আন্তর্জাতিক রাজনৈতিক জোট হলো একাধিক দেশের মধ্যে গঠিত একটি জোট যারা সাধারণ রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক বা সাংস্কৃতিক লক্ষ্য অর্জনের জন্য একসাথে কাজ করে। এই জোটগুলি বিভিন্ন আকারের হতে পারে এবং বিভিন্ন উদ্দেশ্যে তৈরি হতে পারে । এসব জোট সমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো কমনওয়েলথ অব নেশনস , ওআইসি , জোট নিরপেক্ষ আন্দোলন ইত্যাদি ।
কমনওয়েলথ অব নেশনস
প্রতিষ্ঠাকাল | ২৮ এপ্রিল, ১৯৪৯ |
প্রতিষ্ঠার প্রেক্ষাপট | ব্রিটিশ সাম্রাজ্য → ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস । ● ১৯ অক্টোবর-২২ নভেম্বর, ১৯২৬ ছিল ইম্পেরিয়াল সম্মেলন। এটি ছিল ব্রিটিশ রাজা ও ডোমিনিয়ন দেশের প্রধানমন্ত্রির মাঝে। এই সম্মেলনে বেলফোর ঘোষণা দেয়া হয়। যাতে কমনওয়েলথ ধারণার পত্তন হয়। ● স্ট্যাটু অব ওয়েস্টমিনিস্টার, ১১ ডিসেম্বর, ১৯৩১: এটি ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদিত আইন। এর ফলে কমনওয়েলথ স্বাতন্ত্র্য মর্যাদা পায়। ↓ কমনওয়েলথ অব নেশনস ● লন্ডন ঘোষণা, ২৮ এপ্রিল, ১৯৪৯ কমনওয়েলথ নাম থেকে ব্রিটিশ কথা বাদ দেওয়া হয়। |
সদস্য দেশ |
● ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ কমনওয়েলথের সদস্য। মোজাম্বিক ও রুয়ান্ডা ব্রিটিশ শাসনাধীন ছিলনা কিন্তু কমনওয়েলথের সদস্য। ● বর্তমান সদস্য: ৫৪। এশিয়ায় ৮ টি, ইউরোপে ৩টি, আফ্রিকায় ১৯টি, উত্তর আমেরিকায় ১২ টি, দক্ষিণ আমেরিকায় ১টি এবং ওশেনিয়ায় ১১ টি। ● সর্বশেষ সদস্য: রুয়ান্ডা। ● সদস্যপদ প্রত্যাহার করে আবার যোগদান: মালদ্বীপ: ১৩ অক্টোবর ২০১৬তে প্রত্যাহার করে পুনরায় যোগদান করে ১ ফেব্রুয়ারি ২০২০। গাম্বিয়া: ৩ অক্টোবর, ২০১৩ তে প্রত্যাহার করে পুনরায় যোগদান করে ৮ ফেব্রুয়ারি ২০১৮। ● কমনওয়েলথের প্রাক্তন সদস্য: ১. আয়ারল্যান্ড (১৯৪৯ সালে কমনওয়েলথ ত্যাগ করে) ২. জিম্বাবুয়ে (৭ ডিসেম্বর, ২০০৩ কমনওয়েলথ ত্যাগ করে) ● বর্তমানে সদস্যপদ স্থগিত রয়েছে এমন দেশ: ১. ফিজি: সামরিক শাসনের কারণে ২০০৬ সালে সদস্যপদ স্থগিত হয়। ● [১৮.০৪.১৯৭২ এ বাংলাদেশ কমনওয়েলথে যোগদান করলে পাকিস্তান কমনওয়েলথ ত্যাগ করে; পুনরায় ১৯৮৯ সালে যোগদান করে। ] ● আয়তনে কমনওয়েলথ এর বৃহত্তম দেশ - কানাডা । ● আয়তনে কমনওয়েলথ এর ক্ষুদ্রতম দেশ - নাউরু। ● ব্রিটিশ উপনিবেশ ছিল না এমন দুটি দেশ এর সদস্য। এগুলো হলো মোজাম্বিক ও রুয়ান্ডা। ● ব্রিটিশ উপনিবেশ হয়েও কমনওয়েলথভুক্ত নয় এমন ১০টি দেশ হলো- ১. যুক্তরাষ্ট্র, ২. মিশর, ৩. জর্ডান, ৪. বাহরাইন, ৫. ইরাক, ৬ জর্ডান, ৭. সংযুক্ত আরব আমিরাত, ৮. কাতার, ৯. কুয়েত ও ১০. জিম্বাবুয়ে। |
সদর দপ্তর | মার্লবোরো হাউস, লন্ডন, যুক্তরাজ্য |
Note |
● ব্রিটেনের রানী হলেন কমনওয়েলথ এর প্রধান। ● কমনওয়েলথভূক্ত দেশসমূহের ডিপ্লোমেটিক কর্মকর্তাকে হাইকমিশনার বলে। ● কমনওয়েলথ এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে। ● ব্রিটিশ শাসনাধীন ছিল কিন্তু কমনওয়েলথভূক্ত নয় এমন দেশ- যুক্তরাষ্ট্র, মায়ানমার ● কমনওয়েলথে দিবস: মার্চ মাসের দ্বিতীয় সোমবার। |
ইসলামি সহযোগিতা সংস্থা (ও আই সি)
OIC এর পূর্ণরুপ | Organisation of Islamic Co-operation |
প্রতিষ্ঠাকাল | Organisation Of Islamic Conference (অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স) নামে মরক্কোর রাজধানী রাবাতে ২৫টি সদস্য রাষ্ট্র নিয়ে ১৯৬৯ সালে ২৫ সেপ্টেম্বর যাত্রা শুরু করে ওআইসি। ২০১১ সালে ২৮ জুন 'ও আই সি' এর পূর্ণ রূপ পরিবর্তন হয়ে অর্গানাইজেশন অব ইসলামিক কো- অপারেশন (Organisation of Islamic cooperation) হয়। |
প্রতিষ্ঠার প্রেক্ষাপট | ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল জয়ী হয়ে বিস্তীর্ণ আরব ভূখণ্ড দখল করে নেয়। ইসরাইল ১৯৬৯ সালের ২১ আগস্ট ইসলাম ধর্মের অন্যতম পবিত্র একটি স্থান জেরুজালেমের 'বায়তুল মোকাদ্দেস' মসজিদে আগুন লাগিয়ে দেয়। এর প্রতিক্রিয়া হিসাবে ১৯৬৯ সালের ২২ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের এক শীর্ষ সম্মেলনে মুসলিম উম্মাহর স্বার্থ সংরক্ষণের জন্য 'ইসলামি সম্মেলন সংস্থা' গঠিত হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেংকু আব্দুর রহমান এর প্রথম সেক্রেটারি জেনারেল (মহাসচিব) নিযুক্ত হন। |
সদস্য দেশ |
● বর্তমানে সদস্য দেশ ৫৭। এ সংস্থার সর্বশেষ সদস্য রাষ্ট্র আইভরি কোস্ট। সাধারণত বিশ্বের মুসলিম শাসিত রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্র এ সংস্থার সদস্য। ● মুসলিম প্রধান নয় কিন্তু এ সংস্থার সদস্য এমন দেশসমূহের মধ্যে রয়েছে- উগান্ডা, ক্যামেরুন, বেনিন, মোজাম্বিক, গায়ানা এবং সুরিনাম। ● বর্তমানে সিরিয়ার সদস্যপদ স্থগিত রয়েছে। ● OIC এর সদস্য কিন্তু জাতিসংঘের সদস্য নয়: প্যালেস্টাইন |
সদর দপ্তর | জেদ্দা, সৌদিআরব |
অঙ্গ সংস্থা | চারটি। যথা - ১) রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের সম্মেলন ২) পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন ৩) সাধারণ সচিবালয় ৪) আন্তর্জাতিক ইসলামি আদালত |
দাপ্তরিক ভাষা | ৩টি: ইংরেজী, আরবী ও ফ্রেঞ্চ |
প্রথম মহাসচিব |
টেংকু আবদুল রহমান (ডিসেম্বর ১৯৭০ - ৩১ ডিসেম্বর ১৯৭৩) [সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত প্রথম মহাসচিব: একমেলেদ্দিন ইহসানোগলু (তুরস্ক)] |
বর্তমান মহাসচিব | হুসেইন ইব্রাহিম তাহা । মেয়াদকাল: ৫ বছর |
সম্মেলন |
প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- রাবাত, মরক্কো (২২-২৫ সেপ্টেম্বর ১৯৬৯)। OIC-এর ২য় শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন। |
'ও আই সি' পরিচালিত বিশ্ববিদ্যালয় |
১. ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT), গাজীপুর বাংলাদেশ ২. ইসলামী ইউনিভার্সিটি অব নাইজার-সেশহর, নাইজার ৩. ইসলামিক ইউনিভার্সিটি অব উগান্ডা- মালে ডিস্ট্রিক্ট, উগান্ডা |
জোট নিরপেক্ষ আন্দোলন
NAM এর পূর্ণরুপ | Non-Aligned Movement |
প্রতিষ্ঠাকাল | ১৯৬১ সালে |
প্রতিষ্ঠার প্রেক্ষাপট | স্নায়ু যুদ্ধকালীন সময়ে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন বিশ্বব্যাপী দেশগুলোকে নিজেদের শিবিরে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালায়। তৃতীয় বিশ্বের অনেক দেশ এই দুই শিবিরে যোগদান না করে উভয়ের সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য নির্জোট আন্দোলন গড়ে তোলে। ১৯৫৫ সালে ডিসেম্বরে ইন্দোনেশিয়ার বান্দুং-এ অনুষ্ঠিত 'বান্দুং সম্মেলন' ন্যাম গঠনের একটি মাইল স্টোন। নির্জোট আন্দোলনের উদ্যোক্তা ছিলেন মিশরের জামাল আবদাল নাসের, ইন্দোনেশিয়ার সুকর্ন, ভারতের জওহর লাল নেহেরু, যুগোশ্লাভিয়ার মার্শাল টিটো এবং ঘানার নক্রুমা। ১৯৬১ সালে যুগোশ্লাভিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত প্রথম শীর্ষ সম্মেলনের মাধ্যমে ন্যামের জন্ম হয় এবং যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো ন্যামের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। |
সদস্য দেশ | ১২০টি দেশ। সর্বশেষ সদস্য- আজারবাইজান ও ফিজি। |
সদর দপ্তর | নেই |