বিভিন্ন দেশের সংবাদ সংস্থার নাম | Name of news agency

বিভিন্ন দেশের সংবাদ সংস্থা

বিভিন্ন দেশের সংবাদ সংস্থা
দেশের নাম সংবাদ সংস্থা
ফ্রান্স এজেন্সি ফ্রান্স প্রেস (Agence France-Presse)-AFP: পৃথিবীর প্রাচীনতম সংবাদ সংস্থা। ১৮৩৫ খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়। ফ্রান্সের প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত। প্রতিষ্ঠাতাঃ চার্লস লুইস হ্যাবস।
যুক্তরাষ্ট্র এসোসিয়েটেড প্রেস (Associated Press)- AP: ১৮৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। নিউইয়র্কে এর সদর দপ্তর অবস্থিত।
ক্যাবল নিউজ নেটওয়ার্ক (Cable News Network)- CNN
ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (United Press International) ঝুমা প্রেস (Zuma Press)
যুক্তরাজ্য রয়টার্স (Reuters): পৃথিবীর বৃহত্তম সংবাদ সংস্থা। ১৮৫১ খ্রিস্টাব্দে পল জুলিয়াস রয়টার এটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।
প্রেস অ্যাসোসিয়েশন (Press Association)
বিবিসি- নিউজ (BBC-News): BBC বিশ্বের বৃহত্তম ব্রডকাস্টিং কর্পোরেশন।
BBC এর পূর্ণরূপ- British Broadcasting Corporation । ১৯২৭ সালে BBC প্রতিষ্ঠিত হয়। লন্ডনে বিবিসির প্রধান কার্যালয় অবস্থিত। প্রধান কার্যালয় ভবনের নাম Broadcasting House । পূর্বে বিবিসির প্রধান কার্যালয় ছিল লন্ডনের 'বুশ হাউজে' (Bush House)। বিবিসি নিউজ হলো BBC মালিকানাধীন সংবাদ সংস্থা ।
রাশিয়া • Telegraph Agency of the Soviet Union (TASS)- তাস
            ⇓
ইনফরমেশন টেলিগ্রাফ অ্যাজেন্সি অব রাশিয়া (ITAR)
Information Telegraph Agency of Russia প্রতিষ্ঠিত হয় ১৯২০ সালে।
• ইন্টারফ্যাক্স (Interfax)
• নভোন্তি (RIA Novosti) - বর্তমানে বিলুপ্ত
• রিয়া-নভোস্তি
• Rossiya Segodnya
ইতালি • ইতালিয়ান জার্নালিস্ট এজেন্সি (Italian Journalist Agency)- AGI
• Agenzia Nazionale Stampa Associata (ANSA)
• ইন্টার প্রেস সার্ভিস (Inter Press Service)
পর্তুগাল লুসা (Lusa)
নেদারল্যান্ড বি.এন.ও নিউজ (BNO News)
জার্মানি ডয়েচে প্রেস (Deutsche Presse-Agentur)
স্পেন EFE
বেলজিয়াম বেলজা (Belga)
পোল্যান্ড পোলিশ প্রেস এজেন্সি (Polish Press Agency)
হাঙ্গেরি মাগায়াও টাভিরাটি ইরোভা (Magyar Tavirati Iroda)-MTI
কানাডা দি কানাডিয়ান প্রেস (The Canadian Press)
মেক্সিকো নটিমেক্স (Notimex)
আর্জেন্টিনা তেলাম (Télam)
চীন সিনহুয়া নিউজ এজেন্সি (Xinhua News Agency)
সেন্ট্রাল নিউজ এজেন্সি (Central News Agency)
কাতার আল জাজিরা (Aljazeera): স্যাটেলাইট টিভি নেটওয়ার্ক। ১৯৯৬ সালে কাতারের দোহায় প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সাল থেকে এ টিভি চ্যানেল তার দোহা স্টুডিও থেকে আল জাজিরা ইন্টারন্যশনাল নামে ২৪ ঘণ্টার ইংরেজি ভাষায় সম্প্রচার কার্যক্রম শুরু করে।
অস্ট্রেলিয়া ফেয়ারফ্যাক্স মিডিয়া (Fairfax Media): ১৮৪১ সালে প্রতিষ্ঠিত হয়। সিডনিতে এর সদর দপ্তর অবস্থিত।
অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস (Australian Associated Press)-AAP
মালয়েশিয়া বারনামা (Bernama)
জাপান কাইডো নিউজ (Kyodo News)
ভারত প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (Press Trust of India)-PTI
ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (United News of India)- UNI
দক্ষিণ কোরিয়া ওনহাপ (Yonhap)
ইরান ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (IRNA) Islamic Republic News Agency
ইন্দোনেশিয়া আনতারা (Antara)
তুরস্ক আনাডোলু এজেন্সি (Anadolu Agency)
পাকিস্তান এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (Associated Press of Pakistan)- APP
পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল (Pakistan Press International)- PPI
নেপাল রাষ্ট্রীয় সমাচার সংস্থা (Rashtriya Samachar Sangstha)- RSS
উত্তর কোরিয়া Korean Central News Agency (KCNA)
সৌদি আরব সৌদি প্রেস এজেন্সি (Saudi Press Agency)- SPA
মিশর মিডিল ইস্ট নিউজ এজেন্সি (মেনা)
Middle East News Agency (MENA).
ইসরাইল জিউস টেলিগ্রাফিক এজেন্সি (Jewish Telegraphic Agency)-JTA
ফিলিস্তিন ওয়াফা (Wafa)
ইরাক ভয়েস অফ ইরাক (Voices of Iraq)
নিনা NINA (National Iraqi News Agency)
ডেনমার্ক রিতজাও (Ritzau)
সিরিয়া সানা (Syrian Arab News Agency)
শ্রীলঙ্কা লুংকাপুভাথ (Lankapuvath)
দক্ষিণ আফ্রিকা সাপা (South African press Association)
নবীনতর পূর্বতন