বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠান হল:
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)
WTO এর পূর্ণরুপ | World Trade Organization |
বিশ্ব বাণিজ্য সংস্থার ঘটনা প্রবাহ |
ব্রেটন উডস সম্মেলন (Bretton Woods conference) ● ১-২২ জুলাই, ১৯৪৪ যুক্তরাষ্ট্রের নিউহ্যাম্পশায়ারের অন্তর্গত ব্রিটেন উডস নামক স্থানে IBRD, IMF, ITO (International Trade Organization) গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়, ⤋ ● যুক্তরাষ্ট্রের অসহযোগিতার কারণে ITO গঠিত হয় নাই । ⤋ ● ১৯৪৭ সালে GATT (General Agreement on Tariffs and Trade) গঠিত হয়। ⤋ ● ৮ রাউন্ড আলোচনা অনুষ্ঠিত হয়। এর মধ্যে উরুগুয়ে রাউন্ড (১৯৮৬-১৯৯৪) সবচেয়ে গুরুত্বপূর্ণ । ⤋ ● ১ জানুয়ারি, ১৯৯৫ বিশ্ববাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় । ⤋ ● দোহা উন্নয়ন এজেন্ডা (২০০১-বর্তমান পর্যন্ত) । |
প্রতিষ্ঠাকাল | ● ১ জানুয়ারি, ১৯৯৫ |
সদর দপ্তর | ● জেনেভা, সুইজারল্যান্ড |
সদস্য দেশ |
● বর্তমান সদস্য: ১৬৪ ● পর্যবেক্ষক: ২৩ ● ১৬৪তম সদস্য পদ লাভ করে আফগানিস্তান। |
Note | ● বিশ্ব বাণিজ্যের শতকরা ৯৭% সদস্য দেশসমূহের মধ্যে সম্পন্ন হয়। |
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
IMF এর পূর্ণরুপ | International Monetary Fund |
প্রতিষ্ঠার ইতিহাস |
ব্রেটন উডস সম্মেলন (Bretton Woods conference) ● ১-২২ জুলাই, ১৯৪৪ যুক্তরাষ্ট্রের নিউহ্যাম্পশায়ারের অন্তর্গত ব্রিটেন উডস নামক স্থানে IBRD, IMF গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। ⤋ ● আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুমোদনের পর ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর IMF প্রতিষ্ঠিত হয়। ⤋ ● ১৯৪৭ সালের ১ মার্চ IMF কার্যক্রম শুরু করে। |
সদর দপ্তর | ● ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র |
কাজ |
● আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা। ● মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা। ● নেতিবাচক ট্রেড ব্যালেন্স শোধরানো। |
SDR |
● পূর্ণরূপ: Special Drawing Rights। ● SDR সুবিধা প্রবর্তনের জন্য ১৯৬৯ সালে আইএমএফ এর গঠনতন্ত্র সংশোধন করা হয়। ● IMF এর রিজার্ভ সম্পদের আর্থিক একক। [SDR is the monetary unit of the reserve assets of IMF] ● একটি সম্পূরক আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ হিসেবে Bretton Woods বিনিময় হার নির্ধারণ করা সিস্টেমের প্রেক্ষিতে এটি তেরি করা হয়। ● প্রাচীন মুদ্রা কে বর্তমানে SDR এর আওতায় আনা হয়েছে। ● চীনা ইউয়ান ১ লা অক্টোবর ২০১৬ তে সর্বশেষ সংশোধিত হয়। |
প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক |
● ক্রিস্টিন লাগার্দ (ফ্রান্স) ● IMF-এর প্রধান সর্বদা ইউরোপ থেকে নির্বাচিত হন। |
বাংলাদেশ সদস্যপদ লাভ করে - | ● ১০ মে, ১৯৭২ |
বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group)
প্রতিষ্ঠার ইতিহাস |
ব্রেটন উডস সম্মেলন (Bretton Woods conference) ● ১-২২ জুলাই, ১৯৪৪ যুক্তরাষ্ট্রের নিউহ্যাম্পশায়ারের অন্তর্গত ব্রিটেন উডস নামক স্থানে IBRD, IMF গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় । ⤋ ● আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুমোদনের পর ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর IBRD প্রতিষ্ঠিত হয় । ⤋ ● ১৯৪৬ সালের ২৫ জুন IBRD কার্যক্রম শুরু করে। |
সদর দপ্তর | ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র |
অঙ্গসংস্থা |
১) পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক [International Bank for Reconstruction and Development] (IBRD): মধ্য আয়ের দেশগুলোকে ঋণ প্রদান এবং উপদেষ্টা হিসাবে কাজ করে। (সদস্য ১৮৯) গঠন: ১৯৪৪: কাজ শুরু: ১৯৪৬ ২) আন্তর্জাতিক উন্নয়ন সমিতি [International Development Association] (IDA): বিশ্বের স্বল্পোন্নত দেশগুলিকে সহজ শর্তে বিনাসুদে দীর্ঘ মেয়াদি ঋণ ও মঞ্জুরি প্রদান করে। এজন্য বিশ্বব্যাংকের এ অঙ্গ সংগঠন 'Soft-loan-window' নামে পরিচিত। (সদস্য ১৭৩: সর্বশেষ: রুমানিয়া) গঠন: ২৪ সেপ্টেম্বর ১৯৬০ সালে, এর সদর দফতর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অবস্থিত। ৩) আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা [International Finance Corporation] (IFC): বেসরকারী খাতে ঋণ প্রদান করে। (সদস্য ১৮৪; সর্বশেষ: পালাউ) গঠন: ১৯৫৬ সালে ৪) পুঁজি বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র [International Centre for Settlement of Investment Disputes] (ICSID): কোন রাষ্ট্র এবং অন্য সদস্য রাষ্ট্রের কোন উদ্যোক্তার মধ্যে বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তিতে সহায়তা দেয়। (সদস্য ১৫৩। সর্বশেষ: নাউরু) গঠন: ১৯৬৬ সালে ৫) বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা [Multilateral Investment Guarantee Agency] (MIGA): উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে। (সদস্য ১৮১: সর্বশেষ: ভুটান) গঠন: ১৯৮৮ সালে |
World Development Report | বিশ্বব্যাংক ১৯৫১ সালে 'Osiander-Committee' গঠন করে যা প্রতিবছর World Development Report প্রকাশ করে। |
বিশ্ব ব্যাংক গ্রুপ (World Bank Group) IBRD + IDA IFC+ ICSID + MIGA |
বিশ্ব ব্যাংক (World Bank) IBRD + IDA |
বিশ্বব্যাংকের বর্তমানে সদস্য দেশ নয় কিউবা। ১৪ নভেম্বর ১৯৬০ সালে দেশটি বিশ্বব্যাংকের সদস্য পদ প্রত্যাহার করে নেয়।
ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB)
IDB এর পূর্ণরুপ | Islami Development Bank |
প্রতিষ্ঠাকাল |
● ১৯৭৩ সালের ১৮ ডিসেম্বর ও.আই.সির পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে ইসলামী উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। ● ১৯৭৫ সালের ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। |
সদস্য দেশ |
● প্রতিষ্ঠাকালীন সদস্য: ২২। ● বর্তমান সদস্য: ৫৭। ● সর্বশেষ সদস্য: গায়ানা। ● সদস্য হওয়ার যোগ্যতা: OIC-এর সদস্য হতে হবে। ● বর্তমানে OIC'র সকল সদস্য IDB'র সদস্য। |
সদর দপ্তর | জেদ্দা, সৌদি আরব |
উদ্দেশ্য | মুসলিম দেশগুলোর অর্থনীতিকে ক্রমান্বয়ে ইসলামী ভাবধারায় পরিচালিত করা । |
বৈশিষ্ট্য | সুদমুক্ত লেনদেন |
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
ADB এর পূর্ণরুপ | Asian Development Bank |
প্রতিষ্ঠাকাল | ১৯ ডিসেম্বর, ১৯৬৬ |
সদস্য দেশ |
● বর্তমান সদস্য: ৬৮ [৪৯টি এশীয় + বাহিরের ১৯টি সদস্য] ● সর্বশেষ সদস্য: নিউ/ Niue (১১ মার্চ ২০১৯)। ● বাংলাদেশ সদস্যপদ লাভ করে ২ ফেব্রু. ২০০৭ সালে। |
সদর দপ্তর | ম্যানিলা, ফিলিপাইন |
লক্ষ | এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক উন্নয়ন। |
☞ ЛСА : JICA (Japan International Co-operation Agency) হলো জাপান সরকারের উন্নয়ন সংস্থা। এটি বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী সংস্থা।
☞ AIIB : AIIB = Asian Infrastructure Investment Bank. চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত নতুন বহুমাত্রিক উন্নয়ন এ ব্যাংক AIIB । এটি গঠিত হয় ২০১৪ সালের ২৪ অক্টোবর। এ ব্যাংকটি কার্যক্রম শুরু করে ১৬ জানুয়ারি ২০১৬।