বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা রয়েছে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল:
বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার নাম
দেশ | গোয়েন্দা সংস্থার নাম |
---|---|
যুক্তরাষ্ট্র |
● সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (Central Intelligence Agency)-C.I.A: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এর সদর দপ্তর অবস্থিত। ● ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (Defense Intelligence Agency)- DIA ● ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI) Federal Bureau of Investigation ● ব্লাক ওয়াটার ওয়ার্ল্ড ওয়াইড (Blackwater Worldwide) ● ফেয়ার ফ্যাক্স |
যুক্তরাজ্য |
● সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস-Secret Intelligence Service (SIS) বা, Military Intelligence, Section 6 (M16) ● সিকিউরিটি সার্ভিস-Security Service বা, Military Intelligence, Section 5 (M15) ● স্কটল্যান্ড ইয়ার্ড (Scotland Yard) |
রাশিয়া | ● ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস (Foreign Intelligence Service)- SVR, FSB |
ফ্রান্স | ● General Directorate of External Security (DGSE) |
চীন | ● মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি (Ministry of State Security)- MSS |
জাপান | ● নাইচো (Naicho) |
মিশর | ● মুখবরাত (Mukhabarat) |
ইসরায়েল |
● মোসাদ (Mossad) ● আমান (Aman) ● সাভাক (Shabak) |
ভারত | ● দ্য রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং (RAW) |
পাকিস্তান | ● ইন্টার সার্ভিস ইন্টিলিজেন্স (Inter-Services Intelligence)- ISI |
ইরান | ● ভিভাক (VEVAK) |
কোন দেশের | যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা |
প্রতিষ্ঠিত হয় | ১৯০৮ সালে |
প্রতিষ্ঠাতা | মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট |
বর্তমান পরিচালক | ক্রিস্টোফার রে (২ আগস্ট ২০১৭ থেকে) |
☞ Central Bureau of Investigation ভারতের একটি গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থা যা একযোগে দেশের প্রধানমন্ত্রী ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কাজ করে।
ইন্টারপোল (Interpol)
পরিচিতি | আন্তর্জাতিক পুলিশ সংস্থা |
নামকরণ | এটির নামকরণ করা হয়েছে International-এর Inter এবং Police-এর Pol নিয়ে |
অফিসিয়াল নাম | International Criminal Police Organization (ICPO) |
প্রতিষ্ঠাকাল | ১৯২৩ সালে |
সদর দপ্তর | লিও, ফ্রান্স |
সদস্য | ১৯৪টি দেশ |
উইকিলিকস (Wikileaks)
পরিচিতি | International Journalistic organisation which publishes secret information |
প্রতিষ্ঠাতা | জুলিয়ান অ্যাসাঞ্জ (Julian Assange) [ ইকুয়েডর জুলিয়ান অ্যাসাঞ্জকে নাগরিকত্ব প্রদান করেছে। ] |
প্রতিষ্ঠাকাল | ৪ অক্টোবর ২০০৬ |