আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হলো এমন সংস্থা যারা সারা বিশ্বে মানবাধিকার রক্ষা ও প্রচারের জন্য কাজ করে। বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন রোধে এবং মানবাধিকার রক্ষায় কাজ করে এমন অসংখ্য সংস্থা রয়েছে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য সংস্থা হল:
অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল
প্রতিষ্ঠাকাল | ২৮ মে, ১৯৬১ সাল |
প্রতিষ্ঠাতা | বৃটিশ আইনজ্ঞ পিটার বেনেনসন |
সদর দপ্তর | লন্ডন, যুক্তরাজ্য |
উদ্দেশ্য | বিশ্বব্যাপী মানবাধিকার সংরক্ষণ করা |
Note | সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। বাঙালি মহাসচিব ছিলেন - আইরিন খান |
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI)
TI এর পূর্ণরুপ | Transparency International |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৩ সাল |
প্রতিষ্ঠাতা | পিটার ইজেন |
সদর দপ্তর | বার্লিন, জার্মানি |
উদ্দেশ্য | দুর্নীতি বিরোধী একটি বেসরকারী আন্তর্জাতিক সংস্থা। |
Note |
* TIB = Transparency International Bangladesh. * CPI = Corruption Perception Index. |
হিউম্যান রাইটস ওয়াচ
পরিচিতি | মানবাধিকার সম্পর্কিত আন্তর্জাতিক এন.জি.ও |
প্রতিষ্ঠাকাল |
হেলসিংকি ওয়াচ- ১৯৭৮ সাল ⤋ হিউম্যান রাইট ওয়াচ- ১৯৮৬ সালে নামকরণ করা হয়। |
সদর দপ্তর | নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র |