বিভিন্ন দেশের গেরিলা সংগঠন

গেরিলা সংগঠন হলো এক ধরণের সশস্ত্র সংগঠন যারা অনিয়মিত যুদ্ধের কৌশল ব্যবহার করে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে অথবা একদল সশস্ত্র সংঘবদ্ধ জনগোষ্ঠী যারা নিজেদের স্বাধীনতা বা অধিকার আদায়ের সংগ্রামে এমনভাবে লিপ্ত থাকে যাতে করে প্রতিপক্ষের সাথে মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ না হয়ে অনিয়মিত কেীশলী পন্থা অবলম্বন করে প্রতিপক্ষকে ঘায়েল করা । বিশ্বে এরকম অনেক গেরিলা সংগঠন রয়েছে ।

গেরিলা সংগঠন
গেরিলা সংগঠনের নাম Key Notes
পি.এল.ও (PLO)
Palestine Liberation Organization
● প্যালেস্টাইনের বিখ্যাত গেরিলা সংগঠন এবং রাজনৈতিক দল।
● প্রতিষ্ঠিত হয়: ২৮ মে, ১৯৬৪
● বর্তমান চেয়ারম্যান: মাহমুদ আব্বাস
ফাতাহ (Fatah) ● ফাতাহ শব্দের অর্থ বিজয়।
● প্রতিষ্ঠিত হয়: ১০ অক্টোবর, ১৯৫৯
● বর্তমান প্রধান: মাহমুদ আব্বাস
ব্লাক সেপ্টেম্বর (Black September) ● প্যালেস্টাইনের একটি গেরিলা সংগঠন।
হামাস (Hamas) ● প্যালেস্টাইনের একটি গেরিলা সংগঠন।
● হামাস শব্দের অর্থ সজীবতা ও উদ্দীপনা
● এর প্রতিষ্ঠাতা প্রধান শেখ আহমেদ ইয়াছিন।
● বর্তমান প্রধান: খালেদ মিশাল
ফোর্স-১৭ (Force 17) ● প্যালেস্টাইনের একটি গেরিলা সংগঠন।
হিজবুল্লাহ (Hezbollah) ● লেবাননের একটি গেরিলা সংগঠন ।
● হিজবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর দল ।
● যাত্রা শুরু হয়: ১৯৮২ সালে ।
● সংগঠনটির প্রধান শেখ হাসান নাসরুল্লাহ।
● হিজবুল্লাহর টেলিভিশন চ্যানেলের নাম: আল-মানার ।
জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (JKLF)
Jammu Kasmir Liberation Front
● ভারতের জম্মু কাশ্মীরের গেরিলা সংগঠন
উলফা (ULFA)
United Liberation Front of Asom
● ভারতের আসামের গেরিলা সংগঠন।
● উলফার প্রধান পরেশ বড়ুয়া
● লক্ষ্য: ভারত থেকে মুক্ত হয়ে স্বাধীন আসাম রাজ্য প্রতিষ্ঠা।
এন.এল.এফ.টি (NLFT)
National Liberation Front of Tripura
● ভারতের ত্রিপুরার গেরিলা সংগঠন।
এল.টি.টি.ই (LTTE)
Liberation Tigers of Tamil Eelam
● শ্রীলঙ্কায় স্বাধীন তামিল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রামরত গেরিলা সংগঠন। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় । সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রধান ভিলুপিল্লাই প্রভাকরণ ১৮ মে, ২০০৯ শ্রীলঙ্কার সেনাবাহিনীর হাতে নিহত হন।
লস্কর-ই-তৈয়িবা (Lashkar-e-Toiba) ● পাকিস্তানের গেরিলা সংগঠন ।
তালেবান (Taliban) ● আফগানিস্তানের গেরিলা সংগঠন
আল কায়েদা (Al Queda) ● ইসলামপন্থী একটি গেরিলা সংগঠন।। সৌদি ধনকুবের ওসামা বিন লাদেন এ সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রধান। এই সংগঠনটিকে ১১ সেপ্টেম্বর, ২০০১ যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার জন্য দায়ী করা হয়।
ইউনিটা (UNITA)
National Union for the Total Independence of Angola
● অ্যাঙ্গোলার গেরিলা সংগঠন।
● প্রতিষ্ঠা: ১৩ মার্চ, ১৯৬৬ সালে।
আবু সায়েফ (Abu Sayyaf) ● ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলের স্বাধীনতার জন্য আন্দোলনরত গেরিলা সংগঠন।
মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (MNLF)
Moro National Liberation Front
● ফিলিপাইনের সুলু, পালাওয়ান এবং মিন্দানাও অংশ নিয়ে স্বাধীন মুসলিম দেশ প্রতিষ্ঠার জন্য সংগ্রামরত একটি গ্রুপ।
কুর্দীস্তান শ্রমিক দল (PKK)
Parti Karkerani Kurdistan
● তুরস্কের কুর্দিদের সংগঠন- স্বাধীন কুর্দিরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রামরত।
সাইনিং পাথ (Shining Path) ● পেরুর মাওবাদী গেরিলা গ্রুপ।
টুপাক আমারু (MRTA)
Tupac Amaru Revolutionary Movement
● পেরুর বামপন্থী গেরিলা সংগঠন।
ফার্ক (FARC)
Revolutionary Armed Forces of Colombia
● কলম্বিয়ার মার্কসবাদী গেরিলা সংগঠন। Revolutionary Armed Forces of Colombia নামে রাজনৈতিক দল পরিচালনা করছে।
গডস আর্মি (God's Army) ● মিয়ানমারের গেরিলা সংগঠন।
M-19 ● কলম্বিয়ার গেরিলা সংগঠন।
কন্ট্রা (Contras) ● নিকারাগুয়ার বিদ্রোহী সংগঠন।
Nasaka ● মিয়ানমারের বিদ্রোহী সামরিক বাহিনী
FMLN
(Farabundo Modri National Liberation Front)
● এল সালভেদের ভিত্তিক গেরিলা সংগঠন। প্রতিষ্ঠিত হয়: ১০ অক্টোবর, ১৯৮০
নবীনতর পূর্বতন