বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি | Global economic institutions

বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠান হল:

বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)

বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)
WTO এর পূর্ণরুপ World Trade Organization
বিশ্ব বাণিজ্য সংস্থার ঘটনা প্রবাহ ব্রেটন উডস সম্মেলন (Bretton Woods conference)
● ১-২২ জুলাই, ১৯৪৪ যুক্তরাষ্ট্রের নিউহ্যাম্পশায়ারের অন্তর্গত ব্রিটেন উডস নামক স্থানে IBRD, IMF, ITO (International Trade Organization) গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়,

● যুক্তরাষ্ট্রের অসহযোগিতার কারণে ITO গঠিত হয় নাই ।

● ১৯৪৭ সালে GATT (General Agreement on Tariffs and Trade) গঠিত হয়।

● ৮ রাউন্ড আলোচনা অনুষ্ঠিত হয়। এর মধ্যে উরুগুয়ে রাউন্ড (১৯৮৬-১৯৯৪) সবচেয়ে গুরুত্বপূর্ণ ।

● ১ জানুয়ারি, ১৯৯৫ বিশ্ববাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় ।

● দোহা উন্নয়ন এজেন্ডা (২০০১-বর্তমান পর্যন্ত) ।
প্রতিষ্ঠাকাল ● ১ জানুয়ারি, ১৯৯৫
সদর দপ্তর ● জেনেভা, সুইজারল্যান্ড
সদস্য দেশ ● বর্তমান সদস্য: ১৬৪
● পর্যবেক্ষক: ২৩
● ১৬৪তম সদস্য পদ লাভ করে আফগানিস্তান।
Note ● বিশ্ব বাণিজ্যের শতকরা ৯৭% সদস্য দেশসমূহের মধ্যে সম্পন্ন হয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)

আন্তর্জাতিক মুদ্রা তহবিল
IMF এর পূর্ণরুপ International Monetary Fund
প্রতিষ্ঠার ইতিহাস ব্রেটন উডস সম্মেলন (Bretton Woods conference)
● ১-২২ জুলাই, ১৯৪৪ যুক্তরাষ্ট্রের নিউহ্যাম্পশায়ারের অন্তর্গত ব্রিটেন উডস নামক স্থানে IBRD, IMF গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

● আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুমোদনের পর ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর IMF প্রতিষ্ঠিত হয়।

● ১৯৪৭ সালের ১ মার্চ IMF কার্যক্রম শুরু করে।
সদর দপ্তর ● ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
কাজ ● আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা।
● মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা।
● নেতিবাচক ট্রেড ব্যালেন্স শোধরানো।
SDR ● পূর্ণরূপ: Special Drawing Rights।
● SDR সুবিধা প্রবর্তনের জন্য ১৯৬৯ সালে আইএমএফ এর গঠনতন্ত্র সংশোধন করা হয়।
● IMF এর রিজার্ভ সম্পদের আর্থিক একক। [SDR is the monetary unit of the reserve assets of IMF]
● একটি সম্পূরক আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ হিসেবে Bretton Woods বিনিময় হার নির্ধারণ করা সিস্টেমের প্রেক্ষিতে এটি তেরি করা হয়।
● প্রাচীন মুদ্রা কে বর্তমানে SDR এর আওতায় আনা হয়েছে।
● চীনা ইউয়ান ১ লা অক্টোবর ২০১৬ তে সর্বশেষ সংশোধিত হয়।
প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ● ক্রিস্টিন লাগার্দ (ফ্রান্স)
● IMF-এর প্রধান সর্বদা ইউরোপ থেকে নির্বাচিত হন।
বাংলাদেশ সদস্যপদ লাভ করে - ● ১০ মে, ১৯৭২

বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group)

বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group)
প্রতিষ্ঠার ইতিহাস ব্রেটন উডস সম্মেলন (Bretton Woods conference)
● ১-২২ জুলাই, ১৯৪৪ যুক্তরাষ্ট্রের নিউহ্যাম্পশায়ারের অন্তর্গত ব্রিটেন উডস নামক স্থানে IBRD, IMF গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় ।

● আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুমোদনের পর ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর IBRD প্রতিষ্ঠিত হয় ।

● ১৯৪৬ সালের ২৫ জুন IBRD কার্যক্রম শুরু করে।
সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
অঙ্গসংস্থা ১) পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক [International Bank for Reconstruction and Development] (IBRD): মধ্য আয়ের দেশগুলোকে ঋণ প্রদান এবং উপদেষ্টা হিসাবে কাজ করে। (সদস্য ১৮৯) গঠন: ১৯৪৪: কাজ শুরু: ১৯৪৬
২) আন্তর্জাতিক উন্নয়ন সমিতি [International Development Association] (IDA): বিশ্বের স্বল্পোন্নত দেশগুলিকে সহজ শর্তে বিনাসুদে দীর্ঘ মেয়াদি ঋণ ও মঞ্জুরি প্রদান করে। এজন্য বিশ্বব্যাংকের এ অঙ্গ সংগঠন 'Soft-loan-window' নামে পরিচিত।
(সদস্য ১৭৩: সর্বশেষ: রুমানিয়া) গঠন: ২৪ সেপ্টেম্বর ১৯৬০ সালে, এর সদর দফতর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অবস্থিত। ৩) আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা [International Finance Corporation] (IFC): বেসরকারী খাতে ঋণ প্রদান করে। (সদস্য ১৮৪; সর্বশেষ: পালাউ) গঠন: ১৯৫৬ সালে
৪) পুঁজি বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র [International Centre for Settlement of Investment Disputes] (ICSID): কোন রাষ্ট্র এবং অন্য সদস্য রাষ্ট্রের কোন উদ্যোক্তার মধ্যে বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তিতে সহায়তা দেয়। (সদস্য ১৫৩। সর্বশেষ: নাউরু) গঠন: ১৯৬৬ সালে
৫) বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা [Multilateral Investment Guarantee Agency] (MIGA): উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে। (সদস্য ১৮১: সর্বশেষ: ভুটান) গঠন: ১৯৮৮ সালে
World Development Report বিশ্বব্যাংক ১৯৫১ সালে 'Osiander-Committee' গঠন করে যা প্রতিবছর World Development Report প্রকাশ করে।
বিশ্ব ব্যাংক গ্রুপ (World Bank Group)
IBRD + IDA IFC+ ICSID + MIGA
বিশ্ব ব্যাংক (World Bank) IBRD + IDA

বিশ্বব্যাংকের বর্তমানে সদস্য দেশ নয় কিউবা। ১৪ নভেম্বর ১৯৬০ সালে দেশটি বিশ্বব্যাংকের সদস্য পদ প্রত্যাহার করে নেয়।

ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB)

ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB)
IDB এর পূর্ণরুপ Islami Development Bank
প্রতিষ্ঠাকাল ● ১৯৭৩ সালের ১৮ ডিসেম্বর ও.আই.সির পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে ইসলামী উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়।
● ১৯৭৫ সালের ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।
সদস্য দেশ ● প্রতিষ্ঠাকালীন সদস্য: ২২।
● বর্তমান সদস্য: ৫৭।
● সর্বশেষ সদস্য: গায়ানা।
● সদস্য হওয়ার যোগ্যতা: OIC-এর সদস্য হতে হবে।
● বর্তমানে OIC'র সকল সদস্য IDB'র সদস্য।
সদর দপ্তর জেদ্দা, সৌদি আরব
উদ্দেশ্য মুসলিম দেশগুলোর অর্থনীতিকে ক্রমান্বয়ে ইসলামী ভাবধারায় পরিচালিত করা ।
বৈশিষ্ট্য সুদমুক্ত লেনদেন

এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)

এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
ADB এর পূর্ণরুপ Asian Development Bank
প্রতিষ্ঠাকাল ১৯ ডিসেম্বর, ১৯৬৬
সদস্য দেশ ● বর্তমান সদস্য: ৬৮ [৪৯টি এশীয় + বাহিরের ১৯টি সদস্য]
● সর্বশেষ সদস্য: নিউ/ Niue (১১ মার্চ ২০১৯)।
● বাংলাদেশ সদস্যপদ লাভ করে ২ ফেব্রু. ২০০৭ সালে।
সদর দপ্তর ম্যানিলা, ফিলিপাইন
লক্ষ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক উন্নয়ন।

ЛСА : JICA (Japan International Co-operation Agency) হলো জাপান সরকারের উন্নয়ন সংস্থা। এটি বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী সংস্থা।

AIIB : AIIB = Asian Infrastructure Investment Bank. চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত নতুন বহুমাত্রিক উন্নয়ন এ ব্যাংক AIIB । এটি গঠিত হয় ২০১৪ সালের ২৪ অক্টোবর। এ ব্যাংকটি কার্যক্রম শুরু করে ১৬ জানুয়ারি ২০১৬।

নবীনতর পূর্বতন