network)- CNN ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (United Press International) ঝুমা প্রেস (Zuma Press) |
যুক্তরাজ্য |
রয়টার্স (Reuters): পৃথিবীর বৃহত্তম সংবাদ সংস্থা। ১৮৫১ খ্রিস্টাব্দে পল জুলিয়াস রয়টার এটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। প্রেস অ্যাসোসিয়েশন (Press Association) বিবিসি- নিউজ (BBC-News): BBC বিশ্বের বৃহত্তম ব্রডকাস্টিং কর্পোরেশন। BBC এর পূর্ণরূপ- British Broadcasting Corporation । ১৯২৭ সালে BBC প্রতিষ্ঠিত হয়। লন্ডনে বিবিসির প্রধান কার্যালয় অবস্থিত। প্রধান কার্যালয় ভবনের নাম Broadcasting House । পূর্বে বিবিসির প্রধান কার্যালয় ছিল লন্ডনের 'বুশ হাউজে' (Bush House)। বিবিসি নিউজ হলো BBC মালিকানাধীন সংবাদ সংস্থা । |
রাশিয়া |
• Telegraph Agency of the Soviet Union (TASS)- তাস ⇓ ইনফরমেশন টেলিগ্রাফ অ্যাজেন্সি অব রাশিয়া (ITAR) Information Telegraph Agency of Russia প্রতিষ্ঠিত হয় ১৯২০ সালে। • ইন্টারফ্যাক্স (Interfax) • নভোন্তি (RIA Novosti) - বর্তমানে বিলুপ্ত • রিয়া-নভোস্তি • Rossiya Segodnya |
ইতালি |
• ইতালিয়ান জার্নালিস্ট এজেন্সি (Italian Journalist Agency)- AGI • Agenzia Nazionale Stampa Associata (ANSA) • ইন্টার প্রেস সার্ভিস (Inter Press Service) |
পর্তুগাল | লুসা (Lusa) |
নেদারল্যান্ড | বি.এন.ও নিউজ (BNO News) |
জার্মানি | ডয়েচে প্রেস (Deutsche Presse-Agentur) |
স্পেন | EFE |
বেলজিয়াম | বেলজা (Belga) |
পোল্যান্ড | পোলিশ প্রেস এজেন্সি (Polish Press Agency) |
হাঙ্গেরি | মাগায়াও টাভিরাটি ইরোভা (Magyar Tavirati Iroda)-MTI |
কানাডা | দি কানাডিয়ান প্রেস (The Canadian Press) |
মেক্সিকো | নটিমেক্স (Notimex) |
আর্জেন্টিনা | তেলাম (Télam) |
চীন |
সিনহুয়া নিউজ এজেন্সি (Xinhua News Agency) সেন্ট্রাল নিউজ এজেন্সি (Central News Agency) |
কাতার | আল জাজিরা (Aljazeera): স্যাটেলাইট টিভি নেটওয়ার্ক। ১৯৯৬ সালে কাতারের দোহায় প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সাল থেকে এ টিভি চ্যানেল তার দোহা স্টুডিও থেকে আল জাজিরা ইন্টারন্যশনাল নামে ২৪ ঘণ্টার ইংরেজি ভাষায় সম্প্রচার কার্যক্রম শুরু করে। |
অস্ট্রেলিয়া |
ফেয়ারফ্যাক্স মিডিয়া (Fairfax Media): ১৮৪১ সালে প্রতিষ্ঠিত হয়। সিডনিতে এর সদর দপ্তর অবস্থিত। অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস (Australian Associated Press)-AAP |
মালয়েশিয়া | বারনামা (Bernama) |
জাপান | কাইডো নিউজ (Kyodo News) |
ভারত |
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (Press Trust of India)-PTI ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (United News of India)- UNI |
দক্ষিণ কোরিয়া | ওনহাপ (Yonhap) |
ইরান | ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (IRNA) Islamic Republic News Agency |
ইন্দোনেশিয়া | আনতারা (Antara) |
তুরস্ক | আনাডোলু এজেন্সি (Anadolu Agency) |
পাকিস্তান |
এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (Associated Press of Pakistan)- APP পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল (Pakistan Press International)- PPI |
নেপাল | রাষ্ট্রীয় সমাচার সংস্থা (Rashtriya Samachar Sangstha)- RSS |
উত্তর কোরিয়া | Korean Central News Agency (KCNA) |
সৌদি আরব | সৌদি প্রেস এজেন্সি (Saudi Press Agency)- SPA |
মিশর |
মিডিল ইস্ট নিউজ এজেন্সি (মেনা) Middle East News Agency (MENA). |
ইসরাইল | জিউস টেলিগ্রাফিক এজেন্সি (Jewish Telegraphic Agency)-JTA |
ফিলিস্তিন | ওয়াফা (Wafa) |
ইরাক |
ভয়েস অফ ইরাক (Voices of Iraq) নিনা NINA (National Iraqi News Agency) |
ডেনমার্ক | রিতজাও (Ritzau) |
সিরিয়া | সানা (Syrian Arab News Agency) |
শ্রীলঙ্কা | লুংকাপুভাথ (Lankapuvath) |
দক্ষিণ আফ্রিকা | সাপা (South African press Association) |